TourKey Travels & HealthCare

TourKey Travels & HealthCare TourKey is a travel planner that provides an authentic and immersive travel experience. We arranged group and solo trips all over India
(21)

25/04/2024

সকল ডাক্তার খারাপ নয়, তবে প্রতারিত হওয়ার আগে একটু ভেবে দেখবেন।
(সংগৃহীত)

সবার একই অবস্থা 😥
21/04/2024

সবার একই অবস্থা 😥

04/04/2024

প্রিয় দার্জিলিং, জানি মানুষের ভীড়ে তুমি খুব ভালোই আছো, এদিকে তোমায় দেখার আশায় আমার ওষ্ঠাগত প্রাণ। কবে দেখবো তোমায়....


বাংলা ভাগের আগে শিয়ালদহ থেকে ট্রেনের টাইম টেবিল।
01/04/2024

বাংলা ভাগের আগে শিয়ালদহ থেকে ট্রেনের টাইম টেবিল।

কোলকাতা টু লন্ডনের বাস রুট ছিলো বিশ্বের দীর্ঘতম বাস রুট। 1957 সাল থেকে1976 সাল পর্যন্ত চালু ছিলো এই রুট। আলবার্ট ট্রাভেল...
31/03/2024

কোলকাতা টু লন্ডনের বাস রুট ছিলো বিশ্বের দীর্ঘতম বাস রুট। 1957 সাল থেকে1976 সাল পর্যন্ত চালু ছিলো এই রুট। আলবার্ট ট্রাভেল নামে একটা কোম্পানী এটা পরিচালনা করতো। এই রুটের দুরুত্ব ছিলো প্রায় 32669 কি.মি.। কোলকাতা থেকে লন্ডন পৌছাতে সময় লাগতো প্রায় 50 দিন। লন্ডন থেকে বেলজিয়াম, যুগস্লাভিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্থান ও পাকিস্থান হয়ে কোলকাতায় পৌছাতো। থাকা খাওয়াসহ বাসের টিকেটের মূল্য ছিলো 145 পাউন্ড। এই বাসে বই পড়ার ব্যবস্থা ছিলো, রেডিও ও গান শোনার ব্যবস্থা ছিলো। ছিলো ঘুমানোর জন্য বাঙ্কার, খাবারের জন্য ছিলো সুসজ্জিত কিচেন। যাত্রাপথে তাজমহলসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য বিরতি দেওয়া হতো। এছাড়া ও শপিং করার জন্য ভিয়েনা, ইস্তানবুল, কাবুল ও তেহেরানে বিরতী দেওয়া হতো।

♻️♻️ Online Visa চেক করার 40+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা। ১। -তানজানিয়া http://www.tanzania...
29/03/2024

♻️♻️ Online Visa চেক করার 40+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.e

TourKey Travels 1st Anniversary OFFER 😍এপ্রিল মাস জুড়ে মাত্র 3333/- টাকায় 2N 3D - Darjeeling Tour Package।বিস্তারিত আসছে...
22/03/2024

TourKey Travels 1st Anniversary OFFER 😍
এপ্রিল মাস জুড়ে মাত্র 3333/- টাকায় 2N 3D - Darjeeling Tour Package।

বিস্তারিত আসছে.....

৩১শে মার্চ থেকে প্রতিদিন কলকাতা- গ্যাংটক (পাকিয়ং) সরাসরি ১টি ফ্লাইট সকাল ৮টায় ৫,০০০রুপি থেকে শুরু ।
20/03/2024

৩১শে মার্চ থেকে প্রতিদিন কলকাতা- গ্যাংটক (পাকিয়ং) সরাসরি ১টি ফ্লাইট সকাল ৮টায় ৫,০০০রুপি থেকে শুরু ।

ছবিটা দেখলেই বোঝা যায়, সৃষ্টিকর্তা আমাদের কতটা ভালো রেখেছেন ❤️🙏😔
18/03/2024

ছবিটা দেখলেই বোঝা যায়, সৃষ্টিকর্তা আমাদের কতটা ভালো রেখেছেন ❤️🙏😔

ফেলে আসা দূরন্ত শৈশব আমার 🥰 #শৈশব  #স্মৃতি
17/03/2024

ফেলে আসা দূরন্ত শৈশব আমার 🥰

#শৈশব #স্মৃতি

কয়েকটা দিন প্রচুর আনন্দ করার পরে গেস্টদের যখন বাড়ি ফেরার সময় হয়, তখন তাদের চেহারাটা দেখতে খুব কষ্ট লাগে 😔শেষের দিনের প্র...
16/03/2024

কয়েকটা দিন প্রচুর আনন্দ করার পরে গেস্টদের যখন বাড়ি ফেরার সময় হয়, তখন তাদের চেহারাটা দেখতে খুব কষ্ট লাগে 😔
শেষের দিনের প্রতিটি মুহূর্তই আবার ফিরে আসার আকাঙ্ক্ষায় পরিপূর্ণ থাকে😊
আর আমরা গেস্টদের বিদায় দিয়ে অপেক্ষায় থাকি তাদের আবার ফিরে আসার 🙏

নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন: 082828 09695

দার্জিলিং মেল এর ইতিহাস কিন্তু অনেক লম্বা। দার্জিলিং মেল প্রথম ১৮৮৪ সালে চালু হয়, তৎকালীন সময়ে কলকাতা এবং শিলিগুড়ির ম...
12/03/2024

দার্জিলিং মেল এর ইতিহাস কিন্তু অনেক লম্বা। দার্জিলিং মেল প্রথম ১৮৮৪ সালে চালু হয়, তৎকালীন সময়ে কলকাতা এবং শিলিগুড়ির মধ্যে রেল পথ ছিল। চিত্রতে যে ফটোটি দেখা যাচ্ছে এটি কিন্তু স্বাধীনতার পরের ক্যামেরাবন্দি। দার্জিলিং মেল যে ট্রেনের রুট পরিবর্তন এর কথা শুনলেই হইচই লেগে যায়। চলুন সেই পুরনো দিনের একটু ইতিহাস জেনে নিই।
১৮৭৮ সাল থেকে কলকাতা ও শিলিগুড়ির মধ্যে রেলপথ ছিল। প্রথম ল্যাপটি ছিল ইস্টার্ন বেঙ্গল স্টেট রেলওয়ের অধীনে তৎকালীন কলকাতা স্টেশন (পরে যার নামকরণ হয় শিয়ালদহ) থেকে পদ্মা নদীর দক্ষিণ তীরে দামুকদহ ঘাট পর্যন্ত প্রায় ১৮৫ কিলোমিটার দীর্ঘ। যাত্রীরা তখন নদী পার হতেন ফেরিতে করে। যাত্রার দ্বিতীয় ল্যাপটি ছিল উত্তরবঙ্গ রেলওয়ের একটি ৩৬৩ কিলোমিটার মিটার-গেজ লাইন, যা পদ্মার উত্তর তীরে সারাঘাটকে শিলিগুড়ির সাথে সংযুক্ত করত। এই রোমাঞ্চকর রেলযাত্রা আজ আর নেই, মাঝখানে কাঁটাতার, আলাদা আলাদা দেশ, নিয়মও তার ভিন্ন।

এরপরে পদ্মানদীর ওপর ১.৮ কিলোমিটার দীর্ঘ হার্ডিঞ্জ সেতু নির্মাণ হয়। ১৯১৬ সালে সেতুর উত্তরের মিটারগেজ অংশটি ব্রডগেজে রূপান্তরিত হয়। এরপরই সমগ্র কলকাতা-শিলিগুড়ি রুটে ব্রডগেজের লাইন চালু হয়। এরপর দার্জিলিং মেইল ছুঁয়ে যেত, শিয়ালদহ-রানাঘাট-ভেড়ামারা-হার্ডিঞ্জ ব্রিজ-ঈশ্বরডি-সান্তাহার-হিলি-পার্বতীপুর-নীলফামারী-হলদিবাড়ি-জলপাইগুড়ি-শিলিগুড়ি স্টেশনগুলি। এই ঐতিহাসিক রুটে দার্জিলিং মেল চলত দেশভাগের আগের দিনগুলিতে। দেশভাগের পরও কয়েক বছর এই পথে চলাচল করে দার্জিলিং মেল।

১৯৪৭ সালে দেশভাগের সঙ্গে সঙ্গে কলকাতা এবং শিলিগুড়িকে সংযোগ করার ক্ষেত্রে প্রধান বাধা ছিল পশ্চিমবঙ্গ বা বিহারে গঙ্গার ওপর কোনও সেতু সংযোগ না থাকা। শিলিগুড়িতে যাওয়ার একটি চলতি রুট ছিল সাহেবগঞ্জ লুপ হয়ে রাজমহল, তারপর গঙ্গার ওপারে ফেরি করে অন্য দিকে মণিহারী ঘাট, তারপর মণিহারী, কাটিহার এবং বারসোই হয়ে কিষাণগঞ্জ এবং অবশেষে ন্যারোগেজ দিয়ে শিলিগুড়ি। ১৯৪৯ সালের পর কিষাণগঞ্জ-শিলিগুড়ি অংশটিও মিটারগেজে রূপান্তরিত হয়। ক্রম বিবর্তন ঘটতে থাকে ভারতীয় রেলের। ইতিহাসের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে প্রযুক্তি, ট্রেন রুটও।

১৯৬৫ সালের পর ফারাক্কা ব্যারেজের নির্মাণ আরও বদলে দেয় পরিস্থিতি। ২২৬৫ মিটার দীর্ঘ ফারাক্কা ব্যারেজ গঙ্গানদীর রেল ও সড়ক সেতু নির্মাণে সাহায্য করে। রেল সেতুটি ১৯৭১ সাল থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ফলে বারহারওয়া - আজিমগঞ্জ - কাটোয়া লুপটিকে মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ, নিউ জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের অন্যান্য রেলস্টেশনের সাথে সংযুক্ত করা হয়। সেই থেকেই দার্জিলিং মেল চলতে শুরু করল হাওড়া-নিউ জলপাইগুড়ি লাইন ধরে। কত গল্প যে ছড়িয়ে আছে শতাব্দী পেরোনো এই রেলগাড়ির আনাচে-কানাচে, তা জানা হবে না কোনও দিনই। নিত্যনতুন বিলাসবহুল রেলযাত্রা কিংবা দ্রুততম বন্দে ভারত চালু হলেও আজও যাত্রীদের অন্যতম পছন্দ দার্জিলিং মেল, যা মেলবন্ধন ঘটায় মহানগরের সাথে উত্তরবাংলার।

(সংগৃহীত)

08/03/2024

Happy Women's Day ❤️❤️❤️

কথা বাস্তব ❤️😊
03/03/2024

কথা বাস্তব ❤️😊

ইতিহাসে শুধুমাত্র একবার এমন সময় এসেছিল যখন ক্যালেন্ডারে ৩০ ফেব্রুয়ারি যোগ করতে হয়েছিল। সুইডেন একটি ডাবল লিপ ইয়ারের অংশ ...
01/03/2024

ইতিহাসে শুধুমাত্র একবার এমন সময় এসেছিল যখন ক্যালেন্ডারে ৩০ ফেব্রুয়ারি যোগ করতে হয়েছিল। সুইডেন একটি ডাবল লিপ ইয়ারের অংশ হিসেবে ১৭১২ সালের ক্যালেন্ডারে ৩০ ফেব্রুয়ারি যুক্ত করেছিল।

সুইডিশ সাম্রাজ্যের (যে সময় ফিনল্যান্ড অন্তর্ভুক্ত ছিল) জুলিয়ান পঞ্জিকার পরিবর্তে ১৭০০ সাল থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার শুরু করে এবং পরবর্তী ৪০ বছরের জন্য লিপ দিনগুলো বাতিলের পরিকল্পনা করা হয়। যদিও ফেব্রুয়ারি ১৭০০ সালে অধিবর্ষ দিনটি বাদ দেয়া হয়েছিল, কিন্তু পরের বছরই গ্রেট নর্দার্ন যুদ্ধ শুরু হয়, সুইডিশদের পক্ষে এই সময় ক্যালেন্ডার পরিবর্তনে মনোনিবেশ করা সম্ভব হয়নি, ফলে পরবর্তী দুইবার অধিবর্ষে অতিরিক্ত দিনগুলো অপসারণ করা সম্ভব হয়নি এবং ১৭০৪ এবং ১৭০৮ সালে পূর্বের মতো অধিবর্ষ পালন করা হয়।

বিভ্রান্তি এবং আরো ভুল এড়ানোর জন্য, ১৭১২ সাল থেকে পুনরায় জুলিয়ান পঞ্জিকা ব্যবহার শুরু করা হয়, এই বছর ফেব্রুয়ারি মাসে অধিবর্ষ দিনটি ছাড়াও অতিরিক্ত একটি দিন যোগ করা হয় এবং ওই বছর ফেব্রুয়ারি মাসে ৩০ দিন ছিল। এই তারিখটি জুলিয়ান পঞ্জিকার মধ্যে ফেব্রুয়ারি ২৯ এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডারে মার্চ ১১ তারিখ নির্দেশ করে। সুইডিশদের গ্রেগরিয়ান পঞ্জিকাতে পরিবর্তন সম্পন্ন হয় ১৭৫৩ সালে, ওই বছর ফেব্রুয়ারি মাসের শেষ ১১ দিন বাদ দিয়ে এটি সম্পন্ন করা হয়।

তবে ফেব্রুয়ারি ৩০ তারিখটি কিছু ক্যালেন্ডারে থাকলেও গ্রেগরিয়ান ক্যালেন্ডারে এটি ব্যবহার করা হয় না।

চোখের শান্তি কাঞ্চনজঙ্ঘা ❤️❤️❤️
29/02/2024

চোখের শান্তি কাঞ্চনজঙ্ঘা ❤️❤️❤️

সাধ্যের মধ্যে ভ্রমণ, যে কোন দিন 👣দার্জিলিং এবং সিকিমের গ্রাম গুলোতে, একটু নিরিবিলি পরিবেশে। থাকা, খাওয়া, ভ্রমণের সম্পূর্...
27/02/2024

সাধ্যের মধ্যে ভ্রমণ, যে কোন দিন 👣
দার্জিলিং এবং সিকিমের গ্রাম গুলোতে, একটু নিরিবিলি পরিবেশে। থাকা, খাওয়া, ভ্রমণের সম্পূর্ণ আয়োজন।

আপনার কি ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে? বা পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য আপনি প্রস্তুত? তাহলে থাকা, খাওয়া বা ভ্রমণের চিন্তাটা আমাদের উপর ছেড়ে দিন। পাহাড়ের বুকে ছুটির দিনগুলো কাটিয়ে আসুন আপনার মনের মত করে। সর্বনিম্ন খরচে।

আমাদের হোমস্টেঃ

✅দার্জিলিং ✅ সিলেরি গাঁও ✅ ইচ্ছে গাঁও ✅ কালিম্পং ✅ শিটং ✅ রিশপ ✅রামধুরা ✅ লোলেগাঁও ✅ তিনচুলে ✅ লেপচা জগৎ ✅লামাহাট্টা ✅ আরিটার ✅ আগামলোক ✅লাভা ✅ মাঙ্খিম ✅ জুলুক ✅ লাচুং ✅ লাচেন ✅ গ্যাংটক ✅ রংপো ✅ রংলি বাজার ✅ পেলিং ✅পাদামচেন ✅পাস্টিং ✅ বোরং

📞 ভালো এবং ঝামেলা মুক্ত ভ্রমণের জন্য যোগাযোগ করুনঃ +917063263988, 082828 09695

🏕️ ইচ্ছেমত যে কোন অফবিট লোকেশনে ট্যুর প্ল্যান করা যাবে, ভ্রমণ নিজেদের ইচ্ছে মত।
📞 বিস্তারিত জানতে: 082828 09695
/ +917063263988

প্যাকেজে যা থাকছে:
🚙 গাড়ি ভাড়া
🏠 হোটেল খরচ
🍝 খাওয়া খরচ

প্যাকেজে যা থাকছেনা:
🚳 এক্সট্রা ট্যুর (প্যাকেজের বাহিরে) খরচ
📜 পারমিশন খরচ
⛔ অন্যান্য আয়োজন যেমন: ক্যাম্প ফায়ার, BBQ খরচ।
🎟️ দর্শনীয় স্থান সমূহের এন্ট্রি ফি
🪨 রাস্তায় খাবার, জল
🎫 গাড়ির পার্কিং খরচ

📞 বিস্তারিত জানতে : 082828 09695
/ +917063263988

#দার্জিলিং

জীবন যেখানে অন্যরকম রংয়ে ধরা দেয় ❤️
14/02/2024

জীবন যেখানে অন্যরকম রংয়ে ধরা দেয় ❤️

সাধ্যের মধ্যে ভ্রমণ, যে কোন দিনদার্জিলিং এবং সিকিমের গ্রাম গুলোতে, একটু নিরিবিলি পরিবেশে। থাকা, খাওয়া, ভ্রমণের সম্পূর্ণ ...
08/02/2024

সাধ্যের মধ্যে ভ্রমণ, যে কোন দিন
দার্জিলিং এবং সিকিমের গ্রাম গুলোতে, একটু নিরিবিলি পরিবেশে। থাকা, খাওয়া, ভ্রমণের সম্পূর্ণ আয়োজন।

আপনার কি ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে? বা পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য আপনি প্রস্তুত? তাহলে থাকা, খাওয়া বা ভ্রমণের চিন্তাটা আমাদের উপর ছেড়ে দিন। পাহাড়ের বুকে ছুটির দিনগুলো কাটিয়ে আসুন আপনার মনের মত করে। সর্বনিম্ন খরচে।

আমাদের হোমস্টেঃ

✅দার্জিলিং ✅ সিলেরি গাঁও ✅ ইচ্ছে গাঁও ✅ কালিম্পং ✅ শিটং ✅ রিশপ ✅রামধুরা ✅ লোলেগাঁও ✅ তিনচুলে ✅ লেপচা জগৎ ✅লামাহাট্টা ✅ আরিটার ✅ আগামলোক ✅লাভা ✅ মাঙ্খিম ✅ জুলুক ✅ লাচুং ✅ লাচেন ✅ গ্যাংটক ✅ রংপো ✅ রংলি বাজার ✅ পেলিং ✅পাদামচেন ✅পাস্টিং ✅ বোরং

📞 ভালো এবং ঝামেলা মুক্ত ভ্রমণের জন্য যোগাযোগ করুনঃ +917063263988, 082828 09695

🏕️ ইচ্ছেমত যে কোন অফবিট লোকেশনে ট্যুর প্ল্যান করা যাবে, ভ্রমণ নিজেদের ইচ্ছে মত।
📞 বিস্তারিত জানতে: 082828 09695
/ +917063263988

প্যাকেজে যা থাকছে:
🚙 গাড়ি ভাড়া
🏠 হোটেল খরচ
🍝 খাওয়া খরচ

প্যাকেজে যা থাকছেনা:
🚳 এক্সট্রা ট্যুর (প্যাকেজের বাহিরে) খরচ
📜 পারমিশন খরচ
⛔ অন্যান্য আয়োজন যেমন: ক্যাম্প ফায়ার, BBQ খরচ।
🎟️ দর্শনীয় স্থান সমূহের এন্ট্রি ফি
🪨 রাস্তায় খাবার, জল
🎫 গাড়ির পার্কিং খরচ

📞 বিস্তারিত জানতে : 082828 09695
/ +917063263988

পাহাড়ের যত খাবারদাবার 😍🤤
26/01/2024

পাহাড়ের যত খাবারদাবার 😍🤤

২ রাত ৩ দিন দার্জিলিং ভ্রমণ 😍শুধুমাত্র 3,999/- টাকায়থাকা, খাওয়া ও ভ্রমণের সম্পূর্ণ আয়োজন আমরা করে দেবো ⏱ ভ্রমণ তারিখঃফেব...
15/01/2024

২ রাত ৩ দিন দার্জিলিং ভ্রমণ 😍
শুধুমাত্র 3,999/- টাকায়
থাকা, খাওয়া ও ভ্রমণের সম্পূর্ণ আয়োজন আমরা করে দেবো

⏱ ভ্রমণ তারিখঃ
ফেব্রুয়ারীঃ ৯, ১৬, ২৩, মার্চঃ ১, ৮, ১৫, ২২, ২৯, এপ্রিলঃ ৫, ১২, ১৯, ২৬
📞 বিস্তারিত জানতে: 082828 09695, 7063263988 / +911169296227

প্রথম দিনঃ NJP স্টেশন থেকে সুন্দর একটা ভ্রমণের অভিজ্ঞতা নিতে বেরিয়ে পরবো দার্জিলিং এর উদ্দেশ্যে। যাত্রাপথে সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে পৌঁছে যাবো কারশিয়াং এ। কারশিয়াং এ পৌঁছে একটা গা ছমছমে পরিবেশের অভিজ্ঞতা করতে চলে যাবো ডাউহিল। সেখান থেকে বেরিয়ে রওনা দিবো দার্জিলিং এর উদ্দেশ্যে। দার্জিলিং এর হোটেল এ পৌঁছে একটু ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিয়ে বিকেলে বেরিয়ে পরবো ম্যালরোড ঘুরতে। সাথে মহাকাল মন্দির এবং মহাকাল মার্কেট ও ঘুরবো। রাতে এক পাহাড় থেকে অন্য পাহাড়ের ভিউ দেখতে কার না ভালো লাগে? আর সেটাও যদি আবার হোটেল এর বিছানায় বসে দেখা যায় তাহলে তো কোন কথাই নেই। দার্জিলিং এর এইরকমই এক হোটেলে হবে রাত্রিযাপন।

দ্বিতীয় দিনঃ আজকের দিনটি খুবই রোমাঞ্চকর হতে চলেছে। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা হবো Peace Pagoda (Japanese Temple) এর দিকে। সেখানে ভালোভাবে ঘুরে আমরা চলে যাবো চিড়িয়াখানা। তারপর একে একে HMI, Ghoom Museum, Ghoom Station, Ghoom Monestry, batasia Loop. এগুলো সব ঘুরে আমরা চলে আসবো হোটেলে। সন্ধ্যেবেলা আজ যাবো মহাকাল মার্কেট এ কেনাকাটা করার জন্য। এরপর দার্জিলিং হোটেলেই রাত্রিযাপন।

তৃতীয় দিনঃ আজ আমাদের বাড়ি ফেরার পালা। কিন্তু আজকের Journey টাও হবে অসম্ভব সুন্দর। কারন আজ আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পরবো লেপচাজগতের দিকে । সেখানে গিয়ে পাইনবনের মধ্যে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে নিয়ে আমরা চলে যাবো সীমানা ভিউ পয়েন্টের দিকে। সীমানা ভিউ পয়েন্ট থেকে ভারত- নেপালের বর্ডার খুব ভালো দেখা যায়। এরপর আমরা চলে যাবো পশুপতি মার্কেট ও নেপালের এন্ট্রি গেট এ। হয়তো অনেকের জন্যই এটা প্রথমবার বিদেশের মাটিতে পা রাখা হবে। এরপর আমরা চলে যাবো মিরিকের দিকে সেখানে গিয়ে দেখবো মিরিক লেক, টিংলিং ভিউ পয়েন্ট। এরপর পাহাড়ের একগাদা সুন্দর মুহূর্ত নিয়ে রওনা হবো NJP স্টেশনের দিকে।

প্যাকেজে যা থাকছে:
🚙 গাড়ি ভাড়া
🏠 হোটেল খরচ
🍝 খাওয়া খরচ
🎫 গাড়ির পার্কিং খরচ

প্যাকেজে যা থাকছেনা:
🚳 এক্সট্রা ট্যুর (প্যাকেজের বাহিরে) খরচ
⛔ অন্যান্য আয়োজন যেমন: ক্যাম্প ফায়ার, BBQ খরচ।
🎟 দর্শনীয় স্থান সমূহের এন্ট্রি ফি
🪨 রাস্তায় খাবার, জল

🟢 ১, ২ বা ৩ জনের গ্রুপ অন্য গ্রুপের সাথে শেয়ারে ভ্রমণ করলে খরচ প্যাকেজ রেটই প্রযোজ্য হবে। তবে সে ক্ষেত্রে ভ্রমণ তারিখ এজেন্সি থেকে সুবিধামতো ঠিক করা হবে।

🔴 প্যাকেজ রেট সর্বনিম্ন ৪ জনের রুম শেয়ারিং এবং ৮ জনের গ্রুপের জন্য প্রযোজ্য।
🟢 ৩ জনের রুম শেয়ারিং এ খরচ পরবে ৪,২৯৯/- টাকা প্রতিজন (সর্বনিম্ন ৮ জনের গ্রুপের জন্য)
🟢 ২ জনের রুম শেয়ারিং এ খরচ পরবে ৪,৪৯৯/- টাকা প্রতিজন (সর্বনিম্ন ৮ জনের গ্রুপের জন্য)

📞 বিস্তারিত জানতে : 082828 09695, 7063263988 / +911169296227

আপনার কি ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে❓ বা পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য আপনি প্রস্তুত❓ তাহলে থাকা, খাওয়া বা ভ্রমণের চিন্তাটা আমাদের উপর ছেড়ে দিন। পাহাড়ের বুকে ছুটির দিনগুলো কাটিয়ে আসুন আপনার মনের মত করে। সর্বনিম্ন খরচে।

* অফারটি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য

এছাড়াও আমাদের কাছে যেসব জায়গার প্যাকেজ আছেঃ
✅ অফবিট দার্জিলিং ✅ কালিম্পং ✅ শিটং ✅ রিশপ ✅রামধুরা ✅ লোলেগাঁও ✅ তিনচুলে ✅ লেপচা জগৎ ✅লামাহাট্টা ✅ কাফের গাঁও ✅ অরেঞ্জ ভ্যালি ✅ সিল্ক রুট ✅ পেলিং ✅ গ্যাংটক ✅ নর্থ সিকিম ✅ নেপাল ✅ পুরুলিয়া ✅ সুন্দরবন

চলুন অফবিট দার্জিলিং এর একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে আসি 😍➡️সিটং ➡️ লামাহাট্টা  ➡️তাকদা-তিনচুলে ➡️দার্জিলিং ➡️লেপচা জগৎ৪ রা...
15/01/2024

চলুন অফবিট দার্জিলিং এর একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে আসি 😍
➡️সিটং ➡️ লামাহাট্টা ➡️তাকদা-তিনচুলে ➡️দার্জিলিং ➡️লেপচা জগৎ
৪ রাত্রি ৫ দিন - জনপ্রতি মাত্র ৭,৪৯৯ /-
🧳৮ জনের গ্রুপ - NJP to NJP
🗓️ভ্রমণের তারিখ:
এপ্রিলঃ ৫, ১২, ১৯, ২৬
মেঃ ৩, ১০, ১৭, ২৪, ৩১
জুনঃ ৭, ১৪, ২১, ২৮

📞 সস্তায় ভালো এবং ঝামেলা মুক্ত ভ্রমণের জন্য যোগাযোগ করুনঃ 7063263988 / 082828 09695

🟢১ম দিনঃ NJP / Siliguri / Bagdogra থেকে সকালে গাড়ি করে সিটং যাত্রা, যাত্রা পথে তিস্তা নদী দর্শন। এরপর অহলদাড়া ৩৬০ ডিগ্রী ভিউ পয়েন্টে চা বাগানের মাঝে দাঁড়িয়ে থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ দেখে হোমস্টে-তে গিয়ে দুপুরের খাবার গ্রহন এবং বিশ্রাম। বিকেলে পায়ে হেঁটে সিটং গ্রাম ভ্রমণ। রাত্রি যাপন সিটং।

🟢২য় দিনঃ সকালের নাস্তা খেয়ে লামাহাট্টার উদ্দেশ্যে যাত্রা । যাত্রা পথে যোগীঘাটের পাহাড়ি রিয়াং নদীর পাড়ে কিছু সময় কাটিয়ে আমরা রওয়ানা দেবো লামাহাট্টা ইকো পার্কের দিকে। সেখানে পাইন বনে ট্রেকিং করে পাহাড়ের উপরের পবিত্র পুকুর দর্শন করে ফিরে আসবো হোমস্টে। রাত্রিযাপন লামাহাট্টায়।

🟢৩য় দিনঃ সকালের নাস্তা খেয়ে তাকদা-তিনচুলে যাত্রা। যাত্রা পথে সিকিম, দার্জিলিং এবং কালিম্পং এর মিলনস্থল তথা লাভারস পয়েন্ট দর্শন করে চলে যাবো অতি সুন্দর এক চাবাগানের চাদর মুড়ি দিয়ে ঢেকে থাকা তিনচুলে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যায়। এরপর তিনচুলে হোমস্টেতে পৌঁছে দুপুরের খাবার গ্রহন। বিকেলে পায়ে হেঁটে তিনচুলে গ্রাম এবং চা বাগান ভ্রমণ। রাত্রি যাপন তাকদা-তিনচুলে ।

🟢৪র্থ দিনঃ সকালে নাস্তা খেয়ে দার্জিলিং এর দিকে যাত্রা শুরু। যাত্রাপথে পৃথিবীর সর্বোচ্চ ঐতিহ্যবাহী রেলস্টেশন ঘুম পরিদর্শন করে চলে যাব ঘুম মিউজিয়াম, ঘুম মনাস্ট্রি এবং বাতাসিয়া লুপ। এরপর দার্জিলিং এর হোটেলে পৌঁছে দুপুরের খাবার খেয়ে কিছুটা বিশ্রাম নিয়ে সন্ধেবেলা পায়ে হেঁটে ঘুরে দেখব দার্জিলিং এর ম্যালরোড, মহাকাল মার্কেট, মহাকাল মন্দির এবং আসেপাশের কিছু ভিউ পয়েন্ট। রাত্রি যাপন দার্জিলিং এ।

🟢৫ম দিনঃ আজ বাড়ি ফেরার পালা, পাহাড়ে আমাদের অন্তিম দিন। এদিন সকালের নাস্তা খেয়ে দার্জিলিং এর সুন্দর মুহূর্তগুলোকে মনে করতে করতে আমরা বেড়িয়ে পরবো NJP স্টেশনের দিকে। যাত্রাপথে দেখবো লেপচাজগত পাইন ফরেস্ট, সিমানা ভিউ পয়েন্ট যেখান থেকে পাহাড়ের উপর ভারত এবং নেপালের আঁকাবাঁকা বর্ডার খুব সুন্দর দেখা যায়। এছাড়াও দেখা যায় সান্দাকফু ট্র্যাকিং রুট। এরপর যাবো পশুপতি মার্কেট। কিছুসময় কাটিয়ে নেবো ভারত - নেপালের বর্ডার মার্কেটে। তারপর সেখান থেকে যাবো গোপালধারা টি গার্ডেন, চা বাগানে দাঁড়িয়ে দার্জিলিং চায়ের স্বাদ নিয়ে চলে যাবো মিরিক লেক। চাইলে এখানে বাঙালি হোটেলে সেরে নিতে পারেন দুপুরের খাবার। মিরিক লেক দেখে আমরা রওয়ানা হবো NJP স্টেশনের দিকে। স্টেশন পৌঁছে কিছু মধুর স্মৃতির সাথে বিদায় জানাবো পাহাড়কে।

খাবারের তালিকাঃ
🍞 সকালের নাস্তা
পুরি সবজি / আলু পরোটা/ব্রেড টোস্ট ও ডিম/ নুডুলস
🥢 দুপুরের খাবার
ডিমের তরকারি / ভাত / ডাল / আলুভাজা / সবজি
☕ সন্ধ্যের নাস্তা
চা ও ভেজপকোড়া
🍜রাতের খাবার
ভাত/রুটি/ চিকেন/সবজি
💳 Booking Money: 40% (Non Refundable)
দেখুন এক অবিশ্বাস্য অফবিট দার্জিলিং আমাদের সাথে, কথা দিচ্ছি এই ভ্রমণের স্মৃতি আপনাদের আজীবন স্মরণীয় হয়ে থাকবে। আপনি যদি এডভেঞ্চার প্রিয় হোন, তাহলে এই ভ্রমণ অবশ্যই আপনার জন্য।

✅প্যাকেজে যা থাকছে:
🚙 গাড়ি ভাড়া
🏠 হোটেল খরচ
🍝 খাওয়া খরচ
🅿️পার্কিং খরচ

❌প্যাকেজে যা থাকছেনা:
🚳 এক্সট্রা ট্যুর (প্যাকেজের বাহিরে) খরচ
📜 পারমিশন খরচ
⛔ অন্যান্য আয়োজন যেমন: ক্যাম্প ফায়ার, BBQ খরচ।
🎟️ দর্শনীয় স্থান সমূহের এন্ট্রি ফি
🪨 রাস্তায় খাবার, জল

​💰৮ জনের গ্রুপ ৭,৪৯৯/- জনপ্রতি
💰৬ জনের গ্রুপ ৮,৪৯৯/- জনপ্রতি
💰৪ জনের গ্রুপ ৯,৫৯৯/- জনপ্রতি
💰২ জনের গ্রুপ ১৪,২৯৯/- জনপ্রতি

📞 বিস্তারিত জানতে : 7063263988 / 082828 09695
📨WhatsApp: 7063263988 / 082828 09695
🌍Address: 139, Sahid Sarani, New Barrackpore, Kolkata - 700131.
🌐Website: tourkey.in

B.N: অফারটি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য

#দার্জিলিং

চলুন ঘুরে আসি পাহাড় থেকে 😍➡️সিটং ➡️ তাকদা-তিনচুলে ➡️লেপচা জগৎ৩ রাত্রি ৪ দিন - জনপ্রতি মাত্র ৫৯৯৯/-🧳৮ জনের গ্রুপ - NJP to...
05/01/2024

চলুন ঘুরে আসি পাহাড় থেকে 😍
➡️সিটং ➡️ তাকদা-তিনচুলে ➡️লেপচা জগৎ
৩ রাত্রি ৪ দিন - জনপ্রতি মাত্র ৫৯৯৯/-
🧳৮ জনের গ্রুপ - NJP to NJP
🗓️ভ্রমণের তারিখ:
ফেব্রুয়ারীঃ ৯, ১৬, ২৩
মার্চঃ ১, ৮, ১৫, ২২, ২৯
এপ্রিলঃ ৫, ১২, ১৯, ২৬

📞 সস্তায় ভালো এবং ঝামেলা মুক্ত ভ্রমণের জন্য যোগাযোগ করুনঃ 082828 09695 / 7063263988

🟢১ম দিনঃ NJP / Siliguri / Bagdogra থেকে সকালে গাড়ি করে সিটং যাত্রা, যাত্রা পথে তিস্তা নদী দর্শন। এরপর অহল্ধারা ৩৬০ ডিগ্রী ভিউ পয়েন্টে চা বাগানের মাঝে দাঁড়িয়ে থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ দেখে হোমস্টে-তে গিয়ে দুপুরের খাবার গ্রহন এবং বিশ্রাম। বিকেলে পায়ে হেঁটে সিটং গ্রাম ভ্রমণ। রাত্রি যাপন সিটং।

🟢২য় দিনঃ সকালের নাস্তা খেয়ে তাকদা-তিনচুলে যাত্রা। যাত্রা পথে যোগীঘাটের পাহাড়ি রিয়াং নদীর পাড়ে কিছু সময় কাটিয়ে আমরা রওয়ানা দেবো লামাহাট্টা ইকো পার্কের দিকে। সেখানে পাইন বনে ট্রেকিং করে পাহাড়ের উপরের পবিত্র পুকুর দর্শন শেষে তিনচুলের দিকে যাত্রা। তিনচুলে হোমস্টেতে পৌঁছে দুপুরের খাবার গ্রহন। বিকেলে পায়ে হেঁটে তিনচুলে গ্রাম এবং চা বাগান ভ্রমণ। রাত্রি যাপন তাকদা-তিনচুলে ।

🟢৩য় দিনঃ সকালে নাস্তা খেয়ে লেপচাজগতের দিকে যাত্রা শুরু। যাত্রা পথে সিকিম, দার্জিলিং এবং কালিম্পং এর মিলনস্থল তথা লাভারস পয়েন্ট দর্শন করে চলে যাবো পৃথিবীর সর্বোচ্চ ঐতিহ্যবাহী রেলস্টেশন ঘুম পরিদর্শন করতে। পাশাপাশি ঘুম মিউজিয়াম, ঘুম মনাস্ট্রি এবং বাতাসিয়া লুপ পরিদর্শন করে চলে যাবো লেপচাজগত হোমস্টেতে। সেখানে দুপুরের খাবার খেয়ে কিছুটা বিশ্রাম নিয়ে পাইন বনের মধ্যে দিয়ে পায়ে হেঁটে দেখবো লেপচাজগত গ্রাম এবং আসেপাশের কিছু ভিউ পয়েন্ট। রাত্রি যাপন লেপচাজগত।

🟢৪র্থ দিনঃ আজ বাড়ি ফেরার পালা, পাহাড়ে আমাদের অন্তিম দিন। এদিন সকালের নাস্তা খেয়ে আমরা বেড়িয়ে পরবো NJP স্টেশনের দিকে। যাত্রাপথে দেখবো সিমানা ভিউ পয়েন্ট যেখান থেকে পাহাড়ের উপর ভারত এবং নেপালের আঁকাবাঁকা বর্ডার খুব সুন্দর দেখা যায়। এছাড়াও দেখা যায় সান্দাকফু ট্র্যাকিং রুট। এরপর যাবো পশুপতি মার্কেট। কিছুসময় কাটিয়ে নেবো ভারত - নেপালের বর্ডার মার্কেটে। তারপর সেখান থেকে যাবো গোপাল্ধারা টি গার্ডেন, চা বাগানে দাঁড়িয়ে দার্জিলিং চায়ের স্বাদ নিয়ে চলে যাবো মিরিক লেক। চাইলে এখানে বাঙালি হোটেলে সেরে নিতে পারেন দুপুরের খাবার। মিরিক লেক দেখে আমরা রওয়ানা হবো NJP স্টেশনের দিকে। স্টেশন পৌঁছে কিছু মধুর স্মৃতির সাথে বিদায় জানাবো পাহাড়কে।

খাবারের তালিকাঃ
🍞 সকালের নাস্তা
পুরি সবজি / আলু পরোটা/ব্রেড টোস্ট ও ডিম/ নুডুলস
🥢 দুপুরের খাবার
ডিমের তরকারি / ভাত / ডাল / আলুভাজা / সবজি
☕ সন্ধ্যের নাস্তা
চা ও ভেজপকোড়া
🍜রাতের খাবার
ভাত/রুটি/ চিকেন/সবজি
💳 Booking Money: 40% (Non Refundable)
দেখুন এক অবিশ্বাস্য অফবিট দার্জিলিং আমাদের সাথে, কথা দিচ্ছি এই ভ্রমণের স্মৃতি আপনাদের আজীবন স্মরণীয় হয়ে থাকবে। আপনি যদি এডভেঞ্চার প্রিয় হোন, তাহলে এই ভ্রমণ অবশ্যই আপনার জন্য।

✅প্যাকেজে যা থাকছে:
🚙 গাড়ি ভাড়া
🏠 হোটেল খরচ
🍝 খাওয়া খরচ
🅿️পার্কিং খরচ

❌প্যাকেজে যা থাকছেনা:
🚳 এক্সট্রা ট্যুর (প্যাকেজের বাহিরে) খরচ
📜 পারমিশন খরচ
⛔ অন্যান্য আয়োজন যেমন: ক্যাম্প ফায়ার, BBQ খরচ।
🎟️ দর্শনীয় স্থান সমূহের এন্ট্রি ফি
🪨 রাস্তায় খাবার, জল

​💰৮ জনের গ্রুপ ৫৯৯৯/- জনপ্রতি
💰৬ জনের গ্রুপ ৬,৫৯৯/- জনপ্রতি
💰৪ জনের গ্রুপ ৭,৫৯৯/- জনপ্রতি
💰২ জনের গ্রুপ ১১,২৯৯/- জনপ্রতি

📞 বিস্তারিত জানতে : 082828 09695 / 7063263988
📨WhatsApp: 082828 09695 / 7063263988
🌍Address: 139, Sahid Sarani, New Barrackpore, Kolkata - 700131.
🌐Website: tourkey.in

B.N: অফারটি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য

#দার্জিলিং

আমাদের আনন্দ যেনো অসহায় প্রাণীর আতংকের বা জীবননাশের কারন হয়ে না দাঁড়ায় 🙏ইচ্ছে হলে শেয়ার করে পাশে থাকুন 🙏❤️
30/12/2023

আমাদের আনন্দ যেনো অসহায় প্রাণীর আতংকের বা জীবননাশের কারন হয়ে না দাঁড়ায় 🙏

ইচ্ছে হলে শেয়ার করে পাশে থাকুন 🙏❤️

সম্পূর্ণ বিনামুল্যে TourKey Travels Franchise নিন, আর মাসে আয় করুন 50 হাজার টাকার বেশি😊পশ্চিমবঙ্গে নির্দিষ্ট কিছু জেলায় ...
18/12/2023

সম্পূর্ণ বিনামুল্যে TourKey Travels Franchise নিন, আর মাসে আয় করুন 50 হাজার টাকার বেশি😊
পশ্চিমবঙ্গে নির্দিষ্ট কিছু জেলায় সহজ শর্তে Free Franchise দেওয়া হচ্ছে।

বিস্তারিত জানতে Call or WhatAapp করুনঃ 082828 09695 / 7063263988

ধোত্রে টু টুংলু ট্রেকিং ❤️
15/12/2023

ধোত্রে টু টুংলু ট্রেকিং ❤️

🌟 ঘুরে দেখুন অন্যরকম সিকিম, আমাদের সাথে। ৩ রাত ৪ দিন, Silkroute, Baba Mandir, Changu lake❗ মাত্র 6999 টাকায় - (৮/৯ জনের ...
27/10/2023

🌟 ঘুরে দেখুন অন্যরকম সিকিম, আমাদের সাথে। ৩ রাত ৪ দিন, Silkroute, Baba Mandir, Changu lake❗
মাত্র 6999 টাকায় - (৮/৯ জনের গ্রুপ) 🌟
🧳ভ্রমণের বিবরণঃ https://tourkey.in/east-sikkim-3-night-4-days/
🌄 **প্রথম দিনঃ - NJP to Agamlok** 🌄
NJP থেকে Agamlok যাত্রা, যাত্রা পথে Rongli Bazar থেকে Zuluk যাবার জন্য পারমিশন তৈরি, এবং সর্বশেষ Agamlok এ রাত্রি যাপন।
🏞️ **২য় দিনঃ Agamlok to Zuluk** 🏞️
২য় দিন সকালে নাস্তা শেষে Zuluk যাত্রা, যাত্রাপথে বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ, এবং Zuluk রাত্রি যাপন ।
🚗 𝑺𝒊𝒈𝒉𝒕𝒔𝒆𝒊𝒏𝒈 𝒊𝒏𝒄𝒍𝒖𝒅𝒆𝒔
✅ Rongpo Boarder
✅ Zig Zag Road
✅ Thambi View Point
✅ Ganthang Valley
✅ Old Baba Mandir
✅ Kupup Lake (Elephant Lake)
✅ New Baba Mandir
✅ Changu Lake
✅ Banjhakri Waterfalls

🌆 **৩য় দিনঃ Zuluk to Gangtok** 🌆
এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ তাই সকাল সকাল উঠে নাস্তা খেয়ে তৈরি হয়ে নিন Gangtok যাত্রার জন্য। Zuluk থেকে Gangtok যাবার পথে বিখ্যাত Zig Zag Road সহ Old Baba Mandir ও আরও অনেকগুল স্থান পরিদর্শন করা হবে। এবং রাত্রি যাপন Gangtok Homestay.

🌄 **Day 4: Gangtok To NJP** 🌄
এই দিনটা আমাদের বিদায়ের দিন, সকাল বেলা নাস্তা সেরে Njp/Siliguri Jn /IXB এর উদ্দ্যেশে যাত্রা। যাত্রা পথে দর্শনীয় স্থান ভ্রমণ।
𝑭𝑶𝑶𝑫:
🍞 সকালের নাস্তা
পুরি সবজি / আলু পরোটা/ব্রেড টোস্ট ও ডিম/ নুডুলস
🥢 দুপুরের খাবার
ডিমের তরকারি / ভাত / ডাল / আলুভাজা / সবজি
☕ সন্ধ্যের নাস্তা
চা ও ভেজপকোড়া
🍜রাতের খাবার
ভাত/রুটি/ চিকেন/সবজি
💳 Booking Money: 40% (Non Refundable)
দেখুন এক অবিশ্বাস্য সিকিম, আমাদের সাথে, কথা দিচ্ছি এই ভ্রমণের স্মৃতি আপনাদের আজীবন স্মরণীয় হয়ে থাকবে। আপনি যদি এডভেঞ্চার প্রিয় হোন, তাহলে এই ভ্রমণ অবশ্যই আপনার জন্য।
প্যাকেজে যা থাকছে:
🚙 গাড়ি ভাড়া
🏠 হোটেল খরচ
🍝 খাওয়া খরচ
প্যাকেজে যা থাকছেনা:
🚳 এক্সট্রা ট্যুর (প্যাকেজের বাহিরে) খরচ
📜 পারমিশন খরচ
⛔ অন্যান্য আয়োজন যেমন: ক্যাম্প ফায়ার, BBQ খরচ।
🎟️ দর্শনীয় স্থান সমূহের এন্ট্রি ফি
🪨 রাস্তায় খাবার, জল
🟢 ১, ২ বা ৩ জনের গ্রুপ অন্য গ্রুপের সাথে শেয়ারে ভ্রমণ করলে খরচ প্যাকেজ রেটই প্রযোজ্য হবে। তবে সে ক্ষেত্রে ভ্রমণ তারিখ এজেন্সি থেকে সুবিধেমত ঠিক করা হবে।
🔴 প্যাকেজ রেট সর্বনিম্ন ৮ জনের গ্রুপের জন্য প্রযোজ্য। ৬ জনের গ্রুপ জন্য জনপ্রতি ১.৫ হাজার টাকা বেশী খরচ হবে। ৪ জনের গ্রুপের জন্য .৩ হাজার টাকা বেশী খরচ হবে।
📞 বিস্তারিত জানতে : 082828 09695
/ +911169296227
📞 Contact us today to book your adventure or inquire about customized options. Your East Sikkim adventure awaits!
📱Call: 8282809695 / 9163746574 / 9163961066
📨WhatsApp: 082828 09695
🌍Address: 139, Sahid Sarani, New Barrackpore, Kolkata - 700131.
🌐Website: https://tourkey.in
#রেশিখোলা, #রোলেপ, #রংপোখোলা, #লিংথাম, #আরিতার , #আগামলোক, #মানখিম #পাদামচেন , #জুলুক , #লুংথুং, #নাথাং

🚨 দার্জিলিং, কারসিয়ং রুটে কোনো সমস্যা নেই; অযথা বিবভ্রান্ত হবেন না।🚨 কালিমপং, কালিঝোরা, সিকিম রুটের অবস্থা ভালো নয়, এড়িয়...
05/10/2023

🚨 দার্জিলিং, কারসিয়ং রুটে কোনো সমস্যা নেই; অযথা বিবভ্রান্ত হবেন না।

🚨 কালিমপং, কালিঝোরা, সিকিম রুটের অবস্থা ভালো নয়, এড়িয়ে চলাই ভালো।

Please Pray for Sikkim 🙏
04/10/2023

Please Pray for Sikkim 🙏

জীবন থমকে যাবার আগে চলুন ঘুরে আসি East Sikkim থেকে 🥰।3N4D এর গ্রুপ শেয়ার প্যাকেজ মাত্র 6666/-NJP to NJP যাবতীয় খরচ আমাদে...
03/10/2023

জীবন থমকে যাবার আগে চলুন ঘুরে আসি East Sikkim থেকে 🥰।
3N4D এর গ্রুপ শেয়ার প্যাকেজ মাত্র 6666/-
NJP to NJP যাবতীয় খরচ আমাদের।
বুকিং: 082828 09695

✅ NJP Syndicate Charge
✅ Parking
✅ Silk Route Permit

4 বেলা খাওয়া, থাকা, ভ্রমণ এর সব আমরাই ব্যবস্থা করে দেবো।

সাথে থাকছে:

✅ Family Wise Room
✅ Silver Sumo / Bolero Car
✅ Semi Deluxe / Deluxe Room
✅ Sightseeing: Zigzag Road, Thambi view point, Old Baba Mandir, Elephant Lake And Many More.

আজই বুকিং দিন, এবং কনফার্ম করুন ১ রাতের ক্যাম্প-ফায়ার বিনামূল্যে।
বুকিং: 8282809695

Address

139, Sahid Sarani, New Barrackpore
Kolkata
700131

Alerts

Be the first to know and let us send you an email when TourKey Travels & HealthCare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TourKey Travels & HealthCare:

Videos

Share


Other Kolkata travel agencies

Show All