08/09/2021
ঢাকার তৃতীয় বৃহত্তম শপিং মল সেনা শপিং কমপ্লেক্স এর ৫ম তলায় অবস্থিত “হোসেন ওভারসিজ”-এ বাংলাদেশ থেকে বর্তমানে ইউরোপের সেনজেন ভুক্ত দেশ পর্তুগালে দক্ষ, অদক্ষ কর্মী ওয়ার্ক পারমিট ভিসায় চাকুরী সহ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা ভিসার কাজ সর্বোচ্চ ৯০ কার্যদিবস এর মধ্যে সম্পূর্ণ করে থাকি। আমাদের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং এর রেশিও অনেক উন্নত । আমরা কোন প্রকার ভিসার কাজ হাতে নেওয়ার সময় ভিসা প্রত্যাশির সাথে এফিডেভিট কৃত স্ট্যাম্পে চুক্তিপত্র করে থাকি এবং যদি অগ্রীম অর্থ লেনদেন এর প্রয়োজন হয় তাহলে সেই অর্থের নিরাপত্তার জন্য টাকার রশিদ, সমপরিমান অর্থের ব্যাংক চেক এবং এফিডেভিট কৃত স্ট্যাম্পে অর্থ প্রাপ্তির চুক্তিপত্র প্রদান করে থাকি। সকল কাগজপত্র এবং ভিসার কাজ কম্পিলিট হওয়ার পরে প্রার্থী নিজে বিএমইটি থেকে ব্যক্তিগত ভাবে ভিসার বৈধতা যাচাই করে ম্যানপাওয়ার কার্ড/স্মার্ট কার্ড সংগ্রহ করবেন এবং অনলাইনে অথবা বিমান কোম্পানির অফিস থেকে এয়ার টিকিট চেক করার পরে ভিসা এবং টিকিট এর সকল খরচ প্রদান করবেন। এখানে বলে রাখা উত্তম যে বিএমইটি শুধুমাএ বৈধ ওয়ার্ক পারমিট ভিসা এবং অফার লেটার যাচাই করে সঠিক প্রমান হলে ম্যানপাওয়ার কার্ড/স্মার্ট কার্ড প্রদান করে থাকে। ওয়ার্ক পারমিট ভিসা ছাড়া অন্য কোন ভিসার ক্ষেত্রে বিএমইটি কোন প্রকার ম্যানপাওয়ার কার্ড/স্মার্ট কার্ড প্রদান করে না। ভিসা প্রত্যাশি ব্যক্তি প্রয়োজনে বৈদেশিক কর্মসংস্থান ব্যাংক হতে ভিসার সর্বমোট খরচের ৬০% থেকে ৭০% অর্থ ব্যাংক লোন এর ব্যবস্থা করতে পারবে, ব্যাংক লোন নেওয়ার ব্যাপারে হোসেন ওভারসিজ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। যেকোন ওয়ার্ক পারমিট ভিসা প্রাপ্তির সম্পর্কে সঠিক দিক-নির্দেশনা ও বিস্তারিত জানতে এবং পরামর্শ নিতে যোগাযোগ করুন আমাদের প্রতিনিধির সাথে অথবা চলে আসুন আমাদের অফিসে।
✔✔ যে সকল কাজের জন্য ভিসা প্রদান করা হচ্ছে :-
০১. ফুড চেইন সপ,
০২. ফ্যাক্টরি ওয়ার্কার,
০৩. সিকিউরিটি গার্ড,
✔✔ বেতন :- প্রথম ছয় মাস ৮০০ থেকে ৮৫০ ইউরো অথবা ৮১,৬০০/- থেকে ৮৬,৭০০/- টাকা এবং পরবর্তিতে ৯০০ থেকে ৯৫০ ইউরো বেতন প্রদান করা হবে।
✔✔ কর্ম ঘন্টা :- প্রতি সপ্তাহে ৪৮ঘন্টা করে ডিউটি করতে হবে। ওভার টাইম করতে পারবেন, ওভার টাইম এর বেতন পর্তুগালের শ্রম আইন মোতাবেক দেয়া হবে।
✔✔ সুযোগ সুবিধা সমুহ :-
০১. বাসস্থান কোম্পানি থেকে ফ্রি দেয়া হবে,
০২. খাওয়ার ব্যবস্থা নিজেকে করতে হবে, তবে কোম্পানি খাওয়ার ৭৫% খরচ বহন করবে,
০৩. যাতায়াত খরচ কোম্পানি বহন করবে,
০৫. মেডিক্যাল ইনসুরেন্স ফ্রি দেয়া হবে,
০৬. চাকুরির মেয়াদ ০২ বছর (নবায়নযোগ্য)
✔✔ ভিসা জন্য যে সকল যোগ্যতার প্রয়োজন :-
০১. বয়স সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে এর বেশি অথবা কম কোনভাবেই গ্রহনযোগ্য নয়,
০১. সর্বনিম্ন এস. এস. সি পাশ হতে হবে,
০২. নুন্যতম ৫ফুট ৪ইঞ্চি উচ্চতা থাকতে হবে,
০৩. ওজন সর্বনিম্ন ৫৪(চুয়ান্ন) কেজি,
০৪. ইংরেজী ভাষা বুঝতে, বলতে, পড়তে এবং লিখতে পাড়ারর নুন্যতম জ্ঞান থাকতে হবে।
০৪. মেডিক্যাল ফিট থাকতে হবে,
০৫. দুই হাতে মোট ২৪ কেজি ওজন নিয়ে ২০মিটার/৬০ফিট দুরত্ব যাওয়া আসার সামর্থ্য থাকতে হবে।
✔✔ যে সকল কাগজ পত্র প্রয়োজন :-
০১. পাসপোর্ট,
০২. পুলিস ক্লিয়ারেন্স সার্টিফিকেট,
০৩. এস. এস. সি সার্টিফিকেট,
০৪. মেডিক্যাল সার্টিফিকেট,
০৫. ইনসুরেন্স এর সার্টিফিকেট,
০৬. পাসপোর্ট সাইজের ছবি,
০৭. বিষয় ভিত্তিক ট্রেনিং সার্টিফিকেট, (যদি থাকে)
📌 বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন :-
👉 সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, (ররিবার বন্ধ)
👉 মোবাইলঃ 0️⃣1️⃣7️⃣4️⃣2️⃣4️⃣1️⃣2️⃣4️⃣2️⃣5️⃣
অথবা
👉 সরাসরি রেজিষ্টেশন করুন:- https://forms.gle/BJdfG7FZtZ9D5Qk69
অথবা
👉 সিভি ইমেইল করুন:- [email protected]
অথবা
👉 আপনার নাম ও ফোন নম্বর কমেন্ট করুন, আপনার সাথে আমরা যোগাযোগ করবো।
📌 হোসেন ওভারসিজ,
সেনা সপিং কমপ্লেক্স,
দোকান নং: ই-১১২, লেভেল-৪, (৫ম তলা)
নবীনগর বাসষ্টান্ড, ঢাকা।