Poor Traveler Ridoy

Poor Traveler Ridoy দেশে এবং দেশের বাহিরে ট্রাভেল রিলেটেট কোন তথ্য লাগলে যোগাযোগ করবেন।ইনশাআল্লাহ সাহায্য করবো।

" আন্টার্টিকা মহাদেশের উত্তরে জনপ্রিয়তম একটি পর্যটন স্থল এই প্রতারণা দ্বীপ "*******************************************...
03/07/2024

" আন্টার্টিকা মহাদেশের উত্তরে জনপ্রিয়তম একটি পর্যটন স্থল এই প্রতারণা দ্বীপ "
***********************************************
♦️♦️পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন স্থানগুলির মধ্যে একটি অন্যতম হল প্রতারণা দ্বীপ। এটি নিঃসন্দেহে অ্যান্টার্কটিকার সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। অ্যান্টার্কটিকার প্রান্তে পাওয়া এই দ্বীপটি কয়েক হাজার পেঙ্গুইনের আবাসস্থল এবং মাত্র কয়েকটি ছোট বৈজ্ঞানিক গবেষণাগার। এ কথা জানলে আপনারা অবাক হবেন এটি পৃথিবীর কয়েকটি অবস্থানের মধ্যে একটি যেখানে একটি জাহাজ সরাসরি একটি সক্রিয় আগ্নেয়গিরির বিরুদ্ধে ক্রুজ করতে পারে।
♦️♦️প্রতারণা দ্বীপ দক্ষিণ শেটল্যান্ড দ্বীপপুঞ্জের একটি দ্বীপ অংশ,যা বিশ্বের দক্ষিণ প্রান্তে এবং অ্যান্টার্কটিকার কাছাকাছি একটি দ্বীপপুঞ্জ। দ্বীপগুলি দক্ষিণ আমেরিকার শত শত মাইল দক্ষিণে এবং অ্যান্টার্কটিক মহাদেশের প্রায় ৭৫ মাইল উত্তরে অবস্থিত।
♦️♦️প্রতারণা দ্বীপে কঠোর পরিবেশ সত্ত্বেও একটি উল্লেখযোগ্য পরিমাণ জীবন বিকাশ লাভ করে। প্রায় ১৮টি স্বতন্ত্র প্রজাতির লাইকেন এবং শ্যাওলা এখানে বংশ বৃদ্ধি করে। এই আগ্নেয় দ্বীপটি বিভিন্ন ধরণের বন্যপ্রাণীর আবাসস্থল। যার মধ্যে নয়টি ভিন্ন সামুদ্রিক পাখির প্রজাতি রয়েছে যা শুধুমাত্র প্রজননের জন্য এখানে আসে।
♦️♦️বিশ্বের বৃহত্তম চিনস্ট্র্যাপ পেঙ্গুইন কলোনি এই এলাকায় অবস্থিত। যা দ্বীপের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত। এই শক্তিশালী বন্যপ্রাণী সম্প্রদায়ের সংরক্ষণের জন্য দ্বীপের অনেক এলাকাকে অ্যান্টার্কটিক বিশেষভাবে সুরক্ষিত এলাকার তালিকায় রাখা হয়েছিল। সেখানে শুধুমাত্র বিশেষ অনুমোদিত ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেয়।
♦️♦️এই দ্বীপটি ট্রেকিং এর জন্য বিখ্যাত। কারণ এটি সম্পূর্ণরূপে বরফে আচ্ছাদিত নয়। দুঃসাহসিক দর্শকরা পেন্ডুলাম কোভের ভূ-তাপীয় জলে সাঁতার কাটতে পারেন। ফটোগ্রাফাররা বিশেষ করে টেলিফোন বে-এর মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হতে পারেন
Credit:জ্ঞানওবিজ্ঞান

22/06/2024

𝐇𝐈 𝐅𝐀𝐂𝐄𝐁𝐎𝐎𝐊.
🅣🅗🅘🅢 🅘🅢 🅝🅔🅦 🅤🅟🅓🅐🅣🅔

*সহায়ক কাগজপত্র*যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ভিসার আবেদনকারী প্রত্যেকে সাক্ষাৎকারের সময় সঙ্গে আনবেন • পাসপোর্ট, যুক্তরাষ্...
12/06/2024

*সহায়ক কাগজপত্র*

যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ভিসার আবেদনকারী প্রত্যেকে সাক্ষাৎকারের সময় সঙ্গে আনবেন
• পাসপোর্ট, যুক্তরাষ্ট্রে অবস্থান করার সময়ের চেয়ে অন্তত ছয় মাস বেশি মেয়াদ থাকতে হবে।
• সিজিআই ক্যাশ জমাদান স্লিপ (এমআরভি ফি প্রদান রশিদ)
• ডিএস–১৬০ আবেদন নিশ্চিতকরণ পৃষ্ঠা
• সাক্ষাৎকার নিশ্চিতকরণ পত্র
অনুগ্রহ করে লক্ষ্য রাখবেন, শিশুদেরও নিজেদের পাসপোর্ট থাকতে হবে।
নন ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের অবশ্যই প্রমাণ করতে হবে যে, তাঁরা যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের ধারাগুলোর আওতায় ভিসা পাওয়ার যোগ্য। এই আইন অনুসারে প্রত্যেক ভিসার আবেদনকারীকে অভিবাসী হতে ইচ্ছুক ধরে নেওয়া হয়। কাজেই বেশিরভাগ নন ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীকে এই ধারণা ভুল প্রমাণে প্রদর্শন করতে হবে যে:
• তাঁদের ভ্রমণের যৌক্তিক ও অস্থায়ী কারণ রয়েছে
• তাঁরা সুনির্দিষ্ট ও সীমিত সময়ের জন্য যুক্তরাষ্ট্রে থাকার পরিকল্পনা করেছেন
• যুক্তরাষ্ট্রের বাইরে তাদের বাড়ি (বেশিরভাগ ক্ষেত্রে, বাংলাদেশে) এবং অন্যান্য পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক যোগসূত্র রয়েছে যা তাঁদের ভ্রমণশেষে প্রত্যাবর্তন নিশ্চিত করবে। এমনকি যেসব আবেদনকারী ব্যবসায়িক বা দাপ্তরিক কাজে যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে চান, তাঁদেরও বাংলাদেশের সঙ্গে তাঁদের ব্যক্তিগত যোগসূত্র প্রদর্শন করতে হবে।
প্রত্যেক আবেদনকারীই আলাদা। কাজেই প্রয়োজনীয় কাগজপত্রের একটি তালিকা দেওয়া সম্ভব নয়। ভিসা আবেদনকারীকে কর্মকর্তার সামনে এমন সব প্রমাণ হাজির করতে হবে, যার মাধ্যমে প্রমাণ হবে যে তাঁরা বাংলাদেশে বা যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো আবাসে প্রত্যাবর্তন করবেন। আবেদনকারীদের বাংলাদেশে নিজের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক যোগসূত্র নিয়ে আলোচনার জন্য প্রস্তুতি নিয়ে আসার জন্য উৎসাহিত করা হচ্ছে।
প্রয়োজনীয় সহায়ক কাগজপত্রের কিছু উদাহরণ, তবে এর বাইরে যে আর কিছু লাগবে না, তেমন নয়:
• আগের সব পাসপোর্ট
• শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে পরীক্ষার ফল, প্রতিলিপি ও মানদ– যাচাই পরীক্ষার নম্বর
• শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে তিন থেকে ১২ মাসের ব্যাংক বিবরণী
• ক্রু ভিসার আবেদন করলে সিম্যান বই
• স্পাউস ভিসার আবেদন করলে বিয়ের ছবি
মনে রাখবেন!
প্রতিজন আবেদনকারীই আলাদা। আপনার ক্ষেত্রে আপনার নিজের সংশ্লিষ্ট প্রমাণাদিই উপস্থাপন করতে হবে। আবেদনকারীরা বাংলাদেশে তাঁদের যোগসূত্রের বিষয়ে প্রমাণাদি উপস্থাপন করলেও তাঁদের জানা থাকতে হবে যে, অনেক ক্ষেত্রেই সহায়ক কাগজপত্র পর্যালোচনা করা হয় না। সহায়ক কাগজপত্র হয়তো আবেদনকারীর বাংলাদেশে থাকা যোগসূত্র মূল্যায়ন করতে কর্মকর্তাদের সহায়তা করতে পারে, কিন্তু এই কাগজগুলো উপস্থাপন ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না। বেশিরভাগ ক্ষেত্রে ডিএস–১৬০ আবেদন ফর্মে উল্লেখিত তথ্য এবং সাক্ষাৎকারে আপনার দেওয়া জবাবই নির্ধারণ করে দেয়, আপনি ভিসা পাওয়ার যোগ্য কি না।
COLLECT FROM : U.S. EMBASSY DHAKA

Something Spacial is Coming........
19/01/2024

Something Spacial is Coming........

09/12/2023

Address

West Bangla

Alerts

Be the first to know and let us send you an email when Poor Traveler Ridoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Poor Traveler Ridoy:

Videos

Share

Category


Other West Bangla travel agencies

Show All