11/04/2022
বাংলাদেশ ট্রাভেল আপডেট
স্বাস্থ্য অধিদপ্তর গত ৭ এপ্রিল, ২০২২-এ একটি নতুন প্রজ্ঞাপন প্রকাশ করেন এবং এই প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশে আগমনের পূর্বেই যাত্রীরা অনলাইনে হেলথ ডিক্লারেশন ফর্ম (HDF) পূরণ করতে পারবেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)-এর অন্তর্জাতিক স্বাস্থ্য বিধি ২০০৫ অনুযায়ী Public Health Emergency of International Concern (PHEIC) চলাকালীন সময়ে অন্য দেশ থেকে আগত যাত্রীদের হেলথ ডিক্লারেশন ফর্ম (HDF) পূরণ করা বাধ্যতামূলক। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯ এর সংক্রমণের হার হ্রাস পেয়েছে এবং অধিকাংশ জনগণ কোভিড-১৯ টিকা নিয়েছেন। এই পরিস্থিতিতে আগমনকারী যাত্রীরা বাংলাদেশের বন্দরসমূহ হাতে লিখে হেলথ ডিক্লারেশন ফর্ম (HDF) পূরণ করতে হয় এবং হেলথ ডেস্ককে জমা দিতে হয়। এতে করে যাত্রীদের দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।
যাত্রীদের এই সমস্যা থেকে মুক্তি প্রদানে স্বাস্থ্য অধিদপ্তরের, এমআইএস শাখা একটি অনলাইন হেলথ ডিক্লারেশন ফর্ম (HDF) প্রস্তুত করেন। অনলাইনে হেলথ ডিক্লারেশন ফর্ম (HDF) এর গাইডলাইন নিম্নে প্রদান করা হলঃ
আগত যাত্রীদের বাংলাদেশে প্রবেশের ৩ দিন পূর্বে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফর্ম (HDF) পূরণ করতে হবে। HDF পূরণ করার পর যাত্রীগণ QR code সহ একটি হেলথ ডিক্লারেশন কার্ড ডাউনলােড ও প্রিন্ট করতে পারবেন। অনলাইনে হেলথ ডিক্লারেশন ফর্মটি (HDF) পূরণ এর লিংক হল http://healthdeclaration.dghs.gov.bd.
আগত যাত্রীগণের কাছে QR code যুক্ত HDF আছে কিনা তা এয়ারলাইন্স অপারেটরগণ বাের্ডিং এর পূর্বে নিশ্চিত করবেন।
আগত যাত্রীগণ পূরণকৃত QR code যুক্ত হেলথ ডিক্লারেশন কার্ডটি (সফট কপি বা প্রিন্ট কপি) ইমিগ্রেশনকে প্রর্দশন করবেন।
কোন যাত্রীর কোভিড-১৯ এর উপসর্গ থাকলে সে যাত্রী স্বাস্থ্য পরীক্ষার জন্য ইমিগ্রেশনের পূর্বে হেলথ ডেস্কে যােগাযােগ করবেন।
সোর্সঃ স্বাস্থ্য অধিদপ্তর । ৭ এপ্রিল, ২০২২