Explorer of Bangladesh - EOB

Explorer of Bangladesh - EOB Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Explorer of Bangladesh - EOB, Travel Company, Kazipara.

শুভ নববর্ষ ১৪২৮"নবধারা জলেজরা ধুয়ে যাকবাঙালিয়ানা আলোজীবনে ছড়াক"এক্সপ্লোরার অফ বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই শ...
14/04/2021

শুভ নববর্ষ ১৪২৮

"নবধারা জলে
জরা ধুয়ে যাক
বাঙালিয়ানা আলো
জীবনে ছড়াক"

এক্সপ্লোরার অফ বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা।

পবিত্র মাহে রমজানের পূর্বে এক্সপ্লোরার অফ বাংলাদেশের পক্ষ থেকে শেষ আয়োজন থাকছে বাংলাদেশের দ্বিতীয় সর্ব বৃহৎ অভয়ারণ্য ...
20/03/2021

পবিত্র মাহে রমজানের পূর্বে এক্সপ্লোরার অফ বাংলাদেশের পক্ষ থেকে শেষ আয়োজন থাকছে বাংলাদেশের দ্বিতীয় সর্ব বৃহৎ অভয়ারণ্য বনাঞ্চল ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর "রেমা - কালেঙ্গা"।
আমাদের থাকছে বিশদ আয়োজন, এটি বাজেটের মধ্যে একটি লাক্সারি টুর। থাকছে এসি বাস, রিসোর্টে ২ দিন ও একরাত থাকা, ভরপুর খানাপিনা, ক্যাম্পফায়ারে আড্ডা - গান, খেলাধুলার আয়োজন, নেচার হাইকিং, অ্যাডভেঞ্চার।

এ সবই থাকছে জনপ্রতি মাত্র ৩৫০০ টাকায়। (বাবা মার সাথে ১-৫ বছরের বাচ্চাদের জন্য ফ্রি, ৬ থেকে ১২ বছরের বাচ্চাদের জন্য ২০০০ টাকা)

ভ্রমণের শুরু : ৮ তারিখ, বৃহস্পতিবার। সময় - রাত ১১:৫৯
ভ্রমণ শেষ : ১০ তারিখ, শনিবার। সময় - রাত ০৯:০০

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন -
https://fb.me/e/1nQgCjgYk

দেবতাখুমে এক্সপ্লোরার বাহিনী
20/03/2021

দেবতাখুমে এক্সপ্লোরার বাহিনী

পাহাড়ে যাচ্ছি মেঘ দেখবো বলে... মারায়ন তং ক্যাম্পিং এ চলুন আমাদের সাথে...ইভেন্ট লিংক:https://fb.me/e/6ixRMi2g1ছবিসত্ব : ...
15/01/2021

পাহাড়ে যাচ্ছি মেঘ দেখবো বলে... মারায়ন তং ক্যাম্পিং এ চলুন আমাদের সাথে...
ইভেন্ট লিংক:
https://fb.me/e/6ixRMi2g1

ছবিসত্ব :
সানজেরি আম্মান
মডারেটর | এক্সপ্লোরার অফ বাংলাদেশ

চলছে সেন্টমার্টিন ঘোরার এক ধুম। যেহেতু সিজন এখন তাই আমরা সবাই যাচ্ছি কিন্তু অজ্ঞতার কারণে সঠিকভাবে সেইন্ট মার্টিন দ্বীপে...
09/01/2021

চলছে সেন্টমার্টিন ঘোরার এক ধুম। যেহেতু সিজন এখন তাই আমরা সবাই যাচ্ছি কিন্তু অজ্ঞতার কারণে সঠিকভাবে সেইন্ট মার্টিন দ্বীপের ক্ষতি সাধন করতে পারছি না। তাই আমরা এখন থেকে নিয়মিত টিপস দিয়ে আপনাদের জানাবো কিভাবে আরো সুন্দরভাবে এই প্রবাল দ্বীপটির ক্ষতি আমরা সুনিপুণ ভাবে করতে পারি...

চলুন সেইন্ট মার্টিন এর ক্ষতি করি - এর আজকের টিপস:

ধূমপায়ীদের জন্য সেইন্ট মার্টিন দ্বীপটির ক্ষতি করা খুবই সহজ। পকেটে কয়েক প্যাকেট সিগারেট নিয়ে এই দ্বীপে অবশ্যই যাবেন এবং সিগারেট খেয়ে যত্র তত্র ফিল্টার ফেলে আসবেন। আরো ভালো হয় পাড়ে বসে বসে খেয়ে প্রবাল এর গায়ে ফিল্টার গুঁজে নিজের শৈল্পিক মন দিয়ে নতুন স্থাপনা গড়ে তুললে। আর সিগারেট খাওয়া শেষ করে অবশ্যই প্যাকেট বীচে ফেলে যেতে ভুলবেন না।

আরো আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে,
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/661587567899888/

ছবি: ডেইলি স্টার।

সাইরু হিল রিসোর্ট এর সুইমিং পুল থেকে পাওয়া ভিউ... পড়ন্ত বিকেলের আলোতে চারপাশ দেখতে এক অন্য অনুভূতি...আরো আপডেট দেখতে জ...
09/01/2021

সাইরু হিল রিসোর্ট এর সুইমিং পুল থেকে পাওয়া ভিউ... পড়ন্ত বিকেলের আলোতে চারপাশ দেখতে এক অন্য অনুভূতি...

আরো আপডেট দেখতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে,
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/661587567899888/

One of the best pictures of my trip!This was featured on Lonely Planet India Magazine's April issue this year!This is fr...
25/09/2020

One of the best pictures of my trip!
This was featured on Lonely Planet India Magazine's April issue this year!

This is from the 7th Day of our journey from Manali to Leh on our bicycles!
📍 Before Sarchu, near Himachal and Ladakh border!
July '19.

Copyright @ Abir Hossain Talukder, Admin | EOB

আপনি যদি বিদেশ হতে কোন পন্য বাংলাদেশে আনতে চান সে ক্ষেত্রে আপনার কি কি করনীয়? বিদেশ হতে পন্য আনার ক্ষেত্রে সব দেশের প্রা...
19/09/2020

আপনি যদি বিদেশ হতে কোন পন্য বাংলাদেশে আনতে চান সে ক্ষেত্রে আপনার কি কি করনীয়?
বিদেশ হতে পন্য আনার ক্ষেত্রে সব দেশের প্রায় একই ধরনের পদ্ধতি।নিচের আলোচনা থেকে আপনি সহজেই বুঝতে পারবেন যে কিভাবে বিদেশ হতে পন্য বাংলাদেশে আনবেন।

ক) শুরতেই আপনাকে “আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের অধিদপ্তর” থেকে একটি আমদানি লাইসেন্স করে নিতে হবে। সেক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় কাগজ পত্র লাগবে তা হলো –
১.আমদানি কারকের জাতীয় পরিচয় পত্র
২. আমদানি কারকের তিন কপি ছবি
৩.ট্রেড লাইসেন্স
৪.ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট
৫.ট্রেড এসোসিয়েশন সনদ
৬.আমদানি কারকের TIN সার্টিফিকেট ।

খ) আমদানি লাইসেন্স করার পর আপনাকে যে দেশ থেকে পণ্য আনবেন সেই দেশের উৎপাদনকারী বা পণ্য সরবরাহকারীর সাথে বা তাদের কম্পানীর সাথে ইমেল বা ফোন নম্বরে বা অন্যকোন মাধ্যমে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে ব্যবসায়িক যোগাযোগের জন্য অনেকগুলো প্লাটফর্ম রয়েছে। তবে আপনি যেকোনও মাধ্যমে আপনার পছন্দের বিক্রেতার সাথে যোগাযোগ করতে পারেন।

গ) আপনি যখন আপনার পছন্দের সরবরাহকারী কে পেয়ে যাবেন তখন আপনি আপনার প্রয়োজন অনুসারে -পণ্যের ধরন, কালার, সংখ্যা ইত্যাদি বিষয়গুলোর তালিকা পাঠাবেন এবং পণ্যের মূল্য ঠিক করে নিবেন। সরবরাহকারীর সাথে সবকিছু ঠিক হয়ে গেলে সরবরাহকারী আপনাকে একটি pi অর্থাৎ Pro forma invoice পাঠাবে।এখানে পণ্যের সকল বিবরণ সহ তথ্য থাকবে। এটি অবশ্যই প্রতিষ্ঠানের প্যাডে হতে হবে এবং বিক্রতার স্বাক্ষর থাকতে হবে। Email অথবা চিঠির মাধ্যমে তথ্য আদান প্রদান করা যেতে পারে।

ঘ) এবার উক্ত সরবরাহকারীর উদ্দেশ্যে LC অপেন করতে হবে। LC আপনাকে ব্যাংক থেকে Open করতে হবে। LC অপেন করতে হলে Pro forma invoice এর কপি, আমদানি লাইসেন্স এর কপি, ট্রেড লাইসেন্স এর কপি, পণ্যের মূল্য ইত্যাদি নিয়ে একটি ব্যাংকে যেতে হবে। সবকিছু ঠিক থাকলে ব্যাংক LC Open করে দিবে।তবে সরবরাহকারী যদি আপনার কাছ থেকে LC দাবী না করে তাহলে LC দেওয়া লাগবে না। প্রকৃত পক্ষে LC হলো সরবরাহকারীর টাকা পাওয়ার নিশ্চয়তার কপি। ব্যাংক দুই পক্ষের মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে। করান আমদানিকারক পণ্য পেয়ে টাকা দিতে না পারে আবার সরবরাহকারীও টাকা পেয়ে পণ্য না দিতে পারে তাই ব্যাংক মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে । এবার আপনার LC এর কাগজ সরবরাহকারীর কাছে পাঠাতে হবে। সরবরাহকারী LC এর কাগজ পাওয়ার পর পণ্য উৎপাদন ও সরবরাহের ব্যবস্থা করবে।

ঙ)এবার সরবরাহকারী আপনার চাহিদামত পণ্যগুলো জাহাজে বা বিমানে লোড করবে।সাধারনত খরচ কমানোর জন্য জাহাজে লোড করা হয়। জাহাজে পণ্য লোড করার পর জাহাজ কর্তৃপক্ষ সরবরাহকারীকে Bill of Loading প্রদান করবে। এবার সরবরাহকারী আপনাকে Bill of Loading এর কপি মেইলের মাধ্যমে প্রদান করবে।এতে আপনি নিশ্চিত হলেন যে আপনার পণ্য সত্যি জাহাজে উঠানো হয়েছে। উক্ত Bill of Loading এ বাংলাদেশে জাহাজ পৌছানোর একটি সম্ভাব্য তারিখ থাকবে।

চ) নির্ধারিত তারিখে আপনি পোর্টে গিয়ে C&F এজেন্টের সহযোগীতায় আপনার পণ্য খালাস করিয়ে আনবেন।ইচ্ছা করলে আপনি নিজেও পণ্য খালাস করাতে পারেন। তবে কাষ্টমস এর কাজ কঠিন বিধায় সবাই C&F (Customs Clearing and Forwarding ) এজেন্টের সহযোগীতায় পণ্য খালাস করিয়ে আনে। কাষ্টমস এর কাজ শেষ হওয়ার পর আপনি আপনার পণ্য বন্দর থেকে বের করার অনুমতি পাবেন।

Abir Hossain Talukder
Apprentice Lawyer
Dhaka Judge Court

 #সাজেক_ভ্যালী 💕 ** ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ছেলে/ মেয়ে/কাপল সকলেই যেতে পারবে।সাজেক বাংলাদেশে...
07/09/2020

#সাজেক_ভ্যালী 💕

** ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ছেলে/ মেয়ে/কাপল সকলেই যেতে পারবে।

সাজেক বাংলাদেশের অন্যতম একটি টুরিস্ট স্পট। সেখানে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসীদের বসবাস। সাজেক ভ্যালী সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৮০০ ফুট উচ্চতায় এবং কংলাক পাহাড় প্রায় ২১০০ ফুট উচ্চতায় অবস্থিত। সাজেকে সারাজীবন মাথার উপর ভেসে বেড়ানো সাদা মেঘেরা যখন আপনার পায়ের নিচে চলে আসবে অথবা কখনও আপনাকে ভিজিয়ে দিবে আলতো স্পর্শে। তখন এর অনুভুতি ভাষায় প্রকাশের উর্ধ্বে।
দীর্ঘ লকডাউনের পর আর প্রভারণা পূর্ণিমার সৌন্দর্য উপভোগ করতে আমাদের এক্সপ্লোরার অফ বাংলাদেশের এবারের গন্তব্য মেঘের রাজ্য সাজেক।

🔘যা যা দেখবোঃ
১/ সাজেক ভ্যালী
২/ রিসাং ঝর্ণা
৩/ তারেং
৪/ কংলাক পাহাড়ে সূর্য উদয়
৫/ জেলা পরিষদ পার্ক ও ঝুলন্ত ব্রিজ
৬/ রহস্যময় আলুটিলা গুহা
৮/ হ্যালিপ্যাড, রুইলুই পাড়া ও স্টোন গার্ডেন।
৯/ বৌদ্ধ মন্দির।

🔘ট্যুর প্লানঃ

⏩ ৩০ সেপ্টেম্বর
ঢাকা থেকে রাতের বাসে খাগড়াছড়ি যাত্রা।

⏩১ লা অক্টোবর
সকালে খাগড়াছড়ি পৌছে চান্দের গাড়ীতে করে সকাল ১০টায় বাঘাইরহাট থেকে আর্মি এসকোর্টে (আর্মিদের নিরাপত্তায়) সাজেকের চূড়ায় যাত্রা করব। বিকেলে হ্যালিপ্যাডে ও সাজেক চূড়ায় বিচরন করব। রাতে হবে বার্বিকিউ পার্টি। রাতে সাজেকে কটেজে অবস্থান করব। এবং প্রভারণা পূর্ণিমার সৌন্দর্য সাজেকের উপর থেকে উপভোগ করব।

⏩২ রা অক্টোবর
ভোরে উঠেই কংলাক পাহাড়ে চড়ে সূর্যদয় দেখবো। অতপর কটেজ চেক আউট করে সকাল ১০টায় আর্মি এসকোর্টে (আর্মিদের নিরাপত্তায়) খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা করব। খাগড়াছড়ি পৌছে ঝুলন্ত ব্রিজ, আলুটিলা গুহা, তারেং ও রিসাং ঝর্না দেখবো। অতপর খাগড়াছড়ির ঐতিহ্যবাহী ব্যাম্বুচিকেন দিয়ে রাতের ডিনার সেরে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করব।

⏩৩ রা অক্টোবর
ঢাকায় খুব ভোরে পৌঁছাবো।

2⃣ইভেন্ট ফিঃ
৫৫০০ টাকা (এক রুমে চারজন শেয়ারিং)
৬৫০০ টাকা (এক রুমে দুইজন শেয়ারিং/কাপল)

3⃣বাচ্চাদের পলিসিঃ আলোচনা সাপেক্ষে।

🔘এই টাকার মধ্যে থাকবেঃ
১\ ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা ননএস‌ি বাস। (তবে কেউ ঢাকা থেকে এসি গাড়িতে যাতায়াত করতে চাইলে এসি গাড়ির অতিরিক্ত ভাড়া যুক্ত হবে)
২\ ভ্রমনের দুই দিনের সকালের ব্রেকফাস্ট। দুই দিনের দুপুরের লাঞ্চ এবং একরাতে বার্বিকিউ পার্টি। অপর রাতে খাগড়াছড়ির ঐতিহ্যবাহী ব্যাম্বুচিকেন ডিনার।
৩\ সাজেকের রিসোর্টে থাকা।
৪\ দুই দিনের জন্য রিজা‍র্ভ চান্দের গাড়ি।
৫\ উল্লিখিত স্থানের প্রবেশ ফি।
৬\ অভিজ্ঞ গাইড

>>> কনফার্ম করার শেষ সময়ঃ ২৫ সেপ্টেম্বর, ২০২০।

** কনফার্ম করার পদ্ধতি: ৩০৬০/- টাকা bKash করেই সাথে সাথে ০১৩০১২৮৩১০২(হাসিব) কিংবা ০১৭১১১১৫৮৯৯ (আবির) নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা সামনা-সামনিও দেখা করে টাকা দিতে পারেন। যেকোন অনাকংক্ষিত ভুল বোঝাবুঝি এড়ানোর জন্যেই এটা জরুরী।

>>> বিকাশে টাকা পাঠান এই নাম্বারেঃ- ০১৭০৩৯৯৯৫৫১ (বিকাশ - Personal)

** আসন সংখ্যা সীমিত তাই আসন পূর্ণ হয়ে গেলে ইভেন্ট ক্লোজ করে দেওয়া হবে।

ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন

হাসিব - ০১৩০১২৮৩১০২
আবির - ০১৭১১১১৫৮৯৯

এই দুঃখ কই রাখি 😭😭😭😭
06/09/2020

এই দুঃখ কই রাখি 😭😭😭😭

আমরা যারা জোঁকের কামড় এর ভয়ে ঝরনা কিংবা পাহাড়ে যেতে চাই না তাদের জন্য নিচের তথ্যগুলো খুবই প্রয়োজনীয়:একটি জোঁক ২ থে...
06/09/2020

আমরা যারা জোঁকের কামড় এর ভয়ে ঝরনা কিংবা পাহাড়ে যেতে চাই না তাদের জন্য নিচের তথ্যগুলো খুবই প্রয়োজনীয়:

একটি জোঁক ২ থেকে ১৫ মিলিলিটার রক্ত শুষতে পারে। সেই সঙ্গে মুখ থেকে এক ধরনের লালা মিশিয়ে দেয় রক্তে। যাতে হিরুডিন, ক্যালিক্রেইন, ক্যালিনের মতো কিছু উৎসেচক থাকে। যা রক্তের দুষ্টি দূর করতে সাহায্য করে।
জোঁক শরীরের পচনশীল অংশের দূষিত রক্ত দ্রুত শুষে নিয়ে নতুন রক্ত সঞ্চালনে সাহায্য করে৷ এমনকি, রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। জোঁকের শরীর থেকে ডেস্টাবিলেস নামে এক ধরণের প্রোটিন প্রবেশ করে মানুষের দেহে। যা বহু জেদি জীবাণুকে মেরে ফেলে।
জয়েন্ট পেইনেও দারুণ কাজ করে জোঁক থেরাপি। ব্যথার জায়গায় কিছুক্ষণ জোঁক রাখলে রক্ত সরবরাহের উন্নতি হয়!

আল্লাহ তায়ালা দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছেন,সব কিছুর মধ্যেই কোন না কোন গুণ দিয়েই সৃষ্টি করেছেন...

অন্তত জোঁকের কামড় খাওয়ার জন্য হলেও ঝরনা, ঝিরি কিংবা পাহাড়ে ভ্রমণ আবশ্যক 😁😁

[ তথ্য কালেক্টেড ]

😂😂😂🙏🙏🙏
06/09/2020

😂😂😂🙏🙏🙏

Best Trip to McLeodganj & Triund 19 December 2020 © Rajib Das dada 🇮🇳🇮🇳🇮🇳
06/09/2020

Best Trip to McLeodganj & Triund
19 December 2020

© Rajib Das dada 🇮🇳🇮🇳🇮🇳

অনেকেই আমাদের মধ্যে ছুটি ম্যানেজ করতে না পারায় আমাদের টাঙ্গুয়ার হাওর যাত্রায় যেতে পারেননি। এবার ডে ট্রিপের এর মধ্যেই ...
05/09/2020

অনেকেই আমাদের মধ্যে ছুটি ম্যানেজ করতে না পারায় আমাদের টাঙ্গুয়ার হাওর যাত্রায় যেতে পারেননি। এবার ডে ট্রিপের এর মধ্যেই থাকছে এমন কিছু সুযোগ, কোন ছুটি নিতে হচ্ছে না,, অল্প করে হলেও ঘোচানো যাবে মনের দুঃখ... বরিশাল পেয়ারা বাগান যাত্রায় আমরা যুক্ত করতে যাচ্ছি সাতলা বিলে ভ্রমণ। পুরো ভ্রমণটি হবে পানি পথে... তাই এক্সাইটমেন্ট হচ্ছে দ্বিগুণ... এখনো যারা কনফার্ম করেন নি খুব দ্রুত কনফার্ম করতে অনুরোধ করা হচ্ছে, কারণ আমরা আসন সংখ্যা সীমিত করে দিচ্ছি। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্দ হবে 😁😁

ইভেন্ট লিংক:
https://facebook.com/events/1031507627279143/

Bhimtal -City of LakeBhimtal,Uttarakhand January  - 2020
05/09/2020

Bhimtal -City of Lake
Bhimtal,Uttarakhand
January - 2020

05/09/2020

Moments of Sajek.....
(Collected)

শহুরে ক্লান্তিতে যখন জরাজীর্ণ, প্রাণ ভরে শ্বাস নেওয়ার জায়গা খুবই অপ্রতুল....কোথাও একটু মন খুলে শান্ত পরিবেশে থাকতে ইচ্...
05/09/2020

শহুরে ক্লান্তিতে যখন জরাজীর্ণ, প্রাণ ভরে শ্বাস নেওয়ার জায়গা খুবই অপ্রতুল....
কোথাও একটু মন খুলে শান্ত পরিবেশে থাকতে ইচ্ছে হচ্ছে, মনে হচ্ছে কিছুটা সময় শুধু নিজেকে বা নিজেদের দেই... ঠিক এই মূহূর্তটাকে ভেবে চলে যেতে পারেন আমাদের সাজেক এর আয়োজনে, উপভোগ করে আসতে পারেন মেঘের রাজ্যে পূর্ণিমা, সাথে ঘুরে আসবেন খাগড়াছড়ির অন্যান্য স্পট সমূহ...
ভোররাতে কিংবা সকালে মেঘের রাজ্য উপভোগ করতে আমরা থাকছি চাঁদের বাড়ি রিসোর্ট। খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে। আশা করি আমাদের সাথে যুক্ত হবেন। আসন সংখ্যা সীমিত তাই দ্রুত যোগাযোগ করতে হবে। সিঙ্গেল কিংবা কাপল উভয়ই আমাদের সাথে যুক্ত হতে পারবেন। ইভেন্ট লিঙ্ক প্রথম কমেন্টে....

আমার প্রান ধরিয়া মারো টান মনটা করে আনচানজোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়...
05/09/2020

আমার প্রান ধরিয়া মারো টান মনটা করে আনচান
জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়।।💙

A day with ICE 😍🇮🇳😍🇮🇳 Auli Top,    P.C Nazmus Shakib 🇧🇩
04/09/2020

A day with ICE 😍🇮🇳😍🇮🇳
Auli Top,
P.C Nazmus Shakib 🇧🇩

"Travel makes one modest, You see what a tiny place you occupy in the world” ~💙💚
04/09/2020

"Travel makes one modest, You see what a tiny place you occupy in the world” ~💙💚

Beautiful Tirthan Valley !!Sarchi Road !!July  2019 !! 🇮🇳
03/09/2020

Beautiful Tirthan Valley !!

Sarchi Road !!

July 2019 !! 🇮🇳

One place of three seasons 😃🇮🇳😃
03/09/2020

One place of three seasons 😃🇮🇳😃

"কে নেবে চল দূরে নিয়ে আমায়– বল কোথায়সেই চলে যাওয়া সে, রাঙ্গামুড়ি আজনবি?নেমেছিল ছড়ায়ে রঙ টাঙ্গুয়ার জলে গেলবারদোল খেতে খেত...
03/09/2020

"কে নেবে চল দূরে নিয়ে আমায়– বল কোথায়
সেই চলে যাওয়া সে, রাঙ্গামুড়ি আজনবি?
নেমেছিল ছড়ায়ে রঙ টাঙ্গুয়ার জলে গেলবার
দোল খেতে খেতে মৃদু হিল্লোলে অলিন্দ স্রোতে..."

কবিতা: টাঙ্গুয়ার হাওরে রাঙ্গামুড়ি
কবি: জামাল উদ্দিন আহমদ

Krang Suri falls, Meghalaya27 Oct,19 🇮🇳
03/09/2020

Krang Suri falls, Meghalaya
27 Oct,19 🇮🇳

"If there is magic on this planet, it is contained in water.”  💜
03/09/2020

"If there is magic on this planet, it is contained in water.” 💜

Framing the little heaven on earth "যাদুকাটা", recent exploring of the team on Tanguar Haor.Captured By: Hasib Ahmed Cho...
03/09/2020

Framing the little heaven on earth "যাদুকাটা", recent exploring of the team on Tanguar Haor.

Captured By: Hasib Ahmed Chowdhury ( admin | EOB)

এক্সপ্লোরার অফ বাংলাদেশ এর পক্ষ থেকে আপনাদের জানাই অনেক শুভকামনা। দীর্ঘ লকডাউনের পর আমাদের টুরিস্ট স্পট সমূহ আবার খুলতে ...
01/09/2020

এক্সপ্লোরার অফ বাংলাদেশ এর পক্ষ থেকে আপনাদের জানাই অনেক শুভকামনা। দীর্ঘ লকডাউনের পর আমাদের টুরিস্ট স্পট সমূহ আবার খুলতে শুরু করেছে। তাই এতদিনের বন্ধ মনকে একটু খোলা হাওয়ায় ঘুরিয়ে আনতে আমাদের পুরো সেপ্টেম্বর জুড়ে রয়েছে বেশকিছু আয়োজন। আপনার সময় এবং সুযোগ অনুযায়ী আমাদের সাথে জয়েন করতে পারেন।

আমাদের ফেসবুক পেজে লাইক এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন ভ্রমণ সংক্রান্ত যেকোন আপডেটের জন্য ও অন্যান্যদের সাথে নিজের অভিজ্ঞতা শেয়ারের জন্য। আমাদের গ্রুপ এবং পেজের লিঙ্ক নিচে:

ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/661587567899888/
ফেসবুক পেইজঃ https://www.facebook.com/TravelWithEOB/

নিচে আমাদের সকল আয়োজন এর বিস্তারিত লিঙ্ক দেওয়া হচ্ছে। লিংকে ক্লিক করে প্রত্যেক ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

১৮ ই সেপ্টেম্বর- ডে ট্রিপে ভাসমান পেয়ারা বাজার ভ্রমণ,
ইভেন্ট ফি: ২৫০০ টাকা
https://facebook.com/events/1031507627279143/

২৫ শে সেপ্টেম্বর- ডে ট্রিপে দামতুয়া ও ওয়াংপা ঝরনা অভিযান,
ইভেন্ট ফি: ৩৫০০ টাকা
https://facebook.com/events/686607988956492/

৩০ শে সেপ্টেম্বর- প্রভারণা পূর্ণিমা উপভোগে সাজেক ভ্রমণ,
ইভেন্ট ফি: ৫৫০০ টাকা/ কাপল ৬৫০০ জনপ্রতি
https://facebook.com/events/2768661013413151/

১ লা অক্টোবর- ভরা পূর্ণিমায় বগালেক এবং কেওকারাডং চূড়ায় ইওবি বাহিনী,
ইভেন্ট ফি : ৪৯০০ টাকা
https://facebook.com/events/2347161248925480/

দ্রুত তথ্য সংগ্রহের জন্য কল করুন:
০১৩০১২৮৩১০২ ( এডমিন, ইওবি )

আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ইভেন্ট সফল ভাবে সম্পন্ন হয়েছে। কিন্ত শনিবার অফিস থাকায় অনেকে আমাদের সাথে যেতে পারেন নাই। তাই...
31/08/2020

আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ইভেন্ট সফল ভাবে সম্পন্ন হয়েছে। কিন্ত শনিবার অফিস থাকায় অনেকে আমাদের সাথে যেতে পারেন নাই। তাই সবার কথা চিন্তা করে আমরা এ মাসে ২ টা ডে ট্রিপ আয়োজন করেছি। আসন সংখ্যা সীমিত তাই দ্রুত আপনার আসন নিশ্চিত করুন।

ইভেন্ট ১ঃ ডে ট্রিপ এ ভাসমান পেয়ারা বাজার ভ্রমণ

https://www.facebook.com/events/1031507627279143/

ইভেন্ট ২ঃ ডে ট্রিপ আ দামতুয়া ও ওয়াং পা ঝর্ণা অভিযান।

https://www.facebook.com/events/686607988956492/

আমাদের মধ্যে অনেকেই আছেন মোটর বাইকে টুর করতে পছন্দ করেন, বাইকে দলবদ্ধভাবে টুর করার সময়, একজন দলনেতা তার হাতের মাধ্যমে ব...
26/08/2020

আমাদের মধ্যে অনেকেই আছেন মোটর বাইকে টুর করতে পছন্দ করেন, বাইকে দলবদ্ধভাবে টুর করার সময়, একজন দলনেতা তার হাতের মাধ্যমে বিভিন্ন সংকেত দিয়ে গ্রুপটিকে নিয়ন্ত্রণ করতে পারে। সেই হাতের সংকেতের ভাষা ছবির মাধ্যমে জেনে নিন।

এটি Explorer of Bangladesh (EOB) এর একটি কমার্শিয়াল ইভেন্ট।ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/661587567899888...
23/08/2020

এটি Explorer of Bangladesh (EOB) এর একটি কমার্শিয়াল ইভেন্ট।

ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/661587567899888/
ফেসবুক পেইজঃ https://www.facebook.com/TravelWithEOB/

** ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ছেলে/ মেয়ে/কাপল সকলেই যেতে পারবে।

বর্ষায় হাওড় থাকে পানিতে পরিপূর্ণ আর সেই সাথে পূর্ণিমার চাঁদের আলোতে টাঙ্গুয়ার হাওড়ের সৌন্দর্য্যকে বাড়িয়ে বলার অপেক্ষা রাখে না। নীল দিগন্ত বিস্তৃত জলরাশি আর সীমান্তের উপারে মাথা উচু করে দাড়িয়ে থাকা পর্বত মালা। যেন এক ভূ-স্বর্গ,যা প্রতিটা মানুষকে মুগ্ধতায় ছুয়ে যায়।

২৮ এবং ২৯ তারিখের ছুটিকে কাজে লাগিয়ে চলুন ঘুরে আসি।

>> যাত্রার তারিখঃ ২৭ আগস্ট (রাত ১০ টায়)
>> ফেরার তারিখঃ ৩০ আগস্ট (সকাল ৬/৭ টায় ঢাকায়)

>> ভ্রমণের স্থান সমুহঃ
------------------------
- টাঙ্গুয়ার হাওড়
# ওয়াচ টাওয়ার
# ট্রলার থামিয়ে গোসল করা
# দিগন্ত জুড়ে জেগে উঠা মেঘালয়ের পাহাড়
- টেকেরঘাট
# শহীদ সিরাজ লেক/ নীলাদ্রি লেক
# বারিক্কাটিলা
# জাদুকাটা নদী
# শিমুলবাগান

>>ভ্রমন প্ল্যানঃ
----------------
# # ২৭/০৮/২০২০ (বৃহস্পতিবার)
রাত ১০.০০ টার বাসে ফকিরাপুল/ সায়েদাবাদ হতে যাত্রা শুরু।

# # ২৮/০৮/২০২০ (শুক্রবার)
সকালে সুনামগঞ্জ পৌঁছে বিখ্যাত পানশী হোটেলে ফ্রেশ হয়ে নাস্তা করব। নাস্তা শেষে সুনামগঞ্জ থেকে বাজার সদাই করে নৌকায় উঠবো । সারাদিন টাঙ্গুয়ার হাওড়ে লাফালাফি, ঘুরাঘুরি করবো।
বিকালে শহীদ সিরাজ লেকসহ আশেপাশের এলাকা ঘুরে দেখব। বাজারে হালকা চা-নাস্তা করব। ট্রলারে রাতে গান-আড্ডায় কেটে যাবে। ট্রলারেই হবে রাত্রী যাপন।

# # ২৯/০৮/২০২০ (শনিবার)
সকালের আলোয় নীলাদ্রির সৌন্দর্য অবলোকন করার জন্য যাত্রা শুরু। নীলাদ্রি, লাকমা ছড়া দেখে নৌকায় বিশ্রাম গ্রহণ। দুপুরের খাবার শেষে বারিক্কা টিলার দিকে রওনা দিব । বারিক্কা টিলা দেখা শেষে যাদুকাটা নদীর নীলাভ পানিতে গোসল করা । গোসল শেষে সুনামগঞ্জ শহরের দিকে যাত্রা শুরু করব। রাতে হোটেলে ফ্রেশ হয়ে রাতের খাবার গ্রহণ শেষে ঢাকার দিকে রওনা হবো।

# # # ৩০ আগস্ট (রবিবার)
সকাল আনুমানিক ৬.০০ টায় ঢাকায় পৌঁছাবো ।

#আমাদের_ভাড়াকৃত_নৌকার_বিশেষত্ব:
> কাঠের এই নৌকার ছাদেও স্টীলের পরিবর্তে দুটো স্তরে কাঠ ও বাঁশ ব্যবহারের ফলে নৌকার ভেতরে অন্য নৌকার তুলনায় কম গরম অনুভূত হবে।
> নৌকাটি আকারে বড় (৬৩.৫ x১২ ফিট) হবার ফলে অন্তত ১৬ জন মানুষ অনায়াসে ঘুমোতে পারবে।
> নৌকায় পুরুষ ও নারীদের জন্য দুটো ২ আলাদা শৌচাগারের দুটোতেই রেয়েছে হাই কমোড, পুশ শাওয়ার। শৌচাগারের ছাদের উচ্চতা বেশি বলে হামাগুড়ি দেয়ার প্রয়োজন হবে না।
> জামা কাপড় বদলের জন্য আলাদা স্থ…
> একসাথে ৪ টি পাওয়ার ব্যাংক চার্জ দেবার ব্যবস্থা
> নিরাপত্তার জন্য ২ টি বয়া। তাছাড়া কারো আলাদা করে লাইফ জ্যাকেট ভাড়া করার কোন প্রয়োজন নেই, কারণ তা আমরাই দেবো।
> হাত ধোয়ার জন্য বেসিন।
> ৩০০ লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক, তবে শৌচাগার ও বেসিনে ব্যবহারের জন্য। এই পানি হাওড় থেকেই উত্তোলন করা হবে
>পানি থেকে সহজে নৌকায় ওঠার জন্য আলাদা মই
> রুচিশীল নকশা ও রঙ

#খরচের_ভেতর_থাকছে_নাঃ
>হাওড় বা শহীদ সিরাজ লেকে ঘোরার জন্য ছোট নৌকার ভাড়া
> সুনামগঞ্জ শহরে ঘোরার খরচ
> কোন রকম হোটেল রুম
>ব্যাক্তিগত কোন খরচ

>> #ভ্রমণের_খরচঃ ৫০০০/- টাকা প্রতি জন।
---------------------------

#টাকা_জমা_দেবার_শেষ_তারিখঃ ২১ আগস্ট, ২০২০

#টিম_সাইজঃ ১৮ জন।

#টাকা_জমা_দেবার_নিয়মঃ
-------------------------------------
আমাদের সাথে যাবার জন্য ৩০৬০ টাকা bKash করতে হবে। চাইলে দেখা করেও দিতে পারেন।
* টাকা সম্পূর্নভাবে অফেরতযোগ্য

#বিকাশ_নাম্বারঃ (পারসোনাল)

০১৭০৩৯৯৯৫৫১ (হাসিব)

#ব্যাংকঃ ব্যাংক একাউন্টেও টাকা জমা দিতে পারেন।
Bank Name: Dutch-Bangla Bank Limited
Branch Name: Pallabi Branch, Dhaka.
Account Name: Hasib Ahmed
Account Number: 2111510288892

bKash করেই সাথে সাথে 01301283102 (Hasib)নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা সামনা-সামনিও দেখা করে টাকা দিতে পারেন। যেকোন অনাকংক্ষিত ভুল বোঝাবুঝি এড়ানোর জন্যেই এটা জরুরী।
*** বুকিং মানি ছাড়া মৌখিক কনফার্ম করা সম্ভব না। বাদ বাকি টাকা ইভেন্টের দিন কালেক্ট করা হবে।

>> যা থাকবেঃ
-------------------
# ঢাকা- সুনামগঞ্জ -ঢাকা বাসের টিকেট
# সুনামগঞ্জ টু সুনামগঞ্জ রিজার্ভ নৌকা (২ দিনের)
# ৬ বেলা খাবার
এটি রিলাক্সিং ট্যুর। ট্যুরের সবার সাথে মানিয়ে চলতে পারবে এবং চ্যালেঞ্জ নিতে সক্ষম এমন হতে হবে।

# ট্রলারে রাত্রি যাপন করা হবে সেখেত্রে থাকায় একটু সমস্যা হতে পারে। এইটুকু কষ্ট মেনে নিয়ে ট্যুর কনফার্ম করবেন। আর যদি ট্রলারে না থাকতে চান তাহলে আপনার জন্য রুমের ব্যবস্থা করা হবে যার চার্জ আপনাকে বহন করতে হবে।
- টয়লেটের ব্যবস্থা ট্রলারেই থাকবে

যা থাকবে নাঃ
-------------------
- ব্যক্তিগত মেডিসিন ও ব্যক্তিগত খরচ।
- যাত্রা পথে ও যাত্রা বিরতিতে কোন খাবার দেয়া হবে না।
- লাকমা ছরায় যাওয়ার বাইক এর খরচ
*** এই ট্রিপের কিছু বিষয়, ট্রিপ কনফার্ম করার আগে যেগুলো অবশ্যই জানতে হবেঃ
- এই ট্রিপে খাবার রান্না হবে নৌকায়, নৌকার ছাদে বসেই সবাই একসাথে মিলে মিশে খাবো।
- রান্না বান্না এবং পরিবেশন এর জন্য লোক থাকবে, তবে আমরা যারা এই কাজে পারদর্শী এবং আগ্রহী,তারা যে কোন সহায়তা করবো।
- নৌকায় থাকা ব্যাপারটা পুরোটাই ফিলের উপর নির্ভর করে। এমনিতে নৌকায় থাকা অবশ্যই কষ্টের, সেটি বিবেচনায় রাখবেন।

#যা_যা_নিতে_হবেঃ
# জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (২কপি)
# হাল্কা পাতলা, সহজে শুকিয়ে যায় এমন ৩-৪ সেট জামা কাপড়
# ভিজলেও সমস্যা নেই এমন স্যান্ডেল
# সান্সক্রিন
# টুথপেস্ট, ব্রাশ
# তোয়ালে না নিয়ে গামছা
# পাওয়ার ব্যাঙ্ক, টর্চ লাইট
# ছাতা/ রেইনকোট
# খেজুর, ম্যাংগো বার, বিস্কুট জাতীয় হাল্কা খাবার
# ব্যক্তিগত ওষুধপত্র (ওডোমোস, নাপা এক্সট্রা, ফ্লেক্সি, গ্যাস্ট্রিকের ট্যাবলেট ইত্যাদি)
# ভেজা জামা কাপড় নেয়ার পলিব্যাগ (২-৩টি)

#বিকাশ_নাম্বার
০১৭০৩-৯৯৯৫৫১ (পার্সোনাল)

ট্যুর সংক্রান্ত আরও জানার প্রয়োজনে যোগাযোগ -
০১৩০১২৮৩১০২ (হাসিব)
০১৭১১১১৫৮৯৯ (আবির)

21/08/2020

টাঙ্গুয়ার হাওর - এক অপরুপ সৌন্দর্যের নাম। দৃষ্টি বিস্তৃত নীল জলরাশি আর দুরের পাহাড় সব মন কে কেড়ে নেয়। আমাদের ভাবুক মন যেন আরও হারিয়ে যায়।

আমাদের আর কিছু সংখ্যক আসন বাকি আছে, তাই খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। আমাদের টুর ফিমেল ফ্রেন্ডলি তাই নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।

আমরা যাচ্ছি ২৮ এবং ২৯ তারিখের ছুটিকে কাজে লাগিয়ে। রওনা দেব ২৭ তারিখের রাতে এবং ফিরব ৩০ তারিখ খুব সকালে।

বিস্তারিত জানুন নিচের লিঙ্ক এ-

https://www.facebook.com/events/305044294254140/

যোগাযোগ ঃ ০১৩০১২৮৩১০২

সিনেমাটোগ্রাফি - Jubayer Talukder

দীর্ঘদিন বাসায় বসে চার দেয়ালের মাঝে থেকে যখন নিঃশ্বাস ভারী, সেই সময়ে নিজেকে একটু খোলা হাওয়ায় নিয়ে যেতে ঘুরে আসতে প...
17/08/2020

দীর্ঘদিন বাসায় বসে চার দেয়ালের মাঝে থেকে যখন নিঃশ্বাস ভারী, সেই সময়ে নিজেকে একটু খোলা হাওয়ায় নিয়ে যেতে ঘুরে আসতে পারেন আমাদের সাথে টাঙ্গুয়ার হাওর। ২৮ এবং ২৯ তারিখের ছুটি কে কাজে লাগিয়ে বেরিয়ে পড়তে পারেন, নিতে হবে না কোনো এক্সট্রা ছুটি। ছেলে, মেয়ে কিংবা কাপল সকলেই আমাদের সাথে যোগ দিতে পারেন। এটি একটি সম্পূর্ণ রিলাক্স টুর। আমরা স্বাস্থ্যবিধি মেনে সকল আয়োজন করব।
আমাদের এই ট্যুরে থাকছে বেশকিছু সারপ্রাইজ, সাথে প্রকৃতির পক্ষ থেকে হাওরের বুকে জোছনার আলো বোনাস।
ভ্রমণ খরচ: ৫০০০ টাকা জনপ্রতি.
বিস্তারিত জানতে নিচের ইভেন্ট লিংক দেখতে পারেন-
https://facebook.com/events/s/639869583308824/
অথবা যোগাযোগ করুন ০১৩০১২৮৩১০২ এই নম্বরে।

বগাকাইন লেক বা বগালেক (Bogalake) বান্দরবান জেলার রুমা উপজেলা থেকে ১৭ কিলোমিটার দূরে কেওক্রাডং পাহাড়ের কোল ঘেসে সমুদ্রপৃষ...
17/08/2020

বগাকাইন লেক বা বগালেক (Bogalake) বান্দরবান জেলার রুমা উপজেলা থেকে ১৭ কিলোমিটার দূরে কেওক্রাডং পাহাড়ের কোল ঘেসে সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ১২০০ ফুট উচ্চতায় ২০০০ বছর আগে প্রাকৃতিক ভাবে সৃষ্ট এক হ্রদ। ভূ-তত্ত্ববিদগনের মতে এটি মৃত কোন আগ্নেয়গিরির জ্বালামুখ অথবা উল্কাপিণ্ডের পতনের ফলে এই লেক তৈরী হয়েছে। বগালেক অনেকের কাছে ড্রাগন লেক বলে পরিচিত। সকাল, সন্ধ্যা কিংবা রাতে রূপের ভিন্ন ভিন্ন শোভায় মোহিত হয় এখানে আসা পর্যটকরা। যাত্রাপথের সমস্ত ক্লান্তি এক নিমিষেই দূর করে দেয় লেকে শান্ত শীতল জল। পাহাড়ের কোলে প্রায় ১৫ একর জায়গা জুড়ে আকাশ, পাহাড় আর নীল জলের পসরা সাজিয়ে বগালেক তাই পর্যটকদের কাছে হয়ে উঠেছে অনন্য।

ছবি: ছোঁয়া তাবাসসুম (মডারেটর, এক্সপ্লোরার অফ বাংলাদেশ)

দীর্ঘদিন বাসায় বসে চার দেয়ালের মাঝে থেকে যখন নিঃশ্বাস ভারী, সেই সময়ে নিজেকে একটু খোলা হাওয়ায় নিয়ে যেতে ঘুরে আসতে প...
14/08/2020

দীর্ঘদিন বাসায় বসে চার দেয়ালের মাঝে থেকে যখন নিঃশ্বাস ভারী, সেই সময়ে নিজেকে একটু খোলা হাওয়ায় নিয়ে যেতে ঘুরে আসতে পারেন আমাদের সাথে টাঙ্গুয়ার হাওর। ২৮ এবং ২৯ তারিখের ছুটি কে কাজে লাগিয়ে বেরিয়ে পড়তে পারেন, নিতে হবে না কোনো এক্সট্রা ছুটি। ছেলে, মেয়ে কিংবা কাপল সকলেই আমাদের সাথে যোগ দিতে পারেন। এটি একটি সম্পূর্ণ রিলাক্স টুর। আমরা স্বাস্থ্যবিধি মেনে সকল আয়োজন করব।
ভ্রমণ খরচ: ৫০০০ টাকা জনপ্রতি.
বিস্তারিত জানতে নিচের ইভেন্ট লিংক দেখতে পারেন-
https://facebook.com/events/s/639869583308824/
অথবা যোগাযোগ করুন ০১৩০১২৮৩১০২ এই নম্বরে।

অপরূপ সুন্দর মহামায়া লেক...😍ছবি: হাসিব আহমেদ চৌধুরি (এডমিন, এক্সপ্লোরার অফ বাংলাদেশ)
14/08/2020

অপরূপ সুন্দর মহামায়া লেক...😍

ছবি: হাসিব আহমেদ চৌধুরি (এডমিন, এক্সপ্লোরার অফ বাংলাদেশ)

এমন সুন্দর ভ্রমণে অনেক কিছু হয় অর্জিত,আনন্দ আর উল্লাসে বিষণ্নতা হয় বর্জিত ।ছবি: ছোঁয়া তাবাসসুম (মডারেটর, এক্সপ্লোরার অফ...
13/08/2020

এমন সুন্দর ভ্রমণে অনেক কিছু হয় অর্জিত,
আনন্দ আর উল্লাসে বিষণ্নতা হয় বর্জিত ।

ছবি: ছোঁয়া তাবাসসুম (মডারেটর, এক্সপ্লোরার অফ বাংলাদেশ)

ইনানী বীচ, কক্সবাজার
13/08/2020

ইনানী বীচ, কক্সবাজার

Address

Kazipara

Telephone

+8801301283102

Website

Alerts

Be the first to know and let us send you an email when Explorer of Bangladesh - EOB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Companies in Kazipara

Show All