09/05/2024
*মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর প্রথাগত শিক্ষার পরিবর্তে কর্মমুখী শিক্ষার অপর নাম হল কারিগরি শিক্ষা*
বীরভূমের দুবরাজপুর শহরে অবস্থিত বক্রেশ্বর ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট এণ্ড ট্রাস্ট পরিচালিত বেঙ্গল ইন্সটিটিউট অব্ পলিটেকনিক কলেজে একেবারে প্রাথমিক স্তর থেকে দৈনন্দিন প্রথাগত ক্লাসের সাথেই প্রত্যেক শিক্ষার্থীকে সমস্ত বিষয়ে হাতে কলমে কাজের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয় যাতে করে তাদের কর্মজীবনে তারা প্রতিষ্ঠিত হতে পারে।।
এই কলেজের অন্তর্ভুক্ত কম্পিউটার সায়েন্স এণ্ড টেকনলেজি ইঞ্জিনিয়ারিং বিভাগে আধুনিক বিভিন্ন বিষয়ের ওপর বিশেষ প্রশিক্ষন দেওয়ার মাধ্যমে সরাসরিভাবে সমস্ত শিক্ষার্থীদের কর্মমুখী করে তোলা হয়। তাই নিজেদের কেরিয়ার গঠনের জন্য আজই যোগাযোগ করুন নিম্নলিখিত নাম্বারে--9734734739