BookmycheapHotel

BookmycheapHotel Book the perfect hotel room with our wide range of hotels in India.
(1)

Whether it’s a deal on a cheap hotel in India for a long stay or multiple hotels for a trip across India, we have a range of hotel to suit every individual.

সিল্ক রুট:বরফ আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক অপূর্ব পরিবেশ : ৪ রাত / ৫ দিন।আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন,Mobile...
10/05/2022

সিল্ক রুট:
বরফ আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক অপূর্ব পরিবেশ : ৪ রাত / ৫ দিন।

আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন,
Mobile: 99031 94751: Whatsapp
Mobile: 9804561107: Whatsapp

সারাবছর সব সময় আমারা সিল্ক রুটের টুর আয়োজন করে থাকি। চাইলে এই টুর টি অনেক ভাবে modify করা যায়।

প্রথম দিন: শিলিগুড়ি থেকে ইচ্ছে গাঁও বা সিলারি গাঁও:
বাসে বা ট্রেনে করে শিলিগুড়ি পৌঁছানোর পর, আমাদের জন্য গাড়ি অপেক্ষা করবে। সেই গাড়ি চেপে আমারা রওনা দেব ইচ্ছে গাঁও বা সিলারি গাঁও এর উদ্দেশ্যে। পথের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে গন্তব্যে পৌছে, আমারা দুপুরের খাবার সেরে নেব। বিকেলে পায়ে হেঁটে আশে পাশে ঘুরে দেখে নেব পাইন গাছে মোরা পাহাড় আর অপূর্ব ১৮০° কাঞ্চনজঙ্গার ভিউ, দেখলে এখান থেকে বাড়ি ফেরার কথা ভাবতেই ইচ্ছে করবে না।

দ্বিতীয় দিন : ইচ্ছে গাঁও বা সিলারি গাঁও থেকে পাদামচিন:
পরের দিন সকালে ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্গার মধ্যে দিয়ে সূর্য উদয় হতে দেখা, সে এক না ভোলা অভিজ্ঞতা। ইচ্ছে গাঁও বা সিলারি গাঁও এর এটা একটা বড় আকর্ষণ। সকালের জলখাবার সেরে আমরা বেড়িয়ে পরব পাদামচিন এর উদ্দেশ্যে। পথে দেখে নেব রিশিখোলা, ও বিভিন্ন ভিউ পয়েন্টস্ ইত্যাদি। এদিন রাতে আমারা বনফায়ার করতে পারি সাথে মিউজিক যা আপনি সারাজীবন মনে রাখবেন।

তৃতীয় দিন: পাদামচিন থেকে নাথাংভেলি:
খুব ভোরবেলা ঘুম থেকে উঠে বেড়িয়ে পড়ব সূর্য উদয় দেখতে থামবি ভিউ পয়েন্ট থেকে। তারপর যাব জুলুক, জিকজেক রোড দেখে লুংথাং। এখানে সাইটসিন সেরে চলে যাব বরফের দেশ নাথাংভেলি। অসাধারণ বললে ও কম বলা হয় এখান কার সৌন্দর্যকে ।
চারদিকে শুধু বরফ আর বরফ আর মাঝখান থেকে একটা রাস্তা। এখানে বরফ নিয়ে ইচ্ছে মতো খেলা করে ফিরে যাব হোটেলে। রাত কাটাবো নাথাংভেলিতে।

চতুর্থ দিন: নাথাংভেলি থেকে আরিটার :
পরের দিন সকালে সূর্যোদয় দেখব ঈগল নেস্ট বাঙ্কার থেকে। তারপর হোটেলে ফিরে সকালের জলখাবার সেরে বেড়িয়ে পরব আরো কিছু অপূর্ব সুন্দর যায়গা দেখতে যেমন পুরানো বাবা মন্দির, এলিফেনট লেক, কুপুপ লেক দেখে ফিরে চলে আসব আরিটার।

পঞ্চম দিন: আরিটার থেকে শিলিগুড়ি:
সকাল বেলায় সূর্য উদয় দেখে আমারা চলে যাব আরিটার লেক ও আরো কিছু দর্শনীয় স্থানে। হোটেলে ফিরে খাবার খেয়ে আমারা বেড়িয়ে পরব শিলিগুড়ির দিকে। তিস্তা নদী কে পাথেয় করে পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে ধীরে ধীরে ফিরে আসব সমতলে। রাতে বাস বা ট্রেন ধরে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে।

Address

Shailendra Appartment, Near Birati Station
Kolkata
700051

Alerts

Be the first to know and let us send you an email when BookmycheapHotel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BookmycheapHotel:

Share

Category