Ghurtecholo ঘুড়তেচলো

Ghurtecholo ঘুড়তেচলো Travel Bangladesh page টি সকল ট্রাভল সম্পর্কিত photo, videos যোগাযোগ করুন

23/12/2022

#গাড়িকে #হেলিকপ্টারে রূপ

19/12/2022
পর্যটনের ব্যবস্থাপনায় কুয়াকাটা ট্যুর! তারিখঃ ১৩-১৫ অক্টোবর। ভ্রমণমূল্যঃ▪️৮৫০০/- (নন-এসি কক্ষ)▪️৯০০০/- (এসি কক্ষ) ▪️বেড শ...
28/09/2022

পর্যটনের ব্যবস্থাপনায় কুয়াকাটা ট্যুর!

তারিখঃ ১৩-১৫ অক্টোবর।
ভ্রমণমূল্যঃ
▪️৮৫০০/- (নন-এসি কক্ষ)
▪️৯০০০/- (এসি কক্ষ)
▪️বেড শেয়ারিং অনুর্ধ ৮ বছরের বাচ্চাদের জন্য ১০% মূল্যহ্রাস।

বাংলাদেশ পর্যটন করপোরেশন এর রয়েছে নিজস্ব গাড়ি, কুয়াকাটাসহ সারাদেশে ৫০টি হোটেল-মোটেল-রিসোর্ট। নিরপদ ভ্রমণ, নিরাপদে ঘরে ফেরায় আপনার সর্বোচ্চ নিরাপত্তার গ্যারান্টি আমরাই দিতে পারি।

ঢাকা-কুয়াকাটা-ঢাকা ট্যুর

বাহনঃ আরামদায়ক এসি কোচ।

ভ্রমণসূচিঃ
রিপোর্টিং টাইম: রাত ১১ টা।

▶️১ম দিন
◾রাত ১১.১৫ এ গাড়িতে আসন গ্রহণ ও ১১.৩০ এ গন্তব্য: কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা।
(যাত্রা শুরুতে হোটেল অবকাশের ফিক্সড স্ন্যাকস সরবরাহ)।
◾রাত ৩.৩০ এ বরিশালে ৩০ মি. যাত্রা বিরতি ও বরিশালের স্থানীয় হোটেলে স্ন্যাকস পরিবেশন।

▶️২য় দিন
◾সকাল ৭.০০ টায় পর্যটন হলিডে হোমস, কুয়াকাটায় উপস্থিতি।
◾৭.০০ টা হতে ৮.০০ টা পর্যন্ত রিফ্রেশমেন্ট টাইম।
◾সকাল ৮.১৫ তে পর্যটন রেস্তোরাঁয় সকালের নাস্তা পরিবেশন। মেন্যু: পরোটা, মিক্সড ভেজিটেবল, ডিম অমলেট, কলা, চা,পানি।
◾সকাল ৯.১৫ টায় সী-বীচের উদ্দেশ্যে যাত্রা।
◾সকাল ১১.০০টা পর্যন্ত সী-বীচে গোসল ও অবস্থান।
◾সকাল ১১.১৫ টায় নিজ নিজ আবাসিক কক্ষে চেক ইন দুপুর ১২.১৫ টা পর্যন্ত রিফ্রেশিং টাইম।
◾দুপুর ১২.৩০ এ মধ্যাহ্ন ভোজ। মেন্যু: প্লেন রাইস, মিক্সড ভেজিটেবল, চিকেন কারি, ডাল ভুনা, গ্রিন সালাদ, দই, পানি।
◾দুপুর ১.০০ টা থেকে ২.৪৫ পর্যন্ত বিশ্রাম।
◾বিকাল ৩.০০ ট নৌ-পথে ‘ফাতরার বন’ পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা, প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ, ফটোসেশন ও গোধূলি লগ্নে সূর্যাস্তের মনোরম দৃশ্য অবলোকন। যাওয়া-আসা ও ফাতরার বন পরিদর্শন সময় আনুমানিক ০৩ ঘন্টা।
◾সন্ধ্যা ৬.০০ টা বৈকালিক স্ন্যাকস পরিবেশন।
◾সন্ধ্যা ৬.০০ টা থেকে ৭.৩০ টা পর্যন্ত ফ্রি টাইম।
◾সন্ধ্যা ৭.৩০ টায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
◾রাত ৯.০০ টা রাতের খাবার পরিবেশন।
মেন্যু: প্লেন পোলাও, চিকেন দোপেয়াজা, চিংড়ি ভেজিটেবল, ডাল ভুনা, গ্রিন সালাদ, মিষ্টি, পানি।

▶️৩য় দিন
◾সকাল ৮.০০ টা নাস্তা পরিবেশন।
◾সকাল ৮.৪৫ টা কুয়াকাটার দর্শনীয় স্থান পরিদর্শন, বৌদ্ধ বিহার, শতবর্ষী নৌকা, স্থানীয় নৃ-গৌষ্টির জীবন বৈচিত্র্য অবলোকন এবং অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন।
◾সকাল ১১.০০ টায় পর্যটন রেস্তোরাঁয় স্ন্যাকস পরিবেশন। রুম চেকআউট এবং ১.৩০ টা পর্যন্ত ফ্রি টাইম।
◾দুপুর ২.০০ টা মধ্যাহ্ন ভোজ। মেন্যু: প্লেন রাইস, সামুদ্রিক মাছ, ভেজিটেবল, ডাল ভুনা, গ্রিন সালাদ, মিষ্টি, পানি।
◾বিকাল ৩.০০ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
◾সন্ধ্যা ৬.০০ টায় বরিশালে ৩০ মি. যাত্রা বিরতি ও স্ন্যাকস পরিবেশন।
◾রাত ১০.০০ টায় ঢাকায় উপস্থিতি ও ভ্রমণ সমাপ্তি।

19/09/2022

পরিবারের একজন সদস্যসহ বিনামূল্যে ২ রাত থাকা যাবে পর্যটন করপোরেশনের যে কোনো হোটেল-মোটেল বা রিসোর্টে। পেতে পারেন ব...

15/07/2022

গ্রীন ভিউ ক্যাফে। টিকরপুর, আগলা, নওয়াবগঞ্জ ঢাকা

14/07/2022

হুমায়ুন পার্ক মরিচা, সিরাজদিখান, মুন্সীগঞ্জ।

10/07/2022

প্রকৃতির অসাধারণ বিকাল বেলা রূপ।

10/07/2022

রিভার ভিউ

10/07/2022

টাকার অভাবে পরিত্যক্ত অবস্থায় কোটি টাকার মসজিদ। 🤲সবার সহায়তা কামনা।
#মসজিদ

08/07/2022
03/07/2022

ঢাকা টু মাওয়া হাইওয়ে নৌকা সাদৃশ্য ফুটওভার ব্রিজ @দোলাইপার।

20/06/2022

৩ দিন বৃষ্টির পর সন্ধা বেলা মিজমিজি দক্ষিণপাড়া ক্যানাল পার সুন্দর দ্শ্য.

ফিজি দিপে এটা কি দেখলাম 😮
04/06/2022

ফিজি দিপে এটা কি দেখলাম 😮

02/06/2022

Fifi জঙ্গলে ঘুরে এটা কি দেখলাম!!! 😮

08/05/2022

পদ্মা ব্রিজ। পদ্মা নদী ভ্রমণ। মাওয়া ভ্রমণ। ট্রাভেল টু মাওয়া পদ্মা ব্রিজ।

05/05/2022

Ghurtecholo's broadcast

03/05/2022

Travel Dhaka to Narayanganj। Ghurtecholo

18/04/2022

✈ বিমানে করে ছেরা দ্বীপ ভ্রমণ। Ghurtecholo

17/04/2022

পাকিস্তানের সেরা ১০টি পর্যটন কেন্দ্র। #ঘুরতেচল #ট্রাভল

পদ্মা সেতু উপলক্ষে রাজধানী ধোলাইরপাড় গোল চত্তরে পদ্মার ইলিশ ভাস্কর্য তৈরী করলে কেমন হয়।
01/04/2022

পদ্মা সেতু উপলক্ষে রাজধানী ধোলাইরপাড় গোল চত্তরে পদ্মার ইলিশ ভাস্কর্য তৈরী করলে কেমন হয়।

জনস্বার্থে ;ভোটার তালিকা হালনাগাদ - ২০২২ইং সারা দেশব্যাপী আগামী ২০/০৫/২০২২ ইং থেকে পরবর্তী ৩ সপ্তাহ। বাড়ি বাড়ি গিয়ে ভ...
01/04/2022

জনস্বার্থে ;
ভোটার তালিকা হালনাগাদ - ২০২২ইং
সারা দেশব্যাপী আগামী ২০/০৫/২০২২ ইং থেকে পরবর্তী ৩ সপ্তাহ।
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে ৷
# # # নতুন ভোটার হইতে যা যা লাগবে:-
* জম্ম সাল সর্বনিম্ন ২০০৭ হতে হবে।
* অনলাইন জম্ম নিবন্ধনের ফটোকপি।
* পিতা/মাতার আইডি (NID) ফটোকপি।
* স্বামী/স্ত্রীর আইডি ফটোকপি।
* শিক্ষা সনদের ফটোকপি।
* রক্তের গ্রুপ পরিক্ষার সার্টিফিকেট।
* হোল্ডিং টেক্স রিসিটের ফটোকপি।
অনুসরনী বিষয়ঃ যাদের জম্ম সনদ অনলাইনে নেই, তারা দ্রুত জম্ম সনদ অনলাইন করে নেন। যাদের জন্ম সনদ অনলাইন আছে কিন্তু সার্টিফিকেটের সাথে মিল নেই ভুল আছে তারা অতি দ্রুত সংশোধনের অনুরোধ রইল ৷

27/03/2022
24/03/2022

স্বাধীনতা দিবসের কবিতা
#কবিতা #স্বাধীনতার_কবিতা #স্বাধীনতা_দিবসের_কবিতা

একটি পতাকা পেলে হেলাল হাফিজ

কথা ছিলো একটি পতাকা পেলে আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা
কথা ছিলো একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশে বসে বলবেন,–’পেয়েছি, পেয়েছি’।
কথা ছিলো একটি পতাকা পেলে পাতা কুড়োনির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মর্মরে। কথা ছিলো একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে-বোশেখে, বাঁচবে যুদ্ধের শিশু সসন্মানে সাদা দুতে-ভাতে।
কথা ছিলো একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেবো যৌথ-খামারে, সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাবো নিজের সংসারে।

11/03/2022

বলধা গার্ডেন (ঢাকার ঐতিহ্য বোটানিক্যাল গার্ডেন) । #বলধাগার্ডেন #গার্ডেন #বোটানিক্যালগার্ডেন
Channel Link: https://studio.youtube.com/channel/UCl8T5hDT0EcGa_qAOfv8glQ

 #আমরা_শিক্ষিত ! Channel Link: https://studio.youtube.com/channel/UCl8T5hDT0EcGa_qAOfv8glQকিছুদিন আগে একটা কাজে মতিঝিল য...
18/02/2022

#আমরা_শিক্ষিত ! Channel Link: https://studio.youtube.com/channel/UCl8T5hDT0EcGa_qAOfv8glQ

কিছুদিন আগে একটা কাজে মতিঝিল যাচ্ছিলাম। বাসের জানালার পাশে সিট পেলাম। চলতে চলতে পাশের দৃশ্যগুলো দেখছি। বাস চলছে দ্রুত গতিতে। হঠাৎ চোখে পরল মাতুয়াইল হাসপাতালের পরে রায়েরবাগ এর কাছাকাছি একটা জায়গায় ২টা বিআরটিসি দোতলা বাস দাঁড়িয়ে আছে। যতটুকু বুঝতে পারলাম বাসের সবাই সকালের নাস্তা খাচ্ছে। এবং সবাই বাসের নিচতলা এবং ২য় তলা থেকে খাবার খাওয়ার পর উচ্ছিষ্ট খাবার ও পেকেট গুলো জানালা দিয়ে রাস্তায় ফেলেছে।যা সবার দৃষ্টি পরার মত। মনে প্রশ্ন হলো একসাথে ২টি ২য়তলা বাসের সবাই নাস্তা খাচ্ছে , তার মানে কোন সফর/ভ্রমণ / বা শিক্ষা সফর? তাহলে এই ভ্রমণ /শিক্ষা সফর এর মানে কি? যেহেতু ২টি বাসই দাঁড়িয়ে ছিল! তাহলে সবাই নিচে নেমেও নাস্তা খেতে পারতো? অথবা খাবারের উচ্ছিষ্ট অংশ ও ময়লা প্যাকেট গুলো রাস্তার পাশে একজায়গায় রাখতে পারতো? কেন বাসের জানালা দিয়ে রাস্তায় ফেলতে হবে? কেন নাস্তা খেয়ে রাস্তা নোংরা করতে হবে? আমরা এতটাকা খরচ করে সফর করতে পারি ! কিন্তু পরিবেশ দুষন করে কেন? এই সফরে কি কোন শিক্ষিত বা সচেতন লোক ছিল না? আমার গাড়িটি যেহেতু দ্রুত পাশ দিয়ে চলেগেছে, তাই ছবি তুলতে পারিনি। আমার কাছে ঐ দৃশ্যটি প্রশ্ন আকার হয়ে যায়, তাই এই লিখা। আমার এই লেখাটি যদি ঐ সফরের কোন ব্যাক্তির চোখে পরে, তাহলে নিজেকেই প্রশ্ন করবেন কাজটি ঠিক করেছিলেন কি আপনারা ? আমরা সবাই কম বেশি সফর বা ভ্রমণ করি, তাই বলে পরিবেশ দুষন করতে হবে ? অবহেলায় যেখানে সেখানে ময়লা ফেলে নোংরা করে আনন্দ করে কি লাভ আমাদের ?, আমরা নিজেরা যদি সচেতন না হই , কেউ আমাকে আপনাকে যদি সরাসরি বলে এখানে ময়লা করছেন ! এখন আপনাকেই এই ময়লা পরিস্কার করতে হবে ? তখন কেমন হবে ? আসুন আমরা নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করতে সহায়তা করি। সহিদ উল্লাহ #পরিবেশ_দুষন

Share your videos with friends, family, and the world.

15/02/2022

বরফের তাজমহল দেখতে মানুষের ভিড় | Ghurtecholo
Channel Link: https://studio.youtube.com/channel/UCl8T5hDT0EcGa_qAOfv8glQ

বরফের তাজমহল দেখতে সারা দেশের মানুষ ভিড় জমাচ্ছেন।
বরফের তাজমহল দেখতে মানুষের ভিড়, সাদা চাদরে ঢেকেছে 'পৃথিবীর স্বর্গ'। জম্মু-কাশ্মীরের গুলমার্গে তুষার দিয়ে তৈরি তাজমহল পর্যটকদের কাছে একটি প্রধান আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। এএনআই-এর খবর অনুযায়ী, পর্যটকরা বরফের তাজমহল দেখতে ভিড় জমাচ্ছেব। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে বেড়াতে এসেছেন। হোটেলের কর্মীরা এই বরফের তাজমহল তৈরি করেছেন।

এই ছবিতে গোলাপী হার্টের চিহ্ন খুঁজে বার করতে পারলে বদলে যেতে পারে প্রেমজীবনের ভাগ্য !!! Channel Link: https://studio.you...
14/02/2022

এই ছবিতে গোলাপী হার্টের চিহ্ন খুঁজে বার করতে পারলে বদলে যেতে পারে প্রেমজীবনের ভাগ্য !!!
Channel Link: https://studio.youtube.com/channel/UCl8T5hDT0EcGa_qAOfv8glQ

#ভালবাসার দিন, #ভ্যালেন্টাইন্স ডে, আর সেই দিনের কয়েকদিন আগে থেকেই একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে নাকি লুকিয়ে রয়েছে একটি ভালবাসা হৃদয়ের চিহ্ন বা হার্ট সাইন। আর সেই হার্ট সাইন খুঁজে বার করতে পারলেই নাকি পাল্টে যাচ্ছে প্রেম জীবনের ভাগ্য, সেই কারণেই বিপুল ভাইরাল হয়েছে এই ছবিটি। সকলেই খুঁজতে শুরু করেছেন এই ছবির মধ্যে কোথায় লুকিয়ে আছে হার্ট সাইন।
ছবিটি ভাল করে লক্ষ্য করলেই দেখতে পাবেন এটি আসলে একটি ভালবাসার দিনের ছবি। ইন্টারনেটে এই ছবিটি ভাইরাল হয়েছে। ছবিতে রয়েছে অসংখ্য ফুল আর আছে ভালবাসার চিহ্ন। পশুকূলের ভালবাসার ছবি এখানে দেখানো হয়েছে। কিন্তু এই ফুলের বাগানের মধ্যেই লুকিয়ে রয়েছে গোলাপী রঙের একটি ছোট হার্ট বা হৃদয়ের চিহ্ন। আর সেটি খুঁজে বার করতে পারলেই নাকি পাল্টে যাচ্ছে ভাগ্য।
কোথায় রয়েছে সেটি? আপনার দৃষ্টিশক্তি যদি শক্তিশালী হয়, তাহলে সহজে নজর দিলেই দেখতে পাবেন। ছবিটির ওপরের দিকটি একটু ভাল করে খুঁজে দেখুন। দেখতে পাচ্ছেন একটি সাদা পাখির ছবি, যে পাখির ঠোঁটটা হলদে। এ বার ধীরে ধীরে তার মাথার উপরে উঠে যান। সামান্য একটু উপরে উঠলেই আপনার কার্যসিদ্ধি হবে। ফুলের মধ্যে খুঁজে পাবেন গোলাপী হৃদয়ের চিহ্ন।

11/02/2022

মুন্সীগঞ্জের ঐতিহ্য চৌচালা টিনের ঘর তৈরী / বিক্রি করা হয়। যারা নতুন ঘর তৈরি করতে চান/ কিনতে চান তারা সবাই এখান থেকে তৈরি ঘর কিনতে পারবেন। #টিনেরঘর #ঘর #নতুনঘর #নতুনবাড়ি
Channel Link: https://studio.youtube.com/channel/UCl8T5hDT0EcGa_qAOfv8glQ

08/02/2022

প্রিয়জনদের মৃত্যু হলে কেটে নেওয়া হয় বাড়ির মহিলাদের আঙুল
#দানি_উপজাতি #ইকিপালিন #ইন্দোনেশিয়ার
Channel Link: https://studio.youtube.com/channel/UCl8T5hDT0EcGa_qAOfv8glQ

06/02/2022
30/01/2022

এবার মেলায় ঘুরতে চলে আসলাম সাদ্দাম মার্কেট এলাকায়। ঢাকা নারায়নগঞ্জ হাইওয়ে পাশে সাইনবোর্ড এলাকার পাশে এই মেলা হচ্ছে।
Channel Link: https://studio.youtube.com/channel/UCl8T5hDT0EcGa_qAOfv8glQ
#মেলা

Address

Narayanganj
Siddhirganj

Alerts

Be the first to know and let us send you an email when Ghurtecholo ঘুড়তেচলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ghurtecholo ঘুড়তেচলো:

Videos

Share


Other Siddhirganj travel agencies

Show All