Bangalir Berano

Bangalir Berano This page helps you to plan your trip perfectly.
(2)

⭕️ সুপার ডিলাক্স  #লাদাখ গ্রুপ ট্যুরের ঘোষণা:" 9 রাত্রি 10 দিনের স্বপ্নের লাদাখ ট্যুর "★ যাত্রা শুরু : 17th অগাস্ট 2024 ...
18/04/2024

⭕️ সুপার ডিলাক্স #লাদাখ গ্রুপ ট্যুরের ঘোষণা:

" 9 রাত্রি 10 দিনের স্বপ্নের লাদাখ ট্যুর "

★ যাত্রা শুরু : 17th অগাস্ট 2024 (শনিবার) - কলকাতা - শ্রীনগর।
★ ফেরা: 26th অগাস্ট 2024 (সোমবার) - লেহ - কলকাতা।

★ খরচ:
🔸মাথাপিছু মাত্র - 38,900/- - টাকা ( ডাবল শেয়ারিং )।

🔸 মাথাপিছু মাত্র - 37,800/- - টাকা (ট্রিপল শেয়ারিং )।

🔸(5 - 10বছর বাচ্চাদের: 28,900/- টাকা মাথাপিছু।)

ভ্রমণপিপাসু বাঙালিদের কাছে লাদাখ একটি স্বপ্নের ট্যুর। বৌদ্ধ ধর্মের প্রাধান্যের কারণেই এখানে আছে বেশ কিছু প্রাচীন গুম্ফা আর তাই লাদাখকে বলা হয় "ল্যান্ড অফ লামা"। লাদাখ এখন কেন্দ্রশাসিত অঞ্চল, আর 'লেহ' হল তার রাজধানী।

প্রকৃতি এখানে বড়ই রুক্ষ, রং কোথাও সবুজ, তো কোথাও একেবারে ধূসর আবার কোনো কোনো জায়গায় খুবই রঙিন। বৃষ্টির অভাবে এখানে তৈরি হওয়া পৃথিবীর উচ্চতর মরুভূমি এটি, যেখানে বিরল প্রজাতির প্রাণী দুই কুঁজ বিশিষ্ট উটের দেখা মেলে। প্যাঙ্গং লেকের ধারে ক্যাম্প থেকে লেকের জলের রং পরিবর্তন আপনাকে এক সপ্নের দুনিয়ায় নিয়ে যাবে। প্রিয়জনের সাথে এই সপ্নের দুনিয়ায় ভ্রমণে সাক্ষী হতে পারে সিন্ধু নদ, যেখানে শান্ত সিন্ধু নদীতে এসে ঝানস্কার নদী তার উদ্দাম রূপকে ভুলে গিয়ে শান্ত ভাবে মিলিত হয়ে বয়ে চলেছে - সৃষ্টি করেছে এক ভিউ পয়েন্ট "নিমো-সঙ্গম"। পথে চলতে চলতে দেখবেন "পাত্থর সাহীব গুরুদ্বারা" যা শিখ ধর্মাবলম্বীদের কাছে খুবই পবিত্র। ভারতীয় বীর সেনা জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি হওয়া "হল অফ ফেম" দেখে আপনার নিজেকে ভারতীয় ভাবতে গর্ব বোধ হবে। রাজার প্রাসাদের ধ্বংসাবশেষ আপনাকে আজ ও এক রাজকীয় মুহূর্তের সাক্ষী করে রাখবে। "লেহ প্যালেস" আপনাকে নিয়ে যাবে কয়েকশো বছর পিছনে আর আপনি অনুভব করবেন প্রাচীন রাজার শক্তিশালী ও সুকৌশলিক শাসন ব্যবস্থাকে। এক অপার শান্তির দুনিয়াতে নিয়ে যাবে লেহতে অবস্থিত "শান্তি স্তুপা" ও বৈদেশিক শান্তির বার্তা বহনকারী ১০৮ ফিট উঁচু "মৈত্রেয়ী বুদ্ধা" যা ডিস্কিটে অবস্থিত। পৃথিবীর উচ্চতম মোটরেবল পাস - "খারদুং-লা" (18,379 ফুট) অতিক্রমের অভিজ্ঞতাকে আপনি আপনার মনের মণিকোঠায় সারাজীবন যত্ন সহকারে সাজিয়ে রাখবেন।

সাথে তো আছেই হিমালয়ান ডেস্টিনেশনের আন্তরিকতা ও অভিজ্ঞতা। লাদাখী সাজে তৈরি আমাদের হোটেল কর্মীরা অপেক্ষাই বসে আছেন আপনাদের স্বাগত জানাতে। তাই দেরি কিসের আজই নিশ্চিত করুন আপনার সপ্নের লাদাখ সফরকে।

◆ ট্যুর ডিটেইলস:

🔹 প্রথম দিন : 17th অগাস্ট কলকাতা থেকে বা রাজ্যের যেকোনো প্রান্ত থেকে শ্রীনগর এয়ারপোর্ট পৌঁছানো। এয়ারপোর্ট থেকে গাড়ি করে হোটেলে পৌঁছানো। রাত্রিবাস : শ্রীনগর।

🔹 দ্বিতীয় দিন : 18th অগাস্ট শ্রীনগর থেকে কার্গিল যাত্রা। রাত্রিবাস: কার্গিল।
(দেখবেন: জোজিলা পাস, কার্গিল ওয়ার মেমোরিয়াল)।

🔹 তৃতীয় দিন : 19th অগাস্ট কার্গিল থেকে লেহ পৌঁছানো। রাত্রিবাস: লেহ শহরে।
(দেখবেন: লামায়ূরু মোনাস্ট্রি, মুন-ল্যান্ড, শ্যাম ভিলেজ, হল অফ ফেম, ম্যাগনেটিক হিলস, পাত্থর সাহিব গুরুদ্বারা)।

🔹 চতুর্থ দিন : 20th অগাস্ট লেহ লোকাল সাইট সিয়িং। রাত্রিবাস: লেহ শহরে।
(দেখবেন: হেমিস মোনাস্ট্রি, থিকসে মোনাস্ট্রি, শান্তি স্তুপ, লে প্যালেস, সে প্যালেস)।

🔹 পঞ্চম দিন : 21th অগাস্ট লেহ থেকে হান্ডার - নুব্রা ভ্যালি। রাত্রিবাস: হান্ডার - নুব্রা ভ্যালিতে ।
(দেখবেন: খারাদুঙলা পাশ, স্যান্ড ডিউন্স - কোল্ড ডেজার্ট)।

🔹 ষষ্ঠ দিন : 22th অগাস্ট হান্ডার থেকে তুরতুক। রাত্রিবাস: হান্ডার - নুব্রা ভ্যালিতে ।
(দেখবেন: তুরতুক, থাং ভিলেজ, তাকসী ভিলেজ)।

🔹 সপ্তম দিন : 23th অগাস্ট হান্ডার থেকে প্যাংগং ভায়া আগম শ্যায়ক। রাত্রিবাস: প্যাংগং লেকের ধারে ক্যাম্প/কটেজে।
(দেখবেন: ডিস্কিট মোনাস্ট্রি)।

🔹 অষ্টম দিন : 24th অগাস্ট প্যাংগং থেকে লেহ ফেরা। রাত্রিবাস: লেহতে।
(দেখবেন: রাঞ্চো স্কুল, সিন্ধু ঘাট)।

🔹 নবম দিন : 25th আগস্ট - আজকের এই দিনটা Extra একটা দিন, রাখা হয়েছে শুধুমাত্র Back up এর জন্যে। পাহাড়ে বেড়াতে গেলে রাস্তায় অনেক রকম সমস্যা হয়ে থাকে, সেই কথা মাথায় রেখেই একটা দিন অতিরিক্ত রাখা হয়েছে যাতে ফেরার দিন সঠিক সময়ে আমরা লেহ এয়ারপোর্ট পৌঁছাতে পারি। আজকে আপনারা হোটেলে বিশ্রাম নিতে পারেন অথবা আজকে যে যার মত করে বিকেলে আশে পাশের মার্কেট ঘুরে নিতে পারেন, আজকে আমাদের সাথে কোনো গাড়ি সার্ভিস থাকছে না। এমনি হেঁটেই হেঁটেই ঘুরে দেখতে পারেন। রাত্রিবাস : লেহতে।

🔹 দশম দিন: 26th অগাস্ট - লেহ এয়ারপোর্ট ড্রপ। লেহ - কলকাতা।

আমাদের স্বপ্নের লাদাখ সফর এখানেই শেষ।

রাত্রিযাপন -
🏠 এক রাত্রি শ্রীনগর হোটেলে।
🏠 এক রাত্রি কার্গিল হোটেল।
🏠 চার রাত্রি লেহ হোটেল।
🏠 দুই রাত্রি নুব্রা ভ্যালি ।
🏕️ এক রাত্রি প্যাংগং - কটেজে।

✅ আমরা যা যা দিচ্ছি -
✔️ শ্রীনগর এয়ারপোর্ট থেকে পিকআপ আর লেহ এয়ারপোর্ট ড্রপ - গাড়ি থাকছে।
✔️ 9 রাত্রি 10 দিনের Proper 3 স্টার ক্যাটাগরির হোটেল / ক্যাম্প এ পরিবার পিছু রুম।
✔️ প্রতিদিনের ব্রেকফাস্ট এবং ডিনার।
✔️ উপরের উল্লিখিত সমস্ত দর্শনীয় স্থানে ভ্রমণের ব্যবস্থা।
✔️ সমস্ত টোল ও পারমিটের (ILP) খরচ।
✔️ ড্রাইভারের সমস্ত ভাতা ও খরচ।
✔️ অভিজ্ঞ টিম লিডার।
✔️ প্রয়োজন অনুসারে অক্সিজেন সিলিন্ডার।
✔️ লোকাল মেডিক্যাল সাপোর্ট।

❎ আমরা যা যা দিচ্ছি না -
❌ ট্রেন / বাস / ফ্লাইট এর খরচ।
❌ এন্ট্রি ফী / ক্যামেরা ফী।
❌ রিভার রাফটিং / প্যারাগ্লাইডিং / ক্যামেল রাইড ও অন্যান্য পার্সোনাল একটিভিটি ।
❌ ট্রাভেল ইন্সুরেন্স।
❌ উপরে উল্লিখিত মিল ব্যাতিত অন্যান্য খাবারের খরচ।
❌ কোনোরকম মেডিক্যাল খরচ।

✴️ বুকিং করবেন কিভাবে: আপনার/আপনাদের নাম, বয়স ও শহরের নাম লিখে Whatsapp করুন: 6291274685 এই নাম্বারে। এরপর আমাদের ব্যাংক ডিটেইলস পাঠিয়ে দেওয়া হবে। আপনারা মাথাপিছু 14,900/- টাকা পাঠিয়ে উপরে দেওয়া নাম্বারে Whatsapp করবেন, টাকা পাঠানোর স্ক্রিনশট দেবেন। সেটা দেখে, Account চেক করে কনফার্ম করা হবে আপনার বুকিং।

✔️ বুকিং Advance: মাথাপিছু 14,900/- টাকা।

🔰 ফ্লাইট টিকিট: আমরা নির্দিষ্ট কিছু ফ্লাইট ডিটেইলস পাঠাবো। আপনি নিজে টিকিট কাটলে খুব ভালো, তবে যাঁরা নিজেরা ফ্লাইটের আসা যাওয়ার টিকিট কাটতে পারবেন না, তাঁদের জন্যে আমরা কেটে দেওয়ার ব্যবস্থা করবো। বুকিং করলে তবেই জানাবো, কোন ফ্লাইটে আমরা যাচ্ছি আর কোন ফ্লাইটে ফিরছি। আমাদের মাধ্যমে টিকিট করলে এজেন্সি চার্জ কিছুটা বাড়তি দিতে হতে পারে।

যাবার এক সপ্তাহ আগে রেজিস্টার ডাক্তারকে দিয়ে ফিট সার্টিফিকেট লিখিয়ে আমাদেরকে পাঠাতে হবে। সুগার প্রেসার নর্মাল হলে তবেই সঙ্গে নেওয়া হবে। যদি সেক্ষেত্রে ফিট না হন তাহলে আমরা আপনার ট্যুর ক্যানসেল করতে বাধ্য হব, আর তার সাথে বুকিং হিসাবে যে টাকা পাঠিয়েছেন সেটার কিছুটা Cancellation Policy অনুযায়ী কেটে নেওয়া হবে।

(লাদাখের কয়েকটি সুন্দর ছবি ও সাথে হোটেলের রুমের ছবিও দেওয়া হল)

★ Terms and Condition applied.
★ Cancellation charge applied.

2024 সালের মার্চ মাস পর্যন্ত আমাদের যা যা গ্রুপ ট্যুর ছিল সবই সফলতার সাথে সম্পূর্ণ হয়েছে। সকলে খুব আনন্দের সাথে ঘুরে এসে...
17/04/2024

2024 সালের মার্চ মাস পর্যন্ত আমাদের যা যা গ্রুপ ট্যুর ছিল সবই সফলতার সাথে সম্পূর্ণ হয়েছে। সকলে খুব আনন্দের সাথে ঘুরে এসেছেন এবং আবার আমাদের সাথেই গ্রুপ ট্যুর করতে চাইছেন। কেন্দ্রের ভোট ঘোষণা হয়ে গিয়েছে, তাই পরের ট্যুর হবে কয়েকমাস পরে। এর প্রধান কারণ ভোটের দিনগুলিতে এবং আগে পিছে কিছু রাজনৈতিক সমস্যা হয়েই থাকে সেটা যেকোনো রাজ্যেই হোক না কেন, আর তার সাথে বেড়ানোর জন্যে যে গাড়ির প্রয়োজন সেটার জোগানের ঘাটতি থাকে। সুতরাং আমরা এই ব্যাপারে আগাম সতর্ক। আপাতত আগামী কয়েকমাস যে যে গ্রুপ ট্যুর হওয়ার সম্ভাবনা আছে তার একটি তালিকা আজ প্রকাশ করা হলো। আপনারা এই তালিকা দেখে যে যার মত মনে মনে রেডি হয়ে যান। খুব শীঘ্রই বুকিং নেওয়া শুরু হবে।

নির্দিষ্ট করে দিনক্ষণ প্রত্যেকটা ট্যুরের বুকিং এর ঘোষণার সাথে সাথে জানিয়ে দেওয়া হবে আর জানানো হবে খরচ কত, তাই এই ব্যাপারে প্রশ্ন করলে উত্তর দিতে আজই সক্ষম হবো না।

🔸 আগস্ট : সুন্দরবন ও লেহ লাদাখ।

🔸 সেপ্টেম্বর : স্পিতি ভ্যালি / কিন্নর কৈলাস।

🔸 অক্টোবর : দার্জিলিং অফবিট ও ভুটান (পূজার কয়েকদিন বাদ দিয়ে)।

🔸 নভেম্বর : কাশ্মীর, সান্দাকফু।

🔸 ডিসেম্বর : শিমলা কুলু মানালি, কুমায়ুন, পিকনিক।

🔹জানুয়ারি : কেরালা, শ্রীলংকা, সুন্দরবন।

🔹 ফেব্রুয়ারী : ভুটান, অফবিট নর্থ বেঙ্গল / সিকিম।

🔹 মার্চ : সান্দাখফু, কাশ্মীর।

⭕ পেলিং-রাবাংলা-নামচি কিভাবে ঘুরবেন?আপনারা অনেকেই সাউথ সিকিম ও ওয়েস্ট সিকিম বেড়াতে যেতে চান। এই ট্যুর কেমন ভাবে করবেন, ক...
13/04/2024

⭕ পেলিং-রাবাংলা-নামচি কিভাবে ঘুরবেন?

আপনারা অনেকেই সাউথ সিকিম ও ওয়েস্ট সিকিম বেড়াতে যেতে চান। এই ট্যুর কেমন ভাবে করবেন, কতদিন সময় লাগতে পারে, কোথায় কোথায় কি কি জায়গা দেখবেন, হোটেল কোথায় নেবেন, কত খরচ হতে পারে, এই ট্যুরে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সবই জানাবো। তবে একটা অনুরোধ আপনাদের সকলের কাছে এই ট্যুর প্লানটি ভালো লাগলে অবশ্যই নিজের নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন অথবা সেভ করুন। আর একটা অনুরোধ, এইরকম আর কোন কোন জায়গা নিয়ে আপনারা বিস্তারিত জানতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তবে শুরু করা যাক, আজকের প্রতিবেদন। এই প্রতিবেদন শুধুমাত্র #বাঙালির_বেড়ানো ফেসবুক গ্রুপের সদস্যদের জন্যেই।

প্রশ্নঃ এই ট্যুরে কত দিন সময় লাগবে?
উত্তর : এই ট্যুরে কমপক্ষে যে সময় লাগবে তা হল - 4 রাত্রি 5 দিন।
(2 রাত্রি রাবাংলা, 2 রাত্রি পেলিং)

প্রশ্নঃ কোথায় কতদিন ঘুরবো?
উত্তর : প্রথম দিন: নিউ জলপাইগুড়ি স্টেশন বা বাগডোগরা এয়ারপোর্ট থেকে গাড়িতে করে পৌঁছে যান রাবাংলা। যেতে যেতে প্রকৃতির রূপ রস দেখতে থাকুন, অসম্ভব সুন্দর এই পাহাড়ি রাস্তার জার্নিটা, এটাকে উপভোগ করুন। সন্ধ্যের সময় রাবাংলা (8000 ফুট উচ্চতা) পৌঁছে ঘুরে দেখে নিন বুদ্ধ পার্ক। রাবাংলাতে সবচেয়ে সুন্দর এই বুদ্ধপার্কটিই। বেশ কিছুটা জায়গা ঘিরে এই পার্ক, তাই বাচ্চা ও বয়স্করা নির্দিষ্ট মূল্যের বিনিময়ে ব্যাটারি চালিত গাড়িতে চড়ে পুরো পার্ক ঘুরে নিতে পারেন। রাবাংলা থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট পান্ডিম, মাউন্ট কাবরু স্পষ্ট দেখা যায়।

কেউ NJP থেকে না এসে গ্যাংটক থেকেও আসতে পারেন। গ্যাংটক থেকে এর দূরত্ব মাত্র 68 কিমি। আর NJP থেকে দূরত্ব 119 কিমি (সময় লাগবে 4/5 ঘন্টা) সেটাই গ্যাংটক থাকতে হবে একদিন। যারা গ্যাংটক, পেলিং, রাবাংলা সবটা করতে চান তাদের আলাদা প্ল্যান।

এইদিন রাত্রিবাস করুন রাবাংলাতেই ।

প্রশ্নঃ দ্বিতীয় দিন কি কি করবো?
উত্তর : সকালের ব্রেকফাস্ট সেরে বেড়িয়ে পরুন নামচির চারধাম দর্শনে। রাবাংলা থেকে নামচির দূরত্ব মাত্র 26 কিমি। নামচির সবচেয়ে বড় আকর্ষণ সিদ্ধেশ্বর ধাম। এরপর একে একে দেখে নিন সমুদ্রাপসে, টেমি টি গার্ডেন, টিবেটিয়ান মোনাস্ট্রি, রোজ গার্ডেন, রোপওয়ে ও নামচি মার্কেট। এরপর সন্ধ্যে বেলায় ফিরে আসুন রাবাংলাতে এবং রাত্রিবাস রাবাংলার সেই হোটেলেই। এই দুই দিনই রাস্তায় লাঞ্চ সারতে হবে, কারণ পাহাড়ে ঘুরতে গেলে বাইরে কষ্ট করে একটু ম্যানেজ করতেই হবে। এইদিন রাত্রিবাস করুন রাবাংলাতে।

প্রশ্নঃ তৃতীয় দিন কি কি করবো?
উত্তর : ব্রেকফাস্ট সেরে বেড়িয়ে পরতে হবে আজ পেলিং এর উদ্দেশ্যে। রাবাংলা থেকে পেলিং এর দূরত্ব প্রায় 50 কিমি। পথে যেতে যেতে দেখে নিন Pemayangtse Monastery, Sidkeong Tulku Bird Park, এবং Rabdentse Ruins (Jungle trail).

( 1. Sidkeong Tulku Bird Park: There are about 200 varieties of Bird species in this bird park. Before heading towards Rabdentse Ruins you can spend a few minutes there.

2. Rabdentse Ruins: Second capital of the former Kingdom of Sikkim from 1670 to 1814. The capital city was destroyed by the invading Gurkha army and only the ruins of the palace and the chortens are seen here now. However, the ruins of this city are seen close to Pelling and in the West Sikkim district in the Northeastern Indian state of present-day Sikkim; Pemayangtse Monastery is one of the oldest monasteries in Sikkim which is close to the ruins.)

দুপুরের লাঞ্চ একটু দেরিতে হলেও আজ হোটেলেই করার চেষ্টা করবেন কারণ এই এলাকায় ভালো তেমন খাবার দোকান বা রেস্তোরাঁ নেই। সন্ধ্যে বেলায় হোটেলের চারিদিকে একটু পায়ে হেঁটে ঘুরে রাত্রে ডিনার শেষ করে শুতে যান। আজকের রাত্রিবাস পেলিং এর হোটেলে।

বিশেষ একটা বিষয় নিয়ে আপনাদের অবগত করতেই হবে যা হল, পেলিং - আপার, মিডল ও লোয়ার এই তিনটি সেকশনে বিভক্ত, তাই চেষ্টা করবেন এমন হোটেল সিলেক্ট করতে যাতে ভ্যালি ভিউ আছে। অর্থাৎ সেই দিকেই কাঞ্চনজঙ্ঘা ভিউ থাকবে। আপার পেলিং অনেকটাই কষ্টলি তাই বাজেট অনুযায়ী হোটেল পছন্দ করবেন।

প্রশ্নঃ চতুর্থ দিন কি কি থাকছে?
উত্তর : ব্রেকফাস্ট সেরে গাড়ি নিয়ে চলে যাবেন প্রথমেই স্কাই ওয়াক এখানে সকাল সকাল পৌঁছালে সবচেয়ে ভালো ভিউ পাবেন, দেরিতে মেঘ কুয়াশা ঢেকে যায়। এর দেখুন রিমবি ওয়াটার ফলস্, তারপর একে একে দেখে নিন অরেঞ্জ গার্ডেন, Khecheopalri লেক এবং কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস্। সময়ের অভাবে লাঞ্চ আজকে হোটেলে খেতে পারবেন না, তাই বাইরে কোথাও খেয়ে নিতে হবে।

পেলিং শহর থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা ও তার সাইডের পিকগুলি অসম্ভব সুন্দর দেখা যায়। তাই এই জায়গা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে ভুলবেন না। আকাশে রঙের খেলা দেখতে পেলিং এর জুড়ি মেলা ভার। আজকে আমাদের রাত্রিবাস পেলিং এর হোটেলে।

প্রশ্নঃ শেষ দিনে কি কি করবো?
উত্তর : ব্রেকফাস্ট করে বেড়িয়ে পরুন নিউ জলপাইগুড়ি স্টেশন বা বাগডোগরা এয়ারপোর্ট এর উদ্দেশ্যে। পেলিং থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের দূরত্ব 135 কিমি (গাড়িতে সময় লাগবে কম বেশি 5/6 ঘন্টা)। আজ আপনারা অতিরিক্ত চার্জের বিনিময়ে দেখে নিতে পারেন Singshore Bridge (Asia's Second highest suspension bridge).

রাস্তায় ফেরার পথে কোনো জায়গায় দুপুরের খাবার খেয়ে নিতে হবে। এবারে রাতের ট্রেন ধরে বাড়ি ফেরা।

হাতে আরও কিছুটা সময় থাকলে ঘুরতে পারেন অফবিট সিকিমের কালুক, ছায়াতল বা রিনচেপং। এক্ষেত্রে প্ল্যানটা 5 রাত্রি 6 দিন হবে।

প্ল্যানটা কেমন লাগলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আসছি পরের প্রশ্নে।

প্রশ্নঃ এই ট্যুরের কত খরচ হতে পারে?
উত্তর : এই সুন্দর ট্যুরটি করতে আমার ধারণা 9,000/- - 9,500/- টাকা জনপ্রতি খরচ হবে যদি গ্রুপে 7/8 জন থাকেন (ট্রেন বা ফ্লাইটের টিকিট ছাড়া)। এতে থাকা খাওয়া ও গাড়ি স্ট্যান্ডার্ড ক্যাটাগরির হবে। আরও কমেও করতেই পারেন তবে সেক্ষেত্রে হোটেল ও খাওয়া দাওয়ার সাথে একটু এডজাস্ট করতে হবে। এই ট্যুরের খরচ সিজন ভেদে কম বেশি হতে পারে, আমি আমার ধারণা থেকে খরচ জানালাম। কমপক্ষে একটি গাড়িতে 7/8 জন বসলে তবেই খরচ একটু কম হয়। তবে খরচ কমানোর আরও কিছু টিপস পরে কখনও দিয়ে দেবো যা সব ট্যুরের ক্ষেত্রেই খাটবে। আর যদি Proper 3 স্টার ক্যাটাগরির হোটেল নিয়ে Innova গাড়ি দিয়ে ট্যুর করতে চান তাহলে তো খরচ অনেকটাই বাড়বে। তবে সেক্ষেত্রে অনেক বেশি Comfort zone এ থাকবেন। যাক খরচের ব্যাপারটা অনেক কিছুর উপর নির্ভর করে তাই এই হিসাবটা বলা খুবই কঠিন।

প্রশ্নঃ কোন কোন হোটেলে থাকবো?
উত্তর : নির্দিষ্ট করে কোনো হোটেলের নাম দিলাম না কারণ এই নিয়ে গ্রুপে অনেকে অনেক মন্তব্য করবে। আসলে হোটেলর নাম বললেই বোধহয় মানুষ ভাবেন আমার কোনো উদ্দেশ্য বা লাভ আছে। অনলাইনে প্রচুর হোটেল আছে দেখে শুনে বাজেট বুঝে বুক করতে হবে। সমস্যা হলে আমাদের মাধ্যমে বুক করতে পারেন নাম্বার নীচে দেওয়া হলো। আর সেক্ষেত্রে প্যাকেজ করলে তবেই ভালো হোটেল পাবেন।

প্রশ্ন : গাড়ি বুক করবো কিভাবে আর খরচই বা কত?
উত্তর : নিউ জলপাইগুড়ি থেকে বা গ্যাংটক যেদিক থেকেই আসুন না কেন আপনি অনেক গাড়ি পেয়ে যাবেন। তবে ইনোভা জাতীয় 7 সিটার গাড়ির ভাড়া এই মুহূর্তে প্রতিদিন 5,500/- টাকা মত। আর সুমো বোলেরো এই জাতীয় গাড়ির ভাড়া প্রতিদিন 4,000/- - 4,500/- টাকার মত। 4 সিটার গাড়ি প্রতিদিন 3,500/- টাকা। এবারে আপনার প্রয়োজন মত গাড়ি ভাড়া করবেন। এতেও আমাদের সাহায্য লাগবে নীচে দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারেন।

প্রশ্ন : যাবো কিভাবে?
উত্তর : কলকাতা থেকে ট্রেনে, বাসে অথবা বিমানে NJP, শিলিগুড়ি বা বাগডোগরা বিমান বন্দর পৌঁছে সেখান থেকে গাড়িতে খুব সহজেই এই সব জায়গায় পৌঁছানো যায়। সিকিমের গ্যাংটক ঘুরেও পেলিং হয়ে ফেরার পথে রাবাংলা ঘুরে নিতে পারেন। তবে যেভাবেই যান না কেন আপনাকে কয়েকদিন থাকতেই হবে।

💢 সাবধানতা: এই রুটে যাবার সময় বমি হওয়ার সম্ভাবনা আছে, তাই প্রয়োজনীয় ওষুধ ও শুকনো খাবার সাথে রাখবেন। খুব বেশি ঠান্ডা নেই তাই মাঝারি মানের শীতবস্ত্র হলেও চলবে।

এই অঞ্চলে বরফ পাবেন না, স্নো-ফল দেখতে পাবেন এই আশা করা ভুল। এই অঞ্চলে আছে প্রাকৃতিক সৌন্দর্যের অফুরন্ত ভান্ডার। সঙ্গে ভাগ্য ভালো থাকলে অসম্ভব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখে নিতে পারবেন।

আশা করি পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হলাম। পোস্টটি আপনাদের ভালো লেগেছে। এবারে যদি আপনারা কয়েকজন পরিবার নিয়ে বা বন্ধুদের সাথে নিয়ে এই ট্যুর প্যাকেজে যেতে চান তাহলে অবশ্যই আমাদের Associate travel partner এর সাথে যোগাযোগ করতে পারেন।

▪️ সুকান্ত মাইতি : +91 8013026764

এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করবো সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিতে।

©বাঙালির বেড়ানো।

নতে ছবি দেখুন।
05/04/2024

নতে ছবি দেখুন।

বাঙালির বেড়ানো পেজের সকল ফলোয়ার্স দের জানাই দোল পূর্ণিমা ও হোলির শুভেচ্ছা ও অভিনন্দন। রং খেলুন সাবধানে, বন্ধু বান্ধব ও প...
25/03/2024

বাঙালির বেড়ানো পেজের সকল ফলোয়ার্স দের জানাই দোল পূর্ণিমা ও হোলির শুভেচ্ছা ও অভিনন্দন। রং খেলুন সাবধানে, বন্ধু বান্ধব ও পরিবারের সাথে। যারা রং খেলতে চান না তাদের জোর করবেন না। আর অবলা প্রাণীদের দয়া করে রং দিয়ে বিরক্ত করবেন না। খুব ভালো কাটুক আপনার এই দিনটি এই কামনায় করি। আর যারা বেড়াতে যাচ্ছেন বা গিয়েছেন তারাও সাবধানে থাকবেন সুস্থ থাকবেন। আপনার সুস্থতায় আপনার পরিবারের কাছে রঙিন বসন্তের সমান। গাড়ি, বাইক বা স্কুটি ধীরে চালাবেন, সুস্থ হয়ে চালাবেন।

ব্যানার ডিজাইনে : Arabinda Pal

ট্রাভেল এজেন্সি খুলে অনেকেই বেড়াতে নিয়ে যান ঠিকই, হয়তো ভালো হোটেল, ভালো গাড়ি, ভালো বাঙালি খাওয়া দাওয়াও দিয়ে দেন। তবে যেট...
21/03/2024

ট্রাভেল এজেন্সি খুলে অনেকেই বেড়াতে নিয়ে যান ঠিকই, হয়তো ভালো হোটেল, ভালো গাড়ি, ভালো বাঙালি খাওয়া দাওয়াও দিয়ে দেন। তবে যেটা দিতে পারে না সেটা হলো আন্তরিক ব্যবহার, বন্ধুত্বময় পরিবেশ, আপনজনের সাথে বেড়াতে যাওয়ার আনন্দ। এতদিনে একটা জিনিস আমি যা বুঝেছি, ট্রাভেল এজেন্সি সব দিতে পারে কিন্তু Personal Touch দিতে পারে না কখনই। এর প্রধান কারণ ট্যুরিজমটা তারা করেন ব্যবসায়িক ভিত্তিতে আর আমরা করি ভালোবাসার খাতিরে। আপনি ভরসা করে আমাদেরকে আপনার কয়েকটা দিন দিয়েছেন যখন, সেই কয়েকটা দিন আপনি যাতে Special feel করেন সেই চেষ্টায় সর্বদা থাকি। আপনার সুবিধা অসুবিধা তো দেখবই, কিন্তু সাথে আপনার মনের ফাঁকা জায়গাগুলিও সুন্দর মুহুর্ত, সুন্দর স্মৃতি দিয়ে ভরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। Special feel করানো মানে শুধু ঐ সন্ধ্যের সময় কেক কাটা বা আগুন জ্বালিয়ে নাচাগানা তা নয়, আপনার জীবনের না বলা কথাগুলো বলার মত পরিবেশ এবং তা শোনার জন্যে কয়েকজন আপনজনকে জোগাড় করে দেওয়ার দায়িত্ব আমাদের। বেড়ানো মানে তো শুধু প্রকৃতি দেখা তা নয়, তার সাথে সাথে প্রিয়জনকে সময় দেওয়া, তাকে সকলের কাছে প্রতিষ্ঠিত করানোর দায়িত্ব আমরা নিয়ে থাকি। সব মিলিয়ে নিজেকে খুঁজে পাওয়ার আনন্দ যে কি সেটা অনুভব করায়।

আমাদের সাথে বেড়াতে যাওয়া মানুষগুলির মুখ থেকে শোনা কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম মাত্র।

ভুটান ট্যুরের সবগুলো ভিডিও আপলোড করে দিয়েছি। প্রতিটা পর্ব খুবই যত্ন সহকারে এডিট করা হয়েছে। ভিডিওর কোয়ালিটি সবচেয়ে উন্নত ...
12/03/2024

ভুটান ট্যুরের সবগুলো ভিডিও আপলোড করে দিয়েছি। প্রতিটা পর্ব খুবই যত্ন সহকারে এডিট করা হয়েছে। ভিডিওর কোয়ালিটি সবচেয়ে উন্নত মানের রাখা হয়েছে। ভিডিও গুলিতে দেওয়া তথ্য অন্য কোনো চ্যানেলে পাবেন না এটা গ্যারান্টি। সম্পূর্ণ বাংলা ভাষায় এই পর্বগুলি দেখতে এক এক করে নীচে দেওয়া লিংকগুলিতে ক্লিক করুন। আর যারা দুই একটি পর্ব দেখে ফেলেছেন কিন্তু বাকিগুলো খুঁজে পাচ্ছেন না তাদের জন্যে এই লিংক একসঙ্গে দিলাম। সময় করে এক এক করে ভিডিওগুলি দেখতে পারেন। হ্যাঁ অবশ্যই জানাবেন কোন পর্বটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে।

পর্ব 1.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/9HYQKL7IhjM?si=-umb8QiQI0j-KRsg

পর্ব 2.1 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/StYWs_8FaMA?si=sUBoN3f6jG4nkn_w

পর্ব 2.2 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/OLNaBewsYAo?si=umiy1T44Uq4eiy1P

পর্ব 3.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/cLWR-ozCn9Q?si=AoMElL637mIf5fkA

পর্ব 4.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/2XaDgzIO18o?si=vjcd932WdkFLfOiE

পর্ব 5.0: দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/a3pgqnE0rRU?si=9PxvQKxV7MTjO6Y1

পর্ব 6.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/AFH3amd-bg8?si=zScclI1VcgSrWA8h

09/03/2024

Hotel The Piku's is a serene getaway that is elegantly decorated with a wide range of modern amenities. To ensure its guests a pleasant and memorable stay. The Piku's Hotels & Resorts introduces The Piku's Sea View Digha, West Bengal's most popular sea beach and weekend getaway spot. The urban hotel, a lifestyle destination serving both leisure and business tourists, is only 200 meters from the Bay of Bengal. This is the ideal destination for the visitor according to a wide range of services, including warmly furnished rooms, luxury infrastructure, a swimming pool, and welcoming indulgences. 🏖️

08/03/2024

BHUTAN TOUR - PART - 6 (LAST EPISODE).

ভুটান ট্যুরের সবগুলো ভিডিও আপলোড করে দিয়েছি। প্রতিটা পর্ব খুবই যত্ন সহকারে এডিট করা হয়েছে। ভিডিওর কোয়ালিটি সবচেয়ে উন্নত মানের রাখা হয়েছে। ভিডিও গুলিতে দেওয়া তথ্য অন্য কোনো চ্যানেলে পাবেন না এটা গ্যারান্টি। সম্পূর্ণ বাংলা ভাষায় এই পর্বগুলি দেখতে এক এক করে নীচে দেওয়া লিংকগুলিতে ক্লিক করুন। আর যারা দুই একটি পর্ব দেখে ফেলেছেন কিন্তু বাকিগুলো খুঁজে পাচ্ছেন না তাদের জন্যে এই লিংক একসঙ্গে দিলাম। সময় করে এক এক করে ভিডিওগুলি দেখতে পারেন। হ্যাঁ অবশ্যই জানাবেন কোন পর্বটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে।

পর্ব 1.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/9HYQKL7IhjM?si=-umb8QiQI0j-KRsg

পর্ব 2.1 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/StYWs_8FaMA?si=sUBoN3f6jG4nkn_w

পর্ব 2.2 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/OLNaBewsYAo?si=umiy1T44Uq4eiy1P

পর্ব 3.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/cLWR-ozCn9Q?si=AoMElL637mIf5fkA

পর্ব 4.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/2XaDgzIO18o?si=vjcd932WdkFLfOiE

পর্ব 5.0: দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/a3pgqnE0rRU?si=9PxvQKxV7MTjO6Y1

পর্ব 6.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/AFH3amd-bg8?si=zScclI1VcgSrWA8h

06/03/2024

BHUTAN TOUR - PART- 5

ভুটান ট্যুরের সবগুলো ভিডিও আপলোড করে দিয়েছি। প্রতিটা পর্ব খুবই যত্ন সহকারে এডিট করা হয়েছে। ভিডিওর কোয়ালিটি সবচেয়ে উন্নত মানের রাখা হয়েছে। ভিডিও গুলিতে দেওয়া তথ্য অন্য কোনো চ্যানেলে পাবেন না এটা গ্যারান্টি। সম্পূর্ণ বাংলা ভাষায় এই পর্বগুলি দেখতে এক এক করে নীচে দেওয়া লিংকগুলিতে ক্লিক করুন। আর যারা দুই একটি পর্ব দেখে ফেলেছেন কিন্তু বাকিগুলো খুঁজে পাচ্ছেন না তাদের জন্যে এই লিংক একসঙ্গে দিলাম। সময় করে এক এক করে ভিডিওগুলি দেখতে পারেন। হ্যাঁ অবশ্যই জানাবেন কোন পর্বটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে।

পর্ব 1.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/9HYQKL7IhjM?si=-umb8QiQI0j-KRsg

পর্ব 2.1 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/StYWs_8FaMA?si=sUBoN3f6jG4nkn_w

পর্ব 2.2 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/OLNaBewsYAo?si=umiy1T44Uq4eiy1P

পর্ব 3.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/cLWR-ozCn9Q?si=AoMElL637mIf5fkA

পর্ব 4.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/2XaDgzIO18o?si=vjcd932WdkFLfOiE

পর্ব 5.0: দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/a3pgqnE0rRU?si=9PxvQKxV7MTjO6Y1

পর্ব 6.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/AFH3amd-bg8?si=zScclI1VcgSrWA8h

05/03/2024

BHUTAN TOUR - PART - 4

ভুটান ট্যুরের সবগুলো ভিডিও আপলোড করে দিয়েছি। প্রতিটা পর্ব খুবই যত্ন সহকারে এডিট করা হয়েছে। ভিডিওর কোয়ালিটি সবচেয়ে উন্নত মানের রাখা হয়েছে। ভিডিও গুলিতে দেওয়া তথ্য অন্য কোনো চ্যানেলে পাবেন না এটা গ্যারান্টি। সম্পূর্ণ বাংলা ভাষায় এই পর্বগুলি দেখতে এক এক করে নীচে দেওয়া লিংকগুলিতে ক্লিক করুন। আর যারা দুই একটি পর্ব দেখে ফেলেছেন কিন্তু বাকিগুলো খুঁজে পাচ্ছেন না তাদের জন্যে এই লিংক একসঙ্গে দিলাম। সময় করে এক এক করে ভিডিওগুলি দেখতে পারেন। হ্যাঁ অবশ্যই জানাবেন কোন পর্বটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে।

পর্ব 1.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/9HYQKL7IhjM?si=-umb8QiQI0j-KRsg

পর্ব 2.1 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/StYWs_8FaMA?si=sUBoN3f6jG4nkn_w

পর্ব 2.2 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/OLNaBewsYAo?si=umiy1T44Uq4eiy1P

পর্ব 3.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/cLWR-ozCn9Q?si=AoMElL637mIf5fkA

পর্ব 4.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/2XaDgzIO18o?si=vjcd932WdkFLfOiE

পর্ব 5.0: দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/a3pgqnE0rRU?si=9PxvQKxV7MTjO6Y1

পর্ব 6.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/AFH3amd-bg8?si=zScclI1VcgSrWA8h

02/03/2024

BHUTAN TOUR - PART - 3

ভুটান ট্যুরের সবগুলো ভিডিও আপলোড করে দিয়েছি। প্রতিটা পর্ব খুবই যত্ন সহকারে এডিট করা হয়েছে। ভিডিওর কোয়ালিটি সবচেয়ে উন্নত মানের রাখা হয়েছে। ভিডিও গুলিতে দেওয়া তথ্য অন্য কোনো চ্যানেলে পাবেন না এটা গ্যারান্টি। সম্পূর্ণ বাংলা ভাষায় এই পর্বগুলি দেখতে এক এক করে নীচে দেওয়া লিংকগুলিতে ক্লিক করুন। আর যারা দুই একটি পর্ব দেখে ফেলেছেন কিন্তু বাকিগুলো খুঁজে পাচ্ছেন না তাদের জন্যে এই লিংক একসঙ্গে দিলাম। সময় করে এক এক করে ভিডিওগুলি দেখতে পারেন। হ্যাঁ অবশ্যই জানাবেন কোন পর্বটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে।

পর্ব 1.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/9HYQKL7IhjM?si=-umb8QiQI0j-KRsg

পর্ব 2.1 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/StYWs_8FaMA?si=sUBoN3f6jG4nkn_w

পর্ব 2.2 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/OLNaBewsYAo?si=umiy1T44Uq4eiy1P

পর্ব 3.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/cLWR-ozCn9Q?si=AoMElL637mIf5fkA

পর্ব 4.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/2XaDgzIO18o?si=vjcd932WdkFLfOiE

পর্ব 5.0: দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/a3pgqnE0rRU?si=9PxvQKxV7MTjO6Y1

পর্ব 6.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/AFH3amd-bg8?si=zScclI1VcgSrWA8h

01/03/2024

BHUTAN TOUR : PART - 2.2

ভুটান ট্যুরের সবগুলো ভিডিও আপলোড করে দিয়েছি। প্রতিটা পর্ব খুবই যত্ন সহকারে এডিট করা হয়েছে। ভিডিওর কোয়ালিটি সবচেয়ে উন্নত মানের রাখা হয়েছে। ভিডিও গুলিতে দেওয়া তথ্য অন্য কোনো চ্যানেলে পাবেন না এটা গ্যারান্টি। সম্পূর্ণ বাংলা ভাষায় এই পর্বগুলি দেখতে এক এক করে নীচে দেওয়া লিংকগুলিতে ক্লিক করুন। আর যারা দুই একটি পর্ব দেখে ফেলেছেন কিন্তু বাকিগুলো খুঁজে পাচ্ছেন না তাদের জন্যে এই লিংক একসঙ্গে দিলাম। সময় করে এক এক করে ভিডিওগুলি দেখতে পারেন। হ্যাঁ অবশ্যই জানাবেন কোন পর্বটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে।

পর্ব 1.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/9HYQKL7IhjM?si=-umb8QiQI0j-KRsg

পর্ব 2.1 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/StYWs_8FaMA?si=sUBoN3f6jG4nkn_w

পর্ব 2.2 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/OLNaBewsYAo?si=umiy1T44Uq4eiy1P

পর্ব 3.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/cLWR-ozCn9Q?si=AoMElL637mIf5fkA

পর্ব 4.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/2XaDgzIO18o?si=vjcd932WdkFLfOiE

পর্ব 5.0: দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/a3pgqnE0rRU?si=9PxvQKxV7MTjO6Y1

পর্ব 6.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/AFH3amd-bg8?si=zScclI1VcgSrWA8h

29/02/2024

BHUTAN TOUR - PART - 2.1

ভুটান ট্যুরের সবগুলো ভিডিও আপলোড করে দিয়েছি। প্রতিটা পর্ব খুবই যত্ন সহকারে এডিট করা হয়েছে। ভিডিওর কোয়ালিটি সবচেয়ে উন্নত মানের রাখা হয়েছে। ভিডিও গুলিতে দেওয়া তথ্য অন্য কোনো চ্যানেলে পাবেন না এটা গ্যারান্টি। সম্পূর্ণ বাংলা ভাষায় এই পর্বগুলি দেখতে এক এক করে নীচে দেওয়া লিংকগুলিতে ক্লিক করুন। আর যারা দুই একটি পর্ব দেখে ফেলেছেন কিন্তু বাকিগুলো খুঁজে পাচ্ছেন না তাদের জন্যে এই লিংক একসঙ্গে দিলাম। সময় করে এক এক করে ভিডিওগুলি দেখতে পারেন। হ্যাঁ অবশ্যই জানাবেন কোন পর্বটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে।

পর্ব 1.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/9HYQKL7IhjM?si=-umb8QiQI0j-KRsg

পর্ব 2.1 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/StYWs_8FaMA?si=sUBoN3f6jG4nkn_w

পর্ব 2.2 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/OLNaBewsYAo?si=umiy1T44Uq4eiy1P

পর্ব 3.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/cLWR-ozCn9Q?si=AoMElL637mIf5fkA

পর্ব 4.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/2XaDgzIO18o?si=vjcd932WdkFLfOiE

পর্ব 5.0: দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/a3pgqnE0rRU?si=9PxvQKxV7MTjO6Y1

পর্ব 6.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/AFH3amd-bg8?si=zScclI1VcgSrWA8h

27/02/2024

BHUTAN TOUR - PART - 1

ভুটান ট্যুরের সবগুলো ভিডিও আপলোড করে দিয়েছি। প্রতিটা পর্ব খুবই যত্ন সহকারে এডিট করা হয়েছে। ভিডিওর কোয়ালিটি সবচেয়ে উন্নত মানের রাখা হয়েছে। ভিডিও গুলিতে দেওয়া তথ্য অন্য কোনো চ্যানেলে পাবেন না এটা গ্যারান্টি। সম্পূর্ণ বাংলা ভাষায় এই পর্বগুলি দেখতে এক এক করে নীচে দেওয়া লিংকগুলিতে ক্লিক করুন। আর যারা দুই একটি পর্ব দেখে ফেলেছেন কিন্তু বাকিগুলো খুঁজে পাচ্ছেন না তাদের জন্যে এই লিংক একসঙ্গে দিলাম। সময় করে এক এক করে ভিডিওগুলি দেখতে পারেন। হ্যাঁ অবশ্যই জানাবেন কোন পর্বটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে।

পর্ব 1.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/9HYQKL7IhjM?si=-umb8QiQI0j-KRsg

পর্ব 2.1 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/StYWs_8FaMA?si=sUBoN3f6jG4nkn_w

পর্ব 2.2 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/OLNaBewsYAo?si=umiy1T44Uq4eiy1P

পর্ব 3.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/cLWR-ozCn9Q?si=AoMElL637mIf5fkA

পর্ব 4.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/2XaDgzIO18o?si=vjcd932WdkFLfOiE

পর্ব 5.0: দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/a3pgqnE0rRU?si=9PxvQKxV7MTjO6Y1

পর্ব 6.0 : দেখতে এই লিংকে ক্লিক করুন :
https://youtu.be/AFH3amd-bg8?si=zScclI1VcgSrWA8h

27/02/2024

Travelstory, Travelvlog, Daily vlog, Road trip, Travel video, Travel Group, BangalirBerano, Destination: Highlight the specific place or places you're visiti...

Here are some travel tips:--------------------------1. Research your destination thoroughly before you go, including loc...
17/02/2024

Here are some travel tips:
--------------------------

1. Research your destination thoroughly before you go, including local customs, weather, and any safety concerns.

2. Pack light and smart. Only bring essentials and versatile clothing items.

3. Keep important documents (passport, visas, etc.) in a secure and easily accessible place, like a travel wallet.

4. Always carry a portable charger for your devices, and consider bringing a power bank if you'll be out for long periods.

5. Stay hydrated and carry a reusable water bottle to save money and reduce waste.

6. Keep an open mind and be flexible with your plans, as unexpected changes can happen during travel.

7. Be respectful of the local culture and customs, including dress codes and social norms.

8. Take care of your health by getting enough sleep, eating well, and staying active while traveling.

13/02/2024
04/02/2024

এই জায়গার নাম - কাফেরগাঁও, কালিম্পঙ (অফবিট দার্জিলিং)।

হোমস্টের নাম : কাফের হোমস্টে : সুনীল তামাং - +91 98323 11505

খরচ : Rs.1700/- per day per head.

আমার Whatsapp নাম্বার : 8918106326 (No call)

02/02/2024

Sittong Kafergaon Tour - Day - 3

Address

Kolkata
712258

Alerts

Be the first to know and let us send you an email when Bangalir Berano posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangalir Berano:

Videos

Share