Lucky Career Development & Travels Consultant

Lucky Career Development & Travels Consultant বিসমিল্লাহির রাহমানির রাহিম

05/09/2023

ITALY 🇮🇹 🇮🇹
We need 4 person for Non Seasonal work permit (2024)
Need to book your seat by next week. Contact to +8801537412382 for details ✨️

15/05/2023

রোমানিয়া যেতে চাইলে
যোগাযোগ করুন
(01625005532)
[শর্ত ]=ইংরেজি জানতে হবে।

বিমানের সুপরিসর উড়োজাহাজে আপনার যাত্রা হবে আনন্দময়।
05/05/2023

বিমানের সুপরিসর উড়োজাহাজে আপনার যাত্রা হবে আনন্দময়।

10/04/2023

🇷🇴রোমানিয়া এম্বাসি আপডেট:
✅দিল্লীতে ফাইল প্রেরন করতে হবে ভিসার জন্য। ✅ঢাকাতে রিক্রুটিং এজেন্সির তেরীকৃত রুমে উপস্থিত হয়ে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ নিবে দিল্লীস্থ রোমানিয়ান কন্সুলার ।
✅রুমে ক্যামেরা থাকবে পর্যাপ্ত।
✅ইন্টারভিউ চলাকালীন রুমে ক্যান্ডিডেট ছাড়া কেউ থাকতে পারবে না।
✅ ভিডিও কলে ইন্টারভিউ হবে, সব রেকর্ড থাকবে।
✅ইংরেজি বা রোমানিয়ান ভাষা ছাড়া অন্য কোন ভাষায় ইন্টারভিউ দেওয়া যাবেনা।

-রোমানিয়া এম্বাসি,দিল্লী (০৯/০৪/২০২৩)
|| ইউরোপের ভিসা ও ইমিগ্রেশন সংক্রান্ত সব তথ্য পেতে পেইজে লাইক দিন।
Lucky Career Development & Travels Consultant

Cheap Air Ticket | বিমান টিকিট বুক করুন সবচেয়ে কম মুল্যে ঢাকা- কক্সবাজার ৪৩০০ঢাকা- চট্রগ্রাম ৩,৩০০/ঢাকা- সিলেট ৩,৩০০/ঢাক...
27/03/2023

Cheap Air Ticket | বিমান টিকিট বুক করুন সবচেয়ে কম মুল্যে
ঢাকা- কক্সবাজার ৪৩০০
ঢাকা- চট্রগ্রাম ৩,৩০০/
ঢাকা- সিলেট ৩,৩০০/
ঢাকা- রাজশাহী ৩,৩০০/
ঢাকা- যশোর ৩,৩০০/
ঢাকা- সৈয়দপুর ৩,৩০০/
ঢাকা-বরিশাল ৩,৩০০/

-উল্লেখিত রুটের সর্বনিম্ন ভাড়া ।
-কাঙ্খিত তারিখের বিমান ভাড়া প্রাপ্যতার উপর উল্লেখিত মূল্য পরিবর্তন হতে পারে।
-আপনার কাঙ্খিত রুট এবং তারিখ আমাদের জানান, আমরা আপনাকে উল্লেখিত তারিখে সর্বনিম্ন এয়ার ফেয়ারটি প্রদান করব।
*শর্ত প্রযোজ্য

Lucky Career Development Travel consultant
01625005532
01833588726

Office : pran haridash road, prosanto abason block C, Pahartali Chittagong.

27/03/2023

🇷🇴 ইউরোপের দেশ #রোমানিয়া তে ফ্যাক্টরি ও ওয়্যারহাউজ কনেক্ট্রাকসন ফুড ডেলিভারি এর কাজের ভিসা/ ওয়ার্ক পারমিট। এখন আরো সহজে ও গ্যারান্টি সহকারে প্রসেসিং। দেশ ও প্রবাস থেকে নারী পুরুষ সবাই এপ্লাই করতে পারবেন।

✈️ পেমেন্ট পদ্ধতি ও বিস্তারিত জানতে কল করুনঃ 01833-588726 /
00393510172473
✈️ যাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) রেডি আছে
তারা অতিসত্বর যোগাযোগ করুন।

✈️ যাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) নাই, তাদের PCC করার জন্য সহযোগিতা করা হবে।

✈️ প্যাকেজে থাকছেঃ ওয়ার্ক পারমিট +ইনসুরেন্স+ জব ভিসা +ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স খরচ+ বিমানের টিকেট।

➤ থাকা ও চিকিৎসা কোম্পানির খরচে।

✈️ ইনশাআল্লাহ, ভিসা ও জব এর গ্যারান্টি আছে এবং রোমানিয়া এয়ারপোর্টে কোম্পানির লোক রিসিভ হবে।

✈️ বেতনঃ ৬০০ ইউরো । (যোগ্যতা ও অভিজ্ঞতা অনুসারে বেতন বেশি হতে পারে)। ৬ মাস পর বেতন বাড়বে।

➤ ডিউটিঃ ৮-১০ ঘন্টা। ওভার টাইম আলাদা। সপ্তাহে ৬ দিন ডিউটি।

➤ ভিসার মেয়াদঃ ১ বছর।

✈️ প্রতি বছর রিনিউ করে থাকা যাবে। চাইলে ৬ মাস পর বৈধভাবে জব ভিসায় জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম সহ অন্যান্য সেনজেন ভুক্ত দেশে এপ্লাই করা যাবে।

🗓️ প্রসেসিং সময়ঃ ৬ + মাস।

📚 প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবেঃ
👉 পাসপোর্ট (কমপক্ষে এক বছর মেয়াদ থাকতে হবে)
👉 পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
👉 ছবি ৩৫x৪৫ mm (সাদা ব্যাকগ্রাউন্ড)।
👉 NID কার্ড অথবা জন্ম নিবন্ধন কপি,
👉

⚠️ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সহ অতি সত্তর আমাদের চট্টগ্রামের অফিসে সরাসরি যোগাযোগ করুন। পুলিশ ক্লিয়ারেন্স না থাকলে এটি করার ব্যপারে আমরা সহযোগিতা করবো।

💧যারা বাংলাদেশে আছে তাদের ক্ষেত্রে ভিসার জন্য ইন্ডিয়া যেতে হবেনা। ঢাকা থেকে ভিসা হবে। এবং ভিসার পর সরকারি BMET ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে ঢাকা থেকেই ফ্লাইট হবে।

✈️ যারা প্রবাসে আছে তারাও সে দেশ থেকে সরাসরি রোমানিয়া তে আবেদন করতে পারবেন।

✈️ প্রবাসী ভাই যারা বিভিন্ন দেশে যেমন সিংগাপুর, মালয়েশিয়া, সৌদি, দুবাই, কাতার, ওমান, কুয়েত, বাহরাইন, লেবানন ইত্যাদি দেশ থেকেও রোমানিয়া সহ অন্যান্য ইউরোপের বিভিন্ন দেশে জব ভিসা প্রসেস করা যাবে. আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

☎️ ফোন # 00393510172473
যোগাযোগ:
Lucky Career Development Travel consultant

📧

আলহামদুলিল্লাহ আর এক ধাপ এগিয়ে। Domestic & international flight booking✈বুকিং করুন  Air Ticket 🛬সবচেয়ে কম মূল্যে।✈️এই ঈ...
26/03/2023

আলহামদুলিল্লাহ আর এক ধাপ এগিয়ে।
Domestic & international flight booking

✈বুকিং করুন Air Ticket 🛬সবচেয়ে কম মূল্যে।✈️

এই ঈদে বাড়ি যান বিমানে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদে, আর আপনার যেকোন গন্তব্যের বিমানের টিকেট কিনুন আকর্ষণীয় মূল্যে শুধুমাত্র আমাদের থেকে✈️
Lucky Career Development Travel consultant



𝗟𝗢𝗪𝗘𝗦𝗧 𝗙𝗔𝗥𝗘 𝗢𝗡 ALL 𝗔𝗜𝗥𝗟𝗜𝗡𝗘𝗦

💺 সিট পর্যাপ্ততার উপর টিকেটের দাম নির্ভরশীল।

💸পেমেন্ট করুন ব্যাংক,ক্যাশ,বিকাশ,রকেট অথবা নগদে।

📞+8801625005532
📞+8801833588726
(24/7 Hotline)(Whatsapp//Imo)
📧 [email protected]
------------------------------------------------

24/03/2023

𝐑𝐀𝐌𝐀𝐃𝐀𝐍 📿 𝐊𝐀𝐑𝐄𝐄𝐌 🌙

Assalamualaikum and Ramadan Kareem 2023 to all my musilim brothers & sisters☪️
Wishing you a happy, healthy and meaningful holy month. 🕋
In Sha Allah 🤲

রোমানিয়ার কালো তালিকাভুক্ত কোম্পানি এগুলো, যাদের পারমিট পেয়েছেন তারা সবাই পারমিটে উল্লেখিত নিজের কম্পানির নাম মিলিয়ে দেখ...
23/03/2023

রোমানিয়ার কালো তালিকাভুক্ত কোম্পানি এগুলো,
যাদের পারমিট পেয়েছেন তারা সবাই পারমিটে উল্লেখিত নিজের কম্পানির নাম মিলিয়ে দেখতে পারেন। সবার জন্য দোয়া ও শুভ কামনা রইলো।
Lucky Career Development Travel consultant

১৩৩ জন অপেক্ষায় ইন্টারভিউ এর জন্য পারমিট ৯০℅ আগস্ট এর
21/03/2023

১৩৩ জন অপেক্ষায় ইন্টারভিউ এর জন্য

পারমিট ৯০℅ আগস্ট এর

15/03/2023

🇹🇩রোমানিয়ান কন্সুলার 🇹🇩খুব ভালো একটা সিদ্বান্তু নিয়েছে এবং তা কার্যকরও করেছে ইতিমধ্যে। যারা ইন্টারভিউ দিবেন তাদের যেনো কন্সুলার এর সাথে কথা বলতে সমস্যা না হয় এর জন্য রোমানিয়ান কন্সুলার ২ জন ইংরেজিতে এক্সপার্ট বাংলাদেশি কে নিযুক্ত করছে। যারা প্রত্যেকটা এপ্লিকেন্ট কে সাহায্য করবে।
ভাই তারা 🇷🇴ভিসা দিতেই আসছে। আপনার সমস্ত ডকুমেন্ট ঠিক থাকলে ইনশাআল্লাহ ভিসা পাবেন ❤️
Lucky Career Development Travel Agency

আজ লিথুনিয়ার 🇱🇹  পররাষ্ট্রমন্ত্রী ও রোমানিয়ার 🇦🇩 পররাষ্ট্রমন্ত্রী মধ্যে বৈঠক হয় যেখানে লিথুনিয়া সরকার পূর্ণ সমর্থন দিচ্...
14/03/2023

আজ লিথুনিয়ার 🇱🇹 পররাষ্ট্রমন্ত্রী ও রোমানিয়ার 🇦🇩 পররাষ্ট্রমন্ত্রী মধ্যে বৈঠক হয় যেখানে লিথুনিয়া সরকার পূর্ণ সমর্থন দিচ্ছে রোমানিয়া যেন #সেনজেন / ইউরোপীয়🇪🇺 ইউনিয়নের সদস্য লাভ করে। তারা এই বৈঠকে সম্পূর্ণ একমত হয়েছে যে ন্যাটোর পূর্ব দিকের অংশকে শক্তিশালী করতে হলে রোমানিয়াকে শক্তিশালী দেশে পরিনতি করতে হবে এবং সেই সাথে ইউক্রেন ও মলদোভাকেও তাদের ইইউ একীকরণের নির্বাচিত পথে সমর্থন করার জন্য আরও প্রচেষ্টার প্রয়োজন বলে মনে করেন।

কে আরো শক্তিতে পরিনত করতেই আরেক ধাপে এগিয়ে গেলো রোমানিয়া যোগদানের জন্য। রোমানিয়াকে পুনঃনিশ্চিত সমর্থনের জন্য লিথুনিয়ার সরকার সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছে।

এখন আপনি গেইম দিবেন নাকি ভাগ্যবান হবেন?

ধন্যবাদ,
Lucky Career Development Travel Agency

আমাদের একজন ক্লায়েন্ট এর ইন্টারভিউ গত 07/03/2023 তারিখে এ্যাম্বাসীর আমার ইন্টারভিউ  আপনাদের সাথে শেয়ার করলাম।যদিও আরো ...
13/03/2023

আমাদের একজন ক্লায়েন্ট এর ইন্টারভিউ
গত 07/03/2023 তারিখে এ্যাম্বাসীর আমার ইন্টারভিউ আপনাদের সাথে শেয়ার করলাম।যদিও আরো আগে শেয়ার করা উচিত ছিলো কিন্তু কারণ বসত পোস্ট করতে পারিনি কিন্তু গ্রুপের সবার ইন্টারভিউ নিয়ে এতো আগ্রহ দেখে নিজেকে আর হাইড করতে বিবেকের দ্বারা প্রভাবিত হচ্ছিলাম। আশা করি এই সবাই উপকৃত হবেন আর সবার কাছে অনুরোধ রইলো আমার জন্য দোয়া করবেন।দীর্ঘ প্রায় ৪বছর থেকে রোমানিয়ার জন্য ধৈর্য ধরে আসছি।
যথারিতি লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়াল অনুযায়ী ডাক পেলাম এবং ভিতরে ঢুকলাম....
Consular: Welcome mr xyz please seat down.
Me: thank you sir.
Consoler :please put down your mask.
Me:oh. Sure sir(আমি আমার মাস্ক খুলে হাতে নিয়ে বসলাম এবং তিনি আমার সাথে আমার পাসপোর্ট মিলিয়ে নিলেন) তারপর শুরু প্রশ্ন পর্ব,
1.how are you mr xyz?
Ans:I'm very fine sir,thank you and how about you?
2.what is your hobby? [ শুরুতেই Unexpected প্রশ্ন, যার জন্য আমি প্রস্তুত ছিলাম নাহ]
Ans: I want to see my parents faces always happy sir.
3.wow.nice! good 👍! Good👍!
LOkay. how old are your parents? Young or older?
Ans:they are little bit older sir.
4. Why want you go to Romania?
Ans: romania is a beautiful and developed country there people are so much friendly for foreigners and there salary is better then my country. if i go there i think i will earn smart salary and i can support my family.
5.how you know about that(romania)?
Ans: i got from Google sir.
6. Are you married?
Ans:no sir, I'm single, unmarried.
7.how old are you?
Ans:I'm 27years old sir.
8.what's your study level?
Ans:HSC level
9.You're a muslim right mr xyz?
Ans:yes sir!
10.So! how do you follow your religion?
Ans:according to islam I'm trying too follow my religious rules and regulations but Don't like i mean i Don't follow It's extremism.
11.do you know Romania is a christian Country?
Ans:yes sir.
12.do you think It will problem in romania?
Ans:no sir.i think it will no problem.
এর পর তিনি হয়তো লক্ষ করছিলেন আমার হাত নিচে রাখা তখন তিনি আমাকে বললেন please put your hands on the table আমি তখন দুই হাত টেবিলের উপর রাখতে নিলাম তখন আমার হাতে মাস্ক রাখা দেকে বললেন oh. Please put your mask Left side on the table তার পর আমি মাস্ক রেখে হাত টেবিলের উপর রাখলাম এবং যথারিতি তিনি আবার প্রশ্ন শুরু করলেন
13.do you know what type of your company?
Ans: Yes sir.my company is a delivery(currier) service company
14.what type of job you will work in romania?
Ans:as a delivery boy.
15.how much your salary?
Ans:tow thousands five hundred and fifty lei sir
16.it is after text or before text?
Ans:before text.(যদিও এটা আফটার টেক্সট বলা উচিত ছিলো)
17.who gave you job offer? Do you have any agency or how do you got romanian company?
ans:i got from online sir.
18.Do you have any experience?
Ans: yes sir.at present I'm a food delivery boy and i work at food panda.
19.Where do you live?
Ans:Sylhet.
20.Do you have any family member, relatives, friends or anybody who know you in Romania?
Ans:no sir( এই প্রত্যেকটা প্রশ্ন আলাদা করে জিজ্ঞেস করেছিলেন আমি উত্তরে শুধু no sir বলেছিলাম)
21. What are you doing in Bangladesh?
ans: currently I'm working at food panda my position is I'm a delivery boy.
22.Where? Your city? (জানতে চাইছিলেন কোন শহরে কাজ করতেছি)
ans: in my home town sir.
23.in romania where will you live?
Ans:my company will provide me accommodation and I'll stay there.
24.in your accommodation will you live there alone or with group?
Ans:sorry sir not sure i Don't know.
25.when you check-up your medical in last time?
Ans:probably one month ago sir.
Consular:Okay mr xyz best of luck have a good day.
Ans:welcome sir and thank you too sir nice too meet you and have good day sir.
Consular : Thank you and Don't forget to bring your mask before leave.(আমার মাস্ক রাখা ছিলো টেবিলের উপর)

NOTE- এতো প্রশ্ন দেখে কেউ ঘাবড়াবেন নাহ, ইন্টারভিউ বোর্ডে বেশিরভাগই এপ্লিকেন্টকে ৫/৬টা প্রশ্ন করেছে।আপনি যত বেশি ভালো ভাবে ইংরেজি বলতে পারবেন আপনার সাথে তারা গল্প করতে লেগে যায় যা আমি ১৫/১৬টা প্রশ্নের উত্তর দেয়ার পর বুঝতে পারছিলাম যে আমি ফ্লুয়েন্টলী আনসার করতেছি ঠীক এর পরেই আমি আমতা আমতা করে উত্তর দিছি এবং ইংরেজি ফ্লুয়েন্সি কমিয়ে নিয়েছিলাম।
শুভ কামনা রইলো সবার জন্য, আশা করি এই প্রশ্ন গুলো প্রাক্টিস করে যাবেন হুপফুলি এর ভিতরেই প্রশ্ন করবে। আর নিজের এবং কোম্পানির সম্পর্কে ভালো ধারনা নিয়ে যাবেন সবাই। আমার জন্য দোয়া করবেন।

13/03/2023

🤲🤲🤲আলহামদুলিল্লাহ
🇷🇴 আজ থেকে রোমানিয়া কনস্যুলার টিম ইন্টারভিউ শুরু করেছে।
ভয়ের কিছু নেই " আপনার জীবন বৃত্তান্ত,কাজ,অন্য কোথাও চলে যাওয়ার ইচ্ছা আছেকিনা, ইত্যাদি অতি সাধারণ প্রশ্নগুলোই করেছে"
প্রায় ১০০ এর মত ফাইল আজ জমা হয়েছে।

★Facebook AI এর কারনে পেইজে লাইক+ফলো না দিলে ক্রমান্বয়ে আপনার কাছে আর এই পেইজের কোন পোস্ট আসবেনা,তাই এখনি লাইক+ফলো দিন★

|| ইউরোপের ভিসা ও ইমিগ্রেশন সংক্রান্ত সব তথ্য পেতে পেইজে লাইক দিন ||
Lucky Career Development Travel Agency

09/03/2023

REGARDING ROMANIA EMBASSY 🇷🇴

তিনটি জিনিস মাথায় রেখে এগুতে হবে আমাদের।

Valid PCC
Good interview
Good companies

আমাদের Company গুলো যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ। তাই এই নিয়ে কোন টেনশন নেই ইনশাআল্লাহ।

PCC & Interview আসলে আপনাদের উপর নির্ভর করবে।

নিজের নাম পাসপোর্ট নম্বর,কোন কোম্পানি তে কি কাজে যাচ্ছেন। বেতন কত, থাকা খাওয়া কে দিবে, বাংলাদেশ এ কি করেন, কেনো যাচ্ছেন Romania তে, কোথা থেকে এই permit পেলেন, permit এর জন্যে কোন টাকা দিতে হচ্ছে কিনা, ইউরোপ এ কেউ আছে কিনা, বিবাহিত কিনা, বিবাহিত হলে কোন সন্তান আছে কিনা, থাকলে কয় জন আছে। এই সব কিছুর একটা Q/A English এ আমি দিয়ে দিয়েছি সবাই কে।

Work permit & Contract paper ও সবাই কে দিয়েছি আমরা।
দোয়া করে প্রস্তুত হয়ে যান। নিশ্চিত হয়ে আপনারা এগিয়ে যান। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে সামনে।

আলহামদুলিল্লাহ আমাদের আরো একটি সাফল্য রোমানিয়া টু ইতালি সাক্সেস।❤️
08/03/2023

আলহামদুলিল্লাহ আমাদের আরো একটি সাফল্য রোমানিয়া টু ইতালি সাক্সেস।❤️

🇷🇴রোমানিয়া কনস্যুলার টিম ইন্টারভিউ নিবে নাকি এজেন্টদের সাথে সমন্বয় করে ইন্টারভিউ-ছড়াই ফাইল নিবে তা ২/১ দিনের মধ্যেই জানা...
07/03/2023

🇷🇴রোমানিয়া কনস্যুলার টিম ইন্টারভিউ নিবে নাকি এজেন্টদের সাথে সমন্বয় করে ইন্টারভিউ-ছড়াই ফাইল নিবে তা ২/১ দিনের মধ্যেই জানাযাবে।
✅আজ ০৬/০৩/২০২৩ অবদি এপয়েনমেন্টের ব্যপারে এখনো কোন সিদ্ধান্ত আসেনি কনসুলেট অফিস থেকে। তবে গত বছরের মতই আজ ১০/১৫ টি ফাইল জমা নিয়েছে টেম্পুরারী জমা স্লীপ প্রদান করে।
⬇️অথেনটিক মাধ্যম থেকে আপডেট আসার আগপর্যন্ত সবই অনুমান নির্ভর কথা।
আপডেট আসামাত্রই পেইজে জানানো হবে।
ধন্যবাদ
Lucky Career Development Travel Agency

07/03/2023

🇷🇴 রোমানিয়া শেঞ্জেনে প্রবেশের দ্বাড়প্রান্তে,তাই তাদের প্রশাসনিক নিয়মকানুনে অনেক পরিবর্তন আনতেছে।

যারা নতুন করে রোমানিয়ার ভিসার জন্য আবেদন করবেন অতি শিগ্রই ফাইল জমা করতে পারেন আমাদের অফিস এর মাধ্যমে।
আমাদের বর্তমানে অনেক কাজের ডিমান্ড পেয়েছি
যোগাযোগ
গাজী মোস্তাফিজুর রহমান সৈকত
01833-588726
Ctg office
Lucky Career Development Travel Agency

আলহামদুলিল্লাহ,🇷🇴আজকে ঢাকাস্থ রোমানিয়া🇷🇴 কন্সুলেট টিম আজকে সার্ভার টেস্ট করার জন্য কয়েকটা ফাইল জমা করছে।°°°°°°°°আশা করছি...
07/03/2023

আলহামদুলিল্লাহ,🇷🇴
আজকে ঢাকাস্থ রোমানিয়া🇷🇴 কন্সুলেট টিম আজকে সার্ভার টেস্ট করার জন্য কয়েকটা ফাইল জমা করছে।
°°°°°°°°
আশা করছি আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।।

সকল রোমানিয়া 🇷🇴পারমিট ও ভিসা প্রত্যাশিসের জন্য রইল অগ্রিম শুভকামনা। 🤲
বি:দ্র: এইবার এম্বাসি জমা স্লিপে একটু চেঞ্জ আসবে মনে হয়।।
Lucky Career Development Travel Agency

06/03/2023

🇷🇴 রোমানিয়া থেকে শেঞ্জেনে বৈধভাবে ভ্রমনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের নিয়মকানুন সহজ হতে যাচ্ছে।
❤️পরবর্তী যেকোনো পোস্টে এ বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।

|| ইউরোপের ভিসা ও ইমিগ্রেশনের সকল আপডেট পেতে পেইজে লাইক দিন Lucky Career Development Travel Agency ||

06/03/2023

✈️ আলহামদুলিল্লাহ! 🙂

👉 আগামী ০৭ তারিখ(০৭-০৩-২০২৩) থেকে
রোমানিয়ার জন্য ঢাকায়
বাংলাদেশীদের এম্বেসী ফেস শুরু! 🇷🇴🇧🇩🇷🇴

👉 যারা ওয়ার্ক পারমিট হাতে নিয়ে বসে আছেন,
JUST, BE READY!!! 🙂🌹

🇷🇴🇧🇩🇪🇺🇷🇴🇧🇩🇪🇺🇷🇴🇧🇩🇪🇺🇷🇴🇧🇩🇪🇺🇷🇴🇧🇩🇪🇺
career development travel agency ...🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴

আলহামদুলিল্লাহ, ঢাকায় রুমানিয়ার কনসুলার টিম ট্রায়াল হিসাবে নিচ্ছে, এপইন্টমেন্ট ছাড়া কারু ফাইল জমা নিবেনা। তিনদিনের মধ্যে...
06/03/2023

আলহামদুলিল্লাহ, ঢাকায় রুমানিয়ার কনসুলার টিম ট্রায়াল হিসাবে নিচ্ছে, এপইন্টমেন্ট ছাড়া কারু ফাইল জমা নিবেনা। তিনদিনের মধ্যে সব এজেন্টদের সাথে মিটিং করে জানিয়ে দেওয়া হবে কিভাবে কখন থেকে ফাইনালি ফাইল নিবে। তবে যাদের ফেব্রুয়ারী এবং মার্চে দিল্লিতে এপইন্টমেন্ট ছিল তাদের ফাইল জমা নেওয়ার পরে নতুন এপইন্ট দেওয়া শুরু করবে।

রোমানিয়ার জন্য নতুন ফাইল সম্পর্কে কিছু কথা 🇷🇴*প্রথমে আপনাকে বুঝতে হবে আমরা কখনই সঠিক কাজের চাহিদা( Work Demand) ছাড়া ক...
05/03/2023

রোমানিয়ার জন্য নতুন ফাইল সম্পর্কে কিছু কথা 🇷🇴

*প্রথমে আপনাকে বুঝতে হবে আমরা কখনই সঠিক কাজের চাহিদা( Work Demand) ছাড়া কোনো ফাইল নেয় না।

*দ্বিতীয়ত আমরা কিছু উল্লেখযোগ্য দক্ষ কর্মী নিয়োগ করতে বেশী পছন্দ করি কারণ আমরা রোমানিয়ার নির্মাণ, শিপইয়ার্ড এবং অটোমোবাইল সেক্টরের জন্য নিয়মিত কাজের চাহিদা পাই।

*তৃতীয়ত যা আমরা দেখেছি যে বেশিরভাগ অদক্ষ শ্রমিক যারা তাদের ফাইল জনা দিতে পছন্দ করেন তারা রোমানিয়াতে তাদের কর্মজীবনে আগ্রহী নন। তারা শুধুমাত্র ইইউ জোনে প্রবেশের পথ হিসেবে রোমানিয়া কে ব্যবহার করতে পছন্দ করে। এই জন্য আমরা তাদের এমন কোন কোম্পানিতে পাঠাব না যাদের অপারেশনের জন্য ভাল কর্মী প্রয়োজন। আমরা এই ধরনের লোকেদের জন্য 1 বা 2 সপ্তাহের জন্য আমাদের কোম্পানির আবাসন ব্যবহার করতে পারি না। আমরা অবশ্যই তাদের ওয়ার্ক পারমিট এবং তাদের ভিসা এবং বাসস্থান সরবরাহ করতে পারি। আমাদের এই ধরনের কোম্পানি ও আছে। আমরা এভাবে আমাদের এবং আমাদের দেশের সুনাম নষ্ট করতে দিতে পারি না। তাই এখন থেকে আমরা শুধুমাত্র আপনার উদ্দেশ্য জেনে আপনার ফাইল নেব। এটি আপনাকে এবং আমাদের সমস্ত পৃষ্ঠপোষকদের এবং আমাদের সমস্ত বিষয়গুলিকে সঠিকভাবে সমাধান করতে সহায়তা করবে৷
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমি আপনাদের সবাইকে পরামর্শ দেব। রোমানিয়াতে সহজ কাজ এবং উচ্চ বেতন আশা করবেন না দয়া করে। আপনি যদি সুশিক্ষিত হন এবং বাংলাদেশে ভালো ক্যারিয়ার গড়তে সক্ষম হন তাহলে অনুগ্রহ করে বাংলাদেশেই থাকুন। যারা আর্থিক সমস্যায় ভুগছেন তারা অনুগ্রহ করে রোমানিয়া যেতে পছন্দ করবেন না। কারণ রোমানিয়া একটি মাঝারি উপার্জনকারী দেশ এবং এখানে ধৈর্য সহকারে কাজ করার পর আপনার বিনিয়োগ ফেরত পেতে সময় লাগবে।
ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য 2022 এবং 2023 এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে এবার। তাই এই বছর আমাদের কৌশল ও ভিন্ন হবে কারণ IGI আর আগের মতো নেই। তাই আপনার সিদ্ধান্ত আপনার নিজের ভিসা প্রক্রিয়াকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

তাই প্রথমে সৎ হন এবং তারপর আসুন আমাদের এজেন্সিতে।

Gazi Mostafijur Rahman
CEO & Founder
Lucky Lucky Career Development Travel Agency

STUDY IN ROMANIA✅কিভাবে সকল ডকুমেন্টস রেডি করবেন??ইউরোপের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের জন্য প্রথম ধাপ হচ্ছে একাড...
04/03/2023

STUDY IN ROMANIA
✅কিভাবে সকল ডকুমেন্টস রেডি করবেন??
ইউরোপের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের জন্য প্রথম ধাপ হচ্ছে একাডেমিক ডকুমেন্টস সত্যায়ন। সত্যায়িত কীভাবে করবেন বা করতে হবে এই ব্যাপারে প্রতিটা ইউনিভার্সিটি এর ওয়েবসাইটে বিস্তারিত বলা থাকে। ডকুমেন্টসগুলো সাধারণত শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সবশেষে উক্ত দেশের এমব্যাসি/কনস্যুলেট থেকে সত্যায়ন করতে হয়।
✅এরপরও অনেকেই প্রশ্ন করেন কোন জায়গা থেকে কীভাবে সত্যায়িত করবেন আপনার সার্টিফিকেট বা ডকুমেন্টগুলো। সেই প্রশ্নগুলোর আলোকে আজকের লেখা। এখানে বলে রাখা ভাল যে, ইউরোপের বিভিন্ন দেশে Higher education entrance qualification / School living certificate / High School living certificate শব্দগুলো লেখা থাকে, যেটা নিয়ে প্রায় সবাই চিন্তিত থাকি বা বুঝিনা। আসলে সবগুলোর অর্থ মূলত একই। এইটার মানে হচ্ছে আমাদের দেশের HSC Certificate and Transcript ।
✅গুরুত্বপূর্ণ ধাপঃ
1. শিক্ষা বোর্ড
2. বিশ্ববিদ্যালয়
3. শিক্ষা মন্ত্রণালয়
4. পররাষ্ট্র মন্ত্রণালয়
5. এমব্যাসি/কনস্যুলেট
শিক্ষা বোর্ড থেকে সত্যায়নঃ
আপনি প্রথমে প্রয়োজনীয় একাডেমিক ডকুমেন্টস ( SSC & HSC Transcript and Certificate ) এর অরিজিনাল সহ ৩ সেট ফটোকপি নিয়ে আপনার শিক্ষা বোর্ড এ যাবেন। তারপর সেখান থেকে একটি ফর্ম পূরণ করে এবং নির্দিষ্ট পরিমাণ টাকা (প্রতি পেজ ২০০ থেকে ৩০০ টাকা) ব্যাংক ড্রাফ্‌ট করবেন শিক্ষা বোর্ডের সোনালী ব্যাংক থেকে। তারপর ওখান থেকে একটা রিসিপ্ট পাবেন ঐ রিসিপ্ট এবং ফর্ম সহ আপনার সকল ডকুমেন্টস জমা দিবেন। সত্যায়িত করতে সাধারণত ১ থেকে ৭ দিন সময় নেয়। যদি অফিস খোলার সাথে সাথে জমা দেন তাহলে ওই দিন বিকালের মধ্যেই পেয়েযেতে পারেন।
✅বিশ্ববিদ্যালয় থেকে সত্যায়নঃ
আপনি ব্যাচেলর/মাস্টার্স এর সনদপত্র ও নম্বরপত্র আপনার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার থেকে সত্যায়ন করবেন। উল্লেখ্যঃ কোন কোন বিদেশী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটা সহকারি রেজিস্ট্রার/কন্ট্রোলার/সহকারি কন্ট্রোলার দিয়ে করালেও গ্রহণ করে। তাই, অবশ্যই আগে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও এডমিশন অফিসে মেইল করে জেনে নিবেন। এজন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে ব্যাংক আছে সেখানে ৫০ থেকে ১০০ টাকা (প্রতি পেজ হিসাবে) দিয়ে স্লিপ নিয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস এ জমা দিতে হবে।
👉বিশেষ দ্রষ্টব্যঃ যদি আপনার সার্টিফিকেট সত্যায়িত করতে হয় এডুকেশন মিনিষ্ট্রি, ফরেইন মিনিষ্ট্রি থেকে তবে খেয়াল রাখুনঃ প্রথমে, ডকুমেন্টগুলো এডুকেশন বোর্ড থেকে সত্যায়িত করতে হবে। আপনি ঢাকাতে থাকলেও যদি যশোর বোর্ড থেকে পাশ করেন, তাহলে আপনাকে যশোর বোর্ডে যেতে হবে। এডুকেশন বোর্ড সত্যায়িত করলেই তা এডুকেশন মিনিষ্ট্রি সত্যায়িত করবে। আর শুধুমাত্র এডুকেশন মিনিষ্ট্রি সত্যায়িত করলেই তা ফরেইন মিনিষ্ট্রি সত্যায়িত করবে।
✅শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়নঃ
আপনাকে প্রথমে ঢাকায় অবস্থিত বাংলাদেশ সচিবালয়ে যেতে হবে। সচিবালয়ের গেট নং ০২, কাউন্টার নং ১০ (যদি পল্টন মোড় থেকে আসতে থাকেন, তাহলে জিরো পয়েন্ট মোড় থেকে ডানে যেতে হবে)। মূল কাগজের সাথে যত লাগবে তত ফটোকপি দিতে পারেন। সকাল ১০ - ১১ঃ৩০ পর্যন্ত ডকুমেন্টস জমা নেয়।বিঃ দ্রঃ ১০ টা থেকে ১১ টার মধ্যে যেকোনো সময় ১০ মিনিট জমা নিবে। সুতরাং আপনাকে কিছুটা সময় আগেই যেতে হবে কারণ অনেক সময় বড় লাইন থাকে। ঐ দিনই দুপুর ৩ টা এর দিকে ডকুমেন্টস ফেরত দেয়া শুরু করে। তবে বের হবার আগে অবশ্যই দেখে নিবেন সিল ও সাক্ষর ঠিকমতো আছে কিনা, নাহলে সকল কষ্টই বৃথা।
**একজন ডিপ্লোমা শিক্ষার্থীর অভিজ্ঞতার আলোকে, ডিপ্লোমা এর ক্ষেত্রে ইন্সটিটিউটের মার্কশীট প্রথমে ইন্সটিটিউটের রেজিস্ট্রার এর অফিস থেকে ফরম ফিল আপ করে প্রিন্সিপাল থেকে সত্যায়িত করে নিয়ে বাকি বোর্ডের পরীক্ষার ট্রান্সক্রিপ্ট গুলোসহ ইন্সটিটিউটের গুলোর সাথে নিয়ে কারিগরি বোর্ড থেকে সত্যায়িত করে নিতে হবে। তারপর সবগুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা বোর্ড (পরিবহন ভবনের আট তলা) থেকে করতে হবে।**আগে এখানে করতো। বর্তমানে এডুকেশন মিনিস্ট্রি তেই জমা নেয়। জেনেরাল স্টুডেন্টদের যে কাউন্টার এ নেয় তার ডান পাশের কাউন্টার এ।
বিঃদ্রঃ বিঃ দ্রঃ সোমবার এডুকেশন মিনিস্ট্রি পাপেরস জমা নেয় না .
এখানে কোনো টাকা খরচ হবে না।
✅পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়নঃ
পল্টন মোড় থেকে প্রেসক্লাব মোড় চলে গেলে, প্রেসক্লাবের ঠিক বিপরীতে রাস্তার সাথেই পররাষ্ট্র মন্ত্রনালয়। সকাল ৭.৪৫ এ টায় উপস্থিত থাকবেন। ৯টায় নেয়া শুরু করবে। ভালই ভিড় হয়। দুটো কাউন্টার আছে। Counter A & Counter C. আমাদের কাউন্টার সি। কাউন্টার সি তে দুটি বুথে জমা নেয় হয়। ১৬ থেকে ১৮ কপি মতো জমা দেওয়া যায় । অবশ্যই জাতীয় পরিচয়পত্র / পাসর্পোট এর ফটোকপি নিয়ে যাবেন। একজনের টা অন্যজন দেয়া যায়, যার কাগজ জমা দিচ্ছেন তার জাতীয় পরিচয়পত্র / পাসর্পোট এর ফটোকপি নিয়ে যাবেন। ঐ দিনই দুপুর ৩.৩০ এর দিকে ফেরত দেয়া শুরু করবে। বের হবার আগে অবশ্যই দেখে নিবেন সিল, সিরিয়াল নং ও সাক্ষর ঠিকমতো আছে কিনা, নাহলে সকল কষ্টই বৃথা। পুরোটাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা। কারো ব্যতিক্রম থাকতে পারে। এখানে কোনো টাকা খরচ হবে না।
✅জন্ম নিবন্ধনঃ
আপনি আপনার জন্ম নিবন্ধন পত্র টি প্রথমে ইংরেজিতে অনুবাদ করে নিবেন ( যদি করা না থাকে )। তারপর সেটা নোটারি করে আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন করবেন।
✅পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটঃ
আপনি আপনার নিজ থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স করবেন। পুলিশ ক্লিয়ারেন্স সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হয়েই আসে। তারপরও যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্স পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত না থাকে তবে করে নিবেন। এতে সময় লাগবে ৭-১৫ দিন। উল্লেখ্য, বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য অনলাইনেই আবেদন করা যায় এবং বাসায় বসেই সার্টিফিকেট পাওয়া যায়। বিস্তারিত জানতে অনলাইনে আবেদনের ফাইলটা পড়তে পারেন।
***** সবশেষে সকল সত্যায়িত ডকুমেন্টস আপনার পছন্দের দেশের এমব্যাসি/কনস্যুলেট থেকে সত্যায়ন করবেন।
সতর্কবাণীঃ যে কোন প্রক্রিয়া শুরুর আগে আপনি আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও এডমিশন অফিসে মেইল করে কোন কোন ডকুমেন্টস কোথায় সত্যায়ন করবেন সেটা বিস্তারিত জেনে নিবেন।
এই হল সত্যায়নের নিয়ম. আশা করি এরপর থেকে কারো সত্যায়িত করা নিয়ে কোন সমস্যা হবে না।
লক্ষণীয় বিষয়ঃ আপনি যদি বিদেশে পড়তে আগ্রহী থাকেন তাহলে কোন ভাবেই আপনার সার্টিফিকেট লেমিনেটেড করা যাবে না ।যদি কেউ করে থাকেন তাহলে সেটা তুলে ফেলার চেষ্টা করুন । নিলক্ষেত থেকে তুলতে পারবেন কোন সমস্যা ছাড়াই তবে ভালো করে দরদাম করে নিবেন ৫০ - ১০০ টাকা লাগতে পারে । অরিজিনাল ডকুমেন্টস এর সাথে ফটোকপি জমা দিতে হয়। সাধারণত অরিজিনাল কপির পেছনে ও ফটোকপির সামনে সত্যায়ন করে থাকে।
আরও একটা গুরুত্বপূর্ণ কথা। আপনারা মন্ত্রণালয় গুলোতে যাওয়ার আগে দয়া করে ওয়েবসাইট দেখে নিবেন। কারণ সময় ও নিয়ম যে কোন সময় পরিবর্তন হতে পারে।

Address

Pran Haridash Road, (basanti School Gate), Waste Kattali Pahartali Chittagong
Chittagong
4202

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801833588726

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lucky Career Development & Travels Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lucky Career Development & Travels Consultant:

Videos

Share

Category