Razu Faisal

Razu Faisal nothing starts with n and ends with g

নীল সবুজ নরম রোদমাখা আল্পস পাহাড় মেঘ জড়িয়ে একপাশে।অন্যপাশে নীলাভ পাথুরে বরফগলা নদী। বাতাস আপনার চুল উড়িয়ে নিচ্ছে।হাটার স...
24/01/2024

নীল সবুজ নরম রোদমাখা আল্পস পাহাড় মেঘ জড়িয়ে একপাশে।অন্যপাশে নীলাভ পাথুরে বরফগলা নদী। বাতাস আপনার চুল উড়িয়ে নিচ্ছে।হাটার স্পিডটা মনের অজান্তেই আরেকটু বাড়িয়ে নিলেন।কিংবা কখনো এসে পড়লেন সবুজ কোন মাঠে।ভুট্টার খেতে বাতাস দোলা দিচ্ছে।কোন অচেনা অতিথি পাখি মাছ খাওয়া ভুলে সাবধানে আপনাকে দেখছে।আর ঘুরন্ত উইন্ডমিল গুলো ধবধবে তুষারের মাঝে শুভ্রতা ছড়িয়ে দাঁড়িয়ে আছে সান্ত্রীর মত।

গতকাল মিউনিখ হয়ে আমরা গিয়েছিলাম একটা মনোরম পাহাড়ি ছোট্ট শহর Mittenwald। এটা জার্মানির সর্বদক্ষিনের শহর। পাশেই অস্ট্রিয়ার Innsbruck । আমার ভাষায় পৃথিবীর সবচাইতে সুন্দর শহর।
Mittenwald এ আমরা airbnb নিয়েছি । দ্রুততম গতির বুলেট স্পিড ট্রেন Ice । খুবই cool টিকেট এক সপ্তাহ আগে বুক করা জনপ্রতি মাত্র ১৯ ইউরো। মিউনিখ থেকে মিটেনভাল্ডের যাবার রাস্তাটা এতটাই সুন্দর যে অতি প্রাকৃত মনে হয়। নিজের চোখকেই বিশ্বাস করানো যায় না।মিউনিখ হয়ে মিটেনওয়াল্ড যখন পৌছলাম তখন সন্ধ্যা।ঝুম ঝুম তুষার পড়ছে। বাসার লোকেশন যিনি হোস্ট তিনি আগেই ম্যাপে পাঠিয়ে রেখেছিলেন।দুইবার ম্যাপ ভুল করে যখন বাসায় পৌছলাম তখন আমরা,আমাদের লাগেজ সব তুষারে ছাওয়া।দুইটা ছাতারএকটা বেকে গেছে।রাস্তায় ধবধবে সাদা ঘোড়ার গাড়ি । আমি কিন্তু খুবই উপভোগ করেছি মুহূর্তে গুলো। তুষারের মধ‍্য দিয়ে যখন হাঁটছিলাম তখন আকাশে বিশাল পাহাড়গুলো দাঁড়িয়ে ছিল।এই ফিলিংস বলে বুঝানো যাবে না।মিটেনভাল্ড এ বাসাটা খুবই সুন্দর আর পরিচ্ছন্ন কিন্তু ভাড়া দুইজনের তিন রাতের জন্য মাত্র ২১৩ ইউরো।যদি ভাল করে ইউরোপের পাহাড় দেখতে যেতে চান তবে ভালো হবে কোন একটা রিমোট এরিয়া তে airbnb বাসা নেয়া।ভাড়া কম আসে,ঘরগুলো শহরের যেকোন বাসা বা মোটামুটি দামের হোটেল থেকে সুন্দর,মানুষগুলোও ভাল আর সবার উপরে সুন্দর scenic প্লেসগুলো কাছেই থাকে।
প্রকৃতির সান্নিধ্যে আসতে চাইলে ঘুরে আসুন এই স্বর্গীয় শহরটা। আর হ‍্যা ভালো একটা ক‍্যামেরা নিতে ভূলবেন না। স্রৃতিতে থাকুক না মুহূর্ত গুলো

Castle Neuschwansteinবাভারিয়ান সাম্রাজ্যের প্রতাপশালী রাজা ২য় লুডভিকের সময়ে ভূমি থেকে ৬৮০০ ফুট উচ্চতায় এই ক‍্যাসেল বানান...
23/01/2024

Castle Neuschwanstein
বাভারিয়ান সাম্রাজ্যের প্রতাপশালী রাজা ২য় লুডভিকের সময়ে ভূমি থেকে ৬৮০০ ফুট উচ্চতায় এই ক‍্যাসেল বানানো হয়। আলপাইনের কোল ঘেষে গড়া এই দুর্গ ঔ সময়ে পুরো পৃথিবীর সবচেয়ে ব‍্যয়বহুল দুর্গ ছিল।
চারদিকে মনোমুগ্ধকর হাওড়,পাহাড়ী ঝর্না, আলপাইন উপত‍্যকা,খাড়া রিজ আপনি যা দেখবেন তাই ভালো লাগবে। খুবই দুর্ভেদ‍্য এই ক‍্যাসেল দেখার জন‍্য জার্মানির মিউনিখ থেকে দুবার ট্রেন বদলিয়ে লিচেনস্টাইন+অস্ট্রিয়া বর্ডারে যেতে হয়।
উপত‍্যকার নিচের শহরের নাম Fussen. একটাই সমস্যা হোটেল ভাড়া এবং খাবারের দাম খুব ব‍্যয়বহুল।
সময় পেলে দেখে আসতে পারেন।

11/12/2023

🚫সতর্কতামূলক পোস্ট🚫
আমরা অনেকেই খুব আদর করে নিজের ছেলে/ ছোট ভাইকে হায়ার হর্স পাওয়ার ধারী বাইক কিনে দেই। যেগুলো নিয়ে আমাদের রাস্তায় চলাচল খুব বিপদজনক। একই সাথে কোন ধরনের ব‍্যবহারিক জ্ঞান ছাড়া এসব বাইক চালানো ভয়াবহ বিপদজনক। অতি আহ্লাদে সন্তান/ভাইকে কি কিনে দিচ্ছেন একটু ভেবে দেখবেন। কিছু ভূল জীবনে একবার হলে তা কখনো শোধরানো যায় না।

এই বাইকার তার ভূল কি দিয়ে শোধ করে গেলেন?
উনি হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন।

চলে আসলাম নেদারল্যান্ডসের দক্ষিণের শহর নিমেগেন এ।
26/10/2023

চলে আসলাম নেদারল্যান্ডসের দক্ষিণের শহর নিমেগেন এ।

Adresse

Düsseldorf
45139

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Razu Faisal erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Videos

Teilen

Kategorie


Andere Reisebüros in Düsseldorf

Alles Anzeigen