23/06/2024
হজ্বের নিয়ত থাকলে শারীরিক সামর্থ্য থাকা অবস্থায় হজ্বব্রত সম্পন্ন করুন। সময় যতই পেরিয়ে যাবে শরীর সাপোর্ট না দিলে হজ্ব ততই কঠিন হয়ে আসবে। এবারের আমার হজ্বের অভিজ্ঞতা অনেকটাই ভয়াবহ, শুধু ১০ই জ্বিলহজ্ব ৩০০ এর অধিক পরিমাণে মানুষ মৃত্যুবরণ করেছে। এমন নয় যে অধিকাংশই বৃদ্ধ বরং মধ্যবয়সী ফিজিক্যাল স্ট্রেস নিতে না পারা লোকই বেশি মারা গিয়েছে। বিষয়টি উপলব্ধি করে দ্রুত হজ্বের জন্য নিবন্ধন সম্পন্ন করুন। শরীরচর্চা অথবা কাইক পরিশ্রমের মাধ্যমে নিজেকে স্ট্রং রাখুন। হজ্ব সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করুন। আগামী বছর আমাদের কাফেলার কোটা পূরণ হওয়ার আগেই আপনার এন আই ডি/ পাসপোর্ট ইমেজ এবং সেল ফোন নাম্বার দিয়ে প্রাক নিবন্ধন সম্পন্ন করে রাখুন। সঠিক সময়ে সঠিক জায়গায় নিয়ত করে হজ্বের নিবন্ধন সম্পন্ন করে আল্লাহর সাহায্য কামনা করুন। নিশ্চয় আল্লাহ সাহায্য আসবে ইনশাআল্লাহ। এবং ওমরার জন্যে যোগাযোগ করুন।
মারুফ পাটওয়ারী
+৮৮০১৭১১৭৯০০৮