Travel With Sharif

Travel With Sharif One of the tour planner of the world

আপনি পক্ষ, বিপক্ষ, নিরপেক্ষ যাই হোন না কেনো, এই মানুষ টা কে নিয়ে অশ্রদ্ধা করতে পারেন না, যারা বঙ্গবন্ধুকে গালি দিচ্ছেন ম...
08/06/2024

আপনি পক্ষ, বিপক্ষ, নিরপেক্ষ যাই হোন না কেনো, এই মানুষ টা কে নিয়ে অশ্রদ্ধা করতে পারেন না, যারা বঙ্গবন্ধুকে গালি দিচ্ছেন ম্যুরাল ভেঙে ফেলছে বা নানান ভাবে হেয় করছেন বিশ্বাস করেন উনি ছাড়া যে বাংলাদেশে দাঁড়িয়ে আমরা স্লোগান দিচ্ছি সেই বাংলাদেশটাই আমরা পেতাম না।এই মানুষটা তার জীবনের অশিকাংশ সময় জেলে কাটিয়েছে একটা স্বাধীন বাংলাদেশের জন্যে।বাংলাদেশকে ভালোবাসতে হলে দলমত নির্বিশেষে বঙ্গবন্ধুকে ভালোবাসতেই হবে।আজ উনাকে নিয়ে হাসি তামাশা করবেন, ভবিষ্যৎ প্রজন্ম আজকের শহীদদের নিয়ে হাসি তামাশা করবে, আমরা কৃতজ্ঞ হতে শিখি, ভবিষ্যৎ প্রজন্মকেও শেখাই।
- বঙ্গবন্ধু একটি নক্ষত্রের নাম, যার ঋন অসীম।
বিনম্র শ্রদ্ধা ❣️

নামাজ পড়তে বের হয়ে শহীদরাজধানী ঢাকার আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের মসজিদে আসরের নামাজ পড়তে লালবাগের আমলিগোলার বাসা থ...
07/30/2024

নামাজ পড়তে বের হয়ে শহীদ

রাজধানী ঢাকার আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের মসজিদে আসরের নামাজ পড়তে লালবাগের আমলিগোলার বাসা থেকে বের হয়েছিলেন খালিদ হাসান সাইফুল্লাহ। ধানমণ্ডির আইডিয়াল কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

ঘটনার দিন ১৮ই জুলাই, বৃহস্পতিবার। বিকেল সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে নামাজ শেষ করে বাসায় ফিরছিলেন তিনি।

আন্দোলনকারীদের ধাওয়া করে সেই সময় পুলিশও কোয়ার্টারে ঢুকে পড়ে। তারা এ সময় গুলি করে বলে স্থানীয় বাসিন্দারা বলেছেন।

শহীদ খালিদের বাবা কামরুল হাসান বিবিসি বাংলাকে বলেন, “মাকে বলে যায় মসজিদে আসরের নামাজ পড়তে যাচ্ছি। রাতে এগারোটায় চেম্বার শেষ করে বাসায় আসার পর ওর মা বলে নামাজ শেষ করে এখনও বাসায় ফেরে নি সাইফুল্লাহ।”

“আমি ওর মোবাইলে ফোন করি। অপরিচিত একজন ফোন ধরে আমাকে আমলিগোলা মক্কা হোটেলের সামনে যেতে বলে। সেখানে গেলে ছেলের মোবাইল হাতে দেয় আমাকে। এমন কী আমার ছেলের নামও ওরা জানত না। ওরা আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।”

পরে তাকে মর্গে নিয়ে যাওয়া হয়, যেখানে অনেকগুলো একই বয়সী ছেলের লাশ দেখতে পান তিনি। সেখানেই নিজের ছেলের দেহ শনাক্ত করেন মি. হাসান।

শটগানের অন্তত ৭১টি ছররা গুলির চিহ্ন ছিল খালিদের শরীরে।

“অনেকগুলো লাশ একই বয়সের। ১৬ থেকে ১৮ বছরের অনেকগুলা লাশ। আমার ধারণা প্রায় ১৮/১৯টা লাশ ছিল ছোট্ট একটা রুমে গাদাগাদি করে। একপাশে ওর লাশটাকে খুঁজে পেলাম। ছেলের গায়ে খয়েরি পাঞ্জাবি ও সাদা পায়জামা পরা ছিল। টুপি ছিল, কেউ খুলে নেয়নি”, বলেন মি. হাসান।

পরে ডেথ সার্টিফিকেট দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় বিষয়টি অবহিত করতে পরামর্শ দেয় খালিদের বাবাকে। কারণ পুলিশি ক্লিয়ারেন্স ছাড়া ময়না তদন্ত করে না হাসপাতাল কর্তৃপক্ষ।

লালবাগ থানা থেকে এই ক্লিয়ারেন্স পেতে বৃহস্পতিবার গভীর রাত আড়াইটায় সেখানে যান মি. হাসান। শুধু পুলিশি এই ক্লিয়ারেন্স পেতেই প্রায় তিন দিন সময় লেগেছে।

একই সাথে চরম ভোগান্তিও পোহাতে হয়েছে নিহতের পরিবারকে। থানা থেকে অসহযোগিতার অভিযোগ করেন মি. হাসান।

বিবিসি বাংলাকে তিনি বলেন, “তারা ওই তিন দিনে বারবারই বলে হাসপাতালে লোক পাঠাচ্ছি। কিন্তু তারা কাউকে পাঠায় নাই। হাসপাতাল বলে ওনারা না আসলে হবে না। এরকম করে শুধু ১৯ তারিখই থানা টু মর্গ, মর্গ টু থানা আট/দশবার যাওয়া আসা করি!”

সবশেষ রোববার ময়না তদন্ত শেষ করে বিকাল সাড়ে চারটায় খালিদের লাশ দেওয়া হয় বলে জানান মি. হাসান। পরে ফরিদপুরে গ্রামের বাড়িতে দাফন করা হয় খালিদকে।

তিনি বলেন, “কোনও বিক্ষোভে যায় নাই আমার ছেলে। নামাজ পড়তে গিয়ে লাশ হয়।”

07/25/2024
মন্ট্রিয়েল একসময় ফ্রান্সের অধিনে ছিলো এরপর এর দ্বায়িত্ব নেয় ব্রিটিশ, আর এখন কানাডার অধিনে। ভ্যানকুভার এর একটা সিটি, অত্য...
07/12/2024

মন্ট্রিয়েল একসময় ফ্রান্সের অধিনে ছিলো এরপর এর দ্বায়িত্ব নেয় ব্রিটিশ, আর এখন কানাডার অধিনে। ভ্যানকুভার এর একটা সিটি, অত্যন্ত পুরাতন এই শহরে খুজে পাবেন ২০০ বছর আগের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার ছোয়া!

কানাডার তাপমাত্রা এখন বাংলাদেশেরই প্রতিচ্ছবি, ৩০ ডিগ্রি প্লাস হয়ে গেছে...এই তাপ থেকে বাচার জন্য কি করা যেতে পারে বলুন তো...
06/23/2024

কানাডার তাপমাত্রা এখন বাংলাদেশেরই প্রতিচ্ছবি, ৩০ ডিগ্রি প্লাস হয়ে গেছে...এই তাপ থেকে বাচার জন্য কি করা যেতে পারে বলুন তো??

এদেশের মানুষ কতটা অসহায় অবস্থায় আছে তা এই ছবিটা দেখলেই বুঝা যায় 😪😪😪😪
06/09/2024

এদেশের মানুষ কতটা অসহায় অবস্থায় আছে তা এই ছবিটা দেখলেই বুঝা যায় 😪😪😪😪

05/28/2024
যারা নতুন আসছেন কানাডায় আপনার আশেপাশের যে কোনো ডেন্টিস থেকে আপনার দাত এর ট্রিটমেন্ট করিয়ে নিন একদম ফ্রী। ২০০০ডলার পর্যন্...
05/01/2024

যারা নতুন আসছেন কানাডায় আপনার আশেপাশের যে কোনো ডেন্টিস থেকে আপনার দাত এর ট্রিটমেন্ট করিয়ে নিন একদম ফ্রী। ২০০০ডলার পর্যন্ত আপনার ট্রিটমেন্ট কাভারেজ দিবে আপনার হেলথ ইন্সুইরেন্স। আজকে এমন একটা ডেন্টাল ক্লিনিক এর সাথে পরিচয় করিয়ে দিবো।
ডেন্টাল হেলথ ক্লিনিক
ফেয়ারভিও মল, শেপারড এভিনিউ

04/28/2024

Weakened tour in Toronto!

এক ব্যাক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যু হল সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল, উনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উ...
04/24/2024

এক ব্যাক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যু হল সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল,

উনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে ওকে নিয়েই কেটে যাবে।

ছেলে যখন বয়স্ক হল ছেলেকে সব ব্যাবসা বুঝিয়ে দিয়ে কখনও নিজের আর কখনও বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন।
ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন।

তখন পুরো বাসাতে বৌমার অধিকারে দিয়ে দিলেন।
ছেলের বিয়ের এক বছর পরে উনি দুপুরে খাবার খাচ্ছিলেন ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল।

ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইল আর বৌ জবাব দিল আজকে ঘরে দই নেই!
খাবার খেয়ে বাবা বাহিরে হাটতে চলে গেল।

কিছু পরে ছেলে তার বৌয়ের সাথে খাবার খেতে বসল।
খাবারে পাত্র ভরে দই ছিল ছেলে কোন প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিস চলে গেল।

কিছু দিন পর ছেলে নিজের বাবাকে বললেন ---"আজ আপনাকে কোর্টে যেতে হবে আর আজ আপনার বিবাহ হচ্ছে "।

পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখল আর বললেন "বাবা! আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তোমাকে এত স্নেহ দিই যে তোমারও মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন??
ছেলে বলল "বাবা, না আমি নিজের জন্য মা আনছি, না নিজের স্ত্রীর জন্য শ্বাশুড়ি আনছি!

আমি তো কেবল আপনার জন্য দই এর ব্যাবস্থা করছি! কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকব আর আপনার অফিসের এক কর্মচারীর মত বেতন নেব যাতে আপনার বৌমা জানতে পারে দই এর দাম কত।

মা-বাবা আমাদের জন্যে ATM কার্ড হতে পারেন
কিন্তু তারা আমাদের দয়ায় না বরং আমরা তাদের দয়ায় বেঁচে থাকি।
________
বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা-মা
গড়ে উঠুক প্রতি ঘরে এরকম আদর্শ।


🪺🌿🍁☘️🍂🍀©️🍀🍂☘️🍁🌿🪺

সাকিব প্লেয়ার থেকে ব্যবসায়ী হয়েছে।দু হাতে টাকা কামিয়েছে , টাকার পাহাড় বানানোর পর সে নেতা হয়েছে।মাশরাফি প্লেয়ার থেকে এমপি...
04/18/2024

সাকিব প্লেয়ার থেকে ব্যবসায়ী হয়েছে।

দু হাতে টাকা কামিয়েছে , টাকার পাহাড় বানানোর পর সে নেতা হয়েছে।

মাশরাফি প্লেয়ার থেকে এমপি হয়েছে ,এখন নাকি হুইপ হয়েছে।

এরা দু জন ছোট বেলা থেকেই বড় হবার স্বপ্ন দেখেছে।

মেট্রিক পাশ নেতার পিছনে ছুটে নাই। যদি ছুটতো তাহলে আজকে এমপি হত না। এলাকার ছ্যাচড়া মেম্বার হত পারতো কিনা তাও সন্দেহ।

আর ব্যারিস্টার সুমন আগে লন্ডনে গেছে, পড়াশোনা করেছে,ব্যারিস্টার হয়েছে,এলাকার জন্য কাজ করেছে।

সে রানিং এমপিরে নাকানি চুবানি খাওয়াইছে গত ইলেকশনে।

আর তুমি বাপের খেয়ে বাপের পড়ে, সাত বার মেট্রিক ফেইল নেতার পা চাট।

বাপ মার খবর নাই , আবার ফেইসবুকে পোস্ট দাও - প্রিয় অভিভাবক।

প্রিয় অভিভাবকদের জন্যই একদিন এলাকার মেম্বারও হইতে পারবে না। আজীবন ছ্যাচড়ামি করে খাইতে হবে।

সিএনজি স্টেশনের চাঁদা তুলে খাওয়া লাগবে।
অটোরিকশা থেকে চাঁদা তুলে খেতে হবে।
আর মানুষের অভিশাপ কামাবে।

বলদামি না করে লেখাপড়া কর , ব্যবসা কর, বিদেশ যাও।

লাগলে গরু পাল, মুরগির খামার করো।

তাও নেতার পা চাটা বন্ধ কর।

নিজে বড় হলে নেতা তোমার পায়ের সামনে এসে বসে থাকবে।

~ সংগৃহীত

04/16/2024

যোগাযোগ ব্যাবস্থায় আমাদের থেকে ১০০বছর এগিয়ে আছে কানাডা। তার একটা প্রমাণ দিবো আজকের ভিডিও তে!!!

04/13/2024

Scarborough এলাকায় পানি সাপ্লাই এর পাশেই এই বিচ অবস্থিত।

So much upset for all new comers....!
04/05/2024

So much upset for all new comers....!

04/01/2024

G2 Live class | যারা জি২ প্রিপারেসন নিতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা!

Canada work permit details... how to get canada work permit visa...!
03/30/2024

Canada work permit details... how to get canada work permit visa...!

03/29/2024

কানাডা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সহজ উপায়! বিস্তারিত জানতে সাথেই থাকুন। Live Class...

How to get Canada Driving License!

🇨🇦  কানাডা অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা সীমা নির্ধারণ করবে, কানাডার ইমিগ্রেশন ইতিহাসে এটি প্রথমবারের মতো করা হচ্ছে।   🇨🇦 ...
03/22/2024

🇨🇦 কানাডা অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা সীমা নির্ধারণ করবে, কানাডার ইমিগ্রেশন ইতিহাসে এটি প্রথমবারের মতো করা হচ্ছে।
🇨🇦 অস্থায়ী বাসিন্দা (student / worker ) জনসংখ্যা ১৯% কমানোর পরিকল্পনা।
🇨🇦 LMIA ওয়ার্ক পারমিট এর মেয়াদ ১২ মাস থেকে কমিয়ে ০৬ মাস করা হবে।

খবর সূত্র: Global News এবং CBC News .
খবর প্রকাশ: ২১ শে মার্চ , ২০২৪
-----------------------------------------
গতবছর ডিসেম্বর থেকেই বিভিন্ন দফায় কানাডার ইমিগ্রেশন মন্ত্রনালয় student দের নিয়ম / সুযোগ সুবিধার উপরে করাত , চাপাতি , রামদা চালিয়ে আসছে। আমি আমার দু'একটি লেখায় উল্লেখ করেছিলাম যে, এই পরের কোপ আসবে Worker / LMIA এবং রিফিউজি / এসাইলাম এর উপরে। এই কথা বলায় আমাকে অনেকেই গালমন্দ করেছেন। এইবার পারলে একটু সরকারকে গালমন্দ করে দেখান। তাহলেই বুঝবো আপনারা এক বাপের বেটা / বেটি, খালি আমার মতন দূর্বলের উপরে চোটপাট করেন না , সরকারকেও বলতে পারেন।

🎯 ২০২৩ সালের হিসাবে, কানাডায় ২.৫ মিলিয়ন অস্থায়ী বাসিন্দা ছিল, যারা কিনা কানাডার সমগ্র জনসংখ্যার ৬.২ শতাংশ। আগামী তিন বছরে, সরকার সেই সংখ্যাকে পাঁচ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করছে। এর অর্থ প্রায় ১৯ শতাংশের অস্থায়ী বাসিন্দা জনসংখ্যা হ্রাস পাবে। কর্মসংস্থান মন্ত্রী বলেছেন যে, ১লা মে ২০২৪ থেকে, সরকার নির্দিষ্ট সেক্টরে এমপ্লয়ারদেরকে নিয়োগের অনুমতি দেওয়া অস্থায়ী বিদেশী কর্মীদের পরিমাণ কমাবে, বেশিরভাগ সেক্টরের জন্য ক্যাপ কমিয়ে ২০ শতাংশ করা হবে। নির্মাণ ও স্বাস্থ্যসেবা খাতগুলিকে প্রোগ্রামের মাধ্যমে তাদের ৩০ শতাংশ পর্যন্ত কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হবে। কৃষি, মাছ ধরা এবং পর্যটনের মতো মৌসুমী শিল্পগুলিকে তাদের শীর্ষ মৌসুমে এই ক্যাপ থেকে ছাড় দেওয়া হয়।

🎯 এখন থেকে নতুন LMIA এক বছরের ভ্যালিডিটির পরিবর্তে শুধুমাত্র ছয় মাসের জন্য ভ্যালিডিটি দেয়া হবে। সরকার এমপ্লয়ারদের উপর আরও কঠোর আইন প্রয়োগ করবে , এমপ্লয়ারদেরকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তারা কোনো ভাবেই কোনো কানাডিয়ান সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট কে হায়ার করতে পারেনি তাই তারা বাইরে থেকে হায়ার করতে চাচ্ছে। এই কড়া নজরদারিতে রিফুইজি ক্লেইম করে যারা বৈধ ওয়ার্ক পার্মিট পেয়েছে তাদেরকেও সামিল করা হবে। তার মানে , যারা এই রিফিউজি ক্লেইম করে ওয়ার্ক পার্মিট পেয়ে খুশিতে বগল বাজাচ্ছেন তাদেরকেও এইবার চিমটা দিয়ে ধরার পরিকল্পনা করেছে সরকার।

জানি আবারও একদল আদম-হাওয়ার বংশধর আমাকে এই পোস্টে গালি গালাজ করতে আসবেন। আমি খবরের সূত্র (কানাডার বৃহত্তম দুইটি জাতীয় দৈনিক পত্রিকা) দিয়ে দিয়েছি উপরেই , তাই দয়া করে তাদেরকেই যা বলার বলতে পারেন , আমি তো শুধু বাংলায় তর্জমা করেছি মাত্র। ভালো থাকবেন। ধনবাদ। 😊

© Md Siddiqur Rahman, RCIC-IRB
Authorized representative for
Immigration, Refugees and Citizenship Canada (IRCC)
and The Immigration and Refugee Board of Canada (IRB)

কানাডা ও অন্যান্য ভ্রমন বিষয়ক আমার ইউটিউব চ্যানেলে সাবস্কাইব করে আপডেট ইনফরমেশন জানতে পারবেন।
03/22/2024

কানাডা ও অন্যান্য ভ্রমন বিষয়ক আমার ইউটিউব চ্যানেলে সাবস্কাইব করে আপডেট ইনফরমেশন জানতে পারবেন।

Canada Visa related some general question and answer!

বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনগুলো?জাতিসংঘ থেকে প্রকাশিত এই র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে সুখী দেশ কোনগুলো জেনে নিন।১। ফিনল্যান্ড২। ...
03/22/2024

বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনগুলো?
জাতিসংঘ থেকে প্রকাশিত এই র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে সুখী দেশ কোনগুলো জেনে নিন।
১। ফিনল্যান্ড
২। ডেনমার্ক
৩। আইসল্যান্ড
৪। সুইডেন
৫। ইসরায়েল
৬। নেদারল্যান্ডস
৭। নরওয়ে
৮। লুক্সেমবার্গ
৯। সুইজারল্যান্ড
১০। অস্ট্রেলিয়া
১১। নিউজিল্যান্ড
১২। কোস্টারিকা
১৩। কুয়েত
১৪। অস্ট্রিয়া
১৫। কানাডা
১৬। বেলজিয়াম
১৭। আয়ারল্যান্ড
১৮। চেক প্রজাতন্ত্র
১৯। লিথুয়ানিয়া
২০। যুক্তরাজ্য

এই তালিকায় অবস্থান করছে এরকম ০৬টি দেশ নিয়ে আমরা বর্তমানে কাজ করছি ফিনল্যান্ড, সুইডেন, চেক ,ইউকে, কানাডা এবং লিথুনিয়া। লিথুনিয়া ছাড়া বাকি দেশগুলোর কাজ ব্যাপক আকারে বাংলাদেশের এজেন্সি গুলো করে না সেই কারণে আপনার এগুলোর নাম শুনতে পান না। তবে পাশের দেশ ইন্ডিয়া নেপাল এবং শ্রীলঙ্কায় খবর নিলে দেখবেন সেখানে প্রচুর এজেন্সি কাজ করছে এবং তারা দল বেধে যাচ্ছে। যারা এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না কোথায় আবেদন করবেন তাদের জন্য এটা সহায়ক হতে পারে। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

🇨🇦🇨🇦🇨🇦 বৈধভাবে স্থায়ীভাবে কানাডায় বসবাসের যত প্রকার উপায় আছে তা জেনে নিন....কানাডা তিন বছরে ১২ লাখ অভিবাসী নেবেIMMIGRATI...
03/22/2024

🇨🇦🇨🇦🇨🇦 বৈধভাবে স্থায়ীভাবে কানাডায় বসবাসের যত প্রকার উপায় আছে তা জেনে নিন....

কানাডা তিন বছরে ১২ লাখ অভিবাসী নেবে

IMMIGRATION LEVEL PLAN 2024 – 2026 YEAR

CANADA AIMS TO WELCOME

4 LAC 51 THOUSANDS APPLICANTS IN 2024
5 LAC APPLICANTS IN 2025
5 LAC APPLICANTS IN 2026

আসুন এক নজরে দেখে নেই 2024 সালের কানাডায় স্থায়ী বসবাসের জন্য যে প্রোগ্রামগুলো বা প্রভিন্সগুলো রয়েছে , তাদের আবেদন প্রক্রিয়ার অবস্থা এখন কি অবস্থায় আছে।

Express Entry (EE)

বিগত আমলে আমরা সবাই জানি এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করে পার্মানেন্ট রেসিডনেসি পাওয়া খুবই অসম্ভবের মতো ছিল কিন্তু এই ধারণা এখন সম্পূর্ণ পরিবর্তন হয়েছে কারণ এখন ড্র হচ্ছে ২ধরণের। ১টি হচ্ছে CRS পয়েন্ট বেসিস আরেকটি তাদের টার্গেট প্রফেশন বেসিস অর্থাৎ ড্র করার পূর্বে তারা লিস্ট করবে কোন কোন প্রফেশনধারী তাদের দরকার , সেই হিসেবে করে LOW পোইন্টে ড্র গুলো সম্পন্ন করা শুরু করে দিয়েছে তারা। এক্সপ্রেস এন্ট্রির আরেকটি ভালো দিক হচ্ছে এই প্রোফাইলটা অনেক PNP প্রোগ্রামে আবেদন করতে সাহায্য করবে আপনাকে। কিন্তু এর মানে এটি না যে EE প্রোফাইল ছাড়া PNP-তে আবেদন করতে পারবেন না । অবশ্যই আপনি EE ছাড়াই সরাসারি অনেকগুলো PNP প্রোগ্রাম গুলোতে আবেদন করতে পারবেন। এই প্রোগ্রামে মুটামুটি সকল প্রফেশনধারী আবেদন করতে পারবেন।

https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/immigrate-canada/express-entry/works.html

Provincial Nomination Program ( PNP )

প্রভিন্সিয়াল নোমিনেশন বলতে কানাডার মোট ১২টি প্রভিন্স রয়েছে যেগুলো এক এক প্রভিন্সকে এক একটি PNP প্রোগ্রাম বলা হয় এবং এক একটি প্রভিন্স তাদের নিজেস্স রুলস রেগুলেশন মেইনটেইন করেই NOMINATE করে থাকে। এই ১২টি প্রভিন্সের অধীনে যে যে প্রোগ্রাম আমাদের দেশের আবেদনকারীদের জন্য APPLY পথ খোলা রয়েছে , তা নিচে দিয়ে দিচ্ছি :

MANITOBA (MPNP)

মানিটোবা প্রোগ্রাম এখন OPEN রয়েছে যেখানে আবেদন করতে পারবেন যাদের EE প্রোফাইল রয়েছে তারা এবং যাদের EE প্রোফাইল নেই তারাও আবেদন করতে পারবেন যদি আপনার IELTS ৫ স্কোর থেকে থাকে আর আপনার প্রফেশন যদি তাদের লম্বা Professional Demand List থেকে থাকে । এ ছাড়া যাদের ফার্স্ট ব্লাড রিলেটিভ আছে তাদের জন্য SUCCESS রেজাল্ট পাওয়া অনেকটা সহজ হয়ে যায় তবে যদি কারো FRIEND CONNECTION থেকে থাকে মানিটোবাতে, তারাও আবেদন করতে পারবেন ।Financial , Accounts , HR, Admin, Banking, Engineering, IT, Agriculture, Biologist, Civil Engineer, Web Design, Mechanical Engineer, Chemical, Air Craft Maintenances, Pharmacist, Dietitians, Psychologists, Medical Related, NGO, Child Educator & Instructor, Sports & Fitness, Producer/Director, Sales & Marketing, Cook/Baker , Electrician & Telecommunication, Nurse, Merchandiser ইত্যাদি এগুলো প্রফেশন থেকে আপনারা আবেদন করতে পারবেন।

https://immigratemanitoba.com/immigrate-to-manitoba/

SASKATCHEWAN (SINP)

সাস্কাচেওন প্রভিন্স এবার যতগুলো ড্র করে নোমিনেশন দিয়েছে বিগত কয়েকবছরে এবারই সব চেয়ে বেশি বলে আমার ধারণা। আমাদের দেশ থেকে অনেক আবেদনকারী নোমিনেশন পেয়েছে । এর মধ্যে আমার আবেদন করার কয়েকজন পেয়েছিলো । এই প্রোগ্রামের অধীনে ২টি স্ট্রিম রয়েছে *SINP EE *SINP OID । যাদের এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম রয়েছে তারা SINP EE এর অধীনে আবেদন করবে আর যাদের EE প্রোফাইল নেই তারা SINP OID এর অধীনে আবেদন সম্পন্ন করবে । Manager / Finance/Accounts/ Admin / HR / Supply Chain / Merchandiser / Agriculture / Sales & Marketing / NGO / Computer Related / Education Related / Engineering / Civil Engineering / Electrical Engineer / Medical Related / Instructor or Lecturer / Supervisors ইত্যাদি এগুলো প্রফেশন থেকে আপনারা আবেদন করতে পারবেন।

https://www.saskatchewan.ca/residents/moving-to-saskatchewan/live-in-saskatchewan/by-immigrating/saskatchewan-immigrant-nominee-program/how-to-apply-to-the-sinp

ALBERTA (AINP)

এটি আসলেই একটি মজার প্রোগ্রাম যেখানে আলাদা করে আবেদন করতে হয় না । এই প্রোফাইল খুলার সময় একটি অপসন পাবেন যে আপনি কোন কোন প্রভিন্সে যেতে ইচ্ছুক । আপনি যদি সকল প্রভিন্স সিলেক্ট করে রাখেন তাহলে অটোমেটিক আলবার্টা আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায় । তার পর থেকে যদি আপনার জব ব্যাঙ্ক প্রোফাইল আর ওয়ার্ক এক্সপেরিয়েন্স NOC (NEW) যদি পছন্দ করে তারা তাহলে আপনি নোমিনেশন পাবেন । প্রভিন্স এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলের সাথে সংযুক্ত হয়ে OPEN আছে। মুটামুটি সকল প্রফেশনধারী আবেদন করতে পারবেন।

https://www.alberta.ca/aaip-alberta-express-entry-stream.aspx

BRITISH COLUMBIA (BC PNP)

ব্রিটিশ কলম্বিয়া DIRECT তেমন আবেদন করার সুযোগ না থাকলেও, একটি কমিউনিটি পাইলট প্রোগ্রাম রয়েছে যেটার অধীনে আবেদন করা যেতে পারে। এই পাইলট প্রোগ্রামকে বলা হয় " BC PNP TECH" । এখানে আবেদন করার প্রথম স্টেপ হচ্ছে তাদের ওয়েবসাইটে দেয়া যে অফিসিয়াল JOB BANK রয়েছে, সেখানে VACANCY গুলোতে আবেদন করতে হবে, যারা IELTS/ECA ভবিষ্যতে করার পরিকল্পনা আছে, তারাও চাইলে আবেদন করতে পারবেন। এটার নির্দিষ্ট ডিমান্ড লিস্ট রয়েছে।

https://www.welcomebc.ca/Immigrate-to-B-C/About-The-BC-PNP

NEW BRUNSWICK (NB PNP)

নিউ BRUNSWICK এ সরাসারি প্রভিন্স ভিত্তিক আমাদের আবেদন করার তেমন WAY দেখি না। তবে আটলান্টিক পাইলট প্রোগ্রাম এর অধীনে এই প্রভিন্স AVAILABLE আছে।

https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/immigrate-canada/atlantic-immigration.html

NEWFOUNDLAND AND LABRADOR

Newfoundland and Labradorএর যে নতুন আবেদন সিস্টেম চালু হয়েছে , এখানে আপাতত এখন কিছু না লাগলেও অবশ্যই আপনাকে কানাডিয়ান ফরম্যাটে CV or RESUME আপলোড করতে হচ্ছে। তার সাথে আমার মতে কভার লেটার ADD করা উচিত বলে আমি মনে করি যদিও এটা সুস্পষ্ট করে বলা হয় নাই। আমি যতটুকু দেখেছি , তারা কভার লেটার খুব ইম্পর্টেন্স দিয়ে থাকে। আপনি আপনার প্রফেশন + এডুকেশন SUMMERY এর সাথে Newfoundland and Labrador প্রভিন্সে SETTLE হবার আগ্রহী তা কভার লেটারে বুঝাইতে হবে। কভার লেটার বা সিভি- তে আপনার CONFUSION থাকলে আমাকে RE-CHECK করিয়ে নিতে পারেন। আর যারা ফাইল ওপেন করে রেখেছিলেন আমার কাছে , আপনাদের SERIALLY আপলোড করে দিচ্ছি আমি।

মনে রাখতে হবে , এই প্রোগ্রামে যতদ্রুত সম্ভব আবেদন করে ফেলতে হবে IELTS / ECA করা থাক বা না থাক সবাইকে আবেদন করে করার অনুরোধ জানাচ্ছি কারণ এই মাসে ২৪ তারিখ ফেয়ার অনুষ্ঠিত হবে যেখানে আপনাদের সবার প্রোফাইল তারা রিভিউ করবে আর বিবেচনায় ফেলবে।

https://www.cicnews.com/2023/09/newfoundland-and-labrador-set-to-begin-virtual-immigration-and-job-fair-series-this-week-0939454.html

PRINCE EDWARD ISLAND

এই প্রভিন্সে আবেদনের জন্য EXPRESS ENTRY প্রোফাইল থাকা লাগবে , তবে যে কোনো প্রফেশনধারী NOC দিয়ে আবেদন সম্পন্ন করা যাবে । এই প্রভিন্সের অধীনে আরেকটি Sub-Category প্রোগ্রাম হিসেবে ATLANTIC PILOT প্রোগ্রাম চালু রয়েছে। মুটামুটি সকল প্রফেশনধারী আবেদন করতে পারবেন।

https://www.princeedwardisland.ca/en/topic/office-immigration

COMMUNITY PILOT PROGRAM - 2024

এটি কোনো প্রভিন্স না। বিগত ২ বছর ধরে কানাডার কিছু কমিউনিটি পাইলট প্রোগ্রাম রয়েছে যেখানে PR পাবার জন্য প্রথম আপনাদের তাদের কমিউনিটি EMPLOYER কাছে CV প্রোফাইল সাবমিট করতে হয়। এগুলো প্রোগ্রাম প্রায় যে কেউ বা যে কোনো সময় আবেদন করতে পারে। এমনকি যাদের DOCUMENTATION , IELTS, ECA (In Progress) , কমপ্লিট হয় নাই, তারাও আবেদন করতে সক্ষম তবে আবেদনের পাশাপাশি IELTS / ECA ধীরে ধীরে সম্পন্ন করে ফেলতে হবে। এই প্রোগ্রামগুলো নিচে দেয়া হলো :

1) RURAL AND NORTHERN IMMIGRATION PILOT (RNIP)

এটি কানাডার কোনো প্রভিন্স নয় শুধু একটি প্রোগ্রামের নাম যার অধীনে ৪টি প্রভিন্স (MANITOBA, ONTARIO, ALBARTA, BRITISH COLUMBIA) রয়েছে । এই ৪টি প্রভিন্সের অধীনে ১১টি কমিউনিটি তাদের নিজেস্স এরিয়া থেকে জব অফার দিয়ে NOMINATE করবে । অর্থাৎ এদের জব ব্যাংকে আবেদন করতে IELTS/ECA না লাগলেও যদি আপনি কোনো জব অফার পেয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তীতে এগুলো সাবমিট করতে হবে বিনপি প্রোগ্রামে । এদের সকল ১১টি কমিউনিটি তাদের আবেদন কার্যক্রম শুরু করে দিয়েছে ।

https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/immigrate-canada/rural-northern-immigration-pilot.html

2) ATLANTIC IMMIGRATION PILOT PROGRAM ( AIPP )

এই প্রোগ্রামের অধীনে ৪টি প্রভিন্স ( NEW BRUNSWICK, NEWFOUNDLAND AND LABRADOR, NOVA SCOTIA , PRINCE EDWARD ISLAND) রয়েছে যেগুলো থেকে যদি কেউ JOB BANK গুলো দিয়ে একটি জব অফার পেতে পারে, তাহলে তিনি এই প্রোগ্রামের অধীনে আবেদন সম্পন্ন করতে পারবেন । এখানে JOB BANK-এ আবেদনের জন্য IELTS/ECA না লাগলেও যদি পসিটিভ রেসপন্স পাওয়া যায় তাহলে অন্যান্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সময় Low Score আর ECA সাবমিট করতে হয় ।

https://novascotiaimmigration.com/wp-content/uploads/Designated_AIP_employers.pdf

3) NEW BRUNSWICK CRITICAL WORKER PILOT

এটি সম্পূর্ণ NEW BRUNSWICK প্রভিন্স এর অধীনে একটি SUB প্রোগ্রাম যেখানে ৬টি EMPLOYER (Cooke Aquaculture, J.D. Irving Ltd. , Groupe Savoie , Groupe Westco , Imperial Manufacturing Group, McCain Foods, Ltd. ) তাদের আবেদন প্রক্রিয়া শুরু করেছে। ।

https://www.welcomenb.ca/content/wel-bien/en/critical-worker-pilot.html

এতটুকু আপডেট প্রদান করতে সক্ষম হলাম তবে এবার আমি সব প্রোগ্রামের OFFICIAL ওয়েবসাইট দিয়ে দিলাম যাতে করে আপনারা অথেন্টিক ইনফর্মাশনগুলো যেন পেতে পারেন। পর্যাক্রমে এগুলোর আরো বিস্তারিত আলোচনা করবো একটি একটি প্রোগ্রাম ধরে। আপনাদের যদি এখনো কোনো QUERY থেকে থাকে অথবা নিজেদের আবেদন করার ELIGIBILITY, POSSIBILITY, OPPORTUNITY নিয়ে যদি CONFUSION থেকে থাকে তাহলে আমার FB MESSAGE INBOX অপশনে নিজেদের EDUCATION, WORK EXPERIENCE, AGE, MARITAL STATUS ইত্যাদি INFORMATION গুলো যদি SHARE করেন, তাহলে আমি ASSESSMENT করে FULL PROCESS WAY দিতে পারবো আমার অভিজ্ঞতার আলোকে । এ ছাড়াও অনেকে আগে CONTACT করেছিলেন তারা কমেন্ট করবেন। আমি যোগাযোগ করে নিবো ইনশাআল্লাহ।

03/21/2024

বয়সে কম হলেও ইংরেজিতে পাকা এই ভাইরাল কন্যা! চলুন শুনি কি বলে সে???

How to improve your English skill??

কানাডায় কোথায় ফুড ব্যাংক আছে মানে বিনামূল্যে খাবার দেয়া হয়???খুবই চিন্তার কথা।I am really feeling about something and ca...
03/20/2024

কানাডায় কোথায় ফুড ব্যাংক আছে মানে বিনামূল্যে খাবার দেয়া হয়???

খুবই চিন্তার কথা।
I am really feeling about something and can't seem to shake it off my mind.

একটা বিষয় নিয়ে এতো বেশি কথা শোনা যায় না যদিও এটা বাস্তবতার নিরিখে একটা সমস্যা।

আপনারা জানেন বতর্মানে কানাডায় সারা বিশ্ব থেকে মানুষ ভিজিট ভিসায় এসে সঙ্গে সঙ্গে asylum seek করে দিচ্ছে। এর মধ্যে বাঙালির সংখ্যাও নিহাতই কম না।

যারা asylum seek করছেন তাদের ব্যক্তিগতভাবে প্রচুরপরিমাণে খরচ করতে হচ্ছে বিভিন্ন প্রসেসিংয়ের জন্য। তারপর আছে জীবনধারণের জন্য একটা মিনিমাম খচর। বতর্মান যেটা মিনিমাম বলা হচ্ছে সেটাও অনেক বেশি।

সবকিছু বাদ দেওয়ার পরেও একটা বিষয় কিন্তু অবশ্যই চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সেটা হচ্ছে খাবারের সংকট। একদম নিরেট সত্য কথা যেটা অনেক মানুষ খাবারের খরচ ম্যানেজ করতে পারছেন না। থাকাটা কোনো রকম কোথাও যেভাবেই হোক হলেও। এমতাবস্থায় কী করণীয় বলে আপনারা মনে করছেন?
যারা asylum seek করেছেন তারা তো PR না পাওয়া পর্যন্ত দেশে যেতে পারবেন না। PR কবে পাবেন, কী হবে এটাও তো কোনো গ্যারান্টি নেই।
অনেকেই ফুড ব্যাংকের ওপর ভরসা করছেন। কিন্তু আপনারা হয়তো মনে করছেন ফুড ব্যাংকে যে কেউ গেলেই ফুড পায়। ব্যাপারটা তা নয়। এখানে প্রুফড করতে হবে আপনি খুবই নিডি। সেটা না হয় সিস্টেম করেই প্রমাণ করলেন আপনি নিডি। পথ তো এখানেই সহজ হয়ে যাবে না। রেজিস্টার করতে হয়।

তারপরেও আশায় হতাশ হওয়া যাবে না। চেষ্টা করুন।

কিছু ফুড ব্যাংকের ঠিকানা :

1. The Salvation Army Scarborough
2021 Lawrence Ave. E, Scarborough
416 759-1721

2. ACSA Scarborough
1911 Kennedy Rd. Unit 109
647 472 6912

3. Takbeer halal food bank
3609 B Sheppard ave. Scarborough
416 576 2322

ফুড ব্যাংকে গেলে যা লাগবে তা হলো, ID, proof of income/ government benefits.

তাছাড়া আপনাদের যাদের সামর্থ্য আছে তারা ফুড ডোনেট করতে পারেন যে কোনো ফুড ব্যাংকে। আবার যে কোনো firehall in the city or yellow bins at participating grocery stores like No Frils.

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

টরন্টো, কানাডা।

কানাডা সম্পর্কে ১০টি তথ্য........১) কানাডা বিশ্বের সর্বাধিক জলাশয়গুলোর অধিকারী, বিশ্বে সকল জলাশয় মিলিয়েও কানাডার জলাশয়ের...
03/20/2024

কানাডা সম্পর্কে ১০টি তথ্য........

১) কানাডা বিশ্বের সর্বাধিক জলাশয়গুলোর অধিকারী, বিশ্বে সকল জলাশয় মিলিয়েও কানাডার জলাশয়ের সমপরিমান নয়।
২) কানাডায় রয়েছে বিশ্বের দীর্ঘতম রাস্তা, ইয়ঞ্জ স্ট্রিট, ১,৮৯৬ কিমি (১,১৭৮ মাইল) ।
৩) কানাডায় বিশ্বের দীর্ঘতম উপকূলরেখা রয়েছে।
৪) কানাডা বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশ, এর অর্ধেকেরও বেশি বসবাস করা মানুষদের কলেজ ডিগ্রি রয়েছে।
৫) কানাডায় বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল মজুদ আছে।
৬) মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যকার সীমান্তটি বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত।
৭) চার্চিল নামক স্থানের কানাডিয়ান বাসিন্দারা তাদের গাড়ির দরজা খোলা রেখে দেয়, যারা মেরু ভালুকের মুখোমুখি হতে পারে তাদের জন্য পালানোর উপায় খুজে পাওয়ার জন্য।
৮) তারা এতই বিনয়ী এবং ক্ষমাপ্রার্থী যে আপনি যখন সেখানে থাকবেন তখন তাদের কিছু জিজ্ঞাসা করতে আপনি প্রায়ই বিব্রত বোধ করবেন। তারা আপনাকে দিকনির্দেশনা দিয়ে সাহায্য করার পরেও বিনয়ের সাথে বলবে- আমি খুবই দুঃখিত যে প্রপারলি হেল্প করতে পারছি না ! আপনার জীবন বাঁচানোর পরেও সরি বলবে । আত্মরক্ষায় আপনার সাথে লড়াই করার জন্য তারা যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকবে ।
৯) তাদের ব্যাংক নোট সৌন্দর্যে অনন্য। বিশ্বের মানুষ টাকা ভালোবাসে, কিন্তু কানাডিয়ানরা নিজেরাই মুদ্রা বা কয়েন ভালোবাসে। তাদের জন্য "লুনি" এবং "টুনি" এর মতো ডাকনাম রয়েছে।
১০) অনেকে মনে করেন, কানাডার মতো ধনী দেশে অভিবাসন করা আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে থাকে, যদিও সত্য সম্পূর্ণ বিপরীত।

অনেক অভিবাসী মাথাপিছু মান (জিডিপি) পূরণ করতে ব্যর্থ হয়, প্রায়ই তাদের শিক্ষার অভাবের কারণে। সাফল্য আপনার হতে পারে, শুধু কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকুন। আপনার যোগ্যতা ও কর্মদক্ষতা একদিন আপনাকে কানাডার যে কোনো সেক্টরে মিনিস্টার হিসেবেও স্বীকৃতি দিতে পারে ; কঠিন বা অসম্ভব কিছু না !

03/19/2024

কানাডার বিভিন্ন সমস্যা নিয়ে কমন কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের পর্ব... ভালো লাগলে শেয়ার করবেন।

HOW TO GET CANADA WORK PERMIT??1) ENGLISH SKILL (IELTS)2) EDUCATIONAL CREDENTIALS ASSESSMENT (ESA)3) EXPERIENCE CERTIFIC...
03/19/2024

HOW TO GET CANADA WORK PERMIT??

1) ENGLISH SKILL (IELTS)
2) EDUCATIONAL CREDENTIALS ASSESSMENT (ESA)
3) EXPERIENCE CERTIFICATE
4) JOB OFFER LETTER WITH CV & COVER LETTER
5) LEBOUR MARKET IMPACK ASSESSMENT (LMIA)

৪ বছর আগে করা এই ভিডিওটা আজকে ইউটিউবে রিলিজ দিলাম। সবাই সময় পেলে দেখবেন আশা করছি।।।https://youtu.be/dphJCF6MTdw?si=I38V9...
03/16/2024

৪ বছর আগে করা এই ভিডিওটা আজকে ইউটিউবে রিলিজ দিলাম। সবাই সময় পেলে দেখবেন আশা করছি।।।

https://youtu.be/dphJCF6MTdw?si=I38V9yCKSp8MXZIR

Address

Pharmacy Eve
Toronto, ON
M1L3M5

Telephone

+8801612555058

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel With Sharif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share