08/09/2023
ভারতীয় কেবিন ক্রু-কে জড়িয়ে ধরে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা গ্রেফতার
ভিস্তারার মাস্কট থেকে আসা ফ্লাইটে কেবিন ক্রু-কে জোর করে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন এবং আশালীন ইঙ্গিত করেন বাংলাদেশি প্রবাসী। ভারতীয় পুলিশ জানিয়েছে, তার নাম মহম্মদ দুলাল (৩০)।
কেবিন ক্রু অভিযোগপত্রে জানিয়েছেন, তিনি তখন ট্রলি নিয়ে যাত্রীদের খাবারের ট্রে কালেক্ট করছিলেন। হঠাৎই খেয়াল করেন, ১৯ই আসনে বসে থাকা যাত্রী তার দিকে অশ্লীল ইঙ্গিত (ফ্ল্যাশিং) করছেন। বিষয়টাকে উপেক্ষা করে তিনি ট্রলি নিয়ে এগিয়ে যেতেই ওই যাত্রী (মহম্মদ দুলাল) লাফ দিয়ে তার পাশে বসা আর একজন যাত্রীকে টপকে বিমানের প্যাসেজে এসে দাঁড়ান। কেবিন ক্রু কিছু বুঝে ওঠার আগেই ওই যাত্রী তাকে জড়িয়ে ধরেন এবং জোর করে চুমু খাওয়ারও চেষ্টা করেন। ততক্ষণে পাশে বসা হতচকিত অন্য যাত্রীরাও ওই ফ্লাইট অ্যাটেনডেন্টের সাহায্যে এগিয়ে আসেন এবং জোর করে মহম্মদ দুলালকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
রীতিমতো ধস্তাধস্তি করে ‘বেপরোয়া’ ওই ব্যক্তিকে ছাড়িয়ে নিতে হয়েছিল বলে পরে পুলিশের কাছে লিখিত অভিযোগে জানানো হয়েছে। কারও হুঁশিয়ারিতেই তিনি কর্ণপাত করছিলেন না।
ফ্লাইট ক্যাপ্টেনও সঙ্গে সঙ্গে ছুটে আসেন এবং ওই যাত্রীকে ‘আনরুলি প্যাসেঞ্জার’ হিসেবে ঘোষণা করেন। কিছুক্ষণ পরে ফ্লাইট মুম্বাইতে অবতরণ করলে মহম্মদ দুলালকে এয়ারপোর্টে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মুম্বাইতে নামার পর ঢাকার কানেক্টিং ফ্লাইট ধরে ওই প্রবাসীর বাংলাদেশে যাওয়ার কথা ছিল। তবে ভারতে আইনি প্রক্রিয়া শেষ না হলে তিনি ফিরতে পারছেন না।
ফ্লাইটে উঠে অনেকেই অমার্জিত আচরণ করেন, যা অপরাধ। এ ধরণের কাজ থেকে বিরত থাকুন।