12/05/2019
😀😀 গ্যাংটক (সিকিম) ও দার্জিলিং ভ্রমন প্যাকেজ ট্যুর 😀😀
@@ ৬দিন ৫ রাত @@
# # # জনপ্রতি মাত্র- ১৫৯৯৯/- টাকা (৫'রাত/৬দিন)
#ভ্রমনের_সময় : ঈদের পর ৩য় দিন, ২০১৯ইং ( এছাড়া ও প্রতিমাসের ৫ থেকে ১৫ তারিখে নিয়মিত ট্যুর পরিচিত হয়ে।)
#বুকিং_হটলাইনঃ 01765653344. Emails :fasttourism19 .com
😮😮😮 রংপুর টু বুড়ীমারী হাইএজ/ মাইক্রো বাসে ও ভারতের সকল যাত্রা পাজেরো/ টাটা সুমো গাড়িতে পরিচালিত হবে, ৫ রাত স্ট্যানডার্ড হোটেলে থাকা, প্রতিদিন সকালের টিফিন ও রাতের খাবার, সকল ধরনের সাইটসিয়িং , সিকিম পারমিশন, ভিসা প্রসেসিং সহায়তা সহ সব কিছু এই প্যাকেজের অন্তর্ভুক্ত।তাই আর কোন ধরনের বাড়তি খরচ ছাড়াই ঘুরে আসুন স্কটল্যান্ড ক্ষ্যাত স্বপ্নের সিকিম।
😄😄 বুকিং_এর_শেষ_সময়ঃ ভ্রমণের তারিখের ৫ দিন আগে পযন্ত, অথবা আসন খালি থাকা সাপেক্ষে। তাই দেরী না করে আজই আপনার বুকিং কনফার্ম করুন।
#বিঃদ্রঃ আমাদের সাথে সিকিম ট্যুরে যেতে হলে চ্যাংড়াবান্দা বর্ডার দিয়ে ভিসা থাকলে ভাল হবে। তবে ফুলবাড়ি কিংবা অন্য বর্ডার থাকলেও শিলিগুড়িতে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। সেজন্য সময় মেইনটেন করতে হবে। এছাড়াও যাদের অন্য বর্ডার দিয়ে ভিসা তারা শুধু পোর্ট এ্যাড করলেই আমাদের সাথে যেতে পারবেন।
**************************************
@@ যেকোন দিন ৮ জন হলেই গ্যাংটক সিকিম ট্যূর এ যাওয়া_যাবে। তবে বিকিং ৫ দিন পূর্বেই করতে হবে।
*********************************
# # বুকিং কনফার্ম করতে জনপ্রতি নূন্যতম ৫০০০/- টাকা জমা দিতে হবে।
@ আমাদের প্যাকেজে কোন প্রকার সার্ভিস চার্জ বা হিডেন চার্জ নেই।
**************************************
#ভ্রমনের_সম্ভাব্য_বর্ণনা :
@@@@ঃ ১ ম দিন @@@@@
যাত্রা শুরু সকাল ৭ টা রংপুর থেকে। ৯.৩০মিঃ বুড়ীমারী পৌছে বাংলাদেশ ও ভারতের ইমিগ্রেশন বিভাগের কাজ সেরে শিলিগুড়ি হয়ে গ্যাংটক (সিকিম) এর উদ্দেশ্যে যাত্রা। পাহাড়ের আঁকাবাকা পথে প্রকৃতির অপরুপ দৃশ্য অবলোকন করতো করতে সন্ধ্যায় স্বপ্নের শহর গ্যাংটক পৌঁছে, রাত্রি যাপন।
@@ ২ য় দিন @@@
সকালবেলা হোটেলে টিফিন সেরে নিয়ে সাংগু লেক( Tsango Lake 12,400 ft) ও বাবা মন্দির (13,200 ft)(পারমিশন সাপেক্ষে) চায়না বর্ডার এর উদ্দেশ্য যাত্রা। যাত্রাপথে সারাদিন সুইজারল্যান্ড খ্যাত ধারিত্রীর অপরুপ দৃশ্য অবলোকন করা। রাতে গ্যাংটকে ফিরে হোটেলে রাত্রি যাপন।
@@@ ৩য় দিন @@
হোটেলে সকালের নাশতা করে গ্যাংটকের লোকাল সাইডসিয়িং এবং দুপুরে হোটেলে ফিরে দার্জিলং এর উদ্দেশ্যে যাত্রা। সাইডসিয়িং করতে করতে রাত্রে দার্জিলিং পৌছানোর পর রাত্রি যাপন।
@@@ ৪থ দিন @@@
ভোরবেলা টাইগার হীলে সূর্যোদয় দেখে সারাদিন দার্জিলিং এর সকল স্পটে সাইডসিয়িং(বাতাশীয়া লুপ সহ) ও রাত্রে দার্জিলিং এ রাত্রি যাপন।
@@@ ৫ম দিন@@@
হোটেলে সকালের নাশতা করে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা। পাহাড়ি আকাঁবাকা পথ ধরে কার্সিয়াং ও অন্নন্য সাইডসিয়িং করে দুপুরে শিলিগুড়ি পৌঁছানোর পর প্রয়োজনীয় কেনাকাটা সেরে চ্যাংরাবান্ধা/ বুড়ীমারীর উদ্দেশ্যে রহনা। ( কেউ যদি শিলিগুড়ি কিংবা অন্য কোথাও আরো কিছু দিন থাকতে চান, তাহলে আমাদেরকে লিখিতভাবে জানিয়ে নিজ খরছে অবস্থান করতে হবে)। ভারতীয় ও বাংলাদেশের ইমিগ্রেশন কার্য সম্পন্ন করে সন্ধ্যায় রংপুরের উদ্দেশ্যে রহনা।
# # ট্যুরে_আমরা_যা_যা_দেখব:
১. গ্যাংটক শহর ও স্থানীয় সাইডসিয়িং,৷
২. সাংগু লেক,
৩. বাবা মন্দির ও নাথুলা পাস,( অনমুতি সাপেক্ষ্যে)
৪. টাইগার হিল,বাতাশিয়া লুপ।
৫। কার্সিয়াং,সেভক ব্রীজ।
এছাড়াও আরো অনেক আকর্শনিয় স্পট থাকছে।
******তবে পারমিশন এর উপর নির্ভরশীল প্রত্যেকটি স্পট ভিজিট।*******
----------------------
#প্যাকেজে_যা_যা_থাকছে
*** রংপুর টু বুডিমারী-, চ্যাংরাবান্ধা টু সিকিম, সিকিম টু দার্জিলিং, দার্জিলিং টু শিলিগুড়ি, শিলিগুড়ি টু চ্যাংরাবান্ধা ও সকল লোকাল ট্যুরের প্রাইভেট পরিবহন সুবিধা। গাড়ির ধরন: টাটা সুমো/বোলেরো (৮/১০ সিট)/ট্যাক্সি (৪ সিট)।
*** অভিজ্ঞ গাইড সুবিধা।
****হোটেল এ্যাকোমোডেশন।
**** সকালের নাস্তা ০৫ টি এবং রাতের খাবার ৫টি।
***********************************
@@@ প্যাকেজের_আওতাভূক্ত_নয়ঃ--
*** ভিসা ফি-৮৩০ /- টাকা।
*** ট্রাভেল ট্যাক(৫৫০/-)।
*** বর্ডার টিপস।
***- ভিসা প্রোসেসিং ফি।
*** মেডিক্যাল সার্ভিস
**** ব্যক্তিগত খরচসমুহ।
**** রাইডিং ফি।
**** অনাকাঙ্খিত পরিস্থিতির খরচ।
**** কোন ধরনের এন্ট্রি ফি।
*************************************👆👆 পোশাক: গ্যাংটক,সিকিম এ প্রচুর শীত তাই শীতের পোশাক অবশ্যই সাথে রাখতে হবে। বৃষ্টি থেকে নিরাপদ থাকতে ছাতা/ রেইনকোট,
👆👆 ফুল হাতা সার্ট,গেনজি,হাত মোজা,কান টুপি,জ্যাকেট,মোজা।
👆👆 পাহাড়ি পথে হাটার জন্য কেডস,
👆👆সানগ্লাস, ক্যামেরা, ঔষধ
👪👪 ২ বছরের বাচ্চাদের জন্য কোন চার্জ লাগবে না। বাবা মায়ের সাথে হোটেল,গাড়ির আসন ও খাবার সেয়ার করবেন।
👫💑 কপিল হলে প্রতি রাতের জন্য ৭০০/- অতিরিক্ত প্রদান করতে হবে।
😀😀😀 বিঃদ্রঃ - এই প্যাকেজটি পরবর্তীতে প্রতি মাসের ৫ থেকে ১৫ তারিখের মধ্যে সুবিধাজনক তারিখে পরিচালিত হবে। প্যাকেজের তারিখ পরিবর্তন হবে পারে।
😮😮 স্থান বিষয়ে খাবারের ধরন ও স্বাদ ভিন্ন হতে পারে, সেটা এ্যাডজাস্ট করার মানুষিকতা থাকতে হবে।