Ayra Tours & Travels

Ayra Tours & Travels This Page total travel Agency Service & Soliotion

সস্তায় ফ্লাইট টিকিট কেনার ৭টি কার্যকর টিপসসস্তায় ফ্লাইট টিকিট কিনতে কিছু কৌশল জানা থাকলে ভ্রমণের খরচ অনেক কমানো সম্ভব।...
03/12/2024

সস্তায় ফ্লাইট টিকিট কেনার ৭টি কার্যকর টিপস
সস্তায় ফ্লাইট টিকিট কিনতে কিছু কৌশল জানা থাকলে ভ্রমণের খরচ অনেক কমানো সম্ভব। নিচে এমন ৭টি কার্যকর কৌশল উল্লেখ করা হলো।
১. মঙ্গলবার ও বুধবার টিকিট বুক করুন
মঙ্গলবার এবং বুধবার হলো সস্তায় টিকিট কেনার সেরা দিন। বেশিরভাগ এয়ারলাইনস মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তাদের টিকিটের মূল্য আপডেট করে। পরিসংখ্যান বলছে, অধিকাংশ মানুষ শুক্রবার, শনিবার বা রবিবার টিকিটের দাম খোঁজেন। তাই মধ্য সপ্তাহে টিকিট কিনলে দাম তুলনামূলক কম হয়।
২. আগে থেকে টিকিট বুক করুন, তবে অতিরিক্ত আগেও নয়
ভ্রমণের তারিখের অন্তত ২১ দিন আগে টিকিট কিনুন। এয়ারলাইনস সাধারণত প্রথম কয়েকজন যাত্রীকে সবচেয়ে সস্তা টিকিট দেয়। তবে খুব আগেও বুক করলে বেশি দাম দিতে হতে পারে।
৩. সঠিক দিন নির্বাচন করুন
মঙ্গলবার বা বুধবার ফ্লাইট বুকিং এবং ভ্রমণের জন্য আদর্শ। এই দিনগুলোতে ভ্রমণকারী তুলনামূলক কম থাকে। তাই টিকিটের দামও কম থাকে।
৪. আন্তর্জাতিক ফ্লাইটের জন্য সেরা অফার খুঁজুন
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ১১-১২ সপ্তাহ আগে টিকিটের সেরা অফার পাওয়া যায়। এই সময়ে নিয়মিত টিকিটের দাম চেক করুন।
৫. ছোট এয়ারপোর্টে ল্যান্ড করুন
বড় এয়ারপোর্টের পরিবর্তে কাছাকাছি ছোট এয়ারপোর্টে নামার চেষ্টা করুন। যেমন, লন্ডনে যাওয়ার সময় হিথ্রোর পরিবর্তে ম্যানচেস্টার এয়ারপোর্টে নামুন এবং ট্রেনে লন্ডনে যান। এতে খরচ কমে।
৬. ব্রাউজারের 'কুকিজ' পরিষ্কার করুন
ফ্লাইট টিকিট খোঁজার সময় আপনার ব্রাউজারের কুকিজ পরিষ্কার করুন। না হলে এয়ারলাইন্সের বুকিং সিস্টেম আপনার আগের অনুসন্ধান ধরে নেবে এবং দাম বাড়িয়ে দিতে পারে।
৭. টিকিটের দাম তুলনা করুন
একটি ওয়েবসাইটে নির্ভর না করে বিভিন্ন সাইটে টিকিটের দাম তুলনা করুন। প্রায়ই দেখা যায়, একই এয়ারলাইন্সের টিকিট অন্য ওয়েবসাইটে সস্তা পাওয়া যায়।

বিস্তারিত : wa.md/+8801511369547

Holiday Time Lat's Go Traveling the World
31/10/2024

Holiday Time Lat's Go
Traveling the World

Enjoy theTravel Adventues
31/10/2024

Enjoy the
Travel
Adventues

ভোটার তালিকা হালনাগাদ এবং ভোটারের তথ্য আপডেট কার্যক্রম শুরু হচ্ছে।    ID card
30/10/2024

ভোটার তালিকা হালনাগাদ এবং ভোটারের তথ্য আপডেট কার্যক্রম শুরু হচ্ছে।
ID card

Congratulations Bangladesh
30/10/2024

Congratulations Bangladesh

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি কথা বলব   clearance বিষয় নিয়ে। পুলিশ  #ক্লিয়ারেন্স বিষয়টা অনেকের কাছে খু...
30/10/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি কথা বলব clearance বিষয় নিয়ে। পুলিশ #ক্লিয়ারেন্স বিষয়টা অনেকের কাছে খুব জটিল মনে হলেও আসলে আপনি যদি একটু সময় নিয়ে কাজটা করতে পারেন তাহলে এটা অনেক সহজ বিষয়।
প্রথমে কথা বলব পুলিশ ক্লিয়ারেন্স করতে কি কি কাগজ/ডুকোমেন্ট লাগে। পুলিশ ক্লিয়ারেন্স করতে পাঁচটি ডুকমেন্ট লাগে
পাসপোর্ট লাগবে।
ন্যাশনাল আইডি কার্ড লাগবে।
চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে।
অনলাইন জন্ম নিবন্ধন লাগবে।
বিদ্যুৎ বিলের কপি লাগবে।
এই পাঁচটি ডকুমেন্ট নিয়েই আপনি পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে প্রথমে পাসপোর্ট এর রঙিন ফটোকপি করে ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে নিতে হবে। সকল ডকুমেন্ট A4 সাইজের পেপার রঙ্গিন স্পষ্ট হইতে হবে আপনার আবেদন করতে বিভিন্ন দোকানে ২০০ টাকা ৩০০ টাকা নিয়ে থাকে আপনাকে ৫০০ টাকা ব্যাংক চালান করে আবেদনটি কমপ্লিট করে আবেদন কফি ও চালান কপি সহ সকল ডকুমেন্ট একসাথে করে আপনার নিকটস্থ উপজেলা/থানায় জমা করলেই পাঁচ থেকে সাত কর্ম দিবসের ভিতরেই আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি ইস্যু হয়ে যাবে।

বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন:
wa.me://+8801511369547

Address

Bayezid Bostami
Chittagong
4210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayra Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share