17/04/2024
আবার ডাকছে ডুয়ার্স। কে বলে, শুধু শরতে বা শীতেই ডুয়ার্স অনন্য? তা হলে এক বার এই গ্রীষ্মে বা বর্ষায় এখানে আসবেন না কি? আমাদের ডেরার খুব কাছ থেকে বয়ে চলেছে জলঢাকা। ও পারে গরুমারা আর মূর্তির জঙ্গল। গ্রীষ্মের সকাল ও বিকেলটা যে কি মনোরম তা এখানে না এলে অনুভব করতে পারবেন না।
কোথায়? এক্কেবারে অফবিট ডুয়ার্স যাকে বলে। নাগরাকাটা। দু’-চার পা হেঁটে এগিয়ে চলুন জলঢাকার তীরে। দেখবেন, আকাশটা একেবারে উপুড় হয়ে পড়ে আছে জলঢাকার কোলে। জলে পা ডুবিয়ে পাথরের উপর বসে থাকতে থাকতে কখন যে কেটে যাবে ঘণ্টার পর ঘণ্টা, তা বোঝাই যাব না।
দূরের নাথু লা রেঞ্জের দিক থেকে বয়ে আসা হাওয়া, গরুমারা জঙ্গল ছুঁয়ে কুলুকুলু ভেসে আসা হাওয়ায় বিকেল ও সন্ধেটাও হয়ে উঠবে মনোরম। অসামান্য খাওয়াদাওয়ার পরে গরমের দুপুরে বিশ্রামেও কোনও ব্যাঘাত ঘটবে না, কারণ আমাদের প্রতিটি ঘরই শীতাতপনিয়ন্ত্রিত।
আর যদি একপশলা বৃষ্টি হয়ে যায়, তা হলে চোখের সামনে গোটা প্রেক্ষাপটই বদলে যাবে নিমেষে! কালো মেঘে ঢেকে যাবে চরাচর। আমাদের ডেরার পাশে যে চা বাগান, সেখানেও কেমন কালচে সবুজ রং ধরবে! বর্ষার সঙ্গেই গ্রীষ্মের ডুয়ার্সও ডাকছে আপনাকে। এক বার সাড়া দেবেন না কি?
ছবি: তাপস সিংহ
হোয়াটসঅ্যাপ: 8100357091
Email: [email protected]