Travel With Rakib Mohosin

Travel With Rakib Mohosin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Travel With Rakib Mohosin, Travel Company, Kasba, Brahmanbaria, Chittagong.
(1)

আহ সোনা গো আমার🤔একটা পেনাল্টির আশায় এত নাটক।
22/06/2024

আহ সোনা গো আমার🤔
একটা পেনাল্টির আশায় এত নাটক।

08/06/2024

ঘুরে ঘুরে দেখছি মেঘের রাজ্যে❤️❤️❤️

শিলংয়ের পাহাড়ি পথের চড়াই-উৎরাই মাঝে মাঝে পাগলামি করে বইকি! পথের কোথাও কোথাও পাকদণ্ডী দেখলে গা শিউরে ওঠে। গাড়ি ধাক্কা খেল...
08/06/2024

শিলংয়ের পাহাড়ি পথের চড়াই-উৎরাই মাঝে মাঝে পাগলামি করে বইকি! পথের কোথাও কোথাও পাকদণ্ডী দেখলে গা শিউরে ওঠে। গাড়ি ধাক্কা খেলে মৃত্যু অনিবার্য। অনেক সময় মোটর গাড়ির ধাক্কা নতুন সম্পর্কেরও সূচনা করে। মুখোমুখি ধাক্কা লাগাটা এ পথে অস্বাভাবিক কিছু নয়। মুহূর্তে রোদ্দুর ঢেকে ঝেঁপে বৃষ্টি আসাটা শিলংয়ের বৈশিষ্ট্য।

06/06/2024

মেঘালয়া

দাদা দের  দেশে আবারো 🇳🇪ডাউকি,মেঘালয়া, সিলং,চেরাপুন্জি, মাউলিং ও পরিচ্ছন্ন গ্রাম।ঘুরে ঘুরে দেখার উদ্দেশ্য।
06/06/2024

দাদা দের দেশে আবারো 🇳🇪
ডাউকি,মেঘালয়া, সিলং,চেরাপুন্জি, মাউলিং ও পরিচ্ছন্ন গ্রাম।ঘুরে ঘুরে দেখার উদ্দেশ্য।

30/05/2024

সুন্দর শহর মৌলভীবাজার এ একদিন

হয়তো সুন্দরবন তার সর্বোচ্চ দিয়ে এভাবেই আমাদের প্রতিবার রক্ষা করে 😥😥😥
28/05/2024

হয়তো সুন্দরবন তার সর্বোচ্চ দিয়ে এভাবেই আমাদের প্রতিবার রক্ষা করে 😥😥😥

27/05/2024
27/05/2024

ওরা হয়তো জানে না, ওরা এ সময় টা আর ফিরে পাবেনা😥😥

25/05/2024

বৃষ্টি আসার আগের মূহুর্ত 🌧️🌧️🌧️

15/05/2024

রাতের নিকলি হাওড়

10/05/2024

30/04/2024

পবিত্র মাহে রমজানের সুন্দর মূহুর্ত।

"সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে" আদর করে সবাই আমাকে মামা ডাকতো, আর এখন তোমরা যারে তারে মামা ডাকো। আগুন দিমু না তো কি...
28/04/2024

"সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে"

আদর করে সবাই আমাকে মামা ডাকতো, আর এখন তোমরা যারে তারে মামা ডাকো। আগুন দিমু না তো কি ফুল দিমু?,,,সূর্য
🤣

ভাই ধরুন আপনার একাউন্টে ৮৬৪০০ টাকা আছে। সেখান থেকে কেউ যদি ১০ টাকা চুরি করে আপনি বাকী ৮৬৩৯০ টাকা রক্ষা না করে ১০ টাকার জ...
27/04/2024

ভাই ধরুন আপনার একাউন্টে ৮৬৪০০ টাকা আছে। সেখান থেকে কেউ যদি ১০ টাকা চুরি করে আপনি বাকী ৮৬৩৯০ টাকা রক্ষা না করে ১০ টাকার জন্য আপনি সেই চোরের পিছনে দৌড়াতে থাকবেন?
একইভাবে প্রতিদিন আপনার কাছে ৮৬৪০০ সেকেন্ড আছে, মাত্র ১০ সেকেন্ডের জন্য একজন মানুষ এসে আপনাকে নেগেটিভ কিছু বলে দিলো, একটা গালি দিলো, খারাপ মন্তব্য করলো, আপনি বাকী ৮৬৩৯০ সেকেন্ডের পরোয়া না করে ১০ সেকেন্ডের খারাপ সময়ের পিছনে লেগে থাকবেন? আমার মনে হয় না। ভুলে যান সেই মানুষটার নেগেটিভিটিকে, আপনার সুন্দর ৮৬৩৯০ সেকেন্ড নিয়ে বাঁচুন, জীবনটাকে পজেটিভ করে তুলুন।
পোস্ট: সংগ্রহীত

26/04/2024

সিলেটে বসে আমেরিকার ফিল নিচ্ছি🫣
কারণ যেখানে সারা বাংলাদেশে বৃষ্টি নাই সেখানে সিলেটের প্রচন্ড বৃষ্টি হচ্ছে।🤗
খুব ঠান্ডা লাগছে লেপ গায়ে দিতে ঘুমানোর মতো একটা অবস্থা।🥶
আবহাওয়া বেশি না মাত্র ২৫ডিগ্রি🙂
সবাইকে সিলেট আসার নিমন্ত্রণ রইলো🥰🥰

16/04/2024

10/04/2024

# beautiful

কঠোর পরিশ্রম কতটা ফলপ্রসূ হয় তার একটি উদাহরণ হল ইদ। কারণ এক মাস রোজা রাখার পর ইমানদাররা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হয়। ত...
10/04/2024

কঠোর পরিশ্রম কতটা ফলপ্রসূ হয় তার একটি উদাহরণ হল ইদ। কারণ এক মাস রোজা রাখার পর ইমানদাররা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হয়। তাই এই ইদে অভাবী এবং দরিদ্র মানুষদের অবশ্যই সাহায্য করুন। খুশির ইদের শুভেচ্ছা পাঠিয়ে দিন তাদের। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে ভাগ করে নিন এই সব শুভেচ্ছা বার্তা।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদারকে নিয়ে একটি চমৎকার ওয়েবফিল্ম তৈরি হতে পারে। তৈরি হত...
07/03/2024

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদারকে নিয়ে একটি চমৎকার ওয়েবফিল্ম তৈরি হতে পারে। তৈরি হতে পারে ৫ মার্চের অসংখ্য ছাত্র-ছাত্রীর নিশ্চিত মিস হয়ে পড়া ভর্তি পরীক্ষাটিতে অংশগ্রহণ করে ফেলার কাহিনীটি নিয়ে!

মার্চের ৫ তারিখ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সেই পরীক্ষায় অংশ নিতে ৭০০ এর মতো শিক্ষার্থী ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসে চেপে বসেন। বিকেল ৩.৩০ মিনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে।

কিন্তু সমস্যা শুরু হয় গোড়া থেকেই! রেল ব্রোকেনের ফলে ধূমকেতু এক্সপ্রেস ঢাকা থেকেই বেশ বিলম্বেই রওনা হয়। সকাল ১১টার দিকে হিসেব করে দেখা গেলো, ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছাতে বিকেল ৩টার মতো বাজবে। তখন থেকেই কাজ শুরু করেন অসীম কুমার তালুকদার।
পরীক্ষার্থীদের সময়ের ব্যাপারে চিন্তা করে ধূমকেতু এক্সপ্রেসকে এগিয়ে নিয়ে আসেন অন্য কয়েকটি ট্রেনকে বসিয়ে রেখে।

তারপরেও ভাগ্য সহায় হয়নি। লাহেড়ী মোহনপুর স্টেশনে এসে ধূমকেতুর ইঞ্জিন ফেইল করে। ফলে ট্রেনটির চলাচল বন্ধ হয়ে পড়ে। তখনও এগিয়ে আসেন অসীম কুমার তালুকদার।আবারো পরীক্ষার্থীদের জন্য শরৎনগরে থাকা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন কেটে এনে ধূমকেতু এক্সপ্রেসে সেট করে আবার ধূমকেতু এক্সপ্রেসটি সচল করান। কিন্তু ততোক্ষণে আরো ঘণ্টাদেড়েক সময় নষ্ট হয়ে গিয়েছে। হিসেব করে দেখা যায় ট্রেনটি বিকেল ৪টায় রাজশাহী স্টেশনে পৌঁছুবে।

এইসময়ে আর কোনো উপায় না পেয়ে অসীম স্যার রাজশাহী ইউনিভার্সিটির ভিসিকে পরীক্ষার সময় পিছিয়ে দেয়ার জন্য অনুরোধ জানান। পাশাপাশি ট্রেনের লোকো পাইলটকে সর্বোচ্চ গতিতে ট্রেন চালানোর নির্দেশ দেন। সাথে যোগাযোগ রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের সাথে। তারপরও সময় বাঁচাতে আড়ানি স্টেশনের স্টপেজে ট্রেন না থামানোর নিদের্শ দেন। অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন গিয়ে পৌঁছে বিকেল ৩.৩৮ মিনিটে। কিন্তু ৪টার মধ্যে হলে ঢুকতে হবে!

তখন আবারো তিনি ভিসিকে অনুরোধ জানালেন শিক্ষার্থীদের হলে ঢোকার সুযোগ দেওয়ার জন্য। ভিসি স্যার অসীম স্যারের অনুরোধেই শিক্ষার্থীদের হলে ঢুকতে দিলেন। এভাবেই প্রায় ৭০০ শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিশ্চিত মিস হতে যাওয়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলো। কোনো দৈব বলে নয়, একজন অসীম তালুকদারের একান্ত প্রচেষ্ঠায়। যার সাথে যোগ দিয়েছিলেন রেলের অংসখ্য কর্মী।

ইন্ডিয়ান ওয়েব সিরিজ "দ্যা রেলওয়ে ম্যান" আমরা অনেকেই তো দেখেছি। জেনেছি রেল কর্মকর্তা এবং কর্মচারীদের অসামান্য অবদানের কথা।
আমাদের রেলওয়ে ম্যানদের এই অনন্য কাজটিও দেখতে চাই পর্দায়। রেলের অসংখ্য দূর্নীতি অনিয়মের মধ্যেও যে এমন চমৎকার কাজ হয় তাতো সকলেরই জানা উচিৎ!
পোস্টঃ সংগ্রহীত

Address

Kasba, Brahmanbaria
Chittagong
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel With Rakib Mohosin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel With Rakib Mohosin:

Videos

Share

Category