Sayed Abu Masakin Mohammad Fanafillah Bari. Hasan

Sayed Abu Masakin Mohammad Fanafillah Bari. Hasan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sayed Abu Masakin Mohammad Fanafillah Bari. Hasan, Travel Agency, Chittagong.
(1)

21/02/2024
আজ দিবাগত রাত্রেপবিত্র দিদার এ মোস্তাফা (দরুদ) তথা, শবে মিরাজ।ইয়া ছরকারে দো আলম।ইয়া আফজালুল মাখলুকাত।ইয়া নুরে মুজাচ্ছম।ই...
08/02/2024

আজ দিবাগত রাত্রে
পবিত্র দিদার এ মোস্তাফা (দরুদ)
তথা, শবে মিরাজ।

ইয়া ছরকারে দো আলম।
ইয়া আফজালুল মাখলুকাত।
ইয়া নুরে মুজাচ্ছম।
ইয়া শাছুদ্দোহা।
ইয়া বদরুদ্দোজা।
ইয়া নুরুলহুদা।
ইয়া ছদরিল উলা।
ইয়া ইমামে কেবলা তাইনে।
ইয়া শাহেন শাহে মেরাজ।
ইয়া আসরারে জুলজালাল।
ইয়া ফকরে আরাব।
ইয়া নুরুন আলা নুর।

মহান আল্লাহ নিজে আশিক হয় মাশুক মোহাম্মদ (দরুদ) এর প্রেমময় দিদার এর আয়োজন করেছেন, কি অপূর্ব সৌন্দর্য ও ইশকের অবলোকন করলেন একে অপরের প্রতি।

লা ইলাহা ইল্লাল্লাহ শ্রষ্টা মালিক, আর মুহাম্মাদুর রাসুলুল্লাহ হলেন দাতা।
সকল কিছুর মালিক লা ইলাহা ইল্লাল্লাহ বেশক, কিন্তু সকল কিছু দয়া করে দান করে দেওয়ার ক্ষমতার ভান্ডব কে আমার নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ কে মহান কুদরতে মালিক ইল্লাল্লাহ ই দিয়েছেন।

মদদ কুন ইয়া রাছুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লা।

কিছু দিন যাবত দেখছি একটা বিষয় হক এবং নাহক বুঝার জন্য বলতে হচ্ছে।  দিল্লি হযরত নিজামুদ্দিন মাহবুবে ইলাহি (র:) এর আওলাদ হয...
31/01/2024

কিছু দিন যাবত দেখছি একটা বিষয় হক এবং নাহক বুঝার জন্য বলতে হচ্ছে। দিল্লি হযরত নিজামুদ্দিন মাহবুবে ইলাহি (র:) এর আওলাদ হযরত আহমেদ নিজামী (র:) হলেন যিনি দিল্লি মাহবুবে ইলাহির দরবার শরীফের সাজ্জাদানশীন। তিনি কিছু দিন আগে ইন্তেকাল করেছেন। এখন আহমেদ নিজামি (র:) এর পর তাহার বড় ছেলে এখন দরবার শরীফের সাজ্জাদানশীন ছৈয়্যদ ফরিদ নিজামি মা,জি,আ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও ছৈয়্যদ আহমেদ নিজামি হুজুরের ইন্তেকালে সরকারি ভাবে শোক প্রকাশ করে। আপনাদের বুঝার জন্য কয়েকটা লিংক এবং ডকুমেন্টস দিচ্ছি আপনারা নিজেই চেক করলে বুঝতে পারবেন। হুজুরের পরিবারে কাউকে দেশে আনলে সম্মান ইজ্জত তাজিম করা আবশ্যক যারা সুফিবাদ কে মানেন এবং শ্রদ্ধা করেন তাদের জন্য। কিন্তু পরিবারের যে কোন কাউকে এনে সাজ্জাদানশীন বলে মানুষের মাঝে মিথ্যা প্রচার করা তা কখনো সোভা পাই না। যিনাকে এনে সাজ্জাদানশীন বলা হচ্ছে, তিনিও এই বিষয় এ জানেন কিনা আমার সন্দেহ আছে। হক্কানি আলেম, নামের সাথে আমি যদি মুফতি লাগিয়ে এত সুন্দর ভাবে মিথ্যা বলি, তাহলে চিন্তা করতে হবে আমি কেমন আলেম, নিজেকে নিজে প্রশ্ন করা উচিত। কোন হক্কানি মুফতি, আলেম, পীর, মাশায়েখ গণ এমন মিথ্যা কখনো প্রচার করবে আমার মনে হয় না, আপনাদের জানা আছে কিনা আমার জানা নেই। এই সকল ফেতনাবাজি থেকে আমরা এবং মাহবুবে ইলাহির প্রকৃত আশেক ভক্ত গণ কখন মুক্তি পাবেন তাও আমার জানা নেই।
আরেকটা জিনিস দেখলাম, মাহবুবে ইলাহির একজন আওলাদে পাক কে এনে সমাবেশও করেছে, সেখানেও দেখছি, হুজুরের নামের সাথে সাজ্জাদানশীন লিখা। তাহলে এত মিথ্যা প্রচার কেন।
যদি কেউ ছৈয়্যদ আহমেদ নিজামি (র:) যে সাজ্জাদানশীন ছিলেন না, আমাকে প্রমান করতে পারেন, তিনি আমার সাথে এসে বসে কথাবলে দয়া করে জানাবেন। মালিকের দয়ায় আপনারা যারা আমার এই পোস্ট দেখবেন, তারা যেন অন্তত ফেতনা বাজি বুঝে, সরে আসতে পারনে তাদের জন্য এই পোস্ট দিয়েছি।
অনেকে আমাকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন তাই আমি বিস্তারিত লিখে দিলাম, আপনারা পড়ে দেখলে আশা করি বুঝতে পারবেন।

কাউকে খারাপ ইশারা ইংগিত দেওয়ার জন্য নয়, আমি যা বলেছি, তা হলো ২০০০ বা ২০০১ সালে গাউছে জমান হযরত শাহাজী বারী বাবাজান কেবলায়ে আলম হযরত ছৈয়্যদ আহমেদ নিজামি (র:) কে দরবারে বারীয়া শরীফের মাহফিলে মেহমানে আলা হিসাবে দাওয়াত করে এনে সাজ্জাদানশীন বলেছিলেন হযরত ছৈয়্যদ আহমেদ নিজামি (র:) কে, আমি নিজ চোখে দেখছি,শুনেছি, মালিকের দয়ায় হযরতের খেদমত আলহামদুলিল্লাহ করেছি। আমি আমার মুনিবের হুকুম প্রকাশ করেছি।
মুনিব মুনিব সবাই বলি কিন্তু মুনিবের দেখিয়ে দেওয়া জিনিস গুলো ভুলে যাওয়া অই ভক্তের জন্য কলংক।

https://fb.watch/pWul_CAz5R/?mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=10153967519665775&id=522065774&mibextid=Nif5oz

🟢 গুরুর বাক্য শিরোধার্য।

প্রয়োজন হবে তাই ডকুমেন্টস এবং লিংক গুলো দেখতে পারেন।

আমার জেঠা শশুড় শাহ মাওলানা মুহাম্মদ মাকছুদুল ইসলাম লতিফি, লতিফিয়া দরবার শরীফের সম্মানিত পীর ছাহেব হুজুর রাত ১.৪০ মিনিটে ...
15/12/2023

আমার জেঠা শশুড় শাহ মাওলানা মুহাম্মদ মাকছুদুল ইসলাম লতিফি, লতিফিয়া দরবার শরীফের সম্মানিত পীর ছাহেব হুজুর রাত ১.৪০ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহ হে ওয়াইন্না ইলাইহি রাজিউন।
খানকায়ে লতিফিয়া মিরসরাই চট্রগ্রাম।
এখনো জায়নাজার নামাজ এর সময় ঠিক হয়নি।

প্রকৃতি কে মালিক বান্দার জন্য কত সুন্দর করে গুছিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ। দেখে মন জুড়ে যায়। খাগড়াছড়ি।
08/12/2023

প্রকৃতি কে মালিক বান্দার জন্য কত সুন্দর করে গুছিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ।
দেখে মন জুড়ে যায়।
খাগড়াছড়ি।

আশেক মাশুকের মনের শান্তি এই কালাম।
22/11/2023

আশেক মাশুকের মনের শান্তি এই কালাম।

Bari Koiro na Emon| Nurul Mustafa (Shayer Khusru) | Exclusive new ManqabatNew Heart Touching Manqabat | Nurul Mustafa (Shayer Khusru) | Artist : Nurul Mustaf...

14/11/2023

"পৃথিবীতে বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ!"
অনেক গভীর তত্ত্বের কথা। জ্ঞানী বচন।
হক চেনা মানুষ হারিয়ে যাচ্ছেন।

12/11/2023
গাউসে জামান শাহসূফী হাফেজ ছৈয়্যদ শাহজী বারী বাবাজান কেবলা (রহ) এর একনিষ্ঠ মুরিদ,চাদপুর মতলব নিবাসী জনাব আলমগীর ভাই ইন্তে...
09/11/2023

গাউসে জামান শাহসূফী হাফেজ ছৈয়্যদ শাহজী বারী বাবাজান কেবলা (রহ) এর একনিষ্ঠ মুরিদ,চাদপুর মতলব নিবাসী জনাব আলমগীর ভাই ইন্তেকাল (৩ নভেম্বর) করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দরবারে বারীয়া শরীফের পক্ষ থেকে আমরা শোকাহত।
আল্লাহ উনাকে জান্নাতের উঁচু মকাম দান করুন।

ওলী কুলের শিরমনী ছৈয়্যদি সনদি পীর মীর শেখ মহিউদ্দীন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রা: এর আজ গিয়ারবী শরীফের মাহফিল। কিছু...
27/10/2023

ওলী কুলের শিরমনী ছৈয়্যদি সনদি পীর মীর শেখ মহিউদ্দীন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রা: এর আজ গিয়ারবী শরীফের মাহফিল। কিছুদিন আগে মালিকের দয়ায় বাগদাদ নগরীতে গাউসে পাকের যিয়ারত করে রুহানিয়তের দয়া নসিব হয়েছে বাবাজানের সাথে যাওয়াতে। এক নেয়ামত ওয়ালা আরেক জন নেয়েমত ওয়ালাকে চিনতে পারেন। তাই হক্কানী আল্লাহ ওয়ালার সাথে গেলে আরেক জন আল্লাহ ওয়ালার নেয়ামত ও রুহানিয়তের দরজা খুলে দেন উপরস্থগন, সেই নেয়ামতের শুকরিয়া আদায় করা কখনো আমার পক্ষে সম্ভব নয়। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বুঝতে পেলাম, গাউসে পাকের দরবার সকল তরীকত পন্থীর প্রেমের বাজার ও রুহানি নেয়ামত প্রাপ্তর বাজার। সরাসরি যারা গিয়ে দেখেছেন হয়তো তারা কিছুটা বুঝার সুযোগ হবে তাদের। আল্লাহ ওয়ালার দরবার আল্লাহ পাক কে রাজি খুশি রাখার কারনে আমার রাব্বুল আলামিন হাস্তি গণের দরবারে নেয়ামতে ভরপুর করে রেখেছেন। আল্লাহ পাক দাতা বেশক এটা পরম হক ও সত্য কথা কিন্তু রাব্বুল আলামিন বান্দা কে দয়া করেন তাহার মনোনিত মকবুল আওলিয়ায়ে কেরাম গণের মাধ্যমে। নিজে জীবনে বাস্তবতার সহিত মালিক দয়া করে বহু কিছুর প্রমান দেখিয়েছেন আমার জীবনে। তোমার কুদরতের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্জাপন করি মালিক।

আদব ছে খোদা মিলতা হে,
গুস্তাগি ছে মিলতাহে জাহান্নাম।

সংবর্ধনা অনুষ্ঠান ২০২৩ ইং আল আমিন বারীয়া কামিল মডেল মাদরাসা ও আল আমিন বারীয়া দরসে নিযামী মাদরাসা পরিদর্শনে আসছেন _ ড. ...
22/10/2023

সংবর্ধনা অনুষ্ঠান ২০২৩ ইং
আল আমিন বারীয়া কামিল মডেল মাদরাসা ও
আল আমিন বারীয়া দরসে নিযামী মাদরাসা
পরিদর্শনে আসছেন _ ড. মুহাম্মদ আবদুর রশিদ।

প্রধান অতিথি : ড. মুহাম্মদ আবদুর রশিদ।
মান্যবর ভিসি , ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

উদ্ভোদক : ছৈয়্যদ মুহাম্মদ হাসান বারী।
সভাপতি - গভর্নিংবডি,অত্র মাদরাসা।

সভাপতি: অধ্যক্ষ ড. মুহাম্মদ ইসমাইল নোমানী।

প্রধান অতিথি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন _
ছৈয়্যদ মুহাম্মদ হাসান বারী, ড. মুহাম্মদ ইসমাইল নোমানী, দরসে নিযামী মাদরাসার পরিচালক মুফতি ছৈয়্যদ মুহাম্মদ সাইফুদ্দীন আনসারী।

ভিসি স্যারের আগমন;
প্রানপণে শুভেচ্ছা স্বাগতম

25/09/2023
18/09/2023

মাহে রবিউল আউয়াল মোবারক হোক

ইয়া গাউছে পাক।
11/09/2023

ইয়া গাউছে পাক।

হযরত সালমান ফারসি রা :,  হযরত হুজাইফা বিন ইয়ামন রা: ও ইমাম তাহের বিন ইমাম মুহাম্মদ বিন বাকের এর মাজার শরীফ যিয়ারত করেছি ...
04/09/2023

হযরত সালমান ফারসি রা :, হযরত হুজাইফা বিন ইয়ামন রা: ও ইমাম তাহের বিন ইমাম মুহাম্মদ বিন বাকের এর মাজার শরীফ যিয়ারত করেছি আলহামদুলিল্লাহ।

দজলা নদীর পারে হযরত হুজাইফা বিন ইয়ামন রা: ও ইমাম তাহের বিন ইমাম মুহাম্মদ বিন বাকের এর মাজার শরীফ পানিতে ভেংগে গেলে এই দুইজন সাহাবীকে দজলা নদীর পার থেকে তুলে এনে হযরত সালমান ফারসি রা : পাশে পুনরায় দাফন করা হয়। উনাদের দুইজন কে যেমন ভাবে হাজার বছর আগে দাফন করা হয়েছিলো ঠিক মাজার শরীফ থেকে তুলার সময় বরাবরই হাজার বছর আগের মতই দেহ মোবারক গুলো ছিলো সুবহানাল্লাহ।
বাগদাদ শরীফ।

ইরাকের বাগদাদ শরীফে পীর মীর শেখ ছৈয়্যদ আবু মুহাম্মাদ গাউছুল আজম আব্দুল কাদের জিলানী রা: মাজার শরীফ যিয়ারত করার সময়ের কিছ...
02/09/2023

ইরাকের বাগদাদ শরীফে পীর মীর শেখ ছৈয়্যদ আবু মুহাম্মাদ গাউছুল আজম আব্দুল কাদের জিলানী রা: মাজার শরীফ যিয়ারত করার সময়ের কিছু ছবি।

Address

Chittagong

Telephone

+8801712262129

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayed Abu Masakin Mohammad Fanafillah Bari. Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Travel Agencies in Chittagong

Show All