Bose tourism

Bose tourism হিংসা রাগ ভুলে আনন্দে মাতি

★ রিভিউটা ছবিতে আছে ★আবার একটা ৪ রাত ৫ দিনের অফবিট কালিম্পং ( সামালবং + দাড়াগাও) সাথে জুলুক,নাথুলা,বাবা মন্দির (সিল্ক র...
19/04/2024

★ রিভিউটা ছবিতে আছে ★

আবার একটা ৪ রাত ৫ দিনের অফবিট কালিম্পং ( সামালবং + দাড়াগাও) সাথে জুলুক,নাথুলা,বাবা মন্দির (সিল্ক রুট) ট্যুর সুন্দর ভাবে শেষ হলো।

যে কোনো কাস্টোমাইজ ট্যুরের ক্ষেত্রে আমি কয়েকটা বিষয় খুব ভালো ভাবে লক্ষ্য রাখি।
১) ট্যুর চলাকালীন আমার অতিথিদের যেন কোন টাকা পয়সা জনিত সমস্যার মুখোমুখি হতে না হয় তাই হোটেল/ হোমস্টে আর গাড়ির পুরো হিসেব একদিন আগেই মিটিয়ে দিই।
২) হোটেল/ হোমস্টে ও গাড়ির রেট নিয়ে ওনারদের সাথে দরাদরা করি না কারন তাদের ভরসাতেই আমি আমার গেস্টদের ঘুরতে পাঠাই তাই তারা খুশি থাকলে আমার গেস্টরাও আনন্দে ঘুরবে।
৩) যতটুকু করতে পারবো তার থেকে কমিয়ে বলি যাতে আমার গেস্টরা ঘুরে এসে না বলে এটা বলেছিলে কিন্তু হয় নি।
যেমন এই ট্যুরেই অতিথিদের পিকাপ করার জন্য সময় দিয়েছিলাম সকাল ৭টা কিন্তু পিকাপ হয়েছে সকাল ৬:১৫ নাগাদ।

পুরো ট্যুরটার জন্য ধন্যবাদ জানাই অভিনন্দনকে,আমার অতিথিদের দারুন পরিষেবা দিয়েছে।
আর সব থেকে ভালো বিষয় অমিত, শুভঙ্করের মতো অতিথি পাওয়াটাও ভাগ্যের ব্যাপার কোনো অভিযোগ নেই টাকা পয়সা নিয়ে কোনো দর কষাকষি নেই খুব বন্ধুত্বপূর্ণ ব্যবহার।
তাই এদের ট্যুর ভালো না হয়ে উপায় আছে?

আর হ্যাঁ শুধু হিমাচল, কাশ্মীরের মতো বড়ো ট্যুর না!
নর্থ বেঙ্গল, সিকিমের মতো অল্প কিছু দিনের যে কোনো ধরনের ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথে।
আশাকরি নিরাশ হবেন না।

DEV TOUR &travels GROUP১৩/০৪/২৪ থেকে ৫০ জন অতিথি নিয়ে শুরু হয়েছে আমাদের কাশ্মীর ট্যুর।আমাদের আগামী অক্টোবর মাসের কাশ্ম...
17/04/2024

DEV TOUR &travels GROUP

১৩/০৪/২৪ থেকে ৫০ জন অতিথি নিয়ে শুরু হয়েছে আমাদের কাশ্মীর ট্যুর।

আমাদের আগামী অক্টোবর মাসের কাশ্মীর ট্যুরের বুকিং চলছে।
অক্টোবরে কাশ্মীর ট্যুরের প্রধান আকর্ষণ আপেল বাগান ও অফবিট দুধ পাথরী।

আপনারা যদি আমাদের সাথে যেতে ইচ্ছুক হন তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে।

DEV TOUR AND TRAVELS GROUP
BOSE TOURISM RISHRA

097486 48253

সুস্থ  ও স্বাভাবিক ভাবেই  আমাদের হিমাচলের প্রথম গ্রুপের (03/04/24) সম্পন্ন হবার পর দ্বিতীয় গ্রুপ (০৯.০৪.২৪) এর সিমলা,মান...
14/04/2024

সুস্থ ও স্বাভাবিক ভাবেই আমাদের হিমাচলের প্রথম গ্রুপের (03/04/24) সম্পন্ন হবার পর দ্বিতীয় গ্রুপ (০৯.০৪.২৪) এর সিমলা,মানালি ট‍্যুর, চলছে তারই কিছু সুন্দর ছবি অতিথিরা শেয়ার করেছেন আমাদের সাথে,আমরাও শেয়ার করলাম আপনাদের সাথে।

আমাদের পরবর্তী সিমলা,মানালী গ্রুপ ট‍্যুর আগামী ২৩/০৫/২৪ যাত্রী সংখ্যা টা ৮৫+,আসন্ন দূর্গা পুজোতে ০৭.১০.২৪ আমাদের সিমলা, মানালি গ্রুপ ট‍্যুর আছে।

দেব ট্যুর & ট্রাভেলস গ্রুপ মানেই
" ভ্রমণে এগিয়ে থাকে ও এগিয়ে রাখে "


DEV TOUR &travels GROUP
BOSE TOURISM RISHRA
9831159401/ 097486 48253

DEV TOUR &travels GROUPএক এক করে এক দুই তিন চার,আর এটা আমাদের ২০২৪ ক্যালেন্ডারের এখনো পর্যন্ত চতুর্থ কাশ্মীর গ্রুপ ট্যুর...
13/04/2024

DEV TOUR &travels GROUP

এক এক করে এক দুই তিন চার,আর এটা আমাদের ২০২৪ ক্যালেন্ডারের এখনো পর্যন্ত চতুর্থ কাশ্মীর গ্রুপ ট্যুর শুরু হলো ৫০ জন অতিথি নিয়ে।

আশাকরি অন্যান্য ট্যুর গুলোর মতো এই ট্যুরটাও সফল ভাবে শেষ করতে পারবো আপনাদের সবার সহযোগিতা ও ভালোবাসায়।

আস্তে আস্তে সবাই জমায়েত হয়েছে ট্রেনের অপেক্ষায়,সবাই খুব উচ্ছসিত ও আশাবাদী। এই ট্যুরের ১৪টা দিন সবাই দেব ট্যুর এন্ড ট্রাভেলস পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য।

অন্যান্য ট্যুর গুলোর মতো এটাও রেগুলার গ্রুপ ট্যুর,আমরা চেষ্টা করি নিজেদের ১০০ শতাংশ পরিষেবা দেওয়ার যাতে শেষদিন পর্যন্ত অতিথিদের হাসি মুখ গুলো দেখতে পারি সেই আশায় আর সেটাই আমাদের পরম প্রাপ্তি আর সেটা পেয়েও যাই আপনাদের ভালোবাসায় ♥️

আমাদের আগামী অক্টোবর মাসে ২টো গ্রুপ ট্যুর আছে কাশ্মীরে,আর সেই ট্যুরের প্রধান আকর্ষণ আপেল বাগান ও দুধ পাথরী।

আমাদের কাশ্মীর ট্যুরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের টাইম লাইনে,আর আগামী কাশ্মীর ট্যুরে আমাদের সাথে যেতে ইচ্ছুক হলে যোগাযোগ করুন আমাদের সাথে।

DEV TOUR AND TRAVELS GROUP
BOSE TOURISM RISHRA
097486 48253

DEV TOUR &travels GROUP৩০/০৩/২৪ থেকে শুরু হওয়া কাশ্মীর ট্যুরের অতিথিরা আজ জম্মু থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেন ধরবেন,...
10/04/2024

DEV TOUR &travels GROUP

৩০/০৩/২৪ থেকে শুরু হওয়া কাশ্মীর ট্যুরের অতিথিরা আজ জম্মু থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেন ধরবেন,আর ১৩/০৪/২৪ তারিখ আরো একটা কাশ্মীর ট্যুর শুরু হবে।

অন্যদিকে ০৩/০৪/২৪ থেকে শুরু হওয়া হিমাচল ট্যুর শেষের দিকে তারমধ্যেই গতকাল ০৯/০৪/২৪ আরো একটা হিমাচল ট্যুর শুরু হয়েছে তারই ছবি পোস্ট করলাম।
সামনের মাসে ২৩/০৫/২৪ থেকে শুরু হবে আরো একটা সিমলা মানালি ট্যুর ৮০ জনের সামান্য কিছু বেশি অতিথি নিয়ে।

আগস্টে গোয়ায় বর্ষাবরন ইতিমধ্যে ৬২ জনের বুকিং কনফার্ম হয়েছে আর অল্প কিছু বুকিং খোলা আছে।

সবাইকে অনেক ধন্যবাদ ভালোবেসে হিংসা করে পাশে থাকার জন্য।

আপনাদের যে কোন ধরনের ট্যুরের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।
DEV TOUR AND TRAVELS GROUP
BOSE TOURISM RISHRA
097486 48253











**দেব ট্যুর এন্ড ট্রাভেলস গ্রুপ**অরুনাচল প্রদেশ ও কাজিরাঙা* শুধু মাত্র ১৯৮৯০/- জন প্রতি হাওড়া থেকে ০৯/১০/২৪ যাত্রা শুরু ...
09/04/2024

**দেব ট্যুর এন্ড ট্রাভেলস গ্রুপ*

*অরুনাচল প্রদেশ ও কাজিরাঙা* শুধু মাত্র ১৯৮৯০/- জন প্রতি

হাওড়া থেকে ০৯/১০/২৪ যাত্রা শুরু

*প্রথম দিন*
👉 সবাই হাওড়া স্টেশন মিলিত হয়ে সরাইঘাট এক্সপ্রেসে উঠে বসবো নিজেদের সংরক্ষিত আসনে।

*দ্বিতীয় দিন*
👉 আমরা গুয়াহাটি স্টেশনে পৌঁছে হোটেলে প্রবেশ করবো। তারপর আমরা যাবো কামাক্ষ্যা মন্দির দর্শন করতে।
বিকেলে আমরা ব্রহ্মপুত্রের উপর গোল্ডেন সানসেট ক্রুজে সময় কাটাতে পারি ( নিজস্ব খরচে)।

*তৃতীয় দিন*
👉 সকালের জলখাবার খেয়ে আমরা যাবো প্রায় ৩৫০ কিমি পথ অতিক্রম করে বমডিলা। পথে দেখে নেবো প্রায় ৫০০ প্রজাতির অরচিড ও নাগ মন্দির।
বিকেলটা নিজেদের মতো করে কাটাবো।

*চতুর্থ দিন*
👉 সকালে জলখাবারের পর আমরা বেড়িয়ে পড়বো বমডিলা থেকে প্রায় ১৯০ কিমি দূরে তাওয়াংয়ের উদ্দেশ্যে তার আগে দেখে নেবো বমডিলার বৌদ্ধ মনিস্ট্রি।
পথে পড়বে বিশ্বের দ্বিতীয় উচ্চতম সেলা পাস ও সেলা লেক,যশবন্ত গড় ও ইন্দো- চিন ওয়ার মেমোরিয়াল।
আজকের রাতটা তাওয়ায়ের 🏨 হোটেলে থাকবো।

*পঞ্চম দিন*
👉 সকালে জলখাবারের পর আমরা দেখে নেবো পৃথিবী বিখ্যাত তাওয়াং মনিস্ট্রি ও আরগেলিং গুহা,ষষ্ঠ দালাই লামার জন্মস্থান ও আরো অন্যান্য দর্শনীয় স্থান।
আজকের রাতটাও আমাদের তাওয়াংয়ের 🏨 হোটেলে কাটবে।

*ষষ্ঠ দিন*
👉আমরা দেখবো জনপ্রিয় মাধুরী লেক,ইন্দো - চিনা বর্ডার।

*সপ্তম দিন*
👉 সকালে জলখাবারের পর আমরা বেড়িয়ে পড়বো দিরাংয়ের উদ্দেশ্যে এবং দেখে অরচিড সেন্টার এবং দুপুরের পর আমরা দেখবো কিউই ফার্ম,দিরাং মনেস্ট্রি ও কালাচাক্রা মনেস্ট্রি।
তবে দিরাং পপুলার হট ওয়াটার স্প্রিংয়ের জন্য যেখানে অনেকেই স্নান করে। আজকের রাতটা আমাদের দিরাংয়ের 🏨 হোটেলে কাটবে।

*অষ্টম দিন*
👉 দিরাং থেকে পৌঁছে যাবো প্রায় ২৫৫ কিমি দূরে কাজিরাঙা জাতীয় উদ্যানে।

*নবম দিন*
👉 সকাল সকাল আমরা এলিফ্যান্ট সাফারি করবো এবং ভাগ্য ভালো থাকলে অনেক রকমের বন্য পশু দেখার সুযোগ পাবো।
দুপুরের পর আমরা জিপ সাফারি করতে পারবো।
বিকেলের পর আমরা অরচিড গার্ডেন ঘুরে দেখতে পারি ও স্থানীয় নাচের মজা নিতে পারি।

*দশম দিন*
👉 আমরা সকালে জলখাবারের পর বশিষ্ঠ আশ্রম ও বালাজী মন্দির দর্শন করে গুয়াহাটি স্টেশনে পৌঁছে যাবো ট্রেন ধরার উদ্দেশ্যে।

*একাদশ তম দিন*
👉 আমরা হাওড়া পৌঁছে যাবো এবং আমাদের ট্যুর এখানেই শেষ হবে।
আবার দেখা হবে অন্য কোন সময় অন্য কোনো জায়গায় 😊

*অতিরিক্ত খরচ*
👉 ১)আইএলপি খরচ মাথাপিছু ৫০০ টাকা।
২) বুমলা পাস ও মাধুরী লেক খরচ প্রতি গাড়ি ৬০০০ টাকা।
৩) কাজিরাঙা জাতীয় উদ্যানে এলিফ্যান্ট সাফারি ১২০০ টাকা মাথাপিছু।
৪) কাজিরাঙা জাতীয় উদ্যানে জিপ সাফারি ৩৫০০ টাকা ৬ জনের জন্য।

যোগাযোগ:
DEV TOUR AND TRAVELS GROUP
BOSE TOURISM RISHRA
097486 48253 - Santu
9831159401- Debjyoti Bandyopadhyay

স্বল্প মূল্য এ শিমলা মানালির ব্যাপক সাফল্যের পর আমরা আবার নিয়ে এলাম বর্ষা বরণ করতে এমন এক সমুদ্র সৈকতে যেখানে দেশের মাটি...
09/02/2024

স্বল্প মূল্য এ শিমলা মানালির ব্যাপক সাফল্যের পর আমরা আবার নিয়ে এলাম বর্ষা বরণ করতে এমন এক সমুদ্র সৈকতে যেখানে দেশের মাটিতে এক টুকরো বিদেশের স্বাদ অনুভব করা যাবে।

গো গো 🏄 গোয়া 🏄

যাত্রার তারিখ: ২৪/০৮/২০২৪

মাথাপিছু: ৮৯৯৯ টাকা 👪 ত্রিশয্যা বিশিষ্ট পারিবারিক রুম।
মাথা পিছু ৯৪৯৯ দিশয্যা বিশিষ্ট পারিবারিক রুম।

ব্যবস্থাপনা ও পরিচালনায়
©️দেব ট্যুর এন্ড ট্রাভেল©️

★ প্রথম দিন :২৪/০৮/২০২৪
আমরা মিলিত হবো বহু পুরানো সাক্ষাৎ স্থান সেই শালিমার স্টেশন , এরপর আমরা আমাদের পরিচয় পর্ব সেরে নিয়ে ট্রেনে যে যার সংরক্ষিত আসনে গিয়ে বসবো।

★ দ্বিতীয় দিন :২৫/০৮/২০২৪
আমাদের ট্রেনেই কাটবে,আর তার মধ্যেই আমরা সবার সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি নেবো। কারন এই কয়েকটা দিন আমরা একটা পরিবারের মতো করে নিজেরা থাকবো আর পুরো ট্যুরটার মজা নেবো। এদিন আমাদের সারাটা দিন ট্রেনেই কাটবে নিজেদের মধ্যে আড্ডা হাসি গল্প মজা করে।

★তৃতীয় দিন :২৬/০৮/২০২৪
এইদিন আমরা গোয়ায় পৌছাবো দুপুর নাগাদ,আর পৌঁছে আমরা কোলভা বীচের কাছে আমাদের আগে থেকে ঠিক করা হোটেলে প্রবেশ করবো। তারপর পুরো বিকেলটা নিজেদের মতো করে সময় কাটাবো বীচের কাছে অথবা হোটেলের ঘরে।

★চতুর্থ দিন :২৭/০৮/২০২৪
সকালের জলখাবার খেয়ে আমরা যাবো উত্তর গোয়া ঘুরে দেখতে। আমরা একে একে দেখে নেবো ডলফিন ভিউ, কোকো বীচ,গোয়া সেন্ট্রাল জেল,আগুদা ফোর্ট,আনজুনা বীচ,ভাগাতর বীচ ও কালানগুত বীচ।
এরপর হোটেলে ফিরে দুপুরের খাবার খেয়ে রিভার ক্রুজে আনন্দ উপভোগ করবো মান্দোভি নদীতে। তাছাড়াও কালানগুত বীচে বীচ পার্টিতে যোগদান করতে পারি নিজস্ব খরচে।

★ পঞ্চম দিন:২৮/০৮/২০২৪
এই দিনটা আমরা ঘুরবো দক্ষিণ গোয়ার সি একওরইয়আম,দোনাপাওলো,মিরামার বীচ,গোয়া চার্চ।

★সপ্তম দিন:২৯/০৮/২০২৪
এদিন আমরা সকাল ৬টার মধ্যে পৌঁছে যাব মারগাঁও স্টেশন অথবা নিকটবর্তী এয়ারপোর্টে ফেরার ট্রেন অথবা বিমান ধরার উদ্দেশ্যে।

★অষ্টম দিন:৩০/০৮/২০২৪
এইদিনটা আমাদের ট্রেনেই কাটবে এই কয়দিনের ট্যুরের কাটানো মজার ছোট্ট ছোট্ট ঘটনার স্মৃতি রোমন্থন করতে করতে। হাওড়ায় ফিরে আসবো ও একরাশ সুন্দর মিষ্টি স্মৃতির সাক্ষী হয়ে যে যার নিজের বাড়ির দিকে রওনা দেবো আর এখানেই শেষ হবে আমাদের সবার বর্ষা বরন উৎসব।

🛑 আমরা যা দেবো
★হাওড়া থেকে হাওড়া ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট ভাড়া।
★পরিবার পিছু ত্রিশয্যা রুম।
★সকাল, দুপুর,বিকেল,রাত্রি চারবেলা খাবার।
★ উল্লেখ করা আছে এমন সব জায়গায় ঘোরার জন্য গাড়ি।

🛑 আমরা যা দেবো না
★যাত্রাকালীন ট্রেনের কোন খাবার।
★উল্লেখ নেই এমন কোন খরচ।
★ ব্যাক্তিগত কোন খরচ।
★প্রাকৃতিক দূর্যোগের কারনে যদি কোন সমস্যা হয় অথবা ট্যুর বিলম্বিত হয় তাহলে যাত্রীদের সেই খরচ বহন করতে হবে।

📞📞📞 DEV TOUR AND TRAVELS GROUP
BOSE TOURISM RISHRA
097486 48253

অতিথিদের পাঠানো ছবি
08/02/2024

অতিথিদের পাঠানো ছবি

 #চেনাঅচেনা #জানাঅজানাআজকে তোমাদের বলবো এমন একটা সমুদ্র সৈকতের কথা হয়তো সেটা সম্পর্কে অনেকেই জানে বা জানেনা।জানলেও হয়ত...
06/02/2024

#চেনাঅচেনা
#জানাঅজানা

আজকে তোমাদের বলবো এমন একটা সমুদ্র সৈকতের কথা হয়তো সেটা সম্পর্কে অনেকেই জানে বা জানেনা।
জানলেও হয়তো এখনো যাওয়া হয়নি।

অনেকেই আছে যাদের কাছে সমুদ্র খুব পছন্দের কিন্তু ভিড় ভাট্টা হৈ হট্টোগোল একদমই অপছন্দ তাদের কাছে এই সৈকতটা একদমই উপযুক্ত।

দীঘা বা পুরীর মতো জনসমাগম নেই ধাক্কা ধাক্কি ভিড় ঠেলাঠেলি নেই, বড়ো বড়ো হোটেল বা অট্টালিকা নেই।আছে শুধু দিগন্ত বিস্তৃত জলরাশি ঝাউবনের সাথে আরো বেশ কিছু গাছপালা আর সাথে এক বিশাল নির্জন সমুদ্র সৈকত।
নিজেকে সেই সৈকতের মালিকও ভাবতে কোনো অসুবিধা হওয়ার কথা না।
এখানে ১রাত ২দিন বা ২রাত ৩ দিনের একটা ছুটি কাটানো যেতেই পারে।
এখান থেকেই একদিন পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, নীলগিরি, জগন্নাথ মন্দির ঘুরে দেখে নেওয়া যায়।
ও হ্যা জায়গাটার নামটাই বলা হয়নি।
জায়গাটা আমাদের পাশের রাজ্য ওড়িশার বালেশ্বরে।
নিকটবর্তী রেল স্টেশন বালেশ্বর থেকে টোটো বুক করে অনায়াসেই পৌঁছে যাওয়া যায় দুবলাগাড়ি/ দুবলাগাডি।

ছবি সংগৃহীত

DEV TOUR &travels গ্রুপের পুজোর ভ্রমন তালিকা।🔵 ০৮/১০/২৪🔴 গ্রুপ ১) রাজস্থান🔴 গ্রুপ ২) নেপাল🔴 গ্রুপ ৩) গুজরাট🔵 ০৯/১০/২৪🔴 গ...
06/02/2024

DEV TOUR &travels গ্রুপের পুজোর ভ্রমন তালিকা।

🔵 ০৮/১০/২৪
🔴 গ্রুপ ১) রাজস্থান
🔴 গ্রুপ ২) নেপাল
🔴 গ্রুপ ৩) গুজরাট

🔵 ০৯/১০/২৪
🔴 গ্রুপ ১) কেরালা
🔴 গ্রুপ ২) অরুনাচল প্রদেশ
🔴 গ্রুপ ৩) মধ্যপ্রদেশ
🔴 গ্রুপ ৪) কাশ্মীর

🔵 ১৩/১০/২৪
🔴 গ্রুপ ১) কিন্নর কৈলাস

🔵 ১৫/১০/২৪
🔴 গ্রুপ ১) মধ্যপ্রদেশ

🔵 ২০/১০/২৪
🔴 গ্রুপ ১) কাশ্মীর।

সমস্ত গ্রুপ ট্যুরের সম্পর্কে বিস্তারিত জানতে ও মাত্র ১০০০ টাকার বিনিময়ে নিজের আসন সংরক্ষণ করার জন্য যোগাযোগ করুন
DEV TOUR AND TRAVELS GROUP
BOSE TOURISM RISHRA
097486 48253

পুজোর বুকিং শুরু হয়েছে।আপনিও আপনার পুজোর বুকিং করে নিন মাত্র হাজার টাকার কুপনের বিনিময়ে।যোগাযোগ -DEV TOUR &travels GRO...
28/01/2024

পুজোর বুকিং শুরু হয়েছে।
আপনিও আপনার পুজোর বুকিং করে নিন মাত্র হাজার টাকার কুপনের বিনিময়ে।
যোগাযোগ -
DEV TOUR &travels GROUP
BOSE TOURISM RISHRA
097486 48253

স্বল্প মূল্য এ শিমলা মানালির ব্যাপক সাফল্যের পর আমরা আবার নিয়ে এলাম বর্ষা বরণ করতে এমন এক সমুদ্র সৈকতে যেখানে দেশের মাটি...
18/01/2024

স্বল্প মূল্য এ শিমলা মানালির ব্যাপক সাফল্যের পর আমরা আবার নিয়ে এলাম বর্ষা বরণ করতে এমন এক সমুদ্র সৈকতে যেখানে দেশের মাটিতে এক টুকরো বিদেশের স্বাদ অনুভব করা যাবে।

গো গো 🏄 গোয়া 🏄

যাত্রার তারিখ: ২৪/০৮/২০২৪

মাথাপিছু: ৮৯৯৯ টাকা 👪 ত্রিশয্যা বিশিষ্ট পারিবারিক রুম।
মাথা পিছু ৯৪৯৯ দিশয্যা বিশিষ্ট পারিবারিক রুম।

ব্যবস্থাপনা ও পরিচালনায়
©️দেব ট্যুর এন্ড ট্রাভেল©️

★ প্রথম দিন :২৪/০৮/২০২৩
আমরা মিলিত হবো বহু পুরানো সাক্ষাৎ স্থান সেই শালিমার স্টেশন , এরপর আমরা আমাদের পরিচয় পর্ব সেরে নিয়ে ট্রেনে যে যার সংরক্ষিত আসনে গিয়ে বসবো।

★ দ্বিতীয় দিন :২৫/০৮/২০২৪
আমাদের ট্রেনেই কাটবে,আর তার মধ্যেই আমরা সবার সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি নেবো। কারন এই কয়েকটা দিন আমরা একটা পরিবারের মতো করে নিজেরা থাকবো আর পুরো ট্যুরটার মজা নেবো। এদিন আমাদের সারাটা দিন ট্রেনেই কাটবে নিজেদের মধ্যে আড্ডা হাসি গল্প মজা করে।

★তৃতীয় দিন :২৬/০৮/২০২৪
এইদিন আমরা গোয়ায় পৌছাবো দুপুর নাগাদ,আর পৌঁছে আমরা কোলভা বীচের কাছে আমাদের আগে থেকে ঠিক করা হোটেলে প্রবেশ করবো। তারপর পুরো বিকেলটা নিজেদের মতো করে সময় কাটাবো বীচের কাছে অথবা হোটেলের ঘরে।

★চতুর্থ দিন :২৭/০৮/২০২৪
সকালের জলখাবার খেয়ে আমরা যাবো উত্তর গোয়া ঘুরে দেখতে। আমরা একে একে দেখে নেবো ডলফিন ভিউ, কোকো বীচ,গোয়া সেন্ট্রাল জেল,আগুদা ফোর্ট,আনজুনা বীচ,ভাগাতর বীচ ও কালানগুত বীচ।
এরপর হোটেলে ফিরে দুপুরের খাবার খেয়ে রিভার ক্রুজে আনন্দ উপভোগ করবো মান্দোভি নদীতে। তাছাড়াও কালানগুত বীচে বীচ পার্টিতে যোগদান করতে পারি নিজস্ব খরচে।

★ পঞ্চম দিন:২৮/০৮/২০২৪
এই দিনটা আমরা ঘুরবো দক্ষিণ গোয়ার সি একওরইয়আম,দোনাপাওলো,মিরামার বীচ,গোয়া চার্চ।

★সপ্তম দিন:২৯/০৮/২০২৪
এদিন আমরা সকাল ৬টার মধ্যে পৌঁছে যাব মারগাঁও স্টেশন অথবা নিকটবর্তী এয়ারপোর্টে ফেরার ট্রেন অথবা বিমান ধরার উদ্দেশ্যে।

★অষ্টম দিন:৩০/০৮/২০২৪
এইদিনটা আমাদের ট্রেনেই কাটবে এই কয়দিনের ট্যুরের কাটানো মজার ছোট্ট ছোট্ট ঘটনার স্মৃতি রোমন্থন করতে করতে। হাওড়ায় ফিরে আসবো ও একরাশ সুন্দর মিষ্টি স্মৃতির সাক্ষী হয়ে যে যার নিজের বাড়ির দিকে রওনা দেবো আর এখানেই শেষ হবে আমাদের সবার বর্ষা বরন উৎসব।

🛑 আমরা যা দেবো
★হাওড়া থেকে হাওড়া ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট ভাড়া।
★পরিবার পিছু ত্রিশয্যা রুম।
★সকাল, দুপুর,বিকেল,রাত্রি চারবেলা খাবার।
★ উল্লেখ করা আছে এমন সব জায়গায় ঘোরার জন্য গাড়ি।

🛑 আমরা যা দেবো না
★যাত্রাকালীন ট্রেনের কোন খাবার।
★উল্লেখ নেই এমন কোন খরচ।
★ ব্যাক্তিগত কোন খরচ।
★প্রাকৃতিক দূর্যোগের কারনে যদি কোন সমস্যা হয় অথবা ট্যুর বিলম্বিত হয় তাহলে যাত্রীদের সেই খরচ বহন করতে হবে।

📞📞📞 097486 48253

13/01/2024

**দেব ট্যুর এন্ড ট্রাভেলস গ্রুপ*

*অরুনাচল প্রদেশ ও কাজিরাঙা* শুধু মাত্র ১৯৮৯০/- জন প্রতি

হাওড়া থেকে ০৯.০৫.২৪ যাত্রা শুরু
হাওড়া ফেরা ১৯.০৫.২৪

*প্রথম দিন*
👉 সবাই হাওড়া স্টেশন মিলিত হয়ে সরাইঘাট এক্সপ্রেসে উঠে বসবো নিজেদের সংরক্ষিত আসনে।

*দ্বিতীয় দিন*
👉 আমরা গুয়াহাটি স্টেশনে পৌঁছে হোটেলে প্রবেশ করবো। তারপর আমরা যাবো কামাক্ষ্যা মন্দির দর্শন করতে।
বিকেলে আমরা ব্রহ্মপুত্রের উপর গোল্ডেন সানসেট ক্রুজে সময় কাটাতে পারি ( নিজস্ব খরচে)।

*তৃতীয় দিন*
👉 সকালের জলখাবার খেয়ে আমরা যাবো প্রায় ৩৫০ কিমি পথ অতিক্রম করে বমডিলা। পথে দেখে নেবো প্রায় ৫০০ প্রজাতির অরচিড ও নাগ মন্দির।
বিকেলটা নিজেদের মতো করে কাটাবো।

*চতুর্থ দিন*
👉 সকালে জলখাবারের পর আমরা বেড়িয়ে পড়বো বমডিলা থেকে প্রায় ১৯০ কিমি দূরে তাওয়াংয়ের উদ্দেশ্যে তার আগে দেখে নেবো বমডিলার বৌদ্ধ মনিস্ট্রি।
পথে পড়বে বিশ্বের দ্বিতীয় উচ্চতম সেলা পাস ও সেলা লেক,যশবন্ত গড় ও ইন্দো- চিন ওয়ার মেমোরিয়াল।
আজকের রাতটা তাওয়ায়ের 🏨 হোটেলে থাকবো।

*পঞ্চম দিন*
👉 সকালে জলখাবারের পর আমরা দেখে নেবো পৃথিবী বিখ্যাত তাওয়াং মনিস্ট্রি ও আরগেলিং গুহা,ষষ্ঠ দালাই লামার জন্মস্থান ও আরো অন্যান্য দর্শনীয় স্থান।
আজকের রাতটাও আমাদের তাওয়াংয়ের 🏨 হোটেলে কাটবে।

*ষষ্ঠ দিন*
👉আমরা দেখবো জনপ্রিয় মাধুরী লেক,ইন্দো - চিনা বর্ডার।

*সপ্তম দিন*
👉 সকালে জলখাবারের পর আমরা বেড়িয়ে পড়বো দিরাংয়ের উদ্দেশ্যে এবং দেখে অরচিড সেন্টার এবং দুপুরের পর আমরা দেখবো কিউই ফার্ম,দিরাং মনেস্ট্রি ও কালাচাক্রা মনেস্ট্রি।
তবে দিরাং পপুলার হট ওয়াটার স্প্রিংয়ের জন্য যেখানে অনেকেই স্নান করে। আজকের রাতটা আমাদের দিরাংয়ের 🏨 হোটেলে কাটবে।

*অষ্টম দিন*
👉 দিরাং থেকে পৌঁছে যাবো প্রায় ২৫৫ কিমি দূরে কাজিরাঙা জাতীয় উদ্যানে।

*নবম দিন*
👉 সকাল সকাল আমরা এলিফ্যান্ট সাফারি করবো এবং ভাগ্য ভালো থাকলে অনেক রকমের বন্য পশু দেখার সুযোগ পাবো।
দুপুরের পর আমরা জিপ সাফারি করতে পারবো।
বিকেলের পর আমরা অরচিড গার্ডেন ঘুরে দেখতে পারি ও স্থানীয় নাচের মজা নিতে পারি।

*দশম দিন*
👉 আমরা সকালে জলখাবারের পর বশিষ্ঠ আশ্রম ও বালাজী মন্দির দর্শন করে গুয়াহাটি স্টেশনে পৌঁছে যাবো ট্রেন ধরার উদ্দেশ্যে।

*একাদশ তম দিন*
👉 আমরা হাওড়া পৌঁছে যাবো এবং আমাদের ট্যুর এখানেই শেষ হবে।
আবার দেখা হবে অন্য কোন সময় অন্য কোনো জায়গায় 😊

*অতিরিক্ত খরচ*
👉 ১)আইএলপি খরচ মাথাপিছু ৫০০ টাকা।
২) বুমলা পাস ও মাধুরী লেক খরচ প্রতি গাড়ি ৬০০০ টাকা।
৩) কাজিরাঙা জাতীয় উদ্যানে এলিফ্যান্ট সাফারি ১২০০ টাকা মাথাপিছু।
৪) কাজিরাঙা জাতীয় উদ্যানে জিপ সাফারি ৩৫০০ টাকা ৬ জনের জন্য।

আমাদের DEV TOUR &travels গ্রুপের ব্যবস্থাপনায় হুগলী জেলার নালিকুল নিবাসী দীপক বাবু ও ওনার বন্ধুরা গতকাল তাদের কাশ্মীর ট...
18/12/2023

আমাদের DEV TOUR &travels গ্রুপের ব্যবস্থাপনায় হুগলী জেলার নালিকুল নিবাসী দীপক বাবু ও ওনার বন্ধুরা গতকাল তাদের কাশ্মীর ট্যুর শেষ করে একরাশ সুখস্মৃতি নিয়ে ফিরে আসলেন। ওনাদের কাশ্মীর ট্যুর শুরু হয়েছিল গত ১০/১২/২০২৩ থেকে।

আপনাদের যে কোন ধরনের ট্যুরের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

DEV TOUR AND TRAVELS GROUP
BOSE TOURISM RISHRA
9831159401/9748648253

Dol utsav on Kashmir of odisha Daringbadi. 22/03/2024 (5 Days)Booking openDEV TOUR &travels9831159401WANNA JOIN THE WORL...
18/11/2023

Dol utsav on Kashmir of odisha
Daringbadi.

22/03/2024 (5 Days)
Booking open
DEV TOUR &travels
9831159401

WANNA JOIN THE WORLD OF DEV TOUR AND TRAVELS GROUP PLS CALL DEV TOUR AND TRAVELS GROUP MEMBER AND ASSOCIATES BOOKING PARTNER। CONTACT DETAILS

Register Office:
GOBINDAPUR, Diara, Hooghly, 712223
9831159401/ 8777741676

BRANCH & ASSOCIATES BOOKING OFFICE:

Singur Branch
BAJEMELIYA Near Hospital Dhar
BABLU 9163555575/ 6289628629

Tollygonj Branch:
Dipali Bose
Ph no - 6291599198

Baranagar Br:
DEV TOUR & TRAVELS
8585015003/9831159401

Rishra Br.
BOSE TOURISM
Cont.: 9748648253/9831159401

Shirampur Br.
SHYAMAL TOUR & TRAVELS
Cont.: 8910085271/9831159401

Katwa ASSOCIATES Booking PARTNER.
SPARSH TOUR & TRAVELS
Con..: 7001064327/9831159401

MADHYAMGRAM Branch:
ICHHE BHARAMAN PRASENJIT DAS +918240032424 / 9831159401

Tulip  & Snow festival on Kashmir 1st date = 05/03/2024 (14 Days)2end date = 18/03/2024 (14 Days)3rd date = 30/03/2024 (...
18/11/2023

Tulip & Snow festival on Kashmir
1st date = 05/03/2024 (14 Days)
2end date = 18/03/2024 (14 Days)
3rd date = 30/03/2024 (14 Days)
4th Date= 14/04/2024 (13 Days)
Booking open
DEV TOUR &travels
9831159401

WANNA JOIN THE WORLD OF DEV TOUR AND TRAVELS GROUP PLS CALL DEV TOUR AND TRAVELS GROUP MEMBER AND ASSOCIATES BOOKING PARTNER। CONTACT DETAILS

Register Office:
GOBINDAPUR, Diara, Hooghly, 712223
9831159401/ 8777741676

BRANCH & ASSOCIATES BOOKING OFFICE:

Singur Branch
BAJEMELIYA Near Hospital Dhar
BABLU 9163555575/ 6289628629

Tollygonj Branch:
Dipali Bose
Ph no - 6291599198

Baranagar Br:
DEV TOUR & TRAVELS
8585015003/9831159401

Rishra Br.
BOSE TOURISM
Cont.: 9748648253/9831159401

Shirampur Br.
SHYAMAL TOUR & TRAVELS
Cont.: 8910085271/9831159401

Katwa ASSOCIATES Booking PARTNER.
SPARSH TOUR & TRAVELS
Con..: 7001064327/9831159401

MADHYAMGRAM Branch:
ICHHE BHARAMAN PRASENJIT DAS +918240032424 / 9831159401

দেব ট্যুর এন্ড ট্রাভেলস গ্রুপ এবার দোলে ওড়িশার কাশ্মীর দাড়িংবাড়ি।পাহাড় ঝর্না জঙ্গল ও সমুদ্র সাথে ঘোরাঘুরি আবির খেলা ...
17/11/2023

দেব ট্যুর এন্ড ট্রাভেলস গ্রুপ এবার দোলে ওড়িশার কাশ্মীর দাড়িংবাড়ি।

পাহাড় ঝর্না জঙ্গল ও সমুদ্র সাথে ঘোরাঘুরি আবির খেলা খাওয়া দাওয়া আড্ডা গল্প ও দেদার মজা।
কলকাতা থেকে কলকাতা ট্রেন ভাড়া নিয়ে মাত্র ৬৪৯৯ টাকা মাথাপিছু।

দেরি না করে নিজের সিট বুকিং করুন।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের সাথে।
DEV TOUR &travels GROUP
BOSE TOURISM RISHRA
097486 48253 /9831159401

সকালটা শুরু হোক বোস ট্যুরিজমের ব্যবস্থাপনায় দাড়াগাও ঘুরতে গিয়ে অতিথিদের ক্যামেরা বন্দী করা ছোট ছোট খুশির মুহুর্ত গুলো...
23/10/2023

সকালটা শুরু হোক বোস ট্যুরিজমের ব্যবস্থাপনায় দাড়াগাও ঘুরতে গিয়ে অতিথিদের ক্যামেরা বন্দী করা ছোট ছোট খুশির মুহুর্ত গুলো দিয়ে।

শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা জানাই সবাইকে।
20/10/2023

শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা জানাই সবাইকে।

18/10/2023

আজ থেকে শুরু হচ্ছে আমাদের DEV TOUR &travels গ্রুপের কেরালা গ্রুপ ট্যুর।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমার সাথে 097486 48253 নম্বরে।
16/10/2023

বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমার সাথে 097486 48253 নম্বরে।

15/10/2023
10/10/2023

SILK ROUTE

HOWRAH TO HOWRAH 6 NIGHT 7 DAYS ONLY RUPEES 8900/

NO EXTRA & HIDDEN COST.

INCLUDED TRAIN FARE UP & DOWN SLEEPER CLASS, PERMIT, PARKING & 1 NIGHT CAMPFIRE WITH BARBEQUE CHICKEN.

INTERESTED PERSON CONTACT ME 097486 48253

08/10/2023

WANNA JOIN THE WORLD OF DEV TOUR AND TRAVELS GROUP TOUR PLS CALL DEV TOUR AND TRAVELS GROUP MEMBER AND ASSOCIATES BOOKING PARTNER। CONTACT DETAILS

Register Office:
GOBINDAPUR, Diara, Hooghly, 712223
9831159401/ 8777741676

BRANCH & ASSOCIATES BOOKING OFFICE:

Singur Branch
BAJEMELIYA Near Hospital Dhar
BABLU 9163555575/ 6289628629

Tollygonj Branch:
Dipali Bose
Ph no - 6291599198

Baranagar Br:
DEV TOUR & TRAVELS
8585015003/9831159401

Rishra Br.
BOSE TOURISM
Cont.: 9748648253/9831159401

Shirampur Br.
SHYAMAL TOUR & TRAVELS
Cont.: 8910085271/9831159401

Katwa ASSOCIATES Booking PARTNER.
SPARSH TOUR & TRAVELS
Con..: 7001064327/9831159401

MADHYAMGRAM Branch:
ICHHE BHARAMAN PRASENJIT DAS +918240032424 / 9831159401

08/10/2023

DEV TOUR AND TRAVELS GROUP

★ KEDARNATH ★
&
★BADRINATH★

FIXED DATE:-
22/05/24-15/06/24 & 08/10/24

ANY QUERY PLZ CONTACT

BOSE TOURISM 097486 48253

DEV TOUR &travels 9831159401

বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমার সাথে 097486 48253 নম্বরে।
07/10/2023

বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমার সাথে 097486 48253 নম্বরে।

দেব ট্যুর এন্ড ট্রাভেলস গ্রুপের ডুয়ার্স ট্রিপ চলছে।পুজোর ট্যুর শুরু হয়ে গেল এখন থেকেই।যারা এখনো পুজোর বুকিং করেননি বা ...
01/10/2023

দেব ট্যুর এন্ড ট্রাভেলস গ্রুপের ডুয়ার্স ট্রিপ চলছে।
পুজোর ট্যুর শুরু হয়ে গেল এখন থেকেই।

যারা এখনো পুজোর বুকিং করেননি বা চিন্তা করছেন বুকিং করার তারা অতি স্বত্ত্বর যোগাযোগ করুন আমাদের দেব ট্যুর এন্ড ট্রাভেলস গ্রুপের সাথে।

যোগাযোগ - 097486 48253

DEV TOUR AND TRAVELS GROUPKALPA KINNOR FIXED DATE16/04/2024 & 13/10/2024.PER HEAD 17280/HOWRAH TO HOWRAH 11DAYSPLZ CALL/...
30/09/2023

DEV TOUR AND TRAVELS GROUP

KALPA KINNOR FIXED DATE
16/04/2024 & 13/10/2024.

PER HEAD 17280/
HOWRAH TO HOWRAH 11DAYS

PLZ CALL/ WHATSAPP
097486 48253

PICTURE COLLECTED

Address

3no Nutan Gram
Rishra

Telephone

+919748648253

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bose tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bose tourism:

Videos

Share

Category


Other Travel Agencies in Rishra

Show All