Nomadic Traveler

Nomadic Traveler Hello,
Nomadic Traveler, welcome to our official travel page. We organize corporate tours, family
(1)

যারা ভ্রমণ পছন্দ করেন, আশা করি, সকলের এই পেজ এর কন্টেন্ট পছন্দ হবে। এবং গ্রুপে যুক্ত হয়ে একত্রে ঘুরাঘুরি করার সুযোগ হবে।

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ও অপার সম্ভাবনার দ্বার "সেন্টমার্টিন"। নীল আকাশ আর সমুদ্রের ন...
17/12/2023

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ও অপার সম্ভাবনার দ্বার "সেন্টমার্টিন"। নীল আকাশ আর সমুদ্রের নীলজল যেন চুপিচুপি ডাক দিয়ে যায়! সমুদ্রের নীল নির্মলতা সেন্টমার্টিনের সবচেয়ে বড় আকর্ষণ।

সাশ্রয়ী মূল্যে(পাশাপাশি আপনাদের চাহিদা মত) ভ্রমণ উপভোগ করতে আমাদের সাথে যোগ দিতে পারেন। তাই দেরি না করে, আপনার ট্রিপটি বুকিং করে নিতে পারেন।

কল করতে পারেনঃ
+880 1552 883475
+880 1787 744719

ভিজিট করতে পারেনঃ(সহযোগী পেজ ও গ্রুপ)
www.facebook.com/TravelwithSishir
&
www.facebook.com/groups/TravelWithSishir

#সেন্টমার্টিন #কক্সবাজার #সেন্টমার্টিনদ্বীপ

"Sundarban Tour।।সুন্দরবন ভ্রমণ।।  প্রকৃতির এক অপার রহস্য "সুন্দরবন"। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন "সুন্দরবন"। বাংল...
13/12/2023

"Sundarban Tour।।সুন্দরবন ভ্রমণ।।
প্রকৃতির এক অপার রহস্য "সুন্দরবন"। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন "সুন্দরবন"। বাংলাদেশের যেকোন পর্যটন স্থান(কেন্দ্র) থেকে সুন্দরবন ভ্রমণে সব সময়ই থাকে এক ভিন্নতার ছোঁয়া। এবং সুন্দরবন ভ্রমণ একটি এডভেঞ্চার ট্যুর। এখানে আপনি পাবেন এক সাথে চারটি সৌন্দর্য।
১) নৌ বিহার।
২) ওয়াইল্ড লাইফ।
৩) প্রকৃতি।
৪) সাগর(নদী-সাগরের মিলন মেলা)।
----
সুন্দরবন ভ্রমণের বিশেষত্ব কি?
* জীব বৈচিত্র্য ও বনভূমি দেখা।
* নৌ-ভ্রমণ(পানির উপর ভেসে বেড়ানোর ও রাত যাপনের অভিজ্ঞতা)।
* খাল, নদী, সাগর।
* মৎস্যজীবিদের জীবন(জীবিকা নির্বাহ)।
* বার-বি-কিউসহ, অনেক ধরনের খাবার এর পসরা।
---
সুন্দরবনের প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগের জন্য, আপনাদের নির্ধারিত তারিখে(পছন্দনীয়), যে কোন ট্রিপে যেতে(যুক্ত হতে), যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।

যোগাযোগের নম্বর/হটলাইনঃ
+৮৮০ ১৫৫২ ৮৮৩৪৭৫
+৮৮০ ১৭৮৭ ৭৪৪৭১৯

অফিসের(হোম) ঠিকানা/লোকেশনঃ
Ghurifiri-Travel with Sishir,
৩১/৩, হিরাঝিল আ/এ, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

#সুন্দরবন #সুন্দরবনভ্রমণ #সুন্দরবন_ভ্রমণ_প্যাকেজ #ভ্রমণ #ভ্রমণ_প্যাকেজ

*** কক্সবাজার এক্সপ্রেস চালু হচ্ছে(চলাচল শুরু) ১লা ডিসেম্বর, ২০২৩ ইং। সে উপলক্ষ্যে, ঢাকা-কক্সবাজার রুটের ননস্টপ ট্রেন "ক...
24/11/2023

*** কক্সবাজার এক্সপ্রেস চালু হচ্ছে(চলাচল শুরু) ১লা ডিসেম্বর, ২০২৩ ইং। সে উপলক্ষ্যে, ঢাকা-কক্সবাজার রুটের ননস্টপ ট্রেন "কক্সবাজার এক্সপ্রেস" এর টিকিট বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
আপনারা অনলাইনে এবং অফলাইনে এই ট্রেনের টিকিট কাটতে পারবেন।

★ ঢাকা- কক্সবাজার রুটের ট্রেনের চূড়ান্ত ভাড়া।।
√ শোভন চেয়ার- ৬৯৫ টাকা।
√ স্নিগ্ধা- ১৩২৫ টাকা।
√ এসি সিট- ১৫৯০ টাকা।
√ এসি বার্থ- ২৩৮০ টাকা।

★ চট্টগ্রাম - কক্সবাজার রুটের ট্রেনের চূড়ান্ত ভাড়া।।
√ শোভন চেয়ার- ২৫০ টাকা।
√ স্নিগ্ধা- ৪৭০ টাকা।
√ এসি সিট- ৫৬৫ টাকা৷
√ এসি বার্থ- ৮৪৫ টাকা।
__________________
** নিম্নে ঢাকা থেকে কক্সবাজার রুটের ট্রেনের সময়সূচী দেওয়া হলোঃ

_ ঢাকা থেকে যাত্রা শুরু রাত ১০ টা ৩০ মিনিটে।। কক্সবাজার পৌঁছাবে(পৌঁছে যাত্রা শেষ) ভোর/সকাল ০৭ টা ২০ মিনিটে।।

------

_ কক্সবাজার থেকে যাত্রা শুরু দুপুর ১২ টা ৩০ মিনিটে।। ঢাকা পৌঁছাবে(পৌঁছে যাত্রা শেষ) রাত ০৯ টা ১০ মিনিটে।।

#কক্সবাজার #ট্রেন #ভাড়া #কক্সবাজার_এক্সপ্রেস #রেলপথ #রেলমন্ত্রী #ঢাকা_থেকে_কক্সবাজার

“Every journey is a story waiting to be told. Make your travel adventures legendary. Happy World Tourism Day!”
26/09/2023

“Every journey is a story waiting to be told. Make your travel adventures legendary. Happy World Tourism Day!”

সিকিম ও দার্জিলিং ভ্রমণ করতে যেতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।। সকল তথ্য জেনে, তারপর আপনার আসন কনফার্ম(...
22/09/2023

সিকিম ও দার্জিলিং ভ্রমণ করতে যেতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।। সকল তথ্য জেনে, তারপর আপনার আসন কনফার্ম(বুকিং) করতে পারেন।।

আমাদের দার্জিলিং ও সিকিম ট্রিপ- অক্টোবর ১২ থেকে ২০, ২০২৩ ইং।

✔️ ভ্রমণ খরচঃ
💰 জনপ্রতি ২৭,০০০ টাকা মাত্র।
(এসি বাস এবং এক রুমে ২ জন শেয়ারিং)

‼️ জনপ্রতি ১০,০০০ টাকা অগ্রীম প্রদান করে, আসন কনফার্ম করতে হবে(অফেরতযোগ্য)।

বুকিং ও ভ্রমণ সংক্রান্ত তথ্যের জন্য কল করতে পারেনঃ
+৮৮০১৬৭১৪০৬৬১৮(শিশির)
অথবা,
+৮৮০১৫৫২৮৮৩৪৭৫
অথবা,
+৮৮০ ১৭৮৭ ৭৪৪৭১৯(WhatsApp).

#সিকিম #দার্জিলিং

সুন্দরবন ভ্রমণ ।। তিনদিনের(৩দিনের) ছুটিতে স্পেশাল সুন্দরবন ট্যুর।। যারা সুন্দরবন ভ্রমণ করতে চাচ্ছেন এবং বাজেট ট্রিপ দিতে...
17/09/2023

সুন্দরবন ভ্রমণ ।। তিনদিনের(৩দিনের) ছুটিতে স্পেশাল সুন্দরবন ট্যুর।।

যারা সুন্দরবন ভ্রমণ করতে চাচ্ছেন এবং বাজেট ট্রিপ দিতে চাচ্ছেন, তাদের জন্য এই প্যাকেজটি দেয়া হয়েছে।। তিন দিনের ছুটিতে যারা সুন্দরবন ভ্রমণ করতে যেতে ইচ্ছুক, তারা দ্রুত কনফার্ম করতে পারেন।।

🕐 ট্রিপ সময়-কালঃ ৪ রাত ৩ দিন (সেপ্টেম্বর ২৭ থেকে অক্টোবর ০১, ২০২৩ ইং)
🏞 ট্রিপ ধরনঃ ফুল রিলাক্স এবং এডভেঞ্চার
🏋 যারা যেতে পারবেঃ ছেলে/মেয়ে/কাপল(যেকোনো বয়সের)
👩🏽‍🤝‍🧑🏻 ট্রিপ সাইজঃ ৭৫ জন।

✔️ যা দেখবোঃ
👉 হাড়বাড়িয়া
👉 জামতলি বিচ
👉 টাইগার টাওয়ার
👉 কটকা অফিস পাড়া
👉 তিন-কোণা আইল্যান্ড
👉 দুবলার চর/আলোর কোল
👉 হিরন পয়েণ্ট
👉 করমজল

✔️ ভ্রমণ খরচঃ (ঢাকা-সুন্দরবন-ঢাকা)
💰 সিঙ্গেল প্যাকেজ: ৮,৫০০ টাকা (জনপ্রতি)।
💰 কাপল প্যাকেজ: ৯,০০০ টাকা (জনপ্রতি)।

‼️ খুলনা-সুন্দরবন-খুলনা ক্ষেত্রে ১,৩০০ টাকা বিয়োগ করতে হবে।
‼️ ২-৪ বছরের বাচ্চাদের জন্য ৪,০০০ টাকা/প্রতিজন(বাসে এবং শিপে বাবা-মার সাথে সিট শেয়ার করতে হবে)। আলাদা বাস/কেবিন কিংবা ৫+ বয়সের জন্য পুরো ইভেন্ট ফি দিতে হবে।
‼️ জনপ্রতি ৫,১০০ টাকা অগ্রীম প্রদান করে আসন কনফার্ম করতে হবে(অফেরতযোগ্য)।

✔️ পেমেন্ট মাধ্যমঃ
📱 বিকাশ এবং নগদ - 01552485887(পার্সোনাল) অথবা সরাসরি দেখা করে।।

👉👉👉বিস্তারিত ভ্রমণ পরিকল্পনা ও অন্যান্য👈👈👈
📌 ২৭ সেপ্টেম্বর ২০২৩ (বুধবার): রাতের বাসে ঢাকা থেকে খুলনা যাত্রা।

📌 ২৮ সেপ্টেম্বর ২০২৩ (বৃহস্পতিবার): সকালে খুলনা পৌঁছে নির্ধারিত লঞ্চে উঠে আমাদের প্রথম স্পট হারবাড়িয়া এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। সকাল ৮:০০-৮:৩০ এর মধ্যে সকালের নাস্তা খেয়ে নিবো। লাঞ্চ করে হারবাড়িয়া প্রবেশ করবো, ১:৩০-২:০০ ঘন্টা ঘুরাঘুরি করে লঞ্চে ফিরে এসে, দ্বিতীয় স্পট কটকার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। রাতে কটকা ফরেস্ট অফিসের পাশেই থাকবো এবং ডিনার সেরে ঘুম(বিশ্রামে যাবো)।

📌 ২৯ সেপ্টেম্বর ২০২৩ (শুক্রবার): আমরা খুব সকালে(ভোরে) হালকা নাস্তা সাথে নিয়ে ট্রলারে ক্যানেল ক্রুজিং করে চলে যাবো জামতলা বিচের উদ্দেশ্যে। বনের ভিতর দিয়ে হেটে জামতলা বিচ হয়ে টাইগার পয়েন্ট দেখে চলে যাবো কটকা। কটকা অফিস পাড়া দেখে, লঞ্চে এসে নাস্তা করবো। এরপর লাঞ্চ এর আগে অথবা পরে হিরন পয়েণ্ট দেখবো। এরপর দুবলার চর এর উদ্দেশ্য যাত্রা শুরু। রাতে হবে বারবিকিউ ডিনার।

📌 ৩০ সেপ্টেম্বর ২০২৩ (শনিবার): আমরা সকালের নাস্তা শেষ করে, ক্যানেল ক্রুজিং করে করমজল দেখবো। করমজল ঘুরে আসার পর লাঞ্চ করবো। তারপর খুলনার উদ্দেশ্য যাত্রা শুরু। রাতের খাবার লঞ্চেই হবে। রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যাবো।

📌 ০১ অক্টোবর ২০২৩ (রবিবার): খুব সকালে/ভোরে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ।

🎟 এই টাকায় যা যা থাকছেঃ
✅ ঢাকা-খুলনা-ঢাকা নন-এসি চেয়ার কোচ বাস।
✅ সুন্দরবনের সকল ধরণের পরিবহন(শিপ+ট্রলার) খরচ।
✅ সুন্দরবনের সকল স্পটের পারমিশন এবং এন্ট্রি ফী।
✅ ২ রাত ও ৩ দিন কেবিনে ২/৩/৪ জন শেয়ার বেসিস থাকা(মেয়েদের থাকার জন্য আলাদা কেবিন থাকবে, অবশ্যই)।
✅ কেবিনে ঘুমানোর জন্য জনপ্রতি ১টি করে বালিশ এবং কম্বল।
✅ প্রতিদিন ২ বেলা হালকা নাস্তা ও ৩ বেলা ভারী খাবার(ডাবল মেন্যু)।
✅ সরু খালে নিজেদের ট্রলারে ক্যানেল ক্রুজিং।
✅ ভ্রমণের জন্য বন বিভাগের অনুমতি ও ট্যাক্স প্রদান।
✅ বন বিভাগের অনুমোদিত ভারি অস্ত্রসহ ১/২ জন গানম্যান ও এক্সপার্ট গাইড সেবা।

🎟 যা যা থাকছে নাঃ
❌ যেকোন ধরনের ব্যক্তিগত খরচ।
❌ আসা-যাওয়ার পথে বাসে কোনো খাবার।

🍽️ ফুড_মেন্যুঃ
👉 ১ম দিনঃ
সকালের নাস্তাঃ স্পেশাল পরটা, মিক্স সবজি, হালুয়া, ডিমের অমলেট, ও চা।
হালকা নাস্তাঃ পেয়ারা মাখা, ও চা।
দুপুরের খাবারঃ সবজি, ভর্তা, পারশে মাছ, মুরগির ঝাল ফ্রাই, ডাল, সাদা ভাত, রসগোল্লা।
বিকালের নাস্তাঃ সবজি পাকোড়া, স্পেশাল সস, ও চা।
রাতের খাবারঃ ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, সালাদ, কোক।

👉 ২য় দিনঃ
সকালের নাস্তাঃ ভুনা খিচুড়ি, ডিমের মালাইকারী, বেগুন ভাজি, সালাদ, স্পেশাল আমের আচার ও চা।
হালকা নাস্তাঃ আপেল, বিস্কিট/ওয়েফার/বাটার বান ও চা।
দুপুরের খাবারঃ ভর্তা, সবজি, মুরগির রোস্ট, কোরাল/কাতলা মাছ, সাদা ভাত, ঘন ডাল, ছানার জিলাপি।
বিকালের নাস্তাঃ সবজি পাকোড়া/সিঙ্গাড়া, স্পেশাল সস ও চা।
রাতের খাবারঃ লুচি, চিকেন বারবিকিউ, ডাল মাখনা, রায়তা সালাদ, কোক।

👉 ৩য় দিনঃ
সকালের নাস্তাঃ ভর্তা, ডিমের ওমলেট, ভাত, ঘন ডাল ও চা।
হালকা নাস্তাঃ বিস্কুট/কেক, জুস, ও চা।
দুপুরের খাবারঃ পোলাও, চিংড়ি মাছ, চিকেন রোস্ট, ভেজিটেবল, মুড়িঘন্টো, দই।
রাতের খাবারঃ সাদা ভাত, সবজী, মাছ, ডাল।

‼️ এ ছাড়া চব্বিশ ঘন্টা ২০ লিটার জারের ফিল্টার পানির ব্যবস্থা থাকবে।
‼️ বনে হাঁটার সময়ে জন প্রতি ৫০০ML মিনারেল ওয়াটার ও হালকা স্ন্যাক্স দেওয়া হবে।

👉 অংশগ্রহণকালীন যা মেনে চলতে হবেঃ
📌 এটি একটি গ্রুপ ট্যুর, অন্য কেউ কষ্ট পাবে এমন কোন আচরণ গ্রহণযোগ্য নয়।
📌 যে কোন পরিস্থিতিতে ভ্রমণ পরিকল্পনার পরিবর্তিত বা পরিমার্জিত হতে পারে।
📌 প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না।
📌 শিপে সবাইকে মিলেমিশে থাকতে হবে। তবে ছেলে এবং মেয়ে আলাদা কেবিনে থাকার ব্যবস্থা থাকবে অবশ্যই।
📌 কোন ধরনের #মাদক_দ্রব্য সেবন বা সাথে নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
📌 পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।

page: facebook.com/TravelwithSishir
Facebook Group: facebook.com/groups/TravelWithSishir

বুকিং ও ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্যঃ
Mohammad Taherul Islam Sishir : 01552-883475 & +8801787744719.

Ghurifiri- Travel with Sishir
Home Office : Hirajheel R/A, Siddhirganj, Narayanganj.
Phone : +8801552883475 & +8801787744719.
Email : [email protected]

#সুন্দরবন #সুন্দরবনভ্রমণ #ভ্রমণপ্যাকেজ #সুন্দরবনভ্রমণপ্যাকেজ

সাগরকন্যা কুয়াকাটা।। অনিন্দ্যসুন্দর সাগরকন্যা।। ঘুরে আসুন সাগরকন্যা কুয়াকাটা।। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল...
04/09/2023

সাগরকন্যা কুয়াকাটা।। অনিন্দ্যসুন্দর সাগরকন্যা।। ঘুরে আসুন সাগরকন্যা কুয়াকাটা।।
কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার একটি শহর ও পর্যটনকেন্দ্র। এটি বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। এখানে আছে কুয়াকাটা সমুদ্র সৈকত যা পর্যটকদের কাছে "সাগরকন্যা" হিসেবে পরিচিত। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়।

Kuakata is a town in southern Bangladesh known for its panoramic sea beach. Kuakata beach is a sandy expanse 18 kilometres long and 3 kilometres wide. From the beach one can have an unobstructed view of both sunrise and sunset over the Bay of Bengal.

দর্শনীয় স্থানঃ
_কুয়াকাটা সমুদ্র সৈকত

_ফাতরার বন - সমুদ্রসৈকতের পশ্চিম দিকের সংরক্ষিত ম্যানগ্রোভ বন, যা 'দ্বিতীয় সুন্দরবন' হিসেবে পরিচিত;

_কুয়াকাটার 'কুয়া' - কুয়াকাটা সমুদ্রসৈকতের কাছে রাখাইন পল্লী কেরানীপাড়ার শুরুতেই একটা বৌদ্ধ বিহারের কাছে রয়েছে একটি প্রাচীন কুপ;

_সীমা বৌদ্ধ বিহার - প্রাচীন কুয়াটির সামনেই রয়েছে প্রাচীন সীমা বৌদ্ধ বিহার, যাতে রয়েছে প্রায় সাঁইত্রিশ মন ওজনের অষ্ট ধাতুর তৈরি ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি;

_কেরানিপাড়া - সীমা বৌদ্ধ বিহারের সামনে থেকেই শুরু হয়েছে রাখাইন আদিবাসীদের পল্লী কেরানিপাড়া;

_আলীপুর মহিপুর বন্দর - কুয়াকাটা থেকে প্রায় চার কিলোমিটার উত্তরে রয়েছে দক্ষিণাঞ্চলের অন্যতম বড় মৎস্য ব্যবসা কেন্দ্র আলীপুর মহিপুর;

_মিশ্রিপাড়া বৌদ্ধ বিহার - কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় আট কিলোমিটার পূর্বে রাখাইন আদিবাসীদের আবাসস্থল মিশ্রিপাড়ায় রয়েছে একটি বৌদ্ধ বিহার, যাতে রয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি;

_গঙ্গামতির জঙ্গল - কুয়াকাটা সমুদ্র সৈকতের পূব দিকে গঙ্গামতির খালের পাশে গঙ্গামতি বা গজমতির জঙ্গল।

#সাগরকন্যাকুয়াকাটা #অনিন্দ্যসুন্দরসাগরকন্যা #কুয়াকাটা #ঘুরেআসিসাগরকন্যাকুয়াকাটা #কুয়াকাটাদর্শনীয়স্থান

ফুল ফুঁটুক আর না-ই-বা ফুঁটুক, আজ বসন্ত।। কোনো এক শীতের সকাল।।  #সোনারগাঁজাদুঘর      #সোনারগাঁও
15/08/2023

ফুল ফুঁটুক আর না-ই-বা ফুঁটুক, আজ বসন্ত।। কোনো এক শীতের সকাল।।

#সোনারগাঁজাদুঘর #সোনারগাঁও

Nijhum Dwip is a small island under Hatiya upazila. It is situated in Noakhali District in Bangladesh. Once it was calle...
03/08/2023

Nijhum Dwip is a small island under Hatiya upazila. It is situated in Noakhali District in Bangladesh. Once it was called Char Osmani, Baluar Char, Golden Island A cluster of islands emerged in the early 1950s as an alluvium in the shallow estuary of the Bay of Bengal on the south of Noakhali.

নিঝুম দ্বীপ এখন হরিণের অভয়ারণ্য। ১৯৯৬ খ্রিষ্টাব্দের হরিণশুমারি অনুযায়ী হরিণের সংখ্যা ২২,০০০। নোনা পানিতে বেষ্টিত নিঝুম দ্বীপ কেওড়া গাছের অভয়ারণ্য। ম্যানগ্রোভ বনের মধ্যে সুন্দরবনের পরে নিঝুম দ্বীপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন বলে অনেকে দাবি করেন।

#দর্শনীয় স্থান:
_কমলার দ্বীপ: সেখানের কমলার খালে অনেক ইলিশ মাছ পাওয়া যায়। এছাড়াও আশে পাশের দ্বীপগুলো সুন্দর। পুরো দ্বীপটা হেঁটে হেঁটে ঘুরে আসা যায়, মন ভরে যাবে। ঘূর্ণিঝড়ের পরে জাহাজ থেকে এই দ্বীপে কয়েক বাক্স কমলা পড়ে থাকতে দেখে এর নামকরণ করা হয় কমলার দ্বীপ।
_চৌধুরী খাল ও কবিরার (কবির নামে এক জেলের নৌকা ডুবে যায়) চর।
_চোয়াখালী ফরেস্ট ও চোয়াখালী সমুদ্র সৈকত।
_ম্যানগ্রোভ বন: নিঝুম দ্বীপ বনায়ন প্রকল্প। আছে কেওড়া গাছ, গেউয়া গাছ আর লতাগুল্ম।
_নামার বাজার সমুদ্র সৈকত (প্রধান ভূমি ও সৈকত):
_দমার চর: বঙ্গোপসাগরেল সম্প্রতি আরো একটি সমুদ্র সৈকত জেগে উঠেছে। সৈকতটি একেবারে আনকোরা, কুমারী। একে এখন ডাকা হচ্ছে 'কুমারী সমুদ্র সৈকত' বলে। নিঝুম দ্বীপের লোকজন এবং মাছ ধরতে যাওয়া লোকেরা এই সৈকতকে বলে ‘দেইলা’ বা বালুর স্তুপ।

#যাতায়াত ব্যবস্থাঃ
অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগের জন্য জোয়ার ভাটার উপর নির্ভর করতে হয় নিঝুম দ্বীপের মানুষদের। হাতিয়া, ভোলা কিংবা ঢাকার সাথে যোগাযোগ করতে হলে তাদেরকে পুরোপুরি জোয়ার ভাটা মেনে চলতে হয়। ঢাকায় যেতে হলে তাদেরকে সকাল ৯ টার (জোয়ার আসার) পর হাতিয়ার উদ্দেশ্য যাত্রা করতে হয়। প্রায় ২-৩ ঘণ্টা সময় পর ট্রলার হাতিয়া পৌঁছায়। অতঃপর পাওয়া যায় ঢাকাগামী লঞ্চ, যেটি প্রতিদিন একবেলা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এই লঞ্চটি বরিশাল এবং ভোলা হয়ে ঢাকায় পৌঁছায় বিধায় নিঝুম দ্বীপের মানুষজন ভোলা কিংবা বরিশালে যেতে পারেন এই লঞ্চে করেই। এছাড়া হাতিয়া কিংবা ঢাকায় আসার জন্য রয়েছে বিকল্প পথ। বন্দরটিলা থেকে নদী পার হয়ে হাতিয়ায় পৌঁছতে হয়। সেখান থেকে বিভিন্ন যানবাহন পার করে প্রথমে হাতিয়া শহরে তারপর লঞ্চে পার হয়ে চেয়ারম্যাঘাট আসে। সেখান থেকে সড়ক পথে জেলা শহর নোয়াখালী হয়ে অতঃপর ঢাকায় পৌঁছতে হয়।

#টেলিযোগাযোগ ব্যবস্থাঃ
নিঝুম দ্বীপে টেলিটক রবি ও গ্রামীণফোনের নেটওয়ার্ক রয়েছে ।

#নিঝুমদ্বীপ #হাতিয়া #নোয়াখালী

সুন্দরবন সংলগ্ন গ্রাম ঢাংমারি গ্রামের গ্রাম্যতা ও যুগের পর যুগ টিকে থাকার গল্প শুনাবে সুন্দরী। সুন্দরী হলো সুন্দরবনের সব...
30/07/2023

সুন্দরবন সংলগ্ন গ্রাম ঢাংমারি গ্রামের গ্রাম্যতা ও যুগের পর যুগ টিকে থাকার গল্প শুনাবে সুন্দরী। সুন্দরী হলো সুন্দরবনের সব থেকে উল্লেখযোগ্য গাছ, যার নাম অনুসারে বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের নামকরণ করা হয়।

*কেমন হয় যদি জঙ্গলের ভেতরে রাত্রিযাপন এবং সুন্দরবনের আদিমকাল থেকে বেড়ে ওঠা সাহসী জনপদ যারা যুগ যুগ ধরে লালনপালন করছে এই ভয়ংকর সুন্দর ম্যানগ্রোভ ফরেস্ট? শহরের যান্ত্রিকতায় থেকে(বসবাস করে), হয়তো হারিয়ে গিয়েছে আমাদের জীবনের সরলতা! কিন্তু তাদের মধ্যে পৌছাতে পারেনি সে নাগরিক জটিলতা! বাঙালীদের আতিথেয়তার যে গল্প বিশ্বব্যাপী সবার কাছে সমাদৃত তা আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেও, রয়ে গিয়েছে তাদের মাঝে! বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি, শিল্পকলা, সরলতা সব কিছুই যেনো এই গ্রামে পরিলক্ষিত হয়। সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের ভিতরে এরকম ২য় একটা গ্রাম খুঁজে পাওয়া দুষ্কর।
সুন্দরবনের সুন্দরী ইকো রিসোর্টে গিয়ে খুঁজে পাবেন সে সরলতার ও আতিথেয়তার অকৃত্রিমতা!

*সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত মংলার বানিসান্তা ইউনিয়ন, ঢাংমারি গ্রামে গিয়ে আপনিও মিশে যেতে পারেন সুন্দরবনের স্থানীয়দের জীবন ধারায়! এই অভিজ্ঞতা পেতে আপনাকে পৌঁছাতে হবে মোংলা, এরপরে রিসোর্টের প্রতিনিধি আপনাকে রিসিভ করে রিসোর্টে নিয়ে আসবে। মংলা থেকে ১-১.৫ ঘন্টা নৌকা ভ্রমণ করে পৌঁছে যাবেন আমাদের রিসোর্টে, পাশাপাশি এই সময়টুকু আপনারা উপভোগ করবেন সুন্দরবনের মনোরম সৌন্দর্য।
_রিসোর্টে পৌঁছানোর পর আপনাকে আপ্যায়ন করে নেওয়া হবে স্থানীয় ওয়েলকাম ড্রিংক দিয়ে ও বরণ করে নেওয়া হবে হবে স্থানীয় ফুল দিয়ে এরপর আপনাদের দেখিয়ে দেওয়া হবে আপনাদের থাকবার উন্নত মানের নিরাপদ কক্ষ! সেখানে নিজের জিনিসপত্র রেখে ও বিশ্রাম নেবার পর দুপুরের খাবার সেরে নিতে হবে! দুপুরের খাবারে থাকছে সুন্দরবনের টাটকা মাছ কিংবা মুরগি সবজি ও নানা রকমের ভর্তা!
দুপুরের খাবারের পর আপনাদের নিয়ে যাওয়া হবে সুন্দরবনের সরু খালে নৌকা ভ্রমণে! আপনাকে দূর থেকে স্বাগত জানাবে সুন্দরবনের গহীনে থাকা প্রাণগুলো! চাইলে আপনি স্থানীয়দের সাথে জ্বাল দিয়ে মাছ ধরতে পারবেন! এছাড়াও মধু সংগ্রহ নিজ চোখে দেখার সুযোগ! এটা অবশ্যই মৌসুমের উপর নির্ভরশীল!
বিকেলের দিকে আবার ফিরিয়ে নেওয়া হবে রিসোর্টে! সেখানে থাকছে হালকা নাস্তার ব্যবস্থা! এরপর আপনি পাচ্ছেন স্থানীয়দের জীবনযাপন নিজ চোখে দেখার সুযোগ! রাতের খাবারে থাকছে আরও হরেক রকমের ভর্তা ও সাথে তো থাকছেই তাজা মাছ কিংবা মুরগি!

পরের দিন ভোরে নাস্তার পর পর সকাল ১১টায় শেষ হবে আপনার স্থানীয়দের সাথে থাকার অভিজ্ঞতা, যা সুন্দরবনের আশেপাশে জাহাজে থেকে অভিজ্ঞতা করা অসম্ভব!

এসকল অভিজ্ঞতা নিতে চলে আসুন সুন্দরবনের সুন্দরী ইকো রিসোর্টে!

সুন্দরী ইকো রিসোর্টে রয়েছে ৭ টি প্রিমিয়াম ক্যাটাগরির ভিলা, যার সবকয়টিতেই রয়েছে Panorama View! রুমে অথবা বেলকনিতে বসেই প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন।
উদ্বোধন উপলক্ষে ৫৫% পরযন্ত ছাড় থাকছে সকল রুমের উপর।
৫৫% ছাড়ের পর প্রতি রাতের ভাড়া- (রবি - বুধ)
- Mangrove- Sundorbon View (ম্যানগ্রুভ- সুন্দরবন-ভিউ) - ৬,৩০০/-
- Gol Pata (গুল পাতা- জঙ্গল ভিউ) - ৫,৪০০/-
- Rain Castle (রেইন ক্যাসেল- সুন্দরবন ভিউ) - ৬,৩০০/-
- Bon Moyori (বন ময়ুরী - জঙ্গল ভিউ) - ৫,৪০০/-
- Chaya Sundori (ছায়া সুন্দরী - লেক ভিউ) - ৫,৮৫০/-
- Dimer Chor (ডিমের চর - লেক ভিউ) - ৫,৮৫০/-
- Dangmari F&F Villa (ডাংমারী এফএন্ডএফ ভিলা) - ৮,১০০/-

৫০% ছাড়ের পর প্রতি রাতের ভাড়া- (বৃহস্প্রতি - শুক্র)
- Mangrove- Sundorbon View (ম্যানগ্রুভ- সুন্দরবন-ভিউ) - ৭,০০০/-
- Gol Pata (গুল পাতা- জঙ্গল ভিউ) - ৬,০০০/-
- Rain Castle (রেইন ক্যাসেল- সুন্দরবন ভিউ) - ৭,০০০/-
- Bon Moyori (বন ময়ুরী - জঙ্গল ভিউ) - ৬,০০০/-
- Chaya Sundori (ছায়া সুন্দরী - লেক ভিউ) - ৬,৫০০/-
- Dimer Chor (ডিমের চর - লেক ভিউ) - ৬,৫০০-
- Dangmari F&F Villa (ডাংমারী এফএন্ডএফ ভিলা) - ৯,০০০/-

সুন্দরী ইকো রিসোর্টের সকল ভিলার নিয়মিত ভাড়া এবং বিস্তারিত নিচে দেয়া হলো:
সুন্দরীতে রয়েছে ৬টি এসি ভিলা!
- Mangrove- Sundorbon View (ম্যানগ্রুভ- সুন্দরবন-ভিউ) - ১৪,০০০/-
- Gol Pata (গুল পাতা- জঙ্গল ভিউ) - ১২,০০০/-
- Rain Castle (রেইন ক্যাসেল- সুন্দরবন ভিউ) - ১৪,০০০/-
- Bon Moyori (বন ময়ুরী - জঙ্গল ভিউ) - ১২,০০০/-
- Chaya Sundori (ছায়া সুন্দরী - লেক ভিউ) - ১৩,০০০/-
- Dimer Chor (ডিমের চর - লেক ভিউ) - ১৩,০০০-
- Dangmari F&F Villa (ডাংমারী এফএন্ডএফ ভিলা) - ১৮,০০০/-

সুন্দরবনে একমাত্র সুন্দরী ইকো রিসোর্টেই রয়েছে একটি সুবিশাল জঙ্গল ভিউ ডুপ্লেক্স রেস্টুরেন্ট যেখানে বসে প্রকৃতির মাঝে আপনি খুজে পাবেন আপন সুখ ও চোখের শান্তি। সুন্দরী ইকো রিসোর্টের রেস্টুরেন্টের নাম দেয়া হয়েছে- * কেওড়া ডাইন
এছাড়াও সুন্দরী ইকো রিসোর্টে রয়েছে একটা বারবিকিউ কর্ণার, যেটি পানির উপরে অবস্থিত। যার নাম দেয়া হয়েছে- *Moon View BBQ Corner.
রুম এর সাথে কমপ্লিমেন্টারী থাকবেঃ
- ওয়েলকাম ড্রিংক
- কম্পলিমেন্টারি ব্রেকফাস্ট
- স্ট্যান্ডার্ড টয়লেট্রিজ (টুথ পেস্ট, টুথ ব্রাশ, বাথ জেল)
- হট ওয়াটার কেটলি এবং চা/কফির সরঞ্জাম
- ২টি টাওয়েল প্রতি রুমে
- মশা নিরোধক ব্যবস্থা স্প্রে/মশারী

রিসোর্টে যা থাকছেঃ
* বার-বি-কিউ ব্যবস্থা
* ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা
* পর্যাপ্ত পরিমাণে দোলনা, হ্যামক এবং আরাম করার যায়গা
* সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা
* দাবা, লুডু, ক্যারাম সহ ইন্ডোর গেমস
* অগ্নি নির্বাপন ব্যবস্থা
* প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি এবং ফার্স্ট এইড বক্স
* সুপরিসর ওয়েইটিং লাউঞ্জ
* লাইব্রেরি

#সুন্দরবন #সুন্দরীইকোরিসোর্ট #প্রকৃতি #বনজঙ্গল #ঢাংমারি #খুলনা #বাংলাদেশ #মংলা

বাংলাদেশ।। ট্যুরিজম।। Bangladesh।।Tourism।।Travel Bangladesh।। Tourism of Bangladesh।।  #বাংলাদেশ  #ট্যুরিজম  #ভ্রমণ    ...
07/07/2023

বাংলাদেশ।। ট্যুরিজম।। Bangladesh।।Tourism।।Travel Bangladesh।। Tourism of Bangladesh।।

#বাংলাদেশ #ট্যুরিজম #ভ্রমণ #

""ঝর্ণা থেকে পড়ে দুই পর্যটকের মৃত্যু""চট্টগ্রামের মীরসরাইয়ের রূপসী ঝর্ণা থেকে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। রবিবার (২ জ...
03/07/2023

""ঝর্ণা থেকে পড়ে দুই পর্যটকের মৃত্যু""

চট্টগ্রামের মীরসরাইয়ের রূপসী ঝর্ণা থেকে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) রাত ৯টায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেন।

মৃত দুজন হলো– চট্টগ্রাম শহরের ফিরোজ শাহ এলাকার মোহাম্মদ জামিলের ছেলে নুরুল আবসার (১৬) এবং একই এলাকার জসিম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৭)। আবসার স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং আরিফ ডেকোরেটর দোকানের কর্মচারী।

আবসারের বড় ভাইয়ের স্ত্রী পলি বলেন, ‘রবিবার সকালে ফিরোজশাহ এলাকা থেকে নয় বন্ধু মিলে মীরসরাইয়ের রূপসী ঝরনায় ঘুরতে যায়। সন্ধ্যায় খবর আসে আবসার ও আরিফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রাত ৯টায় খবর আসে তারা বেঁচে নেই।’ এটুকু বলেই হাউমাউ তিনি কেঁদে ওঠেন। তিন ভাইয়ের মধ্যে আবসার সবার ছোট।

আবসার ও আরিফের বন্ধু মোহাম্মদ আরমান বলে, ‘রবিবার সকালে আমরা নয় বন্ধু মিলে চট্টগ্রাম শহর থেকে বড়কমলদহ রূপসী ঝরনা দেখতে আসি। সবাই মিলে ঝর্ণার উপরে উঠেছি। ঝর্ণার থেকে নামার সময় বিকাল সাড়ে ৩টায় আবসার ও আরিফকে দেখতে না পেয়ে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেছি। পরে বিষয়টি টিকিট কাউন্টারে অবহিত করার পর তারা ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঝর্ণার কূপ থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন।’

মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, ‘রূপসী ঝর্ণায় দুই পর্যটক হারিয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এরপর অভিযান চালিয়ে ঝর্ণার ১৫ ফুট গভীর একটি কূপের মত অংশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা সাঁতার না জানার কারণে কূপের ভিতরে(পানিতে) পরে ডুবে মারা গেছে।’

মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন জানান, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসার পর লাশ বুঝিয়ে দেওয়া হবে।

মীরসরাই উপজেলায় একাধিক পাহাড়ি ঝর্ণা আছে। বিগত কয়েক বছরে, এসব ঝর্ণায় বেড়াতে আসা একাধিক পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

তথ্যসূত্রঃ
বাংলাট্রিবিউন...banglatribune.com/806331...
https://bangla.bdnews24.com/ctg/8sf4twcr6i...

#মৃত্যু #পাহাড় #পর্যটক #ঝর্ণা #রূপসীঝর্ণা #চট্টগ্রাম #মিরসরাই

Eid Mubarak..ঈদ মোবারক।। May the teachings of Allah and his prophet be your companion throughout your life. May this Eid...
28/06/2023

Eid Mubarak..ঈদ মোবারক।।

May the teachings of Allah and his prophet be your companion throughout your life. May this Eid al-Adha bring peace, prosperity, and happiness to you and your family!

wish you and your family peace, prosperity and devotion to Allah on this glorious day of Eid-ul-Adha. May the blessings of Allah always be with you in this life and the afterlife.

সকলকে ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা।।

#ঈদুলআযহা২০২৩ #ঈদুলআযহা

নওগাঁর পোরশা উপজেলায় গ্রামীন পরিবেশে চালু হয়েছে "ছোট্ট একটি রিসোর্ট"। নাম-"কুড়েঘর ম্যাংগো রিসোর্ট"। যারা মূলত শহরের হৈ চ...
26/06/2023

নওগাঁর পোরশা উপজেলায় গ্রামীন পরিবেশে চালু হয়েছে "ছোট্ট একটি রিসোর্ট"। নাম-"কুড়েঘর ম্যাংগো রিসোর্ট"।

যারা মূলত শহরের হৈ চৈ এর মাঝে একটু গ্রামের নিরিবিলিতে সময় কাটাতে চান, তাদের জন্য হয়তো আদর্শ জায়গা হবে। খুব সাধারণ ভাবে তৈরী হয়েছে রিসোর্টটি, শহরের হাইফাই ফ্যাসালিটি নেই এখানে। তবে, গ্রামীণ জীবন, সবুজ শ্যামল প্রকৃতি, নির্মল বাতাস, ও তাজা মাটির সুবাস পাবেন।

***কুঁড়েঘর এর ভাড়া এবং অন্যান্য খরচ কেমন?
সিঙ্গেল রুম যেখানে ২ জন অনায়াসে থাকা সম্ভব -
১ জন একা থাকলে ২০০ টাকা রাত, ২ জন থাকলে ৩০০ টাকা।
গণরুমে(এক রুমে ২ টা খাট, কিং সাইজ) ৬ জন থাকা যাবে - ৬০০ টাকা।

এটাচড বাথরুমসহ ফ্যামিলি রুমে ৩ জন থাকা যাবে - ৬০০ টাকা(রাত)।।

খাবার খরচ?
_যেহেতু আশেপাশে কোন হোটেল নাই, কাজেই আমাদের এখানেই রান্না হয় - বুয়া রাখা আছে।
_খাবার খরচ আমরা আহামরি বেশি রাখি না। যা খাওয়া হবে বলা হলে বাজার করে সেটাই রান্না করা হয়।
যেমনঃ রুই মাছ, ভর্তা, ডাল হলে হয়তো জনপ্রতি ৭০-৯০ টাকা।
বা, যদি হাস রান্না করা হয় - একটা হাস ৫০০ টাকা + ১০০(তেল+মসলা)= ৬০০ টাকা। যা ৫/৬ জন অনায়াসে খেতে পারবে।

তথ্যসূত্র ও ছবিঃ ইন্টারনেট(পেজ থেকে)।

#কুড়েঘরম্যাংগোরিসোর্ট #নওগাঁ

আসসালামু আলাইকুম,               ২০২৩-২০২৪ সিজনের অগ্রীম বুকিং চলছে ২০২২-২৩ সিজনে আপনাদের সবার সহযোগিতায় ARAL Sea Cruise...
31/05/2023

আসসালামু আলাইকুম,

২০২৩-২০২৪ সিজনের অগ্রীম বুকিং চলছে

২০২২-২৩ সিজনে আপনাদের সবার সহযোগিতায় ARAL Sea Cruise সুন্দরবন ভ্রমণ সফলতার সাথে শেষ করে। আপনাদের আরও সহযোগিতায় আগামী সিজনে আরও ভালো সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আগাম বুকিং নেয়া শুরু হয়েছে।

"২০২৩-২০২৪ সিজনের প্যাকেজের তারিখ"

September: 01-02-03 Fri-Sat-Sun

04-05-06 Mon-Tues-Wed

08-09-10 Fri-Sat-Sun

11-12-13 Mon-Tues-Wed

15-16-17 Fri-Sat-Sun

18-19-20 Mon-Tues-Wed

22-23-24 Fri-Sat-Sun

25-26-27 Mon-Tues-Wed

28-29-30 Fri-Sat-Sun

October: 02-03-04 Mon-Tues-Wed

06-07-08 Fri-Sat-Sun

09-10-11 Mon-Tues-Wed

13-14-15 Fri-Sat-Sun

16-17-18 Mon-Tues-Wed

20-21-22 Fri-Sat-Sun

23-24-25 Mon-Tues-Wed

27-28-29 Fri-Sat-Sun

November: 30-31-01 Mon-Tues-Wed

03-04-05 Fri-Sat-Sun

06-07-08 Mon-Tues-Wed

10-11-12 Fri-Sat-Sun

13-14-15 Mon-Tues-Wed

17-18-19 Fri-Sat-Sun

20-21-22 Mon-Tues-Wed

24-25-26 Fri-Sat-Sun

27-28-29 Mon-Tues-Wed

December: 01-02-03 Fri-Sat-Sun

04-05-06 Mon-Tues-Wed

08-09-10 Fri-Sat-Sun

11-12-13 Mon-Tues-Wed

15-16-17 Fri-Sat-Sun

18-19-20 Mon-Tues-Wed

22-23-24 Fri-Sat-Sun

25-26-27 Mon-Tues-Wed

29-30-31 Fri-Sat-Sun

January: 01-02-03 Mon-Tues-Wed

05-06-07 Fri-Sat-Sun

08-09-10 Mon-Tues-Wed

12-13-14 Fri-Sat-Sun

15-16-17 Mon-Tues-Wed

19-20-21 Fri-Sat-Sun

22-23-24 Mon-Tues-Wed

26-27-28 Fri-Sat-Sun

29-30-31 Mon-Tues-Wed

February: 02-03-04 Fri-Sat-Sun

05-06-07 Mon-Tues-Wed

09-10-11 Fri-Sat-Sun

12-13-14 Mon-Tues-Wed

16-17-18 Fri-Sat-Sun

19-20-21 Mon-Tues-Wed

23-24-25 Fri-Sat-Sun

26-27-28 Mon-Tues-Wed


যারা ARAL SEA(AC) CRUISE কে আপনার ভ্রমনসঙ্গী হিসেবে বেছে নিতে চান ও আপনাদের সেবা দেয়ার সুযোগ দিতে চান, আগ্রহী সকলকে আমাদের সাথে যোগাযোগ করে, আপনার কাঙ্ক্ষিত তারিখের ভ্রমণ- বুকিং করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।

সাজেক যাবেন? মেঘ পাহাড়ের মিলন মেলা দেখতে চলুন রাঙামা‌টি জেলার সাজেক ইউ‌নিয়নে। যেটাকে সাজেক ভ্যালি(উপত্যকা) নামে সবাই জান...
30/05/2023

সাজেক যাবেন?

মেঘ পাহাড়ের মিলন মেলা দেখতে চলুন রাঙামা‌টি জেলার সাজেক ইউ‌নিয়নে। যেটাকে সাজেক ভ্যালি(উপত্যকা) নামে সবাই জানেন এবং চিনেন। এখানে আসলে আপ‌নি সাদা মেঘ‌ স্পর্শ করতে পারবেন অনায়াসে।

প্রকৃ‌তির অপরূপ লীলায় মেঘ এবং পাহাড়ের সঙ্গে মিলন দেখতে পাবেন সাজেক ভ্যা‌লিতে। উঁচু-নিচু পাহাড়ের পরতে পরতে রয়েছে সৌন্দর্য। পাহাড়ের সবুজ গাছ আর মেঘ দেখলে যে কারো‌ চোখ ধাঁ‌ধিয়ে‌ দেবে।

প্রকৃ‌তির এই সৌন্দর্য উপভোগ করতে চাচ্ছেন, তারা ঘুরে আসতে পারেন সাজেক ভ্যালি থেকে।

ভাবছেন সাজেক যাবো কীভাবে? চিন্তা নেই, আমরা আছি আপনার পাশে, প্রতি সপ্তাহে সাজেক ট্রিপ থাকবে। আপনি চাইলে সপ্তাহের মাঝের দিন গুলোতে ও মেঘের দেশে ঘুরে আসতে পারবেন। আর, আমাদের কাছে আপনারা(যেমন ট্রিপ চাইবেন, সেভাবেই আয়োজন করবো) পুরোপুরি রিলাক্স প্রিমিয়াম ট্রিপ পাবেন। কোয়ালিটি ফুল মিজোরাম ভিউ রিসোর্ট, ব্র্যান্ডের গাড়ি, সবুজ/সাদা চাঁদের গাড়িসহ, হেল্পফুল গাইড পাবেন, যে আপনাদেরকে সুন্দরভাবে সাজেক এবং খাগড়াছড়ির সকল স্পট ঘুরিয়ে দেখাবে।

তাই পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব মিলে সাজেক ঘুরতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আমাদের ফেসবুক গ্রুপঃ facebook.com/groups/TravelWithSishir

বুকিং কিংবা বিস্তারিত জানতে পেজে অথবা ইনবক্সে ম্যাসেজ করতে অথবা কমেন্ট করতে পারেন।

04/04/2023

A trip to India.

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবার নিয়ে ঈদের ছুটি কাটান ১ রাত ২ দিনের প্যাকেজে রাঙামাটির কাপ্ত...
31/03/2023

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবার নিয়ে ঈদের ছুটি কাটান ১ রাত ২ দিনের প্যাকেজে রাঙামাটির কাপ্তাই লেকের বিলাশ বহুল এসি হাউজবোট স্বপ্নডিঙি তে।।

প্যাকেজের তারিখ
এপ্রিল ২৪/২৫
এপ্রিল ২৬/২৭
এপ্রিল ২৮/২৯
এপ্রিল ৩০ মে ১

বিস্তারিত তথ্যের জন্য
হেল্পলাইনঃ ০১৬৭১৪০৬৬১৮

"Our Mission" Serving our customer, searching their entire satisfaction and providing touristic services of quality, com...
06/03/2023

"Our Mission"
Serving our customer, searching their entire satisfaction and providing touristic services of quality, committing to the social, cultural and environmental reality of our country.

"Our Vision"
Excellence in service delivery by understanding the needs of the customers and ensuring we have the right people on board. We shall show we are reliable by being consistent in delivering what we promise. By being knowledgeable about our products, services and the travel industry.

Thank You,
& welcome to our page. Also, welcome to Bangladesh.

"Contact us"
Nomadic Traveler,
📞 +880 1671 406618
🏛 Hirajheel R/A, Siddhirganj, Narayanganj.
📧 [email protected]

১৩-১৫ তারিখে সুন্দরবন ভ্রমণের জন্য এসি শীপে কিছু রুম/কেবিন(আসন) ফাঁকা আছে।। সুন্দরবন ভ্রমণের জন্য যোগাযোগ করতে পারেন।।
05/03/2023

১৩-১৫ তারিখে সুন্দরবন ভ্রমণের জন্য এসি শীপে কিছু রুম/কেবিন(আসন) ফাঁকা আছে।।
সুন্দরবন ভ্রমণের জন্য যোগাযোগ করতে পারেন।।

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দরবন ভ্রমনের জন্য মার্চ মাসের এম ভি আরাল সী ক্রুজ এর প্যাকেজ সম...
02/03/2023

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দরবন ভ্রমনের জন্য মার্চ মাসের এম ভি আরাল সী ক্রুজ এর প্যাকেজ সমূহ।

মার্চ ৩/৪/৫ বুকিং

মার্চ ৬/৭/৮ ত্রিপল বেড ৬ টি আছে

মার্চ ১০/১১/১২ কাপল বেড ১ টি ও ফোর বেড আছে

মার্চ ১৭/১৮/১৯ কাপল, ত্রিপল ও ফোর বেড আছে।

উল্লেখ্য মার্চ ১৩/১৪/১৫ বা ১৬
মার্চ ২০/২১/২২ কর্পোরেট বা প্যাকেজ আসছে।

আগামী সপ্তাহে হবে নাকি একটা ট্যুর?? ভ্রমণের সময়কাল/ব্যপ্তিকালঃ ৩রাত ২দিন; অথবা ৪রাত ৩দিন।।(বিঃদ্রঃ ভ্রমণের স্থান অনুযায়ী...
28/02/2023

আগামী সপ্তাহে হবে নাকি একটা ট্যুর??

ভ্রমণের সময়কাল/ব্যপ্তিকালঃ ৩রাত ২দিন; অথবা ৪রাত ৩দিন।।
(বিঃদ্রঃ ভ্রমণের স্থান অনুযায়ী সময় নির্ধারণ করা হবে)

স্থানঃ
_সাজেক ভ্যালি ও খাগড়াছড়ি। অথবা,
_কক্সবাজার। অথবা,
_সিলেট/সুনামগঞ্জ। অথবা,
_শ্রীমঙ্গল/রেমা-কালেঙ্গা। অথবা,
_কুয়াকাটা। অথবা,
_নিঝুম দ্বীপ ও মনপুরা দ্বীপ। অথবা,
_সুন্দরবন। অথবা,
_বান্দরবান(দেবতাখুম ও সিটি ট্যুর)। অথবা,
_রাঙামাটি(ডে-লং ট্যুর)। অথবা,
_মহেশখালী ও সোনাদিয়া দ্বীপ(ক্যাম্পিং ট্যুর)।

SAJEK VALLEY Amenities & facilities -  2 Liter minerals water-  Morning tea for all-  Complementary breakfast for two pe...
25/02/2023

SAJEK VALLEY

Amenities & facilities
- 2 Liter minerals water
- Morning tea for all
- Complementary breakfast for two person
- Food service on demand
- 24 hours water & electricity supply
- Extra mattress for additional two person

Tariff
Weekend 4000
Weekdays 3500

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসঃ একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল ...
20/02/2023

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসঃ
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৭ নভেম্বর ১৯৯৯ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।।

#মাতৃভাষাদিবস #অমরএকুশে #মাতৃভাষা

Address

Siddhirganj
Siddhirganj
1430

Telephone

+8801671406618

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nomadic Traveler posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nomadic Traveler:

Videos

Share