AFIF Travels & Tourisum

AFIF Travels & Tourisum Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AFIF Travels & Tourisum, Travel Agency, 5th Floor, Millennium Shopping Center, Zinda Bazar, Sylhet.
(4)

A reputable Company that offers a wide range of services to meet all your travel needs.
✅Our Services..

✈️বেস্ট ফেয়ারে এয়ার টিকেট।
➡️টুরিস্ট ভিসা প্যাকেজ।
➡️ইন্ডিয়ান ভিসা সাপোর্ট।
➡️পাসপোর্ট সার্ভিস।
➡️ভিসা ডকুমেন্ট সার্ভিস।
📞 01303143038

 #রোমানিয়া  🇷🇴🇷🇴ব্যস্তার কারণে অনেকদিন নতুন কোন আর্টিকেল লিখি না। হাতে একটু সময় পেয়েছি তাই ভাবলাম ইউরোপের দেশ রোমানিয়া স...
09/12/2024

#রোমানিয়া 🇷🇴🇷🇴

ব্যস্তার কারণে অনেকদিন নতুন কোন আর্টিকেল লিখি না। হাতে একটু সময় পেয়েছি তাই ভাবলাম ইউরোপের দেশ রোমানিয়া সম্পর্কে একটা আর্টিকেল লিখি। রোমানিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। দেশটির আয়তন ৯২,০০০ বর্গ মাইল। এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে ইউক্রেন, হাঙ্গেরি, মালদোভা, সার্বিয়া, বুলগেরিয়া। রোমানিয়ার জনসংখ্যার প্রায় ১৯ মিলিয়ন।
১ রোমানিয়ান লিউ = ২৫. ৩০ বাংলাদেশী টাকা।

উচ্চশিক্ষা:
রোমানিয়া দেশটি আমাদের দেশের শিক্ষার্থীদের কাছে খুব একটা পরিচিত না। দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যাও সীমিত। রোমানিয়ার শিক্ষা ব্যবস্থা তুলনামূলক ভালো। দেশটিতে বেশ কিছু ভালো মানের বিশ্ববিদ্যালয় আছে। যেগুলোতে আপনি কম খরচে সাইন্স, কমার্স, আর্টস এর নানান বিষয়ে ভর্তি হতে পারবেন।

টিউশন ফি:
ভার্সিটি, কোর্স ভেদে টিউশন ফি কম বেশি হতে পারে। তবে সাধারণত প্টিউশন ফি ২০০০ - ৫০০০ ইউরো (প্রতি বছর) হয়ে থাকো।

স্কলারশিপ:
প্রতি বছর রোমানিয়ান সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যাবস্থা করে থাকে। যার ফল প্রকাশ হয়। ব্যাচেলরে, মাস্টার্স এবং পিএইচডি লেভেলের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
সুযোগ-সুবিধা:
- টিউশন ফি বহন করতে হবে না।
- থাকা, খাওয়ার খরচ রোমানিয়ান সরকার বহন করবে।
- ব্যাচেলরের একজন শিক্ষার্থী ৬৫, মাস্টার্স ৭৫ এবং পিএইচডি লেভেলের শিক্ষার্থী মাসে ৮৫ ইউরো পেয়ে থাকে।
আববেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১। আবেদন ফর্ম
২। যে ভার্সিটিতে পড়তে আগ্রহী সেই ভার্সিটির আবেদন ফর্ম
৩। সকল একাডেমিক সার্টিফিকেট এবং নম্বর পএ
৪। জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট
৫। পাসপোর্ট
৬। মেডিকেল সার্টিফিকেট
৭। সিভি (euro-pass)
৮। দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
বিস্তারিত: https://www.mae.ro/en/node/10251

পার্ট-টাইম জব:
রোমানিয়াতে বিদেশি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি কাজ করার সুযোগ রয়েছে। বেশিরভাগ কাজ গুলো সাধারণত কল সেন্টার, আইটি, বার, রেস্টুরেন্ট, ইংলিশ টিচিং সেটারে হয়ে থাকে। একজন বিদেশি শিক্ষার্থী দিতে চার ঘণ্টা কাজ করতে পারবে। এর বেশি কাজ করলো চাইলে আলাদা ভাবে ওয়ার্ক পারমিট নিতে হবে। জুলাই মাসে।

লিভিং কষ্ট:
রোমানিয়াতে লিভিং কস্ট অন্য অনেক ইউরোপীয় দেশের তুলনায় অনেক কম। মাস আপনি ১৮৫ - ৩৫০ ডলারে চালিয়ে নিতে পারবেন।

ভার্সিটি:
- Bucharest University of Economic Studies (World Ranking: 601)
- AlexandrubLoan Cuza University of Lasi (World Ranking: 1001)
- Babes-Bolyai University (World Ranking: 1001)
- University of Bucarest
- West University of Timisoara
এছাড়াও আরো অনেক ভার্সিটি রয়েছে। উল্লেখিত ভার্সিটি গুলো ভালো মানের।

* বাংলাদেশে রোমানিয়ার কোন এমবাসি নেই। তাই স্কলারশিপ, ভিসার কাজের জন্য ভারত (দিল্লী) যেতে হবে।

* লেখাপড়া শেষ করে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। একটানা পাঁচ বছর থাকার পর PR এর জন্য আবেদন করতে পারবেন। রোমানিয়াতে অন্য সেক্টর গুলোর তুলনায় IT সেক্টরের জব বেশি।

* IELTS/TOEFL, যদি ভার্সিটিতে চায় তাহলে লাগবে। আপনি ভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট চেক করলে পেয়ে যাবেন আপনার পছন্দের কোর্সে ভর্তি হতে IELTS/TOEFL লাগবে কি না।

কোন দেশে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে ইত্যাদি বিষয় জানতে আমার AFIF Travels & Tourisum ফলো করতে পারেন।

#রোমানিয়া

শেয়ার দিয়ে রেখে দিতে পারেন! সবার কাজে আসবে আশা করি! ধন্যবাদ! ©️ AFIF Travels & Tourisum
08/12/2024

শেয়ার দিয়ে রেখে দিতে পারেন! সবার কাজে আসবে আশা করি! ধন্যবাদ!
©️ AFIF Travels & Tourisum

 #ইউকে 🇬🇧 "সেলফ স্পনসরশিপ" পদ্ধতিতে স্থায়ী রেসিডেন্ট স্ট্যাটাস পাওয়ার সহজ উপায়আপনি যদি কাজ বা স্টাডি ভিসার প্রয়োজন ছ...
08/12/2024

#ইউকে 🇬🇧 "সেলফ স্পনসরশিপ" পদ্ধতিতে স্থায়ী রেসিডেন্ট স্ট্যাটাস পাওয়ার সহজ উপায়

আপনি যদি কাজ বা স্টাডি ভিসার প্রয়োজন ছাড়াই ইউকে তে স্থায়ীভাবে বসবাস করতে চান, তবে সেলফ স্পনসরশিপ রুট হতে পারে একটি চমৎকার সমাধান। এই পদ্ধতিতে আপনাকে ইউকে তে কাজের অফার বা স্পনসর খুঁজতে হবে না। বরং আপনি নিজেই নিজের ব্যবসার মাধ্যমে স্পনসর হতে পারবেন। চলুন প্রক্রিয়াটি বিস্তারিত জেনে নেই।

ইউকে সেলফ স্পনসরশিপ রুট:

এই পদ্ধতি মূলত তাদের জন্য যারা ইউকে তে ব্যবসা শুরু করতে বা একটি বিদ্যমান ব্যবসা কিনতে চান।

এই পদ্ধতির সুবিধাসমূহ:

1. আপনি নিজেই আপনার স্পনসর।

2. আপনার ব্যবসা পরিচালনার পূর্ণ স্বাধীনতা থাকবে।

3. আপনার পরিবার (জীবনসঙ্গী ও সন্তান) ইউকে তে নিয়ে যেতে পারবেন।

4. ৫ বছর পর স্থায়ী রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন।

কিভাবে কাজ করে:

1. প্রথমে ইউকে তে একটি নতুন ব্যবসা শুরু করুন বা একটি বিদ্যমান ব্যবসা কিনুন।

2. এরপর আপনার ব্যবসার জন্য হোম অফিস থেকে স্পনসর লাইসেন্সের জন্য আবেদন করুন।

3. যখন লাইসেন্স অনুমোদিত হবে, তখন আপনি Certificate of Sponsorship (COS) ইস্যু করতে পারবেন।

4. COS এর মাধ্যমে আপনি Skilled Worker Visa এর জন্য আবেদন করবেন।

IELTS এর মাধ্যমে ইংরেজি দক্ষতার প্রমাণ দিতে হবে।

খরচ:

কোনো নির্দিষ্ট পরিমাণ নির্ধারিত নেই, তবে একটি টেকসই ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় তহবিল থাকতে হবে।

ব্যবসার ধরন:

যেকোনো বৈধ ব্যবসা শুরু করতে পারেন, যেমন:

🔵কফি শপ

🔵রেস্টুরেন্ট

🔵রিটেইল শপ

🔵কনসালটেন্সি

🔵টেকনোলজি বিজনেস

সতর্কতা:
ব্যবসা শুরু করার আগে ইউকের আইন এবং প্রতিযোগিতার বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিন।

শুভকামনা!
Follow Our AFIF Travels & Tourisum

#লন্ডন

30/11/2024

ইমিগ্রেশন অফিসার ঘুষ খাওয়ার জন্য অফলোড করে দেয় এটা পুরোপুরি সত্য না।
ইমিগ্রেশন অফিসারের মর্জির উপর ক্লিয়ারেন্স ডিপেন্ড করে এটাও ভুল।
আমরা অনেক সময় মনে করি ইমিগ্রেশন অফিসারের মন ভালো নাই তাই অফলোড করে দিছে।

আপনি কোন দেশ ভিজিট করতে যাওয়ার সময় সঠিক ডকুমেন্টস সাথে রাখেন। অফিসারের বাবার ক্ষমতা নাই আপনাকে ডিপোর্ট করবে।

🔵ভ্যালিড ভিসা
🔵রিটার্ন টিকিট
🔵হোটেল বুকিং
🔵পর্যাপ্ত ডলার
🔵ডলার এন্ড্রস
🔵নিজের ব্যাংক স্টেটমেন্ট
🔵টিন সার্টিফিকেট (যদি থাকে)
🔵এন ও সি / ট্রেড লাইসেন্স
🔵এন আই ডি
🔵ভিজিটিং কার্ড

উপরোক্ত সব কিছু থাকার পরেও যদি অফিসার তারেনারে করে সরাসরি এয়ারপোর্ট মেজিস্ট্রেট এর কাছে চলে যান। সিভিল অ্যাভিয়েশন অফিসেও যোগাযোগ করতে পারেন। ইমিগ্রেশন এস পি'র সাথেও যোগাযোগ করতে পারেন।

মনে রাখবেন আপনাকে অনৈতিকভাবে অফলোড করলে সেই অফিসারেরও জবাবদিহিতা থাকবে।

29/11/2024

সিলেটসহ দেশের যে কোন জায়গা থেকে বিমানের (ডমেস্টিক ও ইন্টারন্যাশনাল) টিকেট বুক করুন সবচেয়ে কম দামে। বুকিং এর জন্য বিজনেস হোয়াটসঅ্যাপে কল/মেসেজ করুন।

📞 01303-143038 (WhatsApp)

ফেইসবুক পেইজ লিংক: https://www.facebook.com/afiftravels

Address:
AFIF TRAVELS
5th Floor, Millennium Shopping Center
Zinda Bazar, Sylhet,-3100
DSS & TLN-121004 & 123004225.

Shout out to my newest followers! Excited to have you onboard! Mohammad A Suman, Zinia Ashraf, M Mhmudul Al-Hoque, Nirmo...
23/11/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Mohammad A Suman, Zinia Ashraf, M Mhmudul Al-Hoque, Nirmol Chandra Roy, AhmEd TarEk, Sumon Ahmed S, Belal Ahmed Raju, Tareq Rahman, Mahabub Hasan, Deloar Hossain, Monir Ul Islam, Saboz Ahmed Joy, Mohsin Shardar, Fuad Uddin, Jilani Jaman, Kazi Mohammad Hossain, Rayan Rahman, Nusrat Jahan Mahi, Abu Tahiah, Muhammed Abdullah, Mohabbat Al-Mehbub, উম্মে সৈয়দা আরেফা, Ria Akter, আমি প্রবাসী, Abu Yousuf Secil, Shahan Ahmed, Layek Ahmed, Shah Alam, Kolkata India, Samiul Siam, Abul Bashar, শিবচরের সোহেল মাহিয়া, Nur A Alom, Md Aoyall, Nazim Uddin Rafel, MD Arif, Md Nazrul Islam Jamal, MD Ibrahim, Sadequr Rahman, Alamin Affan

মালদ্বীপ ভ্রমণকারীদরে জন্য জরুরি নির্দেশনা-আগামী ২৭ নভেম্বর ২০২৪ হতে জনপ্রতি 40 USD বা ৪৮০০ টাকার অতিরিক্ত এয়ারপোর্ট ট্য...
23/11/2024

মালদ্বীপ ভ্রমণকারীদরে জন্য জরুরি নির্দেশনা-

আগামী ২৭ নভেম্বর ২০২৪ হতে জনপ্রতি 40 USD বা ৪৮০০ টাকার অতিরিক্ত এয়ারপোর্ট ট্যাক্স নির্ধারণ করা হয়েছে।

তাই উক্ত অতিরিক্ত ফি এড়াতে উক্ত তারিখের পূর্বেই মালদ্বীপ এবং ভ্রমণ সম্পন্ন করুন।

ধন্যবাদ।

🎉 Facebook recognized me as a top rising creator this week!
18/11/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!

৫ ই আগষ্ট এর পরে দেশের অনেক প্রতিষ্ঠানে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তবে এয়ারপোর্টে ইমিগ্রেশনে আমূল পরিবর্তন হয়েছে যা চোখে...
17/11/2024

৫ ই আগষ্ট এর পরে দেশের অনেক প্রতিষ্ঠানে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তবে এয়ারপোর্টে ইমিগ্রেশনে আমূল পরিবর্তন হয়েছে যা চোখে পরার মত।

আপনি যদি নতুন ট্রাভেলার হোন, যদি শ্রীলঙ্কা - নেপালের মত দেশেও যান। আপনি নিশ্চিত থাকেন যে ইমিগ্রেশনের কাছে আপনি যথেষ্ট প্রশ্নের মুখোমুখি হবেন।

কারণ?
আপনার রিটার্ন টিকিট?
হোটেল বুকিং?
প্রফেশন ডকুমেন্টস?
ব্যাংক স্টেটমেন্ট?
ইত্যাদি সাথে রাখুন।

সম্ভব হলে একটা ট্রাভেল আইটেনারি প্রিন্ট করে নিন।

ঠান্ডা মাথায় ইমিগ্রেশন অফিসার কে হ্যান্ডেল করুন।
ভদ্রতার সাথে তাদের প্রশ্নের জবাব দিন।

©️ AFIF Travels ✈

পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার শীর্ষ পর্যটন কেন্দ্রসমূহ:*দার্জিলিং জেলা*- দার্জিলিং (হিমালয় দৃশ্য, টয় ট্রেন, চা বাগান)- কু...
15/11/2024

পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার শীর্ষ পর্যটন কেন্দ্রসমূহ:

*দার্জিলিং জেলা*
- দার্জিলিং (হিমালয় দৃশ্য, টয় ট্রেন, চা বাগান)
- কুরসিওং (হিল স্টেশন, অর্কিড)
- মিরিক (হিল স্টেশন, হ্রদ)
- ঘুম (উচ্চতম রেলওয়ে স্টেশন)
-রক গার্ডেন
- বাতাসিয়া লুপ
- লাভারস্ ভিউ পয়েন্ট
- টাইগার হিল
-চিড়িয়াখানা

*কালিম্পং জেলা*
- পেডং (দৃশ্যমান দৃশ্য)
- কালিম্পং (হিল স্টেশন, বৌদ্ধ আশ্রম)

*জলপাইগুড়ি জেলা*
- গোরুমারা জাতীয় উদ্যান (বন্যজীবন)
- চাপ্রামারী বন্যপ্রাণী অভয়ারণ্য (হাতি)
- লাটাগুড়ি (জঙ্গলে)
- মূর্তি (নদী)
- ডুয়ার্স (চা বাগান)
- জটিলেশ্বর (মন্দির)
-বাবা জল্পেশ ধাম(তীর্থস্থান)

*শিলিগুড়ি (মহানগর)*
-সালুগড় আশ্রম
-বেঙ্গল সাফারি পার্ক
-দার্জিলিং হিমালয় রেলওয়ে
-ইসকন মন্দির
-মধুবন পার্ক
-উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র
-সিপাহী ধুরা চা বাগান

*আলিপুরদুয়ার জেলা*
- জলদপাড়া জাতীয় উদ্যান (বন্যজীবন)
- বাক্সা টাইগার রিজার্ভ (বাঘ)
- জয়ন্তী (পাহাড়, গুহা)
- মাদারিহাট (জংগল)

*কোচবিহার জেলা*
- কোচ বিহার প্যালেস (রাজকীয় প্যালেস)
- রাসিক বিল পাখি অভয়ারণ্য (পাখি)
- মদন মোহন মন্দির (হিন্দু মন্দির)
- রাস মেলা (উৎসব)
-রাজবাড়ি(প্রাচীন দর্শনীয় স্থান)

*উত্তর দিনাজপুর জেলা*
- কুলিক পাখি অভয়ারণ্য (পাখি)
-কর্ণজোড়া সংগ্রহশালা ও পার্ক(দৃশ্য)
-কুনোর(কাদামাটি ও পোড়া মাটির জিনিস)
-সাপ নিকলা ফরেস্ট

*দক্ষিণ দিনাজপুর জেলা*
- বালুরঘাট (ঐতিহাসিক স্থান)
- বানোগ্রা (স্থাপত্য সাইট)
-বানগড়(ঐতিহাসিক স্থান)
- লালদীঘি পার্ক

*মালদা জেলা*
- গৌর বা গৌড় (ঐতিহাসিক সাইট)
- পান্ডুয়া (ঐতিহাসিক স্থান)
- আদিনা মসজিদ (সুলতান সিকান্দার শাহ নির্মাতা)
- ফিরোজ মিনার (স্মৃতিস্তম্ভ)
-পান্ডুয়া (ঐতিহাসিক স্থান)
-জগজীবনপুর বৌদ্ধবিহার ( পাল আমলের)
-দাখিল দরওয়াজা(ঐতিহাসিক স্থাপত্য)
-লুকোচুরি দরওয়াজা(স্থাপত্য)
-চিকা মসজিদ( সুলতান ইউসুফ শাহ নির্মাতা)
-রামকেলি মন্দির(চৈতন্য মহাপ্রভু এসেছিলেন)
-বারোদুয়ারি মসজিদ(বৃহত্তম স্মৃতিস্তম্ভ)
-একলাখী সমাধিসৌধ(সমাধিসৌধ)
-চাঁচল(রাজবাড়ী)
-

* মুর্শিদাবাদ জেলা *
- হাজারদুয়ারি প্যালেস (রাজকীয় প্যালেস)
- ইমামবাড়া (মসজিদ)
- কাতরা মসজিদ (মসজিদ)
- খোশবাগ (পার্ক)
- কর্ণসুবর্ণা ( বৌদ্ধ আশ্রম)
- ফারাক্কা ব্যারেজ ( বাঁধ)
-কিরিটেশ্বরী মন্দির
-জগবন্ধু ধাম
-রামনগর
-ফরিদপুরে ফরিদ শাহ্ সমাধি
-মীর মদনের সমাধি
-বাবলা গ্রাম ভাষা আন্দোলনের শহীদ বরকতের জন্মস্থান

*বীরভূম জেলা*
- শান্তিনিকেতন (বিশ্ব-ভারত বিশ্ববিদ্যালয়)
- Tarapith (temple)
- কেন্দুলি ( কবি জয়দেবের জন্মস্থান, বিতর্কিত)
- নানুর ( কবি চন্ডীদাসের জন্মস্থান )
- বক্রেশ্বর ( উষ্ণ বসন্ত)
-তারাপিঠ(মন্দির)
-একচক্রা(নিতাই ধাম
- পাথরচপুরী " দাতা বাবার মাজার"
- মামা -ভাগ্নে পাহাড়
- নলাটেশ্বরী মন্দির।

* বর্ধমান জেলা *
- বর্ধমান (মহল, কৃষ্ণ সায়ের)
- কাটোয়া (ঐতিহাসিক স্থান)
- Churulia (birthplace of poet Kazi Nazrul Islam)
-কার্জন গেট (দৃশ্য)
-গোলাপবাগ ও দার-উল-বাহার
-খ্রিস্ট চার্চ
-বর্ধমান ১০৮ শিব মন্দির(প্রাচীন মন্দির)
-সর্বমঙ্গলা মন্দির(প্রাচীন মন্দির)
-চুপির চর(পাখীরালয়)
-সাত দেউল(জৈন মন্দির)

* হুগলি জেলা*
- কামারপুকুর (রামকৃষ্ণের জন্মস্থান)
- তারকেশ্বর (মন্দির)
- ব্যান্ডেল (গির্জা)
- হুগলি (ইমামবাড়া)
- চন্দননগর (ফরাসি কলোনি)
- শ্রীরামপুর (মন্দির)
-ব্যান্ডেল- লাহিড়ী বাবার মন্দির, শরৎচন্দ্রের ভিটে,
-সোমরাবাজার- সবুজ দ্বীপ ইকোপার্ক, আনন্দময়ী মন্দির, করুণাময়ী মন্দির,
-গুপ্তিপাড়া- বিশ্বের প্রথম বারোয়ারী বিন্দুবাসিনী তলা, ঐতিহ্যময়ী রথ সাথে জগন্নাথ মন্দির,
-ত্রিবেণী- ডাকাত কালীবাড়ি, ঝাউতলা কালীবাড়ি, ত্রিবেণী মহাশ্মশান, গাজীর দরগা,
-বাঁশবেড়িয়া- হংসেশ্বরী মন্দির,
-খন্ন্যান- ইটাচুনা রাজবাড়ী
-বনমালীপুর- ব্রহ্মদত্যধাম বনমালীপুর মন্দির
-ফুরফুরা শরীফ

*পুরুলিয়া জেলা*
- অযোধ্যা পাহাড় (দৃশ্য দৃশ্য)
-সাহেব বাঁধ (অপূর্ব দৃশ্য)
-ছৌ নৃত্য (আখড়া)
-বান্দার দেউল (দৃশ্য পট)
-গড় পঞ্চকোট(প্রাচীন মন্দির)
-জয়চণ্ডী(পাহাড়ী দৃশ্য)

*বাঁকুড়া জেলা*
- বিষ্ণুপুর (টেরাকোটা ও মন্দির)
- মুকুটমণিপুর (লেক)
- শুশুনিয়া (পাহাড়)
- জয়রামাবাটি (সারদা দেবীর জন্মস্থান)
- বাহুলারা (মন্দির)
-পাঁচমুড়া(ত্রিধারা মন্দির ও মাটির হাতি, ঘোড়া)
-রানীবাঁধ ও ঝিলিমিলি জঙ্গল (অপূর্ব দৃশ্য)
-শুশুনিয়া (অপূর্ব দৃশ্য)
-তেজপালে গৌর-নিতাই মন্দির(প্রাচীন মন্দির)
-অযোধ্যা গ্রামের রাসমঞ্চ(প্রাচীন মন্দির)
-ছাতনা(চণ্ডীদাসের জন্মভূমি ও বাসুলী মন্দির)
-বিকনা(ডোকরা শিল্প)
-মশক(পাহাড়)
-বিহারীনাথ(বাঁকুড়ার উচ্চতম পাহাড়)
-সোনামুখী(রেশম শিল্প)
-জয়পুর(অরণ্য)
-সুতান(অরণ্য ও পাহাড়ী দৃশ্য)
-গাংদুয়া ড্যাম
-এক্তেশ্বর ও ষাঁড়েস্বর মন্দির
-কোড়ো পাহাড়

*পূর্ব মেদিনীপুর জেলা*
-মন্দারমণি (সৈকত)
- দীঘা (সৈকত)
- Tajpur (beach)
- Tamluk (temple)
- মহিষাদল (মহল)
- নন্দকুমার (ঐতিহাসিক স্থান)
- শঙ্করপুর (সৈকত)
- তাম্রলিপ্ত (ঐতিহাসিক স্থান)

*হাওড়া জেলা*
- বেলুড় মঠ (মঠ)
- শিবপুর ( বোটানিক্যাল গার্ডেন )
- হাওড়া ব্রিজ (সেতু)
- গাদিয়ারা (সৈকত)
- পানিত্রাস (সৈকত)
-গড়চুমুক হরিণ প্রকল্প (৫৮ গেট)

*কলকাতা জেলা*
- ভিক্টোরিয়া মেমোরিয়াল (স্মৃতিস্তম্ভ)
- ইন্ডিয়ান মিউজিয়াম (মিউজিয়াম)
- জাতীয় লাইব্রেরী (পাঠাগার)
- বিরলা প্লানেটেরিয়াম (গ্রহে)
- সায়েন্স সিটি (বিজ্ঞান জাদুঘর)
- কলকাতা চিড়িয়াখানা (চিড়িয়াখানা)
- ইডেন গার্ডেন (স্টেডিয়াম)
- Kalighat Temple (temple)
- বিরলা মন্দির (মন্দির)
- Rabindra Sarobar (lake)
- নিকো পার্ক (বিনোদন পার্ক)

*ঝাড়গ্রাম জেলা*
-বেলপাহাড়ী(বনাঞ্চল)
-লালজলগুহা(দৃশ্যপট)
-ঝাড়গ্রাম রাজবাড়ি (শতাব্দী প্রাচীন)
-ডিয়ার পার্ক (দৃশ্য)
-কানাইসর পাহাড় ও মেলা

*পশ্চিম মেদিনীপুর জেলা*
-পটচিত্র গ্রাম(পিংলা থানার নয়া গ্রাম)
-চিল্কিগড়(লেক)
-গুড়্গুড়িপাল হেরিটেজ পার্ক(দৃশ্য)
-হাতিবাড়ি অরণ্য ও পাখিরালয়(দৃশ্য)
-গনগনি,গড়বেতার নিকটে (ভৌগলিক দৃশ্য)
-প্রয়াগ ফিল্ম নগরী (দৃশ্য)
-মোঘলমারি(দৃশ্য)
-বীরসিংহ

*নদিয়া জেলা*
-নবদ্বীপ(চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি)
-মায়াপুর(ইস্কন মন্দির)
-ফুলিয়া গ্রাম(কবি কৃত্তিবাস ওঝার জন্মভূমি)
-কৃষ্ণনগর(মাটির পুতুল)
-পলাশী(ঐতিহাসিক স্থান)
-শান্তি পুর (তাঁত শিল্প)
-কৃষ্ণ নগর রাজবাড়ী (রাজা কৃষ্ণচন্দ্র)
-বেথুয়াডহরী(অভয়ারণ্য)
-বল্লাল ঢিপি (রাজা বল্লাল সেন)
-শান্তিপুর

*দক্ষিণ চব্বিশ পরগনা জেলা*
-গঙ্গা সাগর (কপিলমুনি আশ্রম)
-সুন্দরবন(ম্যানগ্রোভ বনভূমি)
-চিন্তামণি কর পাখিরালয়
-বকখালি
-ফ্রেজার গঞ্জ
-সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য
-হেনরি দ্বীপ
-হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য
-নরেন্দ্রপুর বন্যপ্রাণ অভয়ারণ্য

*উত্তর ২৪ পরগণা জেলা*
-দক্ষিণেশ্বর মন্দির
-ধান্যকুড়িয়া
-টাকি
-টাকি রাজবাড়ি
-রাজবাড়ি দুর্গাদালান
-মিনি সুন্দরবন
-রায়চৌধুরী জমিদার বাড়ি
-জোড়া শিব মন্দির
কুলেশ্বরী কালিবাড়ি
-ইকোপার্ক
-ইছামতী নদীতে নৌকা বিহার
-অন্নপূর্ণা মন্দির
-গান্ধী ঘাট
-মঙ্গল পাণ্ডে পার্ক
-বিভূতিভূষণ অভয়ারণ্য
-গোবরডাঙ্গা
-প্রসন্নময়ী কালী মন্দির
-গোবরডাঙ্গা রাজবাড়ি
-বাওর

Note :- copy

-আপনার কাছে থাকা নতুন তথ্য কমেন্টে যুক্ত করুন।

©️ AFIF Travels & Tourisum

কাজের জন্য বিদেশ যাওয়ার পূর্বের প্রস্তুতি ও করণীয়:০১। বৈধভাবে বিদেশ যাবার জন্য সিদ্ধান্ত নিন এবং পাসপোর্ট করুন।০২। প্রথম...
14/11/2024

কাজের জন্য বিদেশ যাওয়ার পূর্বের প্রস্তুতি ও করণীয়:

০১। বৈধভাবে বিদেশ যাবার জন্য সিদ্ধান্ত নিন এবং পাসপোর্ট করুন।
০২। প্রথমে লাভ ক্ষতি হিসাব করুন তারপর বিদেশ গমনের ব্যাপারে সিদ্ধান্ত নিন
০৩। পাসপোর্ট পাবার পর আপনার নিজ জেলার জোন DEMO তে গিয়ে নিবন্ধন করুন।
০৪। গন্তব্য দেশের ভাষার প্রশিক্ষণ নিন। সারাদেশে ৪০টি টিটিসিতে মন্ত্রণালয়ের আওতাধীন বিএমইটি ভাষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
০৫। পছন্দ ও দক্ষতা অনুযায়ী কাজের প্রশিক্ষণ গ্রহণ করুন। বর্তমানে ৬৪টি টিটিসি এবং ৬টি আইএমটিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
০৬। সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি‘র মাধ্যমে গমন করুন।
০৭। ভালোমত পড়ে ও বুঝে চুক্তিপত্র স্বাক্ষর করুন।টিভিসি-১
০৮। বিদেশ যাওয়ার পূর্বে সমস্ত কাগজপত্রের ৩ সেট ফটোকপি করুন।
০৯। বিএমইটির স্মার্ট কার্ড গ্রহণ করুন।টিভিসি-২
১০। বিদেশ যাওয়ার পূর্বে ব্যাংক হিসাব খুলু্ন। (TVC)
১১। বিদেশ যাওয়ার পূর্বে ৩ দিনের প্রাক বর্হিগমন প্রশিক্ষণে অংশ নিন। (TVC)
১২। সংশ্লিষ্ট ডিইএমও অফিসে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ নিন। (TVC)
১৩। অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করুন।
১৪। প্রবাসীদের সহযোগিতা ও সামগ্রিক কল্যাণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সাহায্য নিন।

AFIF Travels & Tourisum

#প্রবাসী

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেমিট্যান্স যোদ্ধাদের জন্য চালু হলো " প্রবাসী লাউঞ্জ"
12/11/2024

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেমিট্যান্স যোদ্ধাদের জন্য চালু হলো " প্রবাসী লাউঞ্জ"

শেয়ার করে অন্যকে জানার এবং বুঝার সুযোগ করে দিন। যেই দেশ গুলো ভিজিট করলে খুব সহজে ইউরোপ এর ভিসা পাওয়া যায়:অনেকেই জিজ্ঞা...
10/11/2024

শেয়ার করে অন্যকে জানার এবং বুঝার সুযোগ করে দিন। যেই দেশ গুলো ভিজিট করলে খুব সহজে ইউরোপ এর ভিসা পাওয়া যায়:
অনেকেই জিজ্ঞাসা করেন কোন কোন দেশ ভিজিট করা ভালো? অথবা কোন দেশের পর কোন দেশ ভিজিট করবো? তাই আমি তালিকা দিয়ে দিলাম এই সিরিয়ালটা জানা জরুরি কারন আপনি যদি নেপাল বা থাইল্যান্ড ঘুরে ৩য় দেশ হিসাবে মরক্কোর বা তুরুস্ক এপ্লাই করেন ৯০% সম্ভাবনা রিজেক্ট খাওয়ার, তাই ভ্রমণের ক্ষেত্রে এই রুটগুলো ফলো করুন 👇
🇲🇷 প্রথম দেশ হিসাবে 🇲🇷 মালদ্বীপ ভিজিট করতে পারেন। যা ভিসা ফ্রি - আগাম কোনো ভিসা নেওয়ার দরকার নেই।
মালদ্বীপ নিল পানির ও অসাধারণ ISLAND এর জন্য খুবই জনপ্রিয়
🇳🇵২য় দেশ হিসেবে নেপাল 🇳🇵ভ্রমণ করতে পারেন। রাউন্ড ট্রিপ টিকেট কেটে এয়ারপোর্টে গেলেই নিতে পারবেন on Arraival Visa, নেপালে আছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট 🏔️
🇹🇭 ৩য় দেশ হিসেবে থাইল্যান্ড 🇹🇭 খুবই জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন। খুব সহজেই থাইল্যান্ড এর টুরিস্ট স্টিকার/ই-ভিসা নিতে পারবেন। (এখন একটু সময় নিচ্ছে)
🇪🇬 ৪র্থ নম্বর দেশ হিসেবে মিশর 🇪🇬 যেতে পারেন, পৃথিবীর ৭টি আশ্চর্যের মধ্যে উন্নতম মিশরের পিরামিড, ফেরাউন এর মমি ও প্রাচিন মিশরিও সভ্যতার জন্য সারাবছর টুরিস্ট এর ভিড় থাকে। বাংলাদেশ থেকে টুরিস্ট স্টিকার ভিসা পেয়ে যাবেন।
🇲🇦 ৫ম দেশ হিসাবে মরক্কো 🇲🇦 তে এপ্লাই করলে ইনশাআল্লাহ ভিসা পাবেন, মরোক্কো আফ্রিকার শেষ প্রান্তে স্পেনের সীমান্তের পাশে অবস্থিত, সারা পৃথিবী থেকে ভ্রমণের জন্য মানুষ সেখানে যায়।
🇹🇷 ৬নং দেশ হিসেবে তুরস্ক 🇹🇷 এপ্লাই করলে আশা করা যায় ইনশাআল্লাহ এপ্রুভ হবে। তুরস্কের ব্যাপারে বলার কিছুই নেই। এমন একটি দেশ যেটার এক অংশ ইউরোপে অন্য অংশ এশিয়াতে অবস্থিত, ইউরোপিয়ান মানুষের কাছে খুবই জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন।
🟢 একদেশ থেকে অন্য দেশ ভ্রমনের মাঝে মিনিমাম একটা গ্যাপ রাখবেন
🟢 একজন আদর্শ টুরিস্ট এই দেশ গুলো অবশ্যই ভ্রমন করবে
পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন তাকে সেইভাবেই মূল্যায়ন করবেন, যখন সে এপ্লাই করবে 😊 উক্ত ভিসাগুলো করতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে যেগুলো দিয়ে নিজে নিজেই ভিসা করে নিতে পারবেন তা আমার পেইজটি ভিজিট করলেই আইডিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ। FOLLOW করে সাথেই থাকুন ফ্রিতে ভিসা ও ইমিগ্রেশন সম্পর্কে জানুন। ধন্যবাদ।
©️ AFIF Travels & Tourisum

কা*না*ডা*র গণহারে ১০ বছরের মাল্টিপল ভিসিট ভিসার সোনালী দিন এখন ইতিহাস। আইআরসিসি পলিসি আপডেট : ৬ই নভেম্বর , ২০২৪ --------...
10/11/2024

কা*না*ডা*র গণহারে ১০ বছরের মাল্টিপল ভিসিট ভিসার সোনালী দিন এখন ইতিহাস।
আইআরসিসি পলিসি আপডেট : ৬ই নভেম্বর , ২০২৪
------------------------------------------------------------------
গতকাল IRCC তাদের আপডেটেড পলিসি শেয়ার করেছে কিভাবে তারা সিঙ্গেল এন্ট্রি এবং মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করবে। এখন থেকে তারা আর গণহারে ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করবেনা।

তারা যেসব বিষয়ের উপর নজর দিবে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি তুলে ধরছি :

১. আবেদনকারীরা কানা*ডাতে কেন আসবে? ওয়ানটাইম ইভেন্ট এর জন্য নাকি তাদের বারবার আসার কোনো কারণ আছে ?
২. আবেদনকারীর / আবেদনকারীর হোস্ট এর যথেষ্ট আর্থিক সামর্থ্য আছে কিনা? অর্থাৎ কানা*ডা*তে বারবার ভিসিট করার মতন সামর্থ্য আছে কিনা।
৩. আবেদনকারীর এমন কোনো শারীরিক সমস্যা আছে কিনা যা সময়ের সাথে সাথে অবনতি হতে পারে?
৪. আবেদনকারীর নিজের দেশে ফেরত যাবার মতন যথেষ্ট কারণ আছে কিনা?
৫. আবেদনকারীর কানা*ডা বা অন্য কোনো দেশের ভিসা রিফিউসাল আছে কিনা?
৬. আবেদনকারীর কানা*ডা ব্যতীত অন্য কোনো দেশে ভ্রমণ অভিজ্ঞতা আছে কিনা, থাকলে সেসব দেশে তিনি সকল প্রকার অভিবাসন নীতি অনুসরণ করেছেন কিনা?
৭. আবেদনকারীর নিজ দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়টিও বিবেচনায় নেয়া হবে। (তার মানে পলিটিক্যাল এসাইলাম এর দরজা বন্ধ করার উপক্রম )

সারকথা: শ্রেণী-বর্ন-গোত্র নিয়ে কথা বলছিনা, তবে আফলাতুন বেওয়া আর মির্জা সাহেবরা ছাড়া জরিনা আর মোখলেসদের ভিসা পাবার দিন শেষ। কিন্তু এটাও ভুলে গেলে চলবেনা যে, জরিনা আর মোখলেসরা কিন্তু থাকবেই। মন খারাপের কারণ নেই, এই সুযোগে দুলাল আর বেলালরা আবার এগিয়ে আসবে অনেকরকম স্কীম নিয়ে যেন জরিনা এবং মোখলেসরা ভিসা না পেলেও কিছুটা শান্তনা পায়। একেই বলে অর্থনীতির অবুঝ যাতাকল।

মিলিয়ন ডলার প্রশ্ন: কানাডা কি তাহলে আর ভিসা দিবেনা ?
ট্রিলিয়ন ডলার উত্তর: অবশ্যই দিবে যদি আপনার সঠিক যোগ্যতা থাকে এবং যদি আবেদনটি সঠিকভাবে উপস্থাপন করেন। সাথে লাগবে এক চিমটি ভাগ্য।

গতবছরে যেভাবে পানির দরে ভিসা হয়েছে কা*না*ডা, এবার সেই ভুল বুঝতে পেরেছে। তাই একের পর এক কড়া পলিসি নিয়ে আসছে যাতে যোগ্য প্রার্থীরা ঠিকমতো আসতে পারে। কারণ গত বছর অনেক হাই প্রোফাইলের আবেদনকারীরাও কিন্তু ভিসা পায়নি , অপরপক্ষে নসিমন করিমনরা কিন্তু গণহারে পেয়েছে।

আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন এবং আপনার যদি অরিজিনাল ডকুমেন্টগুলো থেকে থাকে মেক্সিমাম প্রাইভেসি এনসোর করার মত কাগজপত্র থাকলেই আবেদন করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মিনিমাম ক্রাইটেরিয়া গুলো পূরণ করতে আমরা সহায়তা করব।

লেখাটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করতে পারেন।

©️ AFIF Travels & Tourisum

পরিবার নিয়ে কানাডায় যাওয়ার উপায়: আবেদন করবেন যেভাবে দেখুন।🔰 কানাডায় পরিবার নিয়ে আসার অনেক পন্থা রয়েছে। প্রয়োজনীয...
09/11/2024

পরিবার নিয়ে কানাডায় যাওয়ার উপায়: আবেদন করবেন যেভাবে দেখুন।

🔰 কানাডায় পরিবার নিয়ে আসার অনেক পন্থা রয়েছে। প্রয়োজনীয় শর্ত পূরণ করলে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ মেলে।

💧 ইমিগ্রান্ট ভিসা (PR): এই ভিসায় স্পাউস ও ২২ বছরের কম বয়সী সন্তানদের নিয়ে আসা যায়। PR নিয়ে কানাডায় আসার তিন বছর পর নাগরিকত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিটিজেনশিপ পাওয়া সম্ভব। সিটিজেন হলে ভোট দেয়া, সম্পত্তি কেনার মতো সব সুবিধা পাবেন। তবে বাকিদের তুলনায় অনেক কম সময়ে নাগরিকত্ব পাওয়া যায়।

💧 স্টুডেন্ট ভিসা: স্টুডেন্ট ভিসায় স্পাউস ও সন্তানদের নিয়ে আসার সুযোগ রয়েছে। সন্তানরা পাবলিক স্কুলে ফ্রি পড়তে পারবে এবং শিশুদের জন্য ডেকেয়ার সুবিধা পাওয়া যাবে। স্পাউসদের জন্য এখন কিছু ভিসা শর্ত থাকলেও মাস্টার্স বা ডক্টরেট লেভেলে পড়া স্টুডেন্টদের স্পাউসরা ওপেন ওয়ার্ক পারমিট পাবেন।

💧 ওয়ার্ক পারমিট: কানাডার কোনো কোম্পানির অফার নিয়ে ওয়ার্ক পারমিটে আসলে পরিবারের সদস্যদেরও নিয়ে আসতে পারবেন। স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট পাবেন, ফলে কানাডার যেকোনো জায়গায় কাজ করতে পারবেন। সন্তানেরা পাবলিক স্কুলে ফ্রি পড়তে পারবে।
💧 কেয়ার গিভার ভিসা: এই ভিসায় পরিবার নিয়ে আসার সুযোগ থাকে এবং স্পাউসও ওপেন ওয়ার্ক পারমিট পাবেন। এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই এটির জন্য আবেদন করা যায়। জব অফার থাকলে ভিসার সম্ভাবনা বাড়ে।
💧 আশ্রয় প্রার্থী (Asylum Seeker): কেউ কেউ ভিজিট ভিসায় এসে আশ্রয় প্রার্থনা করেন। এটি একটি অনিশ্চিত প্রক্রিয়া, তবে পরিবার নিয়ে আসা যায় এবং সন্তানেরা স্থায়ী বসবাসের আগেই ফ্রি স্কুলিং পেতে পারে।

ফ্রি ভিসায় পাকিস্তান ট্যুরের নিয়মাবলী:🇧🇩✈️🇵🇰 ভিসা আবেদন:প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে ব...
06/11/2024

ফ্রি ভিসায় পাকিস্তান ট্যুরের নিয়মাবলী:

🇧🇩✈️🇵🇰 ভিসা আবেদন:

প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছের কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করা যাবে। বর্তমানে ভিসা ফ্রি হওয়ায় কোন টাকা পয়সার প্রয়োজন নেই। আবেদন সম্পন্ন করার পর আপনি ই-ভিসা পেয়ে যাবেন।

★টিকেট বুকিং:

ভিসা পাওয়ার পরেই টিকেট কনফার্ম করতে হবে। উত্তরাঞ্চল ঘুরতে চাইলে লাহোরকে বেছে নিন, কারণ ইসলামাবাদ বা করাচীর তুলনায় লাহোরের টিকেটের দাম তুলনামূলক কম। ঢাকা থেকে লাহোর রাউন্ড ট্রিপের টিকেটের দাম ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ওঠানামা করতে পারে। তাই নিজের সুবিধা অনুযায়ী কম খরচের একটি এয়ারলাইন্সের টিকেট বুক করুন। যেকোনো ডোমেস্টিক অথবা ইন্টারন্যাশনাল বিমান টিকেটের জন্য AFIF Travels & Tourisum যোগাযোগ করতে পারেন।

★লাহোর থেকে ইসলামাবাদ:

লাহোর এয়ারপোর্টে পৌঁছে সিটি বাস স্টেশনে যেতে হবে। এখান থেকে কোনো একটি বাসে উঠে ৫ ঘণ্টার জার্নি শেষে পৌঁছাবেন ইসলামাবাদে। বাস ভাড়া প্রায় ১ হাজার টাকা।

★ইসলামাবাদে থাকা:

ইসলামাবাদে বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে, আপনার বাজেট অনুযায়ী একটি হোটেল বেছে নিন। ইসলামাবাদকে বিশ্বের অন্যতম সুন্দরতম রাজধানী হিসেবে বিবেচনা করা হয়, তাই এখানে কিছুদিন অবস্থান করে শহরটি ঘুরে দেখা দারুণ অভিজ্ঞতা হতে পারে।

★কারেন্সি চেঞ্জিং:

লাহোরে পৌঁছানোর পর প্রথম কাজ হবে বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করা। ১০০ টাকা সাধারণত ২০০-২৩০ রুপি সমান, তবে কনভার্টের সময় কিছুটা কম পাওয়া যেতে পারে।

★প্রাথমিক থাকা/হোটেল বুকিং:

পাকিস্তানে যাওয়ার আগে বা পৌঁছে প্রথমে ১-২ দিন লাহোর বা ইসলামাবাদে থাকতে হবে। আপনি চাইলে আগেই অনলাইনে হোটেল বুক করতে পারেন, তবে অনলাইন বুকিং করা হোটেলগুলো সাধারণত ব্যয়বহুল হয়। পরিবারের সাথে থাকলে আগে থেকে হোটেল বুকিং করে রাখুন।

★মূল ট্যুর:

ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মূল ট্যুর। খাইবার পাখতুনখা, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীরের যেকোনো অঞ্চল থেকে ঘুরতে পারবেন।

★ট্যুরের পদ্ধতি:

1. স্বাধীনভাবে: নিজের ইচ্ছামতো ট্যুর করতে পারেন, তবে খরচ কম হবে।
2. ট্রাভেল এজেন্সি: একাধিক এজেন্সি আপনার জন্য গাইডসহ জিপ গাড়ির ব্যবস্থা করে দেবে। এতে খরচ কিছুটা বেশি হলেও সুবিধা বেশি।

খরচ বিবরণ:

পাকিস্তানে থাকা-খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াত খরচ বাংলাদেশের মতো বা তার চেয়ে কম হতে পারে। তবে মূল খরচ হবে বিমান ভাড়া। অনুমান করা খরচ:

• ভিসা: ফ্রি
• ঢাকা-লাহোর বিমান ভাড়া: ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা
• লাহোর-ইসলামাবাদ বাস ভাড়া: প্রায় ২/৩ হাজার টাকা
• ১৫-২০ দিন অবস্থানের জন্য আনুমানিক খরচ: ১৫-২৫ হাজার টাকা (হোটেল, খাবার, যাতায়াত ও ঘোরাঘুরি)

ভ্রমণস্থল:

নর্থ পাকিস্তানে পর্যটন স্থানের অভাব নেই। কয়েকটি আকর্ষণীয় স্থানের মধ্যে:

1. সোয়াত: কামরাট ভ্যালি, কালাম ভ্যালি, মহোদন্ড লেক
2. হুনজা: হুনজা ভ্যালি, আতাবাদ লেক, বালতিত ফোর্ট
3. স্কার্দু: সার্ফারাঙ্গা কোল্ড ডেজার্ট, কাচুরা লেক
4. আজাদ কাশ্মীর: মুজাফফরাবাদ সিটি, নীলাম ভ্যালী

★থাকা/হোটেল:

সব প্রধান পর্যটন অঞ্চলে আবাসিক হোটেল আছে, বিশেষ করে হুনজা এবং সোয়াতে হোটেলের পরিমাণ বেশি। স্কার্দুতে হোটেল কম। বড় হোটেলের লোকেশন অনলাইনেই পাওয়া যায়। আপনি চাইলে পোর্টেবল তাবু নিয়ে নিরিবিলি স্থানে থাকতে পারেন।

★অতিরিক্ত অভিজ্ঞতা:

• কারাকোরাম হাইওয়ে: পৃথিবীর সবচেয়ে সুন্দর সড়কগুলোর মধ্যে অন্যতম।
• বাবুসর পাস: বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক, যেখানে মেঘও আপনার নিচে দিয়ে বইবে।

সুইজারল্যান্ডের মতো জায়গা ঘোরার খরচের তুলনায় পাকিস্তান ট্যুর অনেক সস্তা।

ধন্যবাদ সবাইকে, আশাকরি এই নির্দেশনা আপনার ট্যুরকে আরো সহজ ও আনন্দময় করে তুলবে।

ডলার এন্ড্রোস সম্পর্কিত কিছু সাধারন তথ্য :১. একজন বাংলাদেশী ভ্রমণকারী প্রতিবছর বিদেশ ভ্রমণের সময় বাংলাদেশ থেকে বৈধভাবে ...
05/11/2024

ডলার এন্ড্রোস সম্পর্কিত কিছু সাধারন তথ্য :

১. একজন বাংলাদেশী ভ্রমণকারী প্রতিবছর বিদেশ ভ্রমণের সময় বাংলাদেশ থেকে বৈধভাবে অর্থ বিদেশে খরচ করতে পারে অথবা বাংলাদেশ থেকে বহন করে অন্য দেশে নিয়ে যেতে পারবে, সেই ব্যবস্থাকে ডলার এন্ড্রোস বলে। একজন ভ্রমণকারী প্রতিবছর বৈধভাবে এক অর্থবছরে বিদেশে ভ্রমণ অথবা চিকিৎসা অথবা তার প্রয়োজনে সর্বোচ্চ ১২ হাজার ইউ এস ডলার এন্ড্রোস করতে পারবে।

২. ক্যাশ এন্ড্রোসমেন্ট কি -- আপনি বাংলাদেশের কোন একটি ব্যাংক থেকে ওই দিনের বিনিময় হারে বাংলাদেশী টাকা দিয়ে নগদ ডলার কিনে পাসপোর্টে সীল দিয়ে এন্ড্রোসমেন্ট করে নেওয়ার যে পদ্ধতি তাকে ক্যাশ এন্ড্রোসমেন্ট বলে।

৩. কার্ড এন্ড্রোসমেন্ট কি এবং কত প্রকার -- কার্ড অ্যান্ডারসমেন্ট তিন প্রকার - প্রিপেইড কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এন্ড্রোসমেন্ট।

👉 প্রিপেইড কার্ড এন্ড্রোসমেন্ট- যেকোনো ব্যাংক থেকে ডুয়াল কারেন্সি প্রিপেইড কার্ড নিয়ে ওইদিনের বিনিময় হারে নগদ বাংলাদেশি টাকা ব্যাংকে জমা দিয়ে নির্দিষ্ট পরিমাণ ডলার আপনার প্রিপেইড কার্ডে এন্ড্রোস করতে পারবেন।

👉 ডেবিট কার্ড এন্ড্রোসমেন্ট - আপনার যেকোনো ব্যাংকে সঞ্চয়ী হিসাব অথবা চলতি হিসাব , যেকোনো হিসাবের বিপরীতে যদি একটি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড থাকে, তাহলে ব্যাংকের মাধ্যমে আপনার কার্ডটি পাসপোর্টে অ্যান্ড্রস করে, আপনার একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে সেই কার্ডটি দেশের বাইরে গিয়ে ব্যবহার করে, ওই দেশের লোকাল কারেন্সি এটিএম এর মাধ্যমে উত্তোলন অথবা বিভিন্ন POS মেশিনে ট্রানজেকশন করতে পারবেন।

👉 ক্রেডিট কার্ড এন্ড্রোসমেন্ট - আপনার ক্রেডিট কার্ডটি ব্যাংকের মাধ্যমে পাসপোর্টে এন্ড্রোস করে আপনার ক্রেডিট কার্ডের লিমিট available থাকা সাপেক্ষে এটিএম হতে অন্য দেশের লোকাল কারেন্সি উত্তোলন করতে পারবেন, বিভিন্ন পি ও এস (POS) মেশিনেও ব্যবহার করতে পারবেন।

বিভিন্ন ব্যাংক এন্ড্রোসমেন্ট এর মেয়াদ নির্দিষ্ট করে দিয়ে থাকে, কিছু ব্যাংক পাসপোর্ট এর মেয়াদ পর্যন্ত অথবা ক্রেডিট কার্ডের মেয়াদ পর্যন্ত এন্ড্রোসমেন্ট এর মেয়াদ দিয়ে থাকে। এন্ড্রোসমেন্ট করার পরে কার্ডটি বাংলাদেশের বাহিরে ব্যবহার করতে হলে অবশ্যই কার্ডের ফরেন পার্ট ওপেন থাকতে হবে, সব ধরনের ট্রানজেকশন করা সম্ভব হবে তখনই।

বাংলাদেশ থেকে অন্য দেশে ভ্রমণের পূর্বেই যে ব্যাংকের মাধ্যমে এন্ড্রোসমেন্ট করেছেন অবশ্যই সেই ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনার কার্ড সম্পর্কে সব ধরনের খোঁজ খবর নিয়ে, ফরেন পার্ট ওপেন করে বিদেশ ভ্রমণ করা উচিত।

এন্ড্রোসমেন্ট সম্পর্কিত সাধারণ তথ্যগুলো উল্লেখ করা হলো, আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন।

ধন্যবাদ 💝💝

©️ AFIF Travels & Tourisum ☎️ 01303-143038

Address

5th Floor, Millennium Shopping Center, Zinda Bazar
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when AFIF Travels & Tourisum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby travel agencies


Other Sylhet travel agencies

Show All