22/10/2020
★★★আরশিনগর ফিউচার পার্ক ক্যাম্পিং এর বিস্তারিত★★★
# # #আমাদের ক্যাম্পিং প্যাকেজ জনপ্রতি ৭৫০ টাকা # # #
এই প্যাকেজে যা যা থাকছে-------
★পার্ক এ এন্টি
★তাবু
★ক্যাম্প ফায়ারিং
★বারবিকিউ+পরটা
★টয়লেট এর সু-ব্যবস্থা
★হায়দারাবাদি চিকেন বিরিয়ানি+কোলড্রিক্স +সালাদ
★সকালের নাস্তা-পরটা+ডিম+ডালভাজি
# #অথবা,ডিম-খিঁচুড়ি।
# #সর্বোচ্ছ ধারণ ক্ষমতা ২০ জন।
# #সর্বোনিম্ন ৬ হলে বুকিং নেওয়া হয়।
# #বুকিং নাম্বারঃ০১৬১৬৭৯৬৯৬৯(পারসোনাল বিকাশ)
# #১০২০ টাকা বুকিং মানি।
আরও জানতে বা বুকিং এর জন্য যোগাযোগ করতে পারেন।
:০১৬১৬৭৯৬৯৬৯
★ বি:দ্র- আমাদের ক্যাম্পিং এ ছেলে এবং মেয়ে সকলে ক্যাম্পিং করতে পারবেন তবে গ্রুপ নিয়ে আসতে হবে আর মেয়েরা আলাদা তাবুতে থাকতে হবে।যেভাবে আসবেন আরশিনগর ফিউচার পার্ক:
❤️❤️❤️আমাদের পার্ক এর মনোরোম পরিবেশে চাইলে আপনারা পিকনিক করে একটা দিন খুব সুন্দর ভাবেই খাটাতে পারেন।
স্কুল/কলেজ এর ডে ট্যুর পিকনিক করার স্পট আছে আমাদের পার্ক এর ভিতরে।
# ঢাকা থেকে- ১) বাসে আসতে চাইলে কমলাপুর টার্মিনাল থেকে বিআরটিসি করে আর সায়দাবাদ বাস ষ্টেশন থেকে সৌদিয়া, গ্রীনলাইন, সিল্ক লাইন, সোহাগ, বাগদাদ এক্সপ্রেস, ইউনিক প্রভৃতি বাস করে আপনি চট্টগ্রাম যেতে পারেন। গ্রিনলাইন (০২-৭১০০৩০১), সোহাগ (০২-৯৩৪৪৪৭), সৌদিয়া (০১১৯৭০১৫৬১০), টি আর (০২-৮০৩১১৮৯), হানিফ (০১৭১৩৪০২৬৭১) ইত্যাদি পরিবহনের এসি বাস চট্টগ্রাম যায়। ভাড়া ৮৫০-১১০০ টাকা। আর এস আলম, সৌদিয়া, ইউনিক, শ্যামলী, হানিফ, ঈগল প্রভৃতি পরিবহনের সাধারণ বাসে ভাড় ৪৮০ টাকা।বাসে আসলে বারৈয়ারহাট এর পরে BSRM ফ্যাক্টরির সামনে নামবেন হাইওয়ের সাথেই আমাদের পার্ক। পার্কের প্রবেশমূল্য মাত্র ১০০ টাকা। পার্কের ভিতরেই আমাদের ক্যাম্প সাইট।
অথবা সায়দাবাদ থেকে স্টার লাইনে করে ফেনী আসতে পারেন। ভাড়া ২৮০ টাকা।ফেনী থেকে লোকাল বাসে করে বারৈয়ারহাট এর পরে BSRM ফ্যাক্টরি এর সামনে নামবেন।ভাড়া ২৫/৩০ টাকা।
২)ট্রেনে আসলে- মেইল ট্রেন আসলে "চিনকি আস্তানা" নামক স্টেশনে নামতে হবে। ভাড়া ৯০-১১০ টাকা। সেখান থেকে লেগুনা করে BSRM ফ্যক্টরি এর সামনে নামতে হবে।ভাড়া ০৫ টাকা জনপ্রতি।
আর আন্তঃনগর ট্রেনে আসলে "ফেনী" স্টেশনে নামতে হবে। ভাড়া ২৬৫ টাকা।তারপর ফেনী রেলওয়ে স্টেশন থেকে রিকশা/ অটোরিকশা করে ফেনী মহিপাল বাসস্ট্যান্ডে আসতে হবে।ভাড়া ১৫ টাকা জনপ্রতি।সেখান থেকে লোকাল বাসে করে বারৈয়ারহাট এর পর BSRM ফ্যক্টরি এর সামনে নামবেন। ভাড়া ৩০/৩৫ টাকা জনপ্রতি।নামার পর হাইওয়ে এর সাথেই আমাদের আরশিনগর ফিউচার পার্ক এর গেইট দেখবেন।
#চট্টগ্রাম থেকে-আপনি চট্রগ্রাম নগরীর মাদার বাড়ি এলাকা থেকে সরাসরি বাস সার্ভিসে (সরাসরি বাস-চয়েস, লোকাল বাস-উত্তরা)করে চলে আসতে পারে ঠাকুর দিঘি বাজার এর পরে BSRM ফ্যাক্টরি এর সামনে নামবেন তারপর রাস্তার অপর পাশেই আমাদের পার্ক এর গেইট। সরাসরি বাসেসে ভাড়া ৮০ টাকা, লোকাল বাসে ৬০টাকা জনপ্রতি। কিংবা অলংকার সিটি গেইট থেকে যেকোনো লোকাল বাসে করেও আসতে পারবেন। ভাড়া ৪০ থেকে ৬০ টাকা সময় লাগবে ১ ঘন্টা ২০ মিনিট।
#সিলেট থেকে- সিলেট থেকে সড়ক ও রেলপথে চট্টগ্রাম আসা যায়। সড়কপথে গ্রিনলাইন পরিবহনের এসি, নন এসি বাস যায় চট্টগ্রাম। এছাড়া সিলেট রেলওয়ে স্টেশন থেকে সপ্তাহের শনিবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস, সপ্তাহের রবিবার ছাড়া প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটে আন্তনগর উদয়ন এক্সপ্রেস এবং সপ্তাহের প্রতিদিন রাত ১০টা ৩০ মিনিটে মেইল ট্রেন জালালাবাদ এক্সপ্রেস ছেড়ে যায় চট্টগ্রামের উদ্দেশে।ট্রেনে আসলে ফেনী" স্টেশনে নামতে হবে।তারপর ফেনী রেলওয়ে স্টেশন থেকে রিকশা/ অটোরিকশা করে ফেনী মহিপাল বাসস্ট্যান্ডে আসতে হবে।ভাড়া ১৫ টাকা জনপ্রতি।সেখান থেকে লোকাল বাসে করে বারৈয়ারহাট এর পরে BSRM ফ্যাক্টরি এর সামনে নামবেন হাইওয়ে এর সাথেই আমাদের পার্ক এর গেইট। ভাড়া ৩০/৩৫ টাকা জনপ্রতি।