![আজ স্পেশ্যাল ট্রেন নিয়ে কিছু বলবো। এক কথায় যন্ত্রনাদায়ক ট্রেন। আপনি ভাবছেন কোথাও বেড়াতে যাবেন, কিন্তু ট্রেনের সব টিকিট ও...](https://img3.travelagents10.com/555/215/865896855552150.jpg)
06/05/2024
আজ স্পেশ্যাল ট্রেন নিয়ে কিছু বলবো। এক কথায় যন্ত্রনাদায়ক ট্রেন। আপনি ভাবছেন কোথাও বেড়াতে যাবেন, কিন্তু ট্রেনের সব টিকিট ওয়েট লিস্ট। সেই মুহূর্তে আপনার চোখে পড়লো স্পেশ্যাল ট্রেনে টিকিট রয়েছে। আপনি দেরি না করে টিকিট কেটে নিলেন, এটাই স্বাভাবিক, সবাই তাই করে। এই স্পেশাল ট্রেন দেওয়া হয় বিশেষ বিশেষ জায়গার জন্য। যেখানে মানুষজন খুব বেশি পরিমাণে যাতায়াত করে। উদাহরণ স্বরূপ নিউ জলপাইগুড়ি ওরফে NJP। হাওড়া, শিয়ালদহ বা কলকাতা স্টেশন থেকে এখানে যাবার ট্রেন প্রচুর। কিন্তু বছরের বেশিরভাগ সময় টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যায়। কারন বাঙালিরা তাদের প্রিয় দার্জিলিং ও সিকিমের বিভিন্ন জায়গায় সারাবছরই ঘুরতে যায়। তাই গরমের ছুটি ও পুজোর ছুটিতে রেল কর্তৃপক্ষ কিছু স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা করে।
এই স্পেশ্যাল ট্রেন গুলো কোনো আলাদা ভাবে তৈরি করা কোচ নয়। অন্য কোনো সাপ্তাহিক বা দ্বি সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনের কোচকে সপ্তাহে একদিনের জন্য স্পেশাল নাম দিয়ে চালায়। কিছু দিন আগে এরকমই একটি স্পেশাল ট্রেনে করে আমি NJP গিয়েছিলাম। 03027 নিউ জলপাইগুড়ি হাওড়া স্পেশাল। ট্রেনটি হাওড়া ছাড়ার সময় ছিল রাত্রি 11টা 55মিনিট। ট্রেন টি রিসিডিউল হয়ে ছাড়লো পরের দিন রাত্রি 3টে 30মিনিটে। মানে 3ঘন্টা 35মিনিট দেরি করে ছাড়লো। সবাই চুপ চাপ ট্রেনে উঠে রওনা দিলাম। NJP পৌঁছনোর সময় ছিল পর দিন সকাল 10টা 45 মিনিটে। সেই জায়গায় ট্রেনটি পৌঁছালো দুপুর 2টো 30মিনিটে। এবার বুঝুন আপনার সমস্ত প্ল্যান ভেস্তে গেলো। আমি টিটিকে ট্রেন হাওড়া ছাড়ার সময় জিজ্ঞাসা করলাম এত লেটে ছাড়লো কেনো? উনি বললেন এটি হিমগিরি এক্সপ্রেস এর রেক, হিমগিরি এক্সপ্রেস লেটে হাওড়া পৌঁছেছে তাই এটা দেরিতে ছাড়লো। অর্থাৎ এই স্পেশাল ট্রেন নামেই স্পেশাল এর কোনো গুরুত্ব নেই কর্তৃপক্ষ এর কাছে। গত পয়লা মে 2024 এই ট্রেন NJP পৌঁছায় 3টে 30মিনিটে। আমার কিছু গেস্ট কলকাতা স্টেশন থেকে গতকাল রাত 9টা 40 মিনিটে 02501 আগরতলা কলকাতা স্পেশাল ট্রেনে NJP যাবে বলে উঠেছিলেন আর সকাল 7টা 45 মিনিটে NJP নামার কথা। সেই অনুযায়ী গাড়ির চালক অপেক্ষা করছে গন্তব্য রাভাঙলা। কিন্তু এখন প্রায় 2ঘন্টা 30মিনিট দেরিতে চলছে।গত সপ্তাহে অর্থাৎ 28শে এপ্রিল 02501 ট্রেনটি আগরতলা পৌঁছায় 10ঘণ্টা দেরিতে। যদি সব ট্রেনের এতই সমস্যা তাহলে মানুষকে টোপ দেখিয়ে এই স্পেশাল ট্রেন চালানোর মানে কি? আপনাদের যদি এরকম তিক্ত অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে কমেন্টে জানান। আমিতো 2টি মাত্র উদাহরণ দিলাম। ভারতীয় রেল যদি দেশের গর্ব হয় তাহলে সাধারণ মানুষ এত সমস্যায় পড়ছে কেনো? ট্রেন 1ঘন্টার বেশি দেরি করলেই রেল কর্তৃপক্ষ সাধারণ মানুষকে তার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে এই ব্যবস্থা করা হোক তাহলেই দেখবেন রেল তার সঠিক সময়ে চলবে।
ট্রেন দিয়েছে স্পেশাল
মানুষ হচ্ছে নাজেহাল।
fans Subrata Mitra Dipa Kirtania Lakshmikanta Kar Himu Khan Debasmita Banerjee Mousumi Khanra Pampa Meur Nirmal Kumar Pandit Rupsa Sardar Susrita Mukherjee Anindita Roy Juli Maji Sumeli Chatterjee Swati Bag Achinta Bag Monjoy Malay MonJoy Uluberia Monjoy Travels Kuheli Roy Jayanta Kumar Sarkar Indian Railways IndianRailways Ministry of Railways, Government of India Ministry of Tourism, Government of India IRCTC