Elegant Tours & Travels BD

Elegant Tours & Travels BD ইন্ডিয়ান মেডিকেল তথ্য,
ভিসা প্রসেসিং।এয়ার ও ট্রেনের টিকিট।দেশ/ বিদেশ ট্যুর প্ল্যান।

15/05/2022
Let's Explore BandarbanFor details contact Us🏔️🏔️
07/10/2021

Let's Explore Bandarban
For details contact Us🏔️🏔️

⛰️গন্তব্য : বান্দরবান ও কক্সবাজার🏖️*যাত্রার তারিখঃ -২১ সেপ্টেম্বর *ফেরার তারিখ - ২৫ সেপ্টেম্বর *রংপুর পৌঁছাবো -২৬ সেপ্টে...
03/09/2021

⛰️গন্তব্য : বান্দরবান ও কক্সবাজার🏖️
*যাত্রার তারিখঃ -২১ সেপ্টেম্বর
*ফেরার তারিখ - ২৫ সেপ্টেম্বর
*রংপুর পৌঁছাবো -২৬ সেপ্টেম্বর

#বান্দরবান ও #কক্সবাজার
*৪দিন ৩ রাত.....
🌹খরচ..
#জন প্রতি ৮৩০০টাকা।
*কাপল হলে আরো ১০০০ টাকা যোগ হবে।
ফ্যামিলি, কাপল, সিঙ্গেল ছেলে-মেয়ে সবাই যেতে পারবেন এই ট্যুরে।

*আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন- 01912637143/01745635549
🌹 (১৫/০৯/২০২১) তারিখ বুকিং এর শেষ দিন। বুকিং করতে ২০৪০ টাকা এডভান্স করতে হবে ( অফেরত যোগ্য) ।

#প্যাকেজে যা অন্তর্ভুক্ত.....
🚌 রংপুর -বান্দরবান -কক্সবাজার যাওয়া আসার টিকিট(শ্যামলি নন এসি)
🏘️উন্নত মানের ফ্যামিলি হোটেল (এসি রুম)
⛰️বান্দরবান ঘুরার চাঁদের গাড়ি ভাড়া।
🏖️হিমছড়ি ও ইনানী যাওয়া আসা গাড়ি ভাড়া।

🍝ভ্রমনের তিন দিনের সকালের নাস্ত। 🍝তিন দিনের দুপুরের খাবার এবং🍝 তিন দিনের রাতের খাবার।
🍽🍜 🍜🍛

#প্যাকেজে যা যা থাকছেনা.....
* কোন প্রকার এন্ট্রি ফি
* যাত্রা কালের খাবার
* ঔষধ বা মেডিকেল সার্ভিস
* প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনার জন্য কোন খরচ
* শপিং
* ব্যক্তিগত কোন খরচ

বিস্তারিত....
২১ সেপ্টেম্বর সন্ধা ৫ টায় রংপুর থেকে রওনা হবো।(শ্যামলি নন এসি)
🏘️২২ সেপ্টেম্বর সকালে বান্দরবান হোটেল চেক ইন।

১ম দিন..
#বান্দরবান হোটেল চেক ইন করে সারাদিন বান্দরবান ভ্রমণ।স্বর্ণমন্দির, নীলাচল,মেঘলা ও বান্দরবান শহর ভ্রমণ।

২য় দিন... ২৩ সেপ্টেম্বর
সকালে উঠে নাস্তা করে নীলগিরি উদ্দেশ্যে রওনা।
এদিন চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত ঘুরে দেখবো।

৩য় দিন...২৪ সেপ্টেম্বর
সকালে উঠে কক্সবাজারের উদ্দেশ্য রওনা হবো বান্দরবান থেকে।কক্সবাজার পৌঁছানোর পর হোটেল চেক ইন করে।বীচে যাবো।দুপুরে খাবারে পর যাবো ইনানি ও হিমছড়ি দেখতে।

৪র্থ দিন...২৫ সেপ্টেম্বর
সকালে সুগন্ধা বীচে যাবো তার পর,
সারাদিন যে যার মত কাটাতে পারেন শপিং করে।দুপুরে খাবারে পর
বিকাল ৫ টায়
রংপুরে উদ্দেশ্য রওনা
২৬ সেপ্টেম্বর সকালে রংপুর পৌছাবো ইনশাআল্লাহ।

🌹কিছু গুরুত্বপূর্ণ কথাঃ🌹
-প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাইকে আমাদের সর্বাত্মক সহায়তা করতে হবে।
- আমরা শালিনতার মধ্যে দিয়ে আনন্দ উপভোগ করব।
-স্থানিয়দের সাথে কোনভাবেই তর্কে যাওয়া যাবে না।
-ভ্রমনের সময় কোন ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না।
-খাবারের মান যতটা ভাল করা যায় চেষ্টা করা

     🌏🌏💖
03/04/2021



🌏🌏💖

এখন থেকে যারা মেডিকেল ভিসা নিয়ে ভারত যাবেন,আসার সময় বুড়িমারী-চ্যাংড়াবান্ধা পোট দিয়ে আসতে পারবেন।এই জন্য  নিচের  এই ফরমটি...
15/03/2021

এখন থেকে যারা মেডিকেল ভিসা নিয়ে ভারত যাবেন,আসার সময় বুড়িমারী-চ্যাংড়াবান্ধা পোট দিয়ে আসতে পারবেন।এই জন্য নিচের এই ফরমটি পূরণ করে পারমিশন নিতে হবে।
[ভারত এন্ট্রি শুধু বিমান,বেনাপোল ও দর্শনা পোট দিয়ে করা যাবে]

দারুন কিছু মানুষকে নিয়ে অসাধারন একটা ট্যুর শেষ করলাম আমরা💖💖💖💖 #কক্সবাজার  #ইনানী  #সেন্টমার্টিন ৬-১০ মার্চ।
13/03/2021

দারুন কিছু মানুষকে নিয়ে অসাধারন একটা ট্যুর শেষ করলাম আমরা💖💖💖💖
#কক্সবাজার #ইনানী #সেন্টমার্টিন ৬-১০ মার্চ।

💖💖
12/03/2021

💖💖

22/02/2021

অসাধারন কারুকার্য 💖💖💖🏘️

গন্তব্য : কক্সবাজার ও সেন্টমার্টিন *যাত্রার তারিখঃ ৬ মার্চ *ফেরার তারিখ -  ১০ মার্চ*রংপুর পৌঁছাবো ১১ মার্চ  #কক্সবাজার *...
15/02/2021

গন্তব্য : কক্সবাজার ও সেন্টমার্টিন
*যাত্রার তারিখঃ ৬ মার্চ
*ফেরার তারিখ - ১০ মার্চ
*রংপুর পৌঁছাবো ১১ মার্চ

#কক্সবাজার
*৪দিন ৩ রাত কক্সবাজার.....
খরচ....
*জন প্রতি ৭৮০০টাকা।
*কাপল হলে আরো ১০০০ টাকা যোগ হবে জন প্রতি।
ফ্যামিলি, কাপল, সিঙ্গেল ছেলে-মেয়ে সবাই যেতে পারবেন এই ট্যুরে।

*আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন- 01912637143 (২৫/০২/২০২১) তারিখ বুকিং এর শেষ দিন। বুকিং করতে ২০৪০ টাকা এডভান্স করতে হবে ( অফেরত যোগ্য) ।

#প্যাকেজে যা অন্তর্ভুক্ত.....
🍝ভ্রমনের তিন দিনের সকালের নাস্ত। তিন দিনের দুপুরের খাবার এবং তিন দিনের রাতের খাবার।
🏘️উন্নত মানের ফ্যামিলি হোটেল রুম
🌅হিমছড়ি ও ইউনানি বিচ্
🚌 রংপুর -কক্সবাজার যাওয়া আসার টিকিট(শ্যামলি নন এসি)

🍽🍜 ফুড মেনু 🍜🍛
🍛১ম দিনের খাবার ---
সকালের নাস্তা - (পরোটা + সবজি + ডিম + চা ও পানি)
দুপুরের খাবার - ( চিকেন + সবজি + ডাল + ভাত ও পানি )
রাতের খাবার - (সাদা ভাত + সবজি / ভর্তা + ডাল + মাছ/মুরগীর-নিজের পছন্দমত)

🍜 ২য় দিনের খাবার:
সকালের নাস্তা - (পরাটা/রুটি +সবজি+ ডিম ভুনা ও চা )
দুপুরের খাবার - (সাদা ভাত + সবজি / ভর্তা + ডাল + মাছ/মুরগীর-নিজের পছন্দমত)
রাতের খাবার - (সাদা ভাত+সবজি+ মুরগী /মাছ + সালাদ ও পানি )
🍛৩য় দিনের খাবার ---
সকালের নাস্তা - (পরোটা + সবজি + ডিম + চা ও পানি)
দুপুরের খাবার - ( চিকেন + সবজি + ডাল + ভাত ও পানি )
রাতের খাবার - (সাদা ভাত + সবজি / ভর্তা + ডাল + মাছ/মুরগীর-নিজের পছন্দমত)

#প্যাকেজে যা যা থাকছেনা.....
* কোন প্রকার এন্ট্রি ফি
* যাত্রা কালের খাবার
* ঔষধ বা মেডিকেল সার্ভিস
* প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনার জন্য কোন খরচ
* শপিং
* ব্যক্তিগত কোন খরচ

বিস্তারিত....
৬ মার্চ সন্ধা ৬ টায় রংপুর থেকে রওনা হবো।(শ্যামলি নন এসি)
৭ মার্চ সকালে কক্সবাজার হোটেল চেক ইন

১ম দিন..
কক্সবাজার হোটেল চেক ইন করে সারাদিন কক্সবাজার ভ্রমণ। লাবনি পয়েন্ট, কলাতলি পয়েন্ট, বারমিজ মাকেট,

২য় দিন... ৮ মার্চ
সেন্টমার্টিন ভ্রমণ (প্যাকেজ খরচ ছাড়া, জাহাজ ভাড়া নিজেদের বহন করতে হবে,পার পারসোন ১২০০-২৪০০ টাকা লাগতে পারে)খাওয়া ও থাকা খরচ প্যাকেজের অন্তর্ভুক্ত।

৩য় দিন...৯ মার্চ
হিমছড়ি ও ইনানী বিচ ভ্রমণ।
ফিস একুরিয়াম.

৪থ দিন...১০ মার্চ
বিকাল ৫ টায়
রংপুরে উদ্দেশ্য রওনা
১১ মার্চ সকালে রংপুর পৌছাবো ইনশাআল্লাহ।

রংপুর ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার চালু হয়েছে।টুরিস্ট বাদে সব ধরনের ভিসা এপ্লিকেশন এখানে এখন থেকে জমা দেয়া যাবে।আসা ক...
29/01/2021

রংপুর ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার চালু হয়েছে।টুরিস্ট বাদে সব ধরনের ভিসা এপ্লিকেশন এখানে এখন থেকে জমা দেয়া যাবে।
আসা করা যাচ্ছে টুরিস্ট ভিসা চালুর বিষয়টি হয়তো খুব তারাতারি জানা যাবে।
[টিপু সুলতানের মাজার,Maysore, Karnataka ]

চিরনিদ্রায় এখানে শায়িত আছেন টিপু সুলতান,তার মা ও বাবা।
23/01/2021

চিরনিদ্রায় এখানে শায়িত আছেন টিপু সুলতান,তার মা ও বাবা।

ট্রানজিট ভিসা ফর ভুটানঃ √ ইন্ডিয়ান ট্রানজিট ভিসা নিতে হবে ভুটান বাই রোডে যাবার জন্য। ট্রানজিট ভিসা ফি মাত্র ৮০০ টাকা। ভু...
20/12/2020

ট্রানজিট ভিসা ফর ভুটানঃ

√ ইন্ডিয়ান ট্রানজিট ভিসা নিতে হবে ভুটান বাই রোডে যাবার জন্য। ট্রানজিট ভিসা ফি মাত্র ৮০০ টাকা। ভুটানে যাবার জন্য ট্রানজিট ভিসার বর্ডার পোর্ট থাকতে হবে চ্যাংড়াবান্ধা / জায়গা। ট্রানজিট ভিসার মেয়াদ থাকে মাত্র ১৫ দিন। এই ১৫ দিনের মধ্যে ভুটান ভ্রমন করে আসতে হবে। ১৫ দিনের ট্রানজিট ভিসা নিয়ে আপনি ভুটানে যাবার আগে ৩ দিন মানে ৭২ ঘন্টা ইন্ডিয়া তে অবস্থান করতে পারবেন। এই ৭২ ঘন্টা অতিক্রম হবার আগে যে কোন মূল্যে আপনাকে ভুটানে প্রবেশ করতে হবে। আবার ভুটান ভ্রমন শেষে ভুটান বর্ডার ক্রস করে দেশে ফেরত আসার আগে আরো ৭২ ঘন্টা মানে ৩ দিন চাইলে ইন্ডিয়া তে থেকে আসতে পারবেন। তবে মনে রাখতে হবে ভুটান থেকে বার হবার পরে ইন্ডিয়া তে কোন মতে ৭২ ঘন্টার বেশি থাকা যাবে না। তা হলে বড় ধরনে সমস্যা পরে যাবেন।

√ ট্রানজিট ভিসা নিতে হলে ঢাকা টু চ্যাংড়াবান্ধা টু ঢাকা যাওয়া আসার বাসের অগ্রীম টিকেট ইন্ডিয়ান ভিসা এপলিকেশন সেন্টারে ভিসার যাবতীয় সব কাগজ পত্রের সাথে জমা দিতে হবে।

√ বাসের অরিজিনাল টিকেট পাসপোর্ট এর পিছনের পাতার সাথে পিন মেরে দিতে হবে। এবং সাথে আলাদা ভাবে বাসের এই টিকেট গুলোর ফটোকপি ও দিতে হবে।

√ ভুটানে কোন হোটেলে থাকবেন ঐ হোটেল বুকিং এর স্লিপ বা প্রিন্ট কপি জমা দিতে হবে৷

√ এক্সপেক্টেড জার্নি ডেট এবং বাসের টিকেট সেম ডেটের হতে হবে।

√ আর বাকি সব কাগজ পত্র ট্যুরিস্ট ভিসার করার সময় যা যা দেন তাই দিবেন।

√ ইন্ডিয়ান ট্রানজিট ভিসা নিয়ে ভুটানের বর্ডারে গেলে ভুটান ইমিগ্রেশন থেকে আপনার পাসপোর্ট এ ৫ দিন বা ৭ দিনের একটি পারমিট সিল মেরে দিবে৷

√ মনে রাখবেন, ভুটান ইমিগ্রেশন থেকে শুধু আপনকে পারো এবং থিম্পু যাবার পারমিট সিল দিবে। এর বাইরে যেতে হলে থিম্পুর পারমিশন অফিস থেকে পারমিট নিতে হবে৷

19/12/2020

অসাধারন অনুভূতি 💖💖💖
এখানে মেঘ,পাহাড়, নদী মিলেমিশে একাকার

24/10/2020

মেঘের দেশ সাজেকে
অামরা খুব শীঘ্রই একটা বাজেটের মধ্যে ট্যুরের অায়োজন করবো।২ রাত ৩ দিনের।।মেঘের লুকোচুরি দেখতে অামাদের সাথে অাপনিও যেতে পারেন।

Saint martin 😍😍
22/10/2020

Saint martin 😍😍

Cox'sbazar 😍😍
22/10/2020

Cox'sbazar 😍😍

 💖💕 💖💗 💖💕
07/10/2020

💖💕
💖💗
💖💕

   #পেলিং কাঞ্চনজঙ্ঘাকে কাছ থেকে দেখার অন্যতম প্রধান একটি স্থান হলো  #পেলিং।  Elegant Tours & Travels BDPhoto collected
05/10/2020

#পেলিং
কাঞ্চনজঙ্ঘাকে কাছ থেকে দেখার অন্যতম প্রধান একটি স্থান হলো #পেলিং।
Elegant Tours & Travels BD
Photo collected

 #ডাউকি_ব্রিজ  #মেঘালয়
03/09/2020

#ডাউকি_ব্রিজ
#মেঘালয়

21/08/2020

#পাসপোর্ট_সংক্রান্ত_আপডেট

দীর্ঘদিন যাবত বাংলাদেশ পাসপোর্ট কার্যক্রম বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে, স্বাস্থ্য বিধি মেনে সিমীত পরিসরে। বিস্তারিত জানতে নিকটস্থ পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন।

😀 ভিসা আপডেটঃ-

জরুরি ভিত্তিতে যারা ভারতে চিকিৎসা, ব্যাবসা ও ভ্রমনে যাবেন তাদের জন্যে IVAC সুযোগ করে দিয়েছে। তবে খুব জটিল রোগীদের ভারতীয় হাসপাতালের প্রত্যায়নের ভিত্তিতে সাধারণত ভিসা প্রদান করছে।

# ভিসার জন্য যেভাবে আবেদন করবেন:

১. প্রথমে আপনি যে হাসপাতালে চিকিৎসা করাতে যাবেন সেখান থেকে মেডিকেল ইনভাইটেশন লেটার সংগ্রহ করতে হবে। তবে এর সাথে অনলাইন কনসালটেশনের ডাক্তারের প্রেসক্রিপশন থাকলে ভালো হয়।

২. আপনার ভ্রমণের উপযুক্ত কারণ বর্ননা করে "[email protected]" - এই এড্রেস এ মেইল করতে হবে। মেইল করার সময় অবশ্যই মেডিকেল ইনভাইটেশন লেটার সহ আনুষাঙ্গিক কাগজপত্র মেইলে attached করতে হবে এবং সাথে আপনার মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। কারন মেইল রিসিভ করার পর এম্বেসি থেকে আপনাকে ফোন করবে। মেইলের সাবজেক্ট হবে "Regarding Emergency Medical Visa"।

৩. এরপর আপনার কাগজপত্র যাচাই-বাছাই করেন এম্বেসি থেকে আপনার মেইলে রেগুলার ভিসা এপ্লিকেশন ফর্ম পাঠাবে। আপনাকে সেই ফর্ম পূরণ করতে হবে।

৪. পূরনকৃত ফর্মের সাথে এপ্লিকেন্টের পাসপোর্ট সাইজের রঙিন ছবি ( below 20 kb), জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধন সনদ, ট্রেইড লাইসেন্স/ এমপ্লয়মেন্ট সনদ, লেটেস্ট ব্যাংক স্টেটমেন্ট এবং ইউটিলিটি বিল ইত্যাদি সবকিছুর স্ক্যান কপি তাদেরকে মেইল করতে হবে।

৫. এম্বেসি থেকে সকল কাগজপত্র যাচাই- বাছাই করে দেখবে। তারপর নির্দেশিত দিনে আপনাকে উপরে উল্লেখিত সব অরিজিনাল কাগজপত্র নিয়ে Indian Visa Application Centre - IVAC(Dhaka & Rajshahi) অফিসে হাজির হতে হবে। সব ঠিক থাকলে আপনি একদিনেই ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেয়ে যেতে পারেন।

   #পেলিং কাঞ্চনজঙ্ঘাকে কাছ থেকে দেখার অন্যতম প্রধান একটি স্থান হলো  #পেলিং।Elegant Tours & Travels BD
18/08/2020

#পেলিং
কাঞ্চনজঙ্ঘাকে কাছ থেকে দেখার অন্যতম প্রধান একটি স্থান হলো #পেলিং।
Elegant Tours & Travels BD

16/08/2020


    কাঞ্চনজঙ্ঘা কে কাছ থেকে অাপন করে দেখতে চাইলে পেলিং অন্যতম প্রধান একটি জায়গা। অক্টোবর থেকে জানুয়ারি  উত্তম সময়  #পেলি...
15/08/2020


কাঞ্চনজঙ্ঘা কে কাছ থেকে অাপন করে দেখতে চাইলে পেলিং অন্যতম প্রধান একটি জায়গা। অক্টোবর থেকে জানুয়ারি উত্তম সময় #পেলিং ভ্রমণের।

   #কাশ্মীর অারু উপাত্যকা
14/08/2020

#কাশ্মীর
অারু উপাত্যকা

08/08/2020

07/08/2020


06/08/2020


 #সান্দাকফু   😍😍
06/08/2020

#সান্দাকফু
😍😍

 #শিমলা   #হিমাচল_প্রদেশ  সমুদ্রপৃষ্ঠ থেকে ২২০০ মিটার উচ্চতায় অবস্থিত হিমাচলের রাজধানী,শিমলা। পরিষ্কার-পরিচ্ছন্ন এবং পর...
05/08/2020

#শিমলা
#হিমাচল_প্রদেশ

সমুদ্রপৃষ্ঠ থেকে ২২০০ মিটার উচ্চতায় অবস্থিত হিমাচলের রাজধানী,শিমলা। পরিষ্কার-পরিচ্ছন্ন এবং পরিমিত আধুনিকতায় সাজানো শহর। মানুষের সচেতনতা এবং আইনের প্রয়োগ কিভাবে একটা সাদামাটা শহরকে দৃষ্টিনন্দন করে তুলতে পারে,তা দেখতে চাইলে চলে যান শিমলায়।রাস্তায় সিগারেট খাওয়া যায় না।রাতের শিমলা অনেক বেশী সুন্দর।

শিমলা দেখার জন্য ২ দিনই যথেষ্ট।কালকা থেকে টয় ট্রেনে বা বাই রোড গেলে আপনি দুপুরের মধ্যে শিমলা পৌছে যাবেন। হোটেলে চেক ইন করে দুপুরের খাওয়া সেরে ফেলুন। বিকালে চলে যান মল রোড, রিজ বা চার্চের কাছে। শিমলা শহরের মুল আকর্ষন এই রিজ বা মল রোড। পাশেই অবস্থিত শিমলা কালীবাড়ি। চাইলে ভেতরটা ঘুরে আসতে পারেন। এই পুরা মল রোডে এ্যাম্বুলেনস এবং ফায়ার ব্রিগেডের গাড়ি ছাড়া সব রকম যান চলাচল নিষেধ, তাই নিশ্চিন্তে হেটে বেড়ান। চার্চের পাশে বসার জন্য সুন্দর বেঞ্চের ব্যবস্থা আছে। সন্ধ্যাটা উপভোগ করুন এখানে বসেই। দূরের পাহাড়ের গায়ের বাড়িগুলোর বাতি দেখলে মনে হয় তারা গুলো সব পাহাড়ের গায়ে নেমে এসেছে।

শিমলাতে যা যা দেখবেন:-

জাখু পাহাড় ও জাখু মন্দির
ভ্যাইসরিগেল লজ
সামার হিল
দ্যা রিজ্
মল্ রোড
গেইটি থিয়েটার
তত্তপানি
কোটগড়
কুফরি

 #মানালি  প্রাচীনকালে এই উপত্যকায় বিক্ষিপ্ত ভাবে 'রাক্ষস' নামে এক যাযাবর শিকারী সম্প্রদায়ের লোকের বাস ছিল। পরবর্তী কাল...
04/08/2020

#মানালি
প্রাচীনকালে এই উপত্যকায় বিক্ষিপ্ত ভাবে 'রাক্ষস' নামে এক যাযাবর শিকারী সম্প্রদায়ের লোকের বাস ছিল। পরবর্তী কালে আগমন ঘটে কাংরা উপত্যকা থেকে আসা মেষপালকদের, এরা মানালিতে কৃষি কাজের জন্য বসতি স্থাপন করে।এ অঞ্চলের প্রাচীনতম বসবাসকারীদের অন্যতম ছিল 'নৌর' অথবা 'নর', কুলু উপত্যকায় এরা এক বিচিত্র প্রজাতি।এখনো অল্প কয়েক ঘর 'নর' পরিবার এখানে বর্তমান।মানালির পশ্চিম তীরে হরিপুরের কাছে সোয়াল গ্রামে এক 'নৌর' পরিবার ছিল।বস্তির জমির অধিকার বলে রাক্ষসদের শ্রমজীবী হিসেবে ব্যবহার করে বিখ্যাত হয়েছিল এই পরিবার।

ইংরেজরা আপেল আর ট্রাউট মাছের চাষ শুরু করে মানালিতে।প্রথম যখন আপেল গাছ লাগানো হয় এতো বেশী ফলন হয় যে, তার ভার বইতে না পেরে প্রায়ই গাছের ডালপালা ভেঙ্গে পড়ত।এখনো আপেল আর প্লাম চাষ এখানকার অধিকাংশ বাসিন্দাদের মুখ্য জীবিকা।

শিমলা থেকে(শিমলা না গিয়ে সরাসরি মানালি যাওয়া যায়া)মানালি যাওয়ার পথে,মানিকরনে আপনি দেখতে পাবেন যে, মাটির নিচ থেকে কিভাবে প্রাকৃতিকভাবে গরম (ফুটানো) পানি নির্গত হচ্ছে। কুল্লু যদি যান তবে সেখান থেকে অবশ্যই শাল কিনবেন।কুল্লুর শাল বিখ্যাত,মেয়েরা পশমি শাল কিনতে পারেন,ছেলেদের জন্যও বিভিন্ন ধরনের শাল আছে।

#রোথাং_পাস Pass
এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৯৭৮ মিটার বা ১৩,০৫০ ফিট উচ্চতায় অবস্থিত। মানালি শহর থেকে এর দূরত্ব ৫১ কিঃমিঃ বা ৩২ মাইল। পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথ আর প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে করতে রোথাং পাসে যেতে হয়। এখানে এলে দেখতে পাবেন শ্বেতশুভ্র সুবিশাল পাহাড়ের সারি আর বিশাল বিশাল প্রস্থর খন্ড। যারা আইস স্কেটিং,Tobogganing ইত্যাদি ভালোবাসেন তাদের জন্য সেখানে সুন্দর ব্যবস্থা আছে। যেহেতু সেখানকার আবহাওয়া অনেক ঠান্ডা তাই সেখানে ওভারকোট, বুট ইত্যাদি ভাড়ায় পাওয়া যায়।

#সোলাং_ভ্যালি Valley
এটি রোথাং পাস যাওয়ার পথে পড়ে এবং এর দূরত্ব মানালি শহর থেকে ১৪ কি.মি. উত্তরপশ্চিম দিকে অবস্থিত। এটি অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য সুপরিচিত। এখানে প্যারাসুটিং, প্যারাগ্লাইডিং, স্কেটিং ইত্যাদির ব্যবস্থা আছে।রাস্তা থেকে সোলাং ভ্যালীর স্নো পয়েন্টে আপনাকে ঘোড়ায় চড়ে যেতে হবে।

#রেহালা_জলপ্রপাত Falls
এটি রোথাং পাস থেকে ফেরার পথে পড়বে। এটি মানালির চমৎকার একটি জলপ্রপাত। এখানে গেলে দেখা যায় কিভাবে পাহাড়ের গা বেয়ে জলরাশি নেমে বিপাশা/ বিয়াস নদীতে গিয়ে মিশছে।
এছাড়া আর যা যা দেখতে পাবেন.....
#ডেট গুলাবা
#বিপাশা/বিয়াস নদ
#হিড়িম্বা টেম্পল:
#জানা জলপ্রপাত
(মানালিতে পুরো বছর ঠাণ্ডা থাকে। যারা মানালি যাওয়ার পরিকল্পনা করছেন তারা অবশ্যই গরম কাপড় যেমন:- জ্যাকেট, ওভারকোট, কানটুপী, কেডস, হাতমোজা ইত্যাদি সঙ্গে রাখবেন।মানালি যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে মে থেকে অক্টোবর পর্যন্ত।)

Address

Betpotti
Rangpur
5400

Telephone

+8801912637143

Website

Alerts

Be the first to know and let us send you an email when Elegant Tours & Travels BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Elegant Tours & Travels BD:

Share


Other Rangpur travel agencies

Show All

You may also like