19/04/2024
★ রিভিউটা ছবিতে আছে ★
আবার একটা ৪ রাত ৫ দিনের অফবিট কালিম্পং ( সামালবং + দাড়াগাও) সাথে জুলুক,নাথুলা,বাবা মন্দির (সিল্ক রুট) ট্যুর সুন্দর ভাবে শেষ হলো।
যে কোনো কাস্টোমাইজ ট্যুরের ক্ষেত্রে আমি কয়েকটা বিষয় খুব ভালো ভাবে লক্ষ্য রাখি।
১) ট্যুর চলাকালীন আমার অতিথিদের যেন কোন টাকা পয়সা জনিত সমস্যার মুখোমুখি হতে না হয় তাই হোটেল/ হোমস্টে আর গাড়ির পুরো হিসেব একদিন আগেই মিটিয়ে দিই।
২) হোটেল/ হোমস্টে ও গাড়ির রেট নিয়ে ওনারদের সাথে দরাদরা করি না কারন তাদের ভরসাতেই আমি আমার গেস্টদের ঘুরতে পাঠাই তাই তারা খুশি থাকলে আমার গেস্টরাও আনন্দে ঘুরবে।
৩) যতটুকু করতে পারবো তার থেকে কমিয়ে বলি যাতে আমার গেস্টরা ঘুরে এসে না বলে এটা বলেছিলে কিন্তু হয় নি।
যেমন এই ট্যুরেই অতিথিদের পিকাপ করার জন্য সময় দিয়েছিলাম সকাল ৭টা কিন্তু পিকাপ হয়েছে সকাল ৬:১৫ নাগাদ।
পুরো ট্যুরটার জন্য ধন্যবাদ জানাই অভিনন্দনকে,আমার অতিথিদের দারুন পরিষেবা দিয়েছে।
আর সব থেকে ভালো বিষয় অমিত, শুভঙ্করের মতো অতিথি পাওয়াটাও ভাগ্যের ব্যাপার কোনো অভিযোগ নেই টাকা পয়সা নিয়ে কোনো দর কষাকষি নেই খুব বন্ধুত্বপূর্ণ ব্যবহার।
তাই এদের ট্যুর ভালো না হয়ে উপায় আছে?
আর হ্যাঁ শুধু হিমাচল, কাশ্মীরের মতো বড়ো ট্যুর না!
নর্থ বেঙ্গল, সিকিমের মতো অল্প কিছু দিনের যে কোনো ধরনের ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথে।
আশাকরি নিরাশ হবেন না।