23/05/2024
সবুজ পৃথিবী।
বর্ষায় প্রকৃতি অসাধারণ। বিভিন্ন সময়ে পাহাড়ে গিয়ে দেখেছি বর্ষার রুপ প্রায় নেশাগ্রস্থ করে ফেলে। তার এই আবেদন সারা বছরে আর কখনো পাওয়া যায় না। ছবিটা গতবছরে তোলা সিটংএর অন্তর্গত যোগিঘাটের। রিয়াং নদীর পাড়ে যোগিঘাট বর্ষায় দু-তিনটে দিনের জন্য অনবদ্য। এখানে থেকে সিটং ঘুরে নেওয়া যেতে পারে। মংপু, অহলদাঁড়া, নামথিং পোখারি, সিঙ্কোনা বাগান, দুশো বছরের পুরোনো মাটি আর কাঠ দিয়ে তৈরি লংঘো পেলিং গুম্ফা ইত্যাদি। চাইলে ছোট্ট হাঁটায় লেপচা ফলস অভিযানটা সেরে ফেলুন, মোটামুটি ঘন্টা তিনেক লাগবে। তাছাড়া রিয়াং নদীতে ঝুপ্পুস স্নান তো আছেই!!! যেতে পারেন, মন ভরে যাবে।
বুকিং আর তথ্যের জন্য যোগাযোগ আমার সাথে এই নাম্বারে -
9830304804
Indian Bushmen