Laptop Reliance

Laptop Reliance A trustworthy Laptop Computer repair & sales center in Chittagong. Al-hamdulillah, we have been providing service for more than 7 years.
(2)

Also doing corporate sales with confidence. Especially in schools, colleges, multiple small and large institutions. Laptop Reliance is a trustworthy Laptop service & sales center in Chittagong. People can deal with us about their any kinds problem of Laptop (Software, Windows, OS Setup, Cd Rom, Hard disk Problem, Battery Problem, Keyboard Problem, Display Problem, Power Up-Down Problem, No Power

Problem & any others problem) without any doubt. (Mackbook, Sony Vaio, Hp, Dell, acer, Toshiba, Ibm, Compaq, Gateway, Samsung, Lg, Lenevo & others Laptop)

We will care your laptop like you. We also sale 2nd hand laptop. 2nd hand laptop look like new & fresh. come from dubai & others country. We request all of you at first you can visit us then you will see our service. & In sha Allah you will satisfied.

After Eid we started our service from 16th.Welcome to our shop
18/04/2024

After Eid we started our service from 16th.

Welcome to our shop

আসসালামু আলাইকুম, তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমল গুলো কবুল করুক।ঈদ মোবারক।
10/04/2024

আসসালামু আলাইকুম,
তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমল গুলো কবুল করুক।

ঈদ মোবারক।

09/04/2024

৯ তারিখ থেকে আগামী ১৫ তারিখ পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকবে।

ইনশা'আল্লাহ ১৬ তারিখ থেকে যথারীতি খোলা থাকবে।

বরাবরের মতো ল্যাপটপ রিলায়েন্স'র সাথে থাকার জন্য কৃতজ্ঞতা।

ঈদের অগ্রিম শুভেচ্ছা।

একজন লোক একটি চিড়িয়াখানা প্রতিষ্ঠা করেছে এবং 300 ডলার প্রবেশমূল্য করেছে কিন্তু কেউ সেখানে যায়নি। তিনি এটি 200 ডলারে ক...
04/03/2024

একজন লোক একটি চিড়িয়াখানা প্রতিষ্ঠা করেছে এবং 300 ডলার প্রবেশমূল্য করেছে কিন্তু কেউ সেখানে যায়নি। তিনি এটি 200 ডলারে কমিয়ে দিলেন কিন্তু তবুও কেউ আসেনি।
তারপরে তিনি ফি কমিয়ে 10 ডলারে নামিয়েছিলেন কিন্তু তবুও লোকেরা আসেনি।
অবশেষে, প্রবেশ ফি তিনি বিনামূল্যে করে দিয়েছিলেন এবং শীঘ্রই চিড়িয়াখানাটি লোকে ভরে গিয়েছিল। তারপর তিনি নিঃশব্দে চিড়িয়াখানার গেটে তালা লাগিয়ে দিলেন, সিংহগুলোকে মুক্ত করে দিলেন এবং বহির্গমন ফি 500 ডলার করে দিলেন এবং সবাই পরিশোধ করলেন!

মোরাল অব দ্যা স্টোরি: আপনি জীবনে চলার সময়, সস্তা বা বিনামূল্যের অফার থেকে সাবধান থাকুন, সেগুলি ভয়ঙ্কর হতে পারে।

কোন ব্যবসা বিনামূল্যে নয়!

-কালেক্টেড
ফটোটি অতীতে অনেক বার দেখলেও কখনো মনযোগ দিয়ে খেয়াল করিনি। আজকে হটাৎ পড়ে দেখলাম।
সাধারণত বিশেষ কিছু ব্যাপার ছাড়া ফ্রী বিষয়টি আমার কেমন কেমন লাগে!

বন্ধু ইমন কি ল্যাপটপ আছে জানতে চেয়ে মেসেঞ্জারে নক দিয়েছিল। ডিটেইলস জেনে ৩০ মিনিট পর লাঞ্চ বিরতিতে অফিসের কলিগের জন্য ল্য...
07/02/2024

বন্ধু ইমন কি ল্যাপটপ আছে জানতে চেয়ে মেসেঞ্জারে নক দিয়েছিল। ডিটেইলস জেনে ৩০ মিনিট পর লাঞ্চ বিরতিতে অফিসের কলিগের জন্য ল্যাপটপ নিতে কলিগকে নিয়ে চলে এসেছিল।

যেহেতু সময় কম ছিল, তাই ভালোভাবে চেক না করেই ল্যাপটপ নিয়ে গেছিল। কলিগের আস্থা ছিল ইমনের উপর। আর ইমনের ছিল আমার উপর আস্থা!

অক্টোবরের নয় তারিখের ফটো। কোন কমপ্লেন নেই, ল্যাপটপ চলছে। আলহামদুলিল্লাহ।

বন্ধু সাব্বিরের ছোট বোনের হাসব্যান্ড ল্যাপটপ কিনেছিল ডিজাইনিং এবং পার্সোনাল কাজ করার জন্য।আমাদের উপর আস্থা রাখার জন্য ছো...
05/02/2024

বন্ধু সাব্বিরের ছোট বোনের হাসব্যান্ড ল্যাপটপ কিনেছিল ডিজাইনিং এবং পার্সোনাল কাজ করার জন্য।

আমাদের উপর আস্থা রাখার জন্য ছোট বোনের হাসব্যান্ড ও বন্ধুর উপর কৃতজ্ঞতা। ❤️

একজন ব্যবসায়ী অতীতের মতো আজকেও মার্কেটে এসেছিল, তবে লাশ হয়ে, ফ্রিজিং লাশবাহি গাড়িতে করে!বলছিলাম জিইসি মোড়ে অবস্থিত সেন্ট...
31/01/2024

একজন ব্যবসায়ী অতীতের মতো আজকেও মার্কেটে এসেছিল, তবে লাশ হয়ে, ফ্রিজিং লাশবাহি গাড়িতে করে!

বলছিলাম জিইসি মোড়ে অবস্থিত সেন্ট্রাল শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী মরহুম ইলিয়াস ভাইয়ের কথা। যিনি আজকে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিওন।
মার্কেটে যার একাধিক গুরুত্বপূর্ণ দোকান রয়েছে। তিনি সেগুলোর পজিশন মালিক ছিলেন।
এভাবে একদিন ব্যবসায়ী থেকে লাশ হতে হবে। দোকান থাকবে, ব্যবসা চলবে। তবে আপনি আমি থাকব না!

আল্লাহ আমাদের ক্ষমা করে, সঠিক পথে রেখে সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুক। আমিন।

স্নেহের ছোট ভাই সজিব। তার ক্লোজ বন্ধু, বড় ভাই, কলিগ থেকে শুরু করে রিলেটিভ পর্যন্ত তেমন কেউ বাকি নেই মনে হয়, যে ল্যাপটপ ক...
29/01/2024

স্নেহের ছোট ভাই সজিব। তার ক্লোজ বন্ধু, বড় ভাই, কলিগ থেকে শুরু করে রিলেটিভ পর্যন্ত তেমন কেউ বাকি নেই মনে হয়, যে ল্যাপটপ কেনা, রিপ্যায়ার বা সার্ভিসিং এর জন্য না এসেছে! এবং ডেস্কটপও। সেটা দীর্ঘ প্রায় ৭ বছর ধরে! অনেকগুলো ল্যাপটপ সেলেরতো কোন ফটোও তুলিনি।

অশেষ কৃতজ্ঞতা সজিব এত বছর ধরে আস্থা রেখে সাথে থাকার জন্য। ❤️

ফটোগুলো তার দুই গ্রুপের সাথে ভিন্ন দুইদিনে তোলা!

Sony Vaio ল্যাপটপ রিপ্যায়ার করতে এসেছিল প্রিয় মিলন ভাই। যেটাতে সমস্যা অনেক। যেটাকে ব্যবহারযোগ্য করতে বড় এমাউন্ট আসবে। তা...
25/01/2024

Sony Vaio ল্যাপটপ রিপ্যায়ার করতে এসেছিল প্রিয় মিলন ভাই। যেটাতে সমস্যা অনেক। যেটাকে ব্যবহারযোগ্য করতে বড় এমাউন্ট আসবে। তাছাড়া প্রায় ১৩ বছর আগের ল্যাপটপ সেটা!

তো, ভাইয়াকে ওটার পিছনে টাকা খরচ না করে আরেকটা আপডেট ভার্শন কেনার পরামর্শ দিয়েছিলাম। আর পরামর্শমতো সেদিনই Dell ব্র‍্যান্ডের ল্যাপটপটি কিনেছিল। আস্থা রাখার জন্য অশেষ কৃতজ্ঞতা মিলন ভাই।

মানসিক শান্তি অনেক জরুরি বিষয়!এই যেমন অনেক ক্লাইন্ট মেকবুকে  অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইউজ করে শান্তি পায়। 😊
16/01/2024

মানসিক শান্তি অনেক জরুরি বিষয়!
এই যেমন অনেক ক্লাইন্ট মেকবুকে অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইউজ করে শান্তি পায়। 😊

আপনাদের সাথে  #ল্যাপটপ_রিলায়েন্স এর পথ চলার ৭ বছর! আলহামদুলিল্লাহ। এইটা ছিল ব্যক্তিগত একাউন্ট থেকে করা পোস্ট। যা ফেইসবু...
16/01/2024

আপনাদের সাথে #ল্যাপটপ_রিলায়েন্স এর পথ চলার ৭ বছর! আলহামদুলিল্লাহ।
এইটা ছিল ব্যক্তিগত একাউন্ট থেকে করা পোস্ট। যা ফেইসবুক মেমোরিতে ভেসে উটেছে।
আপনাদের আন্তরিকতা ও সাপোর্ট ছিল, এবং অবশ্যই আল্লাহর রহমত ছিল বলে এত টুকু আসা।

এতবছরে পাশে থেকে প্রতিনিয়ত আপনারা আমাদের ব্যক্তিগত আইডি এবং পেইজকে বিভিন্ন গ্রুপে, পোস্টে মেনশন করে যাচ্ছেন মানুষের ল্যাপটপ সংক্রান্ত যে কোন সমস্যা ও প্রয়োজনে, যার স্ক্রিনশট স্মৃতি হিসেবে এবং আপনাদের সম্মানে সংরক্ষণ রয়েছে। সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।

আপনাদেরকে আরো বেটার সার্ভিস দেয়ার জন্য আমরা নীতি ও আদর্শকে ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত আছে।

লালখান বাজার থেকে মামুন ভাইয়া আসছিল ভাগিনাকে নিয়ে ভিডিও এডিটিংয়ের কাজে ইউজের জন্য পিসি বিল্ড করতে। ভাগিনা  ঢাকা থেকে আসছ...
15/01/2024

লালখান বাজার থেকে মামুন ভাইয়া আসছিল ভাগিনাকে নিয়ে ভিডিও এডিটিংয়ের কাজে ইউজের জন্য পিসি বিল্ড করতে। ভাগিনা ঢাকা থেকে আসছিল পিসির জন্য।

ওনাদের রিকোয়ারমেন্ট ও বাজেট অনুযায়ী বিল্ড করে দিয়েছে Laptop Reliance
বিল্ড করার আগেই মামুন ভাই ফুল পেমেন্ট পে করে দিয়েছিল একাউন্টে। কৃতজ্ঞতা আমার প্রতি আস্থা রাখার জন্য।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির লেকচারার আশরাফি ভাই। একই ইউনিভার্সিটির অন্য লেকচারার প্রিয় তৌফিক ভাই থেকে জেনে আমাকে ফোন করেছি...
14/01/2024

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির লেকচারার আশরাফি ভাই। একই ইউনিভার্সিটির অন্য লেকচারার প্রিয় তৌফিক ভাই থেকে জেনে আমাকে ফোন করেছিল ল্যাপটপ কেনার ব্যাপারে।

ফোনে ডিটেইলস বলেছিলাম। দেখেওনি। কয়েকদিন পর দোকান বন্ধ করার কয়েক মিনিট আগে হটাৎ করে এসে ফোনে শোনা ল্যাপটপ টি কিনে নিয়ে গেল ভালো করে না দেখেই! সম্ভবত এটাকেই বলে আস্থা ও ভরসা। পরবর্তীতে পরিবারের আরো ১টি ল্যাপটপ সার্ভিসিংও করায়ছিল। আলহামদুলিল্লাহ।

কৃতজ্ঞতা তৌফিক ভাই ও আশরাফি ভাইয়ের প্রতি।

আলহামদুলিল্লাহ, করপোরেট কোম্পানিতে কোয়ান্টিটি ল্যাপটপ দেওয়ার পাশাপাশি  সরকারি কোম্পানিতেও সেলস এবং সার্ভিস দিয়ে আসছি।সরক...
17/11/2023

আলহামদুলিল্লাহ, করপোরেট কোম্পানিতে কোয়ান্টিটি ল্যাপটপ দেওয়ার পাশাপাশি সরকারি কোম্পানিতেও সেলস এবং সার্ভিস দিয়ে আসছি।

সরকারি বড় একটা কোম্পানিতে একাধিক কম্পিউটার, প্রিন্টার স্কেনার ইত্যাদি ডেলিভারি এবং বুঝিয়ে দেওয়ার সময়। আরো একাধিক বড় প্রিন্টার ছিল, যেগুলো জায়গা না থাকায় গাড়িতে রাখা হয়েছিল।

আসলে ফটো দিতে চাইনি তারপরও মার্কেটিংয়ের অংশ হিসেবে দেওয়া। ফটো বিহীন অসংখ্য কর্পোরেট সেলস, সার্ভিস এবং ল্যাপটপ রিপ্যায়ার করে আসছি নিয়মিত।

Laptop Reliance এগিয়ে চলছে আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়।

14/10/2023

৪ বছর ধরে সার্ভিস নেওয়া কর্পোরেট প্রতিষ্ঠান(যাদের একাধিক বড় বড় ব্রাঞ্চ রয়েছে) যখন কোয়ান্টিটি ল্যাপটপের অর্ডার করে। তাও ফুল পেমেন্ট একাউন্টে এডভান্স পে করে দিয়ে। তখন নিজেদেরকে সৌভাগ্যবান মনে হয়। আলহামদুলিল্লাহ!

ডেলিভারি দেওয়ার ঠিক আগ মুহুর্তে ছোট্ট ভিডিওটি করা হয়েছে।
আলহামদুলিল্লাহ, আমাদের থেকে এরকম একাধিক কর্পোরেট কোম্পানি, স্কুল, কলেজ সহ ইত্যাদি প্রতিষ্ঠান ল্যাপটপ কম্পিউটার সার্ভিসিং / রিপ্যায়ার ও প্রোডাক্ট নিয়ে থাকে। আপনাদের দোয়ায় সেটা দিন দিন বাড়ছে। শুকরিয়া।

আমাদের পুলিশ লাইন স্কুলের প্রনব স্যার (সি এম পি স্কুল & কলেজ, দামপাড়া, ওয়াসা)। ল্যাপটপ দেখাতে আসছিল। দীর্ঘদিন পর দেখা স্...
11/07/2023

আমাদের পুলিশ লাইন স্কুলের প্রনব স্যার (সি এম পি স্কুল & কলেজ, দামপাড়া, ওয়াসা)। ল্যাপটপ দেখাতে আসছিল। দীর্ঘদিন পর দেখা স্যারের সাথে।

মনে রাখার জন্য কৃতজ্ঞতা স্যার।
আবার স্কুলের স্মৃতি মনে পড়ে যাওয়া!

তখন ক্লাস সেভেনে। স্যারের ক্লাস ছিল। ক্লাস শেষে পুলিশ লাইনের কোন এক প্রোগ্রামের জন্য স্কুল হটাৎ আর্লি ছুটির ঘোষণা দিয়ে দেওয়ায় ক্লাসের মধ্যে খুশিতে লাফ দিয়ে দিছিলাম, যদিও তখন স্যার সেটা বলে চলে যাচ্ছিল, তবুও কেমনে জানি দেখেছিল। সেটার জন্য সেই মাইর দিছে। 😄😄😄

ঈদের ছুটি শেষে আবার ব্যস্তময় জীবনে!
05/07/2023

ঈদের ছুটি শেষে আবার ব্যস্তময় জীবনে!

আমাদের একই মার্কেটের অন্য ব্যবসা প্রতিষ্ঠানের একজন সহকর্মী তার আরেক সহকর্মী শরিফুল ইসলামের মাধ্যমে এসে আমাদের উপর আস্থা ...
27/06/2023

আমাদের একই মার্কেটের অন্য ব্যবসা প্রতিষ্ঠানের একজন সহকর্মী তার আরেক সহকর্মী শরিফুল ইসলামের মাধ্যমে এসে আমাদের উপর আস্থা রেখে মুহুর্তে যখন ল্যাপটপ কিনে নেই তখন ভালো না লাগার উপায় থাকেনা! কৃতজ্ঞতা।

আলহামদুলিল্লাহ।

27/06/2023

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের শপ আগামীকাল ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।

ইনশা'আল্লাহ ৪ তারিখ থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।

সবাইকে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা।

যেকোন প্রয়োজনে কন্টাক্ট করতে পারবেন 01850-388526 এই নাম্বারে।

আমার পাশের জন হাসান ভাই, যিনি গত ৭ মাস আগে ল্যাপটপ নিয়ছিল নিজের জন্য। আবারও ল্যাপটপ কিনেছেন তিনি, আলহামদুলিল্লাহ। এবার ও...
17/06/2023

আমার পাশের জন হাসান ভাই, যিনি গত ৭ মাস আগে ল্যাপটপ নিয়ছিল নিজের জন্য।

আবারও ল্যাপটপ কিনেছেন তিনি, আলহামদুলিল্লাহ। এবার ওনার জন্য না, ওনার বন্ধুর জন্য(পাশের জন)।
কৃতজ্ঞতা ভাই। ❤️

ইনশা'আল্লাহ এভাবে সামনে অগ্রসর হতে চায় আপনাদের আস্থা ও ভালোবাসা নিয়ে।
এস. এম. কামরুল হাসান
ফাওন্ডার
ল্যাপটপ রিলায়েন্স

Stock Clearance Offer!Lowest Price!কম বাজেটে হাই কনফিগারেশনের ল্যাপটপ। যাতে প্রায় সব ধরনের কাজ করতে পারবেন অনায়াসে।দেখতে...
15/06/2023

Stock Clearance Offer!
Lowest Price!

কম বাজেটে হাই কনফিগারেশনের ল্যাপটপ। যাতে প্রায় সব ধরনের কাজ করতে পারবেন অনায়াসে।
দেখতে খুবই স্লিম এবং স্মার্ট। টাচস্ক্রীন ডিসপ্লে সাথে 2GB ডেডিকেটেড NVIDIA Graphics Card.

Brand: Dell

Series: Dell Precision M3800
Processor : intel Core i7-4702HQ @ 2.20GHz
Ram: 8GB
SSD: 256Gb
Display : 15.6 Inches, (3200×1800) Touchscreen
Dedicated Graphics Coprocessor: NVIDIA Quadro K1100M with 2GB
Battery Backup: 1 hour
Backlit Keyboard (জাস্ট Ctrl বাটনটা কাজ করেনা)
Waves MaxxAudio Pro, Dual Integrated High Quality Speakers.

বাইরের, ফ্রেশ ল্যাপটপ সাথে আছে অরিজিনাল চার্জার।

Contact : 01850388526
Laptop Reliance, GEC Circle.

প্রিয় বন্ধু রিফাত। একসাথে আমরা বিবিএ, এমবিএ করেছিলাম৷ সে বর্তমানে ফ্রিল্যান্সার এবং সরকারি কর্মকর্তা। কক্সবাজার থেকে ফোন...
10/05/2023

প্রিয় বন্ধু রিফাত। একসাথে আমরা বিবিএ, এমবিএ করেছিলাম৷ সে বর্তমানে ফ্রিল্যান্সার এবং সরকারি কর্মকর্তা।
কক্সবাজার থেকে ফোন করেছিল ল্যাপটপের জন্য। কি কনফিগারেশন সেটা আস্ক করেছিলাম। আমার উপর ছেড়ে দিয়েছিল। একটা মডেল বলে প্রাইজ বলেছিলাম। ২ মিনিটের মধ্যে তার একাউন্ট থেকে আমার একাউন্টে টাকা পাঠায় দিছিল।

২দিন পর ল্যাপটপ নিয়ে গেছিল তার ছোট ভাইয়ের জন্য। ছোট ভাই দেশের বাইরে থাকে। তাই সেটা কিছুদিন সে চালিয়ে চেক করে বিদেশে পাঠিয়ে দিছিল।

বন্ধুর উপর এত আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা ❤️। অতীতের মত পাশে থাকবি সবসময়!
এস. এম. কামরুল হাসান
ফাওন্ডার অব
ল্যাপটপ রিলায়েন্স

মুজিব ভাই এসেছিলে নোয়াখালী থেকে তার সার্ভিসিং করতে দেয়া DELL ল্যাপটপটি নিয়ে যাওয়ার জন্য৷ যদিও ওঠাতে সমস্যা বেশি থাকায় রে...
27/04/2023

মুজিব ভাই এসেছিলে নোয়াখালী থেকে তার সার্ভিসিং করতে দেয়া DELL ল্যাপটপটি নিয়ে যাওয়ার জন্য৷ যদিও ওঠাতে সমস্যা বেশি থাকায় রেডি হয়নি। তিনি আমার ফ্রেন্ডের কাজিন হয়। ল্যাপটপ এইটা রেডি না হওয়ায় আরেকটি ল্যাপটপ কেনার ইচ্ছা প্রকাশ করেছিল।

আমি দেখালাম, যদিও তেমন চেক করেনি। কনফিগারেশন এবং ল্যাপটপের লুক দেখে পছন্দ করেছিল। মাত্র কয়েক মিনিটের মধ্যে দেখানো hp ল্যাপটপটি কনফার্ম করল। এরপর প্রয়োজনীয় সফটওয়্যার দিয়েছিলাম। পাশাপাশি ল্যাপটপেরর জন্য এক্সটার্নাল কিছু প্রডাক্ট নিয়ে চলে গেছিল। ওনার সাথে আমার ঐ বন্ধুটির মাধ্যমে একবার দেখা হয়েছিল সার্ভিসিংয়ের বিষয়ে।

এরপর ওনার কাছে ল্যাপটপ সহ আরো অনেক কিছু সেল করা। আবার তারপাশে থাকা অন্য ভাইটি পরবর্তীতে অন্য ল্যাপটপ সার্ভিসিংয়ের বিষয়ে পুনরায় আসা। দারুণ, আলহামদুলিল্লাহ।
১ জনের মাধ্যমে অনেক জনের সাথে কানেক্ট হতে পারার এই চেইন আমি বেশ উপভোগ করি।

আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে Laptop Reliance

এস. এম. কামরুল হাসান
ফাওন্ডার
ল্যাপটপ রিলায়েন্স

27/04/2023

পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর আমাদের শপ আজকে থেকে খোলা।

যারা ল্যাপটপ কম্পিউটার সংক্রান্ত জরুরি প্রয়োজনে আসতে চেয়েছিলেন তারা চলে আসতে পারবেন।

ধন্যবাদ সবাইকে।

Address

Shop #16 (Ground Floor), 562 Central Shopping Complex, O. R. Nizam Road, GEC Circle
Chittagong
4000

Opening Hours

Monday 09:30 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 09:30 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801850388526

Website

Alerts

Be the first to know and let us send you an email when Laptop Reliance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Laptop Reliance:

Videos

Share



You may also like