Nilachal Parjatan Kendra

Nilachal Parjatan Kendra আকাশের নীলে ঢাকা পাহাড়।

যেভাবে আসা যায়:
শহর থেকে চান্দের গাড়ি বেবি টেক্সি, জীপ, কার যোগে যাওয়া যায়।

নীলাচল পাহাড়ি এলাকাটিকে অনেকেই স্বর্গভূমি বলে থাকেন।নীলাচল থেকে সমগ্র বান্দরবান শহর একনজরে দেখা যায়।

মেঘমুক্ত আকাশে কক্সবাজারর সমুদ্রসৈকতের অপুর্ব দৃশ্য নীলাচল থেকে পর্যটকেরা উপভোগ করতে পারেন।

বিশেষকরে নীলাচলে সুর্যাস্তের দৃশ্য আমাদের মনে স্বর্গীয় অনুভূতি আনে ।

পযটকদের সুযোগ-সুবিধার কথা চিন্তা করে কটেজ ও রেস্টুরেন্

ট নির্মাণসহ নীলাচলকে আধুনিক সাজসজ্জিত করা হচ্ছে।

অবস্থান : শহর থেকে ৫ কি. মি. দূরে টাইগার পাড়া এলাকায় অবস্থিত।

উচ্তা : সমুদ্রপৃষ্ঠ হতে ২০০০ ফুট।

যাতায়াত : চান্দেরগাড়ি, প্রাইভেটকার, বেবিটেক্সি।

ভাড়া : চান্দের গাড়ি যাওয়া-আসা-৮০০/- টাকা।

সুবিধাদি : জেলাপ্রশাসনের তত্ত্ববধানে পরিচালিত দুইকক্ষবিশিষ্ট একটি রেস্ট হাউজ আছে।

এখান থেকে পাহাড়ের অপরুপ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়।

বিশেষ আকর্ষণ : সুর্যাস্ত।

যোগাযোগ : ভারপ্রাপ্ত কর্মকর্তা, নীলাচল/এনডিসি, বান্দরবান।

0361-62506, 01714230354,

প্রবেশমূল্য : জনপ্রতি ২৫ টাকা।
অবস্থান:
শহর থেকে 5 কি. মি. দূরে টাইগার পাড়া এলাকায় অবস্থিত।

Address

Bandarban
4600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nilachal Parjatan Kendra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category