Al-hera tours & travels

Al-hera tours & travels travel, hajj & omrah agent

আল-হেরা হজ্ব কাফেলার ওমরাহ্ যাত্রীদের মদিনা শরীফের দর্শনীয় স্থান সমূহ যেয়ারহ্।
01/09/2022

আল-হেরা হজ্ব কাফেলার ওমরাহ্ যাত্রীদের মদিনা শরীফের দর্শনীয় স্থান সমূহ যেয়ারহ্।

আলহামদুলিল্লাহ আগামী ২৭শে আগষ্ট আমাদের ১ম ওমরাহ গ্রুপ যাত্রা করবে ইনশাআল্লাহ। পরবর্তী গ্রুপ গুলাতে যেতে চাইলে অতিসত্বর য...
20/08/2022

আলহামদুলিল্লাহ
আগামী ২৭শে আগষ্ট আমাদের ১ম ওমরাহ গ্রুপ যাত্রা করবে ইনশাআল্লাহ। পরবর্তী গ্রুপ গুলাতে যেতে চাইলে অতিসত্বর যোগাযোগ করে যাত্রা নিশ্চিত করুন। টিকেটের সংকুলতার কারণে অগ্রীম বুকিং দিয়ে যাত্রা নিশ্চিত করার জন্য আগ্রহী হাজীদের অনুরোধ জানানো হইলো।i

06/08/2022
আজ আল-হেরার ১১২ জন হজ্বযাত্রী মদিনা শরীফের উদ্দেশ্য রওয়ানা হয়েছেন।
16/06/2022

আজ আল-হেরার ১১২ জন হজ্বযাত্রী মদিনা শরীফের উদ্দেশ্য রওয়ানা হয়েছেন।

সফল ভাবে আল-হেরা হজ্ব কাফেলার হজ্ব প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হলো।
12/06/2022

সফল ভাবে আল-হেরা হজ্ব কাফেলার হজ্ব প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হলো।

হজ্জ যাত্রীদের মেডিকেলের জন্য প্রয়োজনীয় পরীক্ষা সমূহ করতে হবে
24/05/2022

হজ্জ যাত্রীদের মেডিকেলের জন্য প্রয়োজনীয় পরীক্ষা সমূহ করতে হবে

Alhamdulillah  ১০ লাখ হজ্জ যাত্রী এই বৎসর হজ্ব করতে পারবে।
09/04/2022

Alhamdulillah
১০ লাখ হজ্জ যাত্রী এই বৎসর হজ্ব করতে পারবে।

03/12/2021

করোনার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে সাউথ আফ্রিকাসহ সাত দেশ থেকে বাংলাদেশে আসলে ১৪ দিন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। ২ ডিসেম্বর রাতে এ সংক্রান্ত আদেশ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এছাড়া পৃথিবীর সব দেশ থেকেই বাংলাদেশে আসতে ৪৮ ঘণ্টার মধ্যে আরটি পিসিআর পদ্ধতিতে করোনা নেগেটিভ রিপোর্ট থাকতে হবে, যা আগে ছিলো ৭২ ঘণ্টা।

বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্সের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এই নির্দেশনা ৪ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

সাত দেশ হচ্ছে বতসোয়ানা, এসওয়াতিনি, ঘানা, লেসোথো, নামিবিয়া, সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে। এই দেশগুলো থেকে আসলে ১৪ দিন নিজ খরচে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। সেখানে সাত দিন পর এক বার এবং ১৪ দিন পর আবার করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষার খরচ যাত্রীকেই বহন করতে হবে।

ফ্লাইটে উঠার আগেই সরকার নির্ধারিত হোটেল বুক করতে হবে। হোটেলে সপ্তম দিনে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসলে আলাদা করে আইসোলেশনে পাঠানো হবে। নেগেটিভ রিপোর্ট আসলে হোটলে বাকি সাত দিন কোয়ারেন্টিনে থাকবেন। ১৪তম দিনে নেগেটিভ রিপোর্ট আসলে যাত্রী নিজের বাড়িতে যেতে পারবেন। এই সাত দেশ ছাড়া অন্যান্য দেশ থেকে আসলে ২৩ অক্টোবর জারি করা বেবিচকের নির্দেশনা অনুসরণ করতে হবে।

25/11/2021

BREAKING | Umrah Resumes for largest pilgrim sending countries, Indonesia, Pakistan and India starting next month

10/11/2021

ভারতীয় টুরিস্ট ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট:

১) আপাতত ১৫ ই নভেম্বর থেকে সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে ১২০ দিনের মধ্যে ভারতে প্রবেশ করতে পারবেন এবং সর্বোচ্চ ৩০ দিন ভারতে থাকতে পারবেন।
২) টুরিস্ট ভিসায় কেবলমাত্র বাই এয়ারে ভ্রমণ করা যাবে।
৩) বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ফ্লাইট ছাড়ার সময় থেকে ৭২ ঘণ্টার মধ্যে RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন (ডবল ডোজ ভ্যাকসিন থাকলেও রিপোর্ট প্রয়োজন না থাকলেও প্রয়োজন)। কেবলমাত্র ২ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন নেই।
৪) ভারত থেকে বাংলাদেশ ফেরত আসার সময় ফ্লাইট ছাড়ার সময় থেকে ৭২ ঘণ্টার মধ্যে RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন (ডবল ডোজ ভ্যাকসিন থাকলেও রিপোর্ট প্রয়োজন না থাকলেও প্রয়োজন)। কেবলমাত্র ১০ বছরের কম বয়সী শিশুদের জন্য RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন নেই।
৫) এছাড়া ভারতে প্রবেশ করার পূর্বে সবাইকে বাধ্যতামূলক AIR SUBIDHA পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, এবং তামিলনাড়ুর ক্ষেত্রে অতিরিক্ত TN E-Pass রেজিস্ট্রেশন করতে হবে।
৬) আপাতত ভারতে প্রবেশের ক্ষেত্রে করোনা টিকার কোনো বাধ্যবাধকতা নেই। টিকা থাকলেও ভারতে যেতে পারবেন না থাকলেও যেতে পারবেন।

ডুবাই ফ্লাইট চালু হলো। ঢাকা-ডুবাই ঢাকা-শারজাহ ঢাকা-আবুধাবী ঢাকা-রাস আল খাইমাহ সকল এয়ারলাইন্সের টিকেটের জন্যে আজই যোগাযোগ...
29/09/2021

ডুবাই ফ্লাইট চালু হলো।
ঢাকা-ডুবাই
ঢাকা-শারজাহ
ঢাকা-আবুধাবী
ঢাকা-রাস আল খাইমাহ
সকল এয়ারলাইন্সের টিকেটের জন্যে আজই যোগাযোগ করুন। এপ্রোবালের জন্য সহযোগিতা করা হয়।
আল-হেরা ট্যুরস এন্ড ট্রাভেলস
ফোনঃ ০১৮১২০৭৫৭৫০
বহদ্দারহাট, চট্টগ্রাম।

13/09/2021

ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলের সৌদি আরব গমণ।

ঢাকা
১৩ সেপ্টেম্বর,২০২১

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল আজ সন্ধ্যায় সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

সৌদি আরব সফরকালে প্রতিনিধি দল ১৪৪৩ হিজরী সালের ওমরাহ এবং সম্ভাব্য পবিত্র হজ কার্যক্রম বিষয়ে অবহিত হবেন।

এছাড়াও বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার এর সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে।

সফররত প্রতিনিধি দলটি আগামী ১৫ সেপ্টেম্বর মক্কায় সউদী হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস-মিনিস্টারের সাথে তার দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিবেন।

আগামী ১৪ সেপ্টেম্বর প্রতিনিধি দল মক্কায় মোয়াসসা জুনুব এশিয়ার চেয়ারম্যানের সাথে বৈঠকে মিলিত হয়ে হজ ও ওমরাহ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। একই দিনে প্রতিনিধি দল মক্কায় হাজীদের ভাড়া বাড়ী ও হোটেল পরিদর্শন করবেন। তারা পবিত্র মিনা, আরাফাহ ও মুজদালিফা পরিদর্শন করবেন। প্রতিনিধি দল জেদ্দা, মক্কা ও মদিনায় বাংলাদেশ হজ অফিসসমূহ পরিদর্শন করবেন। আগামী ১৯ সেপ্টেম্বর প্রতিনিধি দল মদিনাস্থ ন্যাশনাল আদিল্লা অফিসের চেয়ারম্যানের সাথে হজ ও ওমরাহ সংক্রান্ত বিষয়ে মত বিনিময়ের কথা রয়েছে।

প্রতিনিধি দলটি আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

প্রতিনিধি দলের অন্য সদস্যগণ হলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম পিএইচডি, যুগ্মসচিব (হজ) গাজী উদ্দিন মো. মুনির, হজ অফিস, ঢাকা এর পরিচালক মো. সাইফুল ইসলাম।
ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, ধর্ম সচিবের একান্ত সচিব মো. যোবায়ের।

স্বাক্ষরিত/-
১৩/৯/২০২১
মোহাম্মদ আনোয়ার হোসাইন
সিনিয়র তথ্য অফিসার
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

দুবাই টু চট্রগ্রামে সপ্তাহে ২ টা ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
22/08/2021

দুবাই টু চট্রগ্রামে সপ্তাহে ২ টা ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আস্সালামু আলাইকুম আমরা অতীব আনন্দের সহিত জানাইতেছি যে, ইনশাআল্লাহ আগামী মাস থেকে ওমরাহ কার্যক্রম শুরু হতে চলেছে। সৌদি আর...
16/08/2021

আস্সালামু আলাইকুম
আমরা অতীব আনন্দের সহিত জানাইতেছি যে, ইনশাআল্লাহ আগামী মাস থেকে ওমরাহ কার্যক্রম শুরু হতে চলেছে। সৌদি আরবের নতুন নিয়ম-কানুন সংযোজন হওয়াতে বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী যাত্রীবৃন্দ পাসপোর্ট ও ছবি সহ. অফিসে দ্রুত যোগাযোগ করুন।
* টিকার সাটিফিকেট
* টিকা সমূহ -- মর্ডানা, ফাইজার, এস্ট্রেজেনেকা, জনসন এন্ড জনসন।
শুভাচ্ছান্তে
আল-হেরা ট্যুরস এন্ড ট্রাভেলস
অফিসঃ ৭২, জামান হোটেলের উপরে(৩য় তলা), বহদ্দারহাট, চট্টগ্রাম।
ফোনঃ ০১৮১৯৩৮৮৬৬১,
০১৭৮৯৭৮২০৪৬,
০১৮১৯১৭১৭২৯,
০১৬১৯৩৮৫৮২৮,
০১৮১৮১০৪৭৭৩,
০১৮১৫১৩২০৩৯,
০১৭৭৭৭৬৮৭০২
(বিঃদ্রঃ - আগামীতে হজ্বের জন্য প্রাক-নিবন্ধন চালু রয়েছে)

আস্সালামু আলাইকুম সু-খবর!!! সু-খবর!!! সম্মানীত আগ্রহী ওমরা যাত্রীদের জানানো যাচ্ছে যে অতিসত্ত্বর ওমরাহ কার্যক্রম শুরু হত...
14/08/2021

আস্সালামু আলাইকুম
সু-খবর!!! সু-খবর!!!
সম্মানীত আগ্রহী ওমরা যাত্রীদের জানানো যাচ্ছে যে অতিসত্ত্বর ওমরাহ কার্যক্রম শুরু হতে চলেছে।
আগ্রহী যাত্রীবৃন্দ পাসপোর্ট ও ছবি সহ. অফিসে দ্রুত যোগাযোগ করুন।
শুভাচ্ছান্তে
আল-হেরা ট্যুরস এন্ড ট্রাভেলস
অফিসঃ ৭২, জামান হোটেলের উপরে(৩য় তলা), বহদ্দারহাট, চট্টগ্রাম।
ফোনঃ ০১৮১৯৩৮৮৬৬১,০১৭৮৯৭৮২০৪৬,০১৮১৯১৭১৭২৯,০১৬১৯৩৮৫৮২৮,০১৮১৮১০৪৭৭৩,০১৮১৫১৩২০৩৯,০১৭৭৭৭৬৮৭০২

Address

Bahaddar Hat
Chittagong

Telephone

+8801812075750

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-hera tours & travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-hera tours & travels:

Videos

Share

Category


Other Travel Agencies in Chittagong

Show All