13/01/2024
সম্মানিত পার্টনারগণ,
ক্যাথে প্যাসিফিক (CX) পরিচালিত ফ্লাইটে হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (HKG) এর মাধ্যমে ট্রানজিট করা যাত্রীদের জন্য ভিসা ছাড়া ট্রানজিট নীতি সংক্রান্ত সর্বশেষ তথ্য আমরা আপনাদের জানাতে চাই।
হংকং এ ক্যাথে প্যাসিফিকের সাথে ভিসা ছাড়া ট্রানজিট সম্পর্কিত নীতিঃ
১. হংকং দিয়ে ভিসা ছাড়া ট্রানজিট করতে হলে ফ্লাইটের অরিজিন বা গন্তব্য অবশ্যই নিম্নলিখিত দেশগুলির একটি হতে হবেঃ
অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং শেনজেনভুক্ত দেশ (জার্মানি, অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, গ্রীস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া,লিস্টেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড)।
২. সরকারি এবং কূটনৈতিক পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরা ভিসা ছাড়াই হংকং ট্রানজিট করতে পারবেন।
৩. চীন, ফিলিপাইন, ভিয়েতনাম, তাইওয়ান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডগামী সাধারণ পাসপোর্টধারী বাংলাদেশি যাত্রীরা হংকং দিয়ে ভিসা ছাড়া ট্রানজিট করতে চাইলে নিচের দুইটি শর্ত অবশ্যই পূরণ করতে হবেঃ
যাত্রীর কাছে নিম্নলিখিত দেশগুলোর রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতির উপযুক্ত প্রমাণ থাকতে হবেঃ
অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং শেনজেনভুক্ত দেশ (জার্মানি, অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, গ্রীস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি , লাটভিয়া, লিস্টেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড)
যাত্রীদেরকে একই ক্যালেন্ডার দিন (রাত ১২ টার পূর্বে) বা ক্রস-ক্যালেন্ডার দিনে ১২ ঘণ্টার মধ্যে ট্রানজিট করতে হবে।
নিরাপদে ভ্রমণ করতে অনুগ্রহ করে নিয়মগুলো মেনে চলুন।
Tamim Tours&Travels cell :01960525135 . 01839555331