05/02/2024
*পুরী পুরী পুরী পুরী পুরী পুরী*
🏝️🏖️ *পুরী ভ্রমণ* 🏖️🏝️
*21st April** হাওড়া/শালিমার থেকে রাতের ট্রেন।
**22nd April* সকালে পুরী পৌঁছে হোটেল প্রবেশ। বাকি সারাদিন নিজের মত করে সময় কাটান।
*23rd April* * সকালের টিফিন সেরে সাইডসিন এ যাওয়া। *(চন্দ্রভাগা, কোনারক, উদয়গীরী, খন্ডগীরী, লিঙ্গরাজ মন্দির, নন্দনকানন)* সন্ধ্যা তে ফিরে এসে টিফিন সেরে সমুদ্র সৈকত এ সময় কাটানো।
*24th April* সকালের টিফিন সেরে সমুদ্র স্নান করে একটু তাড়াতাড়ি মধ্যাহ্ন ভোজন সেরে চিলকা লেক দেখতে যাওয়া (ঐচ্ছিক) । সন্ধ্যা তে ফিরে টিফিন সেরে সমুদ্র সৈকতে সময় কাটানো।
*25th April* সকালে মন্দির দর্শন ও পূজা পর্ব সেরে সমুদ্র স্নান। দুপুরে বিশ্রাম নিয়ে বিকেলে স্টেশনে এর উদ্দেশ্য যাওয়া।
*26th April* ভোর বেলা শিয়ালদহ / হাওড়া/ শালিমার পৌঁছানো।
💠 *প্যাকেজ মূল্য =* **৪৮০০/-(তিন জন/Room)*
*৫২০০/-(দুই জন/Room)*
✔️ *প্যাকেজ অন্তর্ভুক্ত*
🔹ফ্যামিলি রুম
🔹বেড টি, সকালের টিফিন,মধ্যাহ্ন ভোজন, সন্ধ্যার টিফিন আর রাতের খাবার।
🔹সাইডসিন এর জন্য এসি গাড়ি।
🔹ফেরার দিন রাতে ট্রেন এর খাবার।
🚆 *ট্রেন টিকিট আলাদা*
🥘🍝 *খাদ্য তালিকা*🍝🥘
*Day 1-, 22nd April*
*Breakfast* = ছোলার ডাল, লুচি, মিষ্টি, চা।
*Lunch* = বাসমতি রাইস, মুগ ডাল, ভাজা, সব্জি, পার্শে মাছ/বাঁটা মাছ , চাটনি, পাপড়।
*Snacks* = মোগলাই প্যাটিস, সস, স্যালাড, চা/কফি।
*Dinner* =ফ্রাইড রাইস/ রুটি, চিলি চিকেন চাটনি, পাপড়।
**Day 2 - 23rd April*
বেড টি
*Breakfast* = পিটাই পরোটা, আলুর দম, মিষ্টি, চা।
*Lunch* = বাসমতি রাইস, মুসুর ডাল, ভাজা, সব্জি, ডিম কারী ।(খাওয়া বাইরে)
*Snacks* = চিকেন সাঠে, স্যালাড, সস, চা/কফি।
*Dinner* = আলু ডিম বিরিয়ানি, মটন কষা, চাটনি, পাপড় ।
*Day 3 24th April*
বেড টি
*Breakfast* = নানপুরি, কাবলি ছোলা, মিষ্টি, চা।
*Lunch* = বাসমতি রাইস, বিউলির ডাল, ভাজা, সব্জি, পাবদা মাছ চাটনি, পাপড় ।
*Snacks* = চিকেন পকোড়া, ভেজ পকোড়া, চা/কফি।
*Dinner* = পোলাও, চিকেন কষা, চাটনি, পাপড় ।
*Day 4 25th April*
বেড টি
*Breakfast* = কচুড়ী, ঘুগনি, মিষ্টি, চা।
*Lunch* = বাসমতি রাইস, মুসুর ডাল, ভাজা, সব্জি ভোলা মাছ/কাতলা, চাটনি, পাপড়।
*Snacks* = মুড়ি, চানাচুর, ভাজা ।
*Dinner*= জিরা রাইস চিকেন কষা (ট্রেন)।
*যোগাযোগ*
*Amit Ray*
*Suryatapa Travels* Halisahar Malancha North 24Parganas West Bengal 743135
📱PH 7980258924 WhatsApp 9836990799