11/11/2020
কাঞ্চনজঙ্ঘা
-----------------
কোথায় এই কাঞ্চনজঙ্ঘা? অনুপম সৌন্দর্যের গিরিবধূ।
হিমালয় পর্বতমালার পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও
কে-টু র পরেই অবস্থান রয়েছে এই কাঞ্চনজঙ্ঘার। এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ।
যার উচ্চতা ২৮ হাজার ১৬৯ ফুট।
ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘার রয়েছে চমকপ্রদ এক ইতিহাস! এই কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বসে দেখা যায়। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত।
তিস্তা নদীর পাড়ে মেঘমুক্ত আকাশে স্পষ্ট দেখা যায় বরফে ঢাকা পাহাড়ের এই চূড়া। রাতে দেখা যায় শিলিগুড়ির উজ্জ্বল আলো। পাহাড়েরই অপর ঢালে স্বপ্নপুরী দার্জিলিং। বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার উপর দিনের প্রথম সূর্যোদয়ের ঝিকিমিকি দৃশ্য সত্যিই মুগ্ধতার মোহ ছড়ায়।
অনুপম সৌন্দর্য এবং টাইগার হিলের চিত্তাকর্ষক সূর্যোদয় দেখার জন্য ভারতের সিকিম কিম্বা নেপালে
যাওয়ার প্রয়োজন নেই। তাইতো প্রতিবছর হাজারো পর্যটক ভিড় করেন এই তিস্তা পাড়ে।
অভিজ্ঞজনেরা বলেন, কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য সিকিম কিম্বা নেপালের চেয়ে বাংলাদেশের তিস্তা পাড়েই অধিক উপভোগ্য। যদিও আমার নিজের
এই অপরূপ সৌন্দর্য্য উপভোগ করার সুযোগ
হয়নি। তবে যারা এই সুযোগ গ্রহণ করেননি
তাদের জন্য এখনই সময়।