HikeSike

HikeSike Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HikeSike, Travel Company, KOLKATA.
(2)

24/04/2024

Very good experience with Hike S**e.. Great food, good hotel and driver. Experience best travel destination with Hike S**e

14/04/2024

HikeS**e এর পক্ষ থেকে সকলকে শুভ নববর্ষ। সকলে নতুন বছর খুব আনন্দে কাটান আরো নতুন নতুন জায়গা ঘুরে বেড়ান।

**e

খুব শিগগির খুলছে আপনাদের প্রিয় নর্থ সিকিম। প্যাকেজ শুরু মাত্র ৭৪৯৯ থেকে।                      Contact: HikeS**e        ...
06/02/2024

খুব শিগগির খুলছে আপনাদের প্রিয় নর্থ সিকিম। প্যাকেজ শুরু মাত্র ৭৪৯৯ থেকে।

Contact: HikeS**e
📩 098836 98609
☎️9883698609

সিকিমের যে সমস্ত জায়গাগুলিতে পর্যটকরা ভিড় করেছেন তার মধ্যে অন্যতম হলো নর্থ সিকিম। কারণ এখানকার গুরুদংমার লেক, কালা পাত্থার, ইয়ামথাং ভ্যালি, জিরো পয়েন্ট বারবার পর্যটকদের আকর্ষণ করে এসেছে। এছাড়াও আঁকাবাঁকা ভাঙাচোরা রাস্তা, বরফ, পাহাড়ি ঝরনা, উচ্ছল নদী উপভোগ করার ক্রেজ তো আছেই। আসলে বাঙালির অ্যাডভেঞ্চার যেন রক্তেই। কিন্তু ভুক্তভোগী পর্যটক থেকে ভ্রমণ গাইড সকলের এই নর্থ সিকিম নিয়ে অভিযোগের শেষ নেই। আর এই সমস্ত অসুবিধার কথা মাথায় রেখে হাইক সাইক নিয়ে এসেছে নিজস্ব হোটেল নিজস্ব হোমস্টে এবং নিজস্ব গাড়ির ব্যবস্থা। কারণ HikeS**e হতে চায় আপনাদের ভ্রমণের ওয়ান স্টপ সলিউশন। কারণ কোনরকম বাধা-বিপত্তি ছাড়া সিকিমের মতো মায়াবী জায়গা, যেখানে লাচেন, লাচুং এর মত ভ্রমণ স্থান হাতছানি দিয়ে যায় তাদের বেস্ট উপলব্ধি করানো আমাদের লক্ষ্য। বাধা-বিপত্তিহীন ভ্রমণ এবং hikesike -এর উপর বিশ্বাস নিয়ে চলুন দেখে আসি ডিটেইল রুট প্ল্যান।

🔴Day 1: নিউ জলপাইগুড়ি জংশন অথবা শিলিগুড়ি থেকে Hike S**e নিজেদের গাড়িতে করে আপনাকে পৌঁছে দেবে গ্যাংটকে।গ্যাংটক আমাদের নিজস্ব হোটেল যেখানে 24x7 গিজার, হাউস কিপিং, টেলিভিশন, ওয়াইফাই ক্লিন টয়লেট, রুফটপ এছাড়া রয়েছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়ুন MG Marg- এর উদ্দেশ্যে। গ্যাংটকের এমজি মার্গ প্রত্যেকের জন্যই একটা মাস্ট ভিজিট ডেস্টিনেশন। পাহাড়ি শহরের একটি অন্যরকম রূপ উপভোগ করতে করতে কেনাকাটা এবং বেশ কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত। MG Marg-এর সমস্ত স্মৃতি নিয়ে হোটেলে ফেরার পর ডিনার শেষে শুয়ে পড়তে হবে খুব তাড়াতাড়ি কারণ তার পরের দিন রয়েছে লম্বা যাত্রা।
🔴Day 2 - এই দ্বিতীয় দিনে সকালবেলা ব্রেকফাস্ট এর পর HikeS**e এর নিজস্ব গাড়ি দাঁড়িয়ে থাকবে স্ট্যান্ডে। যাত্রাপথে অফুরন্ত আনন্দ উচ্ছ্বাস নিয়ে যাত্রা শুরু করবেন এবং দেখতে পাবেন বাটারফ্লাই ওয়াটার ফলস, নাগা ফলস, চুংথাং ভিউ পয়েন্ট, ইত্যাদি। পাহাড়ে যাবেন অথচ মোমো, ম্যাগী অথবা থুকপা খাবেন না তা কি কখনো হয়? এই দিনের লাঞ্চ হবে পাহাড়ি কোন এক স্থানীয় হোটেলে এছাড়াও অপশন হিসেবে ভাত ডাল তো আছে। অনেক সময় লাচেন পৌঁছাতে সন্ধে হয়ে যায়। যদি সন্ধ্যে না হয়ে যায় তবে আশপাশটা ঘুরে দেখলে কিন্তু বেশ মন্দ হবে না। আজকেও ডিনার সেরে ঘুমিয়ে পড়বেন খুব তাড়াতাড়ি কারণ কাল আপনাদের জন্য অপেক্ষায় থাকবে সেই মায়াবী গুরুদংমাড়।
🔴Day 3: আজকের সূর্যোদয়টা রাস্তায় দেখলে কেমন হয় বলুন তো? কারণ আজ ভোররাতেই বেরিয়ে পড়তে হবে গুরুদংমাড় উদ্দেশ্যে, ভোরের আলোর ছটায় চকচক করতে থাকা বরফে ঢাকা পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে যাব স্বপ্নের গুরুদংমাড়-এর দিকে। তারপর গুরুদংমাড় পৌঁছে উপভোগ করুন প্রত্যেকটি মুহূর্ত । চাইলে ক্যামেরাবন্দি করেনিন মুহূর্ত গুলি। আপনি চাইলে নিজস্ব খরচে এই দিন ঘুরে নিতে পারেন কালা পাত্থার আর চোপতা ভ্যালি । তারপর হোটেলে ফিরে সের নিতে হবে লাঞ্চ। কারণ লাঞ্চ শেষে আমাদের রওনা দিতে হবে লাচুং এর উদ্দেশ্যে।
🔴Day 4: ব্রেকফাস্ট শেষে আমাদের গাড়ি রওনা দেবে ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। ইয়ামথাং ভ্যালিন যেন অন্য জাগতিক রূপ, শীতের সময় চারিদিক ঢাকা বরফ আবার বর্ষার পরেই চারিদিকে নানান রঙের ফুল এবং পাশ দিয়ে বয়ে চলে একটি নদী, আহা কি অপরূপ সেই দৃশ্য, মার্চে আবার রডোডেনড্রন এর দেখা মেলে। এদিনও চাইলেই নিজ খরচ দেখে নিতে পারেন জিরো পয়েন্ট। এমনই বিভিন্ন মনোমুগ্ধকর দৃশ্য স্মৃতির থলিতে নিয়ে ফিরে আসুন হোটেলে। সেখানে লাঞ্চ সেরে আবার রওনা দেওয়া হবে গাংটকের উদ্দেশ্যে।
🔴Day 5: আজ হচ্ছে বাড়ি ফেরার দিন, অসংখ্য স্মৃতি এবং কিছুটা মন খারাপ নিয়ে চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে আরেকবার দেখে নিন রূফটপ থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। তারপর ব্রেকফাস্ট শেষে আমাদের গাড়ি আপনাকে পৌঁছে দেবে আপনার সোর্স স্টেশনে।

❇️আপনি যদি আরো একটি দিন স্টে করতে পারেন তবে দেখে নিতে পারবেন ছাঙ্গু লেক,বাবা মন্দির এছাড়াও গ্যাংটক এ রয়েছে রোপওয়ে রাইড।
✅আর কি মনে অফুরন্ত উত্তেজনা নিয়ে এক্ষুনি যোগাযোগ করুন HikeS**e এর সাথে। আমরা রয়েছি মাত্র একটু ফোনের দূরত্বে।

খরচের ধারণা:

গাড়ির দর প্রতিনিয়ত ওঠানামা করায় সিকিমের অন্যান্য জায়গার তুলনায় নর্থ সিকিমের খরচ সবসময়ের জন্য একটু বেশি হয়। প্রায়শই দেখা যায় সস্তায় নর্থ সিকিম ঘোরানোর লোভ দেখিয়ে কিছু অসাধু ব্যবসায়ী পর্যটকদের ফাঁদে ফেলছে। তাই সঠিক দামে সঠিক ভ্রমণ করানোই আমাদের মূল লক্ষ্য। নিচে খরচের কিছু বিবরণ দেওয়া হল:

👇 04 রাত্রি 05দিন👇
------------------------------------------------------------------
8 Heads-. Rs- 7499/(Per Head)
7 Heads-. Rs- 7999/(Per Head)
6 Heads-. Rs- 8699/(Per Head)
5 Heads-. Rs- 9499/(Per Head)
4 Heads-. Rs- 10,299/( Per Head)

👇 05 রাত্রি 06 দিন 👇

------------------------------------------------------------------
8 Heads-. Rs- 9,299/(Per Head)
7 Heads-. Rs- 9,899/(Per Head)
6 Heads-. Rs- 10,699/(Per Head)
5 Heads-. Rs- 11,499/(Per Head)
4 Heads-. Rs- 12,199/(Per head)

এছাড়া রয়েছে প্রতিদিন শেয়ার ট্রিপ শুরু ₹6000/- থেকে। এটা শুধুমাত্র গ্যাংটক থেকে গ্যাংটক পর্যন্ত। গ্যাংটক এ যাওয়া আসার খরচ নিজস্ব।

✅কি কি থাকছে আমাদের প্যাকেজে?

✅ Pick Up, Drop, Itinerary- তে লেখা সবকিছুই।
✅ গাড়ি: Sumo / Bolero গোটা ভ্রমনের জন্য
02 জন / 03 জন হলে ছোটো গাড়ি নিতে পারেন পিক আপ ড্রপ এর সময়, বাকি নর্থ টুর বড়ো গাড়িতে করতে হবে (খরচ বেশি)। এছাড়াও অতিরিক্ত খরচে Xylo অথবা Innova গাড়িরও ব্যবস্থা করা যেতে পারে।
✅ হোটেল অথবা হোমস্টেতে প্রয়োজন মত রুম।
✅ খাওয়া দাওয়া: সকালের চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যার চা এবং ডিনার(প্রথম দিনের লাঞ্চ থেকে শেষ দিনের ব্রেকফাস্ট অবধি)
✅ পারমিটের খরচ

❌ কি কি প্যাকেজের মধ্যে থাকবে না
✅ NJP সিন্ডিগেট পার্কিং চার্জ (200-220 টাকা)
✅ স্ট্যান্ড থেকে হোটেলে যাতায়াতের জন্য লোকাল ট্যাক্সি
✅ পার্কিংয়ের খরচ

⭐ কিছু জিনিস মাথায় রাখতে হবে এই দিকের ট্যুরে :
☑ দুই তিনজন ট্যুর করলে একটু খরচসাপেক্ষ হবে, তাই অন্তত ৫-৬ জনের গ্রুপ করার চেষ্টা করুন। ট্যুর বাজেট ফ্রেন্ডলি হবে।
☑ দুই তিনজন থাকলে প্রথম দিন ( পিক আপ ) আর শেষ দিন ( ড্রপ ) এ ছোট গাড়ি নিয়ে বাকি নর্থ এর পার্ট টা বড়ো গাড়ি নেবেন ।
☑ সার্ভিস যথেষ্ট স্ট্যান্ডার্ড দেওয়ার চেষ্টা করি আমরা, কিন্তু তবুও উল্লেখ করতেই হবে যে লাচুং - লাচেন বা তার উপরের জায়গাগুলোতে উচ্চতাজনিত কারণে ও কিছু আঞ্চলিক সমস্যার জন্য খুব বেশি মানের আধুনিক ব্যাবস্থাপনা করা শক্ত কিছু ক্ষেত্রে।

এছাড়া সিকিমের ওয়েস্ট এবং সাউথ পার্ট:
#পেলিং, #রিনচেনপং, #রভাংলা, #হী_বার্মিয়ক, #ওখরে, #ভার্সে, #হিলে, #নামচি, #কালুক

আবার, ইস্ট পার্ট:
#রেশিখোলা, #রোলেপ, #রংপোখোলা, #লিংথাম, #আরিতার, #আগামলোক, #মানখিম #পাদামচেন, #জুলুক, #লুংথুং, #নাথাং

☝️এই জায়গাগুলি ঘোরার জন্য আমাদের যোগাযোগ করতে পারেন।

Call: 9883698609
WhatsApp: https://wa.me/message/XCMTQRUSB4DAG1
Email: [email protected]
Website: www.hikesike.in
Check out our Google reviews: https://maps.app.goo.gl/QAU6EctYPcdhPVPC7

পেলিং এ থাকা খাওয়া এখন মাত্র ৮৯৯ টাকায়!! প্যাকেজ শুরু জনপ্রতি মাত্র ৩৯০০ থেকে!! থাকবে বাঙালি খাবার, সাথে ঘর অথবা ব্যাল...
04/01/2024

পেলিং এ থাকা খাওয়া এখন মাত্র ৮৯৯ টাকায়!! প্যাকেজ শুরু জনপ্রতি মাত্র ৩৯০০ থেকে!! থাকবে বাঙালি খাবার, সাথে ঘর অথবা ব্যালকনিতে বসে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ!

Contact:
HikeS**e ☎️9883698609
Whatsapp: 098836 98609

সিকিমের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সমস্তটাই বৈচিত্র্যময়। বিস্তীর্ণ পাহাড়-পর্বত ঔষধি গাছপালা, ঝর্ণা, ঘন জঙ্গল সব মিলিয়ে সিকিম পর্যটনের অন্যতম স্থান।

এবার একবার চলুন ঘুরে আসি দক্ষিণ -পশ্চিম সিকিম। বেশকিছু অতুলনীয় দৃশ্য নিয়ে অপেক্ষায় রয়েছে আপনার।

দক্ষিণ -পশ্চিম সিকিমের যেসমস্ত পর্যটন কেন্দ্রগুলি মানুষের মনে জায়গা করে নিয়েছে তাদের মধে পেলিং, রাভাংলা, রিনচেনপং, নামচি, ছায়াতাল ইত্যাদি।

পেলিংঃ অসাধারন প্রাকৃতিক সৌন্দর্য ও একইসাথে ভিন্ন স্বাদের পাহাড়ি রুপের ডালি নিয়ে বসে রয়েছে এই পেলিং। ঝর্ণা, কমলালেবুর বাগান, পাহারঘেরা লেক, উপত্যকা, সুপ্রাচীন বৌধ মনেস্ট্রি, এইসব হল পেলিং ভ্রমনের অন্যতম আকর্ষণ। কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে সুন্দর রুপের দেখা মেলে এই পেলিং থেকেই( পুরনো ১০০ টাকার নোটের কাঞ্চনজঙ্ঘার ছবিটি এখান থেকেই তোলা হয়েছিল)।

রাবাংলাঃ রুপে গুনে অপূর্ব এক পাহাড়ি গ্রাম এই রাভাংলা। এটি যেন হিমালয়ের কোলে এক সংস্কৃতির মিলন, যেখানে একই সঙ্গে আছে নেপালি, ভুটিয়া, তিব্বতিরা তো বটেই আবার দেখা মেলে বেশ কিছু বাঙালির। রাবাংলার নাজরকারা দর্শনীয় স্থানের মধে অন্যতম বুদ্ধ পার্ক। শান্ত স্নিগ্ধ বাতাসে হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারেন তেমি চা বাগান। এমন অসংখ্য রুপের ঝলক অপেক্ষা করছে আপনার জন্য।

রিনচেনপংঃ দূরে তাকালেই কাঞ্চনজঙ্ঘা, পাইন ওক, শিতল বাতাসে হাঁটতে হাঁটতে জানা-অজানা রঙ বেরঙের পাখি আর কি চাই? সব আছে এই রিনচেনপং-এ। নেই ব্যাস্ততা, নেই কোন ভিড়, চারিদিকে সবুজের আবরণ আর পাখির কুঞ্জন, যেন এক মায়াবী অঞ্চল এই রিনচেনপং। এখানে একবার না গেলে হয়তো জীবনে মিস করবেন এমন অনেক অপরুপ সৌন্দর্য।

নামচিঃ এটিও একটি কাঞ্চনজঙ্ঘার রুপের ছটায় সৃষ্ট একটি পাহাড়ি জনপদ। এই নামচির কিছু দর্শনীয় স্থান গুলি হল বোরং মনেস্ট্রি, তেমি চা বাগান, চারধাম, সাঁই মন্দির ইত্যাদি

ছায়াতালঃ অফবিট জায়গার মধ্যে আপনি যা যা চাইতে পারেন, চারিদিকে ঘন রডোডেনড্রোন গাছের জঙ্গল, নিস্তব্ধ পরিবেশে ডেকে যাওয়া নাম না জানা পাহাড়ি পাখির ডাক বা যেদিকে চোখ যায় সেখানে বরফে ঘেরা পাহাড়চূড়া, ছায়াতালে আছে সবকিছু আপনার অপেক্ষায়।

✅প্যাকেজে কি কি থাকবে?
*নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি অব্দি গাড়ি।
*ভালো মানের হোমস্টে অথবা হোটেল
*প্রথম দিনের দুপুরের খাবার থেকে শেষ দিনের সকালের খাবার (প্রত্যেকদিন তিন বেলা খাবার)

❌প্যাকেজে কি কি থাকবে না?
*কোন অতিরিক্ত খাবার
*পার্কিংয়ের খরচ

খরচের বিবরণ: আমরা ন্যায্য মূল্যে আরামদায়ক ভ্রমণে বিশ্বাসী। আর সেই কথা মাথায় রেখেই আমাদের খরচের তালিকাটি তৈরি করা হয়েছে। নিচে দুই রাত তিন দিনের খরচের বিবরণ দেওয়া রয়েছে। এই খরচ ১৫ ই মার্চ অবধি প্রযোজ্য। সিজনের এর সাথে সাথে খরচ কিছুটা ওঠা নামা করে।

✅৮ জনের জন্য খরচ জনপ্রতি: ৩৯০০
✅৭ জনের জন্য খরচ জনপ্রতি: ৪২০০
✅৬ জনের জন্য খরচ জনপ্রতি: ৪৬০০
✅৫ জনের জন্য খরচ জনপ্রতি: ৫৫০০
✅৪ জনের জন্য খরচ জনপ্রতি: ৫১০০
✅৩ জনের জন্য খরচ জনপ্রতি: ৬২০০
✅২ জনের জন্য খরচ জনপ্রতি: ৮৫০০

Call: 9883698609
WhatsApp: https://wa.me/message/XCMTQRUSB4DAG1
Email: [email protected]
Website: www.hikesike.in
Check out our Google reviews: https://maps.app.goo.gl/QAU6EctYPcdhPVPC7



Picture Courtesy: Arnab Maity
Follow us for more👈

এবার কমলালেবু উৎসব পালন করুন দার্জিলিঙে। প্যাকেজ শুরু জনপ্রতি মাত্র ৩৬০০ থেকে। ☎️এখনি যোগাযোগ করুন আমাদের নিচে দেওয়া নম...
27/12/2023

এবার কমলালেবু উৎসব পালন করুন দার্জিলিঙে। প্যাকেজ শুরু জনপ্রতি মাত্র ৩৬০০ থেকে।

☎️এখনি যোগাযোগ করুন আমাদের নিচে দেওয়া নম্বরে☎️
Call/WhatsApp: 098836 98609

আকাশ ভরা মেঘ, আর মেঘের কোলে পাহাড় যেখানে শীতকালে চারিদিকে রয়েছে কমলালেবুর বাহার, এই হলো দার্জিলিঙের পাহাড়ি গ্রাম সিটং -এর পরিচয়। পাহাড়ের কোলে এই লেপচাদের ছোট গ্রাম যেন কোনো পাহাড়ি চিত্রকরের নিখুঁত তুলির সৃষ্টি যেখানে রয়েছে কমলালেবু চাষের আঁতুরঘর। যেখানে প্রায় সব বাড়িতেই রয়েছে কোমলালেবুর গাছ এবং সবুজে ঘেরা গ্রামের পথে একটু হাঁটলেই পাহাড়ি অঞ্চলের জনজীবন উপলব্ধি করা যায়।

আমরা হয়তো অনেকেই জানিনা উত্তরবঙ্গের বেশিরভাগ কমলালেবু আসে এই পাহাড়ি গ্রাম সিটং থেকেই।

এছারাও সিটং -এর খুব কাছেই মংপুতে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের বাসভবন । আছে দাওাইপানি, তাকদা, তিনচুলে, লামাহাটা, লেপচাজাগত, মিরিক ইত্যাদি।

🏔️দাওয়াইপানিঃ ঘুম ভাঙার পর চোখ খুললেই জানালার ওপারেই রয়েছে রহস্যময়ী কাঞ্চনজঙ্ঘা এবং কুয়াশা ঘেরা গ্রাম , জঙ্গলের জানা - অজানা গাছপালা নিয়ে অপেক্ষায় রয়েছে দার্জিলিঙের অন্যতম অফ-বীট গ্রাম দাওয়াইপানি।

🏔️তাকদাঃ স্থানীয় কথায় তাকদা কথার অর্থ মেঘে ঢাকা । পর্যটকদের কাছে এই জায়গাটি সুপ্ত হয়ে থাকলেও জায়গাটি যেন সত্যি মেঘে ঢাকা বিস্তীর্ণ পাহাড়ি অঞ্ছল। আকাশচুম্বী পাইন গাছের সারী, অর্কিড বাগান আর অনেক আকর্ষণীয় পাহাড়ি সৌন্দর্য।

🏔️তিনচুলেঃ
তাকদা থেকে মাত্র তিন কিমি দূরে রয়েছে তিনচুলে। এখানে গেলে দুটি জিনিস মিস করবেন না। একটি হল বরফের মুকুট পরা কাঞ্চনজঙ্ঘা। আর অন্যটি হল কমলালেবুর বাগান। কাছেই রয়েছে পেশক ভিউ পয়েন্ট। দুপাশে চা বাগান। তার মধ্যে দিয়ে রাস্তা।

🏔️লেপচাজগৎঃ
লেপচাজগত মুলত লেপচা জনজাতির লোকজন নিয়ে গড়ে ওঠা একটি ছোট পাহাড়ি গ্রাম। চারিদিকে পাইন ও ধুপি গাছের জঙ্গলে ঘেরা, মেঘে ঢাকা এক শান্ত পরিবেশ এই লেপচাজগত । যা মনের সমস্ত চিন্তা ভুলিয়ে মনে প্রশান্তির আবহ তৈরি করতে সক্ষম হবে।

🏔️লামাহাটাঃ পাহাড়ের বুকে পাইন গাছের জাঙ্গল আর অসংখ্য ফুলের সমারোহে একটি পার্ক। পার্কের মাধ্যে দিয়ে চুড়ায় পৌঁছে দেখা যায় একটি লেক যেটি গ্রামবাসিদের কাছে খুব পবিত্র।

🏔️মিরিকঃ হিমালয়ের পাদদেশে আবস্তিত এই শহর। পর্যটকদের কাছে এটি জানপ্রিয় এখানকার মূল আকর্ষণ সুমেন্দু হ্রদ। যার একদিকে রয়েছে পাইন গাছের সারি এক পাহাড়ি মন্দির।

1️⃣কবে যাবেন, কতজন যাবেন আমাদের জানালেই দায়িত্ব সহকারে ঝামেলা মুক্ত সমস্ত ব্যাবস্থা করে দেব।
2️⃣এছাড়াও ২৪শে জানুয়ারী থেকে ২৭ শের জানুয়ারী পর্যন্ত গ্রুপ টুর চলছে, আপনি চাইলে যেতে পারেন আমাদের সাথে।*

✅প্যাকেজে কি কি থাকবে?
✅নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি অব্দি গাড়ি।
✅ভালো মানের হোমস্টে
✅প্রথম দিনের দুপুরের খাবার থেকে শেষ দিনের সকালের খাবার (প্রত্যেকদিন তিন বেলা খাবার)

❌প্যাকেজে কি কি থাকবে না?
❌ট্রেনের টিকিট
❌কোনো এন্ট্রি ফি
❌কোন অতিরিক্ত খাবার
❌পার্কিংয়ের খরচ

খরচের বিবরণ: আমরা ন্যায্য মূল্যে আরামদায়ক ভ্রমণে বিশ্বাসী। আর সেই কথা মাথায় রেখেই আমাদের খরচের তালিকাটি তৈরি করা হয়েছে। দুই রাত্রি তিন দিনের খরচ নিচে দেওয়া রয়েছে। দিন বাড়লে খরচ বাড়বে আর পিক সময়ে কিছুটা বাড়তি খরচ হতে পারে।

✅৮ জনের জন্য খরচ জনপ্রতি: 3600
✅৭ জনের জন্য খরচ জনপ্রতি: 3800
✅৬ জনের জন্য খরচ জনপ্রতি: 4000
✅৫ জনের জন্য খরচ জনপ্রতি: 4400
✅৪ জনের জন্য খরচ জনপ্রতি: 4700
✅৩ জনের জন্য খরচ জনপ্রতি: 5600
✅২ জনের জন্য খরচ জনপ্রতি: 7200

Call: 9883698609
WhatsApp: https://wa.me/message/XCMTQRUSB4DAG1
Email: [email protected]
Website: www.hikesike.in
Check out our Google reviews: https://maps.app.goo.gl/QAU6EctYPcdhPVPC7
Follow Our Page For More: HikeS**e

🏞️হোমস্টেতে বিছানা থেকেই কাঞ্চনজঙ্গা দেখতে চান? জনশূন্য পাহাড়ের মাঝে একটিমাত্র হোমস্টেতে পাহাড়ি নদীর পশে সময় কাটাতে চান?...
20/11/2023

🏞️হোমস্টেতে বিছানা থেকেই কাঞ্চনজঙ্গা দেখতে চান? জনশূন্য পাহাড়ের মাঝে একটিমাত্র হোমস্টেতে পাহাড়ি নদীর পশে সময় কাটাতে চান? অথবা দেখতে চান কিভাবে চাষ হয় কমলালেবু?

☃️শীতের উত্তরবঙ্গের স্বাধ নিতে আগামী ২৩ শে জানুয়ারী থেকে ২৮ শে জানুয়ারী ঘুরে আসুন কমলালেবুর বাড়ি সিটং, রামদুরা ও সান্তুক যেখানে সবথেকে স্বচ্ছ কাঞ্চনজঙ্ঘা দর্শনের সুযোগ রয়েছে নিজের বিছানা থেকেই ।

Call Now For Booking : 098836 98609

🏡সিটং: পাহাড়ের কোলে এই লেপচাদের ছোট গ্রাম যেন কোনো পাহাড়ি চিত্রকরের নিখুঁত তুলির সৃষ্টি যেখানে রয়েছে কমলালেবু চাষের আঁতুরঘর। যেখানে প্রায় সব বাড়িতেই রয়েছে কোমলালেবুর গাছ এবং সবুজে ঘেরা গ্রামের পথে একটু হাঁটলেই পাহাড়ি অঞ্চলের জনজীবন উপলব্ধি করা যায়।

🏡রামধুরা: কাঞ্চনজঙ্ঘা ও তিস্তা নদীর শ্রেষ্ঠ দৃশ্য দেখতে চান ? ঘুরে আসুন রামধুরা। এছাড়াও যেখানে রয়েছে চারপাশে সিঙ্কোনা গাছের চাষ এবং পাহাড়ি জঙ্গলের আঁকাবাঁকা পথ।

🏡সান্তুক: ঘুম ভাঙার পর চোখ খুললেই জানালার ওপারেই রয়েছে পাহাড়ি নদী এবং কুয়াশা ঘেরা জনশূন্য পাহাড়ি অঞ্চল, জঙ্গলের জানা - অজানা গাছপালা নিয়ে অপেক্ষায় রয়েছে কালিম্পং এর অন্যতম অফ-বীট গ্রাম সান্তুক।

চোখ বুজে বুক করে ফেলুন। ভাববার বেশি সময় নেই, কারণ সিট্ খুবই কম।।

1️⃣প্রথমদিন: সন্ধ্যের মধ্যে শিয়ালদহ স্টেশনে এসে সকলে মিলিত হবো। তারপর উত্তরবঙ্গ এক্সপ্রেসে চড়ে পারি দেবো নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে।

2️⃣দ্বিতীয়দিন: সকালবেলায় নিউ জলপাই গুড়ি স্টেশনে পৌঁছে সেখান থেকে যাত্রা শুরু করে আমাদের গাড়ি আপনাকে পৌঁছে দেবে সিটং এবং যাত্রাপথে থাকছে অহলদারা ভিউপয়েন্ট যেখান থেকে বিস্তৃত পাহাড়ি দৃশ্য সঙ্গে তিস্তার দর্শন পাওয়া যায় এছাড়া থাকছে নাম্থিং পোখরি লেক, মহলদিরাম টি গার্ডেন এবং লেপচা মনেস্ট্রি।

3️⃣তৃতীয়দিন: তৃতীয়দিন আপনি আমাদের সাথে পৌঁছে যাবেন রামধুরা যেখানে দেখতে পাবেন , পাহাড়ি নদীর ব্রিজ যোগীঘাট, মংপুতে রবীন্দ্রনাথের বাংলো, অরেঞ্জ গার্ডেন।

4️⃣চতুর্থদিন: এই দিনের গন্তব্য হবে নতুন গ্রাম সান্তুক।পাহাড়ি নদীর ওপর তৈরি একটি মাত্র হোমস্টে সাথে থাকবে ক্যাম্পিং করার সুযোগ। যাত্রাপথে পরবে কালিম্পঙ ডেল পার্ক, হনুমান টপ, গল্ফ কোর্স, ক্যাকটাস গার্ডেন এবং সাইন্স সেন্টার, লাভা।

4️⃣চতুর্থদিন: যাত্রাপথে গরুবাথান, পেপারখেতি এবং আম্বিয়ক টি এস্টেট দেখে এই চার দিনের মনমুগ্ধকর অসংখ স্মৃতি নিয়ে রামধুরা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে ফিরে যাবেন। এরপর সন্ধের উত্তরবঙ্গ এক্সপ্রেসে চড়ে ফিরে যাবেন জীবনের নতুন অধ্যায়ে।

5️⃣পঞ্চমদিন: সকালে অনেক স্মৃতি বুকে নিয়ে সকলে ফিরে যাবেন নিজের নিজের কাজে।

✅প্যাকেজে কি কি থাকবে?

✅ট্রেনের টিকিট(স্লিপার ক্লাস)
✅নিউ জলপাইগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি অব্দি সুমো/বলেরো গাড়ি।
✅ভালো মানের হোমস্টে।
✅ সিটংএ পৌঁছে দুপুরের খাবার থেকে শুরু করে সান্তুক থেকে বেরোনোর সকালের খাবার পর্যন্ত(প্রত্যেকদিন চার বেলা খাবার)
✅পার্কিং
✅ বনফায়ার 🔥

❌প্যাকেজে কি কি থাকবে না?

❌ট্রেনের খাবার
❌কোনো প্রবেশমূল্য
❌কোন অতিরিক্ত খাবার
❌এমন কিছু যা উল্লেখ নেই

খরচের বিবরণ: আমরা ন্যায্য মূল্যে আরামদায়ক ভ্রমণে বিশ্বাসী। আর সেই কথা মাথায় রেখেই আমাদের খরচের তালিকাটি তৈরি করা হয়েছে।

*Package Cost*

6200 Per Head(Triple/Squad Sharing)
6500 Per Head(Double Sharing)

*সান্তুকে একটি মাত্র হোমস্টে (৫ টি রুমের) থাকায় আমরা ৩/৪ জন রয়েছে এমন পরিবারকেই রুম দিতে পারবো। বাকিরা ক্যাম্পিং করার সুযোগ পাবে*

Call: 9883698609
WhatsApp: https://wa.me/message/XCMTQRUSB4DAG1
Email: [email protected]
Website: www.hikesike.in
Check out our Google reviews: https://maps.app.goo.gl/QAU6EctYPcdhPVPC7

Being Deepika isn't always bad...🌝
30/10/2023

Being Deepika isn't always bad...🌝

🌟 ভয়াবহ বন্যায় উত্তর সিকিমের প্ল্যান ক্যানসেল? আপনার জন্য রয়েছে এক দারুন সুযোগ! 🌄☎️ 9883698609WHATSAPP: 098836 98609 হিম...
12/10/2023

🌟 ভয়াবহ বন্যায় উত্তর সিকিমের প্ল্যান ক্যানসেল? আপনার জন্য রয়েছে এক দারুন সুযোগ! 🌄
☎️ 9883698609
WHATSAPP: 098836 98609

হিমালয়ের হৃদয়ে যাওয়ার জন্য আপনি প্রস্তুত? HikeS**e আপনাকে আপনার ক্যানসেল হওয়া প্লানের পরিবর্তে এক অতুলনীয় ভ্রমণ অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করবে ।

🌿আমরা কেন বলছি ?
উত্তর সিকিমে এই সময়ে বন্যা বিপর্যয়ে ভ্রমণকারীদের জন্য খুবই বিপদজনক। কিন্তু আপনাদের অনেকেই কয়েকমাস থেকে উত্তর সিকিমে কিছুদিন সময় কাটানোর জন্য অনেক কৌতূহল নিয়ে অপেক্ষায় ছিলেন। তাই আমরা আপনাদের এই অপেক্ষার কৌতূহল বৃথা যেতে দেব না। আপনার ঠিক করা দিন গুলোতেই আমরা আপনাদের জন্য উত্তর বঙ্গের বেশ কিছু কম জনবহুল, আকর্ষণীয় এবং নিরাপদ ভ্রমনস্থানের সন্ধান নিয়ে এসেছি।

ভাবছেন অনেক খরচ হয়ে যাওয়ার পর আবার নতুন করে খরচ হবে ?

একদমই নয়। আপনাদের বুক করে রাখা ট্রেনেই আপনারা যাবেন এবং বাকি সমস্ত দায়িত্ব আমাদের। এই বিপর্যয়ের কথা মাথায় রেখেই সবচেয়ে কম খরচে আপনাদের জন্য এই ব্যাবস্থা।

উত্তরবঙ্গের নির্মল প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ উপত্যকা ও নিরাপদ কিছু ভ্রমণস্থান যার সমস্ত সুব্যবস্থা আমরা করে দেব সেগুলি হলো:
❇দার্জিলিং অফবিট- সিটং, দাওয়াইপানি, লেপচাজগৎ, তাকদা, তিনচুলে, মিরিক, তাবাকোসি, লামাহাটা ইত্যাদি।
❇কালিম্পং অফবিট- লাভা, রিষপ, কোলাখাম, সন্তুক, রামদুরা, মেরুংগাঁও, দারাগাঁও ইত্যাদি।
❇ডুয়ার্স- লাটাগুরি, জয়ন্তী, বক্সা, মূর্তি, চিলাপাতা, ঝালং, বিন্দু ইত্যাদি।

এছাড়াও রয়েছে অনেক আকর্ষণীয় ভ্রমণ স্থান।আরো বিশদ জানতে এবং এই দিনগুলিতে হতাশায় না থেকে আমাদের সাথে উত্তরবঙ্গের এই সমস্ত পর্যটন কেন্দ্র গুলির স্মৃতি জড়িয়ে নিতে নিচে দেওয়া যোগাযোগ নম্বর গুলিতে এক্ষুনি যোগাযোগ করুন।

🌟 কেন HikeS**e? 🌟

✈️দক্ষতা: উত্তরবঙ্গের পর্যটন আয়োজনে বেশ কয়েক বছরে অভিজ্ঞতা রয়েছে আমাদের। আমাদের টীম একটি সুস্থ এবং অমূল্য অভিজ্ঞতা নিশ্চিত করে।

👩‍💼ব্যক্তিগত সেবা:** আমরা জানি যে প্রতিটি ভ্রমণকারী অনন্য। আমাদের পর্যটন সংস্থান আপনার পছন্দের সাথে সামঞ্জস্য রেখে সব ব্যবস্থা করে থাকে।

🛏️উন্নতমানের থাকার জায়গা :** আমরা নিজেদের হোমস্টের পাশাপাশি দার্জিলিঙের শ্রেষ্ঠ কিছু হোটেলের সাথে পার্টনারশীপ করি, যার ফলে উন্নতমানের সুবিধা সহ পরিষ্কার পরিচ্ছন্ন পরিষেবা প্রদান করে থাকি।

🍚বাঙালি খাওয়ার: পাহাড়ি অঞ্চলে সব ধরণের খাওয়ার পাওয়া খুবই কষ্ট সাধ্য , কিন্তু আমরা আমাদের অতিথিদের কথা মাথায় রেখে সুস্বাদু বাড়ির মতোই বাঙালি খাওয়ারের ব্যবস্থা করে থাকি।

☎️ 9883698609
WhatsApp: https://wa.me/message/XCMTQRUSB4DAG1
✉️ [email protected]
Check out our Guest Reviews: https://maps.app.goo.gl/EgaWh6cXhGDh54q19

আপনি কি নিয়মিত প্রেতকথা শোনেন? পাহাড়ে ঘুরতে যেতে চাইছেন ? একবার ভেবে দেখুন তো, পাহাড়ি নির্জন হোমেসটায়তে বসে আছেন এবং এক...
12/09/2023

আপনি কি নিয়মিত প্রেতকথা শোনেন? পাহাড়ে ঘুরতে যেতে চাইছেন ? একবার ভেবে দেখুন তো, পাহাড়ি নির্জন হোমেসটায়তে বসে আছেন এবং এক গল্পপাঠক গা ছমছমে রোমাঞ্চকর কিছু ভৌতিক গল্প আপনাদের শোনাচ্ছে আবার কখনো সবাই নিজের নিজের ভৌতিক অভিজ্ঞতার কথা সবাইকে বলছেন, এছাড়াও অনেক গান, আড্ডা, সব মিলিয়ে ৩ টি অবিস্মরণীয় রাত
পাহাড়ীর নির্জন পরিবেশে এমনই কিছু গা ছমছমে রোমাঞ্চকর কিছু প্রেতকথা নিয়ে আমাদের সাথে থাকছে গৌরব তাপাদার ।
পাহাড় ভ্রমণের এই নতুন অভিজ্ঞতার সুযোগ করে দিতে HIKESIKE নিয়ে এসেছে "Pretkotha Express"।

কি কি থাকছে এই ট্যুরে ?
সব থেকে আকর্ষণীয় প্রেতকথার আসর তো থাকছেই এছাড়াও ট্যুরে যা যা থাকছে:

✅কলকাতা থেকে কলকাতা পর্যন্ত ট্রেনের টিকিট
✅নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি অব্দি গাড়ি।
✅ভালো মানের হোমস্টে
✅প্রথম দিনের রাত্রের খাবার থেকে শেষ দিনের রাত্রের খাবার
✅ প্রত্যেক সন্ধেয় গৌরব তফাদারের লাইভ অনুষ্ঠান

কি কি থাকছে না এই ট্যুরে?

❌কোনো রকম এন্ট্রি ফি
❌কোনো অতিরিক্ত খাবার

আমরা খুব সীমিত সংখ্যক সীট রেখেছি। সত্তর যোগাযোগ করে আপনার বুকিং নিশ্চিত করুন।

যোগাযোগ:
☎️ 9883698609
WhatsApp: 098836 98609
Email: [email protected]
Office Address: 259, Nandannagar First Lane, Belgharia, Kolkata-83

Which one will you choose?🥱For Booking Contact:HikeS**e ☎️ 9883698609Whatsapp: 098836 98609 Email: care@hikesike.in
08/08/2023

Which one will you choose?🥱

For Booking Contact:
HikeS**e
☎️ 9883698609
Whatsapp: 098836 98609
Email: [email protected]

🌞এবার বর্ষায় কালিম্পং অফবিট🏞️🔥প্যাকেজ শুরু জনপ্রতি মাত্র ৩৪৯৯ থেকে🔥যোগাযোগ: HikeS**e Call/WhatsApp: 098836 98609 🔰🔰🔰🔰🔰🔰...
28/07/2023

🌞এবার বর্ষায় কালিম্পং অফবিট🏞️
🔥প্যাকেজ শুরু জনপ্রতি মাত্র ৩৪৯৯ থেকে🔥
যোগাযোগ: HikeS**e
Call/WhatsApp: 098836 98609

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
বর্ষায় পাহাড় বেড়াতে ঘুরতে যাওয়ার স্বপ্ন থাকে অনেকেরই। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে এড়িয়ে যান। পাশাপাশি এখন জনপ্রিয় কিছু পাহাড়ি এলাকা যেমন সিকিমের বেশ কিছু অঞ্চল বর্ষায় পর্যটনের জন্য নিরাপদ নয়। অনেকেই মনে করেন বর্ষায় পাহাড় ভালোভাবে উপভোগ করা যায় না। কিন্তু বর্ষায় পাহাড়ের সৌন্দর্যতা অনেকেরই এখনো অজানা। বর্ষায় পাহাড় মানে বৃষ্টিভেজা পাহাড়ী রাস্তায় হেঁটে ঘুরে বেড়ানো। বর্ষায় পাহাড় মানে পাহাড়ের মাঝে মেঘেদের লুকোচুরি খেলা। বর্ষায় পাহাড় মানে হোমস্টেয়ের বারান্দায় বসে ঝিরি ঝিরি বৃষ্টি উপভোগ করতে করতে উষ্ণ চায়ের পেয়ালায় চুমুক দেওয়া। আলো মেঘের এই লুকোচুরি খেলায় মন ভাল রাখতে ছোট্ট একটা প্ল্যান করেই নেওয়া যায়।

তবু পাহাড়ে যাওয়ার জন্য মন ছটফট করবেই। তবে এর জন্য অন্য কোনও রাজ্যে পাড়ি দেওয়ার প্রয়োজন নেই। এই রাজ্যেই রয়েছে মন্ত্রমুগ্ধকর কালিম্পং । কালিম্পং এর চমৎকার আবহাওয়া এবং পার্শবর্তী কিছু অঞ্চলে আরো অনেক পর্যটন কেন্দ্র থাকায় এই কালিম্পং ভ্ৰমণ পিপাসু মানুষের কাছে এক অন্যতম ঠিকানা হয়ে উঠেছে।

এই অঞ্চলে বেশ কিছু অফ বীট পর্যটন কেন্দ্র রয়েছে যেমন,

রিশপ : কালিম্পং অঞ্চলের শ্রেষ্ঠ পর্যান্টন কেন্দ্র বলা হয়ে থাকে এই রিশপকে। রিশপকে ঘিরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা - কাব্রু - সিনিয়ালচু - পান্ডিম সহ নানা শৃঙ্গ। জঙ্গলের মধ্যে ট্রেক করে যেতে পারেন টিফিনদাঁড়া ভিউ পয়েন্টে। যেটি সান্দাকফুয়ের পর পশ্চিমবঙ্গের উচ্চতম ভিউ পয়েন্ট।

লাভা: কুয়াশা আর মেঘে ঢাকা পাইন গাছের জঙ্গল বর্ষায় আরো মায়াবী হয়ে ওঠে। কালিমপং থেকে এই গ্রামটি ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত। মূল শহর ছাড়িয়ে আকাশ ছোঁয়া পাইন গাছে ঘেরা পথে হাঁটলে যেন এক স্বর্গীয় অনুভূতি পাওয়া যায়।

কোলাখাম; লাভা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরেই এই গ্রাম কোলাখাম। এই কোলাখামের অন্যতম আকর্ষণ বলা যেতে পারে ছাঙ্গে জলপ্রপাত। আর কাঞ্চনজঙ্ঘার অপূর্ব তুষারাচ্ছান্ন দৃশ্য তো আছেই

রামদুরা : কালিম্পং থেকে 15 কিমি দূরে, তিস্তা নদীর তীরে,পাইন গাছের বনাঞ্চল দ্বারা আবৃত রামদুরা উত্তরবঙ্গের তথা দার্জিলিং এর একটি নবগঠিত অফবিট গন্তব্য।

মাইরুঙ গাঁও : কালিম্পং শহর থেকে মাত্র ১৫ কিমি দূরে এই অচেনা গ্রাম। একেবারে চোখ জুড়ানো পর্যটন কেন্দ্র। এখনও সেভাবে পর্যটকদের পা পড়ে না এই গ্রামে। নির্জন, নিরিবিলিতে রূপের ডালি নিয়ে বসে রয়েছে ছোট্ট পাহাড়ি গ্রাম। নেওড়া ভ্যালি ন্যাশানাল পার্ক দিয়ে ঘেরা পাহাড়ি গ্রাম।

এছাড়াও কালিম্পং এর পার্শবর্তী স্থানে অনেক ভ্ৰমণ খনিজ লুকিয়ে রয়েছে যা সাধারণ পর্যটকের কাছে এখনো অজানা। ব্যস্ত পৃথিবী থেকে কয়েকদিনের ছুটি নিয়ে ঘুরে আসায় যায় এই কালিমপংয়ে।

আরও বিশদে জানতে এবং এই বর্ষায় আমাদের সাথে কালিম্পঙকে স্মৃতিতে জড়িয়ে নিতে হলে নিচে দেওয়া কন্টাক্ট গুলিতে যোগাযোগ করে নিতে পারেন

প্যাকেজে কি কি থাকবে?
✅নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি অব্দি গাড়ি।
✅ভালো মানের হোমস্টে(পরিবার পিছু একটি ঘর)
✅প্রথম দিনের দুপুরের খাবার থেকে শেষ দিনের সকালের খাবার (প্রত্যেকদিন তিন বেলা খাবার)

প্যাকেজে কি কি থাকবে না?
❌ট্রেনের টিকিট ও খাবার
❌কোনো প্রবেশ মূল্য
❌কোন অতিরিক্ত খাবার
❌পার্কিংয়ের খরচ

প্রাকৃতিক সৌন্দর্যের আদর্শ সঙ্গী হিসেবে কালিম্পঙ্গের অবিচ্ছিন্ন স্মৃতি আপনার সঙ্গে থেকে যাবে চিরকাল ।
দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের সাথে। কবে কতজন যাবেন আর কত দিনের জন্য থাকবেন সেই তথ্য আমাদের জানালেই আমরা সমস্ত ব্যবস্থা করে দেব।

Call: 9883698609
WhatsApp: https://wa.me/message/XCMTQRUSB4DAG1
Email: [email protected]
Website: www.hikesike.in
Check out our Google reviews: https://maps.app.goo.gl/QAU6EctYPcdhPVPC7

।।এইবার পুজোয় নর্থ সিকিম ভ্রমণ।।প্যাকেজ শুরু মাত্র ৮২৯৯ টাকা থেকে(১৫ই অক্টোবর থেকে ২০ই নভেম্বর পর্যন্ত প্রযোজ্য)। বাকি ...
28/07/2023

।।এইবার পুজোয় নর্থ সিকিম ভ্রমণ।।
প্যাকেজ শুরু মাত্র ৮২৯৯ টাকা থেকে(১৫ই অক্টোবর থেকে ২০ই নভেম্বর পর্যন্ত প্রযোজ্য)। বাকি সময়ে খরচ অনেকটা কম।
Contact: HikeS**e
Call/Whasaap: 098836 98609

🔰সামনেই পুজো , আর পুজো ঘরে কড়া নাড়লেই বাঙালির বেড়াতে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে যায়। শহরের যানজট এবং জীবনের কোলাহলকে একটু ফাঁকি দিয়ে প্রকৃতির রহস্য উপভোগ করতে কে না চায় ? কি ভাবছেন, কোথায় যাবেন ? কিভাবে যাবেন ? কোথায় থাকবেন ?
তবে বলবো আপনি চাইলে আমাদের সাথে যেতেই পারেন পাহাড়ের ডাকে সারা দিতে নর্থ সিকিম ।
সিকিম, নামটি শুনলেই পোস্টকার্ডে আঁকা ছবির মতো ভেসে ওঠে মেঘের কোলের পাহাড় গুলি ,
সিকিমের আসল মজা হল, তুষারাবৃত পর্বতের অপরূপ নৈসর্গিক রূপ দেখার সুযোগ। রুক্ষ পাহাড়, গভীর উপত্যকা, ঘন সবুজ বন থেকে শুরু করে খরস্রোতা নদী এবং জলপ্রপাত। পার্বত্য সৌন্দর্যে ঠাসা সিকিম সত্যিই পর্যটকদের জন্য একটি অসাধারণ গন্তব্যস্থল।
চলুন দেখে আসি পুজোর ভ্রমণসূচি :
🌴*প্রথমদিন: নিউ জলপাই গুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করে আমাদের গাড়ি আপনাকে পৌঁছে দেবে সিক্কিমের রাজধানী পাহাড়ি শহর গ্যাংটকে। বিশ্রাম করে আপনি ঘুরে আস্তে পারেন গ্যাংটকের সন্ধের রমরমা এম জি মার্গে। পাহাড়ি শহরের দৃশ্যের সাথে চাইলে কিছু কেনাকাটাও করতে পারেন ।
🌴*দ্বিতীয়দিন: দ্বিতীয়দিন আপনি আমাদের সাথে পৌঁছে যাবেন নর্থ সিক্কিমের পাহাড়ি গ্রাম লাচেনে যেটি ভারতের ছত্রিশটি হেরিটেজ গ্রামের মধ্যে একটি । যাওয়ার পথে পাহাড়ি সৌন্দর্যের অদৃশ্যের সাথে থাকবে কিছু জলপ্রপাত ।
🌴*তৃতীয় দিন: এই দিন ভারত ও বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ হ্রদের অপরূপ দৃশ্যের সাক্ষি হতে আমরা পৌঁছে পৌঁছে যাবো গুরুদংমার লেক (অতিরিক্ত খরচে ঘুরে আসতে পারেন কালা পাথর)। দুপুরের খাবার সেরে যাত্রাপথের নৈসঃর্গিক প্রাকৃতিক দৃশ্য এবং কিছু নাম করা দর্শনীয় স্থান উপভোগ করতে করতে পৌঁছে যাবেন হিমালয়ের কোলে এক গ্রাম লাচুংয়ে ।
🌴*চতুর্থদিন: দিনের যাত্রা শুরু হবে লাচুং থেকে ইয়ামথাং ভ্যালি -এর উদ্দেশ্যে। অতিরিক্ত খরচে ঘুরে আসতে পারেন জিরো পয়েন্ট । লাঞ্চ সেরে যাত্রা শুরু হবে গ্যাংটকের উদ্ধেশ্যে ।
🌴*পঞ্চমদিন ও অন্তিমদিন: ৫ দিনের মনমুগ্ধকর অসংখ স্মৃতি নিয়ে গ্যাংটক থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে ফিরে যাবেন জীবনের নতুন অধ্যায়ে ।
(এছাড়াও আপনারা এই ভ্রমণে যোগ করতে পারেন গ্যাংটকের লোকাল সাইট সিন এবং পূর্বসকিমের ছাঙ্গু লেক, বাবা মন্দির ও ইন্দো চায়না বর্ডার নাথুলা পাস। তার জন্য অতিরিক্ত দুটো দিন প্রয়োজন হবে। সেই প্যাকেজের খরচও আমাদের পোস্টে দেওয়া রয়েছে।)
✅প্যাকেজে কি কি থাকবে?
*নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি অব্দি গাড়ি।
*ভালো মানের হোটেল(পরিবার কিছু একটি ঘর)
*প্রথম দিনের দুপুরের খাবার থেকে শেষ দিনের সকালের খাবার (প্রত্যেকদিন তিন বেলা খাবার)
*পারমিটের খরচ
❌প্যাকেজে কি কি থাকবে না?
*ট্রেনের টিকিট ও খাবার
*গ্যাংটকের লোকাল ট্যাক্সি
*কোন অতিরিক্ত খাবার
*নাথুলা পাস, জিরো পয়েন্ট, কালাপদ্থর, কাটাও যাওয়ার খরচ
*পার্কিংয়ের খরচ
প্রাকৃতিক সৌন্দর্যের আদর্শ সঙ্গী হিসেবে নর্থ সিকিম অবিচ্ছিন্ন স্মৃতি আপনার সঙ্গে থেকে যাবে চিরকাল ।
দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের সাথে। কবে কতজন যাবেন আর কত দিনের জন্য থাকবেন সেই তথ্য আমাদের জানালেই আমরা সমস্ত ব্যবস্থা করে দেব।
💰খরচের বিবরণ:
পুজোর সময় অতিরিক্ত পর্যটকের ভিড়ের জন্য উত্তর সিকিমের ভ্রমণ খরচ সাধারণ সময়ের তুলনায় অনেকটা বেড়ে যায়। আর কিছু অসাধু ব্যবসায়ী সস্তার লোভ দেখিয়ে পর্যটকদের ঠকিয়ে নেয়। আমরা ন্যায্য মূল্যে আরামদায়ক ভ্রমণে বিশ্বাসী। আর সেই কথা মাথায় রেখেই আমাদের খরচের তালিকাটি তৈরি করা হয়েছে।

☎️ 9883698609
💬 https://wa.me/message/XCMTQRUSB4DAG1
✉️ [email protected]
🌐 www.hikesike.in
Check out our Google reviews: https://maps.app.goo.gl/QAU6EctYPcdhPVPC7
Join Our WhatsApp Group: https://chat.whatsapp.com/LRecL7o7xx609RW1O2n7Ad

🌞এবার বর্ষায় দার্জিলিং অফবিট🏞️🔥প্যাকেজ শুরু জনপ্রতি মাত্র ৩৪৯৯ থেকে🔥যোগাযোগ: HikeS**e Whatsapp/Call: 098836 98609 🔰🔰🔰🔰🔰...
28/07/2023

🌞এবার বর্ষায় দার্জিলিং অফবিট🏞️
🔥প্যাকেজ শুরু জনপ্রতি মাত্র ৩৪৯৯ থেকে🔥

যোগাযোগ: HikeS**e
Whatsapp/Call: 098836 98609

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
বর্ষায় ঝমঝমিয়ে যখন বৃষ্টি পরে, সমস্ত আবরণ সরিয়ে উন্মুক্ত হয় দার্জিলিং| পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এই শহরকে আরও রাজকীয় করে তুলেছে ফলস্বরূপ সময়ক্রমে দার্জিলিং অত্যন্ত ঘিঞ্জি ও পর্যটকের ভিড় যেন বেড়েই চলেছে | তাই, যদি একান্তে এই মায়াবী দার্জিলিং -এ বৃষ্টি অনুভব করতে চান ঘুরে আসতে পারেন দার্জিলিঙের কিছু কম জনপ্রয়িও অফ-বীট গ্রাম । কোলাহল মুক্ত এই পাহাড়ি গ্রাম গুলি আপনাকে এক নিবিড় প্রশান্তির খোঁজ দেবে। মনোরম সবুজ চা বাগানে ঘেরা এই গ্রামগুলির ইতিহাস এবং ঐতিহ্যও অনন্য। বর্ষায় দার্জিলিং যাওয়ার মজা অন্যরকম। তখন গাছপালা অনেক বেশি সতেজ থাকে। সবুজ চা বাগান হয়ে ওঠে আরও বেশি প্রাণবন্ত। সমুদ্রের ঢেউয়ের মতো দ্রুত চলাফেরা করে আকাশের মেঘেরা। প্রকৃতির অন্যরকম রূপ দৃশ্যমান হয়।

দার্জিলিঙের কিছু অফ বীট স্থান গুলি হলো :-

সিটং:
দার্জিলিঙের এই ছোট্ট পাহাড়ি গ্রাম সিটং যেন কোনো চিত্রকের তুলিতে আঁকা, এই ছোট্ট গ্রামটি কমলালেবু চাষের আঁতুরঘর। প্রায় প্রত্যেক বাড়িতে রয়েছে কমলালেবু এবং অর্কিডের বাগান। এছাড়া মংপুতে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের বাসভবন

তাকদা:
আপনি যদি দার্জিলিংয়ে যাবেন অথচ সেখানকার ভিড় গায়ে মাখবেন না তবে সবথেকে ভালো ডেস্টিনেশন হতেই পারে অপরূপ রূপবতী তাকদা।

তিনচুলে:
তাকদা থেকে মাত্র তিন কিমি দূরে রয়েছে তিনচুলে। এখানে গেলে দুটি জিনিস মিস করবেন না। একটি হল বরফের মুকুট পরা কাঞ্চনজঙ্ঘা। আর অন্যটি হল কমলালেবুর বাগান। কাছেই রয়েছে পেশক ভিউ পয়েন্ট। দুপাশে চা বাগান। তার মধ্যে দিয়ে রাস্তা।

দাওয়াইপানি:
হিমালয়ের কোলে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া শান্ত নিরিবিলি গ্রাম যার প্রায় প্রতিটি বাড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ রয়েছে। কুয়াশা ঘেরা পাহাড়, জঙ্গলের চেনা-অচেনা গাছপালা, সব নিয়ে জায়গাটি অনবদ্য।

লেপচাজগৎ:
লেপচাজগত মুলত লেপচা জনজাতির লোকজন নিয়ে গড়ে ওঠা একটি ছোট পাহাড়ি গ্রাম। চারিদিকে পাইন ও ধুপি গাছের জঙ্গলে ঘেরা, মেঘে ঢাকা এক শান্ত পরিবেশ এই লেপচাজগত ।
যা মনের সমস্ত চিন্তা ভুলিয়ে মনে প্রশান্তির আবহ তৈরি করবে।

বিজনবাড়ি:
চারিদিকে সবুজে ঘেরা এই স্থানটি প্রাকৃতিক সৌন্দর্য নিতান্তই দারুন, উচু উচু পাহাড়ের গায়ে যেন সবুজ চাদরের মতো জড়িয়ে আছে চা গাছের বাগান, সব মিলিয়ে এক মনরম পরিবেশ যা মনে প্রশান্তি এনে দেয়।

এছাড়াও অনেক জায়গা যেমন কর্শিয়াং, চটকপুর, বড় মাঙ্বা, ছোট মাঙ্বা, তাবাকোসি, রামপুরিয়া রয়েছে।

প্যাকেজে কি কি থাকবে?
✅নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি অব্দি গাড়ি।
✅ভালো মানের হোটেল(পরিবার কিছু একটি ঘর)
✅প্রথম দিনের দুপুরের খাবার থেকে শেষ দিনের সকালের খাবার (প্রত্যেকদিন তিন বেলা খাবার)

প্যাকেজে কি কি থাকবে না?
❌ট্রেনের টিকিট ও খাবার
❌কোনো প্রবেশমূল্য
❌কোন অতিরিক্ত খাবার
❌পার্কিংয়ের খরচ

প্রাকৃতিক সৌন্দর্যের আদর্শ সঙ্গী হিসেবে দার্জিলিংয়ের অবিচ্ছিন্ন স্মৃতি আপনার সঙ্গে থেকে যাবে চিরকাল ।
দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের সাথে। কবে কতজন যাবেন আর কত দিনের জন্য থাকবেন সেই তথ্য আমাদের জানালেই আমরা সমস্ত ব্যবস্থা করে দেব।

Call: 9883698609
WhatsApp: https://wa.me/message/XCMTQRUSB4DAG1
Email: [email protected]
Website: www.hikesike.in
Check out our Google reviews: https://maps.app.goo.gl/QAU6EctYPcdhPVPC7

Address

Kolkata
700049

Alerts

Be the first to know and let us send you an email when HikeSike posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HikeSike:

Videos

Share

Category


Other Travel Companies in Kolkata

Show All