এয়ার টিকেট, ই-পাসপোর্ট, গামকা মেডিকেল স্লিপ, ভিসা প্রসেসিং ইত্যাদি স্বল্প মূল্যে পাওয়া যায়।
আমাদের অফিসে আসুন অথবা নক দিন।
কি সেবা নিবেন বলুন। ডকুমেন্টস দিন। সবকিছু বুঝে নিন। টাকা দিন। চুড়ান্ত ডকুমেন্টস গ্রহন করুন।
তাহসিন ট্রাভেলস এজেন্ট এন্ড কম্পিউটার আবেদন করুন ও আমাদের সেবা এবং পণ্য নিন অতি সহজে নিম্নের যে কোন একটি পদ্ধতিতে-
০১.
আবেদন করার ডকুমেন্ট, পণ্যের লিস্ট ও টাকা নিয়ে আমাদের দোকানে আসুন
। আপানার আবেদন সম্পন্ন করে প্রন্ট কপি নিবেন ও প্রয়জনীয় পণ্য নিতে পারবেন। আমাদের দোকানের নাম: ′তাহসিন স্টেশনারী এন্ড কম্পিউটার"। ঠিকানা: গোল্ডেন টাওয়ার, দোকান নম্বর- ৮২, নীচ তলা, প্রবেশের সময় হাতের বাম পাশে, এয়ারপোর্ট রোড, আম্বরখানা, সিলেট। বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ′সিলেট" এসে ′আম্বরখানা পয়েন্ট" এ আসলেই হবে। আম্বরখানা পয়েন্ট এর পাশেই আমাদের দোকান।
০২.
দোকানে আসতে না পারলে ডকুমেন্ট আমাদের ফেসবুকের ইনবক্সে/হোয়াটসআপে/ই-মেইলে দিন এবং টাকা বিকাশ/নগদ/রকেট/ব্যাংক এ দিয়ে পিন নাম্বার অর্থাৎ যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ঐ নাম্বারের লাস্ট ৪ ডিজিট ও কত টাকা পাঠিয়েছেন তা বলুন। আপনার কাজ শেষ। বাকী কাজ আমরা শেষ করে আপনাকে জানাব ও আবেদনের সকল ডকুমেন্ট এর সফট কপি আপনার ইনবক্সে/হোয়াটসআপে/ই-মেইলে দেব এবং প্রিন্ট করে রাখব। আপনি যে কোন প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন অথবা আমাদের দোকানে আশা পড়লে আমাদের কাছ থেকে প্রিন্ট কপি নিতে পারবেন। পরবর্তি কোন প্রসেস থাকলে তাও বলে দেব।
০৩.
আমাদের দোকানে এসে পণ্য নিতে না পারলে আমাদের দোকানে আছে এমন আইটেম থেকে কি নিতে চান বলুন। আমরা পণ্যের মান ও দাম বলব। আপনার পছন্দ হলে টাকা বিকাশ/নগদ/রকেট/ব্যাংক এ দিয়ে পিন নাম্বার অর্থাৎ যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ঐ নাম্বারের লাস্ট ৪ ডিজিট, আপনার পূর্ণ ঠিকানা ও সচল মোবাইল নাম্বার আমাদের ফেসবুকের ইনবক্সে/হোয়াটসআপে/ই-মেইলে দিন। আমরা আপনার পছন্দের পণ্যটি কোরিয়ার সার্ভিস এর মাধ্যমে যথা সময় পাঠিয়ে দেব। আপনার চাহিত পণ্যটিই আমরা পাঠাব আপনি তা ভালো করে চেক করে গ্রহণ করবেন।
বিঃ দ্রঃ আমাদের সেবা ও পণ্য নিতে চাইলে উপরে উল্লেখিত ০১/০২/০৩ নাম্বার পদ্ধতি হতে যে কোন একটি পদ্ধতি আপনাকে বেচে নিতে হবে। এর বাইরে কল/কমেন্ট/ইনবক্স বা অন্য কোন মাধ্যমে আমাদেরকে বিরক্ত না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কোন আবেদন শুরু হয়নি অথচ তা নিয়ে আপনি চিন্তায় আছেন। আমরা বলি আপনার নাম, মোবাইল নাম্বার ও আমাদের সার্ভিস চার্য দিয়ে সিরিয়েল নাম্বার সংগ্রহ করুন। বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমরা আপনাকে জানাব ও আপনার চাহিদা অনুযায়ী আপনার আবেদন করে দেব।
আমাদের মোবাইল নাম্বার:
মোঃ জামিল উদ্দিন : 01748823452
মোঃ নজরুল ইসলাম : 01765554417
নোটঃ হোয়াটসআপ ও ফেসবুক মেসেঞ্জারে ম্যসেজ দিয়ে রিপ্লাই না পেলে এবং বিশেষ জরূরী কিছু হলে নামাজের সময় বাদে মোবাইলে সকাল ০৯.৩০ টা থেকে রাত ০৯ টা পর্যন্ত কল দিবেন এবং আমাদের অপরিচিত হলে কল দিয়ে কষ্ট করে আপনার সংক্ষিপ্ত পরিচয় দিবেন ও কি সেবা নিতে চান তা বলবেন। ম্যাসেজ দিবেন যে কোন সময়।
হোয়াটসআপ নম্বর: 01768035951
নোটঃ হোয়াটসআপ নাম্বারে কল রিসিভ করা হয় না। তাই কল না দিয়ে ম্যাসেজ, ভয়েছ ও ডকুমেন্ট দিবেন।
আমাদের এজেন্ট নাম্বার
বিকাশ এজেন্ট: 01516742084
নগদ এজেন্ট: 01516742084
রকেট এজেন্ট: 015171605354
টেপ এজেন্ট: 01748823452
নোটঃ নির্ধারিত টাকা পাঠিয়ে পিন নাম্বার অর্থাৎ যে নাম্বার থেকে টাকা পাঠিছেন ঐ নাম্বারের লাস্ট ৪ ডিজিট বলবেন।
E-mail:
[email protected]
আমাদের ফেসবুক পেজ এর নামঃ
Tahsin stationery and computer
লিংকঃ
www.facebook.com/tahsinent
নোটঃ আমাদের পেজ এ লাইক না দিয়ে থাকলে এখনই লাইক দিয়ে কাভার পেজ ও পিন পোস্টটি পড়লে আমাদের সেবা সম্পর্কে আরো জানতে পারবেন ও আমাদের আরো অনেক পেজ এবং গ্রুপের নাম সহ লিংক পাবেন।
ব্যক্তিগত আইডি
Jamil Uddin
www.facebook.com/jamiluddin1981
Nozrul Islam
লিংকঃ
www.facebook.com/nozrul1990
নোটঃ আমাদের পার্সনাল ফেসবুক আইডি দিয়ে আমাদের ব্যবসা পরিচালনা করা হয়। বর্তমানে প্রায় ৫০০০/- ফ্রেন্ড পূর্ণ হয়ে গেছেন। তাই আপনি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে কষ্ট করে ইনবক্সে একটা নক দিবেন প্লিজ।
নোটঃ মোবাইলে ম্যাসেজ, হোয়াটসআপে ম্যাসেজ/ভয়েছ/ডকুমেন্ট, ই-মেইলে ম্যাসেজ/ডকুমেন্ট দিলে আমরা সকাল ৯.৩০ টা থেকে রাত ০৯ টা পর্যন্ত নামাজের সময় বাদে ১ ঘণ্টার ভিতরে আপনাকে রিপ্লাই দেবার চেষ্টা করব। বেশি জরূরী হলে আর আমরা রিপ্লাই না দিলে উপরে উল্লেখিত মোবাইলে নিয়ম অনুযায়ী কল দিবেন। যে কোন মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে অবইশ্য প্রথমে আমাদের পরিচয় নিশ্চিত হয়ে আপনার নাম, ঠিকানা ও সংক্ষিপ্ত পরিচয় দিয়ে কি জন্য যোগাযোগ করেছেন তা সংক্ষেপে বলবেন। আমরা যথা সাধ্য চেস্টা করব আপনাকে আমাদের দোকান সংশ্লিস্ট কাংখিত সেবা বা পণ্য দিয়ে সহযোগিতা করার।
ধন্যবাদ, দোয়া ও শুভ কামনা রইল।