Izifiso Trails

Izifiso Trails Where the mind is without fear and the head is held high..! Join our Adventure trails.
(24)

আবার পাহাড়ের  ডাক ১১ই এপ্রিল থেকে ১৩ই এপ্রিল আবার বেরিয়ে পড়ছি সাইলেন্ট ভ্যালি ( ভারেং, সামেনদান, রাম্মাম।  ৩ রাত ৪ দিনের...
29/03/2024

আবার পাহাড়ের ডাক ১১ই এপ্রিল থেকে ১৩ই এপ্রিল আবার বেরিয়ে পড়ছি সাইলেন্ট ভ্যালি ( ভারেং, সামেনদান, রাম্মাম। ৩ রাত ৪ দিনের একটা ট্রেক, জংগলের পথ ধরে, পাইন বনের সারি দিয়ে হেটে যেতে নানা পাখির দেখা এই ব্যাপারটাই আলাদা। এবার আসি ট্রেকের কথায়, যারা ট্রেক শুরু করতে চাইছো তারা একবার পড়ো তোমাদের ভালো লাগবে। আমি একটা জিনিস বুঝেছি যে ট্রেক এ আমদের অনেক মানুষের সাথে পরিচয় হয়, অনেকে আসে সোলো, অনেকে দুজন বা তিন জনের গ্রুপ করে আসে। অনেকে ভাবে একা যাবো নতুন লোকেরা কেমন হবে তা নিয়ে ভয় পায় বা মনে করে বোর হবো না তো। ট্রাস্ট মি আমি ও ভাবতাম এটাই। বাট আলটিমেটলি যখন ট্রেক শেষ হয় সব ভয়, সব জড়তা কেটে যায়, আর সবাই যেন একটা পরিবার এর মত হয়ে যায়। একে অপরের খেয়াল রাখা, মজা করা, একসাথে ট্রেক করা, ছবি তোলা, রাতে তারা দেখা, রুম আলাদা থাকলেও একসাথেই আড্ডা। এন্ড আলটিমেটলি একটা সুন্দর বন্ডিং তৈরি হয়ে যাওয়া। "After all memories bring back memories ".. একটা ট্রেক মানে শুধু ট্রেকিং নয় থাকে অনেক ছোট ছোট গল্প ও। তাই যারা গল্প বানাতে চাও নিজের জন্য তারা জয়েন করে যাও আমাদের সাথে।

নেক্সট ট্রেল ডেট : 11th to 13th April.
Contact No 8447745964

Izifiso এর হাল্লা গাড়ি  কিন্তু  হাল্লা করতে নেমে পড়ছে মাঠে, আগামী  ৫ই মার্চ থেকে ১০ ই মার্চ  থাকছে পাটুলিতে। সন্ধ্যে ৬ ট...
05/03/2024

Izifiso এর হাল্লা গাড়ি কিন্তু হাল্লা করতে নেমে পড়ছে মাঠে, আগামী ৫ই মার্চ থেকে ১০ ই মার্চ থাকছে পাটুলিতে। সন্ধ্যে ৬ টা থেকে ৯ টা। আড্ডা হবে, গান হবে আর সাথে ফান তো হবেই। তাই যারা এদিক সেদিকে আছো সবাই চলে এসো যারা ট্রাভেল করতে ভালোবাসো জয়েন করো। ঘোরার গল্প, ক্যাম্পিং আর গ্রুপ ট্রিপের অনেক গল্প জানবে সাথে গান তো আছেই। আমি তো থাকছি তোমরা সবাই জয়েন করলে হাল্লা করার মজা আরও বেড়ে যাবে।
যাদের ইউটিউব চ্যানেল আছে ব্লগার যারা তোমরা সবাই এসো যারা ঘুরতে ভালোবাসি তারা সবাই একসাথে জয়েন করো যারা রাইড করো তারা জয়েন করো অনেক ইনফরমেশন পাবে তার সাথে গান আর আড্ডা। সবাই চলে আসো।

February এর শেষ উইকেন্ড এ একটা ছোট্ট পাহাড়ি গ্রাম santook সাথে কিছু অচেনা বন্ধু ক্যাম্প ফায়ার এ বসে গান আড্ডা আরো কতো ...
01/02/2024

February এর শেষ উইকেন্ড এ একটা ছোট্ট পাহাড়ি গ্রাম santook সাথে কিছু অচেনা বন্ধু ক্যাম্প ফায়ার এ বসে গান আড্ডা আরো কতো কি। ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারী যাওয়ার সময় আমাদের কেউ যদি জয়েন করতে চান জানাতে পারেন। ছোট্ট একটা হাইকিং ও আছে যেটা বেশ এক্সাইটিং আর ঝর্না, পাহাড়ের কোলে তাবুতে রাত কাটানো ভাবলেই রোমাঞ্চকর লাগছে না?? তাহলে যদি আমাদের মতো এরকম অ্যাডভেঞ্চারস জার্নি আমাদের সাথে করতে চাও তারা জয়েন করে ফেলতে পারো।
Pc : Devaki Didi 😍
Contact no 098365 05038

🔊Announcement🥁📢 Izifiso Inviting for a Camping Adda Venue: Decathlon, Shakespeare SaraniTime 4 PM to 7 PMDate 14.01.24Ca...
12/01/2024

🔊Announcement🥁📢
Izifiso Inviting for a Camping Adda

Venue: Decathlon, Shakespeare Sarani
Time 4 PM to 7 PM
Date 14.01.24

Camping adda, Games, Stories and a good opportunity to make new friends.
যারা যারা ফ্রি আছো তারা চলে আসো দেখা হবে আড্ডা হবে গল্প হবে অনেক নতুন জায়গার। তাই মিস করো না। রেজিস্টার করার জন্য ফর্ম টা ফিল আপ করে দিও।
Please join us https://chat.whatsapp.com/FB5DUPEXJeu4edevmO8cCH
Check the links below and register your spot.
https://play.decathlon.in/event-details/Camping-Adda-with-IZIFISO/d276ed46-ae16-11ee-a678-476c634e97cb

https://forms.gle/J68jQ756gjH6MSZdA

WhatsApp Group Invite

কুয়াশা ভেজা ভোর, খেজুরের রস, কাঠের জ্বালে মাছের ঝোল, মেঠো পথে দলছুট, অলস নদী, ক্যাম্পফায়ার, ঝিঝিপোকার ডাক, একঝাঁক বাদুড়ে...
04/01/2024

কুয়াশা ভেজা ভোর, খেজুরের রস, কাঠের জ্বালে মাছের ঝোল, মেঠো পথে দলছুট, অলস নদী, ক্যাম্পফায়ার, ঝিঝিপোকার ডাক, একঝাঁক বাদুড়ের ঘরে ফেরা, জোনাকির আলোর খেলা, নিঝুম রাতের অজানা আওয়াজ, গ্রাম বাংলার সরলতা, নীল সাহেবের কুঠিতে ভুতের গল্প, ক্যাম্প-ফায়ারের আড্ডা এগুলো ভীষণ প্রিয়৷ যারা আমাদের মতো বেরিয়ে পড়তে চাও এই উইকেন্ডে তারা জয়েন করে যাও। আমাদের ভালোভুতের দেশ মংগলগঞ্জ ট্রেইলে। আমাদের সিট কয়েকটি ই আছে। Contact no : 8447745964 098365 05038

নিউ ইয়ার সেলিব্রেশন টা হোক এবার একটু অন্যরকম। 😀 কনকনে  ঠান্ডায়, নদীর ধারে, চাঁদ -তারার সাথে , ক্যাম্পফায়ার - এ হাত সেঁকত...
15/12/2023

নিউ ইয়ার সেলিব্রেশন টা হোক এবার একটু অন্যরকম। 😀 কনকনে ঠান্ডায়, নদীর ধারে, চাঁদ -তারার সাথে , ক্যাম্পফায়ার - এ হাত সেঁকতে সেঁকতে পছন্দের গান শুনে , প্ৰিয় মানুষের সাথে নিরালায় মনের কথা বলে , একপাল অচেনা মানুষের সাথে গান - আড্ডা দিয়ে নতুন বছর টা কে স্বাগত জানাই চলো।
এক মিনিট! সাথে কিছু add-ons - ও আছে, Magic Island Exploration, Camping, tasty - tasty কাবাব 🤤, আর রাঁধুনির হাতের অসম্ভব সুস্বাদু রান্না!😍

৩১ শে ডিসেম্বর চেক-ইন
১ লা জানুয়ারি চেক- আউট
দোলাডাঙ্গা Exploration✨
খরচ - ৩৫০০/-

জলদি জানাও কারা জয়েন করছো!😃
Contact 098365 05038

কাকড়াঝোড় নামটা অনেকের কাছেই চেনা আবার অনেকের কাছেই অচেনা, অফিসের চাপে বোর হয়ে মাঝে মাঝে একটু এদিক ওদিক বেরিয়ে পড়তে  ইচ্ছ...
05/12/2023

কাকড়াঝোড় নামটা অনেকের কাছেই চেনা আবার অনেকের কাছেই অচেনা, অফিসের চাপে বোর হয়ে মাঝে মাঝে একটু এদিক ওদিক বেরিয়ে পড়তে ইচ্ছে করে, মনে হয় উইকেন্ডে যদি কোথাও বেরিয়ে পড়া যেতো মন্দ হতো না কিন্তু সমস্যা হয় যেটা তে তা হলো বন্ধূ বান্ধব রাজী হচ্ছে না একা গেলে খরচও বেশি তাই আমি যখনই প্ল্যান করি তোমাদেরকে একবার করে জানাই যদি কেউ জয়েন করতে চাও আমাদের সাথে আমাদের ট্রিপে তাহলে বেশ ভালোই লাগবে সে কথা দিতে পারি। এবারের উইকেন্ড ট্রিপ হলো ৯ ই ডিসেম্বর কাকড়াঝোড় এ শনিবার গিয়ে রবিবার ফিরে আসব পুরো কাকড়াঝোড় এক্সপ্লোর করবো, পাহাড়, জংগল, নদী সব মিলিয়ে মিশিয়ে প্রকৃতির মাঝে সময় কাটানো সন্ধ্যায় ক্যাম্পফায়ার আর বারবিকিউ এর আড্ডা মিস করাটা ঠিক হবে না। তাহলে আর কি যদি 9th December ফ্রি থাকো তাহলে চলো বেরিয়ে পড়া যাক।
Contact no 098365 05038 038/8447745964

07/11/2023

*Weekend Trip Alert*
আমারা শুক্রবার রাতের ট্রেন ধরে শনিবার সকালে হাতিপাথর পৌছে রবিবার সকালের ট্রেন ধরে আবার হাওড়া। কেউ কি জয়েন করতে চাও। খরচ: ২৫০০ জন প্রতি। বাকুড়া থেকে বাকুড়া।
Contact no 098365 05038

শীতকাল এর একটা  আমেজ বেশ চলেই এলো আর সাথে পুজো চলে যাওয়ার মন আছেই, তো কি করা যায়??  ভাবলে তো একটা  ভাবনা মাথায়  আসে ঘুরত...
26/10/2023

শীতকাল এর একটা আমেজ বেশ চলেই এলো আর সাথে পুজো চলে যাওয়ার মন আছেই, তো কি করা যায়?? ভাবলে তো একটা ভাবনা মাথায় আসে ঘুরতে যাবো। তো যেই ভাবনা সেই কাজ এবার নভেম্বর মাসের ১১ থেকে ১৪ নভেম্বর সান্দাকফু বেরিয়ে পড়বো, সময় হাতে কম, পুজোটা কলকাতা তেই কাটিয়েছি কিন্তু কালিপুজোতে পাহাড় যাওয়া চাই, ছুটি কম তাতে কি?? এই সময়ের মধ্যে ওই কাঞ্চনজঙ্ঘার চুড়াটা দেখে নেবো তার জন্যই ল্যান্ডরোভারে যাওয়া, যাদের হাতে সময় কম কিন্তু সান্দাকফু ঘোরার ইচ্ছা খুব, যারা হয়তো ট্রেক করতে সমস্যা হয় তারা এবারে কিন্তু জয়েন করে যেতে পারো আমাদের সাথে, একদিন থাকছি জংগলের মাঝে, একদিন আল যেখান থেকে মনে হয় এক আলাদাই ভিউ পাওয়া যায় যাকে আমরা বলি সর্গ, আর একদিন টুম্বলিং, তো কেউ জয়েন করতে চাইলে আমাদের সাথে জয়েন করে যেতে পারো।
Contact no 9836505038/8447745964
Booking link : https://www.izifiso.com/trail/sandakphu-on-landrover-himalayan-adventure

Yelbong trek 🤟কালিম্পং  এর একটা ছোট্ট  গ্রাম ইয়েলবং৷   জংগলের মাঝে  প্রজাপতিদের ভিড় আর নদীর  ক্যানিওন বরাবর ট্রেক।  হ্যা...
11/10/2023

Yelbong trek 🤟
কালিম্পং এর একটা ছোট্ট গ্রাম ইয়েলবং৷ জংগলের মাঝে প্রজাপতিদের ভিড় আর নদীর ক্যানিওন বরাবর ট্রেক। হ্যাঁ কেভ ও আছে। একটা থ্রিলিং ট্রেক যেটা না করলে একটা ভীষণ রকম অ্যাডভেঞ্চার মিস হতো। ট্রেক করে এলাম ইয়েলবং অসাধারণ এক্সপেরিয়েন্স থ্রিলিং অ্যাডভেঞ্চার কখনো জংগলের মাঝ দিয়ে, কখনো রিভার বেডের উপর দিয়ে, অসাধারন লাগবে এই অ্যাডভেঞ্চার মিস করা মানে বিশাল কিছু মিস করা। আগামী ২৫শে অক্টোবর থেকে ২৭শে অক্টোবর আমরা আবার প্ল্যান করছি ইয়েলবং এর। যদি কেউ অ্যাডভেঞ্চারস জার্নিতে জয়েন করতে চাও তাহলে জানাও।
contact no 8447745964

Izifiso Trails Into the woods : Turturi- Jayanti- Jaldapara Mountain calling : Delo kolakham daragaon Trail to Tabakoshi...
04/10/2023

Izifiso Trails
Into the woods : Turturi- Jayanti- Jaldapara
Mountain calling : Delo kolakham daragaon
Trail to Tabakoshi & Ghoom
Lost valley trek : Bhareng Gorkhey Rammam
Yelbong River canyon trek
We are the team of story tellers. We create stories & memories. 🤟
Wanna join our next trail?? Contact 8447745964

Journey starts!!  Let me go passing by 🌸A trip to Kolakham 16th sept - 18th sept Wanna join our next trail??
16/09/2023

Journey starts!!
Let me go passing by 🌸
A trip to Kolakham
16th sept - 18th sept
Wanna join our next trail??

🌄 **Escape to the Enchanting East** 🏞️Join us on a mesmerizing journey from October 21st to October 24th and explore the...
29/08/2023

🌄 **Escape to the Enchanting East** 🏞️

Join us on a mesmerizing journey from October 21st to October 24th and explore the breathtaking landscapes of Sikkim! 🚌

**Day 1 - Lamapokhri**: Immerse yourself in the beauty of Lamapokhri, a serene destination that will captivate your senses with its tranquil lake and picturesque surroundings. After a comfortable pickup from NJP, our all-inclusive package ensures you can focus solely on enjoying the experience.

**Day 2 - Nathang Valley**: The adventure continues as we take you to Nathang Valley, a hidden gem nestled amidst the towering mountains. Marvel at the panoramic vistas, breathe in the crisp mountain air, and relish the local flavors as your stay, food, and transportation are all taken care of.

**Day 3 - Sillery Gaon**: Our journey leads us to Sillery Gaon, a quaint village that offers a glimpse into the local way of life. As you explore this charming destination, you'll be enchanted by its simplicity and natural beauty.

🍽️ **Stay & Food**: Throughout the trip, enjoy comfortable stays at carefully selected accommodations that allow you to unwind in tranquility. Indulge in delicious meals featuring regional delicacies, adding a delightful local touch to your experience.

👀 **Sightseeing**: From the shimmering lakes to the awe-inspiring valleys, every destination on this itinerary has been chosen to provide you with the most memorable sights. Our well-planned schedule ensures you won't miss any of the must-see spots.

🚘 **Transportation**: Forget the hassle of arranging transportation – we've got you covered from start to finish. Sit back, relax, and let our expert drivers navigate the winding roads, ensuring your safety and comfort throughout the journey.

📞 **Contact**: For bookings and inquiries, reach out to us at 9836505038. Our friendly staff will be more than happy to assist you.

💰 **Cost**: All of this, including pick-up and drop-off at NJP, comes at an unbelievable cost of just 7200. It's an opportunity you wouldn't want to miss!

Don't let this adventure slip away. Book your spot now and get ready to create lasting memories in the lap of nature. Embrace the beauty of Sikkim like never before! 🏔️🌼
Contact 098365 05038 / 8447745964

Take a hike to the *Lost Valley* 🌼Date: 9th dec,23 to 12dec, 23.Cost: 7000/-*Trek itinerary* ~Day 1 (09.12.2023) : NJP t...
25/08/2023

Take a hike to the *Lost Valley* 🌼
Date: 9th dec,23 to 12dec, 23.
Cost: 7000/-
*Trek itinerary* ~

Day 1 (09.12.2023) : NJP to Bhareng (129 kms, a 6 hours drive)
After reaching NJP, our car will take you to Bhareng, a remote village in West Sikkim, mostly known for its beautiful views of sunrise and sunset. Today we will stay here.

Day 2 (10.12.2023) : Bhareng to Samanden (7 kms, 3-4 hrs)

After having breakfast at Bhareng, we will hike through the mesmerizing forests of Singalila National Park. It will take around 3 hours to reach Gorkhey, a picturesque village with no motorable roads and is accessible only by foot. Here we will have lunch. Relax and enjoy the beauty of Gorkhey khola. Don't forget to take a bath in the chilling cold water of Gorkhey river. After that we will again hike for 2 kms to reach Samanden, the most scenic hamlet in this region.

Nestled between lush green pine forests, Samanden is a truly every 'trekkers paradise'. Getting lost in the silence of this 'Silent valley' (also popular as 'lost valley') will be one of the best thing that can ever happen to you.

We will spend the night in Paradise homestay.

Day 3 (11.12.2023) : Samanden to Rammam (7 km, 3-4 hrs trek)

After breakfast, gear up yourselves for walking downhills. Today's trail will offer you breathtaking views of hilly landscapes. Rammam is also famous for its hydal project.
As it is our last destination, so we will arrange a small campfire to celebrate our journey.

Day 4 (12.12.2023) : Rammam to NJP via Sirikhola (7 hours in car)

After breakfast our car will take you to Srikhola, located on the foothills of Singalila National Park. Here we will halt for 30 minutes to explore the beauty of srikhola bridge and river. After that our car will take you back to NJP.

With a good note, here we will end our journey.

Package covers all the expenses from NJP to NJP, including car fare, guide charges, food and lodging for 3 days, entry fees etc.

It excludes any kind of food costs during car transportation, porter charges(if required), train fare and other personal expenses.
Cost : 7000/-
Conatact : 9836505038

যখনই  কোনো  ট্রিপ কাছাকাছি আসতে থাকে বা প্ল্যানিং  করতে থাকি,  কেন জানি না দু চোখ বুজলেই সেগুলোর ই স্বপ্ন দেখতে থাকি। এই...
19/08/2023

যখনই কোনো ট্রিপ কাছাকাছি আসতে থাকে বা প্ল্যানিং করতে থাকি, কেন জানি না দু চোখ বুজলেই সেগুলোর ই স্বপ্ন দেখতে থাকি। এই যেমন কিছুদিন আগে ডাওহিল ট্রিপের প্ল্যানে বেশ ভুতের কিছু স্বপ্ন দেখলাম, এখন আবার Yelbong Trek. ইয়েলবং এর ছবি এবং ভিডিও দেখার পর থেকেই মনে হয়েছিল এই ট্রেকটা করতেই হবে, এত অ্যাডভেঞ্চারাস একটা রিভার ট্রেক এটা না করলে মিস। ব্যাস তক্কে তক্কেই ছিলাম, আর এদিক ওদিক ঘুরতে ঘুরতে বেশ কিছু একধরনের বন্ধুসুলভ আমার মতোই মানুষজন একজায়গায় জড় হয়েছি যাদের কাছে ঘুরতে যাওয়া মানে অ্যাডভেঞ্চার, অ্যাকটিভিটিস আর ফান। আর আমি জানি আমার মতো আরো অনেকে আছে যারা একা ঘুরতে যাবো কিনা ভাবতে ভাবতেই যাওয়া আর হয়ে ওঠে না। কিন্তু না!! অনেক হলো প্ল্যানিং এবার ইয়েলবং ট্রেকের প্ল্যানিং রেডি। ডেট ও ঠিক করে ফেলেছি। 24th অক্টোবর থেকে 27th অক্টোবর। তোমারা যারা অ্যাডভেঞ্চার করতে চাও জয়েন করতে পারো আমাদের ট্রিপে কথা দিলাম সেরা লাগবে, আর অনেক নতুন বন্ধুও পাবে।

Details এর জন্য Whats app kro 9836505038

আমরা প্রত্যেকবার ঘুরতে যাই,  একা যাই বা দুজন যাই কিন্তু  নিয়ে আসি সাথে করে অনেক বন্ধু অনেক স্মৃতি।  আর পাহাড়  কথা টা শুন...
18/08/2023

আমরা প্রত্যেকবার ঘুরতে যাই, একা যাই বা দুজন যাই কিন্তু নিয়ে আসি সাথে করে অনেক বন্ধু অনেক স্মৃতি। আর পাহাড় কথা টা শুনলেই আমরা আর বসে থাকতে পারি না। মনটা ছটপট করে যে কবে এক ছুটে বেরিয়ে পড়বো। ঘোরা পাগল মানুষগুলো বোধহয় এমনই হয়, হাজার কাজের মাঝে কিছুটা সময় বার করে নিয়ে বেরিয়ে পড়ে। এবারে যাবো ডেলো, কোলাখাম আর ডারাগাও। কাঞ্চনজঙ্ঘার এই সময়ের অপুর্ব নৈসর্গিক দৃশ্য কিছুতেই মিস করা যাবে না আর সাথে নিচ্ছি ঝোলা যাতে থেকে যাবে অনেক স্মৃতি, অনেক ইন্সপিরেশন অনেক ভালোবাসা। তাই আমার মতো মানুষগুলো একজায়গায় জড় হয়ে চলো এবার আলাদা রকম অ্যাডভেঞ্চার করি।
প্যারাগ্লাইডিং, ছানগে ফলস ঝাপ দেওয়া, সাইটসিন করতে সকাল বেলায় একসাথে বেরিয়ে পড়া। গাড়িতে একসাথে গান বাজনা, নাচানাচি, সন্ধ্যে বেলায় গরম পকোড়া বা মোমো এর সাথে এক বৈঠকখানার আড্ডা আমার কাছে ইমোশন এগুলো। এগুলোই হয়তো সবথেকে বেশি পাওয়া। আর পাহাড়ে এমন ভালোবাসা পাওয়া সাথে এমন দৃশ্য আর কিছু চাওয়ার থাকে বলে মনে হয় না। তাই চলোওঅঅঅঅঅঅ সবাই মিলে একসাথে আবার হুল্লোড় করতে বেরিয়ে পড়ি।
Contact : 9836505038

Silent Valley Trek  🚶‍♀️🌳Date: 30th Sept - 3rd Oct Cost: 6700 INR 📅 Day 1: Bhareng 🌄 Get ready for an exciting start as ...
02/08/2023

Silent Valley Trek 🚶‍♀️🌳

Date: 30th Sept - 3rd Oct Cost: 6700 INR

📅 Day 1: Bhareng 🌄 Get ready for an exciting start as we begin our trek to Bhareng! Experience the thrill of hiking amidst the lush greenery and captivating landscapes. 🍃🏞️ Let nature's beauty surround you and recharge your soul!

📅 Day 2: Gorkhey 🌿 On the second day, we'll explore the charming village of Gorkhey. Be mesmerized by the picturesque views and connect with the warm-hearted locals. 🏕️👨‍👩‍👧 Immerse yourself in the tranquility of Gorkhey and feel one with nature.

📅 Day 3: Rammam 🌅 As we continue our journey, Rammam awaits with its enchanting beauty. The serene atmosphere and stunning landscapes will leave you in awe. 🌅🏔️ Capture the moments and create memories that will stay with you forever.

🚂 Starting Point: NJP (New Jalpaiguri) 🚂 🏞️ Ending Point: Nip 🏞️

🍲 Your stay and food are included throughout the trek, so all you have to do is focus on enjoying the experience to the fullest! 🍲🏕️

Limited slots available, so don't miss this opportunity to explore the hidden gems of Silent Valley. 🎒🌄 Book now and let the adventure begin! 🥾✨ 🌲🌤️🥾
Contact : 8447745964/ 098365 05038

হাতিপাথর ট্রেইল। ওই যে বলেছিলাম আগেও একা তুমি যাবে ঘুরতে  তারপর যে কতো বন্ধু  হয়ে যাবে তার শেষ  নেই,  একই ভাবনা চিন্তার ...
02/08/2023

হাতিপাথর ট্রেইল।
ওই যে বলেছিলাম আগেও একা তুমি যাবে ঘুরতে তারপর যে কতো বন্ধু হয়ে যাবে তার শেষ নেই, একই ভাবনা চিন্তার মানুষ, যারা রাত জেগে পাথরের ওপর বসে চাঁদ দেখে আর গান বাজনা করে কাটিয়ে দেয়৷ টানা তিন রাত জেগে কাটিয়ে দিতে পারে যাতে একটা মোমেন্টও মিস না হয়। জলের মধ্যে ধুপ ধাপ পরলেও ব্যাথা যে কি তা মনে থাকে না কারন আনন্দ করার একটা মোমেন্ট ও মিস করা যাবে না, যারা জলে নামবে না ভেবে দূরে বসে থাকে তারাও সবাইকে দেখে আর অপেক্ষা না করতে পেরে জলে ঝাপিয়ে পড়ে আর তারপরই শুরু হয় গান। যে মেয়েটি পাথরের উপর এক পা তুলতেই ভয় পেতো সেও আরো দুজনের হাত ধরে ভরসা করে এগিয়ে আসে। আসলে আমরা সবাই মজা করতে ভালোবাসি কিন্তু ভয়ে হোক বা আরো কোনো কারনে হোক আমরা ভরসা পাই না। তাই এমন কিছু জায়গা থাকা উচিত যেখানে আমরা আমাদের মনের ইচ্ছাগুলো উজাড় করতে পারি।
তাই হয়তো Izifiso Trails . এরকম স্মৃতি তৈরি করাটা ওই বলে না যা সিমরাম জিলে আপনি জিন্দেগী এরকমই দুটো দিন আমার কাছে Magic island trail. আর মানুষগুলো অনেক কাছের হয়ে যায়, মাঝে মাঝে ভাবি কি ভাবে হয় এমন?

যারা আমাদের মতোই, যদি আমাদের সাথে নেক্সট ট্রেইল এ জয়েন করাতে চাও তাহলে আমাদের Contact করো 8447745964/9836505038

Next Trail 12th Aug - 13th Aug Taki
30 sept - 3rd Oct - Into the woods ( Doors)
28th Sept - 1st Oct - Adventure awaits ( kalimpong)
30 Sept- 3rd Oct - Silent valley trek.

পড়ের উইকএন্ড এ কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না!!?আমার কাছে একটা প্ল্যান আছে, ইছামতি নদীর পাড়ে একদিন সবাই মিলে মজা করতে মন...
01/08/2023

পড়ের উইকএন্ড এ কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না!!?
আমার কাছে একটা প্ল্যান আছে,
ইছামতি নদীর পাড়ে একদিন সবাই মিলে মজা করতে মন্দ লাগবে না কিন্তু।
গোলপাতার জঙ্গল, জোড়া শিব মন্দির, ইছামতি তে বোট রাইড সবই থাকছে আর সবাই মিলে জমিয়ে আড্ডা। দুটো দিন মন্দ কাটবে না টাকি তে।
১২ই আগস্ট ভোর ভোর বেরোনো আর ১৩ই আগস্ট বিকেল এ ফেরা।
বিশদ জানতে 8447745964 / 098365 05038 এই নম্বর এ ফোন বা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ।

     প্রকৃতির রঙ গুলোকে কাছ থেকে অনুভব করতে, শরতের দার্জিলিং Day 1 একপাশে চা বাগানের সবতেজতা অন্য পাশে বয়ে চলা খরস্রোতা...
19/07/2023





প্রকৃতির রঙ গুলোকে কাছ থেকে অনুভব করতে, শরতের দার্জিলিং

Day 1 একপাশে চা বাগানের সবতেজতা অন্য পাশে বয়ে চলা খরস্রোতা নদীর মাঝে ছোট্ট একটা গ্রাম Tabakosi, রংবং নদীর বয়ে আনা সারি সারি বোল্ডার এর ওপর বসে পাহাড়, চা বাগান, মেঘেদের সারি, সুদূর নীল আকাশ দেখতে দেখতে হারিয়ে যাব

Day 2 উচ্চতম রেলস্টেশন Ghoom থেকে একটু দূরে সবুজ ঘেরা ভ্যালির মাঝে homestay তে থাকা, সন্ধ্যে নামলে ছাদ থেকে ঠান্ডা হাওয়া আর নিস্তবদ্ধতা মিলে, দূরে ওই ছোট ছোট আলোয় ঘেরা শহর রাতের দার্জিলিং, ঘুম ভাঙে শিশির ভেজা কুয়াশা মাখা কাঁচের জানলার আলোয়, জানালা সরালে বারান্দা থেকে এক কাপ চা সঙ্গে সবুজের হাতছানি দেওয়া পাহাড়ি উপত্যকা

Day 3 আঁকাবাঁকা পথ ধরে পৌঁছে যাব সকলের প্রিয় দার্জিলিং, দূরে ঐ দেখা যায় সাদা বরফে মোরা ঘুমন্ত বুদ্ধ, সুনীল আকাশ, সারি সারি মেঘ সূর্যের ঝিকিমিকি সঙ্গে চা আর মোমো

আমি আবারও যাচ্ছি, পাহাড়ের ডাকে, কেউ যেতে চাইলে আমার সাথে যেতে পারো, single/ mingle/ junior /senior , everyone is welcomed..

📞8447745964/ 098365 05038

1st oct check in
3rd oct check out

একটা পাহাড়ি জঙ্গলের ভিতর দিয়ে ট্রেক, চারিদিকে অদ্ভুত নৈঃশব্দ,দিগন্ত বিস্তৃত নক্ষত্রখচিত আকাশের নীচে ক্যাম্পফায়ারের পাশে ...
18/07/2023

একটা পাহাড়ি জঙ্গলের ভিতর দিয়ে ট্রেক, চারিদিকে অদ্ভুত নৈঃশব্দ,দিগন্ত বিস্তৃত নক্ষত্রখচিত আকাশের নীচে ক্যাম্পফায়ারের পাশে বসে আড্ডা।
তুমিও এরম কিছু এক্সপেরিয়েন্স করতে চাও!?
তাহলে দেরি না করে আমাদের সাথে জয়েন করে ফেলো।
৭ জন এর মতো জায়গা খালি আছে আর।
30th September to 2nd October
8447745964/ 9836505038

Trail Alert🤩30 sept to 3rd October, 23.Delo- Kolakham - Daragaon Cost- 7200Turturi - Jayanti - Jaldapara Cost- 820030 se...
14/07/2023

Trail Alert🤩

30 sept to 3rd October, 23.

Delo- Kolakham - Daragaon
Cost- 7200
Turturi - Jayanti - Jaldapara
Cost- 8200

30 sept to 2nd October,23.
Yelbong River canyon trek.
Cost - 4000

1st Oct - 3rd October, 23.
Tabakoshi - Ghoom
Cost : 5300

Contact : 098365 05038

Join us. Don't miss the madness on you. Call and Book your seat now!

Trail Alert🦣 Into The Woods 🦏🌳🐢 Discover the Serene Trail to Turturi Jayanti in Jaldapara! 🌿🦌📅 Date: 30th September to 3...
13/07/2023

Trail Alert🦣
Into The Woods 🦏

🌳🐢 Discover the Serene Trail to Turturi Jayanti in Jaldapara! 🌿🦌

📅 Date: 30th September to 3rd October

Are you ready for an unforgettable journey into the lap of nature? Join us on an enchanting trail to Turturi Jayanti in Jaldapara, where breathtaking landscapes and exotic wildlife await! 🌄🐾

🐢 Turturi:
Located in the heart of the Jaldapara Wildlife Sanctuary, Turturi is a picturesque village blessed with stunning vistas. Immerse yourself in the tranquil surroundings and soak up the peaceful vibes of this hidden gem. 🏞️💚

🌿 Jayanti:
Prepare to be captivated by the mesmerizing beauty of Jayanti, a small village nestled amidst lush forests and rolling hills. The Jayanti River gracefully flows through the village, adding to its ethereal charm. Explore the fascinating ruins of the Buxa Fort and take a dip in the crystal-clear waters to refresh your soul. 🏰🌊

🦌 Jaldapara:
Welcome to the haven of wildlife lovers! Jaldapara National Park is home to numerous rare and endangered species, including the majestic Indian one-horned rhinoceros. Embark on an exhilarating jeep safari through the dense jungles and catch glimpses of elephants, leopards, and an array of vibrant bird species. 🚙🐅🦜

🗺️ Activities:
During this trail, you'll have the opportunity to explore the enchanting landscapes of Turturi and Jayanti, while also venturing into the wild wonders of Jaldapara National Park. Enjoy thrilling jeep safaris, witness the incredible biodiversity, and indulge in sightseeing that will leave you in awe of Mother Nature's creations. 🌳📸

🏨 Stay, Food & Transportation:
Rest assured, we have taken care of your comfort. Comfortable accommodation and delicious meals will be provided throughout the trail. Transportation to all the destinations will be arranged, ensuring a hassle-free and enjoyable experience. 🏡🍽️🚗

💰 Cost: ₹8200 per person

For any inquiries or to reserve your spot on this extraordinary trail, please contact us at 📞9836505038📞. Limited seats are available, so don't miss out on this incredible adventure!

🌟 Join us on this enchanting journey into nature's paradise and create unforgettable memories amidst the beauty of Turturi Jayanti in Jaldapara! 🌿🌍✨



(Date: 30th Sept - 3rd Oct | Contact No: 9836505038)

Send a message

Trail Alert 🏕️Date 12th Aug to 15th Aug Monsoon Trail in Darjeeling Dowhill Takdah Darjeeling Monsoon Trail in Kalimpong...
12/07/2023

Trail Alert 🏕️
Date 12th Aug to 15th Aug

Monsoon Trail in Darjeeling
Dowhill Takdah Darjeeling

Monsoon Trail in Kalimpong
Kolakham kaffergaon

Join Our Trails and make friends who have same vibes 🤟🏕️
Contact no 098365 05038

Join our gang. Create lifelong happy memories for free.
29/06/2023

Join our gang.
Create lifelong happy memories for free.

Check out our upcoming trail list upto September 2023. Block your seat now.. Hurry !!!!!!!Contact no : 9836505038/844774...
28/06/2023

Check out our upcoming trail list upto September 2023.
Block your seat now.. Hurry !!!!!!!
Contact no : 9836505038/8447745964

🌟 Unleash the explorer within you and discover the wonders of Yelbong Canyon! 🌟📅 Trek Dates: 30th September to 2nd Octob...
28/06/2023

🌟 Unleash the explorer within you and discover the wonders of Yelbong Canyon! 🌟
📅 Trek Dates: 30th September to 2nd October
💰 Only ₹4000 per head from New Mal Junction to New Mal Junction
Embark on an unforgettable adventure through the breathtaking Yelbong Canyon, where nature's wonders await at every turn.
Join us for an exhilarating journey that will leave you awe-inspired and rejuvenated.
📜 Trail Details:
Duration: 3 days, 2 nights
Difficulty Level: Moderate
Elevation: Varies from 500m to 1000m
Distance: Approximately 7-8 km round trip
Accommodation: Tented camps and rooms with basic amenities
Meals: Delicious and nutritious meals provided
Transportation: From New Mal Junction to New Mal Junction
🌿 Why Should You Join?
1️⃣ Spectacular Scenery: Immerse yourself in the picturesque beauty of Yelbong Canyon, with its towering cliffs, lush greenery, and cascading waterfalls. Witness nature's artistry in its purest form.
2️⃣ Thrilling Experience: Challenge yourself with this trek, as you navigate through rocky terrains, cross gushing streams, and conquer exhilarating heights. Feel the rush of adrenaline as you overcome obstacles and emerge victorious.
3️⃣ Tranquility and Solitude: Escape the hustle and bustle of city life and find solace in the serenity of the canyon. Reconnect with yourself and experience a sense of inner peace amidst nature's embrace.
4️⃣ Bonding with Nature: Immerse yourself in the diverse flora and fauna of the region. Witness rare species of plants and animals in their natural habitat, as our experienced guides provide fascinating insights along the way.
👥 Who Should Join?
The Yelbong Canyon Trek is perfect for adventurers of all levels who seek an extraordinary experience. Whether you're a seasoned trekker or a beginner with a thirst for exploration, this trek offers something for everyone. Join us with friends, family, or even solo – it's an opportunity to forge unforgettable memories and make lifelong connections.

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Izifiso Trails posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Services in Kolkata

Show All