আমাদের সিলেটের প্রাকৃতিক দেখতে থাকুন, ধন্যবাদ সবাই কে..?
লালাখাল সিলেট
লালাখাল বা লালা খাল (Lalakhal) আসলে একটি নদী। বাংলাদেশ সীমানায় নদীটি বেশ সরূ বলে স্তানীয় একে লালা খাল নামকরন করেছেন। মুলত ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি পাহাড়ের কোল ঘেসে বয়ে চলা স্বচ্ছ নিল পানির নদী এই লালাখাল। পাহাড় আর সবুজের মাঝখানে বাংলাদেশ ভারত সীমান্তে অবস্তান এই নদীর। লালা খালের অধের্কটা পড়েছে বাংলাদেশ অংশে আর অধের্কটা পড়েছে ভারতের অংশে। যে কারনে এই খালটি টুরিস্টদের কাছে সবচেয়ে বেশী আর্কষনীয় তা হলো এর স্বচ্ছ নীল পানি। ওপর থেকে একেবারে নদীর তলদেশ পর্যন্ত স্পষ্ট দেখা যায় এই নদীতে। মুলত পাথরে ফিল্টার হয়ে এই পানি এতটা পরিষ্কার হয়েছে। আর এই দৃশ্য বাংলাদেশে আর কোথাও দেখা যায়না। তাইতো এটি পর্যটকদের কাছে এতটা জনপ্রিয়।
স্বচ্ছ পানি দেখতে কোন সময়টাতে যাবেন লালাখাল?
লালখানের স্বচ্ছ পানি দেখতে হলে অবশ্যই আপনাকে নভেম্বর থেকে মার্চ মানের মধ
লালাখাল সারি নদীর প্রাকৃতিক সিলেট
প্রিয় পর্যটক পিপাসুদের জন্য জানানো যাচ্ছে যে সিলেটের লালাখাল সারি নদীর প্রাকৃতিক দেখতে হলে বা উপভোগ করতে হলে নৌকার প্রয়োজন আছে, তাই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, নৌকা ভ্রমণ করতে কম খরচে দিতে পারবো।বুকিং নাম্বার আহমেদ তাজেল 👉🏾০১৭১৮০১৬৪৯২👌🏽
https://www.facebook.com/www.ahmedtajel/
Lalakhal Wonderful.... 👌👌👌
আজ ৫/১২/২০২১ এর লালাখালের সারী নদী, সিলেটের লালাখাল।