24/01/2024
নীল সবুজ নরম রোদমাখা আল্পস পাহাড় মেঘ জড়িয়ে একপাশে।অন্যপাশে নীলাভ পাথুরে বরফগলা নদী। বাতাস আপনার চুল উড়িয়ে নিচ্ছে।হাটার স্পিডটা মনের অজান্তেই আরেকটু বাড়িয়ে নিলেন।কিংবা কখনো এসে পড়লেন সবুজ কোন মাঠে।ভুট্টার খেতে বাতাস দোলা দিচ্ছে।কোন অচেনা অতিথি পাখি মাছ খাওয়া ভুলে সাবধানে আপনাকে দেখছে।আর ঘুরন্ত উইন্ডমিল গুলো ধবধবে তুষারের মাঝে শুভ্রতা ছড়িয়ে দাঁড়িয়ে আছে সান্ত্রীর মত।
গতকাল মিউনিখ হয়ে আমরা গিয়েছিলাম একটা মনোরম পাহাড়ি ছোট্ট শহর Mittenwald। এটা জার্মানির সর্বদক্ষিনের শহর। পাশেই অস্ট্রিয়ার Innsbruck । আমার ভাষায় পৃথিবীর সবচাইতে সুন্দর শহর।
Mittenwald এ আমরা airbnb নিয়েছি । দ্রুততম গতির বুলেট স্পিড ট্রেন Ice । খুবই cool টিকেট এক সপ্তাহ আগে বুক করা জনপ্রতি মাত্র ১৯ ইউরো। মিউনিখ থেকে মিটেনভাল্ডের যাবার রাস্তাটা এতটাই সুন্দর যে অতি প্রাকৃত মনে হয়। নিজের চোখকেই বিশ্বাস করানো যায় না।মিউনিখ হয়ে মিটেনওয়াল্ড যখন পৌছলাম তখন সন্ধ্যা।ঝুম ঝুম তুষার পড়ছে। বাসার লোকেশন যিনি হোস্ট তিনি আগেই ম্যাপে পাঠিয়ে রেখেছিলেন।দুইবার ম্যাপ ভুল করে যখন বাসায় পৌছলাম তখন আমরা,আমাদের লাগেজ সব তুষারে ছাওয়া।দুইটা ছাতারএকটা বেকে গেছে।রাস্তায় ধবধবে সাদা ঘোড়ার গাড়ি । আমি কিন্তু খুবই উপভোগ করেছি মুহূর্তে গুলো। তুষারের মধ্য দিয়ে যখন হাঁটছিলাম তখন আকাশে বিশাল পাহাড়গুলো দাঁড়িয়ে ছিল।এই ফিলিংস বলে বুঝানো যাবে না।মিটেনভাল্ড এ বাসাটা খুবই সুন্দর আর পরিচ্ছন্ন কিন্তু ভাড়া দুইজনের তিন রাতের জন্য মাত্র ২১৩ ইউরো।যদি ভাল করে ইউরোপের পাহাড় দেখতে যেতে চান তবে ভালো হবে কোন একটা রিমোট এরিয়া তে airbnb বাসা নেয়া।ভাড়া কম আসে,ঘরগুলো শহরের যেকোন বাসা বা মোটামুটি দামের হোটেল থেকে সুন্দর,মানুষগুলোও ভাল আর সবার উপরে সুন্দর scenic প্লেসগুলো কাছেই থাকে।
প্রকৃতির সান্নিধ্যে আসতে চাইলে ঘুরে আসুন এই স্বর্গীয় শহরটা। আর হ্যা ভালো একটা ক্যামেরা নিতে ভূলবেন না। স্রৃতিতে থাকুক না মুহূর্ত গুলো