Diya Tour & Travels

Diya Tour & Travels All India and International Travel

30/06/2023

*অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আপনাদের সবার আশির্বাদ, ভালোবাসা এবং সহযোগিতায় আমরা অক্টোবর মাসের প্যাকেজ ট্যুরের বুকিং সুসম্পন্ন করতে পারলাম। একমাত্র সুন্দরবন ( জুলাই & আগস্ট মাসে) ট্যুর এবং দার্জিলিং ট্যুর এর ২টো সিট ছাড়া সব ট্যুরের বুকিং ফুল হয়ে গেছে। এখন থেকে সুন্দরবন ট্যুর এর সঙ্গে নভেম্বর পরবর্তী মাসের বুকিং নেবো আমরা।*🙏

19/06/2023

*হোমস্টে মানে সাধারণ রুম যা বাড়ির মত। একটা হোমস্টে তে 4-5 টা রুম হয়। তাই যে ট্যুরে 7-8 টা রুম এর প্রয়োজন হয় সেখানে স্বাভাবিক ভাবেই একটা হোমস্টে তে সবার হয় না। তখন আশপাশের হোমস্টে নিতে হয়। সেটা পাশেরটা হতে পারে কিংবা একটু দূরে। দুটো হোমস্টের কোয়ালিটির পার্থক্য থাকতে পারে। গ্রুপ ট্যুর এ গেলে কারুর একটু ভালো হোমস্টে পড়বে, কারুর একটু খারাপ। এটা মেনে নিতে হবে। সবাই কে সমান মানের রুম দেওয়া সম্ভব নয়। যারা আমাদের সিল্ক রুট , চারখল , সিটং, ঋষপ, তিনচুলে বুকিং করছেন তারা এটা মাথায় রাখবেন। এটা একমাত্র গ্রুপ ট্যুর এর ক্ষেত্রে বলছি হোমস্টের ক্ষেত্রে।*🙏

সিল্ক রুট ট্যুরের আজকে শেষ দিন তার কিছু ছবি আপনাদের জন্য👆কাল থেকে আবার শুরু হচ্ছে সিল্ক রুট এবং গ্যাংটক ট্যুর।🙏🙏
03/06/2023

সিল্ক রুট ট্যুরের আজকে শেষ দিন তার কিছু ছবি আপনাদের জন্য👆
কাল থেকে আবার শুরু হচ্ছে সিল্ক রুট এবং গ্যাংটক ট্যুর।🙏🙏

সিল্ক রুট ট্যুরের দ্বিতীয় দিনে আজ আমরা চলেছি সিলারি গাঁও এর উদ্দেশ্যে।
29/05/2023

সিল্ক রুট ট্যুরের দ্বিতীয় দিনে আজ আমরা চলেছি সিলারি গাঁও এর উদ্দেশ্যে।

আজ শুরু হচ্ছে 15জন অতিথিদের নিয়ে সিল্ক রুট ট্যুর।🙏
28/05/2023

আজ শুরু হচ্ছে 15জন অতিথিদের নিয়ে সিল্ক রুট ট্যুর।🙏

Booking on Going for more information Call - 079809 87806
27/05/2023

Booking on Going for more information Call - 079809 87806

A N D A M ANচলুন যাই, এবার না হয় হোক স্বপ্নের উজানে গা ভাসানো। সাদা বালু , মন মোহিনী নীল সমুদ্র আর সাথে স্বপ্নের উড়ান।...
19/05/2023

A N D A M AN

চলুন যাই, এবার না হয় হোক স্বপ্নের উজানে গা ভাসানো। সাদা বালু , মন মোহিনী নীল সমুদ্র আর সাথে স্বপ্নের উড়ান।✈️
🛩️ #ফ্লাইট_টিকিট সহ #আন্দামান⛱️
বালুকাময় সমুদ্রতট, মায়াবী নীল জলরাশি, ঔপনিবেশিক অতীত, সারি সারি নারকেল গাছ আর সমুদ্রের মাঝে মাঝে ছোট ছোট দ্বীপ আর তার মাঝে আমরা কাটবো 6রাত্রি 7দিন।🌴🏖️
পরিচয় ঘটবে,ভারতের পূর্ব উপকূল থেকে প্রায় ১৩০০ কিলোমিটার দূরে অবস্থিত এই একটুকরো স্বর্গরাজ্য এর সাথে।
এই কেন্দ্রশাসিত অঞ্চলটি মোট 572 টি দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে কেবল 37 টি জনবসতি রয়েছে এবং এর কয়েকটি পর্যটকদের জন্য উন্মুক্ত।⛱️

এরসাথে আবিষ্কার করুন সমুদ্রের নিচে এক নতুন দিগন্ত। আন্ডার ওয়াটার স্কুবা ডাইভিং করে জলের নিচের এক অপার সৌন্দর্য উপভোগ করুন। দেখে নিন জলের নিচে বিখ্যাত প্রবালের সাম্রাজ্য। এছাড়াও যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন তাহলে তালিকায় যুক্ত করতে পারেন সি ওয়াক বা স্নোরকেলিংয়ের মতো ক্রিয়াকলাপ যা আপনাকে একদম নতুন অভিজ্ঞতা দেবে। সেই সঙ্গে বারাতাং দ্বীপের ম্যানগ্রোভ অরন্য ঘুরে আসুন যা আবার প্রাচীন জারোয়া জনজাতির জন্য বিখ্যাত।🗿

6রাত 7দিন কাটাবো #আন্দামানে। রাত্রিযাপন করবো পোর্ট ব্লেয়ার , হাভলক আর নেইল আইল্যান্ডে। সাথে ঘুরে নেবো সেলুলার জেল, রাধানগর বীচ, রস আইল্যান্ড, নর্থ বে আইল্যান্ড সহ আরও অনেক জায়গা।ঘোরার জন্য সাথে থাকবে প্রাইভেট ক্রুস ও গাড়ি। খরচ যতটা পেরেছি মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রেখেছি।থাকা – খাওয়া , ঘোরার জন্য গাড়ি সব বাবস্থা করা আছে সর্বোপরি ফ্লাইট টিকিট সহ এই ট্যুর।
#

📌*প্যাকেজের_খরচ: 32000/- টাকা, প্রতিজন। (কলকাতা থেকে কলকাতা )🏝️

🏵️ 4 রাত্রি যাপন পোর্ট ব্লেয়ার।
🏵️ 1 রাত্রি যাপন হ্যাভলক দ্বীপ।
🏵️ 1 রাত্রি যাপন নেইল আইল্যান্ড।
🚤 প্রাইভেট ক্রুস।

🌼শুভযাত্রা – 30th September2023.
✴️ ✈️ অগ্রীম :- 12000/- টাকা জনপ্রতি।

✅️ #আমরা যা দেবো প্যাকেজের মধ্যে –

🔷 #ফ্লাইট টিকিট
🔸পরিবার অনুযায়ী রুম ( #এসি)।
🔸ব্রেকফাস্ট – লাঞ্চ – ডিনার।(প্রথম দিন ব্রেকফাস্ট থেকে শেষ দিন ব্রেকফাস্ট).
🔸এয়ারপোর্ট থেকে পিক- ড্রপ এবং সাইটসিনের জন্য এসি গাড়ি।
🔸সমস্ত ট্যাক্স এবং পারমিট চার্জ।
🔸এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাতায়াতের জন্য প্রাইভেট ক্রুস চার্জ।
🔸 সেকুলার জেলে লাইট & সাউন্ড এর টিকিট।
🔶 এন্ট্রি ফ্রী।

❌️ #আমরা যা দেবো না প্যাকেজের মধ্যে –

🔹ক্যামেরা চার্জ এবং গাইড চার্জ।
🔹মিনেরাল ওয়াটার বোতল।
🔹কোন ওয়াটার স্পোর্টস চার্জ বা যে কোন ব্যাক্তিগত খরচ।
🔹অতিরিক্ত সাইটসিন।

🎈🪅বুকিং শুরু হয়ে গেছে এবং আরো বিষদ জানতে যোগাযোগ করুন।
❤️বুকিং এর জন্য যোগাযোগ করুন।
💥বুকিং নেওয়া হচ্ছে।💥
𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐮𝐬 :-
Diya Tour & Travels
Thakurpukur, Kolkata -711401
079809 87806

✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
Our other service:-
🔹𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹𝐎𝐟𝐟𝐛𝐞𝐚𝐭 𝐓𝐨𝐮𝐫🔹𝐂𝐮𝐬𝐭𝐨𝐦𝐢𝐳 𝐓𝐨𝐮𝐫. 🙏🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️

A R U N A C H A L "নীল দিগন্তে..ওই ফুলের আগুন লাগলোলাগলো..।বসন্তে ওই সৌরভের শিখা জাগলো.."🌄 চলুন ভারতের নর্থ ইস্ট  #অরুনা...
19/05/2023

A R U N A C H A L

"নীল দিগন্তে..
ওই ফুলের আগুন লাগলো
লাগলো..।
বসন্তে ওই সৌরভের শিখা জাগলো.."

🌄 চলুন ভারতের নর্থ ইস্ট #অরুনাচল সফরে সাথে মা #কামাখ্যা দর্শন 🛕
অরুণাচল - এক সূর্যদয়ের দেশ, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের পীঠস্থান অরুণাচল প্রদেশ । ভারতের উত্তর - পূর্বাঞ্চলের একটি রাজ্য, সৌন্দর্য্যের ডালি নিয়ে আপনার অপেক্ষায়।
#শুভপঞ্চমীর পূণ্য তিথিতে আমরা রওনা দেব। ফিরবো #কোজাগরী #লক্ষী পূজার ভোরে। হাওড়া থেকে হাওড়া, 9রাত্রি 10দিনের এই মনোরম যাত্রাপথে একে একে দেখে নেব #ভালুকপং, #দিরাং , #তাওয়াং , #বমডিলা এবং #কামাখ্যা সহ #গৌহাটি।
চাক্ষুষ করবেন এক অপার্থিব নৈসর্গিক #নর্থ_ইস্ট ।

♦️ ভ্রমন সূচি ♦️

🚉🚂 19/10/23... হাওড়া থেকে বিকেল ৩:৫৫ এর সরাইঘাট এক্সপ্রেস ধরে রওনা দেব।

🚐 20/10/23... গৌহাটি থেকে ভালুকপঙ। যেতে যেতে সাইটসিইং। রাত্রি বাস ভালুকপঙে।

🚐 21/10/23... জলখাবার খেয়ে বেরিয়ে পড়বো দিরাং এর উদ্দেশ্যে, ভালুকপঙ থেকে ১৬৫ কিমি দূরে ৪৯১০ ফিট উচ্চতায় অবস্থিত দিরাং এক অসাধারণ সুন্দর জায়গা। যেতে যেতে পথে দেখে নেব অর্কিড প‍্যারাডাইস "টিপ্পি", সর্ববৃহৎ অর্কিড বাগান, বমডিলা ভিউ পয়েন্ট, বমডিলা মনেস্ট্রি। রাত্রি বাস দিরাং ।

🚐 22/10/23... সকালে জলখাবার খেয়ে বেরিয়ে পড়বো তাওয়াং এর উদ্দেশ্যে। ১০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত তাওয়াং দিরাং থেকে ১৫৫ কিমি দূরে। এখানে আমরা দেখব কয়েকটি বহু প্রাচীন মনাস্ট্রি, অসাধারণ সুন্দর ভ‍্যালী, কিউয়ি গার্ডেন, এখানে আরও দেখব বরফে মোড়া সেলা পাস ১৩৭০০ ফুট উচ্চতায়, সেলা লেক। রাত্রিবাস তাওয়াং হোটেলে।

🚐 23/10/23... এদিন সকালে তাওয়াং এর মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাব "বুমলা পাস"( নিজ খরচ), PtSO লেক, সাঙ্গেতসার লেক যা "মাধুরী লেক" নামে খ‍্যাত ( এখানে "কোয়লা" হিন্দি সিনেমার শুটিং হয়েছিল )। ফিরে এসে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল দর্শন এবং তাওয়াং এর লোকাল মার্কেটে একটু ঘোরাঘুরি। রাত্রিবাস তাওয়াং হোটেলে।

🚐 24/10/23... সকালে জলখাবারের পর তাওয়াং থেকে বমডিলা উদ্দেশ্যে রওনা দেব (১৭৫ কিমি)। দেখে নেব জং ওয়াটার ফলস (এখানেও কোয়েলা সিনেমার শুটিং হয়েছিল) এবং আরও অসাধারণ কিছু দৃশ্য আমাদের চোখে পড়বে। রাত্রিবাস বমডিলায়।

🚐 25/10/23... এই দিন আমরা রওনা দেবো গৌহাটির উদ্দ্যেশ্যে, গাড়ি আমাদের হোটেলে পৌঁছে দেবে। রাত্রিবাস গৌহাটি হোটেলে।

🚐 26/10/23... এরপর সকালে স্নান খাওয়া সেরে তৈরি হয়ে বেরিয়ে পড়ব মা কামাখ‍্যা দেবীর মন্দিরে পুজো দিতে। তারপর একে একে দেখে নেবো বহ্মপুত্র নদ ও ব্রীজ । আজ রাত্রিবাস গুয়াহাটি হোটেলে।

🚐 27/10/23.... এবার বাড়ি ফেরার পালা। সকালে ব্রেকফাস্ট করে আমরা হোটেল ছেড়ে রওনা দেব স্টেশনের উদ্দেশ্যে। আগামীকাল যে কোজাগরী লক্ষী পূজা।

🚐 28/10/23... ভোর বেলায় পৌছে যাব হাওড়া স্টেশনে। মিষ্টি মধুর স্মৃতি নিয়ে আমরা ফিরবো বাড়ি। আজ #লক্ষী_পূজা। সবাই মেতে উঠবো মায়ের আরাধনায়।
ট্যুর সমাপ্তি।🙏
( এটি একটি পরিকল্পিত ধারণা। পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে পূর্ব ঘোষণা ছাড়াই চেঞ্জ হতে পারে)।

✅ আমরা যা দিচ্ছি :

👉 ট্রেনের টিকিট ( স্লিপার ক্লাস)*।
👉হোটেলে পরিবার পিছু রুম।
👉সকালের জলখাবার , লাঞ্চ ও রাতের ডিনার ( ভেজ/নন ভেজ) গৌহাটি থেকে গৌহাটি। ( দ্বিতীয় দিন লাঞ্চ থেকে অষ্টম দিন ব্রেকফাস্ট)।
👉গৌহাটি থেকে গৌহাটি গাড়ি তে ভ্রমণ।
👉অরুনাচল প্রবেশের ইনার লাইন পারমিট (ILP)।

Note:- *( কনফার্ম ট্রেনের টিকিট এর ক্ষেত্রে আমরা সম্পুর্ন ভাবে ভারতীয় রেলের উপর নির্ভরশীল। কনফার্ম টিকিট পাওয়া না পাওয়া রেলের উপর নির্ভরশীল। যাত্রীরা চাইলে নিজেরাও টিকিট কেটে নিতে পারেন, সেক্ষেত্রে গৌহাটি আসা যাওয়ার স্লিপার ক্লাস টিকিট ভাড়া আমরা অ্যাডজাস্ট করে দেবো)।

❌ আমরা যা দিচ্ছি না :

👉 বুমলা পাস যেতে লোকাল টাটা সুমো/বোলেরো গাড়ির ভাড়া।
👉কোন দর্শণীয় স্থানের প্রবেশ মূল্য।
👉 ক্যামেরা, রাইড চার্জ, গাইড চার্জ, কুলি, নিজস্ব অতিরিক্ত কোন ধরণের খরচ এবং উপরে বর্ণীত নেই এমন কোন খরচ।
👉 ট্রেনের খাবার।
👉 কোনো রকম টিপস ( রাধুনী, হোটেল এবং গাড়ির)।
👉 এসি অতিরিক্ত।

🙍🏻‍♂️ মাথা পিছূ খরচ মাত্র ₹ 1️⃣9️⃣0️⃣0️⃣0️⃣টাকা ( ত্রিপল শেয়ার)
📌 শুধু মাত্র দুই জনের জন্য রুম হলে 20000/- জন প্রতি।
✴️ বাচ্চাদের ক্ষেত্রে 5বছরের নিচে ফ্রী ( ট্রেন এবং গাড়িতে সিট হবে না)। 5বছর থেকে 7বছর 10000/- ( ট্রেনের হাফ টিকিট , গাড়িতে সিট ধরে)। 7 বছরের উপরে সম্পূর্ন টাকা লাগবে।

📱 *বিস্তারিত জানতে ফোন বা হোয়াটসঅ্যাপ করুন :
💥বুকিং নেওয়া হচ্ছে।💥
𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐮𝐬 :-
Diya Tour & Travels
Thakurpukur, Kolkata-700 063
079809 87806 / 8777636701

✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
Our other service:-
🔹𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹𝐎𝐟𝐟𝐛𝐞𝐚𝐭 𝐓𝐨𝐮𝐫🔹𝐂𝐮𝐬𝐭𝐨𝐦𝐢𝐳 𝐓𝐨𝐮𝐫. 🙏🙏
~~~~~~~~~~

  -  -     একরাশ আনন্দ নিয়ে চলুন বেড়িয়ে আসি ভূস্বর্গ  #কাশ্মীর থেকে। আপেলের সিজনে🍎🍎তৎসহ  #অমৃতসর এর স্বর্ণমন্দির এবং ...
19/05/2023

- -

একরাশ আনন্দ নিয়ে চলুন বেড়িয়ে আসি ভূস্বর্গ #কাশ্মীর থেকে। আপেলের সিজনে🍎🍎তৎসহ #অমৃতসর এর স্বর্ণমন্দির এবং ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগ এবং ওয়াগা বর্ডার।

# #একনজরে দেখে নেবো # #

, # #স্বর্ণ_মন্দির , #ওয়াগা_বর্ডার , #জালিয়ানওয়ালাবাগ, #পহেলগাম, #কাটরা, #শ্রীনগর, #গুলমার্গ, #সোনমার্গ, #বৈষ্ণবদেবী #আরুভ্যালি, #বেতাবভ্যালি, #ডাললেক, #মোঘলগার্ডেন এবং #অমৃতসর ।
🌎শুভ যাত্রা - 24 October 2023.
♦️ ট্যুর বর্ণনা♦️

👉24/10/2023 *প্রথম দিন* :- বিজয়া দশমীর সন্ধ্যায় 6টা নাগাদ হাওড়া স্টেশনে মিলিত হব সবাই। বিজয়ার শুভেচ্ছা এবং পরিচয়পর্ব সেরে 7:15 মিনিটে অমৃতসর মেল ধরে রওনা দেব *অমৃতসর* স্টেশনের উদ্দেশ্যে ৷

👉25/10/2023 *দ্বিতীয় দিন* :- সারাদিন ট্রেনে যাত্রা৷

👉26/10/2023 *তৃতীয় দিন* :- সকাল 8:40 মিনিটে পৌঁছাবো *অমৃতসর* স্টেশনে ৷ হোটেলে এ পৌঁছে ফ্রেস হয়ে দুপুরের লাঞ্চ সেরে বাসে করে অমৃতসর লোকাল সাইটসিনের জন্য আমরা বেড়িয়ে দেখে নেব স্বর্ণমন্দির, জালিওয়ানওয়ালা বাগ, ওয়াঘা বর্ডার। রাত্রিবাস অমৃতসর ( )হোটেলে।

👉27/10/2023 *চতুর্থ দিন* :- সকাল 7টায় অমৃতসর স্টেশন। সেখান থেকে রওনা হব জম্মুর উদ্যেশ্যে (Tata Jat Express)। দুপুরে জম্মু পৌঁছে সেখান থেকে আমরা টেম্পো ট্রাভেলার বাসে পাড়ি দেবো পাটনিটপ ( )এর উদ্যেশ্যে। রাত্রি বাস *পাটনিটপ* হোটেলে।

🌼28/10/2023 *পঞ্চম দিন* :- পাটনীটপ থেকে পহেলগাওঁ 157 কিলোমিটার রাস্তা (7থেকে 8ঘন্টা ) ৷
সকালে ব্রেকফাষ্ট সেরে, লাঞ্চ প্যাক করে নিয়ে আমরা রওনা দেবো পহেলগাঁও এর উদ্দেশ্যে ৷ রাস্তায় আপনারা দেখে নেবেন ভারতের সবচেয়ে বড়ো ৯.২কিমি ড: শ্যামা প্রসাদ মুখার্জী টানেল ৷ অনন্তনাগ থেকে অমরনাথ যাত্রার এই রাস্তার দুধারে আখরোট আর আপেলের বাগানে ভরা ৷ আপেলভ্যালী পার হতে না হতেই আপনার সঙ্গী হবে লিডার নদী ৷ এই নদীই পহেলগাঁও কে আলাদা মাত্রায় পৌছে দেয় ৷ ভারতবর্ষে এর চাইতে সুন্দর ট্যুরিষ্ট ডেষ্টিনেশন আছে কি না বলা কঠিন ৷ বিকালের মধ্যে পহেলগাঁও তে পৌছে যাবো আমরা ৷ রাত্রিবাস *পহেলগাঁও* হোটেলে ৷

🌼29/10/2023 *ষষ্ঠ দিন* :- পহেলগাঁও লোকাল সাইটসিন ৷
সকালে ব্রেকফাষ্ট সেরে একটা লোকাল সুমো/প্রাইভেট গাড়ি নিয়ে (সাইটসিন গাড়ি খরচ নিজস্ব) ( পহেলগাঁও এর সাইটসিনে বাইরের গাড়ি প্রবেশ নিষেধ) চলে যেতে পারেন অমরনাথ যাত্রায় হাটা পথ যেখান থেকে শুরু হয় সেই চন্দনওয়াড়িতে ৷ বরফে ঢাকা চন্দনওয়াড়ী আপনার বেশ ভালো লাগবে ৷ সেখান থেকে দেখে আসুন বেতাব ভ্যালী ৷ সাজানো এই বেতাব সিনেমা খ্যাত পার্কে অদ্ভুত ভাবে লিডার নদীর এক অন্য রূপ দেখবেন ৷ তারপরই চলে যান আরু ভ্যালীতে ৷ কাশ্মীরি শাল থেকে স্টোল, ড্রাই ফ্রুট সহ নানা দোকান পাবেন( ) পহেলগাঁও মেন মার্কেটে। দুপুরে, লাঞ্চ সেরে আমরা রওনা দেবো( দুপুর 1টায়) শ্রীনগর এর উদ্যেশ্যে( 3ঘণ্টা)। রাস্তায় দেখে নেবো ব্যাট ফ্যাক্টরি এবং ড্রাইফ্রুট এর সম্ভার।
রাত্রিবাস *শ্রীনগর হাউসবোট* এ ৷( ).

🌼30/10/2023 *সপ্তম দিন* :- এদিন সকালে হাউসবোট থেকে হোটেলে ব্রেকফাষ্ট করে লোকাল সাইটসিন শুরু হবে।
শ্রীনগর লোকাল সাইটসিন স্পট গুলি শঙ্করাচার্য্য মন্দির, হজরতবল দরগা, চশমে শাহী, শালিমার গার্ডেন, মোঘল গার্ডেন, নিশাত বাগ হয়ে ডাললেকে ঘন্টা খানেক শিকারাতে(নিজ খরচ) ঘুরে দেখে নেবো চারচিনার, নেহেরু পার্ক, মীনাবাজার সহ আরও অনেক কিছু দেখবো ৷ রাত্রিবাস শ্রীনগর ( )হোটেলে।

🌼31/10/2023 *অষ্টম দিন* :- সকালে ব্রেকফাষ্ট সেরে দুপুরের খাবার প্যাক করে আমরা রওনা দেবো সোনমার্গের উদ্দেশ্যে ৷ *সোনমার্গ* ( )একটি মনোমুগ্ধকর সৌন্দর্যের স্থান, সিন্ধু উপত্যকায় অবস্থিত, ফুলের স্রোত, পাহাড় দ্বারা বেষ্টিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 2690 মিটার উচ্চতায় অবস্থিত। লাঞ্চ সেরে নেবো রাস্তাতেই ৷ আরও দেখে নেবো সতীর ৫১ পীঠের এক পীঠ কাশ্মীরে আর এই মাতা ক্ষীরভবানী মন্দির । আমরা সন্ধ্যায় ফিরবো ও রাত্রিবাস শ্রীনগর হোটেলে ।

🌼 1/11/2023 *নবম দিন* :- সকাল 8 টা নাগাদ প্রাতরাশ সেরে রওনা দেব *গুলমার্গ* ( ) দেখার উদ্যেশ্যে। ওখানে শিবশঙ্কর মন্দির, গল্ফ কোর্স দেখতে দেখতে আপনার সারা বেলা কেটে যাবে ৷ আপনি চাইলেই টিকিট কেটে চেপে পড়তে পারেন গন্ডোলায় (উচ্চতম কেবলকার)। তবে লাইন ও সময় বাঁচাতে অনলাইনে আগেই টিকিট কেটে নেওয়া ভালো ৷ রাত্রিবাস শ্রীনগরে হোটেলে ৷

🌼2/11/2023 *দশম দিন* :- আজ প্যাকেট ব্রেকফাস্ট এবং লাঞ্চ টিফিন বক্সে পুরে ভোরবেলায় ( ভোর 5টা) শ্রীনগর ছেড়ে রওনা দেবো কাটরার উদ্যেশ্যে। বিকালে কাটরা ( )পৌঁছিয়ে একটু বিশ্রাম নিয়ে, বেরিয়ে পড়ুন *বৈষ্ণদেবী* দর্শনের উদ্যেশ্যে ( )। চাইলে পরদিন(3/11/23) সকালের জন্য অনলাইন এ হেলিকপ্টার বুক করে রাখতে পারেন আগে থেকে। এছাড়া, ঘোড়া,পালকি, ব্যাটারি চালিত গাড়ি বা পায়ে হেঁটেই দর্শন সেরে আসতে পারবেন আপনি ৷ রাত্রিবাস *কাটরা* হোটেলেই ৷

🌼3/11/2023 *একাদশ দিন* : সকালে( 10টায়) লাঞ্চ করে নিয়ে কাটরা হোটেল থেকে জম্মুর উদ্দ্যেশ্যে রওনা দেবো দুপুর 1টা নাগাদ। রুম ছেড়ে দিতে হবে দুপর 12টায় ৷ *জম্মু* ( ) স্টেশনে এসে সন্ধ্যা ৮-৩০ মিনিটে রওনা দেব কলকাতার উদ্যেশ্যে কলকাতা এক্সপ্রেস ধরে।

🌼04/11/2023 *দ্বাদশ দিন* :- সারাদিন ট্রেনেই থাকবো আমরা ৷

🌼5/11/2023 *ত্রয়োদশ দিন* :- বিকাল ৩:৪০মিনিটে আমরা কলকাতা পৌছবো জীবনভরের কিছু ভালো অভিজ্ঞতা নিয়ে ৷

📢প্যাকেজ মূল্য:
💥ডবল শেয়ারিং - 2️⃣0️⃣0️⃣0️⃣0️⃣টাকা প্রতিজন৷
💥ট্রিপল শেয়ারিং - 1️⃣9️⃣5️⃣0️⃣0️⃣টাকা প্রতিজন৷
🏷️5বছরের নিচে বাচ্চা ফ্রী ( গাড়িতে সিট হবে না)। 5 থেকে 7 বছর বাচ্চার 9000টাকা ( ট্রেন টিকিট ছাড়া, গাড়ির সিট সমেত)।7+ বাচ্চার পুরো ফুল টাকা পড়বে।

✅✅প্যাকেজের মধ্যে কী কী থাকবে:-

👉স্লিপার ট্রেনের টিকিট ৷ এসির ক্ষেত্রে অতিরিক্ত টাকা আপনাকেই দিতে হবে ৷
👉সমস্ত স্ট্যান্ডার্ড ক্যাটাগরির হোটেল এবং পরিবার অনুযায়ী রুম ৷
👉কাশ্মীরে, ২/২ ডিলাক্স/স্ট্যান্ডার্ড বাস(কাটরা থেকে জম্মু), বাকি দিন গুলোতে টেম্পো ট্রাভেলার / বাস৷
👉 অমৃতসর এ বাস/অটো/টেম্পো ট্রাভেলার।
👉বাঙালি খাবার (বেড টি, ব্রেকফাস্ট,লাঞ্চ,ইভিনিং টি -স্নাক্স , ডিনার)৷
👉 সাইডসিন ট্যুর প্ল্যান অনুযায়ী।
👉 কাটরাতে সব নিরামিশ পদ।
👉 ড্রাইভার খরচ।
👉সমস্ত পারমিট চার্জ ৷
*সবচাইতে মূল্যবান জিনিস যেটা পাবেন সেটা হল, আমাদের অভিজ্ঞতা, বিশ্বাস আর ব্যবহার* ৷🙏

❌❌ প্যাকেজের মধ্যে কী কী থাকবে না:-

👉মিনারেল ওয়াটার ৷
👉কুলির খরচ ৷
👉 ট্রেনের খাবার ৷
👉দর্শনীয় স্থানের এণ্ট্রি ফী ৷
👉 লোকাল সাইটসিন গাড়ির খরচ ৷
👉 ঘোড়ায় চাপার খরচ ৷
👉কেবলকারের টিকিট ৷
👉শিকারা খরচ ।
👉 হটাৎ কোনো অতিরিক্ত খরচ।
👉 হোটেল, বাস, এবং রাধুনীদের টিপস।
👉 অন্তর্ভুক্ত নয় এমন যে কোনো খরচ।

🌀 বিদ্র:-1. সমস্ত ট্যুর প্ল্যানিং এবং সময় এক আদর্শ ধারণা থেকে বর্ণিত। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে কোনো রকম কারণ না দর্শিয়ে রদবদল হতে পারে। প্রাকৃতিক পরিস্থতিতে ভিন্নতা থাকতে পারে।
2. ট্রেনের টিকিট এর ক্ষেত্রে আমরা সম্পুর্ন ভাবে ভারতীয় রেলের উপর নির্ভরশীল। যাত্রীরা চাইলে নিজেরাও টিকিট করতে পারে সিডিউল অনুযায়ী, সেক্ষেত্রে ট্রেন এর টিকিট বাবদ স্লিপার ক্লাস এর দাম প্যাকেজ মূল্য থেকে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। *এই ট্যুরের টিকিট কাটা হবে 26শে জুন*।

🎈🪅বুকিং শুরু হয়ে গেছে এবং আরো বিষদ জানতে যোগাযোগ করুন।

❤️বুকিং এর জন্য যোগাযোগ করুন।
💥বুকিং নেওয়া হচ্ছে।💥
𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐮𝐬 :-
Diya Tour & Travels
Thakurpukur, Kolkata -700 063
079809 87806
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
Our other service:-
🔹𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹𝐎𝐟𝐟𝐛𝐞𝐚𝐭 𝐓𝐨𝐮𝐫🔹𝐂𝐮𝐬𝐭𝐨𝐦𝐢𝐳 𝐓𝐨𝐮𝐫. 🙏🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

S I L K    R O U T E #সিল্ক_রুট  #দুর্গ_পুজোয়।নাম হারানো, কোনো পথের ঠিকানায়,আজ ঘুম ভাঙাতে কে যে,ডাকে ইশারায়..তাই, রাত...
17/05/2023

S I L K R O U T E
#সিল্ক_রুট #দুর্গ_পুজোয়।
নাম হারানো, কোনো পথের ঠিকানায়,
আজ ঘুম ভাঙাতে কে যে,
ডাকে ইশারায়..
তাই, রাতের শেষে রদ্দুর এসে,
আমায় নিয়ে যায়..।
ডাকছে, #রেশম_পথ। চলুন তাই ঘুরে আসি সেই অজানায়।

😊 সস্তার চমকে নয়, স্বাচ্ছন্দ্যে ও ভালোভাবে আনন্দের সাথে ঘুরুন এই পথে, কারণ আধুনিকতার ছোঁয়া থেকে এখনও অনেক পিছিয়ে এখনকার জীবনশৈলী, তাই তো এত প্রানবন্ত।
একনজরে, #সিল্করুট ভ্রমনের সংক্ষিপ্ত ভ্রমন সূচি।
💥 শুভ যাত্রা - 15th October.
💥 ফেরা - 21st October
(Sealdah to Sealdah)

🏔️ 🏔️
✴️ :~ রাত্রে শিয়ালদা স্টেশনে মিলিত হব সবাই রাত্রি ৮ টার সময়। সবার সাথে আলাপ করে, আমরা উঠে পড়ব টেনে নির্দিষ্ট সময়। সারা রাত কাটবে ট্রেনে।
✴️ :~ সকালে পৌঁছে যাবো এনজিপি স্টেশন। স্টেশনে নেমে আমরা রওনা দেবো সিলারি গাওঁ ( ) এর উদ্দেশ্য। লাঞ্চের পর বিকেলবেলা আমরা পায়ে হেঁটে দেখে নিতে পারি VEW POINT।
রাতে দূরে সেই গ্যাংটক শহরের ছোট ছোট লাইট গুলো সত্যিই মন হারায়।
এদিন রাত্রিযাপন #সিলারিগাঁও এ।
✴️ :~ সকালে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব #পদমছেন( Phadamchen) / #জুলুক(Zuluk) উদ্দেশ্যে। রংপো হয়ে প্রবেশ করবো সিকিমে।
রাস্তায় পড়বে রঙিলি বাজার( Rongli Bazar)। এই রঙিলি বাজার থেকে আমরা পারমিট বের করে সোজা এগিয়ে যাব পদমছেন( Phadamchen) অথবা জুলুক ( ) এর উদ্দেশ্যে এবং রাস্তায় দেখে নেব এক অপূর্ব ওয়াটার ফল যার নাম কিউ খোলা ওয়াটারফল( )।
এদিন রাত্রিযাপন Phadamchen অথবা Zuluk এ।
✴️ :~ ব্রেকফাস্ট করে এদিন আমরা দেখব বহু কাঙ্ক্ষিত দ্রষ্টব্য স্থান গুলো। যার জন্যই ছুটে আসা সিল্ক রুট এ। জুলুক, থাম্বি ভিউ পয়েন্ট, জিগজাগ ভিউ পয়েন্ট(পাহাড়ের গা বেয়ে সর্পিল পাকদন্ডী পথ মনকে শিহরিত করবে) , লক্সমি চক, নাথাং ভ্যালি, এলিফ্যান্ট লেখ ,কুপূপ, ওল্ড বাবা মন্দির । ( , , , , , ) এবং ফিরে এসে রাত্রি যাপন করব জুলুক অথবা পদমছেন এ।
✴️ :~ সকালে ব্রেকফাস্ট সেরে সেখান থেকে আমরা রওনা দেব #আরীতার ( ) / #রোলেপ ( )এর উদ্দেশ্যে ।
এদিন রাত্রিযাপন অথবা এ।
✴️ :~ সকাল সকাল ব্রেকফাস্ট করে বেড়িয়ে পড়বো এনজেপির" উদ্দেশ্যে ।রাতে ট্রেন NJP স্টেশন থেকে ..। এই দিন দুপুরের খাবার নিজ খরচ। রাত্রে/সন্ধ্যায় ট্রেন এনজিপি স্টেশন থেকে। আজ *মহাষষ্ঠী*।🙏
✴️ :~ সকালবেলায় পৌঁছে যাবো শিয়ালদা/হাওড়ার স্টেশনে। সেখান থেকে যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব,এরসাথে নিয়ে যাবো এই কদিনের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মিষ্টি স্মৃতি। আজ *মহাসপ্তমী*।🙏

,,,,,🔹এটা একটা নমুনা মাত্র। পরিস্থিতি অনুযায়ী কিছু পরিবর্তন হলেও হতে পারে, আবার নাও হতে পারে।
💥 প্যাকেজ মূল্য - 8️⃣0️⃣0️⃣0️⃣ টাকা(ট্রিপল শেয়ার)
8400(ডবল শেয়ার) জন প্রতি ট্রেনের (স্লিপার শ্রেণী ) ভাড়া সমেত।
✳️ ৫ বছরের নিচে বাচ্চা সম্পূর্ণ ফ্রী।
5-7বছর 4000 টাকা( ট্রেন টিকিট ছাড়া, গাড়িতে সিট ধরে), 7 বছরের উপর ফুল ভাড়া।
সবই শিয়ালদা থেকে শিয়ালদহ।
এক নজরে,আমরা যা দেখবো:-
*Darjeeling hill overlooking, view of Kanchenjunga, Lingthum,
*Sillerygaon*, Reshikhola, Buddha Falls/Ariter lake, Kuekhola Falls, Zig-Zag Way, Thambi View Point, *Zuluk*, Lungthung, *Padamchin*, Old Baba Mandir, Tukla Valley, etc.*

❤️✅ প্যাকেজে থাকছে ✅❤️
☀️ ট্রেন টিকিট যাওয়া ও আসার(স্লিপার শ্রেণী).
☀️ সিল্করুটের বেস্ট হোমস্টে তে থাকা ও খাওয়া।(নন এসি ফ্যামিলি অনুযায়ী রুম)।
✴️ ব্রেকফাস্ট+লাঞ্চ+স্নাকস+ডিনার।(দ্বিতীয় দিন লাঞ্চ থেকে ফেরার দিন ব্রেকফাস্ট হোমস্টে to হোমস্টে)
☀️ গাড়ি (নন এসি সুমো/ বলেরো) ৮ জন করে।
☀️ সাইটসিন প্ল্যান অনুযায়ী।
☀️ পারমিশন, পারমিট এবং পার্কিং।
☀️ ফ্যামিলির আতিথেয়তা।
☀️ প্রপার গ্রূমিং ড্রাইভার যেটা সিল্করুটের স্বাদ আলাদা করে দেবে।
☀️ সারা ট্যুরে নিজস্ব প্রতিনিধি আপনাদের সাথে থাকবে। ফলে উত্তম পরিষেবার নিশ্চয়তা।
* 1st রাত রোলেপের বদলে সিলারি অথবা আরিতার এবং লাস্ট নাইট সিলারী গাঁও এর বদলে রোলেপ বা অন্য কিছু হতে পারে। রুম available এর ওপর নির্ভর করে বাকি সব ট্যুর প্ল্যান এবং sightseeing।

❌প্যাকেজের বাইরে ❌
☀️ ট্রেনের খাবার প্যাকেজ বহির্ভূত খাবার।
☀️ কোনো রকম এন্ট্রি ফ্রী।
☀️ হটাৎ করে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি ( ট্রেন/গাড়ি)।
☀️ প্যাকেজ বহির্ভূত খাবার ও পানীয়।
☀️ প্যাকেজ এ অন্তর্ভুক্ত নেই এমন যেকোনো খরচ।
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

💥বুকিং নেওয়া হচ্ছে।💥
𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐮𝐬 :-
Diya Tour & Travels
Thakurpukur, Kolkata-700063
079809 87806

Our other service:-
🔹𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹𝐎𝐟𝐟𝐛𝐞𝐚𝐭 𝐓𝐨𝐮𝐫🔹𝐂𝐮𝐬𝐭𝐨𝐦𝐢𝐳 𝐓𝐨𝐮𝐫. 🙏🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️

KEDARNATH BADRINATH TUNGANATHনমো নমো জি শঙ্করা,ভলে নাথ শঙ্করা,জয় ত্রিলোকনাথ সম্ভুহ্যায় সিভায় নাথ শঙ্করা... #দুই_ধাম_স...
17/05/2023

KEDARNATH BADRINATH TUNGANATH
নমো নমো জি শঙ্করা,
ভলে নাথ শঙ্করা,
জয় ত্রিলোকনাথ সম্ভু
হ্যায় সিভায় নাথ শঙ্করা...
#দুই_ধাম_সঙ্গে_তুঙ্গণাথ_দর্শন।
হর হর..মহাদেব...ডাকছে দেবভূমি, ডাকছে দেবাদি দেব মহাদেব, সঙ্গে অপার্থিব একটুকরো উত্তরাখণ্ড, কথা দিচ্ছি আপনার ভ্রমন মানচিত্রে একটুকরো ২২ ক্যারেট সোনার স্মৃতি থাকবে আজীবন, চাক্ষুষ করবেন এক অনাবৃত দেবভূমি।

#কেদারনাথ_বদ্রিনাথ_তুঙ্গণাথ ট্যুর, সঙ্গে অতিরিক্ত পাওনা হরিদ্বার দর্শন।
⛰️শুভ যাত্রা ইং 10.10.2023
ফেরা-ইং 22.10.2023
(13 দিনের যাত্রা)-কলকাতা থেকে কলকাতা।

🌏এক নজরে সফরসূচি🌏
🌼 *10/10/23* :- দুপুর 1.00 টা তে HOWRAH থেকে যাত্রা শুরু করব হরিদ্বারের উদ্দেশ্যে,উপাসনা /কুম্ভ এক্সপ্রেস ধরে.
🌼 *11/10/23* :- হরিদ্বার পৌছাব বিকাল 3.50.।সন্ধ্যায় নিজের মত করে বিশ্রাম, রাত্রী যাপন হরিদ্বার হোটেলে।
🌼 *12/10/23* :- হরিদ্বার থেকে সকাল 6.30 টা তে যাত্রা শুরু করব শোনপ্রয়াগ এর উদ্দেশ্যে। টেম্পো ট্রাভেলার বাসে। রাত্রিযাপন শোনপ্রয়াগ / ফাটা/সিতাপুর / গুপ্তকাশি হোটেলে।
🌼 *13/10/23* :- ভোর 5.00 টা Zeep/Max ধরে যাত্রা শুরু করব গৌরীকুন্ড এর উদ্দেশ্যে ( নিজ খরচ)। গৌরীকুন্ড থেকে কেদার নাথ 21 কিলোমিটার হাঁটা পথ, ঘোড়া/ডুলিতে অথবা হেলিকপ্টারে যেতে পারেন,গুপ্তকাশী বা ফাটা থেকে হেলিকপ্টার( নিজ খরচ)। এদিন ব্রেকফাস্ট ও লাঞ্চ নিজ খরচ।
রাত্রিবাস কেদার নাথে।
🌼 *14/10/23* :-সকাল 6.00 থেকে 8.00 টা কেদার নাথের পূজা দিয়ে Breakfast করে রওনা দেবো গৌরীকুন্ড/ফাটার উদ্দেশ্যে. পাযে হেঁটে অথবা হেলিকপ্টারে গৌরীকুন্ড( নিজ খরচ)। এদিন এর রাস্তায় খাওয়া নিজ খরচ।এখান থেকে শোনপ্রয়াগ এ রাত্রিবাস।
🌼*15/10/23* :- এরপর ব্রেকফাস্ট সেরে রওনা দেবো চোপতার উদ্দেশ্যে। রাত্রিবাস চোপতা হোটেলে/টেন্ট।
🌼*16/10/23* :- ভোরবেলা আমরা তুঙ্গনাথ ও সম্ভব হলে চন্দ্রাশিলার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। সেখান থেকে ফিরে পুনরায় চোপতা হোটেলে /টেন্ট এ রাত্রিবাস।
🌼*17/10/23* :- সকালে ব্রেকফাস্ট সেরে চোপতা থেকে বদ্রীনাথের দিকে যাত্রা করবো। রাত্রিবাস বদ্রীনাথ এ।
🌼 *18/10/23* 🙁 যারা সকালে পুজো দেবেন, তারা সকাল 6.00 থেকে 7.30 টার ভেতর পূজা শেষ করবেন। এরপর Breakfast করে বাসে করে ঘুরে নেবো (ভারতের শেষ গ্রাম "মানা গ্রাম",বশিষ্ট গুহা,ভিমপুল.দুপুর 2.00 টোর সময় টেম্পোট্রাভেলার করে রওনা দেবো যোশীমঠ/
পিপলকোটি/নাগার্শু/কর্ণপ্রয়াগ এর উদ্দেশ্যে। রাত্রি বাস এখানেই।
🌼 *19/10/23* :- সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আজ পাড়ি দেবো হরিদ্বার এর উদ্দেশ্যে । আজ রাত্রি যাপন এখানেই।
🌼 *20/10/23* :- সারা দিন যে যার মত করে হরিদ্বারে গঙ্গাস্নান,কেনাকাটা করবেন । রাত 9.30টায় অটো/টোটো ( নিজ খরচ) করে হরিদ্বার স্টেশন পৌছাব ট্রেন ধরার জন্য।
🌼 *21/10/23* :- ট্রেনে থাকব
🌼 *22/10/23* :- HOWRAH পৌছাব সকাল 7.00 , যাত্রা এখানেই সমাপ্ত.
[ এটা একটি পরিকল্পিত যাত্রাপথ। পরিবর্তিত পরিস্থিতির উপর পরিবর্তন নির্ভরশীল। প্রয়োজনে মহিলা এবং পুরুষদের আলাদা আলাদা থাকতে হবে জায়গা অনুযায়ী। কেদারনাথ ট্যুর এ জায়গা ভেদে খাবার এর মান এবং দাম এর সমস্যা হবে। রাস্তায় ধাবা দেখে লাঞ্চ করা হবে।]

❤️ আসন সীমিত ( সর্বাধিক 22জন)।
🔴🟡 প্যাকেজ মূল্য:-1️⃣9️⃣5️⃣0️⃣0️⃣ টাকা।
📌শুধুমাত্র দু জনের জন্য রুম হলে 2️⃣0️⃣5️⃣0️⃣0️⃣ টাকা জন প্রতি( কেদারনাথ/ফাটা/চোপতা ব্যাতীত)।
🔖5বছরের নিচে বাচ্চা ফ্রি। 5-7 বছর 13000টাকা (ট্রেন টিকিট ছাড়া, গাড়িতে সিট সহ), 7+ বাচ্চার সম্পূর্ন খরচ ।(বয়সের প্রমাণ লাগবে)।

✅প্যাকেজের মধ্যে কীকী,থাকবে(𝐈𝐧𝐜𝐥𝐮𝐝𝐢𝐧𝐠):-
1)All Meals (Breakfast,lunch, and dinner Veg/Non Veg) Except on the way of kedarnath up & Down..
2) All non A/C transpotation ( Bus/Tempo travelers).
3) Family wise room ( Budget/Standard catagory) as per availability on place.
4) Up and Down SL class Train fare.
5) permit & permission.
6) Emargency Medicine.
7) Dormitory accommodation( Budget/Standard) at kedarnath, Phata/Guptakashi/Sitapur/Shonproyag ,Chota and any other place. (Swice Tent/Hotel).

❌প্যাকেজের মধ্যে কী কী থাকবে না (𝐄𝐱𝐜𝐥𝐮𝐝𝐢𝐧𝐠):-
1) Porter /Hours Charges.
2) Entry Fees, & Any ride charges.
3) Camera, Mules, poni charges, Room Heater, Dandi charges etc.
4) Minarel water & worm water.
5) Helicopter Charges.
6) Train food & Hot water at Hotel( where geyser is not available).
7) Breakfast & lunch on 13th Oct ( Except kedarnath day).
😎 Sitapur to Gourikund up & down car fare.
9) Anything extra which is not in including.
10) Suddenly increase train/ petrol/ deasel price, which is not in including.
11) Haridwar hotel to Haridwar station auto/Toto charges.(ফেরার সময়)।
12) Any personal car & Stay.( Helicopter point up & down , Suddenly night stay etc.

N.B-Covid protocol applicable, & have to adjust in any stage.
♦️ বিদ্রঃ- 1.কেদারনাথ ট্যুর আর পাঁচটা নর্মাল ট্যুর নয়। এটাকে তীর্থযাত্রা হিসাবে দেখুন। দুর্গম জায়গায় ব্যাক্তিগত স্বাচ্ছন্দের সুযোগ খুব কম। হেলিকপ্টার বুকিং ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ভাবে অনলাইন এ ওখানকার প্রশাসনের ওপর নির্ভরশীল।
2. প্রতিকূলতা সত্ত্বেও, আমরা সচেষ্ট থাকবো সর্বাধিক ভালো পরিষেবা দেওয়ার।
3.*এই ট্যুরের ট্রেনের টিকিট কাটা হবে 12ই জুন*।টিকিটের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ভাবে ভারতীয় রেলের উপর নির্ভরশীল।🙏
💥বুকিং নেওয়া হচ্ছে।💥
𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐮𝐬 :-
Diya Tour & Travels
Thakurpukur, Kolkata- 700063
079809 87806
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
Our other service:-
🔹𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹𝐎𝐟𝐟𝐛𝐞𝐚𝐭 𝐓𝐨𝐮𝐫🔹𝐂𝐮𝐬𝐭𝐨𝐦𝐢𝐳 𝐓𝐨𝐮𝐫. 🙏🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 #সুন্দরবন "উরু উরু করে মনভেসে যাই যাই,যাইবার পাখা নাইআমরা বেড়িয়ে পরলাম তাই"।👣🚤🌿☘️🌴🌴🌱🍂🐊🐅🐟🐾এবার উজান গাঙে পাড়ি, নিজেকে...
16/05/2023

#সুন্দরবন
"উরু উরু করে মন
ভেসে যাই যাই,
যাইবার পাখা নাই
আমরা বেড়িয়ে পরলাম তাই"।👣

🚤🌿☘️🌴🌴🌱🍂🐊🐅🐟🐾
এবার উজান গাঙে পাড়ি, নিজেকে, নিজেদের পরিবার কে একটু সবুজের ছোঁওয়া, কোনো অচিন পাখির গান, নাম না জানা নদীর স্রোতের সাথে যদি পরিচয় করতে বা করাতে চান, আসুন আমরা আছি আপনার পাশে।😊 নিয়ে যাবো এক ম্যানগ্রোভ এর দেশে, বুকভরা বিশুদ্ধ বাতাসের সান্নিধ্যে।
আমরা ঘুরে বেড়াবো গা ছমছম করা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ জঙ্গলের ভিতর, গভীর খাঁড়ি তে।
আর যদি কপালে #বাঘমামার সাথে দেখা হয়ে যায়, তাহলে তো কথাই নেই।🐾
আরে, শুধুই ঘুরবো নাকি, #ইলিশউৎসব বলে কথা.. থাকবে, থাকবে.. ইলিশের রকমারি পদ থাকবে আপনাদের জন্য।
ব্যাপার টা দাড়ালো এরকম ম্যানগ্রোভ ঘেরা অরণ্যে জলে কুমির🐊, ডাঙায় বাঘ🐅, আর পেটে ইলিশ🐟। ব্রাভো😊😊...
এর সাথে, বাউল গান, ঝুমুর নাচ.. ঊউফ জমে ক্ষির।😺👹🎶🎵

🔴🟡 শুভ যাত্রা:- ♦️ ুলাই - 16ই জুলাই( শুক্র, শনি, এবং রবি )।

♦️ ্ট - 15ই আগস্ট (রবি, সোম এবং মঙ্গল)।
২রাত্রি ৩ দিন এর ট্যুর। রাত্রে হোটেলে থাকা, দিনে লঞ্চে ভ্রমন আর ইলিশ মাছের রকমারি পদ সহ ভুঁড়িভোঝের আয়োজন, একদম কম্প্যাক্ট চয়ন।
ভাবছেন জায়গাটা কোথায়❓YES..

#সুন্দরবন ভ্রমন । উহু.. সুন্দরবন ইলিশ উৎসব ভ্রমন। আপনাদের জানাই সবিনয় আমন্ত্রণ🙏🙏
✴️ শিয়ালদা স্টেশন এ মিলিত হতে হবে সকাল 7টায়।

🙏 #দ্রষ্টব্য_স্থান -🙏
হ্যামিল্টন বাংলো, রবীন্দ্র স্মৃতি বিজড়িত বেকন বাংলো, পাখির জঙ্গল, পাখিরালয়, পঞ্চমুখানী, সজনেখালি, সুধণ্যখালি, দোবাঁকি, পিরখালি, গাজিখালি, ঝড়খালি, বনবিবি ভরানি, গ্রাম পরিদর্শন ইত্যাদি আরো অনেক কিছু।

💥 প্যাকেজ মূল্য:-
Rs4️⃣3️⃣0️⃣0️⃣ ( শিয়ালদা to শিয়ালদা).(ট্রিপল শেয়ার)।
📌শুধু মাত্র দু জনের জন্য রুম হলে 4500/- প্রতি জন।
🌼অগ্রিম - 1000/- টাকা জনপ্রতি। যাবার 1মাস আগে 2300টাকা নেবো। বাকি 1000টাকা লঞ্চে উঠে।
বাচ্চা:- ৫বছরের নিচে বাচ্চা ফ্রী। ৫-৭ বছর - 2250টাকা, ৭বছরের উপর বাচ্চার ফুল টাকা লাগবে।

🛑Tour_plan-🐅🔶
✅Day 1 : গোসাবা বেকন বাংলো & রবীন্দ্রনাথ টেগোরে বাংলো,হ্যামিলটন বাংলো,বার্ডস ফরেস্ট ,পাখিরালায় .

✅Day 2 : সজনেখালি ম্যানগ্রোভ ইন্টারপ্রেটেশন সেন্টের & টাইগার রিসার্ভ এরিয়া , সজনেখালি ওয়াচ টাওয়ার ,সুধান্যখালি ওয়াচ টাওয়ার,পীরখালী ,গাজীখালী ,দেউল ভাড়ানি , দোবাঁকি ওয়াচ টাওয়ার ,পঞ্চমুখানি (ফাইভ রিভার জংশনস)।

✅Day 3 : দয়াপুর, সড়কখালি, আইল্যান্ড, লোকাল সাইটসিন।
(পরিস্থিতি অনুযায়ী স্পট পরিবর্তন/সংক্ষিপ্ত হতে পারে)।

🙏 #ভূরিভোজ -
✅প্রথম দিন -
🔹সকালে: লুচি/কচুরি,আলুর দম,মিষ্টি।
🔹বেলায়: আমুদে মাছ ভাজা।
🔸দুপুরে:দুপুর- ভাত,
মুড়ি ঘন্ট,ভাজা, সব্জি(কচু শাক ইলিশ), ইলিশ ভাপা, সরষে ইলিশ,, চাটনি ও পাঁপড়।
▪️ বিকালে: ফল।
🔹সন্ধ্যা: চাউমিন,, চা/ কফি।
🔸রাত্রে: খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, বেগুনি, চাটনি,পাঁপড়।

-✅:দ্বিতীয় দিন:-
🔹সকালে: চা, লুচি/কচুরি,চানা মশলা,মিষ্টি, চা।
🔹বেলায়: পাকোড়া।
🔸দুপুরে:ভাত, ভেজ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ইলিশ ভাজা, পুঁই ইলিশ,দই ইলিশ, চাটনি, পাপড়
▪️বেলায়: চা/কফি।
🔹সন্ধ্যা: চিকেন পাকোড়া।
🔸রাত্রে:ফ্রাইড রাইস,মটনকষা,স্যালাড, মিষ্টি।

-:✅তৃতীয় দিন:-
🔹সকালে: চা, লুচি/কচুরি,আলুসবজি, মিষ্টি।
🔸দুপুরে:ইলিশ বিরিয়ানি, চিকেন কারি, স্যালাড,মিষ্টি।
🔹বিকাল : চা- বিস্কুট।
( প্রয়োজনে মেনুতে পদের কিছু অদল বদল হতে পারে। তবে দিনে নানারকম ইলিশ এর পদ, এবং একদিন চিকেন এবং একদিন মটন হবেই।)🙏

✅ ✅ ্যাকেজের_মধ্যে_রয়েছে। 🐅🦌🐒🦜
‌ 👇👇👇👇👇👇👇
★📌(সমগ্র সাইটসিন প্ল্যান অনুসারে) ।
★📌(রিসোর্ট/হোটেল এ থাকা নন এসি রুম ।
★📌(ব্রেকফাস্ট~লাঞ্চ~স্নাক্স~ডিনার) প্রথম দিন ব্রেকফাস্ট থেকে শেষদিন লাঞ্চ পর্যন্ত।
★📌গাইড এবং পারমিশন ।

❎আমরা যেগুলো দেব না ❎
🔻 ক্যামেরা /ভিডিও ক্যামেরা চার্জ।
🔻 ব্যাক্তিগত গাড়ির পারকিং চার্জ ।
🔻ব্যক্তিগত খরচ এবং কোনো এন্ট্রি ফি।
🔻প্রোগ্রামে উল্লেখ করা হয়নি এমন কিছু।
🔻 এসি রুম অতিরিক্ত।

💥💥 মনে রাখবেন :- সুন্দরবন ভ্রমন এর #জুলাই মাসের বুকিং নেবো ে_জুন পর্যন্ত এবং #আগস্ট মাসের বুকিং নেবো #31শে_জুলাই পর্যন্ত। তারপর আর কোনো বুকিং নেওয়া হবে না।
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
💥বুকিং নেওয়া হচ্ছে।💥
𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐮𝐬 :-
Diya Tour & Travels
Thakurpukur Kolkata - 700 063
079809 87806
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
Our other service:-
🔹𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹𝐎𝐟𝐟𝐛𝐞𝐚𝐭 𝐓𝐨𝐮𝐫🔹𝐂𝐮𝐬𝐭𝐨𝐦𝐢𝐳 𝐓𝐨𝐮𝐫. 🙏🙏

Address

Thakurpukur
Kolkata
700063

Telephone

+917980987806

Website

Alerts

Be the first to know and let us send you an email when Diya Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category