30/07/2023
*রাজস্থান ট্যুর - ১৪ দিন*
*Day 1: -* আমরা সবাই হাওড়া স্টেশনে মিলিত হয়ে নিজেদের মধ্যে পরিচয় পর্ব সেরে নিয়ে ট্রেনে উঠে নিজেদের সংরক্ষিত আসনে গিয়ে বসবো।
*Day 2:-* এদিনটা আমাদের ট্রেনেই কাটবে।
*Day 3:-* আমরা সকালের দিকে বিকানীর পৌঁছে একটু ফ্রেশ হয়ে জলখাবার খেয়ে দেখে নেবো লালগড় প্যালেস,জুনাগড় ফোর্ট ও কর্নিমাতার মন্দির এবং এদিনের দুপুরের খাবার আমরা রাস্তাতেই করে নেবো যদি ট্রেন সঠিক সময়ে বিকানীর পৌঁছায়, নাহলে লোকাল সাইট সিয়িং আমরা পরের দিন সকালে করবো।
*Day 4:-* সকালে জলখাবারের পর আমরা বেড়িয়ে পড়বো জয়শালমীরের উদ্দেশ্যে, এদিনের দুপুরের খাবার আমাদের রাস্তাতেই করতে হবে।আমরা বিকেলে জয়শালমীর পৌছাবো ও সন্ধ্যাটা আমাদের কাটবে ক্যামফায়ার ও রাজস্থানী লোকাল ফোক ড্যান্সের সাথে।
*Day 5:-* সকালে জলখাবারের পর আমরা যাবো সোনার কেল্লা, প্রাচীন রাজবাড়ী মন্দির ইত্যাদি দেখে। তারপর হোটেলে ফিরে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাটা নিজেদের মতো করে কাটাবো, আজকের রাতটা জয়শালমীরের হোটেলেই কাটবে।
*Day 6:-* সকাল সকাল আমরা যাবো যোধপুর। পৌঁছে হোটেলে প্রবেশ করবো তারপর যদি সম্ভব হয় আমরা দেখে নেবো মেহেরনগড় ফোর্ট উম্মইদ ভবন ও ক্লক টাওয়ার। এদিন রাতটা আমরা যোধপুরের হোটেলে কাটাবো।
*Day 7:-* এদিন সকালে আমরা বেড়িয়ে পড়বো মাউন্ট আবুর উদ্দেশ্যে এবং রাতটা আমরা এখানকার হোটেলেই থাকবো।
*Day 8:-* সকালে জলখাবারের পর আমরা যাবো মাউন্ট আবুর সাইট সিয়িং করতে, এদিন আমরা দেখবো দেলওয়ারা মন্দির,নাক্কি লেক। আজকের রাতটা কাটবে উদয়পুর অথবা মাউন্ট আবুতে।
*Day 9:-* এদিন আমরা দেখবো সিটি প্যালেস,পিছোলা লেক, জগদীশ মন্দির ইত্যাদি।
*Day 10:-* এদিন আমরা চিত্তরগড় হয়ে যাবো পুস্কর তারপর হোটেলে প্রবেশ করে আজকের রাতটা আমরা এখানেই কাটাবো।
*Day 11:-* এদিন ভোর চারটের সময় আমরা যাবো এখানকার বিখ্যাত আজমীর দরগা এবং পুস্করে পৃথিবীর একমাত্র ভগবান ব্রহ্মার মন্দির তারপর হোটেলে ফিরে এসে রওনা দেবো গোলাপী শহর জয়পুরের উদ্দেশ্যে। এদিনের দুপুরের খাবার আমাদের রাস্তাতেই করতে হবে,যদি সম্ভব হয় তাহলে জয়পুরের সাইট সিয়িং করবো ( আমের ফোর্ট )।
আজকের রাতটা আমাদের জয়পুরের হোটেলে কাটবে।
*Day 12:-* দুপুরের খাবার পর আমরা দেখবো জলমহল,সিটি প্যালেস,যন্ত্রর মন্তর, হাওয়া মহল এবং আম্বের ফোর্ট।
হোটেলে ফিরে এসে আমাদের রাতটা হোটেলেই কাটবে।
*Day 13:-* এদিন সকালে আমরা যাবো এখানকার লোকাল মার্কেট যদি কিছু কেনাকাটা করার থাকে করে নেবো তারপর হোটেলে ফিরে এসে দুপুরের খাবার খেয়ে আমরা বেড়িয়ে পড়বো জয়পুর স্টেশনের উদ্দেশ্যে বাড়ি ফেরার ট্রেনে উঠতে।
*Day 14:-* আমরা বিকেলে শিয়ালদহ স্টেশনে পৌঁছে যাবো আর এখানেই শেষ হবে আমাদের রাজস্থান ভ্রমণ।
--------++++--------
Package Cost - 22,999/- (Adult)
✅Date -4/12/23
Including -
Train Ticket, Family Wise Room, All Sight Seen(AC Bus), All Meal, Pickup & Drop Railway Station, First Day Lunch to Last Day Lunch are Including.
Excluding -
Train Food, Any Personal Activities, Coolie Charge, Guide Charge, Entry Tickets.
✅✅
*For Booking Please Contact : 7439716535