Golden Hajj Kafela

Golden Hajj Kafela ইমশিতা ট্রাভেলস এন্ড ট্যুরস।🌍✈️
ওমরাহ ভিসা,পাসপোর্ট, টিকেটিং, ওমরাহ প্যাকেজ ও হজ্জ নিবন্ধন করা হয়।

27/03/2024

হজ্জ ও উমরাহতে সেলফি ও ভিডিও করায় ব্যাস্ত সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে জাহির করার প্রতিযোগিতায় আছে বর্তমান সমাজ😢😢
ইয়া আলাহ সবাইকে হেদায়েত দান করুন😢

24/03/2024

👉 : জিজ্ঞাস করা হলো, সেজদার ক্ষমতা কতটুকু ??

- জবাবে বলা হলো , সাড়ে ছয়শ পাখা থাকা সত্যেও ।

জেব্রাইল আলাইহিছ সালাম ।যে দূরত্ব অতিক্রম করতে

সক্ষম হয়নি কখনো : বান্দার এক সেজদায় অনায়াসে সেই

দূরত্ব অতিক্রম করতে সক্ষম ।👈

Everyone

আসসালামু আলাইকুমরমজান পরবর্তী  গোল্ডেন হজ্জ কাফেলার প্যাকেজ সমূহ হচ্ছে-🛫১৩ ই এপ্রিল-এয়ার আরবিয়া(ট্রানজিট) 🛫১৮ ই এপ্রিল -...
22/03/2024

আসসালামু আলাইকুম
রমজান পরবর্তী গোল্ডেন হজ্জ কাফেলার প্যাকেজ সমূহ হচ্ছে-

🛫১৩ ই এপ্রিল-এয়ার আরবিয়া(ট্রানজিট)
🛫১৮ ই এপ্রিল -বাংলাদেশ বিমান(সরাসরি)
🛫২৬ ই এপ্রিল-সালাম এয়ার(ট্রানজিট)

প্যাকেজ এ যা যা থাকছে-

➡️টিকেট
➡️ভিসা
➡️ট্রান্সপোর্ট
➡️৫০০ মিটার দূরত্ব এ হোটেল
➡️মক্কা-মদিনা দর্শনীয় স্থান সমূহ জিয়ারা
➡️তিন বেলা বাংগালী খাবার
➡️হেলথ ইন্সুইরেন্স

অভিজ্ঞ মোয়াল্লেম দ্বারা পরিচালিত আমরাই দিচ্ছি সূলভ মূল্যে ভাল সেবার নিশ্চয়তা।
যোগাযোগ -গোল্ডেন হজ্জ কাফেলা
২য় তলা,রায়হান কমপ্লেক্স, চকবাজার, চট্টগ্রাম।
01701-069600
Everyone

নামাজে বসে যে আত্তাহিয়াতু দু'আ পড়ি তার পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না, আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং নামা...
16/03/2024

নামাজে বসে যে আত্তাহিয়াতু দু'আ পড়ি তার পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না, আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং নামাজ পড়ায় ম‌নো‌যোগ ও বাড়‌বে। ঈমানও তাজা হবে।

আত্তাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে!

আত্তাহিয়াতু আসলে, আল্লাহর সাথে আমাদের মহানবী (সঃ) কথোপকথন একটা অংশ। যা আমাদের মহানবী (সঃ) মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে! মহানবী (সঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তাহলে কি বলেছিল...?

কারন; আমরা মহান আল্লাহকে বলতে পারব না, আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন; আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেন:-

▪আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু

অর্থঃ- যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

উওরে মহান আল্লাহ বলেন:-

▪আসসালা-মু'আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।

অর্থঃ- হে নবী; আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।

এতে মহানবী (সঃ) বলেন:-

▪আসসালা-মু-আলায়না ওয়া আলা ইবাদিল্লা-হিছছালেহীন।

অর্থ:- আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

মহান আল্লাহ এবং মহানবী (সঃ) এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেন:-

▪আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।

অর্থ:- আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল।
"সুবহানাল্লাহ"।

এখন আমি এবং আপনি আত্তাহিয়াতু গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম, এবার একটু চিন্তা করুন তো, এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুজতে পারবে! ইনশাআল্লাহ।

আজ মাগরিবের আযানের সাথে সাথে বন্ধ করে দেয়া হবে সব জাহান্নামের দরজা।আযাব বন্ধ করে দেয়া হবে সব কবরবাসীদের।৭০ গুন করে দেয়া ...
11/03/2024

আজ মাগরিবের আযানের সাথে সাথে বন্ধ করে দেয়া হবে সব জাহান্নামের দরজা।আযাব বন্ধ করে দেয়া হবে সব কবরবাসীদের।৭০ গুন করে দেয়া হবে সব সওয়াব।আটকে ফেলা হবে সব শয়তানদের।প্রত্যেকদিন ইফতারীতে আল্লাহ মহান কবুল করবেন একটি করে দোয়া।এর মাঝে এমন একটি রাত আসবে সেখানে ভাগ্য,পরিমান ও তাকদির নির্ধারণ করবেন আরশের মালিক মহান আল্লাহ সুবহানু তা'আলা❤️
সেই আরশের মালিক যিনি হও বললে সব কিছু হয়ে যায় তাঁর পক্ষ থেকে তাঁর এই বান্দাদের জন্য এই অফারটি থাকবে এই মাসের জন্য।চারিদিকে শুরু হয়ে গেছে সেই মাসের সুগন্ধি বাতাস।ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।

সবাইকে পবিত্র রমাদানুল কারীমের শুভেচ্ছে।
রমাদান মোবারক 🕋

09/03/2024

আলহামদুলিল্লাহ

➡️গোল্ডেন হজ্জ কাফেলার
০৯ মার্চ এয়ার আরবিয়ার সকাল ৭:২৫ জেদ্দা ফ্লাইটে ৩৫ জন উমরাহ যাত্রীকে বিদায় দিলাম।
আল্লাহ তাদের ইবাদত কবুল করুক আমীন।

আমাদের পরবর্তী রমজান প্যাকেজ
➡️২২ মার্চ বাংলাদেশ বিমান
➡️২১ মার্চ বাংলাদেশ বিমান
➡️২৪ মার্চ এয়ার আরবিয়া

রমজান পরবর্তী প্যাকেজ
➡️১৩ ই এপ্রিল এয়ার আরবিয়া (ট্রানজিট)
➡️১৭ ই এপ্রিল বাংলাদেশ বিমান
যোগাযোগ - 01701-069600

ইয়া আল্লাহ, ইয়া রব, আপনিই একমাত্র রিজিকের মালিক❤️
01/03/2024

ইয়া আল্লাহ, ইয়া রব, আপনিই একমাত্র রিজিকের মালিক❤️

13/02/2024

আসসালামু আলাইকুম

🛩গোল্ডেন হজ্জ কাফেলা তত্ত্বাবধানে ইমশিতা ট্রাভেলস এন্ড ট্যুরস এর চলমান রমজান উমরাহ প্যাকেজ সমূহ হচ্ছে-

▶️G9-চট্টগ্রাম -শারজাহ-জেদ্দা
মদীনা-শারজাহ-চট্টগ্রাম।
যাওয়া-০৯ মার্চ
আসা- ২৪ মার্চ

▶️বাংলাদেশ বিমান-চট্টগ্রাম-জেদ্দা-জেদ্দা -চট্টগ্রাম

যাওয়া-২২মার্চ
আসা-১০ এপ্রিল
▶️ বাংলাদেশ বিমান-চট্টগ্রাম-মদীনা-জেদ্দা-চট্টগ্রাম

যাওয়া-২১ মার্চ
আসা- ১৪ এপ্রিল

▶️ G9-চট্টগ্রাম-শারজাহ-মদীনা-জেদ্দা-শারজাহ-
চট্টগ্রাম

যাওয়া-২৪ মার্চ
আসা-১৪ এপ্রিল

যোগাযোগ 01701-069600
. 01819298262

রায়হান কমপ্লেক্স,২য় তলা,অপজিট বালি আর্কেড,চকবাজার চট্টগ্রাম।

26/01/2024
প্রতিদিন একটি হাদিস ❤️
12/01/2024

প্রতিদিন একটি হাদিস ❤️

বাংলাদেশ বিমানের গত বছরের "টপ ১০" সেলার হওয়াতে, বাংলাদেশ বিমানের ডিস্ট্রিক্ট ম্যানেজার, এসিস্টেন্ট ম্যানেজার ও সেলস ম্যা...
11/01/2024

বাংলাদেশ বিমানের গত বছরের "টপ ১০" সেলার হওয়াতে, বাংলাদেশ বিমানের ডিস্ট্রিক্ট ম্যানেজার, এসিস্টেন্ট ম্যানেজার ও সেলস ম্যানেজার শুভেচ্ছা বিনিময় করতে অফিসে আগমন করেছেন ও উপহার প্রদান করেছেন।

কথায় নয়, কাজে বিশ্বাসী। আগে জানুন, তারপর বুকিং করুন।দীর্ঘ ১৫ বছর ধরে আমরা অত্যন্ত সুনাম ও সফলতার সাথে ওমরাহ ও হজ্জ পরিচা...
06/01/2024

কথায় নয়, কাজে বিশ্বাসী।
আগে জানুন, তারপর বুকিং করুন।
দীর্ঘ ১৫ বছর ধরে আমরা অত্যন্ত সুনাম ও সফলতার সাথে ওমরাহ ও হজ্জ পরিচালনা করে আসছি।
ওমরাহ ও হজ্জ মুসলিম উম্মাহর জন্য একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়।
এটি আমরা ব্যাবসায়ী চিন্তার বাইরে, সবার আগে হাজীদের সেবা প্রদানকারী হিসেবে বিবেচনা করে থাকি।

কাছাকাছি হোটেল ও মানসম্মত খাবার এর ১০০% নিশ্চয়তা।

ওমরাহ প্যাকেজঃ
৭ ফেব্রুয়ারীঃ ১,৩০,০০০ (ট্রানজিট )
৪/৬ ফেব্রুয়ারীঃ ১,৫০,০০০ (নন ট্রানজিট)

১১ ফেব্রুয়ারী শবে বরাতের ১৮ দিনের প্যাকেজঃ ১,৬০,০০০ টাকা।

রমজানের শেষের ১৮ দিনের প্যকেজ ঈদের দিন পর্যন্ত,
২২ মার্চ থেকে ১০ এপ্রিল প্যাকেজঃ ২,৬০,০০০ টাকা।

****হজ্জ নিবন্ধন চলছে

প্রতি মাসে ৪/৫ টি ওমরাহ প্যাকেজ থাকে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
গোল্ডেন হজ্জ কাফেলা
রায়হান কমপ্লেক্স, ২য় তলা
বালি আর্কেডের বিপরীত পাশে,
চকবাজার মোড়
০১৭০১-০৬৯৬০০

আসসালামু আলাইকুমগোল্ডেন হজ্জ কাফেলার তত্ত্বাবধানে জানুয়ারি মাসের গ্রুপ গুলো হল-✈️২৩ জানুয়ারি -এয়ার আরবিয়া (ট্রানজিট) ✈️২...
03/01/2024

আসসালামু আলাইকুম
গোল্ডেন হজ্জ কাফেলার তত্ত্বাবধানে জানুয়ারি মাসের গ্রুপ গুলো হল-
✈️২৩ জানুয়ারি -এয়ার আরবিয়া (ট্রানজিট)
✈️২০ জানুয়ারি- বাংলাদেশ বিমান (নন ট্রানজিট)
প্যাকেজে যা যা থাকছে-
🏬থ্রি স্টার মানের হোটেল
🍝সকালে নাস্তা, দুপুরে ও রাতে খাবার
🏞️ মক্কা মদীনা গুরুত্বপূর্ণ স্থানে জিয়ারাহ
✈️বিমান টিকেট
👤অভিজ্ঞ মোয়াল্লেম দ্বারা গাইড
🚍ট্রান্সপোর্ট
১৫ দিনের প্যাকেজ।
যোগাযোগ -রায়হান কমপ্লেক্স, ২য় তলা। বালি আর্কেডের অপর পাশে। চকবাজার
01701-069600

Address

Rayhan Complex, 2nd Floor, Opposite OF Bali Archade, Chawkbazar Moor
Chittagong
4000

Telephone

+8801701069600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golden Hajj Kafela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Golden Hajj Kafela:

Videos

Share

Category