02/06/2022
ব্রেকিং নিউজ।
দীর্ঘ বিরতির পর খুললো মালেশিয়ার শ্রমবাজার।
মালেশিয়ায় কর্মী প্রেরণে সৃষ্ট সংকট নিরসনে ঢাকা- কুয়ালালামপুর যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের সিদ্ধান্ত।
* একবছরে মধ্যে দুই লাখ কর্মী মালেশিয়া যাবে।
* বাংলাদেশ থেকে ৫ বছরে ৫ লাখ কর্মী নিতে ইচ্ছুক মালেশিয়া।
* যাদের মিনিমাম বেতন ১,৫০০ রিংগিত।
* দেশের বৈধ ১৫২০ টি এজেন্সির তালিকা মালেশিয়া সরকারকে সরবরাহ করা হয়েছে। সেই তালিকা থেকেই মালেশিয়া ঠিক করবে তারা কার মাধ্যমে কর্মী গ্রহণ করবে।
* কর্মী প্রেরণের এই প্রক্রিয়াকে জিরো কষ্ট মাইগ্রেশন বলছে দুই দেশের প্রতিনিধিরা।
* ১,৬০,০০০/- টাকার চেয়ে কম খরচে মালেশিয়া যেতে পারবেন কর্মীরা।
* এই খরচ বহন করবে মালেশিয়ার নিয়োগ দাতা ও বিদেশ গামী কর্মী।
* কর্মীদের মালেশিয়ায় যাওয়া ও ফিরতি টিকেট দেবে মালেশিয়ার নিয়োগ দাতারা।
আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন।
সিটি এয়ার ট্রাভেল এজেন্সি।
+88 01711982300