Amanat Shah Hajj Kafela Travels & Tours

Amanat Shah Hajj Kafela Travels & Tours 1. Hajj
2. Umrah
3. Visa processing
4. Air Ticket
5. Man Power
6. Tour Package
7. Student Visa
8. Rant Car
9. Hotel Booking
10. Railway Ticket
11. Medical Visa
12.

Tourist Visa
13. Visit Visa
14. Multi pal Visa etc

13/10/2024
13/10/2024
13/10/2024

আউটসোর্সিং কর্মীর নামে ১৫৮ আওয়ামী লীগ কর্মীর চুক্তিভিত্তিক নিয়োগ নবায়ন করছে ইসলামিক ফাউন্ডেশন

02/09/2024
07/06/2024

ওমরাহ করুন আমানত শাহ হজ্জ কাফেলার সাথে। কম মূল্যে উন্নত সেবা পেতে আামদের সাথে যোগাযোগ করুন।

স্টার সুপার মার্কেট (৩য় তলা) আমিরাবাদ, লোহাগাড়া, চট্টগ্রাম।
০১৮১৮-৮৯৩৪২৮৯
০১৩১৬-৭৫১৫০৭

আমানত শাহ্ হজ্ব কাফেলায় আপনার ওমরাহ যাত্রা নিশ্চিত করুন। অল্প খরচে সর্বোচ্চ সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। অফিস ঠিক...
06/06/2024

আমানত শাহ্ হজ্ব কাফেলায় আপনার ওমরাহ যাত্রা নিশ্চিত করুন। অল্প খরচে সর্বোচ্চ সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

অফিস ঠিকানা :
স্টার সুপার মার্কেট (৩য় তলা) আমিরাবাদ, লোহাগাড়া, চট্টগ্রাম।
০১৮১৮-৮৯৩৪২৯
০১৩১৬-৭৫১৫০৭

*3️⃣ স্টার হোটেল ওমরা প্যাকেজঃ🎗️* 👉১২ দিনের প্যাকেজ *১ লক্ষ ৫৫ হাজার টাকা।*  গ্রুপ যাত্রাঃ ১৩ ও ২৭ অক্টোবর।  *প্যাকেজ অন...
22/09/2021

*3️⃣ স্টার হোটেল ওমরা প্যাকেজঃ🎗️*
👉১২ দিনের প্যাকেজ *১ লক্ষ ৫৫ হাজার টাকা।*
গ্রুপ যাত্রাঃ ১৩ ও ২৭ অক্টোবর।
*প্যাকেজ অন্তর্ভুক্তঃ* ভিসা, টিকেট (চট্টগ্রাম - জেদ্দা - চট্টগ্রাম), মক্কা ও মদিনায় হোটেল, সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার (দেশীয়), ফুল রুট পরিবহন, পিসিআর টেস্ট, গাইড এবং মোয়াল্লিম সহায়তা।
------------------------------------------------------------++++
*5️⃣ স্টার হোটেল ওমরা প্যাকেজঃ🎗️*
✒️ ৭ দিনের প্যাকেজ ১ লক্ষ ৯৫ হাজার টাকা।
✒️ ১১ দিনের প্যাকেজ ২ লক্ষ ২৫ হাজার টাকা।
✒️ ১৪ দিনের প্যাকেজ ২ লক্ষ ৪৫ হাজার টাকা।
*🕋 মক্কা শরীফ হোটেলঃ*
জমজম/হিলটন টাওয়ার/সমমানের।
*🌉 মদিনা শরীফ হোটেলঃ*
আনোয়ার মোভেনপিক/ফ্রনটেল হারিথিয়া/সমমানের।
*ফুল রুট পরিবহন* 🚗🚕🚎
এইচ ওয়ান (৪-৬ জন শেয়ারিং)/প্রাইভেট কার (২ জন শেয়ারিং)
📢
এছাড়াও ঢাকা/চট্টগ্রাম থেকে অাসা যাওয়া, বিমান/সৌদি এয়ারলাইন্স, পছন্দ অনুযায়ী 3/5 স্টার হোটেল, সুবিধা অনুযায়ী তারিখ, বিজনেস ক্লাস টিকেট, GMC Jeep/Car এবং ৫ থেকে ১২ দিনের প্যাকেজে থাকতে চাইলে ব্যবস্থা রয়েছে।
↘️
২০২২-২০২৩ সালের হজ্ব বুকিং চলছে।
✅ যোগাযোগ করুন-🕶️
চট্টগ্রাম অফিসঃ ২৭, জলসা শপিং কমপ্লেক্স (২য় তলা) রিয়াজুদ্দিন বাজার, চট্টগ্রাম।
০১৮১৮-৮৯৩৪২৯, ০১৩১৬-৭৫১৫০৭

আলহামদুলিল্লাহ!সৌদি আরব হজ ও উমরাহ্ মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, এখন থেকে প্রতিদিন ৭০ হাজার উমরাহ্ যাত্রী...
09/09/2021

আলহামদুলিল্লাহ!
সৌদি আরব হজ ও উমরাহ্ মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, এখন থেকে প্রতিদিন ৭০ হাজার উমরাহ্ যাত্রী উমরাহ্ সম্পাদন করতে পারবেন।

কেন আমাদের কাছে টিকেট বুকিং করবেন?★ সাশ্রয়ী মূল্যে দেশ ও বিদেশের বিমান টিকেট।★ রাতদিন ২৪ ঘন্টা সার্ভিস প্রদান।০১৩১৬-৭৫১৫...
31/08/2021

কেন আমাদের কাছে টিকেট বুকিং করবেন?
★ সাশ্রয়ী মূল্যে দেশ ও বিদেশের বিমান টিকেট।
★ রাতদিন ২৪ ঘন্টা সার্ভিস প্রদান।
০১৩১৬-৭৫১৫০৭

*Group fare available*
*****************
*DAC - DMM*
02, 08 SEP (OV)
06 SEP (J9)
03,10 SEP (QR)
04,07 (WY)
*DAC - RUH*
02, 05 SEP (OV)
05, 06, 09,10,12 SEP (QR)
04, 07 SEP (WY)
07 - 09 SEP (GF)
01,04,05 SEP (J9)
*DAC - JED*
02,10 SEP (OV)
02, 05 SEP (QR)
*DAC - MCT*
02,05 SEP (WY)
08, 13-15 SEP (FZ)
EK - 46,500 start
*CGP - MCT*
02, 04 SEP (WY)
*DAC - DOH*
08 SEP (QR)
*DAC - DXB*
16-20 SEP (BS)
*DAC - BAH*
01,09 SEP (UL)
02,05 ( GF)

*Date Change Available*
----------------***-------------
আপনার যেকোন এয়ারলাইনসের/টিকেটের তারিখ পরিবর্তন করতে যোগাযোগ করুন আমাদের সাথে৷

# বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
# কাতার এয়ারলাইন্স।
# এমিরেটস এয়ারলাইনস।
# টার্কিশ এয়ারলাইনস।
# সৌদি এয়ারলাইনস।
# গালফ এয়ার।
# ওমান এয়ার।
# শ্রীলংকান এয়ারলাইনস।

যোগাযোগ করুন-
*আমানত শাহ্ ট্রাভেলস্*
(আপনার বিশ্বস্ত ভ্রমণ সঙ্গী)
২৭, জলসা মার্কেট (২য় তলা) নিউ মার্কেট এর বিপরীতে, জুবিলী রোড, কোতোয়ালী, চট্টগ্রাম।

‼️ *এজেন্টদের জন্য সর্বনিম্ন রেটে*‼️
*24/7 Service* 📲 +880969623429

*🇮🇹‼️ইতালি অনেকদিন বন্ধ থাকার পর বিমান চলাচল শুরু* ‼️

🔶 *ঢাকা টু রোম*
🔶 *ঢাকা টু মিলান*
🔶 *ঢাকা টু ভেনিস*

*✈️সৌদি আরবের গ্রুপ ফুল প্যাকেজ ✈️*

*🇦🇪বাংলাদেশে আটকে পরা ইতালী প্রবাসীদের জন্য শতভাগ নিশ্চয়তার সাথে প্যাকেজ করা হয়🇧🇬*

*👉হজ্জ এর প্রাক-নিবন্ধন ও ওমরা প্যাকেজ এর জন্য বুকিং নেওয়া হচ্ছে*

*🇧🇩🇦🇷ইন্ডিয়ান সকল প্রকার ভিসা প্রসেসিং করা হয়🇦🇷🇧🇩*

*🇶🇦কাতার কোয়ারেন্টাইন প্যাকেজ🇶🇦*

💠৪/৫ স্টার হোটেল (সিঙ্গেল ও শেয়ারিং)
💠মুকাইনেস প্যাকেজ
💠টীকাধারী যাত্রীদের ২ দিনের ফুল প্যাকেজ

🏠সৌদি আরবের কোয়ারেন্টাইন প্যাকেজ করা হয় 🏫
👉জেদ্দা
👉দাম্মাম
👉রিয়াদ

*বাহারাইন কোয়ারেন্টান প্যাকেজ করা হয় সল্প সময়ে*🏠🏠

*এছাড়া ট্রাভেল ইন্সুরেন্স পাবেন আমাদের কাছে সুলভ মূল্যে*

*দুবাই ১ মাস ও ৩ মাসের ভিজিট ভিসা পাচ্ছেন ২৪ ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ*

📱01818-893429/whastapp

🕋ওমরা বুকিং চলছে।
সম্ভাব্য ফ্লাইট সেপ্টেম্বর ২০২১

সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের ওমরাহ হজ পালনে আর বাধা রইল না।

সৌদি আরব করোনাভাইরাসের আরও দুটি টিকার অনুমোদন দিয়েছে। এই দুটি হলো চীনে তৈরি করোনার সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সৌদি আরবের কর্তৃপক্ষ সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দেয়। এ নিয়ে দেশটিতে করোনার মোট ৬টি টিকা অনুমোদন পেল।

🕋 ১৪ দিনের থ্রী স্টার ওমরা গ্রুপ প্যাকেজ
প্যাকেজে অন্তর্ভুক্ত :ওমরা ভিসা(মোফা),সৌদি বা বিমান বাংলাদেশের এয়ার টিকেট,থ্রী স্টার হোটেল,
৩ বেলা খাবার,ট্রান্সফার (মক্কা এয়ারপোর্ট -হোটেল -মদিনা হোটেল -এয়ারপোর্ট ,সৌদির ২টি করোনা টেস্টের ফি,মোয়াল্মেম বা গাইড।

🕋 ওমরা ২০২১ এর জন্য শর্ত সমুহ..

🕋ভ্যাকসিন না নিয়ে কোন ওমরাহ নয় ( দুই ডোজ )
🕋 রাশিয়ান ভ্যাকসিন 'স্পুটনিক ভি' ছাড়া এখন পর্যন্ত সব ভ্যাকসিন অনুমােদন করা হয়েছে।
🕋 ভ্যাকসিনের দ্বিতীয় ডােজ পাওয়ার পর অবশ্যই 14 দিন অপেক্ষা করতে হবে যাতে আপনি কোয়ারেন্টাইন ছাড়া ওমরা করতে পারেন ।
🕋 উমরার জন্য বয়স অনুমােদিত ১৮ বছর থেকে তার উপরে।
🕋 রুমে থাকা যাবে সর্বোচ্চ ২ জন মাত্র ।
🕋 একটি বাসে যাত্রী থাকবে ২৫ জন মাত্র ।
🕋 সম্পূর্ন প্যাকেজ উমরাহ এজেন্ট থেকে নিতে হবে।
🕋 ভিসা হওয়ার আগেই হোটেল এবং টিকেট কনফার্ম করতে হবে।
🕋 সফটওয়্যার মাধ্যমে উমরাহ আদায়ের জন্য সিরিয়াল দিতে হবে।
🕋 এয়াপোর্ট ইমিগ্রেশন এর জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে।
🕋 ৩ দিন মক্কায় সেনেটাইজেসন করতে(থাকতে )হবে।

আল্লাহ আমাদের সকলকে উমরাহ পালন সহজ করে দিন! আমীন।

☎Helpline:
10AM-8PM:
01818-893429
01316-751507
09696-293429

আসসালামু আলাইকুম ওমরাহ প্রত্যাশী সকলের জন্য খুশির সংবাদ। আগামী ০৮ সেপ্টেম্বর ২০২১ চট্রগ্রাম টু মদিনা সরাসরি ফ্লাইট যোগে ...
31/08/2021

আসসালামু আলাইকুম
ওমরাহ প্রত্যাশী সকলের জন্য খুশির সংবাদ। আগামী ০৮ সেপ্টেম্বর ২০২১ চট্রগ্রাম টু মদিনা সরাসরি ফ্লাইট যোগে আমাদের "ওমরাহ প্যাকেজ" চালু হতে যাচ্ছে ইনশাআল্লাহ।

প্যাকেজ B তিন তারকা
প্যাকেজ মূল্য ১,৬০,০০০/- দুরত্ব মদিনা ৩০০ ও মক্কা ৭০০ মিটার।

প্যাকেজ A পাঁচ তারকা
প্যাকেজ মূল্য ২,৫০,০০০/-

প্যাকেজের অন্তর্ভুক্ত সুবিধাসমূহঃ

১/ প্যাকেজ A মক্কা ও মদিনায় নিকটবর্তী ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা ও প্যাকেজ B তিন তারকা মানের হোটেল।

২/ মদিনায় ও মক্কা যাতায়াতে বিশেষ যানবাহন থাকবে।
৩/ বাংলাদেশী রুচি সম্মত খাবার পরিবেশন ব্যবস্থা।
৪/ সৌদি ও বাংলাদেশ সরকারের আরোপিত শর্ত সমূহ প্রযোজ্য হবে।

সাধারণ নির্দেশনাঃ

১/ ওমরাহ আদায় প্রত্যাশী ব্যাক্তিকে অবশ্যই সৌদি সরকার অনুমোদিত ভ্যাক্সিনের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
২/প্যাকেজ A সময় দশ (১০) দিনের প্যাকেজে তন্মধ্যে বিধি অনুযায়ী তিন (০৩) দিন বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইন ও প্যাকেজ B সময় বারো (১২) দিন প্যাকেজে তন্মধ্যে বিধি অনুযায়ী তিন (০৩) দিন বাধ্যতামূলক হোটেল
৩/ প্রতিরুমে সবর্চ্চে দুই (০২) জনের থাকার ব্যবস্থা হবে তার অতিরিক্ত নয়।
এছাড়া সৌদি সরকার কর্তৃক নির্দেশিত সকল বিধিনিষেধ সম্পর্কে ওমরাহ প্রত্যাশী সকলকে অবগত করা হবে।

***বিস্তারিত জানতে ফোন করুন।

01818-893429
01316-751507
09696-293429

আলহামদুলিল্লাহ্। বাংলাদেশে ওমরাহ ভিসা চালু হলো।
15/08/2021

আলহামদুলিল্লাহ্। বাংলাদেশে ওমরাহ ভিসা চালু হলো।

যোগাযোগ ০১৮১৮-৮৯৩৪২৯
28/07/2021

যোগাযোগ ০১৮১৮-৮৯৩৪২৯

01/10/2020

ঢাকা টু মাসকাট, ঢাকা টু জেদ্দা / রিয়াদ/ দাম্মাম বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইনস, এমিরেটস পুরনো টিকেট এর তারিখ পরিবর্তন করতে যোগাযোগ করুন। 01818-893429

🌐🌏🌏*আজকের জুমার আলোচনা*🏗🏔🏔আরশের নীচে যারা ছায়া পাবে তাঁদের পরিচয়ঃعَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِ...
18/09/2020

🌐🌏🌏*আজকের জুমার আলোচনা*🏗🏔🏔
আরশের নীচে যারা ছায়া পাবে তাঁদের পরিচয়ঃ

عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى الله ُعَلَيْهِ وَسَلَّمَ قَالَ : سَبْعَةٌ يُظِلُّهُمُ اللهُ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إلَّا ظِلُّهُ: إمَامٌ عَادِلٌ، وَشَابٌّ نَشَأَ فِيْ عِبَادَةِ اللهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِيْ المَسَاجِدِ، وَرَجُلَانِ تَحَابَّا فِيْ اللهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتَ مَنْصَبٍ وَجَمَالٍ فَقَالَ : إنِّي أخَافُ اللهَ، وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِيْنُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ) متفق عليه
আবু হুরাইরা রা. হতে বর্ণিত, রাসূল সা. বলেছেনকেয়ামত দিবসে সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ব্যতীত ভিন্ন কোন ছায়া থাকবে নান্যয়পরায়ন বাদশাহ ; এমন যুবক, যে তার যৌবন ব্যয় করেছে আল্লাহর এবাদতে ; ঐ ব্যক্তি যার হৃদয় সর্বদা সংশ্লিষ্ট থাকে মসজিদের সাথে ; এমন দু ব্যক্তি, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে, এবং বিচ্ছিন্ন হয়েছে তারই জন্য ; এমন ব্যক্তি, যাকে কোন সুন্দরী নেতৃস্থানীয়া রমণী আহ্বান করল অশ্লীল কর্মের প্রতি, এবং প্রত্যাখ্যান করে সে বলল, আমি আল্লাহকে ভয় করি ; এমন ব্যক্তি, যে এরূপ গোপনে দান করে যে, তার বাম হাত ডান হাতের দান সম্পর্কে অবগত হয় না। আর এমন ব্যক্তি, নির্জনে যে আল্লাহকে স্মরণ করে এবং তার দুচোখ বেয়ে বয়ে যায় অশ্র“ধারা।

🌎 শব্দ প্রসঙ্গে আলোচনা :
سَبْعَةٌ : অর্থ সাত, সংখ্যাটি এখানে সীমাবদ্ধ করণের জন্য উল্লেখ করা হয়নি, কারণ, অন্যান্য হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে, এ সাত শ্রেণি ব্যতীত অন্যান্যরাও কেয়ামত দিবসে আল্লাহর আরশের ছায়াতলে স্থান লাভ করবে।

يُظِلُّهُمُ اللهُ فِيْ ظِلِّهِ : আল্লাহর ছায়া দ্বারা এখানে উদ্দেশ্য তার আরশের ছায়া। ভিন্ন এক রেওয়ায়েত এর প্রমাণযেখানে স্পষ্টভাবে ‘তার আরশ’ কথাটির উল্লেখ পাওয়া যায়।

يَوْمَ لَا ظِلَّ إِلاَّ ظِلَّهُ : উদ্দেশ্য কেয়ামত দিবস।

إِمَامٌ عَادِلٌ : আভিধানিক অর্থে ইমাম হলেনযার নেতৃত্ব মেনে নেওয়া হয় এমন দলপতি। পরিভাষায়শাসক ও বিচারক, যাদের কাঁধে মুসলমানদের কল্যাণের দায়িত্বভার অর্পণ করা হয়েছে। ন্যায় প্রয়োগের মাধ্যমে যিনি শাসন করেন, তাকে আদেল (عادِل) বলা হয়।

شَابٌٌّ نَشَأَ فِيْ عِبَادَةِ اللهِ : বিশেষভাবে যুব শ্রেণির উল্লেখের কারণ এই যে, যুবক বয়সেই প্রবৃত্তি নানাভাবে মানুষের চিন্তাচেতনায় হানা দেয়, প্রলুব্ধ করে নানা অপকর্মেঅধর্মে। সুতরাং যুবক বয়সে এবাদতে নিমগ্ন হওয়া অন্য যে কোন সময়ে এবাদতে লিপ্ত হওয়ার চেয়ে শ্রেয় ও অধিক গুরুত্বপূর্ণ।

اِجْتَمَعَا عَلَيْهِ : অর্থাৎ, আল্লাহর ভালোবাসার ভিত্তিতেই তারা একে অপরকে ভালোবেসেছে, এবং বিচ্ছিন্ন হয়েছে তারই জন্য। আল্লাহর ভালোবাসাই তাদের উভয়ের মাঝে গড়ে দিয়েছে সখ্যতা ও বন্ধুত্ব, পার্থিব কোন প্রতিবন্ধকতা এ ব্যাপারে তাদের মাঝে আড়াল তৈরি করতে পারেনি। মৃত্যু পর্যন্ত তাদের উভয়ের মাঝে বন্ধনের একমাত্র সূত্র হল আল্লাহর মহব্বত।

وَ رَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتَ مَنْصَبٍ وَ جَمَالٍ : অর্থাৎ সুন্দরী নেতৃস্থানীয়া রমণী তাকে মন্দ কর্মের প্রতি আহ্বান জানাল।

وَ رَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ : সদকা হল : মানুষ আল্লাহর নৈকট্য হাসিলের জন্য যে সম্পদ বিলিয়ে দেয়হোক তা জাকাতের মত ফরজ কিংবা নফল দান। তবে, সদকা শব্দের ব্যবহার এক সময় ব্যাপক হয়ে দাঁড়ায় কেবল নফল দানের ক্ষেত্রে।

فَأَخَفَاهَا حَتّى لَا تَعْلَمَ شِمَالُه مَا تُنْفِقُ يَمِيْنُهُ : বাক্যটি দ্বারা দানের গোপনীয়তা বুঝানো উদ্দেশ্য। অর্থাৎ যদি বাম হাত ডান হাতের কর্ম সম্পর্কে অবগতি লাভে সক্ষম হত, অধিক গোপনীয়তার কারণে সেও তার দানের ব্যাপারে অবগতি লাভ করতে পারত না।

خَالِيًا : নির্জনে, যেখানে কেউ নেই। বিশেষভাবে এ অবস্থাটি উল্লেখের কারণ হল, নির্জনের এবাদত রিয়া বা লোক দেখানো ভাবনা হতে মুক্ত থাকে, লোকদেখানো প্রবৃত্তির সম্ভাবনা স্বভাবতই থাকে না।

فَفَاضَتْ عَيْنَاهُ : আল্লাহর ভয়ে তার দুচোখে অশ্র“ বয়ে গেল।

🌐🌎🌏 আহকাম ও ফায়দা :🌿🌱🌱🌴

১. আল্লাহ তাআলার মহানুভবতা এই যে, কিছু কিছু কর্মকে তিনি বান্দার জন্য বিশেষ ফলদায়ক নির্ধারণ করে দিয়েছেন, উক্ত কর্মের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে অনেকের তুলনায় বৈশিষ্ট্যমন্ডিত হয়ে উঠে। এভাবে তিনি বান্দাদের মাঝে কল্যাণকর্মের উদ্দীপনা ও উৎসাহ সঞ্চার করেন।
বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে বৈশিষ্ট্যমন্ডিত হয়ে উঠা সাত শ্রেণির লোকদের কথা রাসূল সা. উক্ত হাদিসে উল্লেখ করেছেন। এ সাত শ্রেণি ব্যতীতও, অন্য কয়েকটি শ্রেণির কথা রাসূল ভিন্ন হাদিসে উল্লেখ করেছেন। উদাহরণত: আল্লাহর পথে গাজি ; অভাবীর সাহায্যকারী ; ঋণগ্রস্তকে সাহায্যদাতা ; এবং দীর্ঘ পথ অতিক্রম করে মসজিদে গমনকারীইত্যাদি। অন্য হাদিসের এ রেওয়ায়াতের ফলে হাদিসবেত্তাগণ মত দিয়েছেন যে, সাত সংখ্যাটি এখানে বিশেষ কোন অর্থ বহন করে না। তাই সাতের মাঝেই তা সীমাবদ্ধ নয়।
হাফেজ ইবনে হাজার আসকালানী উক্ত গুণ অনুসন্ধান করেছেন এবং তার রচিত معرفة الخصال الموصلة إلى الظلال নামক গ্রন্থে বিস্তারিতভাবে আলোচনা করেছেন।

২. হাদিসটিতে কেবল পুরুষের উল্লেখও কোন সীমাবদ্ধকরণের নির্দেশ করে না। দুটি স্থান ব্যতীত যা যা উল্লেখ করা হয়েছে, তাতে নারীরাও সমান অংশীদার। স্থান দুটি হচ্ছে:

৩. সর্বোচ্চ নেতৃস্থান ও শাসন ব্যবস্থা। নারীরা মুসলমানদের সাধারণ নেতৃত্ব প্রদানে সক্ষম নয়, এবং সক্ষম নয় তারা বিচারক হতে। তবে যে সকল ক্ষেত্রে তাদের নেতৃত্ব বৈধযেমন স্কুলের প্রধান হওয়াসে সকল ক্ষেত্রে নারীদের ন্যয়পরায়নতা বিবেচ্য।

৪. দ্বিতীয়ত: নারীদের ক্ষেত্রে মসজিদে গমন করা বাধ্যতামূলক হওয়ার বিষয়টি বিবেচ্য নয়, কারণ, তাদের জন্য গৃহে সালাত আদায়ই উত্তম। অন্যান্য ক্ষেত্রে পুরুষের সাথে সাথে নারীরাও সমানভাবে অংশীদার।

৫. শরিয়ত ন্যয়পরায়নতার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব প্রদান করেছে,হোক তা সর্বোচ্চ নেতৃত্বের ক্ষেত্রে কিংবা তার তুলনায় কিছুটা নিম্নস্তরে ; এমনকি ব্যক্তির পারিবারিক জীবনও এর আওতাভুক্ত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেন
وَقُلْ آَمَنْتُ بِمَا أَنْزَلَ اللَّهُ مِنْ كِتَابٍ وَأُمِرْتُ لِأَعْدِلَ بَيْنَكُمُ (الشورى: ১৫)
আপনি বলুন, আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন, আমি তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এবং তোমাদের মাঝে ন্যয় প্রতিষ্ঠার আদেশপ্রাপ্ত হয়েছি।
অন্যত্র তিনি বলেন
إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ (النحل: ৯০)
নিশ্চয় আল্লাহ আদেশ করেন ন্যয়পরায়নতা ও এহসানের।
রাসূল সা. বলেছেন
اتقوا الله واعدلوا بين أولادكم.
তোমরা আল্লাহকে ভয় কর, এবং তোমাদের সন্তানদের মাঝে সমতা বিধান কর। অন্যত্র বলেছেন
إن المقسطين عند الله على منابر من نورعن يمين الرحمن عز وجل، وكلتا يديه يمين، الذين يعدلون في حكمهم وأهليهم وما ولوا.
সুবিচারকগণ আল্লাহর ডান পাশে নূরের মিম্বর সমূহে অবস্থান করবেতার উভয় হাতই ডান ; যারা তাদের শাসন, পরিবার ও দায়িত্ব আদায়ের ক্ষেত্রে ন্যয় প্রতিষ্ঠা করবে। উক্ত হাদিসে রাসূল ন্যায়পরায়ণ শাসকের উল্লেখ সর্বপ্রথমে করেছেন, কারণ, নেতৃত্ব ও ন্যায় প্রতিষ্ঠা খুবই কঠিন ও গুরুত্বপূর্ণ।

৬. মানুষের জীবনে যৌবন খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, তাতে দৃঢ়তা থাকে প্রচণ্ড, মতামত ও দৃষ্টিভঙ্গি থাকে প্রখরউদ্দম ও জীবনীশক্তিতে ভরপুর একটি সময় মানুষের যৌবন। সুতরাং, যে ব্যক্তি যৌবনে আল্লাহ প্রবর্তিত পথ ও পদ্ধতি অনুসরণ করবে, দমন করবে প্রবৃত্তি ও চাহিদাহাদিসে বর্ণিত সেই মহান স্তর তারই প্রাপ্য। যে বিষয়গুলো যৌবনে মানুষকে তা অর্জনে সাহায্য করে, তা নিম্নরূপ
ক্স জ্ঞানান্বেষণ, ও তাতে পরিপূর্ণ আত্মনিয়োগ।
ক্স বিভিন্ন ভালো কাজের মাধ্যমে সর্বদা সময় কাজে লাগানোর অভ্যাস গড়ে তোলা।
ক্স আল্লাহর পথের মহান অনুসারীদের সাথে সংস্পর্শ যাপন।
ক্স যুবক বয়সে পবিত্র কোরআনের পুরোটা কিংবা তার অংশ বিশেষ মুখস্থ করার প্রচেষ্টা চালান।

৭. মসজিদ আল্লাহর ঘর, তাতে ফরজ ও নফল এবাদতসমূহ পালন করা হয়। চর্চা করা হয় নানা ধর্মীয় বিদ্যা। ধর্মের আলোচনা ও নসিহত হয় সর্বদা। দ্বীনের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। যারা মসজিদের সাথে সর্বদা সম্পৃক্ত, তারা কেয়ামত দিবসে সেই মহান সওয়াব লাভ করবে। এছাড়া, যে মসজিদের সাথে সর্বদা সম্পৃক্ত, সে দূরে থাকে পাপ, এমনকি, পাপের দর্শন থেকে। অবস্থান করে আল্লাহর রহমতের স্বর্গীয় সান্নিধ্যে। এভাবে তার অন্তর পরিচ্ছন্নতা লাভ করে, স্বচ্ছ হয় তার চিন্তাচেতনা। ক্রমান্বয়ে ক্ষালন হতে থাকে তার পাপসমূহ, বাড়তে থাকে সৎ ও সুফলদায়ক কর্মগুলো। মসজিদের সাথে সম্পৃক্ততার অর্থ এ নয় যে, সর্বদা স্বশরীরে মসজিদে অবস্থান করতে হবে। এর অর্থ এই যে, মসজিদ হতে বের হওয়ার পরও তার মন কেবল তাতে ফিরে যেতে উৎসুক হয়ে উঠবে, যখন তাতে অবস্থান করবে, স্থানটিকে তার খুবই আপন মনে হবে, লাভ করবে পরম স্বস্তি ও প্রশান্তি।
৮. সম্পর্কের নানা রকম পার্থিব ভিত্তি মানুষে মানুষে সম্পর্ক তৈরি করেকখনো আত্মীয়তা, অর্থনৈতিক যূথবদ্ধতা, চারিত্রিক ও আচরণীয় সম্পৃক্তি ইত্যাদি বিষয়গুলো সম্পর্ক রচনার ক্ষেত্রে পালন করে থাকে মৌলিক ভূমিকা। পক্ষান্তরে, ইসলাম মানুষকে উৎসাহী করে এমন শক্তিকে কেন্দ্র করে পারস্পরিক সম্পর্ক তৈরিতে, যার পুরোটাই নির্ভর করে আল্লাহর প্রতি ভালোবাসার উপর। কোরআন ও সুন্নাহও এ দিকটির প্রতি বিশেষ গুরুত্বারোপ করেআল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেন
إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ
মোমিনগণ পরস্পর ভাই ভাই। অন্যত্র এসেছে
الْأَخِلَّاءُ يَوْمَئِذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلَّا الْمُتَّقِينَ ﴿ الزخرف:৬৭﴾
মোত্তাকি ব্যতীত সে দিন বন্ধুরা হবে পরস্পর পরস্পরের শত্র“।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এরশাদ করেন
أوثق عرى الإيمان الحب في الله والبغض في الله.
ঈমানের মজবুতম বন্ধন হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, এবং তার জন্য ঘৃণা করা।

৯. মানুষের প্রবৃত্তির রয়েছে নানা আকর্ষণ ও ইচ্ছা। ইসলাম এগুলো সুস্থ ও বৈধভাবে পূরণ করার ব্যবস্থা করেছে। শয়তান সর্বদা এ ফন্দিতে ব্যস্ত থাকে যে, কীভাবে সে মানুষকে আক্রান্ত করবে প্রবৃত্তির ফাঁদে, ভ্রষ্ট করবে সত্য পথ হতে। নারীপুরুষ সম্পর্কিত বিষয়গুলোকে শয়তান মানুষের সামনে খুবই মোহনীয় করে তুলে ধরে। নারী যদি হয় সুন্দরী, সম্মানিতা ও মর্যাদার অধিকারী, তবে পুরুষ তার প্রতি আসক্ত হয় প্রবল মোহে। যে ঈমানদার, আল্লাহর প্রতি বিশ্বাস ী, এ সকল পরিস্থিতিতে পাপে তার ঈমান বাধা প্রদান করে, সতর্ক করে দেয় ; ফলে তার অনুভূতি জাগ্রত হয় যেআমি আল্লাহকে ভয় করিমৌখিক এ স্বীকৃতির পর সে যখন বাস্তবেও এর অনুসরণ করে, লাভ করে হাদিসে বর্ণিত মহান সৌভাগ্য ও মর্যাদা। ইসলাম তার মৌলিক পদ্ধতির প্রয়োগের মাধ্যমে নারী ও পুরুষকে পবিত্র ও পরিচ্ছন্ন করে গড়ে তুলতে চায়যে তার প্রতি কর্মে, প্রতি মুহূর্তে আল্লাহকে ধ্যানে উপস্থিত রাখবে। কবি বলেন
و إذا خلوت بريبة في ظلمة و النفس داعية إلي الطغيان
فاستقم من نظر الإله و قل لها إن الذي خلق الظلام يراني
নির্জন অন্ধকারে যখন একান্ত হবে সংশয়ে (রমনীর সাথে)
আর তোমার প্রবৃত্তি আহ্বান জানাবে অন্যায়ের প্রতি
তখন তুমি আল্লাহর দৃষ্টির সম্মুখে লজ্জাশীল হও
তাকে বল, এ অন্ধকারের যিনি স্রষ্টা, তিনি তো আমাকে দেখছেন।

১০. সদকা এক মহান কর্ম। এর ফজিলত প্রভূত। অজস্র এর ফলাফল। এর ফজিলত ও সওয়াব বর্ণনায় অসংখ্য আয়াত ও হাদিস নাজিল হয়েছে। আল্লাহ তাআলা এরশাদ করেন
مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِئَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ (البقرة: ২৬১)
আল্লাহর রাস্তায় ধনসম্পদ ব্যয়কারীদের দৃষ্টান্ত একটি বীজের মত, যা হতে উৎপন্ন হয়েছে সাতটি শীষ, প্রতিটি শীষে রয়েছে একশত শস্যদানা। যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন, আল্লাহ প্রশস্ত, সর্বজ্ঞ।
প্রকাশ্য কিংবা অপ্রকাশ্যউভয় প্রকার সদকাই ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা বলেন
إِنْ تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ وَإِنْ تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ وَيُكَفِّرُ عَنْكُمْ مِنْ سَيِّئَاتِكُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ (البقرة: ২৭১)
তোমরা যদি সদকা প্রকাশ কর, তবে তা উত্তম। আর যদি তা গোপন করে দরিদ্রদের মাঝে তা বিতরণ করে দাও, তবে তাও তোমাদের জন্য কল্যাণকর। তা তোমাদের পাপ ক্ষালন করবে ; তোমরা যা কর, সে ব্যাপারে আল্লাহ জ্ঞাত।’
অবস্থাভেদে প্রকাশ্য ও অপ্রকাশ্য সদকার মাঝে উত্তমঅনুত্তম নির্ধারণ করা হয়। যদি তা প্রকাশ্যে পালন করার ব্যাপারে কোন কল্যাণ থাকে, তবে তাই উত্তম। অন্যথায়, ফরজ ও নফলউভয় ক্ষেত্রে গোপনে পালন করা উত্তম।

১২. সর্বোত্তম আমলগুলোর মাঝে জিকির অন্যতম। সন্দেহ নেই, এটি তার সহজতরগুলোর মাঝেও অন্যতম। এতে আল্লাহ তাআলার মহত্ত্ব বর্ণনা করা হয়, প্রশংসা করা হয়, কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় তার প্রতি, পেশ করা হয় সশঙ্ক আকুতি। যখন এ জিকির পালিত হয় লোকচক্ষুর অন্তরালে, এবং আল্লাহর ভয়ে জিকিরকারী বান্দার দুচোখ ভরে যায় অশ্র“ধারায়, আল্লাহ তাকে মহান সওয়াবে ভূষিত করেনতিনি তাকে ছায়া দান করেন কেয়ামতের কঠিন দিবসে, যেদিন তার ছায়া ব্যতীত ভিন্ন কোন ছায়া থাকবে না।

১৩. হাদিসটি প্রমাণ করে, এখলাসশূন্য এবাদত কোন কাজে আসে না। উল্লেখিত আমলগুলোর মাঝে একক যে গুণটি পাওয়া যায়, তা হচ্ছে এবাদতের ক্ষেত্রে পরিপূর্ণ এখলাস আনয়ন, এবং পার্থিব যাবতীয় উদ্দেশ্য হতে তাকে মুক্ত রাখা।

১৪. এ গুণগুলোর মাঝে যে কয়টি একক গুণ পাওয়া যায়তা হচ্ছে, সবর, সহিষ্ণুতা। সন্দেহ নেই, আল্লাহর আনুগত্য ও তার নির্দেশ পালনের জন্য প্রয়োজন সবর ও ধৈর্য। কারণ, তার প্রতি পদে বাধা হয়ে দাঁড়াবে শয়তান, গাফেল আত্মা ও প্রবৃত্তি। বান্দা যখন এর বিরুদ্ধে অংশ নিবে আত্মিক জেহাদে, বিজয় অর্জন করবে এর বিরুদ্ধেনিশ্চয় উত্তম পুরস্কারে ভূষিত হবে।

১৫. হাদিসটি আমাদেরকে এ হেদায়েত প্রদান করে যে, মোমিনের উচিত গোপনে সৎকর্মে অংশগ্রহণ করা। যাতে এবাদতে রিয়ার (লোক দেখানো ভাবনা) বিন্দুমাত্র সংশয় তৈরি না হয়, এবং গড়ে উঠে এখলাসের অভ্যাস। সমাপ্ত।

23/08/2020

প্রবাসীদের সহযোগিতার জন্য অফিসে আছি নিয়মিত। ভিসা, পাসপোর্ট ও পারমিট এর ব্যপারে ফ্রী পরামর্শ নিতে আসতে পারেন। সূলভ মূল্যে বিমান টিকেট দিচ্ছি।ফোন-০১৮১৮-৮৯৩৪২৯ (হো/ইমু)

*** important topic:...ভিসা প্রসেসিং সেক্টরে একটা বাজে সংস্কৃতি চালু হয়েছে, মানুষের না জানার সুযোগকে ব্যাবহার করে লাভের ...
27/07/2020

*** important topic:...

ভিসা প্রসেসিং সেক্টরে একটা বাজে সংস্কৃতি চালু হয়েছে, মানুষের না জানার সুযোগকে ব্যাবহার করে লাভের ফাঁদ পাতা। আর যারা ভিসা আবেদনকারী তারা মানুষকে লাখ লাখ টাকা দিতেও রাজী কিন্তু ওয়েবসাইট থেকে দুই লাইন ইংরেজি পড়ে তথ্য জানতে আগ্রহী না। এই সুযোগটাই অল্প কিছু মানুষ অপব্যাবহার করে মানুষ ঠকায়......

টোটাল সেক্টর নিয়ে কথা বলার যোগ্যতা বা অভিজ্ঞতা আমার হয়নি, আমি শুধু পোল্যান্ড-এ ভিসার আবেদন ও এপয়েন্টমেন্ট প্রসেস নিয়ে বলবো।

পোল্যান্ড এম্বাসির নতুন সিদ্ধান্ত অনুসারে এখন থেকে VFS GLOBAL-এর ভিসা এপ্লিকেশন সেন্টারে আবেদনকারীরা এপ্লিকেশন সাবমিট করতে পারবেন। এটা সকলেই জানেন। ভিএফএস থেকে এপয়েন্টমেন্ট নিয়ে ফাইল জমা দিতে হবে, কীভাবে এপয়েন্টমেন্ট পাবেন, প্রসেস কী কী সব ভিএফএস এর ওয়েবসাইটে বলা আছে বিস্তারিত।

পূর্বের এপয়েন্টমেন্ট জটিলতা সম্পর্কে সকলেই জানেন, এই জটিলতা এড়াতেই এম্বাসির এই সিদ্ধান্ত। সুতরাং এপয়েন্টমেন্ট নিয়ে আর ঝামেলা থাকছে না, ভিএফএস থেকে তুলনামুলক সহজেই এপয়েন্টমেন্ট পাওয়া যাবে অনলাইন থেকে এবং আরও পদ্ধতি রয়েছে। এই সাথে এম্বাসির ই-কন্সুলেট সাইট থেকেও (আগে যেখান থেকে এপয়েন্টমেন্ট নিতে হতো) অল্প করে কিছু স্লট থাকবে। তাই এপয়েন্টমেন্ট নিয়ে কেউ অস্থির হবেন না, প্যারা নিবেন না।

আমি খোঁজ পেয়েছি নতুন এপয়েন্ট সিস্টেমে ভিএফএস এর এপয়েন্টমেন্ট করে দিতে অনেকেই ৪০-৫০ হাজার করে টাকা নেয়ার ফন্দী এঁকেছে ! VFS-কী জিনিস না জানা মানুষগুলো সাধারণত এই ফাঁদে পা দিচ্ছে।

আমি সবাইকে অনুরোধ করবো, আসুন সবাই মিলে এই এপয়েন্টমেন্টের সিন্ডীকেট ভেঙে ফেলি। (আমি নিজেও এপয়েন্টমেন্টের কাজ করি, আমিও যদি VFS-এর এপয়েন্টমেন্টের বিনিয়মে অধিক টাকা দাবী করি আমাকেও ইগনোর করুন)। সবাই সতর্ক থাকুন, আর যারা লোক ঠকানোর প্লান করছেন আরেকবার চিনা করুন। এটা ঠিক কি না ?

VFS GLOBAL-এ ফাইল সাবমিশনে নতুন কিছু ডকুমেন্টস এড করা হয়েছে। কী কী ডকুমেন্ট লাগবে দেখে নিন এখান থেকে https://bit.ly/35cTtbv

কীভাবে এপ্লাই করবেন টোটাল প্রসেস স্টেপ বাই স্টেপ দেখে নিন এখান থেকে https://bit.ly/2PyE6DX যেখানে বুঝতে পারবেন না আমাকে পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন, অথবা গ্রুপে পোস্ট করে জানতে পারেন।

এখান থেকে এপয়েন্টমেন্ট এর জন্য ট্রাই করবেন https://bit.ly/2rFFahl

আরও যার যেরকম তথ্য দরকার সবকিছুই VFS GLOAL এবং Poland embassy'র ওয়েবসাইটে পাবেন। সকলের জন্য শুভকামনা।
সংগৃহিত

(কেউ পোস্টটি কপি করলে অনুগ্রহ করে পোস্ট ক্রেডিট দিবেন)

27/07/2020

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-দুবাই-ঢাকা রুটে ফ্লাইট বাড়িয়েছে। এখন থেকে ঢাকা-দুবাই-ঢাকা রুটে প্রতি সপ্তাহে ৩টি....

27/07/2020

করোনার আক্রমন কিছুটা কম হওয়ায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ চালু করতে যাচ্ছে তাদের বিমানবন্দর

24/07/2020

যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের অবশ্যই প্রথমে অনলাইনে ভিসা পুনর্নবীকরণ করতে হবে এবং বিমানবন্দরগুলি খোলার ...

Address

27, Jalsa Market (1st Floor) Reazuddin Bazar, Chottogram
Chittagong
4349

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801818893429

Alerts

Be the first to know and let us send you an email when Amanat Shah Hajj Kafela Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amanat Shah Hajj Kafela Travels & Tours:

Share

Category