28/07/2022
রাশিয়া থেকে দেশে ফিরতে পারবো তো, সব ফ্লাইট ক্যানসেলড্❗️বেড়াতে গিয়ে Emergency⚠️
Video Link: https://youtu.be/zgYZnX-Ie7M
২৫ শে ফেব্রুয়ারি, ২০২২। মেঘলা আকাশ। বাইরে ক্রমাগত হাল্কা তুলোর মতো তুষারপাত হচ্ছে। তাপমাত্রা -7*C। ব্রেকফাস্ট টেবিলে বসে যে দুঃসংবাদটা শুনলাম, পাঁচ-পাঁচটা Layers এর ওপর দিয়ে Decathlon এর Winter Jacket টা পরেও হাত-পা জমে বরফ হয়ে গেল। 😥 যুদ্ধ শুরু হয়ে গেছে 😭
এক বছর ধরে নিজেদের প্ল্যান করা ১৬ দিনের রাশিয়া ট্যুরের আজ তৃতীয় দিন। সেইন্ট পিটার্সবার্গে আছি। Gulf of Finland এর পাশে অবস্থিত এই শহরটা রাশিয়ার সাংস্কৃতিক প্রানকেন্দ্র হলেও এই শহরটাকে বলে Window to West। ভিসা থাকলে এখান থেকে সহজেই ইউরোপে প্রবেশ করা যায়। ইউক্রেনের থেকে অনেক দূরে হলেও এর আশেপাশেই Russian Navy র বেস। রাস্তাঘাট প্রায় শুনশান। Grocery র দোকানে লম্বা লাইন। গতকাল অবধি যে ইউরোপিয়ান উচ্ছ্বলতার ছোঁয়া দেখেছিলাম, হঠাৎ করে সব শান্ত। বিদেশী দেখলেই উটকো জিজ্ঞাসাবাদ। মেট্রো স্টেশনেও Random Checking চলছে। হোটেলের সবকটা টিভিতে শুধু যুদ্ধের খবর দেখাচ্ছে। সহধর্মিনীর পরামর্শে তৎক্ষণাৎ এয়ারলাইনকে ফোন করলাম। লং লং ওয়েটিং! ফোনের ব্যালান্স প্রায় শেষ। প্রায় ৫০ মিনিট বাদে একজন ওপার থেকে আর একটা দুঃসংবাদ দিলেন। পরশুদিন থেকে All Outbound International Flights From Russia Cancelled 😭 কবে চালু হবে কেউ জানেনা। সেকি?!! আমাদের দেশে ফেরার ফ্লাইটতো সপ্তাহ দুয়েক পরে। বউ-বাচ্চা নিয়ে এই বিদেশে যাবো কোথায়, খাবো কি - সেটা ভেবেই হাতপা কাঁপতে লাগলো।
অ্যান্টার্কটিকা দেখার একটা স্বপ্ন ছিল। কিন্তু আজ যা দেখলাম কম কি? জমাট বাঁধা সমুদ্র। এত ঠান্ডা যে একটা আস্ত সমুদ্র যতদূর দেখা যায় জমে বরফ। এটা বিচ Laskovyy, যেটা Gulf of Finland এর একটা অংশ। ওপারটা Finland। এই সমুদ্রের মাঝে ছোট্ট একটা দ্বীপ Kronstadt। দ্বীপের উপরেই বিখ্যাত Kronstadt Naval Cathedral যেটা কালকে দেখে এসেছি। জমাট বাঁধা সমুদ্রের ঢেউ এর ওপর দিয়ে বেশ খানিকটা হেঁটে ফটো তুলে এলাম। গতকাল মেট্রো রেল স্টেশন ট্যুর করতে গিয় এটা আবিষ্কার করেছি। রাশিয়ায় এলে মেট্রো ট্যুর করতেই হবে। একএকটা স্টেশন যেন মাটির নিচে একএকটা রাজপ্রাসাদ। সেইন্ট পিটার্সবার্গে দু’রাত কাটাবার পর আজই আমাদের Murmansk যাওয়ার ট্রেন ছিল। সেখানে এক রাত কাটিয়ে Northern Lights দেখে Irkutsk হয়ে Teriberka। Trans Siberian Railway চড়ে লেক Baikal এবং Olkhon Island ঘোরার প্ল্যানও ছিল। কোলকাতার Russian Consulate এর মেয়েটাই সাজেস্ট করেছিল যে Blue Ice Cave Grotto ট্রেক করতে হলে Feb-Mar টাই বেস্ট টাইম। কিন্তু এ যাত্রায় হলোনা। তড়িঘড়ি সিদ্ধান্ত নিলাম সব বুকিং ক্যানসেল করে আগামীকালের শেষ ফ্লাইট ধরে ভারতে ফিরবো।
অন্তত ১০০ জনের পিছনে -5*C তে কাঁপতে কাঁপতে Wife কে সঙ্গে নিয়ে এয়ারলাইনের অফিসের বাইরে দাঁড়িয়ে আছি। ছেলেকে কিছু খাবার, একটা মোবাইল ফোন, কিছু রুবেল, পাসপোর্টের কপি, আর আমার একটা Credit Card হাতে দিয়ে হোটেলের রুমে লক্ করে এসেছি। ওখানেই ও সবচেয়ে Safe থাকবে। রুম থেকে বেরনোর সময় ছেলে জিজ্ঞাসা করেছিল - Papa তোমরা কখন ফিরবে? কিছু বলে আসতে পারিনি। ডুপ্লিকেট্ চাবিটা রিসেপশনের সুন্দরী Anastasia কে দিয়ে এসেছি। ইমারজেন্সিতে কাজে লাগতে পারে। আসলে Flight Reschedule টা অনলাইনে হচ্ছেনা। সবাই পালাতে চাইছে, প্রচন্ড Rush এ সিস্টেম Hang হয়ে গেছে। তাই এয়ারলাইনের অফিসে গিয়েই করতে হবে। আগামীকালের Last Flight না পেলে কবে যে নিজের দেশে ফিরতে পারবো, পরিবার নিয়ে কোথায় থাকবো, কি খাবো কিছুই জানিনা 😥
লাঞ্চ Skip করে বাবার নাম জপ্ করতে করতে প্রায় ৬ ঘন্টা বাদে আমাদের PNR টা স্ক্রিনে ভেসে উঠলো। Wife আনন্দে লাফিয়ে উঠেছে। তাহলে দেশে ফিরতে পারবো। রুদ্ধশ্বাসে কাউন্টারের দিকে ছুটলাম ৩টে পাসপোর্ট আর ক্রেডিট কার্ডটা হাতে নিয়ে। প্রায় ডবল দাম দিয়েও হোক লাস্ট ফ্লাইটের টিকিটটা আজ পেতেই হবে। Any how at any cost!!!
New Delhi র ফ্লাইটে বসে আছি। গতকাল ফেরার প্লেনের টিকিট হাতে পেয়েও চমক তখনো বাকি ছিল। সেইন্ট পিটার্সবার্গ থেকে মস্কোর ফ্লাইট পৌনে দু’ঘন্টা লেট। ভাগ্যিস অনলাইন বোর্ডিং পাসটা ছিল। মস্কোয় নেমে ইমিগ্রেশন করিয়ে দিকবিদিক্ জ্ঞানশুন্য হয়ে একহাতে ছেলের হাতটা ধরে ছুটতে ছুটতে যখন বোর্ডিং গেটের সামনে পৌঁছলাম, বোর্ডিং প্রায় কমপ্লিট্। Last Call হচ্ছিল। ছেলে-বউকে নিয়ে তড়িঘড়ি করে ফ্লাইটে উঠতেই মিষ্টি হেসে রাশিয়ান এয়ার হোস্টেস মেয়েটি যখন Welcome Kit টা দিল, বুঝলাম বিপদ কেটে গেছে। প্রচন্ড ঠান্ডাতেও কপালে ঘাম দিচ্ছিল। সিটে বসে জ্যাকেটের Zip টা খানিক নামিয়ে বাবাকে প্রণাম করে বললাম - রণে বনে জঙ্গলে বিপদে পড়ে যখনই তোমায় স্মরণ করবো এইভাবেই চিরকাল রক্ষা কোরো 🙏
🌀 রাশিয়ায় দু’দিনে কি কি দেখলাম তা জানতে হলে নিচের ভিডিও লিংকে ক্লিক করতে হবে 🇷🇺: https://youtu.be/zgYZnX-Ie7M
🆘 দেশের বাইরে বেড়াতে গেলে কয়েকটা জিনিষ সঙ্গে রাখতেই হবে, Emergency তে কাজে লাগতে পারে:
১. পাসপোর্টের ৫-৬ কপি (১ম, শেষ ও ভিসা পেজ) প্রত্যেকের এবং অবশ্যই অরিজিনাল
২. Entry স্লিপ (if available)
৩. 5-6 কপি পাসপোর্ট সাইজ ছবি (যেটা ভিসায় আছে)
৪. কিছু Cash (অবশ্যই যে দেশে যাচ্ছেন সেই দেশের অথবা US$)
৫. Credit এবং Debit কার্ড (visa / master card / both) - ব্যাংকে ফোন করে ইন্টারন্যাশনাল transaction ‘enable’ করাতে হবে
৬. লোকাল Indian Consulate এর জরুরী যোগাযোগের Phone নম্বর ও Email
৭. লোকাল SIM cards (কল + data)
৮. এয়ারলাইনের customer care এবং লোকাল অফিসের নম্বর
৯. অবশ্যই Online Check-in করে Boarding Pass সঙ্গে রাখতে হবে
১০. পোর্টেবল Mobile charger এবং universal wall adapter
১১. প্রেসক্রাইবড্ Medicine এবং First aid kit
১২. হোটেলের ঠিকানা ও ফোন নম্বর
১৩. ডিটেলড্ travel itinerary
১৪. কিছু শুকনো খাবার (চকলেট, বিস্কুট, বাদাম ইত্যাদি)
▶︎ লেখা, ছবি এবং ভিডিও: Tirtha Ghosh