ভ্রমণ মানচিত্রে নদিয়া

ভ্রমণ মানচিত্রে নদিয়া নদিয়ার শিল্প, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা।
(8)

23/06/2024
আজ আমাদের রবিবাসরীয় সাইকেল-ভ্রমণে নদীয়া জেলার কৃষ্ণনগর থেকে পলাশী যাওয়ার পথে এই মুহূর্তে ধুবুলিয়াতে একটা চায়ের দোকা...
23/06/2024

আজ আমাদের রবিবাসরীয় সাইকেল-ভ্রমণে নদীয়া জেলার কৃষ্ণনগর থেকে পলাশী যাওয়ার পথে এই মুহূর্তে ধুবুলিয়াতে একটা চায়ের দোকানে আছি। এখানে এসে আমাদের চারজনের সঙ্গে আর এক বন্ধু দইয়ের বাজারের বিধান ঘোষ যুক্ত হয়েছে, প্রথম ছবির সম্মুখে আপনারা বিধান ঘোষকে দেখতে পাচ্ছেন।

22/06/2024

আজ আমাদের রবিবাসরীয় সাইকেল-ভ্রমণে নদীয়া জেলার কৃষ্ণনগর থেকে পলাশী যাওয়ার পথে চার বন্ধু এই সবে জলঙ্গির সেতু পেরিয়ে বাহাদুরপুরের দিকে এগোচ্ছি—

আমাদের আজকের রবিবাসরীয় সাইকেল-ভ্রমণে নদীয়ার কৃষ্ণনগর থেকে যাচ্ছি পলাশি। কথা ছিল আমরা সবাই কৃষ্ণনগর পি ডব্লিউ ডি মোড়ে ...
22/06/2024

আমাদের আজকের রবিবাসরীয় সাইকেল-ভ্রমণে নদীয়ার কৃষ্ণনগর থেকে যাচ্ছি পলাশি। কথা ছিল আমরা সবাই কৃষ্ণনগর পি ডব্লিউ ডি মোড়ে ওভার ব্রিজের নিচে পাঁচটায় এসে জড়ো হব। আপাতত এসে পৌঁছেছি আমরা চারজন। আসার কথা আছে আরও তিনজনের। কিন্তু কী আর করা চারজনেই দিচ্ছি সাইকেল ছেড়ে—

নিচে আমার তিন বন্ধুকে দেখা যাচ্ছে। (বাঁ দিক থেকে) মিঠুন ভৌমিক, তাপস পাল ও আমার ভ্রমণগুরু বাঁকাদা।

22/06/2024

গতপরশু, ২০ জুন বন্ধু শুভব্রত মৈত্রের সঙ্গে বাইকযোগে বৈকালিক সংক্ষিপ্ত ভ্রমণে আমরা যখন নদীয়া জেলার যাত্রাপুর গ্রামের মানিকপাড়ার মধ্যে দিয়ে মহিষন্যাংড়া গ্রামের দিকে এগোচ্ছিলাম তখন নিচের এই ভিডিওটি গ্রহণ করি—

21/06/2024
21/06/2024

গতকাল, ২০ জুন বিকেলে বন্ধু শুভব্রত মৈত্র ও আমি যখন এক সংক্ষিপ্ত ভ্রমণে নদীয়া জেলার কৃষ্ণনগর থেকে হাঁসখালি রাস্তায় অবস্থিত যাত্রাপুর গ্রামের মানিকপাড়ার মধ্যে দিয়ে এগোচ্ছিলাম তখন নিচের এই ভিডিওটি গ্রহণ করি—

20/06/2024

আজ বিকেলে বন্ধু শুভব্রত মৈত্র ও আমি এক সংক্ষিপ্ত ভ্রমণে নদীয়া জেলার কৃষ্ণনগর থেকে হাঁসখালি রাস্তায় অবস্থিত যাত্রাপুর গ্রামের মানিকপাড়ার মধ্যে দিয়ে মহিষন্যাংড়া গ্রামে উপনীত হই। অবশেষে উক্ত গ্রাম থেকে গোয়ালদা গ্রাম অতিক্রম করে গৃহপ্রত্যাগমন করি। এখন আমি আমাদের ভ্রমণের প্রাক্-অন্তিমপর্বটি আপনাদের দেখাচ্ছি—

20/06/2024

নদীয়া জেলার কৃষ্ণনগর থেকে বহির্গত তিনটি রাস্তায় গত দু'বছর আমরা 'সেভ জলঙ্গি' গণসংগঠনের উদ্যোগে গাছ লাগিয়েছি। তার মধ্যে এই (কৃষ্ণনগর-মাজদিয়া) রাস্তাটিতে আমাদের সাফল্য সর্বাধিক। অন্যান্য দুটি রাস্তায় (কৃষ্ণনগর-করিমপুর ও কৃষ্ণনগর-হাঁসখালি) আমাদের সাফল্য যেখানে ১৫-২০ ভাগের বেশি নয়, সেখানে এই রাস্তাটিতে ৯০ ভাগ গাছই মাথা তুলে রয়েছে।

বন্ধুরা, বিগত ৭ জুন থেকে শুরু-হওয়া আমাদের ত্রিদিবসীয় সাইকেল-ভ্রমণের দ্বিতীয় দিন সকালে আমরা নদীয়া জেলার খেদাইতলা গ্রা...
20/06/2024

বন্ধুরা, বিগত ৭ জুন থেকে শুরু-হওয়া আমাদের ত্রিদিবসীয় সাইকেল-ভ্রমণের দ্বিতীয় দিন সকালে আমরা নদীয়া জেলার খেদাইতলা গ্রামে যাওয়ার পরে এই গ্রামটিকে নিয়ে ইতিপূর্বে আমি বেশ কয়েকটি পোস্ট দিয়েছি। তারপরেও দেখছি আমার ফোন-গ্যালারিতে তিনটি ছবি রয়ে গেছে। এবারে সেই ছবি তিনটি আপনাদের দেখাচ্ছি—

গত ১৬ জুন আমি ও বাঁকা দা আমাদের নিত্য-রবিবাসরীয় সাইকেল-ভ্রমণে আমাদের স্ব-ভূমি কৃষ্ণনগর থেকে বহির্গত হওয়ার সময় কেবল এই...
20/06/2024

গত ১৬ জুন আমি ও বাঁকা দা আমাদের নিত্য-রবিবাসরীয় সাইকেল-ভ্রমণে আমাদের স্ব-ভূমি কৃষ্ণনগর থেকে বহির্গত হওয়ার সময় কেবল এইটুকু জানতাম যে, আমরা মায়াপুরে যাচ্ছি। এর কারণ, সেখানকার ইস্কন মন্দিরবাসী রাজিব চন্দ্র দাসের আমন্ত্রণ আমরা গ্রহণ করেছিলাম। কিন্তু তারপরে যে কোথায় যাব, সেটা তখনো জানতাম না।

পরে জানতে পেরেছিলাম যে সেদিন আমরা মায়াপুর দর্শনের শেষে নবদ্বীপে গিয়েছিলাম। এই নবদ্বীপে যাওয়ার পরে আমরা ঘন্টা দেড়েক সময় নবদ্বীপের ফাঁসিতলা গঙ্গার ঘাটে বসেছিলাম। মনোরম দৃশ্যাবলী, অপূর্ব মৃদুমন্দ হওয়া, আশপাশের কিছু মানুষের একান্ত আন্তরিক সান্নিধ্য সেদিন সেখানে আমাদের দীর্ঘ সময় আটকে থাকতে বাধ্য করেছিল।

এবার ফাঁসিতলা ঘাটের কয়েকটি চিত্র আপনাদের দেখাচ্ছি—

আগামী ২৩ জুন একটি ঐতিহাসিক দিবস। ১৭৫৭ সালে এই দিনটিতে পলাশীর যুদ্ধ শুরু হয়েছিল। এ দিনটিকে স্মরণ করে পলাশীতে প্রতি বৎসর ...
19/06/2024

আগামী ২৩ জুন একটি ঐতিহাসিক দিবস। ১৭৫৭ সালে এই দিনটিতে পলাশীর যুদ্ধ শুরু হয়েছিল। এ দিনটিকে স্মরণ করে পলাশীতে প্রতি বৎসর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। অনুষ্ঠিতব্য উক্ত স্মরণানুষ্ঠানে যোগ দিতে আমি ও বাঁকাদা (আগামী ২৩ জুন রবিবার) সাইকেলযোগে আমাদের স্ব-স্থান কৃষ্ণনগর থেকে পলাশী যাব বলে মনস্থ করেছি। আর কেউ কি আছেন যিনি আমাদের সঙ্গে যেতে ইচ্ছাপোষণ করছেন? 😄

গত ১৬ জুন রবিবার, আমি ও বাঁকাদা মায়াপুরের ইসকন মন্দিরবাসী আমার ফেসবুকবন্ধু রাজিব চন্দ্র দাস-এর আমন্ত্রণে, মায়াপুরের ইস...
19/06/2024

গত ১৬ জুন রবিবার, আমি ও বাঁকাদা মায়াপুরের ইসকন মন্দিরবাসী আমার ফেসবুকবন্ধু রাজিব চন্দ্র দাস-এর আমন্ত্রণে, মায়াপুরের ইসকন মন্দির ভ্রমণ করে এলাম। রাজীবচন্দ্র দাস ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের ইসকন মন্দির খুব সুন্দর ভাবে দেখান। তবে যেহেতু বহু জায়গাতেই ছবি তোলা নিষিদ্ধ ছিল তাই সেখানে আমি খুব বেশি ছবি তুলিনি। তবু যে সামান্য কিছু ছবি তুলেছিলাম তার থেকেই এই পোস্টটি দিচ্ছি—

বিগত রবিবার, ১৬ জুন, আমি ও বাঁকাদা নদীয়া জেলায় কৃষ্ণনগরস্থ আমাদের বাসভূমি থেকে পথগত হয়ে উত্তরমুখী এনএইচ১২ অবলম্বনপূর্...
18/06/2024

বিগত রবিবার, ১৬ জুন, আমি ও বাঁকাদা নদীয়া জেলায় কৃষ্ণনগরস্থ আমাদের বাসভূমি থেকে পথগত হয়ে উত্তরমুখী এনএইচ১২ অবলম্বনপূর্বক বাহাদুরপুরে আমার ফেসবুক-বন্ধু সুরজ বিশ্বাসের বাড়ি গিয়েছিলাম, যা আপনারা আমার পূর্ববর্তী পোস্ট থেকে জেনেছেন।

এরপর আমরা বাহাদুরপুর থেকে বিষ্ণুনগর হয়ে জলঙ্গিপাড়ের রাস্তা ধরে সরডাঙা যাবার পথে (চৌগাছা গ্রামের নিকটবর্তী) এক ছায়া-সুনিবিড় অশ্বত্থতলে পৌঁছাই। উক্ত বটতলায় আমাদের সঙ্গে আলাপ হয় চৌগাছার মনা ঘোষ ও সুদীপকুমার ঘোষের সঙ্গে (এনারা পরস্পর সম্পর্কে আপন খুরতুতো-জ্যাঠতুতো ভাই)। সেখানে তাদের সঙ্গে কথায় কথায় আমাদের ৪৫ মিনিট সময় কেটে যায়। তাদের সঙ্গে নানাবিধ বিষয় নিয়ে আমাদের কথা হয়। বেশভূষায় পারিপাট্যহীন কৃষিজীবী এই দুই ভাইয়ের সঙ্গে আমাদের আলোচনাকালে প্রত্যেকটি আলোচ্য বিষয়ে তাদের সুচিন্তিত মতামত ও সিদ্ধান্ত জানলে অনেকেই হয়তো অবাক হবেন। আমরা সাইকেলে নিয়মিত গ্রামভ্রমণ করি জেনে তারা নিতান্ত খুশিজ্ঞাপন করেন। এরপর আমরা তাদের সঙ্গে ফোন-নম্বরের আদানপ্রদান করি। ফলত আমাদের দীর্ঘ বন্ধু-তালিকা আরও একটু দীর্ঘায়িত হয়।

নিঃসঙ্গ চিন্তান্বিত এক বক, বসে বসে কেবলই ভেবে চলেছে রৌদ্ররশ্মিজাল কেন বর্শার মতো এত সুতীক্ষ্ণ হয়ে উঠেছে। আষাঢ় মাস তো এ...
18/06/2024

নিঃসঙ্গ চিন্তান্বিত এক বক, বসে বসে কেবলই ভেবে চলেছে রৌদ্ররশ্মিজাল কেন বর্শার মতো এত সুতীক্ষ্ণ হয়ে উঠেছে। আষাঢ় মাস তো এসে গেছে, আর কবে বইবে শীতল বায়ু, কবে নামবে অঝোরে বাদলধারা.....।

(ছবিটি নদীয়া জেলার বিষ্ণুনগরে জলঙ্গীর ধারে গত রবিবার ১৬ জুন আমাকর্তৃক গৃহীত)

18/06/2024

গত শনিবার, ১৫ জুন, আমরা ন'জন নানাবয়সী সাইক্লিস্ট বন্ধু কৃষ্ণনগর থেকে সাইকেলযোগে মাজদিয়া সন্নিকটস্থ টুঙ্গী গ্রামের হাজরতলায় 'শ্ব'-এর আমন্ত্রণে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলাম।

উক্ত অনুষ্ঠান শুরুর আগে আমি আমার সাইকেল টিমের সদস্যদের নিয়ে অদূরেই অবস্থিত ধরমপুরে টুঙ্গী বিলের ধারে গিয়েছিলাম। এই টুঙ্গী বিলপারে আমার ও বাঁকাদার দ্বিতীয়বার আসা। প্রথমবার এসেছিলাম বিগত ১২ মে তারিখে।

এই বিলের ধারে এক নির্জন প্রদেশে মুকুন্দ বিশ্বাসের ঘর-গৃহস্থালী। মুকুন্দ বিশ্বাস এতদঞ্চলের একমাত্র নৌকানির্মাতা। আগেরবার (১২ মে) আমরা যখন এই বিলপারে এসেছিলাম তখন তার সঙ্গে আমাদের অনেক হৃদ্য কথাবার্তা হওয়ার সঙ্গে আমরা চা-বিস্কুটযোগে আপ্যায়িত হয়েছিলাম। এমনকি দুপুরে তার বাড়িতে আহারের নিমন্ত্রণও পেয়েছিলাম।

আমাদের এবারের টুঙ্গীবিল ভ্রমণে আমার সকল সঙ্গী বন্ধুদেরকে মুকুন্দ বিশ্বাসে বাড়িতে নিয়ে যাই। মুকুন্দ বিশ্বাস তখন শায়িত অবস্থায় বিশ্রাম করছেন। তাকে আমি ডেকে তুলি। এতে তিনি বিরক্তির পরিবর্তে খুশিই হন। আর আমার বন্ধুবান্ধবও কিছুক্ষণ এই সহজ-সরল মানুষটির বাড়িটিতে কাটিয়ে আনন্দলাভ করেন। এবারে নিচের ভিডিওটি দেখুন—

[বিগত ১২ মে'র ভ্রমণের পরে আমি এই মুকুন্দ বিশ্বাসের বাড়ি থেকে করা তিনটি ভিডিও পোস্ট (১৬ মে একটি এবং ১৭ মে দুটি) দিয়েছিলাম। যদি সম্ভব হয় সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন]

17/06/2024

গত শনিবার, ১৫ জুন, আমরা ন'জন নানাবয়সী সাইক্লিস্ট বন্ধু কৃষ্ণনগর থেকে সাইকেলযোগে মাজদিয়া সন্নিকটস্থ টুঙ্গী গ্রামের হাজরতলায় 'শ্ব'-এর আমন্ত্রণে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলাম।

উক্ত অনুষ্ঠান শুরুর আগে আমি আমার সাইকেল টিমের সদস্যদের নিয়ে অদূরেই অবস্থিত ধরমপুরে টুঙ্গী বিলের ধারে গিয়েছিলাম। নিচে আপনাদের উক্ত টুঙ্গী বিলের ভিডিওকৃত দৃশ্য দেখাচ্ছি—

গত শনিবার, ১৫ জুন, আমরা ন'জন নানাবয়সী সাইক্লিস্ট বন্ধু কৃষ্ণনগর থেকে সাইকেলযোগে মাজদিয়া সন্নিকটস্থ টুঙ্গী গ্রামের হাজর...
17/06/2024

গত শনিবার, ১৫ জুন, আমরা ন'জন নানাবয়সী সাইক্লিস্ট বন্ধু কৃষ্ণনগর থেকে সাইকেলযোগে মাজদিয়া সন্নিকটস্থ টুঙ্গী গ্রামের হাজরতলায় 'শ্ব'-এর আমন্ত্রণে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলাম।

উক্ত অনুষ্ঠান শুরুর আগে আমি আমার সাইকেল টিমের সদস্যদের টুঙ্গীর অদূরে টুঙ্গী বর্ডার (ভারত-বাংলাদেশ) দেখাতে নিয়ে গিয়েছিলাম। নিচে টুঙ্গী গ্রাম থেকে বর্ডারে যাওয়ার পথের কয়েকটি দৃশ্য আপনাদের দেখাচ্ছি—

17/06/2024

গত শনিবার, ১৫ জুন, আমরা ন'জন নানাবয়সী সাইক্লিস্ট বন্ধু কৃষ্ণনগর থেকে সাইকেলযোগে মাজদিয়া সন্নিকটস্থ টুঙ্গী গ্রামের হাজরতলায় 'শ্ব'-এর আমন্ত্রণে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলাম।

উক্ত অনুষ্ঠান শুরুর আগে আমি আমার সাইকেল টিমের সদস্যদের টুঙ্গীর অদূরে টুঙ্গী বর্ডার (ভারত-বাংলাদেশ) দেখাতে নিয়ে গিয়েছিলাম। নিচে এই সংক্রান্ত একটি ভিডিও আপনাদের দেখাচ্ছি—

গত শনিবার, ১৫ জুন, আমরা ন'জন নানাবয়সী সাইক্লিস্ট বন্ধু কৃষ্ণনগর থেকে সাইকেলযোগে মাজদিয়া সন্নিকটস্থ টুঙ্গী গ্রামের হাজর...
17/06/2024

গত শনিবার, ১৫ জুন, আমরা ন'জন নানাবয়সী সাইক্লিস্ট বন্ধু কৃষ্ণনগর থেকে সাইকেলযোগে মাজদিয়া সন্নিকটস্থ টুঙ্গী গ্রামের হাজরতলায় 'শ্ব'-এর আমন্ত্রণে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলাম।

নিচে সেই অনুষ্ঠানের কয়েকটি চিত্র আপনাদের দেখাচ্ছি—

Address

Padia Market
Krishnagar
741101

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভ্রমণ মানচিত্রে নদিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Services in Krishnagar

Show All