Cox's Bazar Travellers Guide

Cox's Bazar Travellers Guide We Are Care And Guide To Tourist.
(2)

16/09/2023

হারানো বিজ্ঞপ্তি...।

নয় বছরের এক শিশু আজ দুপুর ১২ টায় হারিয়ে যায় কক্সবাজার সদর শহরে।মেয়েটির মতে পিতা মাতার সাথে কক্সবাজার ঘুরতে এসে হারিয়ে যায়।

মা-বাবার কারও নাম জানা নাই তার।পরিবারের এক মেয়ে-নিজের নাম #মেঘলা আর বাসা উখিয়া কোর্টবাজার মরিচ্যায়। এদুটি পরিচয় ছাড়া আর কিছুই জানে নে সে।

তৃতীয় শ্রেণির ছাত্রী কিন্তু স্কুলের নাম ও জানে না।তবে কয় একজন বন্ধুর নাম জান...শাকিল,রিয়া,আয়েশা,রাকিব এরা সকলে এ মরিচ্যায় মেয়েটির সাথে তৃতীয় শ্রেণির তে পড়ে।

যোগাযোগ:-01968601170/ 01824335629

পোষ্টটি অবশ্যই শিয়ার করে তার পরিবারকে শিশুটিকে ফিরে পাবার সাহায্য করুণ।

এই লম্বা ছুটিতে কক্সবাজার ট্রাভেলিং হোক ঝামেলাহীন!Cox's Bazar Travellers Guide এর মাধ্যমে চলে আসুন কক্সবাজার দীর্ঘতম সমু...
02/09/2023

এই লম্বা ছুটিতে কক্সবাজার ট্রাভেলিং হোক ঝামেলাহীন!
Cox's Bazar Travellers Guide এর মাধ্যমে চলে আসুন কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকতে।

যোগাযোগঃ 01835-804697

💥 ট্রেনে ভ্রমণকারীদের জন্য সুখবর 🤩আগামী সেপ্টেম্বরে চলু হচ্ছে ঢাকা - চট্টগ্রাম  কক্সবাজার ট্রেন সেবা। প্রথমে ট্রায়াল চাল...
31/05/2023

💥 ট্রেনে ভ্রমণকারীদের জন্য সুখবর 🤩

আগামী সেপ্টেম্বরে চলু হচ্ছে ঢাকা - চট্টগ্রাম কক্সবাজার ট্রেন সেবা। প্রথমে ট্রায়াল চালু হবে চট্টগ্রাম থেকে ২ টি ট্রেন, একটি ১ সেমি ননস্টপ ১ টি লোকাল। তার কিছু দিন পর চালু হবে ঢাকা থেকে ২ টা, ১ টি ননস্টপ ১ টি সেমি ননস্টপ। ডিসেম্বরের মধ্যে সিলেট থেকে কক্সবাজার ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে।

💥 ভাড়াঃ ঢাকা হতে নন এসি ৭০০ - ৮৫০ টাকা, এসি ১৪০০ থেকে ১৫০০ টাকা। চট্টগ্রাম থেকে সেমি ননস্টপের নন এসি ভাড়া ২০০ টাকা এসি ভাড়া ২৫০ - ৩০০ টাকা। লোকালের ভাড়া ৯০ - ১২০ টাকা। কেবিন ভাড়া ঠিক হয় নি।

সূত্রঃ Time News.

31/05/2023

আমার কুড়িয়ে পাওয়া হাসের বাচ্ছা।

Nights of seasides 📍Cox’s bazar
25/05/2023

Nights of seasides

📍Cox’s bazar

22/05/2023

শৈবাল পয়েন্ট,কক্সবাজার

05/01/2023

রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এর মনোমুগ্ধকর সৌন্দর্য।

#কক্সবাজার

31/12/2022

কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলায়।

#কক্সবাজার

31/12/2022

কক্সবাজার সাইমন বীচ থেকে...

#কক্সবাজার

08/10/2022

শিশু পার্ক
সুগন্ধা বীচ।কক্সবাজার

05/10/2022

বিশ্বকে তাক লাগিয়ে বাংলাদেশের আকাশে উড়ছে উড়ন্ত নৌকা। বাংলাদেশী বিজ্ঞানীদের অদম্য মনোবল ও পরিশ্রমের সফলতা।
(বিঃদ্রঃ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওটি সংগৃহীত।)

26/09/2022

প্রকৃতিকে যারা ভালোবাসেন তাঁরা সুন্দর মনের অধিকারী হয়

📍 কক্সবাজার মহেশখালী ম্যানগ্রোভ

প্রবাল দ্বীপ সেন্টমার্টিন এর সীজনের জন্য প্রস্তুত হচ্ছে এম ভি কর্নফুলী এক্সপ্রেস|আগামী ৬ অক্টোবর থেকে প্রতি বৃহস্পতিবার ...
26/09/2022

প্রবাল দ্বীপ সেন্টমার্টিন এর সীজনের জন্য প্রস্তুত হচ্ছে এম ভি কর্নফুলী এক্সপ্রেস|

আগামী ৬ অক্টোবর থেকে প্রতি বৃহস্পতিবার / শুক্রবার / শনিবার কক্সবাজার হতে প্রবালদ্বীপ সেন্টমার্টিন এর উদ্দেশ্যে ছেড়ে যাবে ও ফিরে আসবে। নভেম্বর মাস থেকে প্রতিদিন চলবে।

🌊অক্টোবর মাসের তারিখ গুলো হলোঃ
০৬/১০/২২
০৭/১০/২২
০৮/১০/২২
১৩/১০/২২
১৪/১০/২২
১৫/১০/২২
২০/১০/২২
২১/১০/২২
২২/১০/২২
২৭/১০/২২
২৮/১০/২২
২৯/১০/২২

🛳️এমভি বে-ওয়ান ক্রুজ শিপ নভেম্বর মাসের ৩ তারিখ হতে এমভি বে-ওয়ান নির্দিষ্ট শিডিউল অনুযায়ী চলাচল করিবে।

বুকিং/যোগাযোগঃ 01835804697 (What's App/Call)

বিঃদ্রঃ যেহেতু জাহাজ গুলো আবহাওয়ার ওপর নির্ভর করে চলাচল করে সেহেতু আবহাওয়া আশংকাজনক হইলে জাহাজ চলাচল বন্ধ হইতে পারে। এর আগেও দুইবার সিডিউল পরিবর্তন হইসে। আশাকরি আর পরিবর্তন হবে না।

06/09/2022

শেষ বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে কেমন?

ঘোষণা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১ অক্টোবর থেকে চালু হচ্ছে কর্ণফুলী শীপ( কক্সবাজার থেকে সেন্টমার্টিন) ৬ অক্টোবর  তারিখ ...
05/09/2022

ঘোষণা।

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১ অক্টোবর থেকে চালু হচ্ছে কর্ণফুলী শীপ( কক্সবাজার থেকে সেন্টমার্টিন)
৬ অক্টোবর তারিখ থেকে চালু হবে বে ওয়ান( চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন)
সূত্রঃ বে ওয়ান অফিস

এবার সেন্টমারটিন ট্যুর এর জন্য বাস টিকিট, শিপ টিকিট, হোটেল, রিসোর্ট সহ সকল কিছু পাবেন আমাদের কাছে।

সেইন্ট মার্টিন বহুবার গেলেও যে জিনিস দেখা হয়নি তেমন কারো। মেরিন পার্ক, এখানে প্রায় ৩০০ প্রজাতির প্রাণী এবং জীব রয়েছে যেগ...
02/08/2022

সেইন্ট মার্টিন বহুবার গেলেও যে জিনিস দেখা হয়নি তেমন কারো।

মেরিন পার্ক, এখানে প্রায় ৩০০ প্রজাতির প্রাণী এবং জীব রয়েছে যেগুলোর সবই সেইন্ট মার্টিন থেকেই সংগৃহীত।

কর্তৃপক্ষের টার্গেট ১০০০ প্রজাতির সংগ্রহ করা এবং জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া।

আগামী সিজন থেকে হতেও পারে, সেই সংবাদ গ্রুপেই জানিয়ে দেয়া হবে।

ঠিকানাঃ মেরিন পার্ক, গলাচিপা, সেইন্ট মার্টিন।

১১টি পরিবারের সমস্ত স্বপ্ন উচ্ছেদ হয়ে গেল নিমেষেই।‌  ইশ মাত্র পাঁচটা মিনিট অপেক্ষা করলেই এত গুলো জীবন বিপন্ন হতো না। সম...
29/07/2022

১১টি পরিবারের সমস্ত স্বপ্ন উচ্ছেদ হয়ে গেল নিমেষেই।‌

ইশ মাত্র পাঁচটা মিনিট অপেক্ষা করলেই এত গুলো জীবন বিপন্ন হতো না। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এই কথাটি আমরা বারবার ভুলে যাই! মহান আল্লাহ তায়া'লা সকল নিহতদের কে জান্নাতবাসী করুক।

মাইক্রোবাসে করে মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা দেখতে গিয়েছিলেন ১৪ বন্ধু।

অনেকের জন্য বিকেল/সন্ধ্যায় এখানেই স্বস্তি 📍Guldighi, Cox’s Bazar
28/07/2022

অনেকের জন্য বিকেল/সন্ধ্যায় এখানেই স্বস্তি

📍Guldighi, Cox’s Bazar

27/07/2022

হাওর প্রেমি মানুষ গুলো কে দেখতে চাই, সারা দিন ✌️

পতেঙ্গা, চট্টগ্রাম।
24/07/2022

পতেঙ্গা, চট্টগ্রাম।

প্রস্তাবিত কক্সবাজার রেলস্টেশন...অসাধারণ নৈপুণ্য শৈলী কারুকার্জ ❤️
24/07/2022

প্রস্তাবিত কক্সবাজার রেলস্টেশন...

অসাধারণ নৈপুণ্য শৈলী কারুকার্জ ❤️

04/07/2022

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ
১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। (আমরা সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করার উদ্যোগ নিয়েছি)

২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন

৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।

৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম

৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ দেখলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন

৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনার ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন

৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবে এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।

৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।

১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।

১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।

১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।

১৩. স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।

১৪. কক্সবাজার বিচ এলাকা ও এর আশপাশ নিরাপদ তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকা এভয়েড করাই উত্তম।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ২৪/৭ পর্যটকদের নিরাপত্তা ও সেবায় কাজ করে যাচ্ছে। আপনাদের সবার সহযোগিতায় একটি সুন্দর ও সুশৃঙ্খল বিচ উপহার দিতে কাজ করে চলেছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।

দ্রুত সেনাবাহিনী ও নৌবাহিনী মোতায়েন করুন...আহা! মোবাইলে চার্জ আছে বলে সিলেটের বিপদাপন্ন লোকজন এখন পর্যন্ত মুঠোফোনে উদ্ধা...
17/06/2022

দ্রুত সেনাবাহিনী ও নৌবাহিনী মোতায়েন করুন...

আহা!
মোবাইলে চার্জ আছে বলে সিলেটের বিপদাপন্ন লোকজন এখন পর্যন্ত মুঠোফোনে উদ্ধারের সাহায্য চাইতে পারছে। বিদুৎ বন্ধ অলরেডি। কিছুক্ষণ পর তাদের হাহাকার শোনারও সুযোগ থাকবে না।

প্রতি মূহুর্তে পানি বাড়ছে। অনবরত বৃষ্টি নামছে। বাচ্চাদের কান্না। গরুর হাম্বা হাম্বা ডাক। গবাদিপশু ভেসে যাচ্ছে। মুরব্বিদের হা হু গোঙানির আওয়াজ। মা তার সন্তানকে হারানোর ভয়ে কাঁদছে। চোখের সামনে অনেককিছু হারিয়ে যাচ্ছে। বাবাদের অসহায় মুখ। আকাশ থেকে বৃষ্টি পড়ছে অনবরত। খাওয়ার কোনো ব্যবস্থা নেই। না আছে শোয়ার ব্যবস্থা, না আছে বসার উপায়।

এই মুহূর্তে দরকার উদ্ধার অভিযান। ট্রলার ও নৌকা দরকার।

সেনাবাহিনী ও নৌবাহিনীকে দ্রুত মোতায়েন করার বিনীত অনুরোধ করছি।

এক মানবিক বিপর্যয় নেমে এসে সিলেটের বুকে। ইয়া আল্লাহ, রহম করুন।

ব্যাপার টা একটু বিলাসিতারমাটি থেকে ১৬০ ফিট উপরে বসে খাচ্ছেন।
16/06/2022

ব্যাপার টা একটু বিলাসিতার
মাটি থেকে ১৬০ ফিট উপরে বসে খাচ্ছেন।

13/06/2022

মেরিন ড্রাইভ রোড 😍🥀
📍কক্সবাজার

Address

Cox's Bazar
4700

Telephone

+8801835804697

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cox's Bazar Travellers Guide posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cox's Bazar Travellers Guide:

Videos

Share

Category