Latif Travels Hajj Umrah service

Latif Travels Hajj Umrah service Hajj,umara specialist

24/08/2023
হজ-উমরার মাধ্যমে অভাব মোচন হয় : আমরা না বুঝে অর্থ খরচের ভয়ে এবং মালের মুহাব্বতে আল্লাহর ঘর দেখতে বিলম্ব করি। হজ-উমরায় যে...
24/08/2023

হজ-উমরার মাধ্যমে অভাব মোচন হয় :
আমরা না বুঝে অর্থ খরচের ভয়ে এবং মালের মুহাব্বতে আল্লাহর ঘর দেখতে বিলম্ব করি। হজ-উমরায় যেতে টাকার খরচের কথা বারবার চিন্তা করি বোকার মত। অথচ হজে শুধু পরকাল নয় ইহকালীন কল্যাণও হাসিল হয়। হজ ও উমরা পাপ মোচনের পাশাপাশি হজকারী ও উমরাকারীর অভাব-অনটনও দূর করে। এতদুভয়ের মাধ্যমে সম্পদ শুধু ব্যয় হয় না; বরং তা বাড়েও বটে। সাহাবী আবদুল্লাহ ইবন মাসঊদ রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ، فَإِنَّهُمَا يَنْفِيَانِ الْفَقْرَ وَالذُّنُوبَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ، وَالذَّهَبِ وَالْفِضَّةِ».
‘তোমরা হজ ও উমরা পরপর করতে থাক, কেননা তা অভাব ও গুনাহ দূর করে দেয়, যেমন দূর করে দেয় কামারের হাপর লোহা, সোনা ও রুপার ময়লাকে।’ [জামে‘ তিরমিযী : ৮১০]

আলহামদুলিল্লাহ! লতিফ ট্রাভেলস ওমরাহ কাফেলা ২০২৩ ইংরেজি গ্রুপ-৪ (২১ আগস্ট বিমান বাংলাদেশ)-এ  আগত ওমরাহ কাফেলাকে আজ  মক্কা...
24/08/2023

আলহামদুলিল্লাহ!
লতিফ ট্রাভেলস ওমরাহ কাফেলা ২০২৩ ইংরেজি গ্রুপ-৪ (২১ আগস্ট বিমান বাংলাদেশ)-এ আগত ওমরাহ কাফেলাকে আজ মক্কা মুকাররমাহ'র ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সমূহ ২ বাসের মাধ্যমে যিয়ারাহ করানো হয়েছে।

তারিখ : ২৪ আগস্ট ২০২৩ ইংরেজি- বৃহস্পতিবার।

🌍✈️ ধন্যবাদ, সম্মানিত গ্রাহক এবং সৌদি এয়ারলাইন্স! 🌍✈️আপনাদের সবার সাথে কিছু চমৎকার খবর শেয়ার করতে পেরে আমরা রোমাঞ্চিত ...
23/08/2023

🌍✈️ ধন্যবাদ, সম্মানিত গ্রাহক এবং সৌদি এয়ারলাইন্স! 🌍✈️

আপনাদের সবার সাথে কিছু চমৎকার খবর শেয়ার করতে পেরে আমরা রোমাঞ্চিত এবং সম্মানিত। সৌদি এয়ারলাইন্সের শীর্ষ ট্রাভেল এজেন্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে লতিফ ট্রাভেলস! আমাদের পরিষেবাগুলিতে আপনার অটুট সমর্থন এবং আস্থা ছাড়া এই অর্জন সম্ভব হত না। আপনি আমাদের সাফল্যের পিছনে কারণ হয়েছেন, এবং আমরা যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না।

উপরন্তু, আমরা সৌদি এয়ারলাইনসকে তাদের সহযোগিতা এবং তারা আমাদের এজেন্সিতে যে আস্থা রেখেছে তার জন্য তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই।

আমরা আমাদের প্রতিটি গ্রাহককে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যারা আমাদেরকে তাদের ভ্রমণ সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।

বিস্তারিত জানতে সরাসরি লতিফ ট্রাভেলস রোজভিউ শাখায় চলে আসুন অথবা কল করুন 📞01708424440
21/08/2023

বিস্তারিত জানতে সরাসরি লতিফ ট্রাভেলস রোজভিউ শাখায় চলে আসুন অথবা কল করুন 📞01708424440

কম খরচে উমরাহ । ০৪ সেপ্টেম্বর আর কোনো সীট খালি নাই,১১,১৮,২৫ সেপ্টেম্বরের উমরাহ প্যাকেজে বুকিং চলছে ।বিস্তারিত জানতে সরাস...
20/08/2023

কম খরচে উমরাহ । ০৪ সেপ্টেম্বর আর কোনো সীট খালি নাই,১১,১৮,২৫ সেপ্টেম্বরের উমরাহ প্যাকেজে বুকিং চলছে ।বিস্তারিত জানতে সরাসরি চলে আসুন লতিফ ট্রাভেলস রোজভিউ উপশহর শাখায় ।📞01705444118

📞01705444117📞01705444120কম খরছে উমরাহ*ঢাকা থেকে ফ্লাইট......প্যাকেজ প্রাইস১৩২০০০/ *তারিখ* *০৪ সেপ্টেম্বর (সৌদি এয়ার)*  *...
17/08/2023

📞01705444117📞01705444120
কম খরছে উমরাহ*
ঢাকা থেকে ফ্লাইট......
প্যাকেজ প্রাইস১৩২০০০/
*তারিখ*
*০৪ সেপ্টেম্বর (সৌদি এয়ার)*
*১১ সেপ্টেম্বর (আমিরাত এয়ার)*
*১৮ সেপ্টেম্বর (কাতার এয়ার* )
*২৫ সেপ্টেম্বর (আমিরাত এয়ার)*

সিলেট - ঢাকা - সিলেট- আমাদের রিজার্ভ বাস (নন এনি)
ঢাকা থেকে ফ্লাইট:

প্যাকেজ প্রাইজ : ১,৩২,০০০/-
মক্কা হোটেল: জিয়াদ মহল্লা হেরেম শরিফ থেকে ৪ মিনিট পাঁয়ে হেটে।
মদিনা হোটেল: মসজিদে নববী থেকে ৮ মিনিট পাঁয়ে হেটে।

প্যাকেজ অন্তর্ভুক্ত :
আমাদের উমরাহ হাজীদের মক্কা ও মদিনায় জিয়ারাহ করানো হয়। মক্কায় আমাদের প্রতিনিধি ইসলাম চৌধুরী ও মুফতি মাওলানা রেজওয়ান আহমদ হাজীদের জিয়ারাহ করান। মক্কায় জাবালে সুর, জাবালে নূর, জাবালে রহমত, মিনা, আরাফা, মুজদালিফা, জান্নাতে মোয়াল্লাসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান জিয়ারাহ করানো হয়। এবং সেই জায়গার ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করানো হয়। এর মাধ্যমে হাজীরা ইসলামের ঐতিহাসিক নিদর্শনগুলো সম্পর্কে ভালো ধারণা লাভ করেন। অনুরুপভাবে মদিনায় আমাদের প্রতিনিধি হাফিজ মাওলানা মনিরুজ্জামান ও উনার সহকারীবৃন্দরা মসজিদে কু'বা, মসজিদে ক্বিবলাতাইন, সাত মসজিদ, ওহুদ পাহাড়সহ বিভিন্ন ঐতিহাসিক স্থান জিয়ারাহ করানো হয়। এবং সেই জায়গার ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করানো হয়। এর মাধ্যমে হাজীরা ইসলামের ঐতিহাসিক নিদর্শনগুলো সম্পর্কে ভালো ধারণা লাভ করেন। আমরা চাই আমাদের হাজীগন সবকিছু ভালোকরে জেনে, শুনে, বুঝে উমরাহ পালন করেন।

এছাড়াও উমরাহ প্যাকেজে আমাদের সেবা সমূহ:-
* উমরাহ করানোসহ মক্কায় অবস্থানকালীন সময়ে মাসলা-মাসায়েল জানা ও বুঝার জন্য সার্বক্ষণিক মুফতি মাওলানা রেজওয়ান আহমদ ও উনার সহকর্মীবৃন্দ হাজী সাহেবদের সেবা প্রদান করবেন।
* নবীজি (স.) এর রওজা মোবারক জিয়ারত করানোসহ মদিনায় অবস্থানকালীন সময়ে সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য মদিনা ইউনির্ভাসিটির ডিগ্রীপ্রাপ্ত হাফেজ মাওলানা মনিরুজ্জামান ও উনার সহকর্মীবৃন্দ হাজী সাহেবদের সেবা প্রদান করবেন।
* - ঢাকা - জেদ্দা-জেদ্দা/ ঢাকা /মদিনা/ঢাকা।
* মক্কায় জাবালে সুর, জাবালে নূর, জাবালে রহমত, মিনা, আরাফা, মুজদালিফা, জান্নাতে মোয়াল্লা জিয়ারাহ।
* মদিনায় মসজিদে কু'বা, মসজিদে ক্বিবলাতাইন, সাত মসজিদ, ওহুদ পাহাড় জিয়ারাহ।
* আমাদের নিজস্ব বাবুর্চি দ্বারা তৈরী খাবারের ব্যবস্থা ও রুম সার্ভিস।

এছাড়াও রয়েছে উমরাহ পালনের আগে আমাদের নিজস্ব উমরাহ প্রশিক্ষণের ব্যবস্থা।

বুকিং করতে চলে আসুন আমাদের লতিফ ট্রাভেলস এর যেকোনো শাখায়।

যেকোন তথ্য জানতে যোগাযোগ করুন:

লতিফ ট্রাভেলস
রোজভিউ (নীচতলা), শাহজালাল উপশহর, সিলেট।
মোবাইলঃ
01705444120
01705444117

হজ্ব পরবর্তী ওমরাহ'র ২য় কাফেলার মক্কা যিয়ারাহ আজ সম্পন্ন হয়েছে।  আলহামদুলিল্লাহ! ১৪ আগস্ট বিমান বাংলাদেশে আগত লতিফ ট্রাভ...
17/08/2023

হজ্ব পরবর্তী ওমরাহ'র ২য় কাফেলার মক্কা যিয়ারাহ আজ সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ!
১৪ আগস্ট বিমান বাংলাদেশে আগত লতিফ ট্রাভেলস ওমরাহ কাফেলার ২য় গ্রুপকে আজ মক্কা মুকাররমাহ'র দর্শনীয় স্থান যিয়ারাহ করানো হয়েছে।

তারিখ : ১৭ আগস্ট ২০২৩ ইংরেজি।

যেকোনো গন্তব্যের টিকেট ভাড়া জানুন 📲 wa.me/8801712687871🛫লন্ডন - 🛬সিলেট🛫 - লন্ডন🛬 🛫নিউইয়র্ক - 🛬ঢাকা🛫 - নিউইয়র্ক🛬 🛫ডেট্রয়ে...
15/08/2023

যেকোনো গন্তব্যের টিকেট ভাড়া জানুন
📲 wa.me/8801712687871

🛫লন্ডন - 🛬সিলেট🛫 - লন্ডন🛬
🛫নিউইয়র্ক - 🛬ঢাকা🛫 - নিউইয়র্ক🛬
🛫ডেট্রয়েট - 🛬ঢাকা🛫 - ডেট্রয়েট 🛬
🛫টরোন্টো - 🛬ঢাকা🛫 - টরোন্টো🛬
🛫মন্ট্রিল - 🛬ঢাকা🛫 - মন্ট্রিল🛬
🛫প্যারিস - 🛬ঢাকা🛫 - প্যারিস🛬
🛫বার্সলোনা - 🛬ঢাকা🛫 - বার্সেলোনা🛬
🛫দুবাই - 🛬সিলেট🛫 - দুবাই🛬
🛫কাতার - 🛬সিলেট🛫 - কাতার🛬
🛫মস্কোট - 🛬সিলেট🛫 - মস্কোট🛬
আরও অন্যান্য গন্তব্যের টিকেট করুন হোয়াটসঅ্যাপে কল করে।

আমাদের মাঝে একটি ভুল ধারনা কাজ করে, যে প্রবাস থেকে টিকেট নিলে দামে সস্তায় পাওয়া যায়। অনলাইনের মাধ্যমে সকল দেশ থেকে একই মূল্য প্রদর্শিত হবে। তবে নির্দিষ্ট দেশের জন্য নির্দিষ্ট এয়ারলাইন্সের অফার মাঝে মধ্যে চালু থাকে।
যেহেতু ফোন কলে যোগাযোগ ব্যাবস্থা খুবই সহজ তাই যাচাই করতে পারেন টিকেটের মূল্য। অনেকেই রিটার্ন টিকেট নিয়ে দেশে আসলে তারিখ পরিবর্তন করতে চাইলে বিড়ম্বনা পড়ে যান। যেমন,অনেক এয়ারলাইন্সের অফিস সিলেটে না থাকায় ঢাকায় যেতে হয়, তারিখ পরিবর্তন করতে ব্যয় হয় অত্যাধিক অর্থ।
সুবিধা সমূহঃ
আমাদের মাধ্যমে টিকিট ক্রয় করলে তা পরিবর্তন করতে তেমন ঝামেলা পোহাতে হবে না, অতিরিক্ত খরচ লাগবে না।
টিকিট কিভাবে পাবেনঃ
বর্তমান তথ্য প্রযুক্তির যুগে মূল টিকেট বলে কোনো টিকেট নেই, অর্থাৎ সকল এয়ারলাইন্স আপনাকে দিচ্ছে ই-টিকেট সুবিধা । বিমানবন্দরে আপনার মোবাইলে রাখা টিকেট দেখালেই পেয়ে যাবেন বডিং। তাই সহজে আপনি ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপে নিতে পারেন আপনার এয়ার টিকেট।
পেমেন্ট করবেন কিভাবেঃ
উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে টাকা পাঠাতে পারেন বিশ্বের যেকোনো দেশ থেকে মূহুর্তের মধ্যে। আমাদের অনলাইন ব্যবসায়ীক ব্যাংকে টাকা পাঠাতে পারেন।
আপনাদের কষ্টার্জিত অর্থ, দেশের অর্থনৈতিক চাকাকে করেছে সমৃদ্ধ। রেমিট্যান্স যোদ্ধারা দেশের উন্নয়নে অগ্র সৈনিক।

Address

Roseview Complex , Shahjalal Uposohor
Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801705444120

Alerts

Be the first to know and let us send you an email when Latif Travels Hajj Umrah service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Latif Travels Hajj Umrah service:

Videos

Share

Nearby travel agencies