10/09/2024
একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। আন্দোলনে আমার এই অবদান ছিলো, এটা করেছি, ঐটা করেছি এসব এক্সপ্রেস করার প্রতিযোগিতা।
ক্রেডিট দেখিয়ে বড় পদ পদবি বাগিয়ে নেওয়ার প্রতিযোগিতা যেন এম এ জি ওসমানী ও মাওলানা খান ভাসানী দেরকে সরিয়ে দিয়ে বাপ ও স্বামীর দাসত্ব কার্যকর!। অ্যাডভোকেট মানজুর আল মতিন ও আসিফ মাহতাব স্যারের কথা মনে আছে? ব্যাক্তি জীবনে সৎ ছিলেন, জ্ঞান অর্জন করেছেন, দেশকে বুকের মধ্যে লালন করেছেন, দেশের প্রয়োজনে মৃত্যুর সামনে দাড়িয়ে লড়েছেন, আন্দোলন শেষে ক্রেডিট নিতে ভুলে গিয়েছেন।
আসেন, আমরা সবাই মানজুর আল মতিন ও আসিফ মাহতাব হই,
ক্রেডিট ভুলে দেশ পুনর্গঠনে মনযোগী হই।?
অথবা তাঁদেরকে দেশ পুনর্গঠন এর দায়িত্ব দেই?
আমরা একটি দৈর্য নিয়ে থাকি?
ইন শা আল্লাহ, ভালো কিছু হবে।