11/04/2023
আসসালামু আলাইকুম।
পবিত্র কুরআন এর সূরা তাওবা এর ৬০ নং আয়াত অনুযায়ী আল্লাহ তায়ালা জাকাত ব্যয়ের খাতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন।
জাকাতের সম্পদ ব্যয়ের খাত মোট আটটি।সেগুলো হলো-
১. ফকির, যাদের কিছু সম্পদ আছে, কিন্তু তা দিয়ে জীবিকা নির্বাহ করা কষ্টকর।
২. মিসকিন, যাদের কোনো সম্পদ নেই।
৩. যারা ইসলামি রাষ্ট্রের সরকারকর্তৃক জাকাত, সদকা, ওশর ইত্যাদি উসুল করার কাজে নিয়োজিত।
৪. অ*মুসলিমদের হৃদয় জয় তথা ইসলামের দিকে ধাবিত করার জন্য জাকাত প্রদান ।
৫. নির্দিষ্ট পরিমাণ সম্পদের বিনিময়ে স্বাধীন হওয়ার চুক্তিতে আবদ্ধ দাস-দাসী।
৬. পর্যাপ্ত পরিমাণ মাল না থাকার দরুণ ঋণ পরিশোধে অক্ষম ঋণী ব্যক্তি তথা ঋণ পরিশোধের জন্য।
৭. আল্লাহর রাস্তায়।
৮. মুসাফির তথা সফর অবস্থায় অভাবগ্রস্ত মানুষ।