27/04/2021
করোনা সংক্রমনের প্রতিরোধে আন্তর্জাতিক ফ্লাইটে আরোপ করা বিধি নিষেধ ৫ মে পর্যন্ত বহাল থাকবে।
----------------------------------------------------------------------
✈️প্রবাসী কর্মীদের কথা বিবেচনা করে আগের মতোই শুধু ৮ টি দেশে বাংলাদেশ থেকে যাওয়া যাবে। দেশগুলো হচ্ছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সিঙ্গাপুর, কুয়েত, বাহরাইন ও চীন।
অবশ্য ওমান সরকার বাংলাদেশ থেকে যাত্রী পরিবহন বন্ধ করায় সেদেশে যাওয়া যাচ্ছে না।
✈️ এই দেশেগুলো থেকে ট্রানজিট হয়ে বিশ্বের অন্য দেশে যাওয়া যাবে।
✈️ বাংলাদেশ থেকে বিদেশে যেতে করোনা টেষ্ট করা বাধ্যতামূলক।
✅ ✅ বিদেশ থেকে দেশে ফিরতে যা করতে হবে ✅ ✅
✈️ লকডাউন চলাকালে দেশে আসতে নিরুৎসাহিত করছে সরকার।
✈️ দেশে আসতে হলে প্রত্যেক যাত্রীকে দেশে আসার সময় কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলকভাবে থাকতে হবে।
✈️ বাংলাাদেশ আসা যাবে ৭ দেশ থেকে। দেশগুলো হচ্ছে, চীন, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সিঙ্গাপুর ও সৌদি আরব।
✈️ যাদের করোনার দুটি ভ্যাকসিন নেওয়া আছে এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট আছে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা লাগবে না। তারা বাড়িতে যেয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। স্থানীয় প্রশাসন তা নিশ্চিত করবে।
✈️ যাদের করোনার ভ্যাকসিন নেন নাই, তাদের করোনা নেগেটিভ সার্টিফিকটে থাকলে ৩ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে। তাদের দেশে আসার পর আবার করোনা টেষ্ট করা হবে। তাতে নেগেটিভ রিপোর্ট আসলে বাকি ১১ দিন বাড়িতে গিয়ে কোয়ারেন্টিনে থাকবেন। স্থানীয় পুলিশ, প্রশাসন তা নজরদারি করবে।
✈️ যাদের করোনার ভ্যাকসিনের একটি ডোজ নেওয়া আছে, কিন্তু ২য় ডোজ নেননি তারা করোনা নেগেটিভ সার্টিফিকটে থাকলে ৩ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। দেশে আসার পর আবার করোনা টেষ্ট করা হবে। তাতে নেগেটিভ রিপোর্ট আসলে বাকি ১১ দিন বাড়িতে গিয়ে কোয়ারেন্টিনে থাকবেন। স্থানীয় পুলিশ, প্রশাসন তা নজরদারি করবে।
✈️ সেনা বাহিনী পরিচালিত কোয়ারেন্টাইন সেন্টারে বিনামূল্যে থাকতে পারবেন প্রবাসীরা। তবে সেখানে খালি না থাকলে হোটলে নিজ খরচে কোয়ারান্টাইনে যেতে হবে।