28/09/2023
কাশের বনের শুভ্রতা যখন আকাশের নীল কে স্পর্শ করে বাঙালির মন ও গাইতে থাকে আগমনীর সুর। পুজো পুজো গন্ধ গায়ে মেখে সকল মলিনতা কে দূরে সরিয়ে নতুন হয়ে ওঠে বাঙালির মনন।
শারদীয়া পূজার সাথে জড়িয়ে মরিয়ে আছে এক জাতির উদযাপন, বিশ্বের দরবারে সে পৌঁছে দিয়েছে এই প্রাণের উৎসবকে।
*WrongRoute* পুজোর সময় শহরের কোলাহল কে দূরে সরিয়ে পারি দেয় "গ্রাম ওই রাঙা মাটির" মেঠো পথে।
নবমীর সারাদিন কে মাতিয়ে রাখার পরিকল্পনা নিয়ে এবারের আয়োজন গ্রাম বাংলার পুজো পরিক্রমা।
উত্তর ২৪ পরগনার ছোট্ট জনপদ ধান্যকুড়িয়া। বারাসাত থেকে টাকি রোড এর দিকে এগোলে এই ছোট্ট জনপদটি। এখানে রয়েছে বেশ কিছু জমিদার বাড়ি, তার মধ্যে উল্লেখযোগ্য হল সাউ বাড়ি, গায়েন বাড়ি ও বল্লভ বাড়ি। এক সময় বহু ইংরেজ সাহেব দের যাতায়াত ছিল। এবারে আমরা ধান্যকুড়িয়া এইসব বাড়ির শতাব্দী প্রাচীন দুর্গা পুজো দর্শন করবো। তাছাড়া পাশের গ্রাম আরবেলিয়া গ্রামের পুজো দর্শন করবো, যার মধ্যে উল্লেখযোগ্য বসু বাড়ির দুর্গাপূজা।
*যাত্রা বিবরণ...*
২৩ অক্টোবর সকাল ৭ টায় আমাদের যাত্রা শুরু, বাস এ প্রাতরাশ ও যাত্রাপথে ক্ষণিকের চা বিরতি।
গন্তব্য পৌছে আমরা ঠান্ডা পানীয়তে গলা ভিজিয়ে নিয়ে শুরু করবো জমিদার বাড়ির দুর্গাপূজা, আমরা দেখে নেব সাউ বাড়ি, গায়েন বাড়ি, বল্লভ বাড়ি, সমাদ্দার বাড়ি ও রাস মঞ্চ। তাছাড়া থাকছে গ্রাম্য পরিবেশে বারোয়ারি দুর্গাপূজা।
এরপর আমরা পাড়ি দেব পাশের গ্রাম আরবেলিয়ার বসু বাড়ির দিকে।
এবার আমাদের মধ্যাহ্নভোজন সেরে নেবার পালা, মধ্যাহ্নভোজন শেষ করে ফিরবো শহরের পথে ।
Day Trip: 23rd October
Kolkata to Kolkata Transport AC. Traveller
Plz Call or Whatsapp more details: 9831570526
Hurry! Plz booking your seat...