J.S travel

J.S travel 115 Durban Road Koresten Port Elizabeth 6020

11/05/2024
17/05/2023
13/01/2023

পারমিট আবেদনে নতুন নীতিমালা
-------------------------------------------
পারমিট নবায়ন এবং নতুন আবেদনের ক্ষেত্রে দীর্ঘ জটিলতার পর অবশেষে হোম এফেয়ার্স দক্ষিণ আফ্রিকা ভিসা,পারমিট এবং পারমানেন্ট রেসিডেন্স আবেদন জমা দেওয়ার জন্য নতুন নীতিমালা জারি করেছে।

নতুন নীতিমালা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে ভিজিটর ভিসা সেকশন ১১(৬)এবং পারমানেন্ট রেসিডেন্স জমা দেওয়ার সময় আবেদন কারী স্বামী স্ত্রী উভয়েরকে ভিএফএস এ সশরীরে উপস্থিত থাকতে হবে।আবেদন ফরমে স্বামী স্ত্রী উভয়ের ছবি থাকতে হবে এবং স্ত্রীকে সার্পোট লেটার ভিএফএসে কর্মরত অফিসারের সামনে সই করতে হবে।

হোম এফেয়ার্সের একটিং ডাইরেক্টর জেনারেল জি হোলপম্বানির সই করা একটি আদেশে এই তথ্য জানানো হয়েছে।
কপি বাংলাদেশী ভয়েস অফ সাউথ আফ্রিকা।

08/06/2022

Electronic gate or E-gate service was inaugurated today at Hazrat Shahjalal International Airport. Authorities hope that the time for immigration process will come down as much as 18 seconds with this service.

Watch the video: https://cutt.ly/vJDWXGR

17/03/2022

OPENING SOON
114 DURBAN KORSTEN SHOP NO 3. PORT ELIZABETH 6020
CELL & WHATSAPP NO
0658281082
0744363628

দক্ষিন আফ্রিকা থেকে বাংলাদেশগামী যে সকল যাত্রীগণ পূর্বে কাতার এয়ারওয়েজ-এ টিকেট বুকিং করে করনা স্থগিতাদেশের কারনে বাংলা...
24/12/2021

দক্ষিন আফ্রিকা থেকে বাংলাদেশগামী যে সকল যাত্রীগণ পূর্বে কাতার এয়ারওয়েজ-এ টিকেট বুকিং করে করনা স্থগিতাদেশের কারনে বাংলাদেশে ভ্রমণ করতে পারেননি, তারা যদি নিকটবর্তী তারিখে বাংলাদেশে ভ্রমণে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিজ নিজ ভ্রমণ তারিখ পুনরায় নির্ধারন করে নেওয়ার জন্য অনুরোধ করা গেলো।

ভ্রমণকারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশে পৌঁছানোর পর ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ান্টাইনে থাকতে হবে এবং ৭ দিন ও ১৪ দিনে ২ টি বাধ্যতামূলক PCR টেষ্ট করাতে হবে ।

ভ্রমণ তারিখ পুনঃ নির্ধারণের ক্ষেত্রে নিম্নলিখিত রুট এবং এয়ারলাইন্স ব্যাবহার করে চূড়ান্ত গন্তব্যে ফ্লাইট পরিচালিত হবে এবং নির্দিষ্ট শর্ত প্রযোজ্য হবে।


Cape Town - Nairobi (Kenya Airways & Qatar Airways)
Johannesburg - Nairobi (Kenya Airways & Qatar Airways )
Johannesburg - Addis Ababa (Ethiopian Airlines & Qatar Airways )
Johannesburg - Dar es Salam (Airlink & Qatar Airways )
Johannesburg - Entebbe (Airlink & Qatar Airways )
Johannesburg - Kigali (Rwandair & Qatar Airways )

Hi all, Qatar airways flights resume uplifts from South Africa on Sunday 12th, as follows:From JNB:QR1364 departing 13.4...
09/12/2021

Hi all, Qatar airways flights resume uplifts from South Africa on Sunday 12th, as follows:

From JNB:
QR1364 departing 13.40LT
QR1368 departing 21.35LT

From CPT:
QR1370 departing 19.10LT

27/08/2021
শর্তসাপেক্ষে দক্ষিণ আফ্রিকার উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সিভিল এভিয়েশন।ফ্লাইট চলাচলে নতুন বিধি নিষেধ জার...
16/08/2021

শর্তসাপেক্ষে দক্ষিণ আফ্রিকার উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সিভিল এভিয়েশন।

ফ্লাইট চলাচলে নতুন বিধি নিষেধ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। যা সোমবার (১৬ আগস্ট) থেকে কার্যকর হবে। নির্দেশনায় ২৭টি দেশের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

১৬টি দেশে থেকে করোনা ভ্যাকসিন (সর্ম্পূণ ডোজ) না নিয়ে আসলে নিজ খরচে হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১৬টি দেশ হচ্ছে, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, ফ্রান্স, ইরাক, আয়ারল্যান্ড, কাজাকিস্তান, কুয়েত,কিরগিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস,পানামা, সাউথ আফ্রিকা, থাইল্যান্ড, তিউনিসিয়া ও যুক্তরাজ্য।

তবে এই ১৬ দেশ থেকে যারা করোনার ভ্যাকসিন (সর্ম্পূণ ডোজ) নিয়ে ১৪ দিন পার করেছেন, তারা বাংলাদেশে আসলে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তারা বাড়িতে যেয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন।

For more information :
0744363628 or 0658281082

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)   নতুন নির্দেশনা জারি করেছে। এটি কার্যকর হবে ৪ জুন থেকে।নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়...
01/06/2021

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নতুন নির্দেশনা জারি করেছে। এটি কার্যকর হবে ৪ জুন থেকে।

নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সাইপ্রাস, ইরান, ওমান, সাউথ আফ্রিকা ও তিউনিসিয়া। ফলে এসব দেশে থেকে প্রবাসীরা বাংলাদেশ ৪ জুন থেকে আসতে পারবেন।

বাংলাদেশ আসা যাবে না ১১ টি দেশ থেকে

আর্জেন্টিনা, বাহরাইন, বলেভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে,ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে।

বাংলাদেশ থেকেও এই ১১ দেশে যাওয়া যাবে না। তবে সরকারের অনুমতি নিয়ে এই ১১ দেশে ১৫ দিনের মধ্যে ভ্রমণকারী (বসবাসকারী নয়) বাংলাদেশি নাগরিক দেশে আসতে পারবেন। এক্ষেত্রে তাদের নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। বিদেশে ফ্লাইটে ওঠার আগেই হোটেল বুকিং করতে হবে, যা বোডিং কার্ড ইস্যুর সময় চেক করবে এয়ারলাইন্সগুলো।

27/04/2021

করোনা সংক্রমনের প্রতিরোধে আন্তর্জাতিক ফ্লাইটে আরোপ করা বিধি নিষেধ ৫ মে পর্যন্ত বহাল থাকবে।
----------------------------------------------------------------------
✈️প্রবাসী কর্মীদের কথা বিবেচনা করে আগের মতোই শুধু ৮ টি দেশে বাংলাদেশ থেকে যাওয়া যাবে। দেশগুলো হচ্ছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সিঙ্গাপুর, কুয়েত, বাহরাইন ও চীন।
অবশ্য ওমান সরকার বাংলাদেশ থেকে যাত্রী পরিবহন বন্ধ করায় সেদেশে যাওয়া যাচ্ছে না।

✈️ এই দেশেগুলো থেকে ট্রানজিট হয়ে বিশ্বের অন্য দেশে যাওয়া যাবে।

✈️ বাংলাদেশ থেকে বিদেশে যেতে করোনা টেষ্ট করা বাধ্যতামূলক।

✅ ✅ বিদেশ থেকে দেশে ফিরতে যা করতে হবে ✅ ✅

✈️ লকডাউন চলাকালে দেশে আসতে নিরুৎসাহিত করছে সরকার।

✈️ দেশে আসতে হলে প্রত্যেক যাত্রীকে দেশে আসার সময় কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলকভাবে থাকতে হবে।

✈️ বাংলাাদেশ আসা যাবে ৭ দেশ থেকে। দেশগুলো হচ্ছে, চীন, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সিঙ্গাপুর ও সৌদি আরব।

✈️ যাদের করোনার দুটি ভ্যাকসিন নেওয়া আছে এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট আছে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা লাগবে না। তারা বাড়িতে যেয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। স্থানীয় প্রশাসন তা নিশ্চিত করবে।

✈️ যাদের করোনার ভ্যাকসিন নেন নাই, তাদের করোনা নেগেটিভ সার্টিফিকটে থাকলে ৩ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে। তাদের দেশে আসার পর আবার করোনা টেষ্ট করা হবে। তাতে নেগেটিভ রিপোর্ট আসলে বাকি ১১ দিন বাড়িতে গিয়ে কোয়ারেন্টিনে থাকবেন। স্থানীয় পুলিশ, প্রশাসন তা নজরদারি করবে।

✈️ যাদের করোনার ভ্যাকসিনের একটি ডোজ নেওয়া আছে, কিন্তু ২য় ডোজ নেননি তারা করোনা নেগেটিভ সার্টিফিকটে থাকলে ৩ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। দেশে আসার পর আবার করোনা টেষ্ট করা হবে। তাতে নেগেটিভ রিপোর্ট আসলে বাকি ১১ দিন বাড়িতে গিয়ে কোয়ারেন্টিনে থাকবেন। স্থানীয় পুলিশ, প্রশাসন তা নজরদারি করবে।

✈️ সেনা বাহিনী পরিচালিত কোয়ারেন্টাইন সেন্টারে বিনামূল্যে থাকতে পারবেন প্রবাসীরা। তবে সেখানে খালি না থাকলে হোটলে নিজ খরচে কোয়ারান্টাইনে যেতে হবে।

Address

115 Durban Road Korsten
Port Elizabeth
6020

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00
Saturday 09:00 - 14:00

Alerts

Be the first to know and let us send you an email when J.S travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category