bTicket&Travels

bTicket&Travels bTicketandTravels is an experienced travel & tourism management Agency. We work with you to manage

20/09/2023
Association of Travel Agents of Bangladesh is consisting of more than 3500 Travel Agents-a) IATA Accredited Agentsb) Inb...
03/11/2022

Association of Travel Agents of Bangladesh is consisting of more than 3500 Travel Agents-

a) IATA Accredited Agents
b) Inbound Tour Agents
c) Outbound Tour Agents
d) HAJJ & OMRAH Agents
e) Domestic Tour Agents

Welcome - AIRASTRA presents Bangladesh International Travel & Tourism Expo 2022!
➡️ Book your stalls
➡️ Place your ads
➡️ Register for the entry tickets
Be a part of the biggest travel expo in the history of Bangladesh!
https://bitte.com.bd/entry/register





যারা আগে মালয়েশিয়াতে ছিলেন, দেশে গিয়ে নাম ও জন্ম তারিখ পরিবর্তন করেছেন। এখন যদি আবার কলিং ভিসায় মালয়েশিয়ায় আসতে চ...
26/10/2022

যারা আগে মালয়েশিয়াতে ছিলেন, দেশে গিয়ে নাম ও জন্ম তারিখ পরিবর্তন করেছেন। এখন যদি আবার কলিং ভিসায় মালয়েশিয়ায় আসতে চান তাহলে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত পাঠাবে।

কারণ মালয়েশিয়া যাওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার আগের রেকর্ড চলে আসবে। যখন ইমিগ্রেশন দেখবে আগের রেকর্ডের সাথে বর্তমান পাসপোর্টের মিল নেই তখন আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাবে।

#নোট- md এর স্থলে Mohammad বা মোহাম্মদের স্থানে এমডি পরিবর্তিত হলে অথবা বাদ গেলে কোন সমস্যা নেই।
এতোটুকু পরিবর্তন মালয়েশিয়া ইমিগ্রেশন গ্রহণ করে।

মূল নামের বানানে যদি কোন অক্ষর পরিবর্তিত হয় যার ফলে বানানের "উচ্চারণ ও মানে" ভিন্ন রকম হয়ে যায় তাহলে সমস্যা হবে।

যদি এমন হয় আগের পাসপোর্টে নাম ছিল hossin, নতুন পাসপোর্টে হয়েছে hosen /hossain/hosein তাহলে সমস্যা নাই।

বানান পরিবর্তন হলেও নামের মানে বা উচ্চারণে তেমন একটা পরিবর্তন আসেনি।
#কলিং_ভিসা

সৌদিআরবে ১ বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি বিজনেস ভিসায় প্রতিবার ভ্রমনে সর্বোচ্চ ৯০ দিন থাকা যায় এবং চাইলে ওমরাহ্‌ পালনও করা...
01/10/2022

সৌদিআরবে ১ বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি বিজনেস ভিসায় প্রতিবার ভ্রমনে সর্বোচ্চ ৯০ দিন থাকা যায় এবং চাইলে ওমরাহ্‌ পালনও করা যায় কোন প্রকার ঝামেলা ছাড়াই। এই ভিসা সাধারণত স্টিকার অথবা ইলেক্ট্রনিক (ই-ভিসা) দুধরনেরই হয়ে থাকে। আমাদের দক্ষ টিম নির্ভুল ভাবে এই দুধরনের ভিসাই প্রসেস করতে পারদর্শী। সৌদি ১বছর মেয়াদী এই ভিসা প্রসেস করতে তাই যোগাযোগ করুন আমাদের সাথে।

স্টিকার ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস যা যা লাগবেঃ
১. মুল পাসপোর্ট
২. পাসপোর্ট সাইজ ছবি (২কপি )
৩. ট্রেড লাইসেন্সের স্ক্যান কপি
৪. ভিজিটিং কার্ড
৫. অফিস প্যাড ও সীল

ই-ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস যা যা লাগবেঃ
১. পাসপোর্ট
২. পাসপোর্ট সাইজ ছবি (২ কপি )
৩. ভিজিটিং কার্ড

ঠিকানাঃ ১৮৬/২০০ খাজা মার্কেট, সিডিএ এভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম।
মোবাইলঃ 01715740866, 0241355953
WhatsApp:- 01816440555, 01893466800

সংযুক্ত আরব আমিরাতে ৫ বছরের জন্য মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চলে আসুন আমাদের অফিসে। বারবার ভিসা করা...
01/10/2022

সংযুক্ত আরব আমিরাতে ৫ বছরের জন্য মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চলে আসুন আমাদের অফিসে। বারবার ভিসা করার ঝামেলা না করে পাঁচ বছর থাকুন নিশ্চিন্তে।

প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবেঃ
◼️ পাসপোর্টের স্ক্যান কপি।
◼️ নতুন রঙ্গিন ছবি, সাদা ব্যাকরাউন্ড এবং ল্যাব প্রিন্ট হতে হবে।
◼️ ব্যাক্তিগত বা ব্যবসায়িক ব্যাংক স্টেটমেন্ট বিগত ছয় মাসের (মিনিমাম ব্যালেন্স পাঁচ লাখ টাকা থাকতে হবে)
◼️ ব্যাংক সলভ্যান্সসি সার্টিফিকেট (ডলার এর পরিমান লেখা সহ)।

* প্রসেসিং করতে সময়ঃ ৩-৪ সপ্তাহ

ভিসা সম্পর্কে যেকোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করুন-

মোবাইলঃ 01715740866, 0241355953
WhatsApp:- 01816440555, 01883466800

ঠিকানাঃ- ১৮৬/২০০ খাজা মার্কেট, সিডিএ এভিনিউ, মুরাদপুর চট্টগ্রাম।

26/08/2022

ঘরে বসে নিরাপদে টিকেট কিনুন।
bTicket&Travels
01893-466800

শুরু হচ্ছে আন্তর্জাতিক রুটে বিমানের ওয়েব চেক-ইন,যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি মাসের ১ তারিখ থেকে আ...
09/08/2022

শুরু হচ্ছে আন্তর্জাতিক রুটে বিমানের ওয়েব চেক-ইন,
যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি মাসের ১ তারিখ থেকে আন্তর্জাতিক রুটের যাত্রীদের জন্য ওয়েব চেক-ইন সেবা চালু করেছে। এর মাধ্যমে যাত্রীরা নিজেরাই নিজেদের পছন্দ অনুযায়ী আসন নির্বাচন করতে পারবেন এবং ডিজিটাল বোর্ডিং পাশ বা কার্ড বের করতে পারবেন। ফলে বিমানবন্দরে বোর্ডিং পাশ সংগ্রহের জন্য যাত্রীদের অপেক্ষার সময় কমে আসবে।

বুধবার, ৩ আগষ্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে, শুক্রবার ০১ জুন অভ্যন্তরীণ রুটে ওয়েব চেক-ইন সেবা চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com-এ প্রবেশ করে ওয়েব চেক-ইন এর জন্য নির্ধারিত অপশন থেকে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী ২৪ ঘন্টা থেকে ফ্লাইট ছাড়ার ৪ ঘন্টা পূর্ব পর্যন্ত ওয়েব চেক-ইন করা যাবে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট ছাড়ার ৩ ঘন্টা পূর্ব পর্যন্ত ওয়েব চেক-ইন করা যাবে। তবে যদি কোন যাত্রী ২৪ ঘন্টার মধ্যে রিটার্ন ফ্লাইটে ভ্রমণ করেন সেক্ষেত্রে প্রথম যাত্রা সমাপ্তির পর রিটার্ন যাত্রার জন্য পুনরায় ওয়েব চেক-ইন করতে হবে। ওয়েবসাইট থেকে ওয়েব চেক-ইন সম্পন্নের পর প্রাপ্ত ডিজিটাল বোর্ডিং পাশ বা কার্ড বিমানবন্দরের ওয়েব চেক-ইন কাউন্টারে দেখিয়ে অথবা প্রিন্ট করে জমা দিয়ে বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে।

ওয়েব চেক-ইন এর পাশাপাশি সাধারণ চেক-ইন ব্যবস্থাও চালু থাকবে। বিস্তারিত তথ্যের জন্য বিমানের ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

30/06/2022

বিশেষ জরুরী বিজ্ঞপ্তি
৩০ জুন ২০২২

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, গত ০২ জুন ২০২২ তারিখে মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগের পদ্ধতি চূড়ান্ত করার সাথে সাথে বিভিন্ন ব্যক্তিবর্গ নানা পরিচয়ে হাই কমিশনে অকারণে ভিড় জমানোর চেষ্টা করছেন এবং তড়িঘড়ি করে নিয়োগের অনুমতি প্রদানের জন্য টেলিফোনের মাধ্যমে হাই কমিশনকে অনুরোধ করছেন, যা সরকার নির্ধারিত নিয়োগ প্রক্রিয়া অনুসরণের পথে অন্তরায়। এখানে উল্লেখ্য যে, হাই কমিশন দ্রুততার সাথে বাংলাদেশ ও মালয়েশিয়ার যথাযথ কর্তৃপক্ষের সাথে সমন্বয় পূর্বক স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। বাংলাদেশী কর্মীগণ যাতে মালয়েশিয়ায় এসে প্রতারিত না হন সেই লক্ষ্যে ডিমান্ড সমূহের প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং কর্মীদের সার্বিক নিরাপত্তার জন্য নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালনে বাংলাদেশ হাইকমিশন বদ্ধ পরিকর। এক্ষেত্রে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক অযাচিত হস্তক্ষেপ কারও কাম্য নয়।

০২/ এমতাবস্থায় সকলের বৃহত্তর স্বার্থে ও স্বচ্ছতার সাথে বাংলাদেশ হাইকমিশনের কার্য পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

০৩/ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য হাকমিশন সকলকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছে।

অনুরোধক্রমেঃ
বাংলাদেশ হাইকমিশন
কুয়ালালামপুর
মালয়েশিয়া।

শুরু হচ্ছে মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের নিবন্ধন কার্যক্রম।মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের বিএমইটি’র ডাটাবেইজে নিবন্ধন ১৩ জ...
12/06/2022

শুরু হচ্ছে মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের নিবন্ধন কার্যক্রম।

মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের বিএমইটি’র ডাটাবেইজে নিবন্ধন ১৩ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর (বিএমইটি’) মহাপরিচালক শহীদুল আলম এনডিসি।

প্রতারণার ফাঁদে না পড়ে মালয়েশিয়া যেতে হলে কর্মীকে বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধিত হতে হবে। এক্ষেত্রে দেশের ৪২ টি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে সরাসরি গিয়ে কর্মীরা তাদের নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

আপনার যেকোন তথ্যের জন্য
আমরা আছি আপনার পাশে।
আরব বাংলাদেশ ওভারসীজ এন্ড হজ্ব গ্রুপ।

bTicket & Travels Ltd

Contact:-
01816440555
01893466800
01893466804

আগেই নিশ্চিত করুন কম খরচে বিমান টিকিট 👨‍❤️‍👨ঘরে বসে  নিরাপদে সুলভ মূল্যে টিকেট ক্রয় করুন bticket & Travels থেকে🌺 যেকোনো ...
07/06/2022

আগেই নিশ্চিত করুন কম খরচে বিমান টিকিট 👨‍❤️‍👨

ঘরে বসে নিরাপদে সুলভ মূল্যে টিকেট ক্রয় করুন bticket & Travels থেকে🌺
যেকোনো দেশের ডোমেস্টিক এয়ার টিকিট বুক করুন সবচাইতে কম রেটে।

✈️🌏✈️ এক নজরে আপনাদের সেবায় বি টিকেট এন্ড ট্রাভেলসের সার্ভিস সমূহ নিচে দেওয়া হলোঃ

🟢সুলভ মূল্যে বিশ্বের বিভিন্ন দেশের এয়ার টিকিট পাবেন
🔴টিকেট সংক্রান্ত যেকোনো সময় যেকোনো আপডেট জানতে পারবেন এবং সাশ্রয়ী মূল্যে সৌদি, দুবাই, ওমান, কাতার, বাহরাইন ও মালোয়েশিয়া সহ বিশ্বের যেকোন দেশের বিমান টিকেট বুক করা এবং বিমান টিকেট রেট আপডেট জানানো হয়।

🟢কন্ট্রাক্টে সৌদী আমেল, জেয়ারা, ওমরা ও হজ্জ ভিসা প্রসেসিং করা হয়।

🔴 দুবাই ভিজিট ভিসা প্রসেসিং করা হয়।

🟢মালোয়েশিয়া ভিসা প্রসেসিং করা হয়।

🔴 যেকোনো দেশের ম্যানপাওয়ার করা হয়।

🟢ইন্সুইরেন্স পেপার করা হয়।

🔴 গামকা মেডিকেল করানো হয়।

☎️ কল করুনঃ-
০১৮১৬৪৪০৫৫৫
০১৮৯৩৪৬৬৮০০
০১৮৯৩৪৬৬৮০৪

🌐 web:- www.bticketlimited.com
📩 Email:- [email protected]

বাংলাদেশ থেকে ৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া। https://banglanews24.com/national/news/bd/934593.details
03/06/2022

বাংলাদেশ থেকে ৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া।

https://banglanews24.com/national/news/bd/934593.details

ঢাকা: বাংলাদেশ থেকে পাঁচ বছরে পাঁচ লাখ কর্মী নেবে মালয়শিয়া। আগামী এক বছরের মধ্যে দুই লাখ কর্মী নেবে দেশটি। জুনের ....

মালয়েশিয়া কলিং ভিসার বিষয়ে কমন কিছু কথা...১)বয়স-১৮+ হতে ৩৫ হলে ভালো হয়! কোম্পানি ভেদে ৪৫ পর্যন্ত চলবে!২) পাসপোর্টের মেয়া...
02/06/2022

মালয়েশিয়া কলিং ভিসার বিষয়ে কমন কিছু কথা...

১)বয়স-১৮+ হতে ৩৫ হলে ভালো হয়! কোম্পানি ভেদে ৪৫ পর্যন্ত চলবে!

২) পাসপোর্টের মেয়াদ মিনিমাম ৩০ মাস থাকতে হবে!

৩) বাংলাদেশের যেকোন ২ ডোজ টিকার সার্টিফিকেট থাকলে-ই চলবে তবে অবশ্যে-ই পাসপোর্ট অথবা আইডি দিয়ে টিকা দেওয়া থাকতে হবে আইডি দিয়ে টিকা দিলেও সমস্যা নেই তবে আইডির সাথে পাসপোর্টের বায়োডাটার ১০০% মিল থাকা লাগবে, সার্টিফিকেট উঠানোর সময় কম্পিউটার অপারেটরকে বললে তিনি পাসপোর্ট নাম্বার বসিয়ে দিবে!

৪) অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী এবং পরিশ্রমি হতে হবে!আপনি যার মাধ্যমে যাবেন তিনি আপনাকে পাঠাতে পারবে কিন্তু আপনার কাজ আপনাকে-ই করতে হবে!

৫) মালয়েশিয়া ৫ টা সেক্টর আছে আপনি আগেই ঠিক করবেন আপনি কোন সেক্টরে যাবেন এবং আপনি ঐ সেক্টরের উপযুক্ত কিনা! সেক্টর বলার কারণে অনেকের বুঝতে সমস্যা হয় পরে মালয়েশিয়া যাওয়ার পরে বিপদে পড়ে! ম্যানুফ্যাকচারিং মানে ফ্যাক্টরি বা কারখানা, কনস্টাকশন মানে বিল্ডিং তৈরীর কাজ, সার্ভিস সেক্টর মানে বিভিন্ন হোটেল অথবা সরাসরি মার্কেট রিলেটেড কাজ, প্লানটেশন বা পামওয়েল গাছ সংক্রান্ত কাজ এটি খুবই পরিশ্রমের কাজ তাই না বুঝে বিদেশ যাবেন না!

৬) গার্ডেনার এটি সবজি বাগানের কাজ অনেক সময় গার্ডেনার বলে পামওয়েল বাগানে কাজ দিয়ে দিবে ফুলের বাগানের কথা বললেও পামওয়েলে কাজ দিয়ে দিবে তবে মালয়েশিয়া সুবিধা হল আপনি ডিমান্ড লেটার বা কোম্পানির নাম জানলে বুঝতে সমস্যা হবে না!

৭) মালয়েশিয়া আপনার চেহারা দেখে টাকা দিবেনা এবং ফাঁকিবাজির সুযোগ কম, তাই আপনাকে কাজ করার মন মানষিকতা নিয়ে-ই যেতে হবে!

৮) মালয়েশিয়া যাওয়ার সাথে সাথে-ই আপনি লাখ টাকা বেতন পাবেন না, সুযোগ সুবিধা আস্তে আস্তে আসবে কাজে পুরোপুরি নিজেকে মানিয়ে নিতে ৩ মাস সময় লাগে!

৯) নেশাদায়ক কোন কিছুর অভ্যাস থাকলে তা পরিহার করুন!

১০) মালয়েশিয়া শুধু গেলেই চলবে না,মালয়েশিয়ার বিষয়ে বিস্তারিত অবগত এমন ব্যক্তি ছাড়া এজেন্সি ছাড়া মালয়েশিয়া না পৃথিবীর কোন দেশে-ই যাওয়া ঠিক না!

১১) নিয়মিত দিনে ২ বার গোসল করার অভ্যাস করুন,প্রচুর পানি পান করুন,জামাকাপড়, হাতের নুখ,পায়ে নুখ,দাত পরিস্কার রাখুন,চুল ছোট রাখুন!

১২) আপনি যাওয়ার আগে বিপদে পড়তে পারেন তাই কম টাকার বিদেশ যাত্রার লোভে বা খপ্পরে পড়বেন না!কম টাকা মানে ঘাপলা আছে!তাই সাবধান করার দায়িত্ব আমাদের সতর্ক থাকার দায়িত্ব আপনার!

বিস্তারিত জানতে কল করুন।
bTicket & Travels Ltd.
Dhaka Office:-
48/A-B Baitul Khayer Tower (11th Floor), Paltan, Dhaka.
Chattogram Office:-
186/200 CDA Avenue, Muradpur, Chattogram.

Contact:- 01893466800, 01816440555
E-mail:- [email protected]
Web:- www.bticketlimited.com

Affordable Daily Flights to Kolkata!Enjoy the best fare on US-Bangla Airlines flights from Dhaka to Kolkata only on bTic...
29/05/2022

Affordable Daily Flights to Kolkata!

Enjoy the best fare on US-Bangla Airlines flights from Dhaka to Kolkata only on bTicket&Travels

আসসালামু আলাইকুম,আমাদের এখানে সর্বোচ্চ মানের সেবা পাবেন (ইনশাআল্লাহ),কম খরচে কম সময়ে।✅ ট্রাভেল ইন্সুরেন্স =✅ ই-মুশরিফ (ও...
29/05/2022

আসসালামু আলাইকুম,
আমাদের এখানে সর্বোচ্চ মানের সেবা পাবেন (ইনশাআল্লাহ),
কম খরচে কম সময়ে।

✅ ট্রাভেল ইন্সুরেন্স =
✅ ই-মুশরিফ (ওমান) =
✅ কুয়েত ভিসা প্রসেসিং
✅ মুকিম রেজিস্ট্রার (সৌদি)
✅ কাতার ভিসা প্রসেসিং
✅ গামকা মেডিকেল স্লিপ =
✅ মালয়েশিয়া ভিসা সাপোর্ট টুরিস্ট
✅ ওমানের ভিসা প্রসেসিং
✅ ইন্ডিয়ান ভিসা প্রসেসিং
✅ সৌদি ভিসা প্রসেসিং

VISA VISA!!

দুবাই নো ব্যাক ১ মাসের ভিসা ১ দিনে ডেলিভারি =

দুবাই নো ব্যাক ৩ মাসের ভিসা ১ দিনে ডেলিভারি =

* পবিত্র উমরাহ ও হজ্জ প্যাকেজ।
* সকল দেশের এয়ার টিকেট ও হোটেল বুকিং করা হয়।

বি-টিকেট এন্ড ট্রাভেলস লিমিটেড।
০১৮১৬৪৪০৫৫৫, ০১৮৯৩৪৬৬৮০০
(হটলাইন- ০১৮৯৩৪৬৬৮০৪)

✈️ডোমেস্টিক এয়ার টিকিট বুকিং করুন সর্বনিম্ন ফেয়ার নিশ্চিত করুন।ঢাকা ✈ কক্সবাজার=৪,১০০/-টাকা থেকে শুরু।ঢাকা ✈ সৈয়দপুর=৩,...
29/05/2022

✈️ডোমেস্টিক এয়ার টিকিট বুকিং করুন সর্বনিম্ন ফেয়ার নিশ্চিত করুন।
ঢাকা ✈ কক্সবাজার=৪,১০০/-টাকা থেকে শুরু।
ঢাকা ✈ সৈয়দপুর=৩,২৫০/-টাকা থেকে শুরু।
ঢাকা ✈ বরিশাল= ৩,২৫০/-টাকা থেকে শুরু।
ঢাকা ✈ রাজশাহী=৩,২৫০/- টাকা থেকে শুরু।
ঢাকা ✈ যশোর= ৩,২৫০/- টাকা থেকে শুরু।
ঢাকা ✈ চট্রগ্রাম= ৩,২৫০/- টাকা থেকে শুরু ।
ঢাকা ✈ সিলেট= ৩,২৫০/-টাকা থেকে শুরু।
আমাদের পেজে ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ করুন।

আমাদের সাপোর্ট টিম ২৪/৭ আপনাদের সেবায় নিয়োজিত। ০১৮৯৩৪৬৬৮০০, ০১৮১৬৪৪০৫৫৫
(হটলাইন- ০১৮৯৩৪৬৬৮০৪)
✿ উপরে উল্লেখিত সকল রুটের সর্বনিম্ন ভাড়া দেওয়া হয়েছে।
✿ আপনার কাঙ্খিত ভ্রমন তারিখে বিমান এর ভাড়া এবং প্রাপ্যতার উপর উল্লেখিত মূল্য পরিবর্তন হতে পারে ।

কম খরচে টিকেট পেতে  যোগাযোগ করুন
28/05/2022

কম খরচে টিকেট পেতে যোগাযোগ করুন

দুবাই টুরিস্ট ভিসা  #৭দিনের মধ্যে ফ্লাইট ৩ মাস মেয়াদ এর ভিজিট ভিসা+ এয়ার টিকেট+ইন্সুইরেন্স সহ ফুল প্যাকেজ  ১মাস মেয়াদ এর...
28/05/2022

দুবাই টুরিস্ট ভিসা
#৭দিনের মধ্যে ফ্লাইট

৩ মাস মেয়াদ এর ভিজিট ভিসা+ এয়ার টিকেট+ইন্সুইরেন্স সহ ফুল প্যাকেজ

১মাস মেয়াদ এর ভিজিট ভিসা+ এয়ার টিকেট+ইন্সুইরেন্স সহ ফুল প্যাকেজ

বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন –
বিটিকেট এন্ড ট্রাভলস লিমিটেড
হেড অফিস:
এম এ তাহের
+880 1893-466800
ঠিকানা: মুরাদপুর,চট্রগ্রাম

শাখা:
ইরমান মোহাম্মদ
📲 ০১৮৯০৮৩৯৮৯৬(হটলাইন/WhatsApp )
🏢 অফিসের ঠিকানা:নজুমিয়াহাট,হাটহাজারী,চট্রগ্রাম

দুবাই সবচেয়ে কম খরচে টিকেট বুকিং করুন বিটিকেটের মাধ্যমে। আমাদের থেকে যেকোনো দেশের নতুন টিকিট কনফার্ম করতে পারবেন।

বাংলাদেশের অভ্যন্তরিন/ আন্তর্জাতিক বিমানের টিকেট, বাসের টিকেট, লঞ্চ এর টিকেট, ভারত/বাংলাদেশের ট্রেণের টিকেট বুকিং করুন সবচেয়ে কম মূল্যে বিটিকেট এন্ড ট্রাভলস থেকে।
আমাদের সেবা সমূহঃ
===============
√ আন্তর্জাতিক এবং অভ্যন্তরিন বিমানের টিকেট
√হোটেল বুকিং ও কোয়ারান্টাইন প্যাকেজ (আন্তর্জাতিক এবং অভ্যন্তরিন)
√ হজ্জ এবং ওমরাহ প্যাকেজ
√ যেকোন দেশের ভ্রমণ ভিসা প্রসেসিং
√ বিভিন্ন দেশে কাজের ভিসা
√ আন্তর্জাতিক এবং অভ্যন্তরিন ভ্রমন প্যাকেজে
√ ভারত ও বাংলাদেশের এর ট্রেণের টিকেট

√ বাস/লঞ্চ এর টিকেট
√ ইভেন্ট ম্যানেজমেন্ট
√টিকেট রি-ইস্যু
√ মেইনপাওয়ার প্রসেসিং
√ ভিসার প্রসেসিং এর যাবতীয় কাজ

27/05/2022

★★ইন্ডিয়ান ভিসা প্রসেসিং সার্ভিস ★★=====================আপনি কি টুরিস্ট/ মেডিকেল ভিসায় ইন্ডিয়ান যেতে চাচ্ছেন ?ইন্ডিয়ান ট...
27/05/2022

★★ইন্ডিয়ান ভিসা প্রসেসিং সার্ভিস ★★
=====================
আপনি কি টুরিস্ট/ মেডিকেল ভিসায় ইন্ডিয়ান যেতে চাচ্ছেন ?
ইন্ডিয়ান টুরিস্ট/ মেডিকেল ভিসা পেতে বিটিকেট এন্ড ট্রাভেল লিঃ আছে আপনার পাশে।
★★মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উপযুক্ত ডাক্তার বা সার্জান অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়★★
বুকিং সহ ট্রাভেল বিষয়ক অন্যান্য সকল তথ্যের জন্য কল করুন –
--------------------------
বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন –
বিটিকেট এন্ড ট্রাভলস লিমিটেড
হেড অফিস:
এম এ তাহের
+880 1893-466800
ঠিকানা: মুরাদপুর,চট্রগ্রাম

শাখা:
ইরমান মোহাম্মদ
📲 ০১৮৯০৮৩৯৮৯৬(হটলাইন/WhatsApp )
🏢 অফিসের ঠিকানা:নজুমিয়াহাট,হাটহাজারী,চট্রগ্রাম

আমরা সমগ্র ভারত এ ১০০ এর বেশি আন্তর্জাতিক হাসপাতালে সার্জারি ও চিকিৎসার জন্য সয়তা করে থাকি।
★★এছারা ইন্ডিয়ান সকল প্রকার ভিসা এয়ার টিকেট ও হোটেল বুকিং করা হয়।
★★আমাদের এক্সপার্টরা আপনাদের সম্পূর্ণ গাইডলাইন সহ নির্ভুলভাবে
সকল কার্যক্রম সম্পূর্ণ করবে।
★★আপনাদের সহযোগীতার জন্য আমরা আছি গুলশান ১ ।
★★দামে ও সার্ভিস এ আমাদের কাজ থেকে পাবেন বেষ্ট ডিল

আগেই নিশ্চিত করুন কম খরচে বিমান টিকিট 👨‍❤️‍👨ঘরে বসে  নিরাপদে সুলভ মূল্যে টিকেট ক্রয় করুন bticket & Travels থেকে🌺আমাদের প...
25/05/2022

আগেই নিশ্চিত করুন কম খরচে বিমান টিকিট 👨‍❤️‍👨

ঘরে বসে নিরাপদে সুলভ মূল্যে টিকেট ক্রয় করুন bticket & Travels থেকে🌺

আমাদের পেইজে অথবা WhatsApp/Imo অথবা সরাসরি যোগাযোগ করুনঃ
+8801816-440555
যেকোনো দেশের ডোমেস্টিক এয়ার টিকিট বুক করুন সবচাইতে কম রেটে।

✈️🌏✈️ এক নজরে আপনাদের সেবায় বি টিকেট এন্ড ট্রাভেলসের সার্ভিস সমূহ নিচে দেওয়া হলোঃ

🟢সুলভ মূল্যে বিশ্বের বিভিন্ন দেশের এয়ার টিকিট পাবেন
🔴টিকেট সংক্রান্ত যেকোনো সময় যেকোনো আপডেট জানতে পারবেন এবং সাশ্রয়ী মূল্যে সৌদি, দুবাই, ওমান, কাতার, বাহরাইন ও মালোয়েশিয়া সহ বিশ্বের যেকোন দেশের বিমান টিকেট বুক করা এবং বিমান টিকেট রেট আপডেট জানানো হয়।

🟢কন্ট্রাক্টে সৌদী আমেল, জেয়ারা, ওমরা ও হজ্জ ভিসা প্রসেসিং করা হয়।

🔴 দুবাই ভিজিট ভিসা প্রসেসিং করা হয়।

🟢মালোয়েশিয়া ভিসা প্রসেসিং করা হয়।

🔴 যেকোনো দেশের ম্যানপাওয়ার করা হয়।

🟢ইন্সুইরেন্স পেপার করা হয়।

🔴 গামকা মেডিকেল করানো হয়।

দোয়া চাই দোয়া করি, মাফ চাই মাফ করি 🤲গত ১৭ মে বিকাল ৩ঃ৩০ ঘটিকার দিকে চট্টগ্রাম থেকে প্রাইভেট কার নিয়ে ২০২২ সালের হাজিদের ...
20/05/2022

দোয়া চাই দোয়া করি, মাফ চাই মাফ করি 🤲
গত ১৭ মে বিকাল ৩ঃ৩০ ঘটিকার দিকে চট্টগ্রাম থেকে প্রাইভেট কার নিয়ে ২০২২ সালের হাজিদের অফিসিয়াল কাজে ঢাকা হাজি ক্যাম্পে যাওয়ার পথে ঢাকা হাইওয়ে রোড়ে সীতাকুণ্ড কুমিরা এলাকায় মারাত্মক দুর্ঘটনার শিকার হয়৷ গ্রাম বাংলা নামক ঘাতক একটি বাস আমার প্রাইভেট কারকে পিছন থেকে সজোরে ধাক্কা দিয়ে সামনের আরকটি বাসের সাথে আঘাত করে। আল্লাহর রহমত ও অশেষ দয়া এবং সবার দোয়াই প্রানে বেঁচে আছি আলহামদুলিল্লাহ।
বিস্তারিত পরে বর্ণনা করব ইনশাআল্লাহ, জুমার পর সবার কাছে দোয়ার আরজি রইল।🤲
বান্দা কিছুই করতে পারেনা আল্লাহ ছাড়া,
আল্লাহ সব করতে পারে বান্দা এবং সব কিছু ছাড়া।
আল্লাহু আকবর কাবীরা।

বাংলাদেশ সরকার অনুমোদিত "বি টিকেট এন্ড ট্রাভেলস লিঃ ও আরব বাংলাদেশ ওভারসীজ এন্ড হজ্ব গ্রুপের চেয়ারম্যান এম এ তাহের মেডিক...
18/05/2022

বাংলাদেশ সরকার অনুমোদিত "বি টিকেট এন্ড ট্রাভেলস লিঃ ও আরব বাংলাদেশ ওভারসীজ এন্ড হজ্ব গ্রুপের চেয়ারম্যান এম এ তাহের মেডিকেল সেন্টারে চিকিৎসারত অবস্তাই আছে।আল্লাহ সবকিছুর মালিক আল্লাহর রহমতে অনেক বড় বিপদ থেকে বেচে গেছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এবং সকলের কাছে ওনার জন্য শেফার দোয়া আবদেন করছি।

বাংলাদেশ সরকার অনুমোদিত "বি টিকেট এন্ড ট্রাভেলস লিঃ ও আরব বাংলাদেশ ওভারসীজ এন্ড হজ্ব গ্রুপের চেয়ারম্যান এম এ তাহের কিছুক...
17/05/2022

বাংলাদেশ সরকার অনুমোদিত "বি টিকেট এন্ড ট্রাভেলস লিঃ ও আরব বাংলাদেশ ওভারসীজ এন্ড হজ্ব গ্রুপের চেয়ারম্যান এম এ তাহের কিছুক্ষন আগে রোড এক্সিডেন্ট হয়ে বর্তমানে মেডিকেলে চিকিৎসারত অবস্তায় আছে। সবাই ওনার জন্য দোয়া করবেন। ওনি যেন তাড়াতাড়ি সুস্ত হয়ে উঠে।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when bTicket&Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to bTicket&Travels:

Videos

Share


Other Chittagong travel agencies

Show All